পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাহিদা বেগম (২৫) এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মধ্য ইন্দুরকানী গ্রামের হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ মধ্য ইন্দুরকানী গ্রামের মসজিদের ইমাম মো. আল- আমিন হাওলাদারের স্ত্রী।

স্থানীয়রা জানান, গৃহবধূ নাহিদা দুপুরে গোসল শেষে ঘরের ভিতরে ঢুকে মোটরের পানির লাইনের সুইচ বন্ধ করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় পাশের বাসার এক মহিলা নাহিদাকে খুঁজতে এসে মোটরের এর পাশে তাকে পড়ে থাকতে দেখে স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিস ও থানা পুলিশকে  খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে গৃহবধূর মরদেহ উদ্ধার করে।

ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান,  মোটরের পানির লাইনের সুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাহিদা নামের ওই গৃহবধূর মৃত্যু হয়েছে।

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় নিহত ৩

মাদারীপুরের রাজৈর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের  বাবনাতলায় এলাকায় বাসের ধাক্কায় ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও দুজন। ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে ৮টার দিকে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার রাতে একজন ভ্যানচালক ৪ যাত্রী নিয়ে রাজৈর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বাবনাতলা এলাকা দিয়ে যাচ্ছিল। এসময় বরিশাল থেকে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের ওপর তুলে দেয়। এতে ঘটনাস্থলেই আমির শেখ নামে একজন নিহত হয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে প্রান্ত দফাদার নামে একজনসহ দুজন মারা যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এসময় দুর্ঘটনাটি ঘটেছে।

পিরোজপুরে স্বামী হত্যা মামলায় স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুরের কাউখালীতে স্বামী হত্যা মামলায় স্ত্রী সালমা আক্তারের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। পিরোজপুরের অতিরিক্ত দায়রা জজ এসএম নুরুল ইসলাম মঙ্গলবার এই আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বারবাকপুর গ্রামের আব্দুল মোফাজ্জেল শিকদারের ছেলে আব্দুল মান্নানের সাথে কাউখালী উপজেলার মুক্তারকাঠী গ্রামের সালমার বিয়ে হয়। প্রথম দিকে সালমা তার শ্বশুরবাড়ি থাকলেও তার উচ্ছৃঙ্খল আচরণের প্রতিবাদ হওয়ায় স্বামী আব্দুল মান্নানকে নিয়ে কাউখালী বাবার বাড়িতে চলে আসেন। সেখানে থাকাকালীন সে একই উপজেলার নাঙ্গুলী গ্রামের লিটু হাওলাদারের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন।

২০১৩ সালের ১৮ জুলাই রাত ১১টার দিকে রিতার স্বামী ঘুমিয়ে পড়লে লিটু সালমাকে দরজা খুলে দিতে বলে। পরে লিটু ঘরে ঢুকে রিতার সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত হয়। এসময় তার স্বামী বিষয়টি দেখে ফেললে তারা বিষয়টি গোপন রাখার জন্য লোহার রড দিয়ে আব্দুল মান্নানকে আঘাত করে। এতে ঘটনাস্থলে মারা যায় মান্নান। পরে তারা মান্নানের গলায় রশি লাগিয়ে সেটিকে আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করে।

 

ওই রাতেই সালমার ভাই রিয়াজ ফোনে আব্দুল মান্নানের ভাই মো. হান্নান শিকদারকে জানায় তার ভাই অসুস্থ হয়েছেন। সকালে তারা এসে আ. মান্নানকে মৃত দেখলে পুলিশকে জানান। পরে এ ঘটনায় পিরোজপুরের কাউখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি আদালতে গেলে বিচারকার্য শেষে পিরোজপুরের অতিরিক্ত দায়রা জজ এসএম নুরুল ইসলাম এ রায় দেন।

রায়ে বলা হয় মামলার ১ নম্বর আসামি রিতার বিরুদ্ধে পেনাল কোডের ৩০২ ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অন্য আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়।

