ভোলায় নতুন করে ১২ জনসহ করোনা শনাক্ত ৩৮৮

ভোলায় নতুন করে আরো ১২ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৮ জনে। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৪ জন, বোরহানউদ্দিনে ২ জন ও তজুমদ্দিনে ৬ জন রয়েছে।

আজ রবিবার (১২ই জুলাই) ভোলার সিভিল দপ্তর এসব তথ্য নিশ্চিত করেন। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ৩৮৮ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১৯৯ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত ১৭৫ জনের মধ্যে সুস্থ ৯৮ জন। দৌলতখানে আক্রান্ত ২৮ জনের মধ্যে সুস্থ ১৯ জন।

বোরহানউদ্দিনে আক্রান্ত ৪৮ জনের মধ্যে সুস্থ ২৪ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৩০ জনের মধ্যে সুস্থ ৭ জন, লালমোহনে আক্রান্ত ৪০ জনের মধ্যে সুস্থ ১৯ জন, চরফ্যাশনে আক্রান্ত ৪৫ জনের মধ্যে সুস্থ ২৩ এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ২২ জনের মধ্যে সুস্থ ৯ জন।

আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্বাধানে আইসোলেশনে রয়েছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, লালমোহন ও চরফ্যাশনে ৫ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে উপসর্গ নিয়ে আরো অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, এ পর্যন্ত ভোলা থেকে ৪০২০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে রির্পোট এসেছে ৩৭৯৯ জনের। এছাড়া ২২১ জনের রির্পোট এখনো অপেক্ষমান রয়েছে।

অপরদিকে নতুন করে আরো ১৫ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে মোট ৫১৮৫ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হলো। এর মধ্যে ৪৮৯৬ জনের হোম কোয়ারেন্টাইন সমাপ্ত হয়েছে। বর্তমানে আছে ২৮৯ জন। আইসোলেশনে আছে ১৩ জন।

 

চরফ্যাশনে বাল্যবিয়ের অপরাধে ৩ জনকে সাজা

ভোলার চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়ন বাল্যবিয়ের অপরাধে বর, কনের বাবা ও বরের ভগ্নিপতিকে বিভিন্ন মেয়াদে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা৷

গতকাল শুক্রবার ১০ জুলাই হাজারীগঞ্জ ইউনিয়নে একটি বাল্য বিয়ের আনুষ্ঠানিকতা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা শশীভূষণ থানার এস আই এর নেতৃত্বে একদল পুলিশকে ঘটনাস্থলে পাঠান৷ তারা কনের বাড়ি থেকে তিনজনকে আটক করে শশীভূষণ থানায় সোপর্দ করেন৷

আটককৃতরা হলেন হাজারী গঞ্জ ৩ নং ওয়ার্ড নুরুল ইসলাম ছেল বর রাকিব (৩০) জাহানপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের আইয়ুব আলী ছেলে কনের বাবা মোকশেদ আলম (৪৫) ও জাহানপুর ৮নং ওয়ার্ডের আবু হানিফের ছেলে বরের ভগ্নিপতি- হাবিবুর রহমান (৩৫)।

বাল্যবিয়ের ঘটনার সাথে সম্পৃক্ত থাকায় রাকিবকে ২ বছর, আইয়ুব আলী ১বছর ৬ মাস ও আবু হানিফ কে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত৷

ভোলায় লঞ্চে কিশোরীকে যৌন হয়রানির ঘটনায় মামলা দায়ের

ঢাকা টু ভোলার বেতুয়া নৌরুটে চলাচলকারী কর্ণফুলি-১৩ লঞ্চে কিশোরীকে যৌন হয়রানির ঘটনায় অবশেষে ওই লঞ্চের বাবুর্চির বিরুদ্ধে থানার মামলা দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী ওই কিশোরী বাদী হয়ে তজুমদ্দিন থানায় মামলাটি দায়ের করলে অভিযুক্ত আসামী গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন পুলিশ। সে কর্ণফুলি ১৩ লঞ্চের বাবুর্চি ও ভোলার চর শিফলী খেয়াঘাট ১নং ওয়ার্ড এলাকার মোঃ তাজল মাঝির ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শনিবার তজুমদ্দিন স্লুইজঘাট থেকে কাজের সন্ধানে ঢাকা যাওয়ার জন্য কর্ণফুলি-১৩ লঞ্চে উঠে পায়ের ময়লা ধোয়ার জন্য লঞ্চের পিছনে যায় ওই কিশোরী। টিউবওয়েলে পা ধুয়ে টয়লেটের সামনে দাঁড়ালে লঞ্চের বাবুর্চি হোসেন ওরফে গিয়াস উদ্দিন ওই কিশোরীকে দুইশত টাকার বিনিময়ে তার সাথে কেবিনে রাত্রি যাপনের কু-প্রস্তাব দেয়। এতে কিশোরী রাজি না হওয়ায় বাবুর্চি গিয়াস তার (কিশোরী) হাত ধরে জোরপূর্বক কেবিনে নিয়ে যেতে টানা-হেচড়া করেন। এ সময় ইজ্জত বাঁচাতে ওই কিশোরী তজুমদ্দিন চৌমুহনী সংলগ্ন মেঘনা নদীতে ঝাঁপ দেয়। পরে জেলেরা তাকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করেন।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক জানান, ঘটনার ৩ দিন পর ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর আসামী গিয়াস উদ্দিনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ভোলায় বিকাশে প্রতারণা করে সাড়ে ৮ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে আটক ১

