অতিরিক্ত যাত্রী বোঝাই করে আমতলী থেকে ছেড়ে গেল এমভি ইয়াদ

আমতলী প্রতিনিধি।
স্বাস্থ্যবিধি না মেনেই অতিরিক্ত যাত্রী বোঝাই করে এমভি ইয়াদ-১ লঞ্চ আমতলী টার্মিনাল ছেড়ে গেল । সোমবার দুপুর ১২ টায় লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে আমতলী ছেড়ে যায়। লঞ্চে অতিরিক্ত যাত্রী বোঝাই দেখেও ঢাকামুখী মানুষ জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চে উঠছে।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদূর্ভাব থেকে মানুষকে রক্ষায় গত ২৩ জুলাই নৌপথে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় সরকার। গত ১০ দিন লঞ্চ চলাচলা বন্ধ ছিল। ০১ আগষ্ট লঞ্চ নৌপথে লঞ্চ চলাচল ঘোষনা দেয় সরকার। সরকারী নির্দেশ মতে সোমবার দুপুর ১২ টার দিকে অতিরিক্ত যাত্রী বোঝাই করে স্বাস্থ্যবিধি না মেনে এমভি ইয়াদ-১ লঞ্চ আমতলী টার্মিনাল ছেড়ে গেছে। অতিরিক্ত যাত্রী বোঝাই দেখেও ঢাকামুখী মানুষ জীবনে ঝুকি নিয়ে লঞ্চে উঠেছে। ওই লঞ্চে যাত্রী ধারন ক্ষমতা ৭০৩ জন। কিন্তু লঞ্চ কর্তৃপক্ষ ধারন ক্ষমতার চেয়ে দ্বিগুন যাত্রী বোঝাই করে আমতলী ঘাট ছেড়ে গেছে। এরপরে পুরাকাটা, আয়লা পাতাকাটা, ভয়াং, কাকরাবুনিয়া, পায়রাকুঞ্জু পাঁচটি ঘাট রয়েছে। ওই সকল ঘাট থেকে অন্তত আরো এক হাজার যাত্রী লঞ্চে উঠেছে বলে জানান সংশ্লিষ্টরা। ধারন ক্ষমতার চেয়ে পাঁচগুন যাত্রী ওই লঞ্চটি ঢাকায় পৌছবে বলে জানান লঞ্চের যাত্রী মোঃ রাকিবুল ইসলাম ও চাঁন মিয়া। এতে স্বাস্থ্যবিধি পুরাপুরো বিঘ্নিত হওয়ায় যাত্রীদের মাঝে প্রাণঘাতী করোনা ভাইরাসের আতঙ্ক বিরাজ করছে।
সোমবার আমতলী লঞ্চঘাট ঘুরে দেখাগেছে, এমভি ইয়াদ-১ লঞ্চের প্রথম ও দ্বিতীয় তলার ডেক বোঝাই যাত্রীতে। তিল পরিমান ফাঁকা নেই। স্বাস্থ্যবিধির কোন বালাই নেই। লঞ্চ কর্তৃপক্ষ যাত্রীদের ঠাসাঠাসি দেখেও না দেখার ভান করছে। যাত্রীদের মাঝেও নেই কোন সামাজিক দ্রুত্ব ও স্বাস্থ্য সচেতনতা এবং মাস্কও ব্যবহার করেনি। মানুষ ডেকে জায়গা না পেয়ে লঞ্চের ছাদে ও সম্মুখ্যভাগে অবস্থান করেছে। অনেক যাত্রীকে দাড়িয়ে থাকতে দেখা গেছে। অতিরিক্ত যাত্রী দেখেও জীবনের ঝুকি নিয়ে মানুষ লঞ্চে উঠে দাড়িয়ে রয়েছে।
এমভি ইয়াদ লঞ্চের সুপার ভাইজার শামিম বেশী যাত্রী নেয়ার কথা অস্বীকার করে বলেন, সরকার নির্দেশনা অনুসারে লঞ্চে যাত্রী বহন করছি। তিনি আরো বলেন, যাত্রী কম নিতে চাইলেও পারছি না। মানুষ ঝুকি নিয়ে লঞ্চে উঠছে।
আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাজমুল ইসলাম বলেন, সরকারী নির্দেশনা অনুসারে লঞ্চ টার্মিনাল ছাড়তে বলা হয়েছে। ওই অনুসারে ঘাট ছেড়েছে।

