বরগুনা জেলা ছাত্রলীগের কমিটি অবাঞ্ছিত ঘোষণা

ডেস্ক রিপোর্ট : 
সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রলীগ ঘোষিত বরগুনা জেলা ছাত্রলীগের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক। বরগুনায় ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যায় করা বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেন তারা।

বিক্ষোভ সমাবেশে দেওয়া বক্তব্যে জেলা আওয়ামী লীগ সভাপতি ও বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, বরগুনা জেলা ছাত্রলীগের যে কমিটি কেন্দ্রীয় ছাত্রলীগ ঘোষণা করেছে তা সম্পূর্ণ নিয়মের বাইরে গিয়ে করা হয়েছে। যার কারণে ছাত্রলীগের ত্যাগী নেতাকর্মীরা হতাশ। এজন্য বর্তমানে ছাত্রলীগের মধ্যে দুই গ্রুপ তৈরি হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের এমন কাজের কারণেই ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়।  সম্প্রতি ঘোষণা করা কমিটি অবৈধ। যারা এই অবৈধ কমিটিকে সমর্থন করে তাদেরও জেলা আওয়ামী লীগ প্রত্যাখ্যান করবে।

একই সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বলেন, আজ (মঙ্গলবার) থেকে এই অবৈধ ছাত্রলীগ কমিটিকে বরগুনায় অবাঞ্ছিত ঘোষণা করা হলো।

এর আগে, গত ১৭ জুলাই বরগুনা শহরের সিরাজ উদ্দীন টাউন হল মিলনায়তনে বরগুনা জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর ২৪ জুলাই রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক জেলা ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন দেন। এতে রেজাউল কবির রেজাকে সভাপতি ও তৌশিকুর রহমান ইমরানকে সাধারণ সম্পাদক করে ৩৩ জনের নাম ঘোষণা করা হয়। এরপর থেকেই ওই কমিটি প্রত্যাখ্যান করে পদবঞ্চিতরা প্রতিবাদ জানাতে থাকেন।

সর্বষেশ, সোমবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসে বরগুনা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় ছাত্রলীগের পদবঞ্চিত ও পদপ্রাপ্ত সমর্থকদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় ছাত্রলীগ নেতাকর্মীদের ছোড়া ইটের আঘাতে পুলিশের গাড়ির গ্লাস ভেঙে যায়। ঘটনাস্থলেই সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ভেঙে যাওয়া গ্লাসের ক্ষতিপূরণ ও অপরাধীর বিচারের কথা বলার পরেও তার সামনেই ছাত্রলীগ সদস্যদের অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলীর নেতৃত্বে লাঠিচার্জ করা হয়।

