বরগুনায় শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত শিক্ষা প্রতিষ্ঠান

একটানা ১৮ মাস অর্থাৎ ৫৪৩ দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর আজ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ায় শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে শিক্ষা প্রতিষ্ঠান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের আনন্দ আর উচ্ছাস লক্ষ্য করা গেছে।

বরগুনা সরকারি কলেজে গিয়ে দেখা গেছে, প্রবেশ ফটকে প্রতিটি শিক্ষার্থী স্যানিটাইজার এবং মাস্ক ব্যবহার করছে। বরগুনা সরকারি মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয় গিয়ে দেখা গেছে, গেট দিয়ে প্রবেশের পথে শিক্ষার্থীদের হাত ধুয়ে, তাপমাত্রা মেপে ক্লাসে যেতে দেয়া হচ্ছে। তবে বেশীর ভাগ শিক্ষা প্রতিষ্ঠানেই তাপমাত্রা পরিমাপ যন্ত্র দেখা যায়নি।

বরগুনা সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিয়া হাসান বলেন,অনেক দিন পরে সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। আমাদের অনুরোধ, স্বাস্থ্যবিধি মেনে যেন স্কুল খোলা রাখা হয়।

 

তবে হাফেজি মাদ্রাসায় স্বাস্থ্যবিধি ছিলো উপেক্ষিত। মাদ্রাসায় গিয়ে দেখা গেছে, শিশু শিক্ষার্থীদের জন্য   কোন ধরনের হ্যান্ড স্যানেটাইজারের ব্যবস্থা নেই। কারো সাথে নেই মাস্ক! গাদাগাদি করে বসানো হয়েছে শিশুদের।

আমতলীর জীবিত অজিফা বেগম ভোটার তালিকায় মৃত! বিধাব ভাতার জন্য আবেদন করতে পারছেন না

আমতলী প্রতিনিধি।
আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর টেপুরা গ্রামের বিধবা অজিফা বেগম (৬১) বাস্তবে জীবিত হয়েও ভোটার তালিকায় তিনি মৃত। ভোটার তালিকায় মৃত্যু থাকায় অজিফা বিধবা ভাতার জন্য আবেদন কতে পারছেন না। মঙ্গলবার বিধবা ভাতার জন্য আবেদন করতে গিয়ে ভোটার তালিকায় তার নাম মৃত্যু দেখতে পান। মৃত্যু শুনে কান্নায় ভেঙ্গে পরেন বৃদ্ধা অজিফা।
জানাগেছে, আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর টেপুরা গ্রামের অজিফা বেগমের (৬১) স্বামী এছব সিকদার ২০ বছর পুর্বে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যান। স্বামীর মৃত্যুর পর অজিফা বেগম অন্যের বাড়ীতে ঝিয়ের কাজ করে দুই ছেলেকে বড় করে তোলেন। ছেলেরা বিয়ে করে অন্যত্র চলে যাওয়ায় অতি কষ্টে দিনাতিপাত করছেন অজিফা। বয়সের ভারে এখন আর ঝিয়ের কাজ করতে পারছেন না তিনি। বিধবা ভাতায় নাম অন্তর্ভুক্ত করতে মঙ্গলবার হলদিয়া ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে অনলাইনে আবেদন করতে যান। অনলাইনে আবেদন করতে গিয়ে দেখেন ভোটার তালিকায় অজিফা বেগম মৃত। ভোটার তালিকায় মৃত্যু শুনে অজিফা কান্নায় ভেঙ্গে পরেন।
অজিফা বেগম কান্নাজনিত কন্ঠে বলেন, ‘মুই গরীব মানু। মানের বাড়ী কাম হইর‌্যা খাই। এ্যাহন ভাতার টাহার লইগ্যা আবেদন হরতে আইয়্যা হুনি ভোডার তালিকায় মুই মারা গেছি। মুই মরার আগেই মোরো মাইর‌্যা হালাইছে। এ্যাহন ভিক্ষা হরা ছাড়া মোর কোন উপায় নাই”।
হলদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক বলেন, অজিফা বেগম জীবিত। ভোটার তালিকায় তাকে মৃত দেখানো হচ্ছে এটা খুবই দুখজনক। নির্দিষ্ট সময়ের মধ্যে তার ভোটার তালিকা সংশোধন করা না গেলে তিনি বিধবা ভাতার জন্য আবেদন করতে পারবে না। আবেদন করতে না পারলে একজন দরিদ্র অজিফা তার অধিকার থেকে বঞ্চিত হবে। আশা করি নির্বাচন অফিস দায়িত্ব নিয়ে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে অজিফার ভোটার তালিকা সংশোধন করে দেওয়ার উদ্যোগ নেবেন।
আমতলী উপজেলা নির্বাচন অফিসার মোঃ তরিকুল ইসলাম বলেন, জীবিত অজিফাকে ভোটার তালিকায় মৃত দেখানো এটা হয়তো ভুলক্রমে হয়েছে। অজিফার জীবিত থাকার প্রমাণসহ আবেদন করলে অল্প সময়ের মধ্যে সংশোধন করে দেওয়া হবে।

