সামাজিক নিরাপত্তা সেবার মান উন্নয়নে ভোলায় নাগরিক সংলাপ

ভোলা প্রতিনিধি ॥ সামাজিক সুরক্ষা কর্মসূচীর সুষ্ঠু বাস্তবায়ন, উপকারভোগী বাছাই ও নির্বাচিত তালিকা-সংক্রান্ত সকল তথ্য সবার জন্য উন্মুক্ত এবং সামাজিক নিরাপত্তা সেবার মান উন্নয়নে ভোলায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নাগরিক ফোরামের আয়োজনে সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
উপজেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক মোকাম্মেল হক মিলনের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোফারেফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন।
প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোশারেফ হোসেন তার বক্তব্যে বলেন, সামাজিক নিরাপত্তা সেবার মান উন্নয়নে উপজেলা নাগরিক ফোরাম ভোলার প্রত্যেকটি গ্রামে কাজ করে যাচ্ছে, যা একটি মহতি উদ্যোগ। সামাজিক কর্মসূচীর আওতায় উপকারভোগীরা যেন সঠিক সেবা পেতে পারে তার জন্য কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য প্রধানমন্ত্রী বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা এবং প্রকৃত জেলেদের মাঝে সহায়তা অব্যাহত রেখেছেন।

তিনি আরো বলেন, ভোলা সদর উপজেলায় শতভাগ বয়স্ক ভাতার আওতায় আনা হয়েছে। এ পর্যন্ত ৪৪ হাজার লোককে বয়স্ক ভাতা কর্মসূচীর আওতায় আনা হয়েছে। এ কর্মসূচীতে দু’একটি মিসটেক হয়েছে, সেগুলোকেও আমরা অতি দ্রুত সংশোধন করে উপকারভোগীদের মাঝে ভাতা বিতরণ করবো। উপজেলা নাগরিক ফোরামের এ কার্যক্রমে আমাদের সার্বিক সহযোগিতা থাকবে। তাদের সুযোগ-সুবিধা এবং সুপারিশগুলো আমরা গুরুত্ব সহকারে দেখবো।

বিশেষ অতিথি’র বক্তব্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে সারাদেশের ন্যায় ভোলাতেও সামাজিক নিরাপত্তা আওতায় সুবিধাবঞ্চিতদের মাঝে ভাতা’র কার্যক্রম চলমান আছে। তিনি বলেন, আমরা যাচাই-বাছাইয়ের মাধ্যমে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীদের মাঝে ভাতা বিতরণ করছি। এমনকি বেদে সম্প্রদায় এবং পালকি বাহকদেরও এ কমসূচীর আওতায় আনার পরিকল্পনা রয়েছে। কিন্তু বেদে সম্প্রদায়ের অনাগ্রহের কারণে আনা সম্ভব হচ্ছে না। তারপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি তাদেরকে এ কর্মসূচীর আওতায় আনার জন্য। এছাড়া পালকি বাহকদেরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে, তাদেরকেও সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় আনা হবে।

নাগরিক সংলাপে ভোলার বেশ কয়েকটি ইউনিয়নে কোষ্ট ফাউন্ডেশন এবং মানুষের জন্য ফাউন্ডেশনের কমিটির সদস্য, সুশিল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ উপজেলা নাগরিক ফোরামের সদস্য উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলা কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত নির্বাহী অফিসারের মতবিনিময় সভা

লালমোহন ভোলা প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলায় সকল কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সাথে মতবিনিময় সভা ও ‘করোনাকালে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। ( ২০ সেপ্টেম্বর) রোজ সোমবার  ১২ ঘটিকায় লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লালমোহন প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে  আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম জনি, সহ-সভাপতি এসবি মিলন, সাবেক সাধারন সম্পাদক আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার রাব্বি,প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক ফোরামের সভাপতি  এনামুল হক রিংকু, প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক ইউনিয়ন  এর সভাপতি শাহিন আলম মাকসুদ, প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নুরুল আমিন ,প্রেসক্লাবের সদস্য জাহিদুল ইসলাম দুলাল, শাহিন কুতুব, প্রমূখ। এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক জসিম উদ্দিন, রুহুল আমিন, অপু হাসান, আব্দুর রহমান নোমান, আবদুল হান্নান, হারুনুর রশিদ, ইউসুফ আহমেদ , ওমর রায়হান অন্তর, মাসুম বিল্লাহ, এ রিপন, ইব্রাহিম আকাশ,আল নাইম , নজরুল ইসলাম প্রমূখ।