পিরোজপুরে ট্রাকচাপায় আওয়ামী লীগ সভাপতি নিহত, আহত ৪

পিরোজপুরের শংকরপাশা ইউনিয়নের কলবাড়ি এলাকায় ট্রাকচাপায় মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিয়া মোহাম্মদ ফারুক হোসেন নিহত হয়েছেন। এ সময় আরো ৪ জন আহত হয়েছে।

আহতরা হলেন হানিফ সরদার (৪৫), কিবরিয়া হাওলাদার (৩৫), ভুবন রায়ের পুত্র জগদিশ রায় (২৮) ও নুর ইসলাম (৫০)।  শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার রাতে পিরোজপুরগামী একটি ট্রাক কলবাড়ি এলাকায় এসে একটি ব্যাটারী চালিত অটোকে চাপা দেয়। এসময় অটোতে থাকা ফারুক হোসেন ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত হয় আরো ৪ জন।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তন্ময় মজুমদার জানান, ৪ জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি তিনজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, এখন পর্যন্ত একজন নিহত হয়েছেন এবং ৪জন আহত হয়েছে।

পিরোজপুর শহরের প্রাণকেন্দ্রে অগ্নিকাণ্ড

পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র সদর রোডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রবিবার রাত ৮ টার দিকে সদর রোডে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ের বিপরীত দিকের একটি মিষ্টির দোকানে প্রথম আগুন দেখতে পায় লোকজন। খবর পেয়ে পিরোজপুর সদর, নাজিরপুর উপজেলা ও ইন্দুরকানী ইউজেলার ফায়ারসার্ভিস ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগার পরে ফায়ারসার্ভিস ঘটনাস্থলে আসলেও শহরে পানির ব্যবস্থার সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় কর্মীদের। অগ্নিকাণ্ডের উৎস ও ক্ষয় ক্ষতি সম্পর্কে এখন কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকিব জানান, ডায়মন্ড মিষ্টান্ন ভাণ্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানাগেছে। আগুনে মোট ৩ টি প্রতিষ্ঠান পুড়ে গেছে।

পিরোজপুরে ধর্ম ত্যাগ করে ছাত্রীকে বিয়ে, অতঃপর!

পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বরোচিস হাওলাদার শিবু নামের এক শিক্ষক হিন্দু ধর্ম ত্যাগ করে অর্নাস পড়ুয়া কলেজ ছাত্রীকে বিয়ে করেন স্কুল শিক্ষক। ধর্মান্তরিত হওয়া পরে নাম রাখেন সিয়াম হাওলাদার। তিনি সুমি আক্তার নামে অনার্স পড়ুয়া কলেজ ছাত্রীকে বিয়ে করেন।

জানা যায়, কিছু দিন সংসার করার পরে তিনি আগের ধর্মে ফিরে যান। পরে ভুক্তভোগী নারী সুমি আক্তার বাদী হয়ে পিরোজপুর জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে নির্দেশ দেন।

স্বরোচিস হাওলাদার শিবু উপজেলার দক্ষিণ কবুতরখালী গ্রামের সাবেক পল্লী চিকিৎসক স্বপন কুমার হাওলাদার ছেলে ও ১০১নং মাথাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই কলেজছাত্রীকে স্বরোচিস প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক তৈরি করে। ধর্মের বিষয়টি সুমি জানতে পারলে স্ত্রী-সন্তান রেখে হিন্দু ধর্ম ত্যাগ করে এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করে স্বরোচিস নাম পরিবর্তন করে নতুন নাম রাখেন সিয়াম হাওলাদার।

