বেপরোয়া মাহেন্দ্র গাড়ীর চাপায় বৃদ্ধা আহত

আমতলী প্রতিনিধি:
বেপরোয়া গতির মাহেন্দ্র গাড়ীর চাপায় আম্বিয়া বেগম নামের ৭০ বছরের এক বৃদ্ধা গুরুতর আহত অভিযোগ পাওযা গেছে। আহত আম্বিয়াকে বরিশাল শেবাচিম হাওপাতালে পাঠানো হয়েছে। ঘটনা ঘটেছে রবিবার বেলা ১১ টার দিকে আমতলী-কুয়াকাটা মহাসড়কের দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামে।
জানাগেছে, উপজেলার দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামের মৃত্যু হাসেম মিয়ার স্ত্রী আম্বিয়া বেগম আমতলী-কুয়াকাটা মহাসড়ক পাড় হয়ে রাস্তার কিনারে দাড়িয়ে ছিল। এমন মুহুর্তে রেপরোয়া গতিতে একটি মাহেন্দ্র গাড়ী বৃদ্ধাকে চাপা দেয়। মুহুর্তেই বৃদ্ধা মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। দ্রুত তার স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ হিমাদ্রী রায় বৃদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে।
আহত বৃদ্ধার নাতি মোঃ ইব্রাহিম মিয়া বলেন, বেপরোয়া গতির মাহেন্দ্র আমার দাদীকে চাপা দিয়েছে। আমার দাদীর অবস্থা আশঙ্কাজনক।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ হিমাদ্রী রায় বলেন, সঙ্কটজনক অবস্থায় বৃদ্ধাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বরগুনা জেলা প্রশাসকের পুজা মন্ডপ পরিদর্শন

আমতলী প্রতিনিধি।
বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান আমতলী পৌর শহরের বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেছেন। মঙ্গলবার রাতে এ পুজামন্ডপ পরিদর্শন করেন তিনি।
জানাগেছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা সোমবার অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়। প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রার্দুভাবে গত বছর এ উৎসবে দর্শনার্থীরা উপস্থিত হতে পারেনি। এ বছর মানুষ উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গাপুজায় অংশ নিয়েছেন। আমতলী পৌর শহর ও উপজেলায় ১৩টি মন্দিরে দুর্গা উৎসব চলছে। মঙ্গলবার সপ্তামীর রাতে আমতলী উপজেলা কেন্দ্রিয় শ্রী শ্রী দুর্গা মন্দির, পৌর শহরের রামকৃষ্ণ মন্দির, বন্দে শ্রী বিষ্ণু পরমাপদ মন্দির ও গাজীপুর বন্দর সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। পরে আমতলী কেন্দ্রিয় মন্দিরে মতবিনিময় সভায় অংশ নেন। কেন্দ্রিয় দুর্গাপুজা উদযাপন কমিটির সভাপতি ধীরাজ কুমার বিশ^াসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট এমএ কাদের মিয়া, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাজমুল ইসলাম। বক্তব্য রাখেন আমতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট হরিহর চন্দ্র দাস, ইউপি চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান বাদল খাঁন, সোহেলী পারভীন মালা ও অ্যাডভোকেট এইচ এম মনিরুল ইসলাম মনি প্রমুখ।
আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন, মানুষ আনন্দ ঘন পরিবেশে মন্দিরে এসে শারদীয় দুর্গা উৎসব উপভোগ করছেন। পুজা উপলক্ষে উপজেলার সকল মন্দিরে সহযোগীতা করা হয়েছে। এ সহযোগীতা অব্যাহত থাকবে বলে তিনি আশ^াস দেন।
বরগুনা জেলা প্রশাসক প্রধান অতিথি মোঃ হাবিবুর রহমান বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা জেলার সর্বত্র সুন্দর ও মনোরম পরিবেশে উদযাপিত হচ্ছে। প্রাণঘাতী করোনা ভাইরাসের মধ্যেও এ উৎসব মিলন মেলায় পরিনত হয়েছে। তিনি আরো বলেন, সরকারীভাবে জেলার সকল মন্দিরে উৎসব পালনে বরাদ্দ দেয়া হয়েছে।

বরগুনায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

ধর্মীয় সম্প্রিতি ও সচেতনতামূলক প্রচারনার আওতায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ধর্ম  বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