আমতলীতে ভারী বর্ষণে সাড়ে ৩ কোটি টাকার মাছ ও ফসলের ক্ষতি

আমতলী প্রতিনিধি:
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে টানা ৬ দিনের ভারী বর্ষণে আমতলী উপজেলায় ৩ কোটি ৪১ লক্ষ ৭৯ হাজার টাকার মাছ ও ফসলের ক্ষতি হয়েছে। ফসল ও মাছের ক্ষতি হওয়ায় দিশেহারা চাষীরা। ক্ষতি পোষাতে সরকারীভাবে আর্থিক সহযোগীদার দাবী জানিয়েছেন ক্ষতিগ্রস্থ কৃষকরা। সোমবার কুষি সম্প্রসারণ অধিদপ্তরের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ তাওফিকুল আলম ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন।
জানাগেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে গত ৬ দিনের বিরামহীন ভারী বর্ষণে আমতলী উপজেলার গ্রাম থেকে গ্রামান্তর পানিতে তলিয়ে যায়। তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়। আমতলীতে ২৬২ মিলিমিটার বৃষ্টি পাত রেকর্ড করা হয়। যা গত ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ। এতে উপজেলার ১২ হাজার পুকুর ও ১৫০ টি বড় মাছের ঘের, ১০ হাজার ৫’শ হেক্টর আউশ ধান ও এক হাজার ৯’শ ২৯ হেক্টর আমনের বীজতলা, ১৫৬ টি পানের বরজ ও ১১০ হেক্টর সবজির ক্ষেত তলিয়ে যায়। জলকপাটগুলোর বন্ধ থাকায় জলাবদ্ধতায় কারনে অধিকাংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। সোমবার উপজেলা মৎস্য অফিস ও কৃষি অফিস ক্ষতিগস্থদের তালিকা নিরুপন করেছে। উপজেলায় ৫৮ হেক্টর জমির আউশ ধান, ৩১৮ হেক্টর জমির আমনের বীজতলা, ৪৫ হেক্টর জমির গ্রীষ্মকালীন শাক সবজি ও পৌনে ৭ হেক্টর জমির পানের বরজ সম্পূর্ন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ফসলে ২ কোটি ৬১ লক্ষ ৭৯ হাজার টাকা ক্ষতি হয়েছে। ২ হাজার ৮শ’ ২৫টি পুকুর এবং ১৪টি ঘের পানিতে ভেসে গেছে। এতে মৎস্য চাষীদের ৮০ লাখ টাকা ক্ষতি হয়েছে। দুই দফতরে ৩ কোটি ৪১ লক্ষ ৭৯ হাজার টাকার ক্ষতি হয়েছে। মৌসুমের মধ্যভাগে এসে ক্ষতিগ্রস্থ হওয়ায় চাষীরা দিশেহারা হয়ে পরেছেন। সরকারীভাবে আর্থিক সহযোগীতার দাবী জানিয়েছেন তারা। সোমবার কুষি সম্প্রসারণ অধিদপ্তরের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ তাওফিকুল আলম ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন।

আমতলীর পুঁজাখোলা গ্রামের মাছ চাষী আমির হোসেন বলেন, তিন একর জমির মাঝের ঘেরে অন্তত ৫ লক্ষ টাকার মাছ ফেসে গেছে। তিনি আরো বলেন, এই এলাকা ২৫ টি ঘেরের মধ্যে ১০ টি ঘের পানিতে তলিয়ে গেছে। এতে অন্তত ওই ঘেরে ৩০ লক্ষ টাকার ক্ষতি হবে। তিনি আরো বলেন, সরকার আর্থিকভাবে আমাদের সহযোগীতা না করলে আমরা ঘুরে দাড়াতে পারবো না।
গুলিশাখালী ইউনিয়নের কালিবাড়ী গ্রামের মোঃ জসিম উদ্দিন বলেন, বৃষ্টির পানিতে মাছের ঘের তুলিয়ে গেছে। এতে আমার তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
পশ্চিম সোনাখালী গ্রামের সোহেল রানা বলেন, পুকুর তুলিয়ে মাছ ফেসে গেছে। আমনের বীজতলা পানিতে ডুবে পঁচে গেছে।

কুকুয়া ইউনিয়নের কালিপুরা গ্রামের মাছ চাষী মোঃ হুমায়ুন কবির বলেন, ‘লাখ লাখ টাহা খরচ হইর‌্যা মাছের ঘের হরছি। দেওইর পানতে মোর সব শ্যাষ অইয়া গ্যাছে। এই রহম অইবে মুই বোজতে পারি নাই। চোহের সামনে ঘেরের সব মাছ ভাইস্যা গ্যাছে। এহন কি হরমু দিশা পাইনা। মোর রাস্তায় নামা ছাড়া কোন উপায় নাই।’
আমতলী পৌরসভার মাছ চাষী হানিফ বলেন, কিছু বুইজ্যা ওডার আগেই দেওইর পানিতে মোর ঘেরের মাছ ভাইস্যা গ্যাছে। ঘরে যে জাল আছিল হেইয়্যা দিয়া মুই মাছ আটকাইয়া রাহার চেষ্টা হরছি কিন্তু পারি নাই। তিনি আরো বলেন, দেওইতে এত পানি মোর বাহের বষ্যেও মুই দেহি নাই।’
চাওড়া ইউনিয়নের কালিবাড়ি গ্রামের সবজি চাষী ফারুক ডাক্তার বলেন, ‘ব্যামালা টাহা খরচ হইর‌্যা ২শ’ লাউ, ১শ’ উশসির চারা লাগাইল্লাম। গোড়ায় পানি জইম্যা সব পইচ্চা গ্যাছে।’
হলদিয়া গ্রামের শানু মোল্লা বলেন, ‘ধান লাগাইন্যার লইগ্যা বীজ হরছিলাম হেইয়া এহন এক দেড় আত পানির নীচে। সব পইচ্যা গ্যাছে। এহন কি কইর‌্যা আমন ধান লাগামু হেই চিন্তায় আছি।’
হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামের চাষী আল-আমিন মিয়া বলেন,‘৪০ শ্যার ধানের বীজ হরছিলাম পানিতে পইচ্যা হ্যা ব্যাবাক নষ্ট অইয়া গ্যাছে।’