পদ্মা সেতুর খুলে দেয়ায় প্রভাব নদী পথে

আমতলী (বরগুনা) প্রতিনিধি: 
পদ্মা সেতুর চালুর প্রভাব পরেছে নদী পথে। ঈদের তৃতীয় দিন (মঙ্গলবার) আমতলী লঞ্চঘাট দিয়ে তেমন যাত্রী লঞ্চে ঢাকায় যায়নি । পদ্মা সেতু পাড় হয়ে সড়ক পথে ঢাকা যেতে বাস গাড়ীতে যাত্রীদের উপচে পড়া ভীর রয়েছে। বাস কাউন্টার থেকে যাত্রীদের চাহিদামত টিকেট দিতে পারছে না। টিকেটের জন্য হন্য হয়ে ঘুরছে যাত্রীরা।
জানাগেছে, পদ্মা সেতু চালু হওয়ার পরে নদী পথ আমতলী- ঢাকা রুটে যাত্রীদের যাতাযাত কমে গেছে। ঈদুল আযহার তৃতীয় দিন (মঙ্গলবার) লঞ্চে তেমন মানুষ ঢাকা যাচ্ছে না। এদিকে পদ্মা সেতু পাড় হয়ে বাস গাড়ীতে ঢাকা যেতে মানুষ হুমরি খেয়ে পরছে। বাস গাড়ীতে উপচে পড়া ভীর রয়েছে। বাস কাউন্টার থেকে যাত্রীদের চাহিদামত টিকেট দিতে পারছে না। টিকেটের জন্য হন্য হয়ে ঘুরছেন যাত্রীরা।
মঙ্গলবার আমতলী লঞ্চঘাট ঘাট ঘুরে দেখাগেছে, এমভি তরঙ্গ-৭, এমভি সুন্দরবন –-৭ নামের দুইখানা লঞ্চ আমতলী টার্মিনালে নোঙ্গর করে আছে। দুপুর তিনটা পর্যন্ত দুই লঞ্চে মাত্র দুই শতাধিক যাত্রী বিছানা বিছিয়ে বসে আছেন। এমভি তরঙ্গ লঞ্চে ৯৭ টি কেবিনের মাত্র ৩০ টি কেবিন এবং সুন্দরবন-৭ লঞ্চের ৬৭ কেবিনের মাত্র ২৫ টি কেবিন বুকিং হয়েছে। লঞ্চ কর্তৃপক্ষ জানান অধিকাংশ কেবিন খালি রেখেই লঞ্চ দুটি টার্মিনাল ছেড়ে দিতে হবে। টামিনালে তেমন যাত্রী নেই। সুনশান নিরবতা। ফাঁকা টার্মিনাল। লঞ্চে যাত্রী নিয়ে কাড়াকাড়ি নেই। যাত্রীরা ইচ্ছামত লঞ্চে উঠছেন। অপর দিকে আমতলী বাস কাউন্টার ঘুরে দেখাগেছে, বাসে উপচে পড়া ভীর। যাত্রীরা টিকেট পাচ্ছে না। টিকেটের জন্য যাত্রীরা হন্য হয়ে ঘুরছেন।
তালতলী উপজেলার গাবতলী গ্রামের বাসিন্দা লঞ্চ যাত্রী আব্দুল আউয়াল বলেন, পরিবার পরিজন নিয়ে লঞ্চে ঢাকায় যাচ্ছি। পুরো লঞ্চইতো ফাকা।
বাস যাত্রী জামাল উদ্দিন বলেন, আমতলী বাসে টিকেট পাইনি। তাই লোকাল বাসে বরিশাল যাচ্ছি। ওইখান থেকে ঢাকায় যাব।
আমতলী লঞ্চঘাটে টোল আদায়কারী মোঃ হানিফ গাজী বলেন, যাত্রী অনেক কম। গত ঈদে যাত্রীতে লঞ্চ ভরে যাওয়ায় নির্ধারিত সময়ের তিন ঘন্টা আগেই লঞ্চ টার্মিনাল ছেড়ে গিয়েছিল। কিন্তু মঙ্গলবার (দুপুর ৩ টা পর্যন্ত) দুই শতাধিক যাত্রী টোল দিয়ে লঞ্চে উঠেছে। নির্ধারিত সময়েও তেমন যাত্রী পার না।
এমভি তরঙ্গ-৭ লঞ্চের টিকেট মাষ্টার মোঃ জসিম উদ্দিন বলেন, লঞ্চে ৯৭ টি কেবিন আছে। তার মধ্যে ৩০ টি কেবিন বুকিং হয়েছে। তাও যাত্রী আসবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।
