ভোলায় বর্নাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

মোকাম্মেল হক মিলন, ভোলা প্রতিনিধি:
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে ভোলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিলো বিনা খরচে নিন আইনি সহায়তা শেখ হসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা।
জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে আদালত চত্বরে আলোচনা সভা ও লিগ্যাল এইড মেলা অনুষ্ঠিত হয়। এতে সরকারি বিভিন্ন দপ্তরের ১০টি স্টল বসে।
আলোচনা সভার সভাপতিত্ব করেন, জেলা ও দায়রা জজ এবং লিগ্যাল এইডের চেয়ারম্যান মোঃ মহসিনুল হক।
অনুষ্ঠানে ভাচ্যুয়ালী যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা সদর আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।
এ সময় উপস্তিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক আবদুল মমিন টুলু, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ওসমান গনি, অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত কুমার হালদার, ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম,পিপিএম সেবা) জেলা লিগ্যাল অফিসার সাব্বির মোঃ খালিদ, ভোলা জেলা সিভিল সার্জন ডাঃ কে এম শফিকুজ্জামান, ভোলা বারের পিপি সৈয়দ আশ্রাফ হোসেন লাভু, ভোলা জেলা বারের সাধারন সম্পাদক মাহবুবুল আলম লিটু প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,  জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

লালমোহনে শিক্ষককে জুতোপেটা করার ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

লালমোহন (ভোলা) প্রতিনিধি : 
ভোলার লালমোহনের বদরপুরে প্রকাশ্যে বাজারের মধ্যে শিক্ষককে  জুতোপেটা করার ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ১টায় লালমোহন প্রেসক্লাবে শিক্ষকের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি।
সম্মেলনে প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, রবিবার সকালে মোবাইলে কল করে ‘দেবীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এর প্রধান শিক্ষক মোঃ কবির হোসেনকে মিথ্যে অভিযোগ তুলে হুমকি দেয় বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদ উল্লাহ মেলকারের ছেলে রাসেল মেলকার। পরে ফোন দিয়ে দেবীরচর বাজারে ডেকে নেয় স্থানীয় কবির হাওলাদার এবং বাজারের মধ্যে প্রকাশ্যে ওই শিক্ষককে জুতোপেটা করে কবির, চেয়ারম্যানের ভাগ্নে রুবেল, ভাতিজা মাইনুদ্দিনসহ আরও কয়েকজন। শিক্ষক মোঃ কবির হোসেন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শিক্ষকের উপরে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এসময় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শওকত আলী হেলাল,সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম ও রেহানা আক্তারসহ আরও নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
অপরদিকে বুধবার বিকেল ৪টায় নিজের বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেন, বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছেলে মোঃ রাসেল মেলকার।
লিখিত বক্তব্যে রাসেল মেলকার বলেন, দেবীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কবির হোসেনের সাথে আমার ভালো সম্পর্ক রয়েছে। তবে মিথ্যে ঘটনা সাজিয়ে সংবাদ সম্মেলনে আমি ও আমার স্বজনদেরকে জড়িয়ে বানোয়াট ও ষড়যন্ত্রমূলক তথ্য দিয়েছেন প্রাথমিক শিক্ষক সমিতির নের্তৃবৃন্দরা। স্থানীয় একটি মহল সমাজে আমার সুনাম ক্ষুন্ন করতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসময় ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।
এদিকে বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদ উল্লাহ মেলকার বলেন, আমি পরিষদের মিটিংয়ে ব্যস্ত ছিলাম। আমার ছেলে রাসেলও অন্য কাজে ছিল। তবে ঝামেলার কথা শুনে ফোনে ওই শিক্ষকের খোঁজ খবর নিয়েছিল রাসেল। এখন মিথ্যে ও ষড়যন্ত্রমূলক অভিযোগ ছড়াচ্ছে একটি কুচক্রীমহল।