অতিরিক্ত জেলা প্রশাসক জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে আরও উপস্থিত ছিলেন বরগুনা ১ আসনের সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সংরক্ষিত আসন-৩১৫ সংসদ সদস্য সুলতানা নাদিরা, বরগুনা ২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন, বরগুনা ও পাথরঘাটা পৌর মেয়র, বরগুনা, তালতলী, বেতাগী, বামনা ও পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ, মুসলিম, সনাতন, বৌদ্ধ, খ্রীষ্টান ধর্মীয় প্রতিনিধিরা।

মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার এস.এম. তারিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আ. রশিদ, আ. মোতালেব মৃধা, পিপি, অ্যাড. ভূবন চন্দ্র হালদার, খ্রীষ্টান সম্প্রদায় প্রতিনিধি, দিলীপ বুলবুল গোমেজ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সভাপতি গৌরাঙ্গ সিকদার শিবু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল হাফিজ, নিউ নিউ খেইন, মংচিন থান প্রমূূূখ।

আমতলীতে গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

আমতলী প্রতিনিধি।
২’শ ৫০ গ্রাম গাজাসহ সবুজ হাওলাদার নামের এক মাদক বিক্রেতাকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে আমতলী পৌর শহরের বাসুগী গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
জানাগেছে, উপজেলার দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামের আব্দুর রহিম হাওলাদারের ছেলে সবুজ হাওলাদার দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে। শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই আব্দুল হাই আমতলী পৌর শহরের বাসুগী গ্রাম থেকে বিক্রিরত অবস্থায় সবুজ হাওলাদারকে গ্রেফতার করে। এ সময় তার শরীর তল্লাশী করে দুই’শ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় সবুজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, দুই’শ ৫০ গ্রাম গাঁজাসহ সবুজ হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে।

আমতলীতে তিন মাদক বিক্রেতা গ্রেফতার। জেল হাজতে প্রেরন

আমতলী প্রতিনিধি:
৬৫ পিস ইয়াবাসহ রাকিবুল মীর এবং দুই’শ গ্রাম গাঁজাসহ খবির ও জুলহাস হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার পুর্ব চিলা গ্রাম থেকে রাকিবুল এবং সেকান্দারখালী গ্রাম থেকে খবির ও জুলহাসকে গ্রেফতার করা হয়। বুধবার আসামীদেরকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জানাগেছে, উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক নারী সদস্য শাহনাজ বেগমের ছেলে মোঃ মাসুম মৃধা গত ৫ বছর ধরে কক্সবাজার ও কুয়াকাটাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ইয়াবা সংগ্রহ করে। তিনি ওই ইয়াবা ২০ জন খুচরা বিক্রেতাদের মাধ্যমে এলাকার সর্বত্র বিক্রি করে আসছে এমন অভিযোগ স্থানীয়দের। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই মোঃ দাদন মিয়া পুর্ব চিলা গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রিরত অবস্থায় রাকিবুল মীরকে গ্রেফতার করে। এ সময় তার শরীর তল্লাশী করে ৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপর দিকে এসআই শুভ বাড়ৈ সেকান্দারখালী গ্রাম থেকে গাজা বিক্রিরত অবস্থায় খবির ও জুলহাস নামের দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করে। ওই দুই মাদক বিক্রেতার শরীর তল্লাশী করে দুই’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আমতলী থানায় ওইদিন রাতে রাকিবুল ও ইয়াবা বিক্রির মুল হোতা মাসুম মৃধা এবং খবির ও জুলহাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। পুলিশ বুধবার মাদক বিক্রেতা তিনজনকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, সাবেক ইউপি সদস্য মোসাঃ শাহনাজের ছেলে মাসুম মৃধা দেশের বিভিন্ন অঞ্চল থেকে ইয়াবা এনে এলাকায় বিক্রি করছে। মাসুমের ইউনিয়নে অন্তত ২০-২৫ জন খুচরা ইয়াবা বিক্রেতা রয়েছে। তারা এলাকায় খুচরা ইয়াবা বিক্রি করছে। কিন্তু ইয়াবা বিক্রির মুল হোতা মাসুম মৃধা ধরা ছোয়ার বাহিরে থেকে যাচ্ছে। হলদিয়া ইউনিয়ন থেকে ইয়াবা মুক্ত করতে মাসুমকে দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান এলাকাবাসী।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, ৬৫ পিস ইয়াবাসহ রাকিবুল মীর ও গাজাসহ খবির ও জুলহাস নামের তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, রাকিবুলের কথিত মতে ইয়াবা বিক্রির মুল হোতা মাসুম মৃধাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