বরগুনায় অ্যাম্বুলেন্সে ইয়াবা বহন, আটক ৪

বরগুনায় অ্যাম্বুলেন্সে করে ইয়াবা নিয়ে যাওয়ার সময় চারজনকে আটক করেছে বরগুনা জেলা পুলিশ। এসময় অ্যাম্বুলেন্সে তল্লাশি করে ৮০ পিস ইয়াবা উদ্বার করা হয়।

বরগুনার পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিক সাংবাদিকদের জানান, বিশ্বস্ত সূত্রে জানতে পারেন বরিশাল থেকে অ্যাম্বুলেন্সে বরগুনায় মাদক নিয়ে আসা হচ্ছে। সোমবার রাত পৌনে ৯ টার দিকে বরগুনার ২ নং গৌরিচন্না ইউনিয়নের নতুন বাসস্ট্যান্ড এলাকায় অ্যাম্বুলেন্স থামিয়ে অভিযান চালায় পুলিশ। এসময় ৮০ পিস ইয়াবাসহ চারজনকে আটক করা হয়। এরা বরিশাল থেকে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের ভাড়া একটি অ্যাম্বুলেন্সে করে ইয়াবা বহন করছিলো। অ্যাম্বুলেন্সটিও (ঢাকা মেট্রো-ছ ৭১০১৬৬) জব্দ করা হয়।

আটক হওয়া চারজন হচ্ছে, ২নং গৌরীচন্না ইউনিয়নের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার সেরাজুল হকের ছেলে শহিদুল ইসলাম শুভ (২৬), একই এলাকার বাচ্চু খানের ছেলে আবদুল্লাহ খান (৪০), বরিশালের শেরে বাংলা রোড এলাকার হানিফ কাজীর ছেলে কাজী জুয়েল (৩৫) এবং বরিশালের ওয়াপদা কলোনী এলাকার চিত্তরঞ্জন সরকারের ছেলে অ্যাম্বুলেন্স চালক দিপক সরকার (২৫)।

আমতলীতে ফসলি জমিতে বিদ্যুৎ উপ কেন্দ্র নির্মাণে অধিগ্রহন নোটিশ জমি হারানোর ভয়ে আতঙ্কিত গ্রামবাসী

