আমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পান চাষির নিহত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পান চাষি মোঃ রুহুল আমিন খাঁন নিহত হয়েছে। ঘটনা ঘটেছে বুধবার সকালে আমতলী উপজেলার কৃষ্ণনগর গ্রামে।
জানাগেছে, উপজেলার কৃষ্ণনগর গ্রামের পান চাষি মোঃ রুহুল আমিন খাঁন বুধবার সকালে নিজের পান বরজে বৈদ্যুতিক সেচ মেশিন দিয়ে পানি দিচ্ছিল। ওই সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়। দ্রুত স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ কাঙ্খিতা তৃণা তাকে মৃত্যু ঘোষনা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ স্বজনদের দাবীর প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
পান চাষি নিহত রুহুল আমিন খানের স্ত্রী রানী বেগম বলেন, আমার স্বামী বৈদ্যুতিক সেচ মেশিনের তার ছিদ্র হয়ে বিদ্যুৎম্পৃষ্ট হয়ে নিহত হয়েছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার কাঙ্খিতা তৃণা বলেন, হাসপাতালে আনার পুর্বেই রুহুল আমিন খাঁন মারা গেছেন।
আমতলী থানা ওসি একেএম মিজানুর রহমান বলেন, পরিবারের দাবীর প্রেক্ষিতে নিহতের মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমতলীতে রোটা ভাইরাল ডায়েরিয়ায় প্রকোপ

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
আমতলীতে রোটা ভাইরাল ডায়েরিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত সাত দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৫ জন আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে অধিকাংশই শিশু। আসন সংকুলণ না হওয়ায় রোগীনা বারান্দায় বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন।
আমতলী স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে,গত ৭ দিনে ৪৫ জন রোগী রোটা ভাইরাল ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এর মধ্যে অধিকাংশই শিশু। প্রতিদিন গড়ে ৫-৬ জন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। বৃধবার দুপুর ১২ টা পর্যন্ত ডায়েরিয়ায় আক্রান্ত ৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০ জন রোগী। আসন না থাকায় হাসপাতালের বারান্দায় রোগীরা বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন। সরকারীভাবে আক্রান্তের সংখ্যা ৪৫ জন হলেও বে-সরকারী ভাবে আক্রান্তের সংখ্যা শতাধিক বলে স্থানীয় সূত্র জানাগেছে। প্রত্যান্ত গ্রামাঞ্চলের অধিকাংশ রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না এসে পল্লী চিকিৎসকদের কাছে চিকিৎসা নিচ্ছেন। আবার কম আক্রান্ত রোগী হাসপাতালের বর্হিবিভাগে চিকিৎসা নিয়ে বাড়ী যাচ্ছেন। রোগী স্বজনরা অভিযোগ করেন হাসপাতাল থেকে শুধুই স্যালাইন দেয়া হচ্ছে। এছাড়া আর কোন ঔষধ সরবরাহ করা হচ্ছে না। স্বজনদের বাহির থেকে ঔষধ কিনতে হচ্ছে।
বুধবার আমতলী স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখাগেছে, ১০ জন ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৭ জন শিশু। আসন না থাকায় রোগীরা বারান্দার ফ্লোরে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছে।
উত্তর চাকামুইয়া গ্রামের কাওসার বলেন, ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে দুই দিন আগে ভর্তি হয়েছি। হাসপাতাল থেকে শুরু দুই ব্যাগ স্যালাইন দিয়েছে। এ ছাড়া সকল ঔষধ বাহির থেকে কিনতে হচ্ছে।
শিশু হিরামনের মা স্বর্ণা, আবু বকরের মা রাশিদা বেগম, ইকফার বাবা ইলিয়াস ও আলিফের বাবা বেলাল বলেন, ডায়েরিয়ার আক্রান্ত শিশুদের হাসপাতাল থেকে শুধু স্যালাইন ছাড়া আর কিছুই দেয়া হচ্ছে না।
রোগী ছত্তার প্যাদা বলেন, তিন দিন হয়েছে হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। স্যালাইন ছাড়া সকল ঔষধ বাহির থেকে কিনতে হয়।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোঃ সুমন খন্দকার বলেন, ঋতু পরিবর্তনের কারনে রোটা ভাইরাল ডায়েরিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। এ ডায়েরিয়া সামাল দিতে পর্যান্ত আইভি স্যালাইন রয়েছে। রোগীদের স্যালাইন দেয়া হচ্ছে। তিনি আরো বলেন, এ ডায়েরিয়ার আক্রান্ত রোগীদের এ্যান্টিবায়োটিক দেয়ার প্রয়োজন হয় না। স্যালাইনেই ভালো হয়ে যায়। তবে কিছু রোগী এ্যান্টিবায়োটিক না দেয়ার অভিযোগ দিতে পারে।