আমতলীতে ইউপি নির্বাচনের জের ধরে শিক্ষককে রড দিয়ে পিটিয়ে জখম

আমতলী প্রতিনিধি।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের জের ধরে নৌকার সমর্থক মোঃ আনোয়ার হোসেন মাষ্টারকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে। আহত আনোয়ার মাষ্টারকে স্বজনরা উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের পশ্চিম সোনাখালী গ্রামে।
জানাগেছে, উপজেলার কুতুবপুর সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ আনোয়ার হোসেন মাষ্টার গত ২০ জুন মাসে অনুষ্ঠিত আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী মোঃ হারুন অর রশিদ হাওলাদারের সমর্থণ করে। এতে ক্ষিপ্ত হন স্বতন্ত্র প্রার্থী মোঃ রফিকুল ইসলাম রিপন হাওলাদরের সমর্থক মাহবুব মাদবর, মোশাররফ মাদবর, বশির খান ও সাবেক ইউপি সদস্য শিপু এমন দাবী আহত আনোয়ার হোসেন মাষ্টারের। বৃহস্পতিবার রাতে কুকুয়া বাজার থেকে আনোয়ার মাষ্টার গ্রামের বাড়ী পশ্চিম সোনাখালী যাচ্ছিল। পথিমধ্যে ওতপেতে থাকা স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মাহবুব মাদবর, মোশাররফ মাদবর, বশির খান, সবুজ, সাবেক ইউপি সদস্য শিপু, রিপন ও রহমানসহ ১০-১২ জন লোকে তাকে ধরে খালের পাড়ে নিয়ে যায়। ওই খানে নিয়ে লোহার রড, রেইঞ্জ ও চাপাডি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। তারা তার মাথা,বাহুসহ শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে থেকলে দেয়। তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেছে। ওই হাসপাতালে তিনি মুমুর্ষাবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। গত ২০ ঘন্টায়ও তার জ্ঞান ফিরেনি বলে জানান আহত আনোয়ার মাষ্টারের ছোট ভাই সুলতান খাঁন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আহত আনোয়ার মাষ্টারের ছোট ভাই সুলতান খান বলে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরপরই বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপনের সমর্থক মাহবুব মাদবর, মোশাররফ মাদবর, বশির খান, সবুজ ও সাবেক ইউপি সদস্য শিপু আমার ভাইয়ের চলাচলের পথে বেড়া দিয়ে দেয়। এ নিয়ে তাদের সাথে বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে তারা আমার ভাইকে রড, রেইঞ্জ ও চাপাডি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে। তিনি আরো বলেন, আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে তারা মারধর করেছে। আমি এ ঘটনার বিচার চাই।
এ ঘটনার সাথে জড়িত মাহবুব মাদবর মারধরের কথা অস্বীকার করে বলেন, এ বিষয়ে আমি কিছুই জানিনা। আমি গতকাল শ্বশুর বাড়ীতে বেড়াতে এসেছি।
আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ হাওলাদার বলেন, নির্বাচনী জের ধরে আমার সমর্থক আনোয়ার মাষ্টারকে বর্তমান চেয়ারম্যানের সমর্থকরা রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে।
আঠারোগাছিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বলেন, তিন মাস আগে নির্বাচন শেষ হয়েছে এখনো নির্বাচনী জের থাকার কথা না। তাদের আভ্যান্তরীন কোন্দলে এ ঘটনা ঘটে থাকতে পারে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমতলীতে খাদ্য বান্ধব তালিকায় নাম থাকলেও চাল পায়নি হতদরিদ্ররা অভিযোগ ওঠেছে ডিলাররা কার্ড রেখে চাল দেয়নি!

