মনপুরায় গণধর্ষণ মামলায় ৩ যুবক গ্রেফতার

ভোলার মনপুরায় ১৫ বছরের এক কিশোরীকে গণধর্ষণের দায়ে ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে মনপুরা থানা পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন সাকিল, করিম ও যুবায়ের। তাদের বাড়ি মনপুরা উপজেলার কুলাগাজীর তালুক গ্রামে।

শুক্রবার ওই কিশোরীর খালা বাদি হয়ে মনপুরা থানায় ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ ৪ আসামির মধ্যে ৩ জনকে গ্রেফতার করে।

মনপুরা থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, ঢাকার কেরানীগঞ্জের আমিন পাড়া এলাকার বাসিন্দা ওই কিশোরী সম্প্রতি ভোলার মনপুরা উপজেলার আন্দিরপাড় এলাকায় তার খালার বাড়ি বেড়াতে আসে। গত ৭ সেপ্টেম্বর রাতে কিশোরী প্রকৃতির ডাকে ঘরের বাইরে বের হলে ওই ৪ যুবক তাকে জোর করে তুলে নিয়ে স্থানীয় একটি স্কুলঘরের ভিতর পালাক্রমে ধর্ষণ করে।

ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতীরের ১০টি লঞ্চঘাট ক্ষতিগ্রস্ত

অস্বাভাবিক জোয়ারে ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতীরের প্রায় ১০টি লঞ্চঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে লঞ্চচালক ও যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। তীব্র ঢেউ ও তীর সংরক্ষণ ব্লকের (পাকা ফোল্ডার) আঘাতে ভোলা সদর উপজেলার ব্যস্ততম ইলিশা লঞ্চঘাটের পন্টুনটি ফুটো হয়ে ডুবে যায়। ২৩ দিন চলে গেলেও সেটি তোলা হয়নি। বসেনি নতুন পন্টুন। বাকি ঘাটগুলোরও সংস্কারকাজ শুরু হয়নি।

ভোলার ইলিশা ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইমরান খান বলেন, ভোলার ইলিশা ঘাটে একটি লঞ্চঘাট ও একটি ফেরিঘাট রয়েছে। ইলিশা লঞ্চঘাট থেকে ভোলা-লক্ষ্মীপুর নৌপথের সি–ট্রাক ও সাত-আটটি লঞ্চ, ভোলা-ঢাকাগামী দুটি ওয়াটার বাস ও পাঁচ-ছয়টি লঞ্চ ছাড়ত। এ ছাড়া বরিশাল-ভোলা নৌপথের দুটি লঞ্চ ছেড়ে যায়। গত ১৮ আগস্ট জোয়ারের তোড়ে লঞ্চঘাটের পন্টুন ফুটো হয়ে ডুবে যায়। এরপর ২৩-২৪ দিন ধরে লঞ্চগুলো ফেরিঘাটের পন্টুনের সঙ্গে নোঙর করছে। এখন ঘাটে প্রচণ্ড ভিড় হচ্ছে। ব্যবস্থাপক আরও বলেন, সকাল থেকে রাত পর্যন্ত কয়েক হাজার যাত্রী একটি ঘাট থেকে ওঠানামা করায় মালবাহী ট্রাক ও বাস ফেরিতে উঠাতে সমস্যা হচ্ছে। বারবার নিষেধ করা সত্ত্বেও লঞ্চগুলো নোঙর করছে।

ঘাটের যাত্রীরা জানায়, মাত্র একটি ঘাট দিয়ে এতগুলো লঞ্চ চলাচলের কারণে যাত্রীদের মারাত্মক ভোগান্তির শিকার হতে হচ্ছে। সরকার বলছে, সামাজিক দূরত্ব বজায় রাখতে। কিন্তু ভোলার লঞ্চঘাটের পরিস্থিতি এমন যে সামাজিক দূরত্ব বজায় রাখা কষ্টকর।
ভোলা ফেরিঘাটে পরিবহনকর্মী মো. হোসেন বলেন, ইলিশা ঘাটে কোনো পার্কিং প্লেস নেই। রাস্তার ওপর কাদা। আশপাশে ঝুপড়ির মতো দোকান। এর মধ্যে লঞ্চঘাটের পন্টুন ফুটো হয়ে ডুবে আছে। যাত্রীরা চরম দুর্ভোগে রয়েছেন। বিকল্প কোনো পন্টুন না থাকায় ফেরিঘাটের পন্টুন দিয়েই ঝুঁকি নিয়ে যাত্রীরা লঞ্চ ও সি–ট্রাকে যাতায়াত করছেন।