এমভি সুন্দরবন-৭ লঞ্চের সুপার ভাইজার মোঃ মাইনুল ইসলাম বলেন, যাত্রী অনেক কম। মাত্র ২৫ টি কেবিন বুকিং হয়েছে। ডেকেতো যাত্রীই নেই।
হানিফ পরিবহনের আমতলী বাস কাউন্টার মাষ্টার মোঃ জিয়া উদ্দিন জুয়েল বলেন. সড়ক পথে যাত্রীর অভাব নেই। বরাদ্দকৃত টিকেট দুইদিন আগেই বিক্রি করে দিয়েছি। যাত্রীদের কোথা থেকে টিকেট দেব।
যাত্রীদের যন্ত্রনায় ফোন বন্ধ করে রাখতে হয়।

বিক্রি না হওয়ায় আমতলীতে ছাগলে চামড়া মাটির নীচে

আমতলী (বরগুনা) প্রতিনিধি :
বিক্রি না হওয়ায় আমতলীতে ছাগলের ৬০ পিস চামড়া মাটির নীচে পুতে রাখা এবং গরুর চামড়া পানির দামে বিক্রি হয়েছে । এতে হতাশ এতিমখানার পরিচালক ও ব্যবসায়ীরা।
জানাগেছে, আমতলী উপজেলায় অন্তত ৭ হাজার ৫’শ টি কোরবানীর পশু জবেহ দেয়া হয়েছে। বিক্রি না হওয়ায় ৬০ পিস ছাগলের চামড়া মাটির নীচে পুতে রাখা হয়। গরুর চামড়া পানির দামে বিক্রি করা হয়েছে। বড় সাইজের গরুর চামড়া ২৫০-৩০০ টাকা, মাঝাই সাইজের ১৫০-২০০ টাকা ও ছোট সাইজের গরুর চামলা ১০০-১৫০ টাকায় বিক্রি হয়েছে। ছাগলের চামড়া বিক্রির খবর পাওয়া যায়নি। বিক্রি করতে না পারায় আমতলী এমদাদুল উলুম কওমী মাদ্রাসায় দানের পাওয়া ৬০ পিস চামড়া মাটির নীচে পুতে রাখা হয়েছে বলে জানান মাদ্রাসা পরিচালক মাওলানা ওমর ফারুক। নেয্য মুল্য না পেয়ে কোরবানী দাতারা গরুর চামড়া ভাগ করে খেয়ে ফেলেছেন। এতে হতাশ এতিম খানার পরিচালক ও ব্যবসায়ীরা। মাদ্রাসা পরিচালকদের অভিযোগ কোরবানীর পশুর চামড়া বিক্রি করে সারা বছরের এতিমদের খাওয়া ও পোষাকাদির ব্যবস্থা করা হয়। কিন্তু চামড়ার মুল্য না থাকায় নেই ব্যবস্থা আর হচ্ছে না।
তালতলীর গাবতলী গ্রামের মোঃ হানিফ হাওলাদার ও কবির আকন বলেন, ৭৫ হাজার টাকা দামের গরুর চামড়ার কোন ক্রেতা পাইনি। তাই খেয়ে ফেলেছি।
আমতলী চাওড়া কাউনিয়া গ্রামের জিয়া উদ্দিন জুয়েল বলেন, ক্রেতাতো পাইনি, এতিমরাও চামড়া নিতে আসেনি। তাই বাধ্য হয়ে রিক্সা ভাড়া করে গ্রামের ৭টি গরুর চামড়া এতিমখানায় দিয়ে এসেছি।
পশ্চিম সোনাখালী গ্রামের সোহেল রানা বলেন, ৫৫ হাজার টাকার গরুর চামড়ার কোন ক্রেতা পাইনি।
আমতলী এমদাদুল উলুম কওমী মাদ্রাসার পরিচালক মাওলানা মোঃ ওমর ফারুক বলেন, মানুষের দেয়া ১’শ ১৯ পিস গরুর চামড়া ৩৪০ টাকা দরে বিক্রি করেছি। ছাগলের চামড়ার ক্রেতা না পেয়ে ৬০ পিস মাটিতে পুতে রেখেছি।