আমতলী প্রতিনিধি।
খাদ্য বান্ধব (ফেয়ার প্রাইজ) কর্মসুচীর তালিকায় নাম থাকলেও হতদরিদ্ররা চাল পায়নি বলে অভিযোগ পাওয়া গেছে। গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের ছয় হতদরিদ্র পরিবার ডিলার আবু জাফরের বিরুদ্ধে কার্ড রেখে চাল না দেয়ার অভিযোগ এনে বুধবার আমতলী উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ ওঠেছে গত জুলাই মাসের নির্বাচনের জের ধরে ইউপি চেয়ারম্যান ও সদস্যরা উপজেলায় কয়েক’শ হতদরিদ্রের নাম খাদ্য বান্ধব তালিকা থেকে বাদ দিয়ে তাদের কর্মী-সমর্থকরদের নাম অর্ন্তভুক্ত করেছেন। এতে উপজেলার অন্তত কয়েকশত হতদরিদ্র পরিবার সেপ্টেম্বর মাসে চাল পায়নি। খাদ্য বান্ধব তালিকা থেকে নাম বাদ দেয়ার বিপাকে পড়েছে চাল বঞ্চিত দরিদ্র পরিবারগুলো। দ্রুত তদন্ত সাপেক্ষে কার্যকরী ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।
জানাগেছে,২০১৬ সালে হতদরিদ্র পরিবারের জন্য ১০ টাকা কেজি দরে পরিবার প্রতি ৩০ কেজি চাল দেয়ার জন্য খাদ্য বান্ধব কর্মসুচী (ফেয়ারপ্রাইজ) শুরু করেন সরকার। ওই কর্মসুচীর আওতায় আমতলী উপজেলায় ১৩ হাজার ২’শ ৪৫ জন উপকার ভোগী চিহিৃত করা হয়। বছরে মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নবেম্বর এই ৫ মাস ওই চাল বিতরনের জন্য উপজেলায় ২৪ জন ডিলার নিয়োগ দেয় উপজেলা প্রশাসন। গত ৫ বছর ধরে এ সুবিধা পেয়ে আসছে উপজেলার হতদরিদ্র ১৩ হাজার ২’শ ৪৫ পরিবার। খোঁজ নিয়ে জানাগেছে, গত জুন মাসের ইউনিয়ন পরিষদ নির্বাচনের জের ধরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কয়েক’শ হতদরিদ্র পরিবারের নাম খাদ্য বান্ধব কর্মসুচীর তালিকা থেকে বাতিল করে চেয়ারম্যান ও ইউপি সদস্যরা তাদের কর্মী সমর্থকদের নাম তালিকায় অর্ন্তভুক্ত করেছেন। এতে বিপাকে পড়েছে উপজেলার চাল বঞ্চিত দরিদ্র পরিবারগুলো। এদিকে গুলিশাখালী ইউনিয়নে দুই হাজার দুই’শ ৮০ হতদরিদ্রদের নাম খাদ্য বান্ধব তালিকায় রয়েছে। এর মধ্যে কলাগাছিয়া গ্রামের ৫’শ ২০ পরিবার গত পাঁচ বছর ধরে এ সুবিধা পেয়ে আসছে। গত পাঁচ বছর ধরে ওই গ্রামের হতদরিদ্র জাকির মোল্লা, মোর্শ্বেদা বেগম, হালিমা বেগম, সোহাগ মোল্লা, খাদিজা ও মামুন মোল্লার নাম তালিকায় অর্ন্তভুক্ত থাকলেও সেপ্টেম্বর মাসে তাদের চাল দেয়নি ডিলার আবু জাফর। ডিলার মোঃ আবু জাফর খাদ্য বান্ধব কর্মসুচীর কার্ড ও টাকা রেখে দিয়েছেন। বুধবার চাল বঞ্চিত জাকির মোল্লা, মোর্শ্বেদা বেগম, হালিমা বেগম, সোহাগ মোল্লা, খাদিজা ও মামুন মোল্লা ডিলার আবু জাফরের বিরুদ্ধে টাকা নিয়ে চাল না দেয়া ও কার্ড নেয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ইউএনও মোঃ কাওসার হোসেনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, আগে চাল পেতাম কিন্তু এ মাস থেকে চাল পাইনি। ডিলার কার্ড রেখে বলে দিয়েছে তালিকা থেকে নাম বাতিল করে দেয়া হয়েছে। কিন্তু কেন নাম বাতিল করে দেয়া হয়েছে জানতে চাইলে ডিলাররা বলতে অস্বীকার করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন ভুক্তভোগী বলেন নির্বাচনের কারনে ইউপি চেয়ারম্যান ও সদস্যরা আমাদের নাম বাতিল করে তাদের কর্মী সমর্থকদের নাম তালিকায় অর্ন্থভুক্ত করেছেন।
গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের হতদরিদ্র জাকির মোল্লা, মোর্শ্বেদা বেগম, হালিমা বেগম, সোহাগ মোল্লা, ও মামুন বলেন, গত পাঁচ বছর ধরে আমরা চাল পেয়েছি। কিন্তু এ মাসে ডিলার আবু জাফর তালিকায় নাম নেই বলে কার্ড নিয়ে চাল দেয়নি। হঠাৎ আমাদের নাম উধাও হয়ে গেছে। তারা আরো বলেন, ডিলার জাফর টাকা খেলে আমাদের নাম কেটে অন্য মানুষকে দিয়েছে। এ বিষয়ে ইউএনও কাছে লিখিত অভিযোগ দিয়েছি। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান তারা।
একই গ্রামের খালিদা বেগম বলেন, চাউল দেয়ার কতা কইয়্যা টাহা ও কার্ড লইয়্যা গ্যাছে ডিলার আবু জাফর কিন্তু চাউল দ্যায় নাই। আগে চাউল পাইতাম তাতে ভালোই চলতাম। মুই গরিব মানু ক্যামনে চলমু হেইয়্যা কইতে পারি না।
ডিলার আবু জাফর ছয় পরিবারকে আগে চাল দেয়ার কথা স্বীকার এবং টাকা নেয়ার কথা অস্বীকার করে বলেন, এখন তাদের নাম বাতিল করে দেয়া হয়েছে তাই আমি চাল দেই নাই। কে তালিকা থেকে ছয় পরিবারের নাম বাতিল করেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান চেয়ারম্যান বাতিল করে দিয়েছে। কিন্তু চেয়ারম্যান ছয় পরিবারের নাম তালিকা থেকে বাতিল করে দেয়ার কথা অস্বীকার করেছেন।
গুলিশাখালী ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট এইচএম মনিরুল ইসলাম মনি ছয় পরিবারের নাম তালিকা থেকে বাতিল করে দেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, ডিলার আবু জাফরের বিরুদ্ধে খাদ্য বান্ধব কর্মসুচীর চাল বিতরনে বেশ অনিয়মের অভিযোগ রয়েছে। ছয় হতদরিদ্র পরিবারকে ডিলার চাল দেয়নি বলে আমার কাছেও অভিযোগ এসেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবী জানান তিনি।
গুলিশাখালী ইউনিয়ন খাদ্য বান্ধব কর্মসুচীর চাল বিতরন তদারকি কর্মকর্তা উপজেলা সহকারী শিক্ষা অফিসার সৈয়দ মনিরুজ্জামান বলেন, এ বিষটি আমার জানা নেই। অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মোঃ কাওসার হোসেন বলেন, আমি বর্তমানে তালতলীতে আছি। এ বিষয়ে অভিযোগ দিয়েছি কিনা আমার জানা নেই। আগামীকাল আমতলী অফিসে গিয়ে বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আমতলী মাছ ও কাচা বাজার আধুনিকায়ন অবকাঠামোর উদ্বোধন