যাত্রী, লঞ্চের মাস্টার ও ফেরিঘাট ব্যবস্থাপকের দাবি, লঞ্চঘাটের পন্টুন সংস্কারসহ ব্যস্ততম ঘাটটি দ্রুত আধুনিক করা হোক।

পূর্ব ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিঞা সিরাজ বলেন, ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নে মেঘনার তীরে দুটি লঞ্চঘাট। একটি বিশ্বরোডের মাথায়, আরেকটি ফেরিঘাটসংলগ্ন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাছে তাঁদের, দুটি ঘাট একত্র করে একটি আধুনিক মানের ঘাট নির্মাণ করা হোক। কারণ, এ এলাকার ঘাট থেকে ঢাকা-লক্ষ্মীপুর ও বরিশাল নৌপথের একাধিক লঞ্চ ও ওয়াটার বাস ছেড়ে যাচ্ছে। ফলে এটি ব্যস্ততম ঘাটের একটিতে পরিণত হয়েছে।

ভোলা সদর উপজেলার লঞ্চঘাটটি ছাড়াও ভোলা সদর উপজেলার ভেদুরিয়া লঞ্চঘাট, দৌলতখান উপজেলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চঘাট, বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিন লঞ্চঘাট ও মির্জাকালু লঞ্চঘাট, তজুমদ্দিন উপজেলার চৌমুহনী লঞ্চঘাট ও স্লুইসগেট সি–ট্রাকঘাট, মনপুরা উপজেলার রামনেওয়াজ ও হাজিরহাট লঞ্চঘাট, লালমোহন উপজেলার মঙ্গল শিকদার, নাজিরপুর ও গজারিয়া খালগোড়া লঞ্চঘাট, চরফ্যাশন উপজেলার বেতুয়া, বকশি লঞ্চঘাটের পন্টুন এবং গ্যাংওয়ে ও সংযোগ সড়ক জোয়ারের তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিআইডব্লিউটিএ সূত্র জানায়, আম্পানের পর থেকে ৩১ আগস্ট পর্যন্ত কয়েক দফায় জোয়ারের তাণ্ডবে ভোলার ২৭টি লঞ্চঘাটের কমবেশি ক্ষতি হয়েছে।

ঘাটের ইজারাদার ও যাত্রীরা জানান, মেঘনা ও তেঁতুলিয়া নদীর তীরে যে লঞ্চঘাটগুলো রয়েছে, সেগুলো খুবই নিম্নমানের। বিআইডব্লিউটিএ নামকাওয়াস্তে একটি পন্টুন এনে বসিয়ে দেয়, যেগুলো সাধারণ নদীঘাটের জন্য ঠিক আছে। কিন্তু ভোলার মেঘনা, তেঁতুলিয়া নদী উত্তাল। বর্ষার উচ্চ জোয়ার এলেই এসব পন্টুন ভেসে যায়। সংযোগ রশি ছিঁড়ে যায়। পন্টুন ও গ্যাংওয়ে শক্ত করে বাঁধা হয় না। আবার গ্যাংওয়ের সঙ্গে অ্যাপ্রোচ সড়কের কোনো সামঞ্জস্য নেই। অথচ এসব ঘাটে যাত্রীর কাছ থেকে ১০ টাকা করে টিকিট কাটা হচ্ছে। একটি লাগেজ ও মালামাল ওঠানামা করতে মোটা টাকা গুনতে হয় যাত্রীদের। প্রতিটি ঘাট থেকে বছরে কয়েক কোটি টাকার টোল ওঠানো হচ্ছে। কিন্তু যাত্রীসেবা শূন্য।