কোরবানীর পশুতে আমতলীর হাট সয়লাব, বিক্রি কম, ছোট গরুর চাহিদা ও দাম বেশী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
সরকারীর নির্দেশনা উপক্ষো করে প্রাণঘাতী করোনা ভাইরাসে জমে উঠেছে আমতলীর পশুর হাট। হাটে স্বাস্থ্যবিধির বালাই নেই। স্বাস্থ্যবিধি রক্ষায় ক্রেতা-বিক্রেতা ও পুলিশ প্রশাসনের কেউ মাস্ক পরিধান করেছেন না। এতে করোনা ভাইরাসের ঝুঁকি বৃদ্ধির আশঙ্কা রয়েছে। ঈদ-উল আযহা আর মাত্র তিন দিন বাকী। দেশীয় কোরবানীর পশুকে আমতলী গরুর হাট সয়লাব হয়ে গেছে। বুধবার আমতলী গরুর হাটে কোরবানী উপযোগী গরু ক্রয়-বিক্রয় কম হয়েছে। ছোট গরুর চাহিদা ও দাম বেশী ছিল।
আমতলী প্রাণী সম্পদ অফিস সূত্রে জানাগেছে, আমতলী উপজেলায় ৭ হাজার ৮’শ ২৫ টি কোরবানীর পশুর চাহিদার বিপরীতে উপজেলার ২২১ টি খামারে ৮ হাজার ২১৬ টি পশু রয়েছে। এর মধ্যে ৫ হাজার ৯৩৮ টি গরু, ৫৫১ টি মহিষ ও ২২৭৮ টি ছাগল। এ বছর কোরবানীর চাহিদা মিটিয়ে ৩’শ ৯১ টি পশু উদ্ধৃত্ত্ব থাকবে বলে ধারনা করছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আমিনুর ইসলাম। দক্ষিণাঞ্চলের বৃহৎ গরুর হাট আমতলী। সপ্তাহে প্রতি বুধবার হাট বসে। হাটে দেশীয় প্রজাতির অন্তত ৭ হাজার গরু আসে। দেশের কুষ্টিয়া, ঝিনাইদাহ, যশোর, রাজশাহী, পাবনা, দিনাজপুর, নোয়াখালী, কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, লক্ষীপুর ও শিরাজগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে অন্তত দের শতাধিক পাইকারী ক্রেতা আসেন এ হাটে। এ বছর উত্তরাঞ্চলের বড় ব্যবসায়ীরা কোরবানী উপযোগী গরু ক্রয় করছেন না। তারা লালন পালনের জন্য ছোট গরু ক্রয় করছেন। ফলে কোরবানী উপযোগী গরুর চেয়ে ছোট গরুর দাম তুলনামুলক অনেক বেশী। বুধবার বিকেল চারটা পর্যন্ত আমতলীর গরুর হাটে এক হাজার পাচ’শ গরু বিক্রি হয়েছে। এর মধ্যে ছোট ধরনের এক হাজার চার’শ গরু এবং কোরবানী উপযোগী এক’শ গরু বিক্রি হয়েছে বলে জানান আমতলী গরুর হাট পরিচালক মোঃ মিজানুর রহমান।
বুধবার আমতলী গরুর হাট ঘুরে দেখা গেছে, হাটে প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে ক্রেতা-বিক্রেতাসহ কেউ মাস্ক পরিধান করেনি। সবাই স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ক্রয়-বিক্রয় করছেন। স্বাস্থ্যবিধি রক্ষায় উপজেলা প্রশাসন চোখে পড়ার মত কোন পদক্ষেপ গ্রহন করেনি। কোরবারীর গরুর দাম সহনশীল অবস্থানে ছিল। তুলনামুলক ভাবে হাটে ছোট গরুর চাহিদা ও দাম অনেক বেশী। কোরবানীর গরু বিক্রি ও দাম কিছুটা কম।
চুনাখালী গ্রামের আবু ছালেহ বলেন, হাটে বড় ধরনের একটি গরু এনেছি। দাম চেয়েছিলাম ৩ লক্ষ ৫০ হাজার টাকা কিন্তু ক্রেতারা দাম বলেছ মাত্র ২ লক্ষ ৭০ হাজার টাকা। দাম কম বলায় বিক্রি করেনি। বরগুনা রায়েরতবক গ্রামের মাস্টার জামাল মিয়া বলেন, দুইটি গরু এনেছি। কিন্তু কোন ক্রেতা এখনো পাইনি। তিনি আরো বলেন, বড় ধরনের গরুর ক্রেতা পাওয়া খুবই কষ্টকর।
বরগুনা আয়লা পাতাকাটা গ্রামের গরু বিক্রেতা রাজিব মিয়া বলেন, হাটে ক্রেতা অনেক কিন্তু গরু কিনছেন না তারা। তারা দাম বলে ঁেহটে যাচ্ছেন।
আড়পাঙ্গাশিয়া গ্রামের জাকির মোল্লা বলেন, এক লক্ষ বিশ হাজার টাকায় দুইটি গরু বিক্রি করেছি। গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে হাটে দাম কিছুটা কম।
হামেদ মৃধা বলেন, মাঝারী ধরনের একটি গরু ৭৫ হাজার টাকায় ক্রয় করেছি। তুলনামুলক ভাবে দাম ঠিক আছে। বেশীও না কমও না।
তালতলীর চন্দনতলা গ্রামের শাহিন ফকির বলেন, ছোট সাইজের ছয়টি গরু এনেছিলাম। সব গরু বিক্রি করেছি। তিনি আরো বলেন, উত্তরাঞ্চলের বড় গরু ব্যবসায়ীরা গরু কিনে নিয়ে গেছে। ভালো দামে বিক্রি করেছি।
পটুয়াখালী থেকে আসা ব্যবসায়ী মোঃ সাইফুল বলেন, বড় ধরনের পাঁচটি গরুর মধ্যে একটি গরু ৯২ হাজার টাকায় বিক্রি করেছি।
বাবুল হাওলাদার, জয়নুল মুসুল্লী, দেলোয়ার খলিফা, বাবুল হাওলাদার, নিজাম পাহলান, জালাল গাজী ও দুলাল মিয়ার বলেন, হাটে ক্রেতা অনেক কিন্তু কেউ গরু কিনছেন না। সবাই দাম বলে চলে যাচ্ছেন। তারা আরো বলেন, হাটে ছোট গরুর চাহিদা অনেক বেশী।
কলাপাড়ার বড় পাইকারী ব্যবসায়ী মোঃ আলাউদ্দিন বলেন, দাম বেশী হলেও এখন পর্যন্ত ছোট ধরনের ৩০টি গরু ক্রয় করেছি। পারলে আরো কিছু কিনবো।
নোয়াখালীর বড় গরু ব্যবসায়ী মোঃ আব্দুল আলী বলেন, ইতিমধ্যে ছোট ধরনের ১৫ টি গরু ক্রয় করেছি। আরো ক্রয় করবো। ছোট গরুর দাম বেশী হলেও নোয়াখালীতে চাহিদা অনেক।
আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, কোরবানী উপলক্ষে পশুর বাজারে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। যাতে মানুষ নির্বিঘ্নে পশু ক্রয়-বিক্রয় করে গন্তব্যে পৌছতে পারে। তিনি আরো বলেন, জাল টাকা সনাক্তকরণ মেশিনসহ সাদা পোশাকে পুলিশ হাটে কাজ করছে।
আমতলী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আমিনুর ইসলাম বলেন, চাহিদার তুলনায় উৎপাদন বেশী। মোটাতাজাকরন ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পশু পরীক্ষার জন্য মেডিকেল টিম রয়েছে। তিনি আরো বলেন, কোন রোগাক্রান্ত পশু যাতে বিক্রি না হয় সে বিষয়ে মেডিকেল টিম সদা প্রস্তুত আছে।