পরে খুলনায় গিয়ে জনৈক কাজীর মাধ্যমে ইসলামী শরিয়াহ মোতাবেক বিয়ে করেন। বিয়ের পর তারা ঢাকায় একটি ভাড়া বাসায় স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করায় সুমি আক্তার গর্ভবতী হন। সিয়াম চাপ সৃষ্টি করে তাকে গর্ভপাত করতে বাধ্য করেন। গত ৩ জানুয়ারি সিয়াম হাওলাদার (স্বরোচিস) সুমিকে ঢাকা থেকে নিয়ে এসে ১০ লাখ টাকা যৌতুক দাবি করে পিত্রালয়ে পাঠিয়ে দেন।

খোঁজ নিয়ে জানা যায়, এক সন্তানের জনক স্বরোচিস একজন লম্পট প্রকৃতির লোক। তিনি ইতোমধ্যে ওই ছাত্রীসহ চার নারীকে বিয়ে করেন। এর মধ্যে দুই স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়।

এ ব্যাপারে অভিযুক্ত স্বরোচিসকে একাধিকবার ফোন দিলেও পাওয়া যায়নি। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রূপকুমার পাল বলেন, আদালতের নির্দেশনা পেয়েছি। শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়েছি

পিরোজপুরে ইয়াবা-টাকাসহ একই পরিবারের ৩ সদস্য আটক

পিরোজপুরের কাউখালীতে সাড়ে ৮ হাজার পিস ইয়াবা ও ২ লক্ষাধিক টাকাসহ একই পরিবারের তিন সদস্যকে আটক করেছে পিরোজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার উপজেলার মধ্য শিয়ালকাঠী গ্রামে নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল কাদের এর নেতৃত্বে একটি দল তাদেরকে আটক করে। এসময় ঘরের মধ্য থেকে ৮ হাজার পিস ইয়াবা ও নগদ ২ লক্ষ ৪ হাজার ৫শ’ টাকা টাকা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

এ ঘটনায় আটককৃত ওই গ্রামের খলিলুর রহমানের স্ত্রী শারমিন আক্তার (৪৫), ছেলে মেহেদী হাসান মুন্না (১৯) ও মেয়ে ইকতার জাহান তিশা (২২) এবং পলাতক ছেলে সাইফুল ইসলাম পায়েলকে (২৬) আসামি করে কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. বদরুল হাসান।

আগামীকাল বৃহস্পতিবার আসামিদেরকে পিরোজপুরের আদালতে তোলা হবে।

নেছারাবাদে ভাবের কারণে শিশু বিক্রি মায়ের জিম্মায় দিলেন আদালত

মামুনুর রশীদ নোমানী: পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় অভাবের কারণে বিক্রি করে দেওয়া কন্যাসন্তানকে উদ্ধারের পর মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন আদালত। রোববার সকালে পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হলে বিচারক পল্লবেশ কুমার কুন্ডু শিশুটিকে তার মা কাজল ব্যাপারীর জিম্মায় দেন। রোববার এ তথ্য জানিয়েছেন পিরোজপুর আদালত পুলিশের পরিদর্শক মীর আতাহার আলী।
পিরোজপুর আদালত পুলিশের পরিদর্শক মীর আতাহার আলী বলেন, শিশুটিকে আদালত তার মায়ের জিম্মায় দেওয়ার আদেশ দেন। দুপুরে শিশুটিকে তার মা বাড়ি নিয়ে যান।
 শিশুটির মা কাজল ব্যাপারী বলেন, ‘আমার স্বামী অভাবে থাকায় ও মেয়ের সুন্দর ভবিষ্যতের কথা ভেবে ধনী একটি পরিবারকে শিশুটিকে দত্তক দিয়েছিলাম। আমি তো মা। মায়ের মন সন্তানের জন্য ছটফট করে। সন্তানকে ফিরে পেয়ে আমি খুশি।
পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুরের নেছারাবাদ উপজেলার দুর্গাকাঠি গ্রামের পরিমল ব্যাপারীর স্ত্রী কাজল ব্যাপারী এক মাস আগে একটি কন্যাসন্তান জন্ম দেন। শিশুটির জন্মের পর স্থানীয় বিজন হালদার ও রনজিত কুমার নামের দুই ব্যক্তি পরিমল ব্যাপারীকে প্রভাবিত করে শিশুটিকে ১ লাখ ৬০ হাজার টাকায় এক দম্পতির কাছে বিক্রি করে দেন। পরে বিজন হালদার পরিমলকে শুধু ১০ হাজার টাকা দিয়ে বাকি টাকা আত্মসাৎ করেন। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ গত বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে ওই দম্পতির কাছ থেকে শিশুটিকে উদ্ধার করে।
 রোববার সকালে থানা-পুলিশ শিশুটিকে মাসহ পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। এ সময় বিচারক শিশুটিকে মায়ের জিম্মায় দেওয়ার নির্দেশ দেন।