আমতলী সদর ইউনিয়নের মহিষডাঙ্গা গ্রামের আউষ চাষী মোয়াজ্জেম হোসেন বলেন, আউশ ধানে ফুল ধরছিল। ধান পানিতে তলিয়ে থাকায় এখন ধান বের হচ্ছে না। মনে হয় নষ্ট হয়ে গেছে। ’
আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার বলেন, ৬ দিনের টানা ভারী বর্ষণে আমতলী উপজেলায় ২৮ শ’ ২৫টি পুকুর এবং ১৪ টি ঘের ভেসে গেছে। এতে মাছ চাষীদের ৮০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে । ক্ষতিগ্রস্তদের তালিকা নিরুপন কওে বরগুনা জেলা মৎস্য অফিসে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, আর্থিক অনুদান পেলে মৎস্য চাষীদের সহায়তা দেয়া হবে।
আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম বলেন, বিরামহীন ভারীবর্ষণে উপজেলায় ৪শ’ ২৭ দশমিক ৬৫ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এর মধ্যে আমনের বীজতলা, সবজি, পানের বরজ ও আউশ ধান রয়েছে। টাকায় ক্ষতির পরিমান ২ কোটি ৬১ লক্ষ ৭৯ হাজার টাকা। আমরা ক্ষতির তালিকা করে জেলা অফিসে পাঠিয়েছি। অনদান পেয়ে কৃষকদের সহায়তা করা হবে।
বরগুনার জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান বলেন, বিরামহীন বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষক এবং মৎস্যচাষীদের তালিকা তৈরী করে মৎস্য এবং কৃষি মন্ত্রনালয়ে পাঠানো হবে। আশা করি ক্ষতিগ্রস্ত কৃষক এবং মৎস্যচাষীদের সহায়তা করা যাবে।

বরগুনায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

বরগুনার তালতলীতে মাদক সেবনের দায়ে শামীম মাতুব্বর (৪০) নামের এক যুবককে চার মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তালতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাপস পাল (২ আগস্ট) সোমবার এ সাজা দেন।

সাজা প্রাপ্ত যুবক তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের মো. নসু মাতুব্বরের ছেলে শামীম মাতুব্বর।

সহকারী কমিশনার (ভূমি) তাপস পাল জানান, আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে মাদক দ্রব্য সেবনরত অবস্থায় ও এক পুরিয়া গাঁজাসহ হাতেনাতে তাকে আটক করা হয়।

 

তাপস পাল বলেন, শামিম  নিয়মিত মাদক সেবন করে, এর আগেও তাকে একবার কারাদণ্ড দেয়া হয়েছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৪২ এর ১ ধারায় তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

তালতলী থানার (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, উপজেলার ছোটবগী ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে শামীম মাতুব্বর নামের একজনকে মাদক সেবনরত অবস্থায় ও মাদকসহ আটক করে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালত সোপর্দ করা হয়।

আমতলীতে বিনামুল্যে অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন

আমতলী প্রতিনিধি:
প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের অক্সিজেন সেবা দিতে ইনসাফ হসপিটাল এন্ড ডায়াগনিস্টিক সেন্টারের উদ্যোগে আমতলীতে বিনামুল্যে অক্সিজেন সেবা চালু করা হয়েছে। রবিবার ঢাকার ইমরান হোম কেয়ারের সহযোগীতায় ইনসাফ হসপিটাল কার্যালয়ে এ কর্মসুচীর উদ্বোধন করা হয়।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত আমতলীর রোগীদের দুর্ভোগ লাঘবে বিনামুল্যে ইনসাফ হসপিটাল এন্ড ডায়াগনিস্টিক সেন্টার উদ্যোগ নেয়। ঢাকার ইমরান হোম কেয়ারের সহযোগীয়তায় এ কর্মসুচীর উদ্ধোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল মুনয়েম সাদ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাজমুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, অ্যাড. এইচএম মনিরুল ইসলাম মনি, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার ও সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন প্রমুখ।