লালমোহনে বখাটের পেট্রোল নিক্ষেপে ঝলসে গেলো মা-মেয়ে

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে এক বখাটের নিক্ষেপ করা পেট্রোলে মা-মেয়েকে ঝলসে দেয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যদের সহযোগিতায় তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় রেফার্ড করা হয়েছে। আহতরা হলেন, মোসা. জান্নাতুন নাঈমা (২২) ও তার মা নাজমা বেগম (৫০)।

পেট্রোল নিক্ষেপকারী বখাটে গজারিয়া এলাকার নূরুল ইসলাম পাটওয়ারীর ছেলে। এ ঘটনায় জান্নাতুন নাঈমার শরীরের বিভিন্নস্থানের প্রায় ২৫ শতাংশ পুড়ে যায়। অন্যদিকে তার মা নাজমা বেগমেরও হাতের প্রায় সাড়ে ৪ শতাংশ পুড়ে যায়। জান্নাত গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিবুল্যাহর মেয়ে ও নাজমা বেগম তার স্ত্রী।
ঘটনার বর্ননা দিয়ে আহত জান্নাতের ভাই মো. আশরাফ হোসেন জানান, অভিযুক্ত সুমন দীর্ঘদিন ধরে জান্নাতকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। জান্নাত তা প্রত্যাখান করে। শনিবার জান্নাতকে দেখতে পাত্র পক্ষ বাড়িতে আসে। এতে করে ক্ষিপ্ত হয় সুমন। শনিবার সন্ধ্যায় রান্না ঘরে রান্না করার সময় ওই বখাটে সুমন পলিথিনে করে পেট্রোল নিক্ষেপ করলে তা রান্নার চুলা থেকে আগুন ধরে সে ঝলসে যায়। এতে জান্নাত চিৎকার দিলে তাকে উদ্ধার করতে আসা মাও গুরুতর আহত হন।

এব্যাপারে লালমোহন উপজেলা জরুরী বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মো. ফাহাদ নাসির জানান, ওই রোগীরা হাসপাতালের জরুরী বিভাগে আসলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। এদের মধ্যে জান্নাতের অবস্থা মারাত্মক হওয়ায় তার মাকেসহ উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, ৯৯৯ থেকে একটি কলের ভিত্তিতে হাসপাতালে গিয়ে ভুক্তভোগীদের সাথে কথা বলেছি। ঘটনার সত্যতা জানতে আমরা ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পাঁচশত অসহায়, হতদরিদ্র ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগ লালমোহন উপজেলা শাখা, পৌরসভা শাখাসহ সকল সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
পরে জাতির পিতার স্মরণে ‘স্মরণ সভা’ অনুষ্ঠিত হয়। এতে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক। স্মরণ সভায় সভাপতিত্ব করেন ভোলা-৩ আসনের সাংসদ নূরুন্নবী চৌধুরী শাওন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌর আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল প্রমূখ।।

আগস্ট মাস এলেই ষড়যন্ত্রে মেতে উঠে ষড়যন্ত্রকারীরা- এমপি শাওন 

লালমোহন ভোলা প্রতিনিধি:
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি জাতি ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার ফলেই দেশ আজ ডিজিটাল বাংলাদেশে রুপান্তর হয়েছে।
বাংলাদেশকে জঙ্গী-তালেবানী রাষ্ট্রে পরিণত করতে  সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা চালান  বিএনপি জামায়াত । বিএনপি জামায়াত ইসলামকে পুজি করে এদেশকে তালেবানি রাষ্ট্রে পরিনত করতে ছেয়েছেন  ।  বিএনপি জামায়েত তথা দেশ বিরোধী চক্রের ষড়যন্ত্র কখনোই আলোর মুখ দেখেনি।

২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার অবশিষ্ট মামলার বিচার কার্যক্রম শেষ করার দাবিতে মঙ্গলবার সকালে লালমোহন উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এসবকথা বলেন,
তিনি আরও বলেন, এসব ষড়যন্ত্রকারীদের বিচার সময়ের দাবি।আগস্ট মাস এলেই ষড়যন্ত্রে মেতে উঠে ষড়যন্ত্রকারীরা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার পুনঃতদন্ত করে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মুখোশ উন্মোচণ করতে হবে।

একুশে আগস্ট গ্রেনেড হামলা করে সে দেয়াল আরও উঁচু করে দিয়েছে তারা। বিএনপি বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তির নির্ভরযোগ্য ঠিকানা। বাংলাদেশে যে অলঙ্ঘনীয় দেয়াল সৃষ্টি করেছে বিএনপি, ।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মালেক’র সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, ভাইস সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুণ, আক্তার চেয়ারম্যান,  সাংগঠনিক সম্পাদক মেজবা উদ্দিন আরজু, পৌর আওয়ামীলীগের আহবায়ক শফিকু ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক মঞ্জু তালুকদার।

