৫ দিনের সফরে লালমোহন আসছেন এমপি শাওন 

 এনামুল হক রিংকু লালমোহন( ভোলা):
ভোলা লালমোহন ও তজুমুদ্দিনে  বিভিন্ন  উন্নয়ন মূলক কর্মকান্ড পরিদর্শন ও উদ্বোধন করতে  ৫ দিনের সফরে  আসছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য  আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। তিনি ১৮ জুন রোজ শুক্র বার লঞ্চযোগে লালমোহনের উদ্দেশ্যে রওয়ানা করেছেন । রবিবার সকালে এমপি শাওন তার নিজ নির্বাচনীয় এলাকার লালমোহন উপজেলার ধলী গৌর নগর ইউনিয়নের (মঙ্গলসিকদার লঞ্চ ঘাটে স এসে পৌঁছবেন বলে জানা গেছে। দলীয় সূত্রে জানাযা এমপি শাওন তার নির্বাচনীয় এলাকাজুড়ে বিভিন্ন   উন্নয়ন মূল কর্মকান্ড পরিদর্শন ও উদ্বোধন করবেন ।
পড়ে তিনি  বুধবার সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্য রওনা করবেন।

চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ভোলার চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুল (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুন) ঘোষেরহাট-বাংলাবাজার সড়কের গুইংয়ার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল চর মাদরাস ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মুনাফ বেপারী ছেলে। তিনি বিদ্যুতের মিস্ত্রী ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে ওই যুবক মোটরসাইকেল নিয়ে নীলকমল থেকে ঘোষেরহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় ঘোষেরহাট এলাকায় বিদ্যুতের ছেড়ে তারের সঙ্গে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

দুলারহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ভোলায় কৃষাণ-কৃষাণীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভোলায় অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান তৈরির বিষয়ে দুই দিনব্যাপী কৃষাণ-কৃষাণীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে গতকাল বৃহস্পতিবার সকালে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অদিদপ্তরের উপ-পরিচালক আবু মো. এনায়েতউল্লাহ।

সমাপণী অনুষ্ঠানে আজ শুক্রবার সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ রিয়াজউদ্দিন, ভোলা প্রেসক্লাবের সহ-সভাপতি জুন্নু রায়হান, সদর উপজেলা  উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. বশির আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ৩০ জন কৃষাণ-কৃষাণী অংশ নিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপ-পরিচালক আবু মো. এনায়েত উল্লাহ বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে দেশের অনাবাদি ও পতিত জমি আবাদের লক্ষ্যে কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বাড়ির আঙিনায় পতিত জমিতে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের জন্য এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এছাড়াও সমাপনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ রিয়াজউদ্দিন বলেন, ‘কৃষক-কৃষাণীদেরকে হাতে কলমে প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন ফল ও ফসলের বীজ, চারা, সার, ঔষধসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি যেকোন সমস্যায় পরামর্শ প্রদান করা হয়ে থাকে।

প্রশিক্ষণে অংশ নেওয়া সদুরচর এলাকার কৃষাণী সাদিয়া আক্তার জানান, ‘এই প্রশিক্ষণটি পেয়ে খুব উপকার হয়েছে। কীভাবে অল্প জমিতে অধিক ফসল করা যায় এবং রোগ বালাই ও পোকা মাকড়ের আক্রমণ থেকে ফল ও ফসল রক্ষা করা যায় তা জানতে পেরেছি।’

ভোলায় গবাদি পশুর সুরক্ষায় আধুনিক কিল্লা

ভোলার দুর্গম চরে গবাদি পশুর সুরক্ষায় নির্মাণ করা হয়েছে আধুনিক কিল্লা। জেলা সদরের চর চটকিমারা এলাকায় এ কিল্লাটি স্থাপন করা হয়। এ কিল্লাটি স্থাপনের ফলে দুর্যোগকালীন সময়ে চরাঞ্চলের গরু এবং মহিষ নিরাপদ থাকতে পারবে।

সূত্র জানিয়েছে, পাকা ভবনের আধুনিক কিল্লাটি ভূমি থেকে উচ্চতা সাত ফুট। যে কারণে খামারিদের গরু-মহিষ ঝড়-জলোচ্ছ্বাস থেকে সুরক্ষিত। এছাড়াও বজ্রপাত থেকে রক্ষায় ‘বজ্র নিরোধক দণ্ড’ রয়েছে। এতে বজ্রপাতে হতাহতের ঝুঁকি কম। এখানে বর্জ্য ব্যবস্থাপনার জন্য রয়েছে কম্পোস্ট পিট।