ভোলার বোরহানউদ্দিন উপজেলার ফুলকাচিয়া এলাকায় বিকাশে প্রতারণার অভিযোগে একজনকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার (৬জুলাই) ভোর রাত ৩টায় বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. এনামুল হকের সার্বিক তত্ত্বাবধানে এস আই (নিঃ) মোহাইমিনুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে বোরহানউদ্দিনের ফুলকাচিয়ার মৃত মজর আলীর ছেলে মোঃ জাকির মাল (৩৫)কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ জাকির মাল (৩৫) সহ পলাতক আসামীরা প্রতারনার মাধ্যমে ৮,৬৬,০০০ (আট লক্ষ ছেষট্টি হাজার) টাকা বিকাশের মাধ্যমে আত্মসাৎ করে জীবননাশের হুমকি ও ভয়ভীতি প্রদান করায় অভিযোগ দায়ের করা হয়।

এ সংক্রান্তে বোরহানউদ্দিন থানার মামলা নং-০৯, তারিখ ০৫-০৭-২০২০; ধারা- ৪০৬/৪২০/৫০৬(২) পেনাল কোড রুজু করা হয়েছে।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, ভোলায় যুবক আটক

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানহানি এবং ভাবমূর্তি ক্ষুন্ন, রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন সহ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে বিভিন্ন আপত্তিকর লেখা পোস্ট করার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত সাড়ে এগারোটায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার পদ্মামনসা ০৬নং ওয়ার্ড এলাকায় নিজ বসতঘর থেকে ছোটন বিশ্বাস(৪৫) নামের ওই যুবককে আটক করা হয়।

আটককৃত ছোটন বিশ্বাস(৪৫) উপজেলার পদ্মামনসা গ্রামের মৃত অমূল্য বিশ্বাস ও মাতা- হেমলতা বিশ্বাসের ছেলে।

এব্যাপারে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. এনামুল হক বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে তাঁর নিজ বসতঘর থেকে আটক করা হয়।”

তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনি ব্যবস্থাসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ভোলায় ইয়াবাসহ আটক ২

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ইয়াবা ট্যাবলেটসহ এক নারী ও এক পুরুষকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।

শুক্রবার মধ্যরাতে উপজেলার কাচিয়া ০৪নং ওয়ার্ড থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ওই ইউনিয়নের সেলিম হাওলাদারের ছেলে রিয়াজ (২২) অপরজন একই গ্রামের কামালের স্ত্রী মিনারা (৩০) বেগম।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে উভয়কে ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

ভোলায় আরও ২০ জনের শরীরে করোনা শনাক্ত

ভোলায় চার নারীসহ নতুন করে আরও ২০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০৯ জনে। বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেন।

এদের মধ্যে জেলা জজ ও তার স্ত্রী, চরফ্যাশন ও দৌলতখান উপজেলা পরিষদের দুই চেয়ারম্যান, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা, ৮ জন চিকিৎসক, ১৮ স্বাস্থ্যকর্মী, কর্মকর্তাসহ পুলিশের ৯ সদস্য, ৮ জন কোস্টগার্ড সদস্য, ব্যাংক কর্মকর্তা ১০ জন ও ১২ জন শিক্ষক রয়েছেন। এছাড়া চরফ্যাশন উপজেলা নির্বাচন কর্যালয়ের একজন, সিভিল সার্জন কার্যালয়ের দুইজন ও জেলা প্রশাসক কার্যালয়ের একজন রয়েছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ২০৯ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৬২ জন। এরমধ্যে ভোলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত ১০৩ জনের মধ্যে সুস্থ ৩১ জন, দৌলতখানে আক্রান্ত ১৮ জনের মধ্যে সুস্থ ২ জন, বোরহানউদ্দিনে আক্রান্ত ২৪ জনের মধ্যে সুস্থ ৪ জন, লালমোহনে আক্রান্ত ২০ জনের মধ্যে সুস্থ ৪ জন, চরফ্যাশনে আক্রান্ত ২৬ জনের মধ্যে সুস্থ ১১, মনপুরা উপজেলায় আক্রান্ত ৯ জনের মধ্যে সুস্থ ৭ এবং তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৯ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২ জন। আক্রান্তদের মধ্যে ৩ জন ভোলা জেনারেল হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে আছে। বাকিরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে হোম আইসোলেশনে আছেন। এছাড়া, করোনা আক্রান্ত হয়ে লালমোহন, চরফ্যাশন ও মনপুরায় ৩ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র আরো জানায়, এ পর্যন্ত ভোলা থেকে ৩ হাজার ৩৪৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল ল্যাবে পাঠানো হয়েছে। নমুনার রিপোর্ট এসেছে ২ হাজার ৬৫২ জনের। এর মধ্যে ২ হাজার ৪৪৩ জনের নমুনার রিপোর্ট নেগেটিভ আসলেও ২০৯ জনের পজিটিভ আসে।