লালমোহন উপজেলা সাবেক ছাত্রলীগের নেতা কামরুল আহসান সো‌হেল আর নেই 

লালমোহন (ভোলা) প্রতিনিধি
লালমোহন পৌরসভা ৫ নং ওয়ার্ড নিবাসী,  মরহুম নান্নু মাতাব্বরের বড় ছেলে, লালমোহন উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা ও আবদুল  ওহাব  মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, মো, কামরুল হাসান (সোহেল)  মাতাব্বর হৃদরোগে আক্রান্ত হয়ে দুপুর ১ টা ৩০ মিনিটের সময়  ইন্তেকাল করেছেন।(ইন্নানিল্লাহী ওয়া ইন্না’ইলাহি রাজিউন)।
আজ শনিবার  দুপুর ১ টা ৩০ মিনিটের সময় তার নিজ বাড়ি  পৌরসভা ৫ নং ওয়ার্ডে স্ট্রোক করেন তিনি ।  পড়ে তাকে  লালমোহন সদর  হাসপাতালে আনা হলে সেখানে তার মৃত্যু হয়।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর । কামরুল হাসান সোহেল মাতব্বরের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে
মৃত্যুকালে সে  স্ত্রী, দুই ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখেছেন ।
কামরুল আহসান সো‌হেল এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও  শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন
ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি।
 লালমোহন প্রেসক্লাব,  লালমোহন  সাংবাদিক ফোরামের ও লালমোহন   পৌরসভা জাতীয় শ্রমিকলীগ।
মরহুম কামরুল আহসান সো‌হেল এর নামাজের প্রথম জানাযা শনিবার আছর বাদ আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্টিত হয়, দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয় তার জন্মস্থান ধলীগৌর নগর ইউনিয়নের চতলা বাজারে। পরে তাকে তার ধলীগৌর নগর ইউনিয়নের চতলা
পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ।

ভোলায় বিপন্ন প্রজাতির বনবিড়াল উদ্ধারের পর অবমুক্ত

ভোলার চরসামাইয়া ইউনিয়ন থেকে একটি বিপন্ন প্রজাতির বনবিড়াল উদ্ধার করেছে বন বিভাগের কর্মীরা। শনিবার দুপুরে সদর উপজেলার খেয়া ঘাট ব্রিজ সংলগ্ন এলাকার ‘রেন্টাল পাওয়ার প্লান্ট’ থেকে বনবিড়ালটি উদ্ধার করা হয়।

এরপর উদ্ধার হওয়া বনবিড়ালটি আজ শনিবার বিকেলে ভোলার বাঘমারা এলাকার গহীন অরণ্যে অবমুক্ত করা হয়।

ভোলা বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, ভোলার ৩৪.৫ মেগাওয়াট রেন্টাল পাওয়ার প্লান্টে কর্মরত সদস্যরা বনবিড়ালটিকে মেশিন রুমে দেখতে পায়। এ সময় সবাই মিলে বিড়ালটি আটক করে বন বিভাগের খবর দেয়।

পরে বন বিভাগের কর্মীরা বনবিড়ালটিকে উদ্ধার করে সদর উপজেলার বাঘমারা এলাকার গহীন অরণ্যে অবমুক্ত করে। তবে বিপন্ন প্রজাতির এ বনবিড়ালটি খাবারের সন্ধানে লোকালয়ে এসেছিল বলে জানান তিনি।

উল্লেখ্য, এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে পাওয়ার প্লান্ট থেকে আরো একটি বনবিড়াল উদ্ধার করে বনবিভাগ।

ছোট পাখি, ইঁদুর, ছোট স্তন্যপায়ী প্রাণীসহ গৃহপালিত হাঁস-মুরগি বনবিড়ালের খাদ্যতালিকার অন্তর্ভুক্ত। এদের জীবনকাল ১৪ বছর। এই বিড়াল বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, ইসরায়েল, মিয়ানমার, পাকিস্তান, তাজিকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, ভুটান, জর্জিয়া, লাওস, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, মিসর, ইরাক, ইরান প্রভৃতি দেশে দেখা যায়।

করোনায় আক্রান্ত টাইগারদের কোচ রাসেল ডমিঙ্গো

স্পোর্টস প্রতিবেদক:

করোনা আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। পোর্ট এলিজাবেথ টেস্টের একদিন আগে সর্দি–কাশি ও জ্বরে আক্রান্ত হয়েছিলেন তিনি।

কোভিডের উপসর্গ দেখা দেয়ায় তার পিসিআর পরীক্ষাও করানো হয়। কিন্তু নেগেটিভ আসে সেই পরীক্ষার ফল। কিন্তু আজ অ্যান্টিজেন পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন তিনি।

বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্টে তাই ড্রেসিং রুমে নেই রাসেল ডমিঙ্গো। যেহেতু পোর্ট এলিজাবেথ তার নিজ এলাকা, তাই চিকিৎসার জন্য নিজের বাড়িকেই বেছে নিয়েছেন তিনি। বর্তমানে নিজ বাড়িতে বিশ্রাম করছেন রাসেল ডমিঙ্গো।

এদিকে, দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের পর ফুড়ফুড়ে মেজাজে টেস্ট সিরিজ শুরু কের টাইগাররা। তবে লাল বলের খেলায় পিরেই খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। প্রথম টেস্ট হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয় টেস্টেও স্বস্তিতে নেই। বড় হারের পথেই এগিয়ে যাচ্ছেন মমিনুলরা।

দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ২১৭ রানে অলআউট হয় বাংলাদেশ। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে প্রোটিয়ারা। বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা।

লালমোহনে দুর্বৃত্তের হাতে কৃষকের  সবজীর আবাদ তছনছ 

লালমোহন (ভোলা) প্রতিনিধি : ভোলার লালমোহনে কবির মৃধা নামের এক কৃষকের প্রায় ২ একর জমির সবজী ক্ষেত ধংশ করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার কিশোরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। কৃষক কবির মৃধা জানান, চাচাতো ভাই হারুন মৃধার কাছ থেকে প্রায় ২ একর জমি বর্গা নিয়ে তাতে তিনি বিভিন্ন ধরনের সবজীর আবাদ করেন। পেঁপে, মিষ্টি কুমড়া, ঢেড়ষ, বরবটি, মরিচ, পুইশাঁকসহ অন্তত ২০ ধরনের সবজীর আবাদ করতে প্রায় ৩-৪ লাখ টাকা খরচ হয়। আগামী ১ মাসের মাথায় উৎপাদিত সবজী বাজারজাত করার কথা সম্ভাবনা রয়েছে। কিন্তু দুর্বৃত্ত চক্র রাতের আধাঁরে সমস্ত সবজীর গাছ কেটে কেটে তছনছ করে ফেলেছে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে কবির মৃধার ক্ষতিগ্রস্থ সবজী ক্ষেত দেখতে যান উপজেলা কৃষি অফিসের লোকজন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং মেম্বাররা। এসময় কৃষক কবির মৃধাকে শান্তনা দেন তারা।
এলাকার ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ বলেন, এঘটনার সাথে জড়িত কাউকে শনাক্ত করা গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, এ ব্যপারে কেউ লিখিত অভিযোগ করেনি।

লালমোহন সেরাজিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষকে হামলায় দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহন ভেদুরিয়া  সেরাজিয়া ফাজিল( ডিগ্রি)  মাদ্রাসার আরবির সিনিয়র  প্রভাষক মাওলানা বশির উল্ল্যাকে হত্যার উদ্দেশ্যে হামলা ও দোষীদের বিচারের  দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ (৭এপ্রিল) বৃহস্পতিবার বেলা  ১২ টার দিকে
ভোলা -চরফ্যাশন  আঞ্চলিক মহাসড়কের লালমোহন চৌরাস্তায় লালমোহন ভেদুরিয়া  সেরাজিয়া ফাজিল( ডিগ্রি)  মাদ্রাসা, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেসিন ও দালাল বাজার এলাকার সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্রায় ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে দুই শতাধিক মানুষের উপস্থিততে বক্তব্য রাখেন
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেসিনের সভাপতি ও ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা  মোশাররফ হোসেন, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেসিনের সাধারণ সম্পাদক ও চতলা হাসেমিয়া ফাজিল  মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা  আবু জাফর , ভেদুরিয়া  সেরাজিয়া ফাজিল( ডিগ্রি)  মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিউল্লাহ প্রমূখ।
উল্লেখ
বুধবার সকাল ১১টার দিকে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের দালাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।  মাওলানা বশির উল্লাহ স্থানীয় ভেদুরিয়া সেরাজিয়া ফাজিল (ডিগ্রি)  মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক ও ধলীগৌরনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড কুলচড়া গ্রামের বাসিন্দা মৃত আবদুল বারেক এর ছেলে।জানা যায়, একই এলাকার শাহে আলম মেম্বারের বড় ভাইয়ের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। তারই জের ধরে বুধবার সকালে শাহে আলমের নের্তৃত্বে ছবিরুল হক, ফখরুল আলম লিটন, আবদুল হক, বজলু, নান্নুসহ কয়েকজন মিলে মাওলানা বশির উল্লাহকে এলোপাতাড়ি মারধর করে। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য ভোলায় প্রেরণ করেন।
এ ঘটনায় লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, এ ঘটনায় লালমোহন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।  আমরা  তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো ।

