মনপুরায় ঢাকা ফেরত ২জনের করোনা শনাক্ত

মনপুরায় ফের ঢাকা ফেরত দুইজনের করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মেডিকেল টিমের প্রধান ডাঃ মাহমুদুর রশিদ।

শনিবার রাত ৯টায় ইমেইলের মাধ্যমে জানতে পারে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজে নমুনার পরীক্ষার ফলাফলে মনপুরার দুইজনের করোনা পজেটিভ। রাতেই স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিমের প্রধান ডাঃ মাহমুদুর রশীদ করোনা পজেটিভ হওয়া দুইজনের বাড়ি থেকে এনে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা শুরু করেন।

মনপুরায় ঢাকা ফেরত করোনা আক্রান্ত দুইজনের মধ্যে একজনের বাড়ি হাজিরহাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডে। তিনি ঢাকার সদরঘাটে আলুর আড়তে কাজ করেছেন। অপরজনের বাড়ি দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে। তিনি আশুলিয়া একটি গার্মেন্টেসে কাজ করতেন।

মনপুরা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মেডিকেল টিমের প্রধান ডাঃ মাহমুদুর রশীদ জানান, ১৩ মে ঢাকা ফেরত তিনজনের নমুনা সংগ্রহ করে বরিশালে পরীক্ষার জন্য পাঠানো হয়। ১৬ মে রাত ৯টায় ইমেইলের মাধ্যমে জানা যায় ঢাকা ফেরত দুইজনের করোনা পজেটিভ। এদের দুইজনকে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরোও জানান, এদের মধ্যে একজন আশুলিয়ায় গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতেন অপরজন সদরঘাটে আলুর আড়তে কাজ করেন। এদের একজনের বাড়ি হাজিরহাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ও অপরজনের বাড়ি দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে।

ভোলায় করোনা ভাইরাস নমুনা সংগ্রহে বুথ ও জীবানু নাশক টালেন স্থাপন

ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি তার নির্বাচনী দু’টি উপজেলার হাসপাতালে দুটি বুথ স্থাপন করেন। শনিবার বেলা ১১টায় এ দু’টি বুথ উদ্বোধন করেন এমপি আলী আজম মুকুল।

এসময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহি অফিসার মো. বশির গাজী, বোরহানউদ্দিন থানার অফিসার ইন-চার্জ ম. এনামুল হক প্রমূখ সহ হাসপাতালের ডাক্তার গণ উপস্থিত ছিলেন।

সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সহযোগিতায় নমুনা সংগ্রহে দু’টি বুথ স্থাপন করেন। শুক্রবার সন্ধ্যায় দু’টি জীবানু নাশক টালেন বোরহানউদ্দিন হাসপাতাল ও বোরহানউদ্দিন থানায় স্থাপন করেন এমপি মুকুল।

ভোলা থেকে ঈদে চলাচল করবেনা লঞ্চ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশের ন্যায় ভোলা থেকেও পবিত্র ঈদুল ফিতরের আগ পর্যন্ত সকল ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
মঙ্গলবার নৌ-পরিবহন সচিব মোহম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী জানান, সরকারি আদেশে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। সচিব জানান, লঞ্চে সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রী পরিবহন সম্ভব নয় তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঈদ পর্যন্ত সব আন্তঃজেলা পরিবহন বন্ধ রাখার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, প্রতি বছর ঈদের সময় দক্ষিণাঞ্চলের কয়েক লাখ মানুষ নদীপথে বিভিন্ন জেলায় যাত্রা করে থাকে। দেড় মাসেরও বেশি সময় ধরে আন্তঃজেলা লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