করোনা যুদ্ধে জয়ী হলেন চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান

করোনা ভাইরাস আক্রন্ত হয়ে মনবল নিয়ে জয়ী হলেন চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ জয়নাল আবেদীন আখন(৬২)।

উপজেলা পরিষদের চেয়ারম্যানের একান্ত সহকারী কামাল হোসেন জানান, গত ৯ জুন নমুনা রিপোর্টে পজেটিভ আসে উপজেলা পরিষদের চেয়ারম্যান স্যারের।

তিনি ওই দিনই ঢাকার ধানমন্ডি নিজ বাসায় ডাক্তারের পরামর্শ মোতাবেক চিকিৎসা সেবা নিয়েছেন। ২২জুন তার নমুনা পরীক্ষা করা হয়।

২৩জুন মঙ্গলবার দুপুরে চেয়ারম্যান স্যারের করোনা ভাইরাস রিপোর্ট নেগেটিভ আসে। এদিকে তার করোনা আক্রান্তের সংবাদে চরফ্যাশন উপজেলার পরিষদসহ বিভিন্ন মসজিদ মন্দিরে সুস্থ্যতা কামনা করে দোয়া মুনাজান ও প্রার্থণা করা হয়েছিল।

উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ জয়নাল আবেদীন আখন বলেন, আমি মনবল না হারিয়ে নিজে করোনা ভাইরাস প্রতিরোধ মূলক কার্যকলাপ করে ছিলাম।

এবং ডাক্তারের মরামর্শ মোতাবেক চলছিলাম। ইনশাহ আল্লাহ আজ মঙ্গলবার নমুনা পরীক্ষার নেগেটিভ আসছে। আমি ভোলা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের কাছে কৃতজ্ঞ তিনি সার্বক্ষণিক আমার খোঁজ খবর নিয়েছেন।

এ ছাড়াও আমি চরফ্যাশনের সকল নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে কৃতজ্ঞ যারা আমাকে ফোন করে এবং আমার জন্যে মসজিদ মন্দিরে দোয়া ও প্রার্থনা করে আমার সুস্থ্যতা কামনা করেছেন।

বোরহানউদ্দিনে মাটির নীচে মিলল কলেজ ছাত্রের লাশ

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অপহরণের দুই দিন পর মাটি খুঁড়ে সুমন নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) দুপুরে উপজেলার পক্ষিয়া ইউনিয়নে একটি এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। সুমন ওই এলাকার মফিজুল ইসলামের ছেলে ও ভোলা সরকারি কলেজের অনার্স পড়ুয়া ছাত্র। এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় পুলিশ মিঠু নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, গত ২০ জুন সন্ধ্যায় সুমন বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এসময় একটি ফোন কল এলে সুমন সেখান থেকে চলে যান। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরে পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। সোমবার দুপুরে পুলিশ সুমনের ফোন কল ট্রাকিং করে মিঠু নামে এক যুবককে আটক করে। তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ উপজেলার পক্ষিয়া ইউনিয়নের একটি পানের বরজের মাটি খুঁড়ে সুমনের মরদেহ উদ্ধার করে। ওসি আরও জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মিঠু হত্যার বিষয়টি স্বীকার করেছে। তবে কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

হেলিকপ্টারে ঢাকায় নেয়া হচ্ছে করোনা আক্রান্ত ভোলা জেলা জজকে

করোনাভাইরাসে আক্রান্ত ভোলার জেলা জজ ড. এ বি এম মাহমুদুল হককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসছে বাংলাদেশ বিমান বাহিনী।

বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে তাকে ভোলা থেকে ঢাকায় আনা হচ্ছে বলে রোববার (২১ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম বলেন, এবিএম মাহমুদুল হকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভোলা থেকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হচ্ছে।

তিনি বলেন, তার শারীরিক অবস্থার অবনতির বিষয়টি আজ আইনমন্ত্রী আনিসুল হককে জানানো হলে তিনি মাহমুদুল হককে দ্রুত ঢাকায় আনার ব্যবস্থা করেন। রাজধানীর ইউনিভার্সেল মেডিকেলে তার চিকিৎসা করা হবে।

এবিএম মাহমুদুল হক গত ১২ জুন করোনাভাইরাসজনিত রোগের লক্ষণে ভুগছিলেন এবং ভোলায় নিজ বাসা থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।

স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ বুলেটিন অনুসারে, দেশে করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ১২ হাজার ৩০৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন তিন হাজার ৫৩১ জন। মারা গেছেন মোট এক হাজার ৪৬৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৯ জনের। এছাড়া সুস্থ হয়েছেন ৪৫ হাজার ৭৭ জন।