পিলার প্রতারণা চক্রের সদস্য আটক, পিলার-চাকতি উদ্ধার

বরগুনার আমতলী থানার আড়পাঙ্গাশিয়া এলাকায় অভিযান চালিয়ে ম্যাগনেট পিলার প্রতারণা চক্রের সদস্য মো. ফরিদ উদ্দিনকে (৫০) আটক করেছে র‌্যাব-৮। গত বুধবার রাতে এ অভিযানের সময় তার কাছ থেকে একটি পিলার, দু’টি চুম্বক চাকতি এবং চুম্বক পরীক্ষা করা সরঞ্জামাদি জব্দ করে র‌্যাব।

আটক ফরিদ উদ্দিন ওই গ্রামের মৃত সামসু মোল্লার ছেলে।

বৃহস্পতিবার র‌্যাব-৮ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফরিদ আমতলী এলাকায় দীর্ঘদিন ধরে ম্যাগনেট পিলার ও পিলারের মধ্যের চুম্বক চাকতি দিয়ে জনসাধারণের সাথে প্রতারণা করে আসছিল। কতিথ এই পিলারে থাকা চুম্বক চাকতি অতি উচ্চক্ষমতা সম্পন্ন এবং এই পিলারে শুকনো ধানও আকৃষ্ট করে। যার একেকটি চুম্বকের মূল্য কোটি টাকা বলে স্থানীয়ভাবে প্রচলিত আছে। তারা অবৈধ পিলার ব্যবসায়ীদের কৌশলে নিজ এলাকায় নিয়ে আসে এবং নমুনা হিসেবে চুম্বকের চাকতি দেখায়। চাকতির গায়ে খোদাই করে ‌‘EAST INDIA COMPANY-1818’ এবং মাঝে ‘DANGER’ লেখা আছে। চুম্বকটি আসল কিনা তা প্রমাণের জন্য টেষ্ট কিট হিসেবে শুকনো ধান একটি কাচের টিউবের মধ্যে সংরক্ষিত রাখে তারা।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটক ফরিদ উদ্দিন জানায়, চাকতিগুলো তারা নিজেরাই তৈরি করে এবং যে ধানগুলো দিয়ে টেষ্ট করে সেগুলোর ভেতরে আগে থেকেই সূক্ষভাবে লোহা জাতীয় পদার্থ ঢুকানো থাকে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত অবৈধ ব্যবসায়ীরা এই চুম্বকর প্রতারণা চক্রের ফাঁদে পা দিয়ে সর্বস্ব খুইয়েছেন।

এ ধরনের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র‌্যাবের বিশেষ দল মো. ফরিদ উদ্দিনকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি পিলার, দু’টি চুম্বক চাকতি এবং চুম্বক পরীক্ষা করা সরঞ্জামাদি জব্দ করে তারা।

জিজ্ঞাসাবাদ শেষে ওই রাতেই তাকে আমতলী থানায় সোপর্দ করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব-৮।

বরগুনায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন পালিত

সারা দেশে সাংবাদিকদের উপরে যে নির্যাতন ও নিপীড়ন করা হচ্ছে তারই প্রতিবাদে বরগুনা জেলা সাংবাদিকদের মানববন্ধন পালিত হয়েছে।
সময় টিভির কক্সবাজার প্রতিনিধি সুজা উদ্দিন রুবেলকে হত্যা চেষ্টা এবং বিজয় টিভির ধামরাই প্রতিনিধি জুলহাস উদ্দিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে এ মানববন্ধন করা হয়। এরই সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করা হয়েছে।

সোমবার সকাল ১১টার সময় বরগুনা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে জেলা সাংবাদিক ইউনিয়ন চত্বরে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
এসময়ে উপস্থিত ছিলেন বরগুনা জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফেরদৌস খান ইমন (জেলা প্রতিনিধি -যমুনা টেলিভিশন), যুগ্ম সাধারণ সম্পাদক এম এ আজিম (স্টাফ- রিপোর্টার সময় টেলিভিশন) সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন টিটু, (জেলা প্রতিনিধির -৭১ টেলিভিশন), অর্থ বিষয়ক সম্পাদক আরিফ হোসেন ফসল (জেলা প্রতিনিধি- ইন্ডিপেনডেন্ট টেলিভিশন)।