ভোলায় করোনা আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৩

ভোলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬৪ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ১৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৩০৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৯৮৮ জন। ভোলা সিভিল সার্জন দপ্তর এ তথ্য নিশ্চিত করেন।

ভোলায় করোনা প্রতিরোধে গ্রাম পুলিশের ভূমিকা নজর কেড়েছে

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের প্রশংসনীয় পদক্ষেপ সকলের নজর কেড়েছে। স্থানীয় হাট-বাজারসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রতিদিন তারা প্রচারণামূলক মাইকিং করছেন।

বিশেষ করে এলাকাভিত্তিক দায়িত্ব ভাগ করে নিয়ে মুখে মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মানার জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করছেন। এসব কাজে ইউনিয়ন পরিষদ ও সরকার দপ্তর থেকে নেওয়া বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন গ্রাম পুলিশ সদস্যরা।

রবিবার ছিল ইলিশার হাট। বিকালে ইলিশা বাজারে সরেজমিন দেখা যায়, ওই ইউনিয়নের দফাদার মো. বাচ্চুর নেতৃত্বে আ. গনি, হারুনসহ ১০ জন চৌকিদার দায়িত্ব পালন করছেন। মুখে মাস্ক ছাড়া কেউ বাজারে এলে তাকে মাস্ক পরিয়ে দিচ্ছেন। বিকাল ৩টার পর সকল ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন। অযথা কেউ রাস্তায় বের হলে তাকে করোনা বিষয়ে সতর্ক করছেন এবং বাড়ি ফিরে যেতে পরামর্শ দিচ্ছেন।

দায়িত্বরত গ্রাম পুলিশ প্রধান (দফাদার) মো. বাচ্চু মিয়া জানান, তারা ইলিশা বাজার, জংশন বাজার, ইলিশা লঞ্চঘাট ও ফেরিঘাটসহ প্রতিটি হাট বাজারে প্রচারণা চালাচ্ছেন। মানুষকে সচেতন করছেন। সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মানতে উৎসাহিত করছেন। করোনার ঝুঁকি নিয়েই প্রতিদিন তারা সকাল থেকে রাত পর্যন্ত দায়িত্ব পালন করছেন। তবে এজন্য তারা বিশেষ কোনো ভাতা পাচ্ছেন না বলেও জানান।

ইলিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান মিয়া এবং ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সরোয়ারদী মাস্টারসহ স্থানীয়রা জানান, করোনা প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে তারা সকলে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। একালায় মাস্ক বিতরণ, মাইকিংসহ সচেতনতামূলক প্রচার-প্রচারণা অব্যাহত রয়েছে। বিকাল ৩টার আগেই হাট-বাজার বন্ধ করে দেওয়া হচ্ছে। আর এসব কাজে গ্রাম পুলিশ সদস্যরা প্রশংসনীয় ভূমিকা পালন করছেন।

ভোলায় সোনালী ব্যাংক লিমিটেড করোনাকালে দুস্থদের মাঝে অনুদান বিতরণ

মোকাম্মেল হক মিলন,ভোলা প্রতিনিধি।।
কোভিড-১৯ এর কারণে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের চলমান করোনা ভাইরাস সংকট মোকাবেলায় কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় দেশব্যাপী সোনালী ব্যাংক লিমিটেড এর বিশেষ সিএসআর কার্যক্রমের আওতায় ভোলা জেলায় কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র, সাময়িক কর্মহীন এবং প্রান্তিক জনগোষ্ঠির স্বাভাবিক জীবন যাপনে অসামর্থ্য ও ক্ষতিগ্রস্ত জনগনের মধ্যে ২০০০/- টাকা করে পরিবার প্রতি অনুদান প্রদান করা হয়েছে। ভোলা জেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় এবং সোনালী ব্যাংক লিমিটেডের আর্থিক সহায়তায় রবিবার (১৮ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে এই অনুদান বিতরণ করা হয়।

এ সময় ৮৮ টি অসহায় পরিবারের মাঝে আর্থিক অনুদান হিসাবে প্রতি পরিবারকে নগদ ২০০০/- টাকা করে ১,৭৬,০০০/-(এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা) প্রদান করা হয়।