ইলিশা লঞ্চঘাটের ইজারাদার হোসেন শহীদ সরোয়ারদী মাস্টার বলেন, তাঁরা প্রতি মাসে প্রায় অর্ধকোটি টাকা দিয়ে এই ঘাট ইজারা নিয়েছেন। তাঁরাও টোল ওঠাচ্ছেন। কিন্তু যাত্রীসেবার কিছু নেই। ভিআইপি যাত্রী এলে তাঁদের লজ্জায় পড়তে হয়। বারবার বিআইডব্লিউটিএকে চিঠি প্রদানসহ মৌখিকভাবে জানালেও তারা ইলিশা লঞ্চঘাট সংস্কার করছে না। যাত্রীদের ভোগান্তি চরমে।

ভোলা নদী বন্দরের উপপরিচালক মো. কামরুজ্জামান জানান, অস্বাভাবিক জোয়ারে ভোলার ইলিশাসহ জেলার ১০-১২টি লঞ্চঘাটের পন্টুন, গ্যাংওয়েসহ যাত্রী ওঠানামার অ্যাপ্রোচ সড়কের ক্ষতি হয়েছে। বিআইডব্লিউটিএর বরিশাল বিভাগীয় নির্বাহী প্রকৌশলী জরিপ করে প্রতিবেদন জমা দিয়েছেন। দরপত্র আহ্বান করা হয়েছে। জোয়ারের কারণে কাজ শুরু করতে পারছেন না।

উপপরিচালক আরও বলেন, ইলিশা লঞ্চঘাটসহ আরও পাঁচটি লঞ্চঘাট বিশ্বব্যাংকের অর্থায়নে আধুনিকীকরণ করা হবে।

বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক জানান, দু-চার দিনের মধ্যে ভোলার ইলিশা লঞ্চঘাটের সংস্কারকাজ শুরু হবে।

চরফ্যাশনে স্কুল ছাত্রী অপহরণ॥ আটক-১

চরফ্যাশন উপজেলার আসলামপুর ৭নং ওয়ার্ডের ধর্ষক আবদুল্লাহ(২২)কে পুলিশ অপহরণ ও ধর্ষনের ঘটনায় আটক করেছেন। তাকে সোমবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার মাদ্রাজ ইউনিয়নের জনৈক ৮ম শ্রেণির স্কুল ছাত্রীকে অপহরণ করে লঞ্চে ঢাকায় নিয়ে যায়। লঞ্চে আবদুল্লাহ জোরপূর্বক তাকে ধর্ষণ করে রবিবার সকালে ঢাকা সদর ঘাটে ছাত্রীকে একা রেখে পালিয়ে যায়। উক্ত ছাত্রী তার মামার কাছে ফোন দিলে মামা পুলিশের মাধ্যমে তাকে উদ্ধার করেছে।

চরফ্যাশন থানায় আসলামপুর ৭নং ওয়ার্ডের আবুগঞ্জ এলাকার রফিকুল ইসলাম সর্দারের পুত্র আবদুল্লাহ(২২) সহযোগি হিসাবে তার বড় ভাই আব্বাস(৩৫) ও পিতা রফিকুল ইসলাম সর্দারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন ২০০০ সংশোধনী ৭/৯(১)/৩০ ধারা মোতাবেক মামলা দায়ের করা হয়েছে। আবদুল্লাহ গ্রেফতার হলেও বাকী আসামী পলাতক রয়েছে।

আবুগঞ্জ বাজার এলাকার স্থানীয় লোকজন অভিযোগ করেন আবদুল্লাহ একজন বখাটে। এলাকায় স্কুল মাদ্রাসাগামী ছাত্রীদেরকে উত্যক্ত করত। যে প্রতিবাদ করত তাকে বন্ধুবান্দব নিয়ে মারধর করে। এই জন্যে কেউ প্রতিবাদ করতে সাহস পায়নি।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ ওসি মনির হোসেন মিয়া বলেন, অপহরণ ও ধর্ষণ মামলার আসামী আবদুল্লাহকে আটক করে সোমবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ৬দিনেও উদ্ধার হয়নি সাত জেলে!