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
এডিপির অর্থায়নে আমতলী পৌর মাছ ও কাচা বাজারের আধুনিকায়ন অবকাঠামো ও পুনঃ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার প্রধান অতিথি বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান এ অবকাঠামোর উদ্বোধন করেন।
জানাগেছে, আমতলী পৌরসভার এডিপির অর্থায়নে প্রায় এক কোটি টাকা ব্যয়ে পৌর মাছ ও কাচা বাজারের আধুনিকায়ন অবকাঠামো ও পুনঃনির্মানের উদ্যোগ নেয়। এ কাজ গত ১৫ সেপ্টেম্বর শেষ হয়। সোমবার এ অবকাঠামোর উদ্বোধন করেন প্রধান অতিথি বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন ইউএনও মোঃ কাওসার হোসেন, ওসি মোঃ শাহ আলম হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলহাজ¦ নুরুল ইসলাম মৃধা, হলদিয়া ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান অ্যাড, এইচএম মনিরুল ইসলাম মনি, মাছ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মাহবুবুর রহমান হিমু গাজী, পৌর সচিব মোঃ রফিকুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মজিবুল হায়দার, পৌর কাউন্সিলর মোঃ জাহিদুল ইসলাম জুয়েল, মোঃ হাবিবুর রহমান, মোয়াজ্জেম হোসেন ফরহাদ, চাওড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আহুরুজ্জামান আলমাস খান, ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ হারুন অর রশিদ হাওলাদার, আওয়ামীলীগ নেতা আবদুল জব্বার মাষ্টার, জাহিদুল ইসলাম জুয়েল মধা ও আব্দুস সোবাহান লিটন প্রমুখ।

৭ দফা দাবিতে তালতলীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের তিন হাজারের অধিক শ্রমিকদের মানববন্ধন, বিক্ষোভ, কর্মবিরতি