ভোলায় সেচ্ছাসেবকলীগ নেতা আক্তার হোসেনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ

মোকাম্মেল হক মিলন,ভোলা থেকে:
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় নির্দেশে ভোলা জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান স্বেচ্ছাসেবকলীগ নেতা আক্তার হোসেনের উদ্যােগে ভোলায় তিন শতাধিক দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) ভোলা শহরের বাংলাস্কুল মাঠের ভাষানী মঞ্চে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল কাদের মজনু, জেলা সেচ্ছাসেবক লীগ নেতা আক্তার হোসেন, আওয়ামীলীগ নেতা তোফায়েল মাষ্টার,বঙ্গবন্ধু পরিষদের জেলা সভাপতি অসিম সাহ, সাবেক ছাত্রনেতা তরিকুল ইসলাম রনি, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মেহেরাব মোল্লা, রাশেদুজ্জামান হ্যাভেন,ভোলা সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি আরাফাত চৌধুরী সাধারন সম্পাদক মোঃ কিরণসহ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিভিন্নস্থরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভোলার লালমোহনে কবির সাজি নামে এক ইয়াবা ব্যবসায়ীকে ৩৭৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক 

লালমোহন(ভোলা) প্রতিনিধি :
ভোলার লালমোহনে ৩৭৫ (তিনশত পচাঁত্তর) পিচ ইয়াবা ট্যাবলেটসহ কবির সাজি (৪২) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
(৩ এপ্রিল রোজ রবিবার) রাতে লালমোহন উপজেলাধীন কালমা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে দক্ষিণ চরছকিনা গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের মৃত বাদশা সাজির ছেলে।
জানা যায়, চট্টগ্রাম থেকে ইয়াবার একটি চালান লালমোহনে আসছে, এমন সংবাদের ভিত্তিতে রাতে  থানার এসআই মাহমুদুল হাসান ও রবীন্দ্রনাথ সিংহ অভিযান চালিয়ে লালমোহন থানাধীন ০২নং কালমা ইউনিয়নের দক্ষিন চর ছকিনা ০৫নং ওয়ার্ডস্থ সাজী বাড়ির প্রবেশ পথে মোঃ শাহজালাল সাজির ঘরের পূর্ব পাশে কাচাঁ  রাস্তার উপর হইতে  কবির সাজি কে আটক করেন এবং তার সাথে থাকা ৩৭৫ পিস ইয়াবা উদ্ধার করেন।
লালমোহন থানা অফিসার ইনচার্জ  মাকসুদুর রহমান মুরাদ বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ও গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ কবির সাজিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আটককৃত কবির সাজির বিরুদ্ধে একটি  মাদক  মামলা হয়েছে।

মাছ এবং মুরগীর সমন্বিত চাষ করে স্বাবলম্বী লালমোহনের আব্দুল মালেক মাকসুদুর রহমান পারভেজ