কিল্লায় রাখালদের জন্য রয়েছে নিরাপদ বাসস্থানের ব্যবস্থা রয়েছে। এছাড়াও সুপেয় পানির জন্য গভীর নলকূপ, স্বাস্থ্যসম্মত বাথরুম ও সৌর বিদ্যুতের ব্যবস্থাও রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিশ্বব্যাংকের অর্থায়নে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ভোলায় মহিষের পরিবেশগত ও টেকসই উন্নয়নে সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট বাস্তবায়নে কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গ্রামীণ জন উন্নয়ন সংস্থা’ (জিজেইউএস)। চরাঞ্চলে গরু-মহিষের এ কিল্লা প্রথমবারের মত নির্মিত করা হলো। অচিরেই জেলার আরো দুটি কিল্লা স্থাপন করা হবে। প্রতিটি কিল্লা স্থাপনে নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩০ লাখ টাকা।
এদিকে ভোলা সদর উপজেলার চর চটকিমারায় নির্মিত মহিষের আধুনিক কিল্লাটি ঘূর্ণিঝড় ইয়াস এর ফলে সৃষ্ট জলোচ্ছ্বাসে খামারিদের মহিষের নিরাপত্তার পাশাপাশি রাখালদের নিরাপত্তা দিতে সক্ষম হয়েছে বলে জানা গেছে।

চর চটকিমারার মহিষ খামারি নাজিম উদ্দিন, আল আমিন, হানিফ হাওলাদার ও নুরুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় ইয়াসের সময় পানির উচ্চতা বাড়লেও আমরা আমাদের মহিষগুলো এই কিল্লায় নিরাপদে রাখতে পেরেছি। আমাদের মহিষ ভেসে যায়নি, পাশাপাশি আমরাও এই কিল্লায় নিরাপদ আশ্রয় নিতে পেরেছি।

এর আগে আমাদের কোনো আধুনিক কিল্লা ছিল না, বন্যার সময় আমাদের মহিষ ভেসে যেত, অনেক আর্থিক ক্ষতি হতো। চরে আমাদের জন্য কোনো নিরাপদ পানি ও স্বাস্থ্যকর পায়খানার ব্যবস্থাও ছিলো না। কিন্তু এই প্রজেক্ট থেকে আমাদের যে এই আধুনিক কিল্লাটি দেওয়া হয়েছে তাতে আমরা এই সব সুযোগ সুবিধা পাচ্ছি। প্রোজেক্টের অন্তর্ভুক্ত খামারিদের পাশাপাশি অন্যান্য খামারিরাও এই বন্যার সময় তাদের মহিষগুলো কিল্লায় রাখতে পেরে অনেক দুশ্চিন্তামুক্ত ছিল।

গ্রামীন জন উন্নয়ন সংস্থার উপ-পরিচালক ডা. মো. খলিলুর রহমান জানান, এখন মনে হচ্ছে যে আমরা সত্যিই উপকূলীয় এলাকার মহিষের সুরক্ষার জন্য ভাল একটা কাজ করতে পেরেছি।

জানা যায়, এসব কিল্লায় সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) এর মাধ্যমে ভোলা জেলার সম্ভাবনাময় এই মহিষ খাতকে এগিয়ে  নিয়ে যেতে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার এসইপি প্রকল্প ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

এ ব্যাপারে গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন জানান, আরো দুটি চরে আধুনিক কিল্লার নির্মাণকাজ প্রক্রিয়াধীন রয়েছে। যাতে করে মহিষ খামারিরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় এবং রাখালরাও নিরাপদ থাকতে পারে সেদিকে আমাদের দৃষ্টি রয়েছে।

এমপি শাওন এর ফুফু গুলশান আরা বেবীর আশু রোগমুক্তির কামনায় দোয়া মোনাজাত

এনামুল হক রিংকু লালমোহন  (ভোলা):
ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এর ফুফু ও লালমোহন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, লালমোহন প্রেসক্লাব এর সম্মানিত সদস্য ও লালমোহন উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক,আবুল হাসান রিমনের মমতাময়ী মা গুলশান আরা বেবীর হার্টের অপারেশন সফল ভাবে সম্পন্ন ও আশু রোগমুক্ত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে ।
 উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক,আবুল হাসান রিমনের মমতাময়ী মা গুলশান আরা বেবীর হার্ট এটার্কে আক্রান্ত হয়ে ঢাকা ইউনাইটেড হসপিটালে চিকিৎসাদিন আছেন  এবং  হার্টের অপারেশন সফল ভাবে সম্পন্ন হয়েছে।
১০ জুন ২০২১ ইং রোজ বৃহস্পতিবার বাদ আসর
লালমোহন উপজেলা যুবলীগের প্রধানা  কার্যালয়ে উপজেলা যুবলীগের আয়োজনে উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবুল হাসান রিমনের মমতাময়ী মায়ের আশু রোগ মুক্তি কামনায় এ মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