আমতলীতে ভয়াবহ অগ্নিকান্ড, ১৫ দোকান পুড়ে ছাই

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
ভয়াবহ অগ্নিকান্ডে আমতলী উপজেলার আমড়াগাছিয়া বাজরের ১৫ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। স্থানীয় ও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ঘটনা ঘটেছে বুধবার সকাল সাড়ে নয়টার দিকে।
জানাগেছে, আমতলী উপজেলার আমড়াগাছিয়া বাজারের আল আমিনের জ¦ালানি তেলের দোকান থেকে বুধবার সকাল সাড়ে নয়টায় আগুনের সুত্রপাত হয়। আগুন মুহুর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয় আমতলী, পটুয়াখালী ও কলাপাড়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দু’ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ওই সময় আমতলী-পটুয়াখালী মহাসড়কের দুইপ্রান্তে চার কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজটের কারনে দুই ঘন্টা সড়কে যান চলাচল বন্ধ ছিল। আগুনে বাজারের আল আমিনের জ¦ালানি তেলের দোকান, আব্বাস কাজীর হোটেল, দুলাল প্যাদা, হালিম মিয়ার মুদি দোকান, লিটন মৃধার চালের আড়ৎ, নাশির প্যাদার চালের আড়ৎ, লতিফ সিকদারের ফার্মেসি, আবু তাহের চৌকিদার ফার্মেসি, বাবুল চৌকিদার কীটনাশকের দোকান, রাজিব সরদারের মোবাইলের দোকান, ছত্তার ফকিরের আমের আড়ৎ পুড়ে ছাই এবং মোস্তাফিজুর রহমান শাহিনের বসতঘরসহ অন্তত আরো ৪ টি দোকান আশিংক পুড়ে গেছে। এতে অন্তত পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী সাবেক ইউপি সদস্য মোঃ সোবাহান সিকদার ও রাজ্জাক মৃধা বলেন, আল আমিনের জ¦ালানি তেলের দোকান থেকে সকাল সাড়ে নয়টার দিকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে ১১টি দোকান পুড়ে ছাই এবং ৪ টি দোকান আশিংক পুড়ে গেছে।
জ¦ালানি তেলের দোকান মালিক মোঃ আল আমিন বলেন, আমার সব শেষ হয়ে গেছে। আমি পথে বসে গেছি। আমার আর কিছুই রইলো না।
চালের আড়ৎ মালিক লিটন মৃধা কান্নাজনিত কন্ঠে বলেন, মুই জীবনে য্যা কামাই হরছি হ্যা সব শ্যাষ অইয়্যা গ্যাছে। মুই ক্যামনে গুড়াগাড়ারে লইয়্যা চলমু।
আমতলী ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে এনেছে। তিনি আরো বলেন, আল আমিনের জ¦ালানি তেলের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
আমতলী থানা ওসি একে এম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছি। ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে পুলিশ বাহিনী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে এনেছে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ বলেন, ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা দেয়া হবে।

আমতলীর কামার শিল্পীরা পশু জবাই’র সরঞ্জাম তৈরী ও বিক্রিতে ব্যস্ত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
রাতভর টুংটাং শব্দে লোহার যন্ত্রপাতি তৈরিতে ব্যস্ত আমতলী ও তালতলীর কামার শিল্পীরা। ঈদুল আযহাকে সামনে রেখে তারা দা, কুঠার, ছেনি, চাপাতি, কাটারী ও ছুড়ি তৈরি এবং বিক্রিতে ব্যস্ত সময় পাড় করছেন। একটু ফরসুত নেই তাদের।
কোরবানী গবাদিপশু জবাই করতে এবং মাংস তৈরীতে দা, কুঠার, ছুড়ি, চাপাতি ও কাটারী প্রয়োজন। এ যন্ত্রপাতি তৈরিতে বরগুনার আমতলী,তালতলী উপজেলা ও হাট বাজারের কামার পাড়ায় রাতভর টুংটং শব্দে মুখরিত হয়ে উঠেছে। আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানের প্রসারে ও বহুমাত্রিক সমস্যার কারনে গ্রাম বাংলার সেই কামার শিল্প আজ হারিয়ে যেতে বসেছে। গত এক যুগ পূর্বে দু’উপজেলায় দু’শতাধিক পরিবার এ শিল্পের সাথে জড়িত ছিল। বর্তমানে আমতলী, তালতলী, পচাঁকোড়ালিয়া, ছোটবগী, কচুপাত্রা, আড়পাঙ্গাশিয়া, তালুকদার বাজার, গাজীপুর, চুনাখালী ও গোছখালীতে অর্ধশতাধিক পরিবার এ পেশার সাথে জড়িত রয়েছেন। এ প্রজন্মের অনেক পরিবারের সন্তানরা এ পেশায় আসছে না।
মঙ্গলবার আমতলী কর্মকার পাড়া ঘুরে দেখা গেছে, কামার কারিগড়রা দা, বটি, কুঠার, ছেনিসহ প্রয়োজনীয় লোহার যন্ত্রপাতি তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। বিক্রি তেমন ভালো না হলেও তারা লোহার তৈরি যন্ত্রপাতির পশরা সাজিয়ে বসে আছেন। দু’একজন ক্রেতা এসে দর কসাকসি করে ক্রয় করে নিয়ে যাচ্ছেন। আবার অনেকে পুরাতন দা, বটি ও ছেনি মেরামত করতে এসেছেন।
ছোটনীলগঞ্জ গ্রামের নারী ক্রেতা শারমিন আক্তার বলেন, ৪’শ টাকায় একটি নতুন বটি ক্রয় করেছি। দাম অনেক বেশী।
আঙ্গুলকাটা গ্রামের খালেক হাওলাদার, খোন্তাকাটা গ্রামের শাহ আলম ও বেতমোর গ্রামের আল আমির মৃধা বলেন, বটি মেরামত করতে কামার পাড়ায় এসেছি।
নারী কর্মকার ঝুমা রানী ও পুতুল রানী বলেন, যেভাবে বিক্রি হওয়ার কথা সেইভাবে বিক্রি নেই। দু’একজন ক্রেতা আসছে।
আমতলী পৌর শহরের গৌরাঙ্গ ও শ্যাম কর্মকারের দোকানের শ্রমিক পবিত্র কর্মকার, সঞ্জয় ও সঞ্জিব কর্মকার বলেন, ঈদকে সামনে রেখে কাজ অনেক বেশী। দিন রাত শুধু কাজেই ব্যস্ত থাকতে হয়।
কামার শিল্পী গৌরঙ্গ কর্মকার বলেন, পৈত্রিক ভাবে এ পেশায় এসেছি। এ বৃদ্ধ বয়সে কাজ করে যাচ্ছি। আমার সন্তানরা এ পেশায় আসতে চাচ্ছে না। তিনি আরো বলেন, কোরবারীর ঘনিয়ে আসলেও বিক্রি ভালো না।
আমতলীর শ্যাম কর্মকার বলেন, “বাব-দাদায় এই কাম হরছে এ্যহোন মুই হরি। এই বুড়া বয়সে এ্যাহন আর পারছি না”। ব্যাচা হেইরহম না।
মিঠুন কর্মকার বলেন, বাজারে ভাল লোহার দা কেজি প্রতি বিক্রি হয় ৫০০-৬০০ টাকা। প্রকারভেদে প্রতিটি ছুড়ি ২’শ ৫০ থেকে ৩’শ টাকা, কাটারী ৩’শ ৫০ টাকা থেকে ৪’শ টাকা ও বটি ৪০০-৫০০ টাকায় বিক্রি করছি।
আমতলী কর্মকার সমিতি’র সভাপতি পরিতোষ কর্মকার বলেন, বর্তমানে প্রযুক্তি’র বিকাশ ঘটায় গ্রাম বাংলার সেই কামার শিল্প আজ হারিয়ে যেতে বসেছে। এ শিল্পকে বাঁচাতে সরকারীভাবে উদ্যোগের প্রয়োজন। তিনি আরো বলেন, ঈদুল আযহা আসন্ন হলেও তেমন বিক্রি হচ্ছে না।