লালমোহন (ভোলা):
মাছ এবং মুরগীর সমন্বিত চাষ করে স্বাবলম্বী দ্বীপ জেলা ভোলার লালমোহনের রমাগঞ্জ ইউনিয়নের পূর্বচরউমেদ গ্রামের আব্দুস সহিদের ছেলে হাজী আব্দুল মালেক । তার উজ্জ্বল দৃষ্টান্ত যে,তিনি নিজেই। বর্তমানে তিনি মাছ চাষের পাশা পাশি লেয়ার মুরগীর খামার করে অর্থনৈতিকভাবে অনেকটাই সফল । বর্তমানে তিনি সুনামের সহিত আলোড়ন সৃষ্টি কারী সফল ব্যবসায়ী । একই সাথে পুকুরের পানিতে সমন্বিত মাছ চাষ করছেন তিনি। সরেজমিনে তার সাথে কথা বলে জানা যায়, এক সময় তাদের পরিবারে অনেক অভাব অনটন ছিল । এরপর সেই অভাব দূর করার জন্য নিজ উদ্যোগে ১৯৯০ ইং সালে স্থানীয় পুকুর মালীকদের কাছ থেকে ৫/৭ টি পুকুর লিজ (লগ্নি) নিয়ে রেনু পোনার (মাছের বাচ্ছার) ব্যবসা শুরু করেন । অনেক চড়ই উৎরাই লাভ লোকসান পেরিয়ে তিনি নিজ উদ্যোগে ৪০ শতাংস জমিন ক্রয় করে নিজের জমিতে মাছের খামার মাচের চাষ শুরু করেন । এরপর ধীরে ধীরে তার সফলতার ছোঁয়া লাগতে শুরু করে । ২০২২ সাল পর্যন্ত তার ব্যবসায়িক টাকা দিয়ে ১৩ একর জমিতে মাছ ও মুরগীর খামার করেছেন । তিনি সমন্বিত মাছ ও লেয়ার মুরগীর চাষ করছেন । ১৩ একর জমিতে ৪টি করে বিশালাকার মাছ ও মুরগীর খামার রয়েছে । খামারে মুরগী হয়েছে প্রায় ৯/১০ হাজার। পাশাপাশি খামারগুলো মাচা দিয়ে পানির উপর হওয়ায় মুরগীর বিষ্ঠা খাদ্য হিসেবে ব্যবহার করে মাছ চাষে । এতে মাছের জন্য আলাদা খাদ্যের প্রয়োজন কম হয়। বর্তমানে তার খামারে ৯/১০ হাজার মুরগি রয়েছে । আবার পুকুরে রয়েছে অর্ধ কোটি টাকার মাছ। ইতোমধ্যে তার খামারে কর্মসংস্থান করছেন দৈনিক ২০/২৫ জন লোক । তাঁর সাফল্যে অনুপ্রানিত করেছে তার প্রতিবেশি মো . জাকির মাতাব্বর কে ও । জাকির মাতাব্বরের রয়েছে মাতাব্বর পল্ট্রী ও মৎস্য নামক খামার । তার ও রয়েছে মুরগী ও মাছের সমন্বিত চাষ । হাজী আব্দুল মালেক বলেন, মুরগী গুলোর গন্ধ কম দৈনিক ৪/৫ হাজার ডিম দিচ্ছেন । মাছ এবং মুরগী মিলিয়ে মাসে প্রায় ২ লক্ষ টাকা আয় হচ্ছে এখন তবে বর্তমানে মাছ ও মুরগীর খাদ্যের দাম বাড়ার কারনে আয় কমে গিয়েছে এখন । শ্রমিকের বেতন ও বেড়েছে। তিনি বলেন সরকারিভাবে যদি কোন সহযোগীতা পাই অথবা বিভিন্ন এনজিও থেকে স্বল্প সুদে ঋন পাই তাহলে সব কিছু পুশিয়ে আরও লাভবান হতে পারব । আব্দুল মালেক আরও বলেন মুরগীর বিষ্ঠার হালকা একটু গন্ধ নাকে আসার আগেই পরিস্কার করা হয় । তার খামার গুলোতে নানা জাতের মাছ খলবলিয়ে বেড়াচ্ছেন যা চোখে পরার মতো । বিশেষ করে মাগুর এবং তেলাপিয়া মাছের উৎপাত আনন্দ বয়ে আনে । তিনি জানান, তাঁর খামারে এখন ২০/২৫ জন স্থায়ী কর্মী দৈনিক মজুরিতে কাজ করেন । কথা হয় মুরগীর ও মাছের খামারের কর্মী মিলন , আ: সহিদ ও মনির সহ কয়েকজনের সঙ্গে। তাদের মধ্য থেকে কেউ কেউ মুরগীকে খাবার দিচ্ছেন এবং কেউ কেউ মুরগীর পরিচর্যা করছেন। তাদের মধ্যে মনির নামে একজন জানিয়েছেন যে, তিনি ৫ বছর ধরে খামারে কাজ করেন, প্রথমে তার অনেক অভাব ছিল তারপর থেকে আস্তে আস্তে তার বেতন ও বাড়তে থাকে। এখন তার পরিবার স্বচ্ছল।

লালমোহন উপজলো প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নাছির উদ্দিন মুন্সির কাছে খামার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন , এ উপজেলায় আমি নতুন জয়েন্ট হয়েছি কোন খামার সম্পর্কে আমার কাছে কোন তথ্য জানা নেই ।