আর্থিক অনুদানকালে জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন এ ধরনের সহায়তার মাধ্যমে সমাজের হত দরিদ্রদের সাহাজ্য করতে হবে। তিনি সোনালী ব্যাংক কর্তৃপক্ষকে এ অনুদান দেওয়ায় প্রসংশা করেন এবং ভবিসৎতেও এ ধরনের সহায়তা করার জন্য বিত্তবান ও প্রতিষ্ঠান সমূহকে আহ্ব¦ান জানান। এছাড়া এ সময়ে উপস্থিত সোনালী ব্যাংক লিমিটেড, ভোলার অঞ্চল প্রধান এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন জাতির জনক নিজ হাতে সোনালী ব্যাংকের নামকরণ করেছেন। তার হাতে প্রতিষ্ঠিত সোনালী ব্যাংক লিমিটেড ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রমও পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় জাতির জনকের জন্মশত বার্ষিকীতে করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য সোনালী ব্যাংকের আজকের এ অনুদান।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক জনাব সুজিত হাওলাদার, ভোলা প্রেস ক্লাবের সভাপতি এম.হাবিবুর রহমান ও সম্পাদক অমিতাব রায় অপু, সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন ও সোনালী ব্যাংক লিমিটেড, ভোলা শাখার ম্যানেজার জনাব কবির আহমেদ সহ আরো নির্বাহী ম্যাজেষ্টেট ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভোলায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ টাকা ও চাল বিতরণ

ভোলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নগদ টাকা ও চাল বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে ভোলা সদর উপজেলার উত্তর দীঘলদি ইউনিয়ন পরিষদ মাঠে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে এই মানবিক সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী, ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে এই কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিক-ই-লাহী চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব, জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো: ইউনুছ, উত্তর দীঘলদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে তোফায়েল আহমেদ বলেন, করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দক্ষতার সাথে, নিষ্ঠার সাথে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করে যাচ্ছেন। আন্তর্জাতিক বিশ্বে অনেক বড় বড় দেশ পঙ্গু হয়ে গেছে। কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনার মধ্যেও আমাদের অর্থনীতি সচল রয়েছে। গরীব দুঃখী মেহনতি মানুষকে তিনি বিভিন্নভাবে সাহায্য সহায়তা করে যাচ্ছেন। তোফায়েল আহমেদ এ সময় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই কর্মসূচির আওতায় শনিবার উত্তর দিঘলদী ও আলীনগর ইউনিয়নসহ সাতটি ইউনিয়নে ৪৫০টি পরিবারকে নগদ এক হাজার টাকা এবং ১০ কেজি করে চাল দেয়া হয়। এ ছাড়া সদর উপজেলায় মোট চার হাজার পরিবারকে নগদ টাকা এবং ৩০ হাজার পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।

ভোলাগামী ট্রলার-লঞ্চে তিল ধারণের ঠাঁই নেই

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কঠোর লকডাউন শিথিল করার দ্বিতীয় দিনে স্বাস্থ্যবিধির কোন তোয়াক্কা না করে লক্ষ্মীপুর থেকে দ্বীপ জেলা ভোলায় সি-ট্রাক, লঞ্চ ও অবৈধ ট্রলারে করে কয়েক হাজার যাত্রী বাড়ি ফিরেছেন।

শুক্রবার (১৬ জুলাই) সকালে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে লক্ষ্মীপুর হয়ে সি-ট্রাক ও লঞ্চ যোগে যাত্রীরা ভোলার ইলিশা ঘাটে এসে পৌঁছে। এসময় ঈদ করতে ভোলায় আসা যাত্রীদের ঢল নামে। লঞ্চ ও সি-ট্রাকে এসময় তিল ধারনের কোন জায়গা ছিলো না।

দেখা যায়, স্বাস্থ্যবিধির কোন তোয়াক্কা না করে ধারণক্ষমতার কয়েকগুণ অতিরিক্ত যাত্রী নিয়ে গাদাগাদি করে বিআইডব্লিউটিসি’র সরকারি এসব নৌযানে যাত্রী পারাপার করা হচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রেখে সিটে বসার কথা থাকলো তা মানা হয়নি। যাত্রীদের অনেকেরই মুখে মাস্ক ছিলো না। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে নৌযান কর্তৃপক্ষের ছিলো না কোন তৎপরতা। এমনকি নির্ধারিত ভাড়ার চাইতে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এছাড়া নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলার মেঘনা নদীর ডেঞ্জার জোন দিয়ে লক্ষ্মীপুর থেকে ছোট ছোট ট্রলারে করে শত শত যাত্রী পারাপার করা হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছিলো না কোনো তৎপরতা। তবে ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরিতে যাত্রীদের তেমন কোন চাপ ছিলো না।