আমতলীতে বাস চাপায় স্কুল ছাত্র নিহত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বাসের চাপায় পিষ্ট হয়ে প্রথম শ্রেনীর স্কুল ছাত্র ইমাম হোসেন (৭) নিহত হয়েছে। ঘটনা ঘটেছে রবিবার দুপুরে আমতলী-পটুয়াখালী মহাসড়কের কেওয়াবুনিয়া নামক স্থানে।
জানাগেছে, পটুয়াখালী জেলার আউলিয়াপুর ইউনিয়নের কালিপুরা গ্রামের মোঃ আবুল হোসেনের ৭ বছরের শিশুপুত্র ইমাম হোসেন আমতলীর কেওয়াবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেনীতে লেখাপড়া করে। রবিবার সকালে বাবা আবুল হোসেন শিশুটিকে ¯ু‹লে দিয়ে যায়। দুপুরে ছুটি শেষে শিশুটি বাবার জন্য সড়কের পাশে অপেক্ষা করতে থাকে। এমন মুহুর্তে একটি দ্রুতগামীর যাত্রীবাহী বাস শিশুটিকে চাপা দেয়। বাসের চাপায় শিশুটি পিষ্ট হয়ে মারা যায়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে এসে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্কুলের প্রধান শিক্ষক মোঃ নুর আলম বলেন, ছুটি শেষে শিশুটি বাবার জন্য সড়কের পাশে অপেক্ষা করছিল। ওই শিশুটিকে একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমতলীতে পিকআপের চাপায় পিষ্ট হয়ে মা ও ছেলে নিহত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
মির্জাগঞ্জ দরবারে যাওয়া হলো না মা ও ছেলের। পিকআপের চাপায় পিষ্ট হয়ে মা নুরুন্নাহার বেগম (৪০) ও ছেলে মোঃ রাকির (১৬) লাশ হয়ে ফিরলেন বাড়ীতে। পুলিশ পিকআপ চালক মোঃ নুর আলমকে (৩৩) আটক ও পিকআপ জব্দ করেছে। ঘটনা ঘটেছে পটুয়াখালী-কুয়াকাটা মহা সড়কের পশ্চিম চুনাখালী এলাকায় সোমবার সকাল পৌনে আটটার দিকে।
জানাগেছে, উপজেলার পশ্চিম চুনাখালী গ্রামের আবুল কালামের স্ত্রী নুরুন্নাহার ও ছেলে রাকিব মির্জাগঞ্জ দরবারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এ সময় তার ভাই সিদ্দিক পাহলানকে বলতে তার বাড়ীতে হেটে যাচ্ছিল। পথিমধ্যে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পশ্চিম চুনাখালী এলাকায় পিকআপ (চট্টমেট্রো-ন-১১-৯০৬৩) একটি মালবাহী ট্রাককে সাইট দিতে গিয়ে পথচারী মা নুরুন্নাহার বেগম ও ছেলে রাকিবকে চাপা দেয়। পিকআপের চাপায় মা ও ছেলে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও ছেলের মরদেহ উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পিকআপ চালক মোঃ নুর আলম পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে আটক এবং পিকআপটি জব্দ করেছে। এ ঘটনায় আমতলী থানায় সড়ক নিরাপত্তা আইনে মামলা হয়েছে। পুলিশ নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে। ঘাতক পিকআপ চালকের বাড়ী নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার মাউশচারা গ্রামে। তার বাবার নাম মোঃ নুর আহম্মেদ।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, পিকআপ একটি মালবাহী ট্রাককে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মা ও ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হয়েছে।
নিহত নুরুন্নাহারের চাচা মোঃ খলিলুর রহমান বলেন, মির্জাগঞ্জ দরবার শরীফে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। ভাই সিদ্দিক পাহলানের কাছে বলতে তার বাড়ীতে যাওয়ার পথে পিকআপের চাপায় পিষ্ট হয়ে আমার ভাতিজি ও নাতি নিহত হয়েছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তন্ময় রহমান বলেন, হাসপাতালে আনার পুর্বেই মা ও ছেলের মৃত্যু হয়েছে।
আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, এ ঘটনায় সড়ক নিরাপত্তা আইনে মামলা হয়েছে। চালক মোঃ নুর আলমকে গ্রেফতার এবং পিকআপ জব্দ করা হয়েছে।