এছাড়াও উপস্থিত ছিলেন মাই টিভির বরগুনা প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপন, এশিয়ান টেলিভিশনের বরগুনা জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম রতন, বিজয় টিভির বরগুনা প্রতিনিধি জুলহাস মিয়া, চ্যানেল এস‘র বরগুনা প্রতিনিধি সোহরাব হোসেন, স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি নাজমুল আহসান মিরাজ, ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম রাফিন, বার্তাবাজারের বরগুনা প্রতিনিধি মেহেদী হাসানসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বরগুনা প্রতিনিধি ফেরদৌস খান ইমন বলেন, সময় টিভির কক্সবাজার প্রতিনিধি সুজা উদ্দিন রুবেলকে হত্যার চেষ্টা এবং বিজয় টিভির ধামরাই প্রতিনিধি জুলহাস উদ্দিনের হত্যাকাÐের ঘটনায় আমরা শোকাহত। এই ঘটনার সঠিক তদন্ত শেষে দ্রæত বিচারের আওতায় আনা হোক। আমরা এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

এ সময় বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও সময় টিভির স্টাফ রিপোর্টার এম এ আজীম বলেন, সঠিক সাংবাদিকতা করতে গিয়ে প্রতিনিয়তই কুচক্রি মহলের রোষানলে পড়তে হয় সংবাদকর্মীদের। কক্সবাজারের পুলিশ সুপার কার্যালয়ের নিকটে সুজা উদ্দিন রুবেলক হত্যা চেষ্টা চালানো হয়েছে, অথচ যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেফতার তো দূরে থাক শনাক্ত করতে পারেনি পুলিশ।

এদিকে বিজয় টেলিভিশনের ধামরাই প্রতিনিধি জুলহাস হত্যার ঘটনায় একজন গ্রেফতার হলেও বাকিরা রয়ে গেছে ধরা ছোঁয়ার বাইরে। তাই দ্রæত হত্যাকারী ও হত্যা চেষ্টাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানাচ্ছি।

মাইটিভির বরগুনা প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপন বলেন, সাংবাদিক হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। কিন্তু প্রতিনিয়ত নানান নির্যাতনের শিকার হচ্ছেন সাংবাদিকরা। গত ৩ সেপ্টেম্বর দুপুরে ধামরাইয়ের বিজয় টিভির প্রতিনিধি জুলহাস উদ্দিনকে ছুরিকাঘাতে হত্যা করে সন্ত্রাসীরা। এর তিনদিনের মধ্যেই সময় টিভির কক্সবাজার প্রতিনিধি সুজা উদ্দিন রুবেলকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যাচেষ্টা করা হয়েছে। আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং প্রধানমন্ত্রীর কাছে এই ঘটনার দ্রæত শাস্তির দাবি জানাই।

বক্তারা কক্সবাজার সময় টিভির প্রতিনিধি সুজা উদ্দিন রুবেলকে হত্যার চেষ্টা এবং বিজয় টিভির ধামরাই প্রতিনিধি জুলহাস উদ্দিনের হত্যাকাÐের সাথে যারা জড়িত রয়েছে এবং এই হত্যার মূল পরিকল্পনাকারীদের দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীও জানান তারা।

বরগুনায় করোনা আক্রান্ত হয়ে আইনজীবীর মৃত্যু

বরগুনা জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য ও প্রগতিশীল সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পৃষ্ঠপোষক কমল কান্তি দাস করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি দীর্ঘদিন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হ্রদরোগে আক্রান্ত ছিলেন।

গতকাল শুক্রবার (২৮ আগস্ট) রাতে বরগুনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আইনজীবী কমল কান্তির মৃত্যুতে বরগুনা জেলা আইনজীবী সমিতি, বরগুনা প্রেসক্লাব, সম্মিলিত সাংস্কৃতিক জোট, খেলাঘর, উদীচী, মহিলা পরিষদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার বিকালে কমল কান্তির শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত তাকে বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখান থেকে করোনার নমুনা সংগ্রহের পরে তাকে করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

প্রসঙ্গত, বরগুনা জেলায় এ পর্যন্ত ৮৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্য মৃত্যুবরণ করেছেন ১৯ জন।

আমতলীতে বাস-মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ মোটর সাইকেল চালক নিহত, আহত-১০