আমতলী প্রতিনিধি ।
আমতলী উপজেলার সদর ইউনিয়নের চলাভাঙ্গা গ্রামে ত্রি ফসলি জমিতে বিদ্যুৎ উপ কেন্দ্র নির্মাণের জন্য ভূমি অধিগ্রহন কার্যক্রম শুরু করেছে বরগুনা জেলা প্রশাসন। ৪৮.৮৫ একর জমি নির্ধারণ করে শনিবার ২’শ ৮৫ জন জমির মালিককে নোটিশ জারি করা হয়েছে। নোটিশ পেয়ে কৃষকরা জমি হারানোর ভয়ে আতঙ্কিত হয়ে পরেছেন। জমির মালিকদের দাবী জামেলা ছাড়াই যে তারা ন্যায্য মুল্য পান।
জানা গেছে, বিদ্যুৎ মন্ত্রণালয়ের আওতায় পাওয়ার গ্রিড কোম্পানী অব বাংলাদেশ লিমিটেড’র মাধ্যমে সরকার ৪ শ’ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের জন্য আমতলী সদর ইউনিয়নের ৫১ নং মৌজার চলাভাঙ্গা গ্রাম নির্ধারন করেন। জরিপ এবং যাচাই বাছাই শেষে ভূমি অধিগ্রহনের কার্যাক্রম শুরু করেছে বরগুনা জেলা প্রশাসন কার্যালয়। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ৪৮.৮৫ একর জমির প্রয়োজন। ওই জমি নির্ধারণ করে চলাভাঙ্গা গ্রামের ২৮৫ জন জমির মালিকে শুক্রবার সকালে বরগুনা জেলা প্রশাসন কার্যালয়ের ভূমি অধিগ্রহন কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান এবং সার্ভেয়ার মোঃ আলী হোসেন স্বাক্ষরিত নোটিশ জারি করা হয়েছে। নোটিশ পাওয়ার পরপরই জমির মালিকরা তাদের একমাত্র কৃষি জমি হারানোর ভয়ে আতঙ্কিত হয়ে পরেছেন।
চলাভাঙ্গা গ্রামের গোলাম কিবরিয়া বলেন, আমি ১৫ লাখ টাকা খরচ করে পেঁপে বাগান, মাছের ঘের, লাউ এবং সবজি চাষ করেছি। আমার ঘেরের সব জমি অধিগ্রহন করবে। আমি কিভাবে সংসার চালাবো তা ভেবে পাচ্ছি না।
নাসির খান ও সেকান্দার খান বলেন, মোর ধানের জাগা নাই। বাড়ির যেডু জাগা আছে হেই জাগা সরকার নেওয়ার লইগ্যা নোটিশ দেছে। এ্যাহন মোরা কোম্মে থাকমু হেই চিন্তা হরি।
সেরাজ খান বলেন, আমার ১৩ একর জমি অধিগ্রহনের জন্য নোটিশ দিয়েছে। বাপ দাদার কাইল্যা সব জাগা লইয়্যা যাইবে। মোর গুড়াগাড়া লইয়্যা কি খামু।
ছত্তার হাওলাদার বলেন, মোগো তিন ফসলী জমি বিদ্যুতের লইগ্যা এহন সব লইয়া যাইবে। মোগো জমি জমা আর কিছু রইবে না।
আমতলী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা বলেন, জমির প্রকৃত মালিকরা যাতে ন্যায্য মূল্য পায় এবং কোন জামেলার সৃষ্টি না হয়ে সে জন্য জেলা প্রশাসক মহোদয়ের সুদৃষ্টি কামলা করছি।
বরগুনা জেলা প্রশাসন কার্যালয়ের ভূমি অধিগ্রহন কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান বলেন, পাওয়ার গ্রিড কোম্পানী অব বাংলাদেশ লিমিটেড এর বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণে জন্য আমতলী সদর ইউনিয়নের চলাভাঙ্গা গ্রামের ৫১ নং মৌজার ৪৮.৮৫ একর জমি অধিগ্রহন করতে ২৮৫ জন ভূমির মালিককে নোটিশ প্রদান করা হয়েছে।

আমতলীতে বিদেশ পাঠানোর কথা বলে ভাতিজির টাকা হজম। টাকা চাওয়ার পিটিয়ে হাত ভেঙ্গে দিলেন চাচা!