তালতলীতে অটোগাড়ীর চাপায় আইসোটেক তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক নিহত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
তালতলী আইসোটেক তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক মোঃ সোহাগ আহম্মেদ শেখ অটোগাড়ীর চাপায় নিহত হয়েছে। ঘটনা ঘটেছে সোমবার সন্ধ্যায়। নিহত সোহাগ শেখের বাড়ী খুলনার তেরখাদা উপজেলার উত্তর মোকামপুর গ্রামে। তার বাবার নাম মোঃ জাহাঙ্গির শেখ।
জানাগেছে, খুলনা জেলার তেরখাদা উপজেলার উত্তর মোকামপুর গ্রামের জাহাঙ্গির শেখের ছেলে সোহাগ আহম্মেদ শেখ তালতলী আইসোটেক তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকের কাজ করতো। সোমবার দুপুরে তালতলীর জলায়ভাঙ্গা গ্রামের একটি সড়কের পাশ দিয়ে হাটতেছিল। ওই সময় পিছন দিক থেকে দ্রুতগামী একটি অটোগাড়ী তাকে ধাক্কা লাগে। ধাক্কা লেগে তিনি ছিটকে সড়কের পাশে থাকা একটি খেজুর গাছের সাথে আঘাত লাগে। এতে তিনি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের আনার পরপরই ওইদিন সন্ধ্যায় তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ আমতলী থানায় নিয়ে আসে। ওইদিন রাতে ময়না তদন্ত ছাড়াই তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ অটোগাড়ী জব্দ করেছে।
প্রত্যক্ষদর্শী মোঃ মিজান হাওলাদার বলেন, দ্রুতগামী একটি অটোগাড়ীর ধাক্কায় সোহাগ ছিটকে একটি খেজুর গাছের সাথে আঘাত লাগে। এতে তিনি গুরুতর আহত হয়।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ জান্নাতুল ফেরদৌস বলেন, হাসপাতালে আনার পরপরই সোহাগ মারা গেছে।
আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, পরিবারের দাবীর প্রেক্ষিতে তার মরদেহ পরিবারের কাছে সোমবার রাতেই হস্তান্তর করা হয়েছে।