আমতলী-কলাপাড়া মহাসড়কের ছুরিকাটা সৈকত ফিলিং ষ্টেশনের সামনে শনিবার বেলা ১১ টার সময় বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক খলিলুর রহমান চৌকিদার (৪০) নিহত ও ১০ জন বাস যাত্রী আহত হয়েছে।

গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত খলিল কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের কানাইমৃধা গ্রামের মোতালেব চৌকিদারের ছেলে । স্থানীয় সূত্রে জানাগেছে, মোটর সাইকেল চালক খলিলুর রহমান ছুরিকাটা সৈকত ফিলিং ষ্টেশন থেকে গাড়ীতে পেট্রোল ভরে সড়কে উঠছিল। এ সময় কুয়াকাটা থেকে ছেড়ে আসা দ্রুত গতির ইউনা ক্লাসিক বাস গাড়ীটির (ঢাকা মোট্রো-ব-১৫-০৩৫৯) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

বাস গাড়ীর নিচে পড়ে মোটর সাইকেল দুমড়ে-মুড়চে যায় এবং বাস গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের একটি নারিকেল গাছের সাথে ধাক্কা লেগে গাড়ীর সামনে অংশ ভেঙ্গে যায়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক খলিলুর রহমান চৌকিদার (৪০) নিহত এবং বাস গাড়ীতে থাকা ১০ জন যাত্রী আহত হয়। গুরুতর আহত আমির হোসেন জোমাদ্দার, মিরাজ মুন্সি, জুয়েল মিয়া, আকলিমা বেগম,মাকসুদা আক্তার, শিশু নাকিব হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুমন খন্দকার গুরুতর আহত আমিন উদ্দিন জোমাদ্দার, মিরাজ মুন্সি ও জুয়েলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে। অপর আহতদের আমতলী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে আমতলী থানা ওসি মো. শাহ আলম হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার পরপরই বাস গাড়ীর চালক, হেল্পার ও সুপার ভাইজার পালিয়ে যায়। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে।

পুলিশ মোটর সাইকেল চালক খলিলের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেছে। আমতলী থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন বলেন, মোটর সাইকেল চালক খলিলুর রহমানের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করা হয়েছে। বাসটি আটক করা হয়।

রিফাত হত্যা : প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু

বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে আদালতে যুক্তিতর্ক শুরু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১.৩০ মিনিট পর্যন্ত বরগুনা জেলা ও দায়রা জজ মোঃ আসাদুজ্জামান এর আদালতে যুক্তিতর্ক করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। করোনা ভাইরাসের কারণে আদালত বন্ধ থাকায় দীর্ঘ ৫ মাস পর আদালত পুনরায় চালু হয়েছে।

মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী মজিবুল হক কিসলু জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টা থেকে ২য় দিনের মতো আদালতে যুক্তিতর্ক শুরু হবে। আমরা আশাকরি আসামীদের সর্বোচ্চ শাস্তি হবে। তিনি আরো বলেন, এ সময় জেলে থাকা ৮ আসামিকে আদালতে হাজির করা হয়। এছাড়াও জামিনে থাকা রিফাত শরীফের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিও আদালতে উপস্থিত ছিলেন। একজন আসামী মো. মুসা এখনও পলাতক রয়েছে।

অপরদিকে রিফাত শরীফ হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামীর বিরুদ্ধে সর্বশেষ সাক্ষী ইন্সপেক্টর হুমায়ূন কবির ২৩ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন শিশু আদালতে।

গত বছরের ১ সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুই ভাগে বিভক্ত অভিযোগপত্র (চার্জশিট) দেয় পুলিশ। একই সঙ্গে রিফাত হত্যা মামলার এক নম্বর আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

গত ১ জানুয়ারি রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালত। অন্যদিকে গত ৮ জানুয়ারি রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনার শিশু আদালত।

রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামিরা হলেন, রাকিবুল হাসান রিফাত ফরাজি, আল কাইউম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মো. হাসান, মো. মুসা, আয়েশা সিদ্দিকা মিন্নি, রাফিউল ইসলাম রাব্বি, মো. সাগর এবং কামরুল ইসলাম সাইমুন।

রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামিরা হলেন, রাশিদুল হাসান রিশান ওরফে রিশান ফরাজী (১৭), রাকিবুল হাসান রিফাত হাওলাদার (১৫), আবু আবদুল্লাহ ওরফে রায়হান (১৬), ওলিউল্লাহ ওরফে অলি (১৬), জয় চন্দ্র সরকার ওরফে চন্দন (১৭), মো: নাইম (১৭), তানভীর হোসেন (১৭), নাজমুল হাসান (১৪), রাকিবুল হাসান নিয়ামত (১৫), সাইয়েদ মারুফ বিল্লাহ ওরফে মহিবুল্লাহ (১৭), মারুফ মল্লিক (১৭), প্রিন্স মোল্লা (১৫), রাতুল শিকদার জয় (১৬) ও আরিয়ান হোসেন শ্রাবন (১৬)।

২০১৯ সালের ২৬ জুন সকাল সোয়া ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে বন্ড বাহিনীরা রিফাত শরীফকে প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে গুরুতর আহত রিফাতকে ওইদিনই বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে তিনি মারা যান।

আমতলীতে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে আনাস্থা প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন

আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম সরোয়ার ফোরকানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের প্রতিবাদে এবং প্রত্যাহারের দাবীতে সোমবার সকাল ১১ টায় এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। কুকুয়া ইউনিয়ন বাসীর উদ্যোগে আমতলী-পটুয়াখালী মহাসড়কের মহিষকাটা নামক স্থানে এ মানববন্ধন কর্মসুছী পালিত হয়। মানববন্ধন কর্মসূচীতে অন্তত পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহন করেছেন।

জানাগেছে, গত ১২ আগস্ট আমতলী উপজেলা পরিষদের ১২ জন সদস্য আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান অলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকানের বিরুদ্ধে এক অনাস্তা প্রস্তাব গ্রহন করে তা আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বরিশাল বিভাগীয় কমিশনারের নিকট প্রেরন করা হয়। অনৈতিক ভাবে এ অনাস্থা প্রস্তাব গ্রহনের বিরুদ্ধে সাধারন মানুষ ফুসে উঠতে থাকে। এ অনাস্থা প্রস্তাবের প্রতিবাদে এবং তা প্রত্যাহারের দাবীতৈ সোমবার সকাল ১১ টায় আমতলী-পটুয়াখালী মহাসড়কের মহিষকাটা নামক স্থানে কুকুয়া ইউনিয়ন বাসীর উদ্যোগে ঘন্টা ব্যাপী এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন কর্মসূচীতে কুকুয়া ইউনিয়নের অন্তত পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহন করেন। কুকুয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো. হাবিবুর রহমান হাওলাদারের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন আমতলী উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি সাবেক কাউন্সিলর মোঃ মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা যুবলীগ সভাপতি প্রভাষক জিএম ওসমানী হাসান, বরগুনা জেলা পরিষদ সদস্য মো. নাসির উদ্দিন হাওলাদার, আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রিপন, মাওলানা আলাউদ্দিন, কুকুয়া ইউপি সদস্য মো. জহিরুল ইসলাম জহির মাতুব্বর, শিক্ষক জাহিদুল ইসলাম,মো. আবু জাফর, নাসির উদ্দিন নসা, আলতাফ হোসেন হাওলাদার, মিরাজ হাওলাদার ও নুরুজ্জামান হাওলাদার প্রমুখ।

আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম সরোয়ার ফোরকান বলেন, পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের অনৈতিক প্রস্তাবে আমি রাজি না হওয়ায় আমার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে। তিনি আরো বলেন, তারাতো শুরু থেকেই আমার বিরুদ্ধে ছিল। উপজেলা পরিষদ নির্বাচনে তারা আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচন করেছেন। আমি নির্বাচিত হওয়ার পর থেকেই তারা আমার বিরুদ্ধে একটার পর একটা ষড়যন্ত্র করে আসছে। যারা আমার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন তাদের বিগত দিনের কর্মকান্ড তদন্ত করে দেখার দাবী জানাই।

বরগুনার নদী ও সাগরে জেলেদের জালে নেই ইলিশ : জেলে পল্লিতে হাহাকার

বরগুনার নদীতে সাগরে ইলিশ ধরা না পড়ায় হাহাকার চলছে উপকূলের জেলে পল্লীগুলোতে। বঙ্গোপসাগর বিষখালী ও বলেশ্বর নদীর ইলিশ কে ঘিরেই বরগুনার পাথরঘাটার জেলেদের জীবন জীবিকার চাকা ঘুরে। ইলিশের ভরা মৌসুম থাকলেও দেখা নেই রূপালী ইলিশের।