বঙ্গোপসাগরের গভীরে ভোলার চরফ্যাশন উপজেলার মাছধরার ট্রলার ডুবির ঘটনায় ৬দিনেও উদ্ধার হয়নি নিখোাঁজ সাত জেলে।

রবিবার (৩০আগস্ট) দুপুরে দুলারহাট থানা সূত্রে জানা গেছে, গত ২৫আগস্ট সকাল ১১টায় সমুদ্রে মাছধরার ওই ট্রলারটি ঘূর্নিঝরে পড়ে ১৭জন মাঝিমাল্লাসহ ডুবে গেলে ১০জেলে উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন সাত জেলে। ডুবে যাওয়া ওই ট্রলারের মালিক মুজিব নগর ইউনিয়নের সালাউদ্দিন মাঝি।

তিনি জানান, ট্রলারটি নিয়ে জেলেরা সমুদ্রে গেলে ঝড়ের কবলে পড়ে ডুবে যায় তবে কাছে থাকা অন্য একটি ট্রলার এসে ১০ জেলেকে উদ্ধার করতে পারলেও বাকি সাত জেলের এখনও পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ জেলেরা হলেন, মুজিবনগর ৮নং ওয়ার্ডের নজির আহমদের ছেলে আলমগীর (৩৫),বশির মাঝির ছেলে জাকির হোসেন (৩৭) আঃরব ফরাজির ছেলে আঃ ছালাম (৪৫), মহিউদ্দিনের ছেলে আলি আজগর (২৫) চাঁদ মিয়ার ছেলে বাবুল (৪০) ও হাসেমের ছেলে আবু সর্দার (৪৫) এবং সামসুউদ্দিন(৪০)।

মজিব নগর ৮নং ওয়ার্ডের পাশাপাশি বাড়ীর ৭ জেলে পরিবারের মধ্যে ৬দিন যাবৎ শোকের মাতম হলেও স্থানীয় চেয়ারম্যান আবদুল ওদুদ মিয়া একদিন একে দেখে গিয়েছেন। আর কেউ কোন খোঁজ রাখেনি। সরকারি বে-সরকারি ভাবে কোন সুযোগ সুবিধা পাওয়া যায়নি বলে নিখোঁজ স্বজনদের অভিযোগ।

চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন জানান, সমুদ্র থেকে ১০ জেলে উদ্ধার হলে কক্সবাজার থানাপুলিশ চরফ্যাশনের নিখোঁজ সাত জেলের বিষয়ে আমাদের একটি বার্তা পাঠায়।

কক্রবাজার ও বাশঁখালি থানা সূত্রে জানা গেছে কক্রবাজার সমুদ্র উপকূল থেকে প্রায় ৫ঘন্টা পথের গভির সমুদ্রে ট্রলারটি ডুবে যায় তবে ১০ জেলে উদ্ধার হলেও ৭জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের স্বজনরা জানান, নিখোঁজ জেলেদের সন্ধ্যানে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগীতা তারা পায়নি।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ জেলেরা ছয় মাসের ভিতর উদ্ধার না হলে বা ফিরে না আসলে নিখোঁজ পরিবারকে সরকারি সহায়তা দেয়া হবে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ জেলেদের সন্ধ্যানে চট্টগ্রাম নৌ-বাহীনির সাথে আমাদের যোগাযোগ অব্যাহত রয়েছে।

চরফ্যাশনে ব্রাদার্স ফিলিং স্টেশন পাম্পে অর্ধেক তেল অর্ধেক পানি!