আমতলীতে আমন ধান সংগ্রহ অভিযান ব্যর্থ, বরাদ্দ ৯’শ ৬৫ মেট্রিকটন হলেও সংগ্রহ মাত্র ৩ মেট্রিকটন

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
আমতলী উপজেলা খাদ্য গুদাম কর্তৃপক্ষ আমন সংগ্রহ অভিযানে ব্যর্থ হয়েছে। বরাদ্দ ৯’শ ৬৫ মেট্রিক টন হলেও সংগ্রহ হয়েছে মাত্র ৩ মেট্রিকটন। অ্যাপসের জটিলতায় ধান সংগ্রহে ব্যর্থ হয়েছে বলে দাবী করেন এলএসডি মোঃ হুমায়ুন করিব।
জানাগেছে, এ বছর আমন মৌসুমে সরকার আমতলী উপজেলা খাদ্য অধিদপ্তরকে ৯’শ ৬৫ মেট্রিকটন আমন ধান সংগ্রহের বরাদ্দ দেয়। এক হাজার ৮০ টাকা মণ দরে গত ২২ ডিসেম্বর থেকে আমন ধান সংগ্রহ অভিযান শুরু করে উপজেলা খাদ্য বিভাগ। গত ২৮ ফেব্রুয়ারী এ সংগ্রহ অভিযান শেষ হয়েছে। কিন্তু উপজেলা খাদ্য অধিদপ্তর শেষ দিন পর্যন্ত মাত্র ৩ মেট্রিক টন ধান সংগ্রহ করেছে। আমন ধান সংগ্রহে ব্যর্থ হওয়াকে উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ হুমায়ুন করিব অ্যাপসের জটিলতাকে দায়ী করেছেন। তিনি দাবী করেন কৃষকরা অ্যাপসের মাধ্যমে ধান বিক্রির জ্ঞান নেই। তারা অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করতে না পারায় ধান সংগ্রহ সম্ভব হয়নি। উপজেলা খাদ্য গুদাম কর্তৃপক্ষ আরো দাবী করেন বাজারে ধানের দাম বেশী থাকায় কৃষকরা ধান বিক্রিতে উৎসাহী ছিল না। তাই অভিযান সফল হতে পারেনি। এদিকে কৃষকরা অভিযোগ করেন অ্যাপসের মাধ্যমে ধান বিক্রির নিবন্ধন করতে চাইলেও খাদ্য গুদাম কর্তৃপক্ষ সহযোগীতা করেনি। তারা সহযোগীতা না করায় ধান বিক্রি করতে পারিনি।
কৃষক ফজলুর রহমান হাওলাদার ও হান্নান মোল্লা বলেন, সরকারী খাদ্য গুদামে ধান বিক্রির ইচ্ছা থাকা সত্ত্বেও অ্যাপস জটিলতার কারনে বিক্রি করতে পারিনি।
কৃষক হাসান হাওলাদার ও মতি হাওলাদার বলেন, আমরা কৃষক অ্যাপস বুঝি না, ধান বিক্রি করতে খাদ্য গুদাম কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি কিন্তু তারা অ্যাপসে নিবন্ধন করতে সহযোগীতা করেনি।
আমতলী উপজেলা খাদ্য কর্মকর্তা সমির কুমার রায় বলেন, অ্যাপসের জটিলতায় কারনে ধান সংগ্রহ করতে পারিনি। কৃষকদের অ্যাপস সম্পর্কে কোন ধারনা নেই। নিবন্ধিত কৃষকদের নামের সাথে মোবাইল নম্বরে মিল না থাকায় এ জটিলতা সৃষ্টি হয়েছে। তিনি আরো বলেন, আমন ধান সংগ্রহ অভিযানের শেষ দিন পর্যন্ত অ্যাপসের মাধ্যমে মাত্র ৩ মেট্রিকটন ধান সংগ্রহ করেছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছেন বিধায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ভালো আছে -এমপি শাওন 