আমতলীতে ডাকাতি,গৃহকর্তীকে মারধর, স্বর্নালংকার ও নগদ টাকা লুট

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
আমতলী উপজেলার দক্ষিণ পুর্ব আমতলী গ্রামের সজিব প্যাদার বাড়ীতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। ডাকাতদল গৃহকর্তী দুলিয়া বেগমকে মারধর করে ঘরে থাকা ৫ ভরি স্বর্নালংকার ও নগদ ৪০ হাজার টাকা নিয়ে গেছে বলে দাবী করেন গৃহকর্তা সজিব প্যাদা। ঘটনা ঘটেছে সোমরাত রাত সাড়ে নয়টার দিকে।
জানাগেছে, সোমবার সন্ধ্যা রাতে মুখোশ পরিহিত ৩ জনের একটি ডাকাত দল সুকৌশলে উপজেলার দক্ষিণ পূর্ব আমতলী গ্রামের সজির প্যাদার ঘরে প্রবেশ করে লুকিয়ে থাকে। রাত সাড়ে নয়টার দিকে তারা ওই ঘরে থাকা একমাত্র গৃহকর্তী দুলিয়া বেগমকে মারধর করে। পরে তারা ঘরে থাকা ৫ ভরি স্বর্নালংকার ও নগদ ৪০ হাজার টাকা নিয়ে গেছে বলে গৃহকর্তা মোঃ সজিব প্যাদা দাবী করেছেন। স্বজনরা দুলিয়া বেগমকে উদ্ধার করে ওই রাতেই আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। খবর পেয়ে ওই রাতের পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে।
গৃহকর্তী দুলিয়া বেগম বলেন, মুখোশ পরিহিত ৩ জনের ডাকাতদল সন্ধ্যা রাতে ঘরে প্রবেশ করে লুকিয়ে থাকে। রাত সাড়ে নয়টার দিকে তারা আমাকে মারধর করে ঘরে থাকা ৫ ভরি স্বর্নালংকার ও নগদ ৪০ হাজার টাকা নিয়ে গেছে।
আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মামলা তুলে না নিলে বাদীকে এসিড মেরে জলসে দেয়ার হুমকি! প্রতিশোধ নিতে দুই ভাইকে বেঁধে মারধর

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
মামলা তুলে না নিলে মামলার বাদী রোজিনা বেগমকে এসিড মেরে জসলে দেয়ার হুমকি দিয়েছে জেল থেকে ছাড়া পাওয়া মামলার আসামী মোঃ হাবিব আকন। মামলা তুলে না নেয়ার প্রতিশোধ নিতে মামলার বাদী দুই ভাই এমাদুল হাওলাদার ও রেজাউল হাওলাদারকে ধরে নিয়ে বেঁধে লোহার পাইপ দিয়ে পিটিয়েছে হাবিব আকন ও তার সন্ত্রাসী বাহিনী। শনিবার আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে হাবিব আকনের বিরুদ্ধে এমন অভিযোগ করেন রোজিনা। হাবিব আকনের ভয়ে মামলার বাদী রোজিনা বেগম পালিয়ে বেড়াচ্ছেন বলে আরো অভিযোগ করেন তিনি।
জানাগেছে, ২০১৭ সালে তেতুঁলবাড়িয়া গ্রামের রোজিনা বেগম, আছিয়া বেগম, আব্দুল হক মিয়া ও আশ্রাব আলীর কাছ থেকে সরকারী জমি বন্দোবস্থ দেয়ার কথা করে প্রতারনা করে ৭ লক্ষ টাকা হাতিয়ে নেয় একই গ্রামের হাবিব আকন। গত পাঁচ বছরে ওই জমির বন্দোবস্থ দেয়নি। এ টাকা ফেরত চাইতে গেলে ভুক্তভোগীদের মিথ্যা মামলা ও জীবন নাশের হুমকি দেয় বলে অভিযোগ করেন আছিয়া বেগম। অভিযোগ রয়েছে হাবিব আকন এলাকার অর্ধ শতাধিক লোকের কাছ থেকে সরকারী জমি বন্দোবস্থ দেয়ার প্রলোভন দেখিলে অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এ ঘটনায় এ বছর ১৭ জানুয়ারী রোজিনা বেগম বাদী হয়ে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাবিব আকনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় হাবিব আকন ৭ দিন জেল হাজতে ছিলেন। গত জুন মাসে তিনি হাজত থেকে বের হন। হাজত থেকে বের হয়েই তিনি মামলার বাদী রোজিনা বেগমকে মামলা তুলে নিতে হুমকি দেয়। রোজিনা অভিযোগ করেন, হাবিব আকন জেল থেকে বের হয়েই মামলা তুলে না নিলে তাকে এসিড মেরে জলসে দেয়া হুমকি দেয়। কিন্তু রোজিনা ওই মামলা তুলে নেয়নি। এর প্রতিশোধ নিতে গত বুধবার দুপুরে হাবিব আকনের নেতৃত্বে বাবুল হাওলাদার, জাহাঙ্গির ও হিরন হাওলাদারসহ ২৫-৩০ জনের সন্ত্রাসী বাহিনী মামলার বাদী মোসাঃ রোজিনা বেগমের ভাই এমাদুল হাওলাদার ও তার চাচাতো ভাই রেজাউলকে তুলে ইউনুস খাঁনের বাড়ীতে নিয়ে যায়। ওইখানে নিয়ে তাদের রশি দিয়ে বেঁধে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে মামলার বাদী রোজিনা বেগম ৯৯৯ ফোন দেয়। তুলে নেয়ার তিন ঘন্টা পরে পুলিশ ওই বাড়ী থেকে বাঁধা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে। পরে ওইদিন রাতে তাদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গত চার দিন ধরে তারা ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদিকে এ ঘটনার চারদিন পেরিয়ে গেলেও হাবিব আকন ও তার সন্ত্রাসী বাহিনীর ভয়ে রোজিনা থানায় মামলা দিতে পারেনি বলে অভিযোগ তার। তাদের ভয়ে রোজিনা পালিয়ে বেড়াচ্ছেন বলে আরো অভিযোগ করেন তিনি।
মামলার বাদীর ভাই এমাদুল হাওলাদার বলেন, মামলা তুলে না নেয়ায় আমার বোনের প্রতিশোধ নিতেই হাবিব আকন তার সন্ত্রাসী বাহিনী আমাকে ধরে নিয়ে হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে। পুলিশ উদ্ধার না করলে আমাকে মেরে ফেলতো সন্ত্রাসীরা। আমি এ ঘটনার বিচার চাই।
মামলার বাদী রোজিনা বেগম বলেন, হাবিব আকন জেল থেকে বের হয়েই আমাকে মামলা তুলে নিয়ে বলে। আমি মামলা তুলে না নিলে আমাকে এসিড মেরে জলসে দেয়ার হুমকি দেয় হাবিব। আমি মামলা তুলে না নেয়ায় হাবিব আকন ও তার সন্ত্রাসী বাহিনী আমার দুই ভাইকে তুলে নিয়ে মারধর করেছে। তিনি আরো বলেন, হাবিব আকনের ভয়ে আমি পালিয়ে বেড়াচ্ছি। আমার ভাইকে মারধরের ঘটনায় মামলা করতে পারছি না। আমি পুলিশ প্রশাসনের সহযোগীতা চাই।
অভিযুক্ত হাবিব আকনের মুঠোফোনে (০১৭৬৫৭৮০৩৩৮) বারবার যোগাযোগ করা হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে।
তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসের অপু বলেন, বিষয়টি জানি। এখানো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রাত পোহালেই তালতলীর পাঁচটি ইউনিয়ন পরিষদে ইভিএম পদ্ধতিতে ভোট