চরফ্যাশন উপজেলার পৌর সভার ৬নং ওয়ার্ডে অবস্থিত তেলের পাম্প
মেসার্স ব্রাদার্স ফিলিং স্টেশনের তেলের সাথে পানির মিশ্রণের তথ্য পাওয়া গেছে। স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ, দির্ঘদিন ধরে ডিজেল, পেট্রল ও অকটেনের সাথে পানি মিশিয়ে এবং মাপে কম দিয়ে আসছে এ প্রতিষ্ঠানটি। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেসার্স ব্রাদার্স ফিলিং স্টেশন কর্তৃক চরফ্যাশনের পৌর মেয়রের গাড়িসহ একাধিক ব্যক্তির গাড়িতে পানি মিশ্রিত তেল দিয়ে মানুষের সাথে প্রতারণা করছে এবং উপজেলা প্রশাসনের ভ্র্যাম্য§মান অভিযান চেয়ে বিষয়টি নিয়ে একাধিক আইডি থেকে স্ট্যাটার্স দিয়েছেন।

এ স্ট্যাটর্সটি দ্রুত শেয়ার হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়ে যায়। অনেকে বিভিন্ন মন্তব্য করেছেন এই পাম্পে অর্ধেক তৈল অর্ধেক পানি থাকে। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি বলেন, বরিশাল থেকে তেল আনার পথে যে কোনো স্থান থেকে তেল পরিবহনের সাথে জড়িত ব্যক্তি এবং ড্রাইবার কর্তৃক ডিজেল পেট্রল ও অকটেনে পানি মিশ্রণ করার ফলে বিভিন্ন গাড়িসহ সকল মেশিনারী দুর্বল ও অকেজো হচ্ছে এবং প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ যানবাহন পরিচালনাকরীগন।

পৌর সভা ৪নং ওয়ার্ডের মটর সাইকেল মালিক নোমান বলেন, আমি তৈল মটর সাইকেলের ট্যাংকি ভরে নিয়েছি। কিন্তু দেখা যায়, পানির ফলে মটরসাইকেলের প্লাগ দ্রুত নষ্ট হয়। তৈলে পানির ফলে ইঞ্জিনে সমস্য দেখা দেয়। জসিম উদ্দিন বলেন, আমি এই পাম্প থেকে তৈল নিয়ে দুলারহাট যাওয়ার পর মটর সাইকেল হঠাৎ বন্ধ হয়ে যায়। মিকার বলেছেন তৈলে পানি থাকায় সমস্যা দেখা দিয়েছে। এই ভাবে মটর সাইকেল, ট্রাক ও মাইক্রবাসের মালিক ও ড্রাইভারগন হয়রানীর শিকার হতে হচ্ছে।

এবিষয়ে শুক্রবার (২৮আগস্ট) সকালে ওই প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মোঃ সরওয়ার বলেন, পৌর মেয়র পানি মিশ্রিত তেলের বিষয়টি আমাদের জানালে তাৎক্ষনিক আমরা ওই তেল পরিবর্তন করে দিয়েছি। তেল মাপে কম দেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, আমাদের প্রতি মাসে প্রচুর তেলের ঘাটতি হয় তবে মাপে আমরা কম দেইনা বিএসটিআই এখানে আসে এবং তারা পর্যবেক্ষণ করেন। তবে তিনি সরকারি দামে তেল বিক্রির তালিকা দেখাতে রাজি হননি।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে এবং ঊর্ধ্বোতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে।

ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চর মনসা গ্রামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে ওই গ্রামের বয়াতি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত যুবক ওই গ্রামের জহিরুল ইসলামের ছেলে মো. আজাদ (২৪) হোসেন বলে জানা গেছে।

নিহত যুবকের পরিবার জানান, আজাদ দুপুর সাড়ে বারোটার দিকে তার নিজ বাড়িতে গাছের ডাল কাটতে গেলে অসাবধান বশত বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন।