অপরদিকে বৈরী আবহাওয়ায় জেলেরা সাগরে ঠিকমত ইলিশ মাছ ধরতে যেতে পারছেন না সাগর নদীতে জাল ফেলে দুই-একটা ইলিশের দেখা পেল ও তা হয়তো পরিবারের আহারে চলে যায়। ইলিশ ধরা না পড়ায় জেলেদের অভাব-অনটনের মধ্য দিয়েই চলছে জীবন জীবিকা। অন্য কোনো আয়ের এর উৎস না থাকায় বেকার হয়ে পড়েছেন জেলেরা। বর্তমানে জেলেরা পরিবার পরিজন নিয়ে কষ্টে জীবন যাপন করছেন।

বরগুনার পাথরঘাটা দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র এখানে দেখা যায় ঘাটে নোংগর ফেলে আছে শতাধিক ট্রলার বাজারে নেই ইলিশের দেখা।

এ ব্যাপারে জেলেদের সভাপতি বলেন সাগর নদী তে কোন মাছ নেই আমরা যে টাকা ব্যয় করে সাগরে মাছ ধরতে চাই সে টাকার মাছ আমরা পাইনা আমাদের এখন লোকসানের মুখ দেখতে হয়। সাগর নদীতে ইলিশ মাছ না থাকায় আমাদের কষ্টের শেষ নেই তাই আমরা সরকারের কাছে আরো সুদৃষ্টি কামনা করছি।

জোয়ারের পানিতে প্লাবিত বরগুনা শহর

বৈরী আবহাওয়ায় ও অমাবস্যা পূর্ণিমা জোয়ারে বরগুনা জেলার বিভিন্ন স্থান পানিতে প্লাবিত হয়। ইতিমধ্যে দেখা যায় বরগুনা জেলার প্রাণকেন্দ্র বরগুনা শহর জোয়ারের পানিতে প্লাবিত হাওয়ায়।

জনসাধারণের দুর্ভোগের শেষ নেই এমনকি শহরের বিভিন্ন জায়গায় দোকান পাটে জোয়ারেের পানি ঢুকে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ব্যাপারেে ব্যবসায়ী ফোরকান মিয়া বিডিনিউজ কে বলেন প্রতিবছর এই সময় শহরের জোয়ারের পানিতে প্লাবিত হয়। এতে আমাদের অনেক ক্ষতি হয়। দোকানপাটে থাকেনা ক্রেতারা লক্ষ লক্ষ টাকা লোকসানে মুখ দেখতে হয় ব্যবসায়ী দের। তাই এ ব্যাপারে জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে আজও পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়া হয়নি। ব্যবসায়ী মহল থেকে আমাদের সরকারের কাছে দাবি এই জোয়ারের পানি থেকে আমরা পরিত্রান চাই।

বরগুনার পর্যটন অ্যালবাম মোড়ক উম্মোচন করেন সাংসদ শম্ভু

বরগুনার পর্যটন অ্যালবাম ” বিউটি অব বরগুনা’র মোড়ক উন্মোচন করেন বরগুনার মাননীয় সংসদ সদস্য এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বরগুনার জেলা প্রশাসক জনাব মোস্তাইন বিল্লাহ,বরগুনার পুলিশ সুপার জনাব মারুফ হোসেন।

দিন রাত পরিশ্রম করে জিনি কাজ করে বরগুনাকে দেশ এবং বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিচ্ছেন তিনি আমাদের প্রিয় জেলা প্রশাসক জনাব মোস্তাইন বিল্লাহ।

তিনি ইতি মধ্যে জেলার ব্র্যান্ডিং নাম ”সৈকত সৌন্দর্যের বরগুনা। বরগুনা জেলার ইতিহাস, মহান মুক্তিযুদ্ধ ও জাতির পিতার স্মৃতি বিজড়িত স্থান, প্রাকৃতিক নৈসর্গিক পর্যটন এলাকা এবং বরগুনা ইকোট্যুরিজমকে তুলে ধরেছেন।