আমতলী প্রতিনিধি ।
সৌদি আবর পাঠানোর কথা বলে ভাতিজি সাথী আক্তারের কাছ থেকে প্রতারনা করে চাচা জাকির হোসেন হাওলাদার ৬০ হাজার টাকা দেন। বিদেশ না পাঠিয়ে ওই টাকা হজম করেছেন চাচা। এ টাকা চাইতে গেলে চাচা জাকির হোসেন স্বামী পরিত্যাক্তা ভাতিজিকে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে বলে অভিযোগ করেন সাথী। গুরুতর আহত সাথীকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে শনিবার সকালে আমতলী উপজেলার হরিমৃত্যুঞ্জয় গ্রামে।
জানাগেছে, উপজেলার হরিমৃত্যুঞ্জয় গ্রামের স্বামী পরিত্যাক্তা এক সন্তানের জননী মোসাঃ সাথী আক্তারকে সৌদি আরব পাঠানোর কথা বলে চাচা জাকির হোসেন হাওলাদার গত এক বছর পুর্বে ৬০ হাজার টাকা নেন। ওই টাকা নিয়ে চাচা জাকির হোসেন হজম করেন এমন অভিযোগ সাথী আক্তারের। চাচা ভাতিজিকে বিদেশ না পাঠিয়ে ঘুরাতে থাকে। শনিবার সকালে এ টাকা চাচার কাছে চাইতে যায় সাথী। এতে ক্ষিপ্ত হয়ে তাকে চাচা জাকির হোসেন লাঠি দিয়ে বেধরক মারধর করে। তার মারধরে সাথী আক্তারের বাম হাত ভেঙ্গে দেয়। স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ভাতিজি হাসপাতালে ভর্তিও খবর শুনে চাচা তাকে জীবন নাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন সাথী। এদিকে সাথী টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। অতি কষ্টে তিনি দিনাতিপাত করছেন।
আহত সাথী আক্তার বলেন, সৌদি আরব পাঠানোর কথা বলে চাচা জাকির হোসেন হাওলাদার আমার কাছ থেকে ৬০ হাজার টাকা নেয়। আমাকে বিদেশ না পাঠিয়ে চাচা ওই টাকা হজম করে ফেলেছে। আমি এ টাকা চাইতে গেলে আমাকে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।
প্রতারক চাচা জাকির হোসেন হাওলাদার বিদেশ পাঠানোর কথা স্বীকার করে বলেন, আমাকে সাথী ১৫ হাজার টাকা দিয়েছিল। ওই টাকা পাসপোর্ট বাবদ খরচ করেছি। তবে তিনি মারধরের কথা অস্বীকার করেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোশের্^দ আলম বলেন, আহত সাথী আক্তারের বাম হাত ভেঙ্গে গেছে। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহৃ রয়েছে। তাকে যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্বামীর মৃত্যুর ১৯ দিন পরে করোনায় আক্রান্ত হয়ে স্ত্রীর মৃত্যু। স্বামীর পাশেই চির নিন্দ্রায় স্ত্রী মারিয়া