পুলিশকে ইয়াবা বিক্রির তথ্য দেয়ার সন্দেহে নারীকে মারধর

আমতলী প্রতিনিধি:
পুলিশকে ইয়ারা বিক্রির তথ্য দেয়ার সন্দেহে সুমী নামের এক নারীকে ইয়াবা বিক্রেতা মুছা ও তার স্ত্রী রুমি বেগম ইট দিয়ে পিটিয়ে থেতলে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত নারীকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে শনিবার সন্ধ্যায় আমতলী উপজেলার দক্ষিণ টেপুরা গ্রামে।
জানাগেছে, উপজেলার দক্ষিণ টেপুরা গ্রামের মুছা, হুমায়ুর ও পারভেজ দীর্ঘদিন ধরে এলাকায় ইয়ার বিক্রি করে আসছে। শনিবার বিকেলে পুলিশ খবর পেয়ে ইয়াবা বিক্রেতা পারভেজকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মুছা ও হুমায়ুন পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পরই ইয়াবা বিক্রেতা মুছা ও তার স্ত্রী রুমী বেগম প্রতিবেশী সুমী নামের এক নারীকে পুলিশে তথ্য দেয়ার সন্দেহ করে গালগাল করে। ওই নারী এর প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে তাকে ইয়াবা বিক্রেতা মুছা ও তার স্ত্রী ইট দিয়ে পিটিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থান থেতলে দেয়। এ সময় তারা সুমীর ব্যবহৃত স¦র্নালংকার নিয়ে যায়। দ্রুত স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আহত সুমী বলেন, ইয়াবা বিক্রেতা পারভেজকে পুলিশ গ্রেফতার করে। এতে আমাকে সন্দেহ করে ইয়াবা বিক্রেতা মুছা ও তার স্ত্রী আমাকে গালাগাল করে। আমি এর প্রতিবাদ করলে আমাকে ইট দিয়ে পিটিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থান থেতলে দিয়েছে। তিনি আরো বলেন, তারা আমার ব্যবহৃত স্বর্নালংকার নিয়ে গেছে। আমি এ ঘটনার বিচার চাই।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল মুনয়েম সাদ বলেন, আহত সুমীর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের চিহৃ রয়েছে। তাকে যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে।
অভিযুক্ত মুছা হাওলাদার মাদক বিক্রি ও মারধরের কথা অস্বীকার করে বলেন, সামান্য কথা কাটাকাটি হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত কঠোর ব্যবস্থা নেয়া হবে।