তুলে ধরেছেন মুজিব অঙ্গন,অগ্নিঝরা-৭১, বুকাবুনিয়া মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভসহ বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের বহু স্মৃতি তুলে ধরেছেন।

আমাদের প্রিয় জেলা প্রশাসক মহোদয় একজন মুক্তিযুদ্ধার সন্তান। কাজের মধ্যে দিয়ে তিনি বরগুনা বাসীর কাছে একজন জনপ্রিয় জেলা প্রশাসক হিসেবে পরিচিতি লাভ করেছেন।

মাননীয় অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি মহোদয় সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক মহলের দাবি তিনি চাকুরীকালীর সময় বরগুনা তিন বছরের অধিক থাকেন।

আমতলীতে আউশের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

আমতলীতে আউশ ধানের বাম্পার ফলন হয়েছে। ক্ষেত যেন সবুজের সমারোহ। শুধু ধান আর ধান। বিগত কয়েক বছরের তুলনায় এ বছর ভালো ফলন হয়েছে। বাজারে দাম ও ভালো। ভালো ফলন ও দাম বেশী থাকায় কৃষকের মুখে হাসির ঝিলিক।

আমতলী উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, উপজেলায় এ বছর আমনের লক্ষমাত্রা ধরা হয়েছিল ১৩ হাজার ১’শ হেক্টর। কৃষকরা প্রতি বছর বৈশাখ মাসের মাঝামাঝি থেকে শুরু করে জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি পর্যন্ত আউশ ধান রোপন করে।

এ বছর কৃষকরা বিরি-

আমতলীতে আউশের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

৪৮ ও বিরি-২৭ দুই জাতের ধান রোপন করেছে। শুরুতে ঘূণিঝড় আম্ফান আঘাত হানলেও আউশের ক্ষেতের তেমন ক্ষতি হয়নি।

ফলে আউশের বাম্পার ফলন হয়েছে। কৃষকরা হেক্টর প্রতি চার থেকে সারে চার টন ধান পাবে বলে আশা করছে। শ্রাবন মাসের শেষের দিকে ধান কাটা শুরু হয়ে চলে ভাদ্র মাসের মাঝামাঝি সময় পর্যন্ত।

বর্তমানে কৃষকরা ধান কাটা ও মাড়াই কাজে ব্যস্ত সময় পাড় করছে। বাজারে প্রতিমণ ধান ৯শ’ থেকে সারে ৯’শ টাকায় বিক্রি হচ্ছে।

ধানের দাম ভালো থাকায় এ বছর ভালো লাভবান হবে বলে জানান কৃষকরা। তবে গত পাঁচ দিন ধরে অতি বর্ষনে কৃষকদের ধান কাটায় সমস্যা হচ্ছে। এদিকে এ বছর লক্ষমাত্রার চেয়ে বেশী ধান উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ।

পশ্চিম সোনাখালী গ্রামের কৃষক ফজলুর রহমান বলেন, আউশ ধানের ফলন ভালো হয়েছে। ৬ একর জমিতে আউশ ধান চাষ করেছি। এ বছর ফলন ভালো ও ধানের দাম বেশী ।

চাওড়া কাউনিয়া গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, ২০ কড়া জমিতে আউশ ধানের চাষ করেছি। বিগত কয়েক বছরের তুলনায় এ বছর ফসল ভালো হয়েছে। বাজারে ধানের দামও ভালো। এ বছর কোন লোকসান হবে না।

আড়পাঙ্গাশিয়া গ্রামের কৃষক আফজাল হোসেন শরীফ বলেন, আউশের বাম্পার ফলন হয়েছে। আশা করি ভালো লাভবান হওয়া যাবে।

আমতলী ধান আড়ৎ সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন বলেন, বাজারে আউশ ধানের চাহিদা থাকায় দাম ভালো। প্রতিমণ ধান ৯’শ টাকায় বিক্রি হচ্ছে। এভাবে দাম থাকলে কৃষক অনেক লাভবান হবে।

আমতলী উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম বলেন, বিগত কয়েক বছরের তুলনায় এ বছর আউশের ভালো ফলন হয়েছে। লক্ষমাত্রা অর্জিত হয়েছে। বাজারে ধানের দামও ভালো। এভাবে ধানের দাম থাকলে কৃষক অনেক লাভবান হবে।