আমতলী প্রতিনিধি:
কিডনী রোগে আক্রান্ত হয়ে স্বামী বশির উদ্দিনের মৃত্যুর ১৯ দিন পরে সাত মাসের অন্তঃস্বত্তা স্ত্রী মারিয়া আক্তার (২৯) প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। স্বামী-স্ত্রীর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ওই দম্পত্তির রেখে যাওয়া একমাত্র শিশু পুত্র মারজান অসহায় হয়ে পরেছে। স্বামীর পাশেই চির নিন্দ্রায় স্ত্রী মারিয়া। ঘটনা ঘটেছে শনিবার সকালে আমতলী উপজেলার চালিতাবুনিয়া গ্রামে।
জানাগেছে, আমতলী একে সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ বশির উদ্দিন হাওলাদার গত ৫ বছর ধরে কিডনী সমস্যায় ভুগছিলেন। স্বামীকে বাঁচাতে স্ত্রী মারিয়া আক্তার পাঁচ বছর প্রাণপণ চেষ্টা করে হেরে যান। গত ১৬ আগষ্ট স্বামী বশির উদ্দিন মারা যান। স্বামীর মুত্যুর পরই প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হন স্ত্রী মারিয়া। ১৯ দিন সাত মাসের অন্তঃস্বত্তা স্ত্রী মারিয়া প্রাণঘাতী করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করে শনিবার সকাল ৮ টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে মারা যান। ১৯ দিনের মাথায় স্বামী-স্ত্রীর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে শোকের মাতম। এক মাত্র মেয়েকে হারিয়ে পাগল প্রায় বাবা-মা। মারিয়ার মা মাহিনুর মেয়ের সেবা করতে গিয়ে অসুস্থ্য হয়ে পরেছেন। ওই দম্পত্তির রেখে যাওয়া সাত বছরের একমাত্র পুত্র সন্তান মারজান অসহায় হয়ে পরেছে। শনিবার বাড়ীতে মারিয়ার মরদেহ নিয়ে আসা হলে স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারনা হয়। ওইদিন দুপুরে জানাযা শেষে মরহুমার মরদেহ গ্রামের বাড়ী চাওড়া চালিতাবুনিয়া পারিবারিক কবরস্থানে স্বামী বশির উদ্দিনের পাশেই দাফন করা হয়।
মারিয়ার নানা আবদুস ছালাম মাষ্টার কান্নাজনিত কন্ঠে বলেন, এমন মর্মান্তিক মৃত্যু যেন আল্লাহ কাউকে না দেয়। স্বামীর মৃত্যুর ১৯ দিন পরে স্ত্রী মারিয়া সাত মাসের অন্তঃস্বত্তা অবস্থায় মারা গেছেন। মারিয়ার সাত বছরের একমাত্র পুত্র সন্তান মারজানকে দেখাশুনা করা কেউ রইলো না।

তালতলীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আমতলী প্রতিনিধি:
সোলায়মান হাওলাদারের আড়াই বছরের শিশুপুত্র আবু বকর পুকুরের পানিতে ডুবে মারা গেছে। ঘটনা ঘটেছে তালতলী উপজেলার উত্তর বাদুরগাছা গ্রামে শুক্রবার সকালে।
জানাগেছে, উপজেলার উত্তর বাদুরগাছা গ্রামের সোলায়মান হাওলাদারের শিশুপুত্র আবু বকর পরিবারের সকলের অজান্তে পুকুরে পড়ে যায়। শিশু আবু বকরকে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে থাকে। ঘন্টা খানেক পরে পরিবারের লোকজন পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। স্বজনরা তাৎক্ষনিক তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক হিমাদ্রী রায় শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন।
শিশুটির নানা জামাল হোসেন বলেন, শিশু আবু বকর পুকুরের পানিতে ডুবে মারা গেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হিমাদ্রী রায় বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পূর্বেই মারা গেছে।

আমতলীতে কৃষককে পিটিয়ে টাকা ছিনতাই, হত্যার উদ্দেশ্যে হাত-পা বেঁধে পায়রা নদীতে ফেলে দেয়ার চেষ্টা

আমতলী প্রতিনিধি:
কৃষক রাসেল মীরকে সন্ত্রাসীরা পিটিয়ে ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হত্যার উদ্দেশ্যে হাত-পা বেধে নদীতে ফেলে দেয়ার চেষ্টা করেন সন্ত্রাসীরা। স্থানীয় লোকজনের সহযোগীতায় অল্পের জন্য রক্ষা পায় সে এমন অভিযোগ আহত রাসেল মীরের। স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে আমতলী উপজেলার ঘোপখালী গ্রামে।