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
লালমোহনে ৬০ লক্ষাধিক টাকা ব্যয়ে পুকুর খনন ও সৌন্দর্যবর্ধন স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পৌর শহরের মদন মোহন জিউ মন্দিরসংলগ্ন ভূমি অফিসের খাস পুকুরটির সৌন্দর্যবর্ধন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। পরে মদন মোহন জিউ মন্দিরে আলোচনা সভায়  ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব  নুরুন্নবী চৌধুরী শাওন বক্তব্য বলেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলেই দেশ অনেকদূর এগিয়ে যাচ্ছে ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছেন বিধায় মসজিদে ইমাম, মন্দিরের পুরোহিত, মধ্যবিত্ত, নিম্ন   মধ্যবিত্ত বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ভালো আছে। আজ মসজিদ-মন্দিরে উন্নয়ন হচ্ছে । আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত হয়েছে।
সারাদেশে পুকুর ও খাল উন্নয়ন প্রকল্পের আওতায় ও লালমোহন এলজিইডির বাস্তবায়নে ৬০ ল‍াখ ৩৫ হাজার ৬৪৫ টাকা ব্যয়ে পুকুর খনন ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হবে। সৌন্দর্যবর্ধনের মধ্যে রয়েছে- তিনটি ঘাটলা, ৩০০ মিটার ওয়াকওয়ে, ১২টি সিট বেঞ্চ, ২০০টি ফলদ গাছ ও ১০০টি নারিকেল গাছ লাগানো। ‍এছাড়া ২৮৫ মিটারে ঘাস লাগানো হবে।এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ভোলার নির্বাহী প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফররুল আলম হাওলাদার,যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল , মন্দির  কমিটির সাধারণ সম্পাদক বাবু যুগল কৃষ্ণ কুন্ডু প্রমূখ।

উজিরপুর থানা কৃষকদল আহবায়ক মাহবুব রহমান সোহেলকে দল থেকে বহিস্কার

শামীম আহমেদ ॥

বরিশাল (দক্ষিণ) জেলার অধিস্থ জেলার উজিরপুর থানা জাতীয়তাবাদী কৃষকদলের যুগ্ম আহবায়ক মাহবুব রহমান সোহেলের বিরুদ্ধে দলীয় শৃংখলা বিরোধী কার্যকলাপে যুক্ত থাকার সুস্পষ্ট প্রমান পাওয়ায় তাকে দলীয় পদবী হতে বহিস্কার করা হয়েছে।

আজ কেন্দ্রীয় জাতীয়তাবাদী কৃষকদল কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এই সিদ্ধান্তের অনুমোদন দেয়। বিষয়টি নিশ্চিত করেন দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম।

গৌরনদীতে চরমোনাইয়ের মাহফিলগামী বাস দুর্ঘটনায় ৫৫জন মুসল্লী আহত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশাল-ঢাকা মহাসড়কে বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠীতে বৃহস্পতিবার ভোররাতে চরমোনাইয়ের মাহফিলগামী এম.এম পরিবহনের ঢাকা মেট্রো ব ১৪-০০৯৫ নম্বরের একটি মুসল্লীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ৫৫জন মুসল্লী আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ১২জন মুসল্লীকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে, বুধবার দিবাগত রাত ১০টার পরে যশোর শহর থেকে ৫৫ জন মুসল্লী নিয়ে ওই বাসটি চমমোনাইয়ের মাহফিলে যোগদানের উদ্দেশ্যে ছেড়ে আসে। বুহস্পতিবার ভোররাত পৌনে ৪টার দিকে বাসটি বেপরোয়া গতিতে গৌরনদী উপজেলার আশোকাঠী ব্রীজ এলাকা অতিক্রম করছিল। এ সময় বাসটির চালক নিয়ন্ত্রন হারালে বাসটি উল্টে গিয়ে আশোকাঠী ব্রীজের উত্তর পান্তের ঢালে মহাসড়ক থেকে প্রায় ১৫-২০ ফুট নিচের গভীর খাঁদে পড়ে যায়। এতে বাসটির ভেতরে থাকা ৫৫জন মুসল্লীর সবাই আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে গুরুতর আহত ১২ জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকী আহতরা ওই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে যশোরে ফিরে গেছেন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ বেলাল হোসেন জানান, দুর্ঘটনা কবলিত বাসটিকে পুলিশ জব্দ করেছে। বৃহস্পতিবার দুপুরে এ রিপোর্ট লেখার সময় তারা দুর্ঘটনাকবলিত বাসটিকে খাঁদ থেকে উদ্ধারে জোর প্রচেষ্টা চালাচ্ছিল।