ভোলায় ৪ দিনের জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়কগুলো

টানা ৪ দিনের জলোচ্ছ্বাস ও অতি জোয়ারের পানিতে ভোলার ৭ উপজেলার বন্যা বিস্তীর্ন এলাকার কাঁচা-পাকা সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যার পানি নেমে যাওয়ার পর বেড়িয়ে আসছে এসব এলাকার ক্ষতবিক্ষত চিহ্ন। অতিরিক্ত পানির চাপে ব্রিজ কালভার্ট ভেঙে যাওয়ায় বন্ধ রয়েছে বন্যা কবলিত এলাকার বিভিন্ন আঞ্চলিক ও স্থানীয় সড়ক যোগাযোগ ব্যবস্থা। এতে যাতায়াত ও মালামাল পরিবহনে চরম ভোগান্তির শিকার হচ্ছেন গ্রামীণ জনপদের হাজারো মানুষ।

জেলা এলজিইডি এর সূত্র মতে, টানা এই ৪ দিনের জলোচ্ছ্বাস ও অতি জোয়ারের পানিতে জেলার ৭ উপজেলার প্রায় ২০০ কিলোমিটার কাঁচা সড়ক ৭০ কিলোমিটার পাকা সড়ক ৫টি ব্রিজ ও ৯টি কালভার্ট এবং ১৯টি ব্রিজ কালভার্টের এপ্রোচ সড়কের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সদর উপজেলার পশ্চিম ইলিশা-রাজাপুর গ্রামীণ সড়কের দক্ষিণ চরপাতা এলাকায় জয়নাল মেম্বার বাড়ি থেকে আব্দুল খালেক মেম্বারের বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। অতি জোয়ারের পানিতে ওই সড়কের কার্পেটিং উঠে গিয়ে সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। একই অবস্থা পশ্চিম ইলিশা ইউনিয়নের মালের হাট-হাওলাদার বাজার সড়কটি। এই সড়কটির প্রায় এক কিলোমিটার ভেঙে স্থানীয় দাঁড়োগা খালি বিলীন হয়ে গেছে।

বন্যার পানি নেমে গেলে অতি দ্রুত ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়কগুলো সংস্কারের দাবি জানান স্থানীয়রা।

এ বিষয়ে সদর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সুব্রত রায় জানান, জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়কগুলোর তালিকা তৈরি করা হচ্ছে। শিগগিরই তা পুনঃসংস্কার করা হবে। তবে তা একটু সময়সাপেক্ষ বলেও জানান তিনি।

দৌলতখানে বজ্রপাতে এক জেলে নিহত, আহত দুই

ভোলা প্রতিনিধিঃ ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে মাছ ধরে ঘাটে ফেরার পথে নৌকার উপর বজ্রপাতে আল আমিন (২৪) নামে এক জেলে নিহত হয়েছে।
২২ শে আগস্ট শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
এ সময় নিহত আল আমিন সহ আহত হন আরো দুই জন। তারা হলেন নুরনবী ও শাহজাহান।
আহতরা দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।
নিহত আল আমিন দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাবুল মেস্তরী বাড়ীর বাহার মাঝির ছেলে।
আহত জেলেদের সূত্রে জানা যায়, আল আমিনসহ তারা শনিবার সকালে মধ্য মেঘনায় ইলিশ মাছ ধরতে যায়। মাছ ধরা শেষে বিকেলের দিকে দৌলতখান মাছঘাটে ফিরছিলো। পথিমধ্যে তাদের নৌকাটি আকস্মিক বজ্রপাতের শিকার হলে ঘটনাস্থলেই জেলে আল আমিন নিহত হয়।
দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান জানান, মেঘনায় ইলিশ মাছ ধরে ঘাটে ফেরার পথিমধ্যে বজ্রাঘাতে এক জেলে নিহত হন। এঘটনায় নৌকায় থাকা আরও দুই জেলে আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। নিহত জেলের মরদেহ পরিবার লোকজন নিয়ে গেছেন। সেখানে পুলিশ গেছেন।

ভোলা জেলা অনলাইন নিউজ পোর্টাল ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন

আওলাদ খান, ভোলা:    ভোলা জেলা অনলাইন নিউজ পোর্টাল ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। রবিবার রাতে ভোলা পৌর শহরের নতুন বাজার সমবায় মার্কেটের দোতালায় অস্থায়ী কার্যালয়ে এই কমিটি গঠন করা হয়। এতে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ভোলা নিউজ ডটকম এর প্রকাশক ও সম্পাদক অ্যাড. মো. মনিরুল ইসলামকে সভাপতি, চরফ্যাশন নিউজ টুয়েন্টিফোর ডটকম এর প্রকাশক/ সম্পাদক আবুল হাসেম মহাজনকে সিনিয়র সহ-সভাপতি, ভোলা প্রতিদিন ডটকম এর প্রকাশক/ সম্পাদক এইচ এম জাকিরকে সহ-সভাপতি, লালমোহন নিউজ টুয়েন্টিফোর ডটকম এর প্রকাশক ও সম্পাদক মো.জসিম জনিকে সহ-সভাপতি, ভোলার সংবাদ ডটকম এর প্রকাশক ও সম্পাদক মো. ফরহাদ হোসেনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
এতে শীর্ষ বাণী ডটকম এর প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ নুরুল আমিনকে যুগ্ম সম্পাদক, মনপুরা টাইমস টুয়েন্টিফোর ডটকম এর প্রকাশক ও সম্পাদক মো. মাহবুব আলম শাহীনকে সহ সম্পাদক,
 আমাদের ভোলা ডটকম এর প্রকাশক ও সম্পাদক ইয়াছিনুল ইমনকে সাংগঠনিক সম্পাদক, ডব্লিউ নিউজ থ্রিক্সিটিন ডটকম এর প্রকাশক ও সম্পাদক সাগর চৌধুরীকে তথ্য প্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক, স্বদেশ বাণী টুয়েন্টিফোর ডটকম এর প্রকাশক ও সম্পাদক আব্দুর রহমান তুহিনকে অর্থ ও দপ্তর সম্পাদক, উপকূল নিউজ ডটকম এর প্রকাশক ও সম্পাদক আদিত্য জাহিদ চৌধুরীকে প্রচার ও প্রকাশনা সম্পাদক।
 উপকূল বার্তা ডটকম এর প্রকাশক ও সম্পাদক আব্দুস সাত্তার, সময়ের চিত্র ডটকম এর প্রকাশক  ও সম্পাদক এ আর এম মামুন, প্রতিদিন সংবাদ ডটকম এর প্রকাশক ও সম্পাদক মো. বিল্লাল হোসেন, দ্বীপকন্ঠ টুয়েন্টিফোর ডটকম এর প্রকাশক ও সম্পাদক মাহমুদ হাসান লিটন ও দ্বীপ নিউজ টুয়েন্টিফোর ডটকম এর প্রকাশক/সম্পাদক মো. রফিক সাদীকে কার্য নির্বাহী সদস্য করা হয়। এছাড়া লালমোহন বিডি নিউজ ডটকম এর প্রকাশক ও সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, জনতার বাণী ডটকম এর প্রকাশক ও সম্পাদক মো. রুবেল, ক্রাইম বাংলা নিউজ ডটকম এর প্রকাশক ও সম্পাদক মো. আঃ হান্নান ও বোরহানউদ্দিন নিউজ টুয়েন্টিফোর ডটকম এর প্রকাশক ও সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনিরকে সদস্য করে মোট ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

ভোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলার বোরহানউদ্দিনে পুকুরের পানিতে ডুবে আশ্রাদুল নামের ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (০৫আগস্ট) বেলা ১১ টায় উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর বাটামারা গ্রামের মিলিটারি বাড়ির পুকুরে এঘটনা ঘটে। নিহত আশ্রাদুল ওই ওয়ার্ডের একই বাড়ির আক্তারের ছেলে।

স্বজনরা জানান, সকালে শিশু আশ্রাদুলের মা আখিঁ বেগম ঘরের রান্নার কাজ করছিলো। এসময় শিশু আশ্রাদুল খেলাধুলা করতে ঘর থেকে বের হয়ে সকলের অগোচরে ঘরের পাঁশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।

পরে স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেলে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতখান হাসপাতালের অবাসিক মেডিকেল অফিসার ডাক্তার পিয়াস কান্তি সাহা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু আশ্রাদুলের মৃত্যু হয়েছে।’