ভোলা হাসপাতালের ল্যাব সহকারীসহ আরও ৩ জন করোনায় আক্রান্ত

ভোলায় হাসপাতালের ল্যাব অ্যাসিস্ট্যান্টসহ নতুন করে আরও ৩ জনের করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে ভোলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮। রবিবার দিবাগত রাত ১০ টার দিকে নতুন আক্রান্তদের করোনা রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে দৌলতখান হাসপাতালের ল্যাব অ্যাসিস্ট্যান্ট তার বয়স ৪২ বছর, লালমোহন উপজেলার ২২ বছরের এক নারী ও চরফ্যাশন উপজেলার ২২ বছরের এক যুবক। এদের মধ্যে দু’জনই ভোলা সদরে অবস্থান করছেন। ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আক্রান্তদের মধ্যে একজন হাসপাতালে এবং বাকিরা নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। রবিবার রাতে ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান এর নেতৃত্বে সদর উপজেলার চরনোয়াবাদ ও কালীবাড়ি রোডে ২টি বাড়ি লকডাউন করে দিয়েছে।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন বসাক জানান, গত ৭ মে চরফ্যাশনের ওই যুবক জ্বর, সর্দি ও কাশি নিয়ে হাসপাতালে আসেন। তার শরীরে করোনার উপসর্গ থাকায় তার রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে তার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। এ ঘটনায় চরফ্যাশনে একটি বাড়ি লকডাউন করা হয়েছে।

অপরদিকে লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান জানান, লালমোহনের আক্রান্ত নারী গত মাসে ঢাকা থেকে আসায় স্থানীয় কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ৮ মে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এতে তার রিপোর্ট পজিটিভ আসে। এতে করে ওই নারীর ঘরসহ আরও ছয়টি ঘর লকডাউন করা হয়েছে। তবে এখনও তার শরীরে করোনার কোনো উপসর্গ দেখা দেয়নি।

উল্লেখ্য, ভোলায় এর আগে পাঁচজন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়। এরা হলেন সদর উপজেলায় তিন জন, বোরহানউদ্দিন উপজেলায় এক জন ও মনপুরা উপজেলায় এক জন। ইতোমধ্যে এরা সবাই সুস্থ হয়েছেন।

লালমোহনে ২২ বছর বয়সী এক নারীর করোনা ভাইরাস শনাক্ত

 

আওলাদ খান ভোলা প্রতিনিধি: দ্বীপ জেলা ভোলার লালমোহনে এই প্রথমবারের মত মোসা. আসমা আক্তার (২২) নামের এক নারীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। রোববার সন্ধ্যায় লালমোহন হাসপাতাল কর্তৃপক্ষকে মেইলের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে আইইডিসিআর। আক্রান্ত ওই রোগী উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের মহেষখালী এলাকার বাসিন্দা। হাসপাতাল সূত্রে জানা যায়, ৪ মে করোনা উপসর্গ জ্বর, সর্দি ও গলাব্যথা নিয়ে লালমোহন হাসপাতালে আসে ওই রোগী। এরপর তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়।

এব্যাপারে লালমোহন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মহসিন খান জানান, করোনা সনাক্তের বিষয়টি সন্ধ্যার দিকে জানতে পেরেছি। রাতেই ওই রোগীর বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি বলেন, রাতেই ওই রোগীর বাড়িতে ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন, উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পরিদর্শন করা হবে। এসময় ওই রোগীর আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হবে।।

লালমোহনে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহনে পরিবারের সাথে অভিমান করে জান্নাত বিবি (১২) নামের এক সপ্তম শ্রেণির  স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ।
গত (৯ মে) শনিবার রাতে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের  ৭নং ওয়ার্ডের শিমুল তলা এলাকায় এ ঘটনা ঘটে। লালমোহন থানা পুলিশ খবর পেয়ে  ওই ছাত্রীর ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেন পুলিশ । জান্নাত বিবি  ওই এলাকার শামছুল হকের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। লালমোহন থানার এসআই শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সকালে লাশ ময়না তদন্তের জন্য ভোলা মর্গে পাঠানো হবে। এ ঘটনায় লালমোহন থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

ভোলায় র‌্যাবের অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাদশা শিকদার আটক