আমতলীতে প্রতিবেশীর ঋণের মামলায় নারী শ্রমিক আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
প্রতিবেশী তানিয়া বেগমের ঋণের মামলায় শিরিন বেগম (৪০) নামের এক নারী শ্রমিককে পুলিশ গ্রেফতার করেছে। বুুধবার পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়ে। ঘটনা ঘটেছে মঙ্গলবার রাতে আমতলী পৌর শহরের খোন্তাকাটা গ্রামে।
জানাগেছে, আমতলী পৌর শহরের খোন্তাকাটা এলাকার নজরুলের স্ত্রী তানিয়া বেগম প্রতারনা করে ২০০৭ সালে সৈকত নামের একটি বে-সরকারী এনজিও থেকে প্রতিবেশী নজরুল আকনের স্ত্রী শিরিন বেগমের নামে ৭ হাজার টাকা ঋণ নেয়। ওই টাকা তিনি গত ১৫ বছরে পরিশোধ করেনি। এ ঘটনায় ২০১৭ সালে এনজিও কর্মী সুমিতা রানী বাদী হয়ে শিরিন বেগমের নামে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। ওই মামলার তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানী জাড়ি করে আদালত। মঙ্গলবার রাতে পুলিশ শিরিনকে তার বাড়ী থেকে আটক করে। শিরিনকে আটকের পর বেড়িয়ে আসে আসল রহস্য। মামলার বাদী সুমিতা রানী দাবী করেন পুলিশের ধৃত শিরিন তার মামলার আসামী নয়। ঋণ নেয়ার সময় শিরিনের নাম ব্যবহার করলেও বাস্তবে ঋণ গ্রহন করেছেন তানিয়া বেগম। তানিয়ার প্রতারনার বিষয়টি আমার জানা ছিল না। শিরিনের স্বামী নজরুল আকন অভিযোগ করেন তার স্ত্রী শিরিন বেগম ওই এনজিও থেকে ঋণ গ্রহন করেনি। তার নামের সাথে তানিয়ার স্বামীর নাম মিল থাকায় তার স্ত্রীর (শিরিন) নাম ব্যবহার করে তানিয়া ঋণ নিয়েছে। বুধবার পুলিশ শিরিনকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়েছে।
ধৃত শিরিন বেগমের স্বামী মোঃ নজরুল আকন বলেন, ঋণ গৃহিতা তানিয়ার স্বামীর নাম আর আমার নাম একই হওয়ায় সুযোগে তানিয়া প্রতারনা করে আমার স্ত্রীর নাম ব্যবহার করে ঋণ নিয়েছে। তার ঋণের মামলায় আমার স্ত্রী শিরিন বেগমকে পুলিশ আটক করেছে। এ ঋণ ও মামলার বিষয়ে আমরা কিছুই জানিনা। অন্যের মামলায় আমার স্ত্রীকে আটক করা হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।
মামলার বাদী সৈকত এনজিও কর্মী সুমিতা রানী বলেন, ২০০৭ সালে তানিয়া প্রতারনা করে শিরিনের নাম দিয়ে ৭ হাজার টাকা ঋণ নেয়। ওই ঋণের টাকা তিনি আর পরিশোধ করেনি। এ ঘটনায় আদালতে মামলা করেছি। তিনি আরো বলেন, পুলিশ আটকের পর জানতে পারলাম তানিয়ার দেয়া ছবির সাথে শিরিনের কোন মিল নেই। শিরিন আমার মামলার আসামী হলেও বাস্তবে ঋণ নিয়েছে তানিয়া।
আমতলী থানার ওসি (তদন্ত) রনজিত কুমার সরকার বলেন, গ্রেফতারী পরোয়ানা অনুসারে শিরিনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

৭০ বছরেও নির্মাণ হয়নি শহীদ মিনার। কলাগাছ ও বাঁশের অস্থায়ী মিনারেই শ্রদ্ধা নিবেদন!