মিলাদ মাহফিল শেষে এমপি শাওন এর ফুফু ও উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবুল হাসান রিমনের মমতাময়ী মায়ের আশু রোগ মুক্তি কামনায়  দোয়া মোনাজাত পরিচালনা করেন যুবলীগ নেতা  মাওলানা হাফিজুর রহমান ।এসময়  লালমোহন উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মোঃ ইউছুফ মঞ্জুর  সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক জাকির বিশ্বাস এর সঞ্চলনায় মিলাদ মাহফিলে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি ও কৃষক লীগের সভাপতি আলহাজ্ব মোকলেছুর রহমান হাওলাদার,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আক্তার চেয়ারম্যান,  উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব  মনির হোসেন  হাওলাদার,  উপজেলা  আওয়ামী  সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান মাস্টার,  পৌরসভার আওয়ামিলীগের যুগ্ম আহবায়ক  মঞ্জু তালুকদার, খালেক সদাগর, হেলাল উদ্দিন কাউন্সিলর,  উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আনোয়ার রাব্বি, পৌর শ্রমিক লীগের সভাপতি আনিচল হক, উপজেলা ছাত্রলীগ আহবায়ক মুর্তজা সজীব পাঞ্চয়াত, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক,জয়ন্ত চন্দ্র পন্টি, শাহাজাদা পাঞ্চয়াত, শামিম, জামাল হাওলাদার, হিরা পাঞ্চয়াত, ইউনিয়ন যুবলীগের সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ভোলায় মডেল মসজিদ উদ্বোধন

মুজিববর্ষ উপলক্ষ্যে প্রথম পর্যায়ে ভোলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাটবাজার এলাকায় দৃষ্টিনন্দন এই মসজিদটিসহ একযোগে দেশের ৫০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

ভোলা ব্যাংকের হাট মডেল মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাশক মো. তৌফিক-ই-এলাহী চৌধুরী, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, ভোলা প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এদিকে ভোলার ব্যাংকের হাট মডেল মসজিদটি নির্মাণের পর এলাকার মানুষ মাঝে ব্যাপক সাড়া পড়েছে। ইতিমধ্যে দূর-দূরান্ত থেকে মুসুল্লিরা নামাজ পড়তে এবং এক নজর দেখতে আসছেন। এ ধরনের অত্যাধুনিক মডেল মসজিদ নির্মাণ হওয়ায় স্থানীয় এলাকাবাসী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

ভোলা-ঝালকাঠিসহ দেশের অর্ধশত মডেল মসজিদের উদ্বোধন বৃহস্পতিবার

বরিশালের ঝালকাঠি ও ভোলা জেলাসহ সারাদেশের অর্ধশত মডেল মসজিদের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী । বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখা হাসিনা ভার্চুয়ালি এসব মসজিদের উদ্বোধন করবেন। বরিশালের মসজিদের মধ্যে ১টি ঝালকাঠির রাজাপুর ও অপরটি ভোলা সদরে আবস্থিত।

মঙ্গলবার ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ‘মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন’শীর্ষক প্রকল্পের আওতায় মুজিববর্ষ উপলক্ষে মোট ৫৬০টি মসজিদ নির্মাণ করা হচ্ছে। প্রথম পর্যায়ে ৫০টি মডেল মসজিদের নির্মাণ কাজ শেষ হয়েছে।