জানাগেছে, উপজেলা ঘোপখালী গ্রামের কৃষক রাসেল মীর বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে সার-ঔষধের বকেয়া টাকা পরিশোধ করতে ঘোপখালী স্ট্যান্ডে যাচ্ছিল। পথিমধ্যে সন্ত্রাসী শাওন বেগ, রানা হাওলাদার, বেল্লাল তালুকদার ও নাঈম কৃষক রাসেল মীরকে ধরে পশুরবুনিয়া নামক স্থানে পায়রা নদীর পাড়ে নিয়ে যায়। ওইস্থানে নিয়ে তাকে পিটিয়ে গুরুতর যখম করে এবং তার সাথে থাকা ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে হাত-পা বেঁধে পায়রা নদীতে ফেলে দেয়ার চেষ্টা করে এমন অভিযোগ রাসেলের। কিন্তু স্থানীয় লোকজনের সহযোগীতায় সে রক্ষা পায়। তার ডাক চিৎকারে লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

মনির ও শহীদুল বলেন, রাসেল মীরের ডাক চিৎকারে আমরা ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আমরা না আসলে রাসেলকে সন্ত্রাসীরা নদীতে ফেলে দিতো।
আহত রাসেল মীর বলেন, আমি সার-ঔষধের বকেয়া টাকা পরিশোধ করতে ঘোপখালী স্ট্যান্ডে যাচ্ছিলাম। পথিমধ্যে শাওন বেগ, রানা হাওলাদার, বেল্লাল তালুকদার ও নাঈম আমাকে ধরে পায়রা নদীর পাড়ে নিয়ে যায়। ওইখানে নিয়ে পিটিয়ে আমার সাথে থাকা ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে। তিনি আরো বলেন, সন্ত্রাসীরা আমাকে হত্যার উদ্দেশ্যে হাত-পা বেঁধে পায়রা নদীতে ফেলে দেয়ার চেষ্টা করে। আমার ডাক চিৎকারে লোকজন ছুটে আসলে আমি প্রাণে রক্ষা পাই। আমি এ ঘটনার বিচার চাই।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হিমাদ্রী রায় বলেন, আহত রাসেল মীরের শলীরের বিভিন্ন স্থানে যখমের চিহৃ রয়েছে। তাকে যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে।
আমতলী থানার ওসি রনজিৎ কুমার সরকার বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বরগুনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বরগুনার তালতলীর উপজেলার উত্তর বাদুরগাছা গ্রামের আবু বকর নামে আড়াই বছরের একটি শিশু শুক্রবার সকালে পুকুরের পানিতে ডুবে মারা যায়।

তালতলী উপজেলার উত্তর বাদুরগাছা গ্রামের সোলায়মান হাওলাদারের শিশুপুত্র আবু বকর পরিবারের সকলের অজান্তে পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পরে ডুবে যায়। শিশু আবু বকরকে অনেকক্ষণ ধরে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে থাকে। ঘন্টা খানেক পরে পুকুরের পানি থেকে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। স্বজনরা তাৎক্ষনিক তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক হিমাদ্রী রায় তাকে মৃত ঘোষনা করেন।

আমতলীতে মৎস্য চাষীদের প্রশিক্ষণ ও পোনা অবমুক্ত

আমতলী প্রতিনিধি:
আমতলী উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে ২৫ মাছ চাষীদের প্রশিক্ষণ ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার পুর্ব চিলা রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ^জিৎ দেব।
জানাগেছে, জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে আমতলী উপজেলা মৎস্য অফিস বিভিন্ন কর্মসুচীর উদ্যোগ নেয়। ওই কর্মসুচীর মধ্যে বৃহস্পতিবার উপজেলার পুর্ব চিলা রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ২৫ জন মাছ চাষীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে মৎস্য অধিদপ্তরের খননকৃত জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোসাঃ হালিমা সরদার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হুমায়ূন কবির, ক্ষেত্র সহকারী জগদীশ চন্দ্র বসু, মৎস্য চাষী রাহাত আকন, নান্নু মিয়া ও রাকিব আকন প্রমুখ।