জলকপাট আটকে মাছ শিকার করায় জলাবদ্ধতা। পঁচে যাচ্ছে আমনের বীজতলা

আমতলী প্রতিনিধি।
জলকপাট (স্লুইজগেট) আটকে মাছ শিকার করায় পর্যাপ্ত পানি নিস্কাশন হচ্ছে না। জলাবদ্ধতায় এক হাজার ৯’শ ২৯ হেক্টর জমির আমনের বীজতলা পানির নীচে তলিয়ে থাকায় বীজ পঁচে যাচ্ছে। দ্রুত জলকপাট খুলে পানি নিস্কাশনের দাবী জানিয়েছেন ভুক্তভোগী কৃষকরা।
জানাগেছে, বঙ্গোপসাগরের লঘু চাপের প্রভাবে গত চার দিন বিরামহীন বৃষ্টিতে আমতলী উপজেলায় তীব্র জলাবদ্ধার সৃষ্টি হয়। জলকপাট (স্লুইজগেট) দিয়ে পর্যাপ্ত পানি নিস্কাশন না হওয়ায় আমনের বীজতলা পানির নীচে তলিয়ে রয়েছে। বৃষ্টিপাত কমে গেলেও জলাবদ্ধতা কমেনি। জলাবদ্ধতায় আমনের বীজ পঁচে যাচ্ছে। উপজেলার খেকুয়ানী,গুলিশাখালী, গোজখালী, আঙ্গুলকাটা, মহিষকাটা, আমড়াগাছিয়া, চাউলা, ডালাচারা, কেওয়াবুনিয়া, টেপুরা, সোনাউঠা, ঘুঘুমারী, জোলেখা, পশুরবুনিয়া, আমতলা ও বান্দ্রাসহ ৬৫ টি জলকপাট রয়েছে। ওই জলকপাটগুলো স্থানীয় প্রভাবশালীরা দখল করে মাছ শিকার করছেন। স্থানীয়দের অভিযোগ মাছ শিকারে দখলবাজরা ইচ্ছামত পানি নিস্কাশন করেছেন। এতে ওই জলকপাটগুলো দিয়ে পর্যাপ্ত পানি নিস্কাশন হচ্ছে না। ফলে ভারী বৃষ্টিপাত কমে যাওয়ার চারদিনেও জলাবদ্ধতা কমেনি। এতে উপজেলার এক হাজার ৯’শ ২৯ হেক্টর জমিতে আমনের বীজতলা পানির নীচে তলিয়ে রয়েছে। পানির নীচে তলিয়ে থাকায় বীজ পঁচে যাচ্ছে।
আঠারোগাছিয়া ইউনিয়নের আমতলা জলকপাট দখল করে স্থানীয় প্রভাবশালী মাহবুব মাতবর ও মোস্তফা গাজী জাল ফেলে মাছ শিকার করছেন। তারা জলকপাট দিয়ে পানি নিস্কাশন করছে না। এতে আঠারোগাছিয়া ইউনিয়নের উত্তর সোনাখালী, দক্ষিণ সোনাখালী, পশ্চিম সোনাখালী, আমতলা, চাউলা, গোডাঙ্গা, কাঠালতলা ও পশ্চিম আঠারোগাছিয়া এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অপর দিকে হলদিয়া ইউনিয়নের জোলেখা জলকপাট আটকে স্থানীয় খবির মোল্লা, মোকলেস ও কাঞ্চন খাঁন দখল করে জাল পেতে মাছ শিকার করছেন। ওই জলকপাট দিয়ে তেমন পানি নিস্কাশন হচ্ছে ন। ফলে হলদিয়া ইউনিয়নের অধিংকাংশ গ্রামে জলাবদ্ধ অবস্থায় রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, খবির মোল্লা, মোকলেস ও কাঞ্চন খাঁন জলকপাট আটকে জাল পেতে মাছ শিকার করছেন। তারা আরো বলেন, তাদের ইচ্ছামত তারা জলকপাট দিয়ে পানি নিস্কাশন করছেন। এতে জলাবদ্ধতা না কমায় আমনের বীজতলা পানিতে তলিয়ে রয়েছে।
গুলিশাখালী ইউনিয়নের ডালাচারা গ্রামের কুটি মিয়া হাওলাদার বলেন, হানিফা ও রুহুল মুন্সি, হেলাল খাঁন, আইউব আলী, শুনু ফকির, মতলেব মৃধা ও সেফাজ গাজী ডালাচারা ও গুলিশাখালী জলকপাট আটকে মাছ শিকার করছেন। এতে ওই জলকপাট দিয়ে তেমন পানি নিস্কাশন হচ্ছে না। ফলে চরম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
রবিবার উপজেলার গুলিশাখালী, আঠারোগাছিয়া, আড়াপাঙ্গাশিয়া, আমতলী সদর, হলদিয়া ও চাওড়া ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখাগেছে, আমনের বীজতলা পানির নীচে তলিয়ে রয়েছে। পানির সাথে সাথে বীজ ভাসছে। আমতলা, ডালাচারা, গুলিশাখালী ও জোলেখা জলকপাট বন্ধ রয়েছে।
আঠারোগাছিয়া ইউনিয়নের পশ্চিম সোনাখালী গ্রামের সোহেল রানা বলেন, আমতলা জলকপাট আটকে মাছ শিকার করায় তেমন পানি নিস্কাশন হচ্ছে না। ফলে আমনের বীজতলা পানির নীজে তলিয়ে রয়েছে।
হলদিয়া ইউনিয়নের দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের কৃষক শিবলী শরীফ ও নিজাম বলেন, জোলেখার স্লুইজে জাল পেতে মাছ শিকার করায় পানি নিস্কাশন হচ্ছে না। ফলে বীজতলা পঁচে যাচ্ছে।
আমতলা জলকপাট আটকে মাছ শিকারকারী মোঃ মোস্তফা গাজী বলেন, জলকপাট দিয়ে পর্যাপ্ত পানি নামছে।
আমতলী উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম বলেন, বৃষ্টিপাতে উপজেলার জলাদ্ধতায় এক হাজার ৯’শ ২৯ হেক্টর আমনের বীজতলা পানির নীচে তলিয়ে রয়েছে। গত চারদিনেই জলাবদ্ধতা কমেনি। এতে আমনের বীজতলা পানির নীচে তলিয়ে থাকায় বীজ পঁচে যাওয়ার আশঙ্কা রয়েছে।
আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজমুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। কৃষকের দুর্ভোগ লাঘবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

যুবলীগের উদ্যোগে আমতলীতে বিনামুল্যে অক্সিজেন সেবার উদ্বোধন

আমতলী প্রতিনিধি:
প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের অক্সিজেন সেবা দিতে যুবলীগের উদ্যোগে আমতলীতে বিনামুল্যে অক্সিজেন সেবা চালু করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ জিএম দেলওয়ার হোসেন ফাউন্ডেশন ও ইমরান হোম কেয়ারের সহযোগীয়তায় এ কর্মসুচী চালু করা হয়। শুক্রবার উপজেলা যুবলীগ সভাপতি জিএম ওসমানী হাসানের কার্যালয়ে এ কর্মসুচীর উদ্বোধন করেন উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জাহিদ দেওয়ান।

জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদূর্ভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট স্থাপন হয়নি। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আক্রান্ত রোগীদের সিলিন্ডার অক্সিজেন ব্যবহার করতে হয়। কিন্তু হাসপাতালের অক্সিজেন সিলিন্ডার অপ্রতুল। এতে রোগীদের প্রয়োজনী অক্সিজেন সেবা দিতে ব্যঘাত ঘটছে। এছাড়া বাসায় চিকিৎসারত রোগীদের অক্সিজেন চাহিদা থাকলেও অক্সিজেন সরবরাহ হচ্ছে না। এমন মুহুর্তে করোনায় আক্রান্ত রোগীদের সেবায় এই প্রথম আমতলী উপজেলা যুবলীগ বিনামুল্যে অক্সিজেন সেবার উদ্যোগ নেন। বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ জিএম দেলওয়ার হোসেন ফাউন্ডেশন ও ইমরান হোম কেয়ারের সহযোগীয়তায় এ কর্মসুচীর উদ্ধোধন করেন উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জাহিদ দেওয়ান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, আমতলী সরকারী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোঃ আবুল হোসেন বিশ^াস, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মোসাঃ শাহিনুর তালুকদার, এ্যাড. মোঃ আরিফ-উল হাসান আরিফ, হলদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক,আওয়ামীলীগ নেতা গাজী সামসুল হক, আমতলী পৌর যুবলীগ মহিলা বিষয়ক সম্পাদক জেসিকা গাজী, আমতলী প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক নহু-উল আলম নবীন, আমতলী সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন,সাংবাদিক মোঃ হোসাইন আলী কাজী,হলদিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ কবির হাওলাদার, মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মাহবুবুর রহমান হিমু গাজী ও পৌর যুবলীগ সহ-সভাপতি মোঃ ফরহাদ, ও আব্দুল হালিম প্রমুখ। অক্সিজেন সার্ভিস দ্রুত পেতে পাঁচটি ০১৭১৬০৭৭৪৯৬, ০১৭২৫৪৪০৪৬০, ০১৭১৬১৩৯০৮৬, ০১৭৭২৫৮৫০৮৫, ০১৭৪০৮৫২৯৩২ হট লাইট নম্বর দেয়া হয়েছে।

আমতলী উপজেলা যুবলীগ সভাপতি জিএম ওসমানী হাসান বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের অক্সিজেন সেবা তাদের দোর গোড়ায় পৌছে দিতে উপজেলা যুবলীগের উদ্যোগে বিনামুল্যে অক্সিজেন সার্ভিস চালু করা হয়েছে। প্রয়োজনে রোগী ও রোগীর স্বজনরা হটলাইন নম্বরে ফোন দিলেই পৌছে যাবে অক্সিজেন সিলিন্ডারসহ প্রয়োজনীয় আসবাবপত্র।

অতিবর্ষণে আমতলীতে ভয়াবহ জলাবদ্ধতা। তলিয়ে গেছে মাছের ঘের ও আমনের বীজতলা।

আমতলী (বরগুনা) প্রতিনিধি ।
অতিবর্ষণে আমতলী উপজেলায় ভয়াবহ জলাবন্ধতা দেখা দিয়েছে। তলিয়ে গেছে ৬ হাজার ৪৫ টি পুকুর ও মাছের ঘের। মাটি আগলা হয়ে উপড়ে পরেছে অন্তত সহাস্রাধীক বিভিন্ন প্রজাতির গাছপালা। পানির নীচে আউশের ধান ক্ষেত ও আমনের বীজতলা। দ্রুত পানি নিস্কাশন না হলে অন্তত কয়েক কোটি টাকার ক্ষতি হবে।
জানাগেছে, গত ২৪ ঘন্টার ২’শ ৬২ মিলিমিটার বৃষ্টিপাত বেকর্ড করা হয়েছে বলে কলাপাড়া আবহাওয়া অফিস সুত্রে জানাগেছে। বিরামহীন ভারী বৃষ্টিপাতে আমতলী উপজেলায় ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। জলকপাট দিয়ে তেমন পানি নিস্কাশন হচ্ছে না। তলিয়ে গেছে উপজেলায় ছয় হাজার ৪৫ টি পুকুর ও মাছের ঘের। এতে এক কোটি টাকার ক্ষতি হবে বলে উপজেলা মৎস্য অফিস সুত্রে জানাগেছে। জলাবদ্ধতায় উপজেলার এক হাজার ৯’শ ২৯ হেক্টর আমনের বীজতলা এবং ১০ হাজার ৫’শ হেক্টর আউশ ধানের ক্ষেত তলিয়ে গেছে। বৃষ্টিতে আউশ ধানের পরাগায়ন বন্ধ হয়ে ধান চিটা হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান কৃষি অফিসার সিএম রেজাউল করিম।