১০ জুন যে ৫০টি উপজেলায় মডেল মসজিদ উদ্বোধন করা হবে সেগুলো হলো— ঢাকার সাভার, ঝালকাঠির রাজাপুর, ভোলা সদর, ফরিদপুরে মধুখালী, সালথায়, কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও কুলিয়ারচর, মানিকগঞ্জের শিবালয়, রাজবাড়ী সদর, শরীয়তপুর সদর ও গোসাইরহাট, বগুড়ার সারিয়াকান্দি, শেরপুর ও কাহালু, নওগাঁর সাপাহার ও পোরশা, সিরাজগঞ্জ জেলা সদর ও উপজেলা সদর, পাবনার চাটমোহর, রাজশাহীর গোদাগাড়ী ও পবা, দিনাজপুরের খানসামা ও বিরল, লালমনিরহাটের পাটগ্রাম, পঞ্চগড়ের দেবীগঞ্জ ও উপজেলা সদর, রংপুর জেলা সদর, মিঠাপুকুর, উপজেলা সদর, পীরগঞ্জ, বদরগঞ্জ, ঠাকুরগাঁওয়ের হরিপুর, নোয়াখালীর সুবর্ণচর, ময়মনসিংহের গফরগাঁও ও তারাকান্দা, চট্টগ্রাম জেলা সদর, লোহাগড়া, মিরসরাই ও সন্দ্বীপ, জামালপুরের ইসলামপুর ও উপজেলা সদর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও বিজয়নগরে,  সিলেটের দক্ষিণ সুরমা, কুমিল্লার দাউদকান্দি, খাগড়াছড়ির পানছড়ি, কুষ্টিয়া সদর, খুলনার জেলা সদর, চাঁদপুরের কচুয়া এবং চুয়াডাঙ্গা সদর।

ভোলা ও পটুয়াখালীতে সাইলো নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) দেশের বিভিন্ন স্থানে ধান শুকানো, সংরক্ষণ ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদি সম্বলিত আধুনিক মানের ৩০টি সাইলো নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছে। এর ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪০০ কোটি ২২ লাখ টাকা। যার মধ্যে ভোলা ও পটুয়াখালীতে নির্মিত হবে দুটি সাইলো।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সভাকক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই প্রকল্পের অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে সভায় যুক্ত হন।

সভাশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রকল্পের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

এম এ মান্নান জানান, প্রধানমন্ত্রী ভোলা, পটুয়াখালী ও বগুড়ার মতো এলাকা যেখানে ফসল বেশি উৎপাদন হয় সেখানে সাইলো নির্মাণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

পরিকল্পনামন্ত্রী জানান, একনেকে ৬ হাজার ৬৫১ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৫ হাজার ২১৯ কোটি ৮১ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন থাকবে ৭৯৪ কোটি ৩ লাখ টাকা এবং বৈদেশিক অর্থায়ন সহায়তা পাওয়া যাবে ৬৩৭ কোটি ৫০ লাখ টাকা।

তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে ধান শুকানো, সংরক্ষণ ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদিসহ আধুনিক মানের সাইলো নির্মাণের লক্ষ্যে যে প্রকল্প নেয়া হয়েছে, এর আওতায় প্রাথমিকভাবে ৩০টি সাইলো নির্মাণ করা হবে।
খাদ্য অধিদফতর জুলাই, ২০২১ থেকে ডিসেম্বর, ২০২৩ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে।

ভোলায় বজ্রপাতে এক নারীর মৃত্যু, আহত ৩

ভোলার লালমোহন উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়নে বজ্রপাতে মাসুমা বেগম (২৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের প্যায়ারীমোহন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাসুমা বেগম একই এলাকার খোরশেদ দরবেশ বাড়ির শাহাবুদ্দিন মিয়ার স্ত্রী। এছাড়া বজ্রপাতের পৃথক ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় বৃষ্টি চলাকালীন সময়ে হাঁস-মুরগীর ঘরে আনতে গৃহবধূ মাসুমা বাড়ির উঠোনে বের হলে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এছাড়া বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে আহত হন নুরে আলম নামে এক কৃষক। পরে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য মোঃ মিলন ও লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

অপরদিকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ নাইম হাসনাত জানান, বিকেলে হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামে কাঞ্চন মিয়ার বাড়ির উঠনে খেলতে গিয়ে বজ্রপাতে আল আমিন ও ফাহিম নামে দুই স্কুল ছাত্র আহত হয়। পরে তাদের উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভোলায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

ভোলার উপ-শহর বাংলাবাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আলী আকবর (৮০) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুন) দুপুরের দিকে ভোলা-চরফ্যাশন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী ভোলার দৌলতখান উত্তর জয়নগর ইউনিয়নের মৃত ওসমান আলীর ছেলে।  বাংলাবাজার পুলিশ ফাঁড়ির তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা জানান,  দুপুরের দিকে বাংলাবাজার এলাকায় ওই সড়ক পার হচ্ছিলেন বৃদ্ধ আলী। এ সময় বোরহানউদ্দিন থেকে ভোলাগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থারীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক মোটরসাইকেলটি জব্দ করলেও চালক পলাতক রয়েছেন।