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
রাষ্ট্রভাষা আন্দোলনের ৭০ বছরেও নির্মাণ হয়নি বরগুনার আমতলী ও তালতলী উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার। মিনার নির্মাণ না করায় ভাষা শহীদদের প্রতি যথাযথ শ্রদ্ধা জানাতে পারছে না শিক্ষার্থীরা। কলাগাছ ও বাঁশ দিয়ে অস্থায়ী মিনার নির্মাণ করে শহীদ দিবস পালন করছে তারা। কিছু প্রতিষ্ঠানের স্থায়ী শহীদ মিনার থাকলেও ভাষা দিবস আসলেই ওই শহীদ মিনারগুলো ঘষা মাঝা করা হয়। ভাষা দিবস শেষ হয়ে গেলে থাকে অযন্তে আর অবহেলায়। দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের দাবী জানিয়েছেন শিক্ষার্থীরা।
শিক্ষা অফিস সূত্রে জানাগেছে, আমতলী-তালতলী দু’উপজেলায় ৩৩০টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে আমতলী উপজেলায় ১৫২ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১৩ টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়,২৪ টি মাধ্যমিক বিদ্যালয়, ২১ টি দাখিল মাদ্রাসা, ১ টি আলিম মাদ্রাসা, ৪ ফাজিল মাদ্রাসা, ৫টি কলেজ এবং তালতলী উপজেলায় ৭৮ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৫ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১২ টি দাখিল মাদ্রাসা ও ২ টি কলেজে রয়েছে। এর মধ্যে আমতলীতে ১১ টি মাধ্যমিক বিদ্যালয়, দুইটি কলেজ, ১৪ টি প্রাথমিক বিদ্যালয় ও তালতলীতে ১০ টি প্রাথমিক বিদ্যালয় ও কলেজে শহীদ মিনার রয়েছে। অবশিষ্ট বিদ্যালয়ে কোন শহীদ মিনার নেই। অপর দিকে দু’উপজেলার কোন মাদ্রাসায়ই শহীদ মিনার নেই। শিক্ষার্থীরা প্রতিবছর কলাগাছ ও বাঁশ দিয়ে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে শহীদ দিবস পালন করছে। এছাড়া যেগুলো রয়েছে সেগুলো অযত্ন আর অবহেলায় পড়ে আছে। এগুলো সংস্কারের কোন উদ্যোগ নেই। প্রতি বছর শহীদ দিবসের দু’এক দিন পূর্বে আমতলী কেন্দ্রিয় শহীদ মিনারসহ অন্যান্য শহীদ মিনার ঘষা মাজা করা হয়। দিবস শেষ হয়ে গেলে কেউ ওই মিনারের আর খবর রাখে না। ওই শহীদ মিনারে গড়ে ওঠে মাদক সেবনের নিরাপদ আশ্রয়।
শনিবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, কাউনিয়া ইব্রাহিম একাডেমি মাধ্যমিক বিদ্যালয়, গুরুদল বঙ্গবন্ধু নিম্নমাধ্যমিক বিদ্যালয়, এমইউ মাধ্যমিক বিদ্যালয়, বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা, তারিকাটা মাধ্যমিক বিদ্যালয়, গাজীপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা, মানিকঝুঁড়ি মাহমুদিয়া দাখিল মাদ্রাসা,পচাঁকোড়ালিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কড়াইবাড়িয়া দাখিল মাদ্রাসাসহ অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই।
আমতলী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নাদিম মাহমুদ, জিএম ইকফা, জিসাদ, ও হুমায়রা আক্তার বলেন, বিদ্যালয়ে শহীদ মিনার নেই, কলেজের শহীদ মিনারে গিয়ে ফুল দিতে হয়। আমরা সরকারের কাছে শহীদ মিনার নির্মাণের দাবী জানাই।
তারিকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউনুচ মিয়া বিদ্যালয়ে শহীদ মিনার না থাকার কথা স্বীকার করে বলেন, কলাগাছ ও বাঁশ দিয়ে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে শিক্ষার্থীরা আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালন করে।
আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান বলেন, উপজেলার ১৪ টি বিদ্যালয় ছাড়া অবশিষ্ট বিদ্যালয়ে শহীদ মিনার নেই। সকল বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের প্রক্রিয়া চলছে।
আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়া উদ্দিন মিলন বলেন, উপজেলার ১১ টি বিদ্যালয় ও দুইটি কলেজে শহীদ মিনার আছে। তিনি আরো বলেন, কোন মাদ্রাসায় শহীদ মিনার নেই। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিানর নির্মাণ করা প্রায়োজন।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ বলেন, ভাষা শহীদদের পরিচয় জানতে ও তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার থাকা আবশ্যক। যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই সেই সকল প্রতিষ্ঠানে নির্মাণের উদ্যোগ নেয়া হবে।