পানিতে তলিয়ে থাকায় কৃষকের চাষাবাদ প্রায় বন্ধ। ভারী বৃষ্টিপাতে মাটি আগলা হয়ে অন্তত এক হাজার বিভিন্ন প্রজাতির গাছ উপড়ে পরেছে। উপজেলা পরিষদের অভ্যান্তরে ১১ টি বিভিন্ন প্রজাতির গাছ উপড়ে সড়কে পড়ে থাকায় মানুষের চলাচলে সমস্যা হচ্ছে। দ্রুত সড়ক থেকে গাছ সরিয়ে নেয়ার দাবী জানিয়েছেন শাহ জাহান মৃধা। এতে অন্তত অর্ধ কোটি টাকার ক্ষতি হবে বলে জানান কৃষি অফিসার। ভারী বৃষ্টিপাতে উপজেলার জনজীবন বিছিন্ন হয়ে পরেছে। পানিতে মাঠ-ঘাট থই থই করছে। সোমবার গভীর রাতে বিদ্যুৎ সরবরাহ বিছিন্্ন হয়ে বুধবার দুপুর ২ টা পর্যন্ত বন্ধ ছিল। ৩৬ ঘন্টা উপজেলাবাসী বিদ্যুত বিহীন অন্ধকারে ছিল। অপর দিকে পুজাখোলা গ্রামের ২৫ টি বড় ঘেরের মধ্যে আমির হোসেন, মোরসালিন, নুরুল ইসলাম মোল্লা, জাকির মোল্লা, রাসেল খাঁন, নাশির প্যাদা, হাফেজ প্যাদা, ওলি মৃধা, পল্টু মৃধা ও রাসেল হাওলাদারের মাছের ঘের তুলিয়ে গেছে।

বুধবার সরেজমিনে ঘুরে দেখাগেছে, আমতলী উপজেলা পরিষদের অভ্যন্তরের ৮ টি পুকুর ও তিনটি মাছের ঘের পানিতে তলিয়ে মাছ ভেসে গেছে। পরিষদের মধ্যে ১১ টি মুল্যবান গাছ মুলের মাটি আগলা হলে উপড়ে পরেছে। এছাড়া পৌর শহরের তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। জলকপাট দিয়ে পানি নিস্কাশন হয়েও জলাবদ্ধতা কমছে না।
আমতলীর পুঁজাখোলা গ্রামের মাছ চাষী আমির হোসেন বলেন, তিন একর জমির মাঝের ঘেরের অন্তত ৫ লক্ষ টাকার মাছ ফেসে গেছে। তিনি আরো বলেন, এই এলাকা ২৫ টি ঘেরের মধ্যে ১০ টি ঘের পানিতে তলিয়ে গেছে। এতে অন্তত ওই ঘেরে ৩০ লক্ষ টাকার ক্ষতি হবে।

গুলিশাখালী ইউনিয়নের কালিবাড়ী গ্রামের মোঃ জসিম উদ্দিন বলেন, বৃষ্টির পানিতে মাছের ঘের তুলিয়ে গেছে।
পশ্চিম সোনাখালী গ্রামের সোহেল রানা বলেন, পুকুর তুলিয়ে মাছ ফেসে গেছে। তিনি আরো বলেন, এই গ্রামের অন্তত ৫০ টি পুকুর তলিয়ে।
হলদিয়া ইউনিয়নের দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের কৃষক শিবলী শরীফ বলেন, শুধু পানি আর পানি। চারিদিকে পানিতে থই থই করছে। বীজতলা পানির নিচে তলিয়ে রয়েছে।
ঝিনুক কোয়াটারের শাহজাহান মৃধা বলেন, গাছ উপড়ে সড়কে পড়ে থাকায় চলাচলে সমস্যা হচ্ছে। দ্রুত গাছ সরিয়ে নেয়ার দাবী জানান তিনি।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোসাঃ হালিমা সরদার বলেন, উপজেলায় ১২ হাজার পুকুর এবং এক’শ ৫০ টি মাছের ঘেরের অর্ধেক বৃষ্টির পানিতে তলিয়ে মাছ ফেসে গেছে। এতে অন্তত কোটি টাকার ক্ষতি হবে।
আমতলী উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম বলেন, গত ২৪ ঘন্টার ভারী বৃষ্টিতে উপজেলায় ভয়াবহ জলাদ্ধতা দেখা দেয়ায় এক হাজার ৯’শ ২৯ হেক্টর আমনের বীজতলা এবং দশ হাজার ৫’শ হেক্টর আউশ ধানের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। বৃষ্টিতে আউশ ধানের পরাগায়ন বন্ধ হয়ে ধান চিটা হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি আরো বলেন, বৃষ্টিপাত এভাবে চলতে থাকলে আমনের বীজতলা পঁচে কৃষকের বেশ ক্ষতি হবে।

আমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিশুক চালক নিহত

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
আমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিদ্দিক নামের এক মিশুক চালক নিহত হয়েছে। ঘটনা ঘটেছে সোমবার রাতে গোলবুনিয়া গ্রামে।
জানাগেছে, উপজেলার গোলবুনিয়া গ্রামের আবুল কাসেমের ছেলে মিশুক চালক সিদ্দিক সোমবার রাতে নিজের ঘরে গাড়ীর ব্যাটারীতে চার্জ দিতে যায়। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঢোবায় পড়ে যান। তার ডাক চিৎকার শুনে দ্রুত স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই হাসপাতালের চিকিৎসক মোঃ শাহাদাত হোসেন তাকে মৃত্যু ঘোষনা করেন।
নিহত মিশুক চালকের স্ত্রী রওশন আরা কান্নাজনিত কন্ঠে বলেন, মিশুকের ব্যাটারীতে চার্জ দিতে গিয়ে আমার স্বামী মারা গেছেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাহাদাত হোসেন বলেন, সিদ্দিককে হাসপাতালে আনার পূর্বেই মারা গেছেন।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, পবিরারের দাবীর প্রেক্ষিতে সিদ্দিকের মরদেহ ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমতলীতে বৃদ্ধা মাকে ছেলের নির্যাতন।পুড়িয়ে মারার হুমকি। পালিয়ে বেড়াচ্ছেন মা।

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
প্রতারনা করে জমি লিখে নেয়া ও নির্যাতন সইতে না পেরে ছেলে জসিম মোল্লার বিরুদ্ধে মা চন্দ্রা ভানু (৮৫) থানা লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ দেয়ায় পরে মাকে ছেলে জসিম পুড়িয়ে মারার হুমকি দিয়েছে। ছেলের ভয়ে মা প্রতিবন্ধি মেয়ে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। ঘটনা ঘটেছে বরগুনার আমতলী উপজেলার ঘটখালী গ্রামে।
জানাগেছে, উপজেলার ঘটখালী গ্রামের মৃত্য মেনাজ উদ্দিন মোল্লা ২০১০ সালে মারা যান। তার মুত্যূতে স্ত্রী চন্দ্রা ভানু ২২ শতাংশ জমি পায়। ছোট ছেলে জসিম উদ্দিন মোল্লা বৃদ্ধা মায়ের কাছে দুই শতাংশ জমি দাবী করেন। মা ছেলেকে দুই শতাংশ জমি দিতে রাজি হয়। কিন্তু ২০১৩ সালে ছেলে জসিম মায়ের সাথে প্রতারনা করে সমুদয় জমি দলিল করে নেন। এরপর মাকে বাড়ী থেকে তাড়িয়ে দেয়। মা জমি লিখে নেয়ার বিষয়টি কাউকে জানাননি। জমি লিখে নেয়ার পর থেকে বৃদ্ধা মাকে প্রায়ই জসিম অকথ্য ভাষায় গালিগালিজসহ লাঞ্ছিত করে আসছে এমন অভিযোগ মা চন্দ্রা ভানুর। ছেলে নির্যাতন সইতে না পেরে জমি লিখে নেয়ার বিষয়টি অন্য ছেলেদের জানিয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ছেলে জসিম গত রবিবার মাকে মারধর করে। এদিকে মাকে মারধর ও জমি লিখে নেয়ার বিষয়ে ভাই নাশির উদ্দিন মোল্লা ও বশির মোল্লা প্রতিবাদ করলে তাদের নামে থানায় মিথ্যা মামলা দিয়েছে বলে অভিযোগ করেন মা চন্দ্রা ভানু। প্রতারনা করে জমি লিখে নেয়া ও নির্যাতন সইতে না পেরে মা চন্দ্রা ভানু রবিবার ছেলে জসিম মোল্লার বিরুদ্ধে আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ দেয়ার পরে মাকে ছেলে জসিম পুড়িয়ে মারার হুমকি দিয়েছে। ছেলের ভয়ে মা প্রতিবন্ধি মেয়ে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন।
বৃদ্ধা মা চন্দ্রা ভানু বলেন, আমার ছোট ছেলে জসিম মোল্লা বাড়ী করবে বলে আমার কাছে ২ শতাংশ জমি দাবী করেন। আমি সরল মনে ২ শতাংশ জমি দিতে রাজি হই। কিন্তু আমার সরলতার সুযোগে জসিম আমার সাথে প্রতারনা করে ২২ শতাংশ জমি লিখে নিয়েছে। তিনি আরো বলেন, জমি লিখে নেয়ার পর থেকে জসিম আমার খোজ খবর নেয় না এবং খারাপ আচরণ করে। গত রবিবার আমি জানতে পারি আমার সমুদয় জমি লিখে নিয়েছেন। এ বিষয় জসিমকে জিজ্ঞেস করলে আমাকে মারধর করেছে। তাই জমি লিখে নেয়া ও নির্যাতন সইতে না পেরে আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। অভিযোগ দেয়ার পরে জসিম আমাকে পুড়িয়ে মারার হুমকি দিচ্ছে। ওর ভয়ে আমি প্রতিবন্ধি মেয়ে নিয়ে পালিয়ে বেড়াচ্ছি।
আমি এ ঘটনার বিচার চাই।
ছেলে জসিম উদ্দিন মোল্লা মাকে মারধরের কথা অস্বীকার করে বলেন, মা-ই আমাকে জমি লিখে দিয়েছেন।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।