আমতলী প্রতিনিধি।
বরগুনার তালতলীতে কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের ৭ দফা দাবিতে পাওয়ার চায়নায় কর্মরত তিন হাজারের অধিক শ্রমিকরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। একইসাথে দাবি না মানার কারণে কর্মবিরতির ঘোষণা দেয়।

সোমবার সকাল ৮টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে অবস্থিত তাপবিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশ লেবার কংগ্রেস (বিএলসি) ব্যানারে আন্দোলন কর্মসূচি পালন করেন। এ সময় তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ফটকে থেকে শুরু করে প্রথম ফটকে শ্রমিকরা কয়েক ঘন্টা মানববন্ধন, বিক্ষোভ ও দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি দেয়।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর প্রযন্ত  শ্রমিকরা ৩ দিনের সময় বেঁধে দিয়ে পাওয়ার চায়না কোম্পানির কাছে ৭ দফা দাবি জানিয়ে আসছিল তারা। সেখানে দাবি গুলো হলো, শ্রম আইন অনুযায়ী ৮ ঘণ্টা ডিউটি করতে হবে ও অতিরিক্ত সময় ওভারটাইমের দ্বিগুণ মজুরি দিতে হবে। বিনা কারনে চাকরি থেকে ছাঁটাই ও প্রতি সপ্তাহে শুক্রবার ছুটি দিতে হবে এবং কাজ শেষে শ্রমিকদের পাওনা পরিশোধ করতে হবে। নামাজের স্থান, বিশুদ্ধ খাবার পানিসহ ৭ দফা দাবি ঘোষনা দেন। তিন দিনের মধ্যে দাবী না মানলে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে লিখিত দেন।  এই দাবি  মেনে না নেয়ায় সোমবার আন্দোলনে বিক্ষোভ কর্মসূচি করেন। পরে কর্মবিরতির ঘোষণা দেন।

বাংলাদেশ লেবার কংগ্রেস (বিএলসি) তালতলী শাখার সভাপতি মোঃ জাফর বলেন, গত তিনদিন অতিবাহিত হলেও কর্তৃপক্ষ দাবি না মানায় কর্মবিরতির চালিয়ে যাচ্ছে শ্রমিকরা। তিন দিন অতিবাহিত হলেও কর্তৃপক্ষের টনক নড়েনি। তাই শ্রমিকরা কঠোর কর্মসূচী দিতে বাধ্য হয়েছে।

স্টিকোল কোম্পানির উৎপাদন ব্যাবস্থাপক মিঃ হাও দায়সারা বক্তব্য দিয়ে বলেন যদি পাওয়ার চায়না কোম্পানি শ্রমিকদের দাবি মানে তাহলে আমরাও দাবি মানবে।

বরগুনায় ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দী সাংবাদিকের মুক্তির দাবি

বরগুনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দেড় বছর ধরে কারাভোগকারী সাংবাদিক মীর জামালের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রবিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বরগুনা টাউনহলের অগ্নিঝড়া একাত্তর চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মীর জামাল দৈনিক দিপাঞ্চল পত্রিকার বার্তা সম্পাদক ও বাংলানিউজের জেলা প্রতিনিধি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মীর জামালের মা-বাবা, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক মো,হাসানুর রহমান ঝন্টু, দৈনিক দ্বীপাঞ্চল পত্রিকার সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ্যাড. সোহেল।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আরিফ হোসেন ফসল, একাত্তর টিভির বরগুনা প্রতিনিধি ইমরান টিটু ও দীপ্ত টিভির শাহ আলী ইউপি সদস্য মীর আব্দুল কুদ্দুস প্রমূখ।

 

প্রসঙ্গত, গত বছরের ২৪ এপ্রিল সদরের পানামা রোড এলাকার লামিয়া নামে এক নারী সম্মানহানি ও তাদের বসতঘরে টাকা ও স্বর্নালংকার লুটের অভিযোগ করে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক মীর জামাল ও নিউজ টুয়েন্টিফোরের বরগুনা প্রতিনিধি সুমন শিকদারসহ ৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় সবাইকেই গ্রেফতার করেন পুলিশ। সাংবাদিক সুমন শিকদার সহ ৫ জনের জামিন হলেও মীর জামালের জামিন দেড় বছরেও হয়নি। আজ দেড় বছর যাবত বরগুনা কারাগারে রয়েছেন জামাল। তিন বছরের কন্যা সন্তান নিয়ে তার স্ত্রী বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে জামিনের জন্য ঘুরে বেড়িয়েছে তাতেও কোনো লাভ হয়নি।