ভোলায় শীর্ষ সন্ত্রাসী বাদশা মিয়া ওরফে আব্দুল বাদশা শিকদারকে গ্রেফতার করেছেন র‌্যাব-৮ এর ভোলা ক্যাম্পের সদস্যরা। শুক্রবার (৮ মে) রাতে ভোলা সদর উপজেলার রাজাপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি শুটারগান, একটি একনলা বন্দুক, চার রাউন্ড গুলি ও কয়েক পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতার বাদশা মিয়া ওরফে আব্দুল বাদশা শিকদার ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দাইমুদ্দিন শিকদারের ছেলে।

র‌্যাব-৮ ভোলা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাতে ভোলা সদরের রাজাপুরে নাশকতার প্রস্তুতিকালে শুটারগান, একনলা বন্দুক, গুলি ও ইয়াবাসহ বাদশা মিয়া ওরফে আব্দুল বাদশা শিকদারকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ভোলা থানায় হত্যা, ধর্ষণ, গণধর্ষণ ও চাঁদাবাজিসহ ২৫টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় ওয়ারেন্টও রয়েছে। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করে তাকে ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভোলা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, শনিবার সকালে গ্রেফতার বাদশা মিয়া ওরফে আব্দুল বাদশা শিকদারকে থানায় হস্তান্তর করেছে র‌্যাব। এ সময় তার বিরুদ্ধে র‌্যাব-৮ এর পক্ষ থেকে একটি অস্ত্র ও একটি মাদক মামলা দায়ের করা হয়। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

লালমোহনে ব্যবসায়ীর ঘর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার করলেন এমপি

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে এক ব্যবসায়ীর বসত ঘর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৮ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মালেগো বাড়ির সামছুদ্দিনের ঘর থেকে এসব চালের বস্তা উদ্ধার করেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
পরে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমিকে খবর দিলে তিনি চালগুলো জব্দ করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই ব্যবসায়ী সামছুদ্দিনকে ১ মাসের কারাদন্ড প্রদান করেন। এসময় সামছুদ্দিনের কাছে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৪টি কার্ড পাওয়া যায়।

মুল্য তালিকা না থাকায় দৌলতখানে ব্যাবসায়ীকে জরিমানা

ভোলা প্রতিনিধি:
মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে ভোলার দৌলতখানে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জীতেন্দ্র কুমার নাথ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন । এ সময় দৌলতখান বাংলাবাজার মোল্লা ট্রেডার্সে মূল্য তালিকা প্রদর্শন না করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জীতেন্দ্র কুমার নাথ জানান, মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে মোল্লা ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নৌ-বাহিনীর লেফট্যানেন্ট কমান্ডার নুর মোহাম্মদ ও তানভীর আহসান সহ নৌ-বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোলায় আইসোলেশনে বৃদ্ধের মৃত্যু, দাফন করলেন স্বজনরা

ভোলায় সদর হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে চিকিৎসাধীন থেকে ৭০ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার ভোররাতে ওই হাসপাতালে তার মৃত্যু হয়। তার মৃত্যুর পরপরই স্বজনরা মরদেহ পারিবারিকভাবে দাফন করেছেন বলে জা্না গেছে।

মৃত ওই বৃদ্ধ রূপালী ব্যাংকের অবসারপ্রাপ্ত স্টাফ ছিলেন। তারবাড়ি দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের পশ্চিম জয়নগর গ্রামে।

সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালি জানান, গত মঙ্গলবার রাতে সর্দি, কাশি ও জ্বর নিয়ে ওই বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার ভোররাতে আইসোলেশনে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।

মৃত বৃদ্ধের নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হলেও রিপোর্ট পাওয়া যায়নি। রির্পোট হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে তিনি করোনায় আক্রান্ত কিনা?

দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র নাথ খবর পেয়ে নিহতের পরিবারের এলাকা লকডাউনের ব্যবস্থা করেন।