পিরোজপুরে ৬ দিন ধরে নিখোঁজ মাদরাসাছাত্র শাহাদাৎ

পিরোজপুর প্রিতিনিধিঃ পিরোজপুরে ছয় দিন ধরে নিখোঁজ রয়েছে মো: শাহাদাৎ হোসেন নাঈম (১২) নামে এক মাদরাসাছাত্র।

গত বৃহস্পতিবার সে নিখোঁজ হয় বলে নিশ্চিত করেছেন তার মা। মো: শাহাদাৎ হোসেন নাঈম পিরোজপুর পৌরসভার বড় ভাইজোড়া গ্রামের মো: মিরাজ শেখের ছেলে। সে পাশের আশরাফুল উলুম কওমি মাদরাসায় পড়ত।

নাঈমের মা মোসা: তাছলিমা বেগম জানান, গত বৃহস্পতিবার বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে অবস্থিত আশরাফুল উলুম মাদরাসায় যাওয়ার জন্য সে বের হয়। কিন্তু তারপরে আর সে মাদরাসায় পৌঁছেনি।

স্বজনদের বাড়িতে খোঁজ-খবর নিয়েও এখন পর্যন্ত নাঈমের কোনো সন্ধান পাওয়া যায়নি। নাঈমের সন্ধান পেলে তার মা ০১৪০৭-১৬৬৯৪২ এই নম্বরে যোগাযোগের অনুরোধ জানান।

নাঈম নিখোঁজ হওয়ায় তার মা মোসা: তাছলিমা বেগম পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ জা মো: মাসুদুজ্জামান জানান, নিখোঁজের ঘটনায় সদর থানায় একটি জিডি করা হয়েছে।

পিরোজপুরে ৫ ইউপির ৩টিতে নৌকা বিজয়ী

পঞ্চম ধাপে অনুষ্ঠিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে পিরোজপুরের ৫টি ইউনিয়নের তিনটিতে নৌকা, একটিতে বাইসাইকেল এবং অন্যটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছে। মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হয়েছেন নৌকার বিদ্রোহী ও বর্তমান চেয়ারম্যান নাসির আহমেদ হাওলাদার। তার নিকটতম প্রার্থী নৌকা প্রতীকের আয়েশা আক্তার মনি।

ধানিসাফা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোঃ হারুন-অর-রশিদ বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ছিলেন নৌকার বিদ্রোহী মোঃ রফিকুল ইসলাম। একই উপজেলার দাউদখালী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত ও বর্তমান চেয়ারম্যান মোঃ ফজলুল হক রাহাত খান বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ছিলেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের সেকেন্দার আলী। এছাড়া টিকিকাটা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রিপন জমাদ্দার বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ছিলেন ইসলামী শাসনতন্ত্র মনোনীত মোঃ মহিউদ্দিন আহম্মেদ লাবু মৃধা। অন্যদিকে ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবিরকে পরাজিত করে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টি (জেপি-মঞ্জু) মনোনীত আব্দুল হাই।

৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৫ জন, সংরক্ষিত সদস্য পদে ৬৭ জন এবং সাধারণ সদস্য পদে ২৪২ জন প্রার্থী  প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ৫টি ইউনিয়নের মধ্যে ৩ টিতে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন হয়।