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
রাত পোহালেই (বুধবার) বরগুনার তালতলী উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। ভোট গ্রহনের প্রয়োজনীয় সরঞ্জাম মঙ্গলবার কেন্দ্রে কেন্দ্র পাঠানো হয়েছে বলে জানান তালতলী নির্বাচন অফিসার মোঃ মোস্তফা কামাল। এই প্রথম ইভিএম পদ্ধতিতে উপজেলার পাঁচটি ইউনিয়নের ৫৮ হাজার ৫৬০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইভিএম পদ্ধতিতে ভোটদানে আনন্দ থাকলেও সাধারণ ভোটারদের মাঝে সঙ্কা রয়েছে।
জানাগেছে, তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া, ছোটবগী, কড়াইবাড়িয়া, বড়বগী, নিশানবাড়িয়া ও সোনাকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা করে ইসি। ওই ছয়টি ইউনিয়নে মধ্যে সোনাকাটা ইউনিয়ন পরিষদে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না থাকায় সোমবার বিকেলে এক প্রজ্ঞাপনের মাধ্যমে নির্বাচন স্থগিত করে দেয় ইসি। বাকী পাঁচটি ইউনিয়নে বুধবার ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ওই পাঁচটি ইউনিয়নে ৫৮ হাজার ৫৬০ জন ভোটার ইভিএম পদ্ধতিতে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইভিএম পদ্ধতিতে ভোটদানে আনন্দ থাকলেও ভোটারদের মাঝে সঙ্কা বিরাজ করছে। এ ভোট গ্রহন সম্পন্ন করতে উপজেলা নির্বাচন অফিসার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। কেন্দ্রে কেন্দ্রে মঙ্গলবার নির্বাচনের প্রয়োজনীয় সরঞ্জাম পৌছে দেয়া হয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রত্যেক ইউনিয়নে আনসার, পুলিশ, র‌্যাব, বিজিবি, কোষ্টগার্ড, মোবাইল টিম ও স্টাইকিং ফোর্সসহ ৮ টি ইউনিট কাজ করবে বলে জানান ওসি কাজী সাখাওয়াত হোসেন অপু।
তালতলী উপজেলা নির্বাচন অফিসার মোঃ মোস্তফা কামাল বলেন, পাঁচটি ইউনিয়নের ভোট গ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রত্যেকে কেন্দ্রে নির্বাচনের প্রয়োজনীয় সরঞ্জাম পৌছে দেয়া হয়েছে। সদা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছেন।
তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন অপু বলেন, শান্তিপুর্ণভাবে ভোট গ্রহনে পুলিশ প্রশাসন সদা প্রস্তুত রয়েছে। বিশৃঙ্খ্লা করলেই দ্রুত ব্যবস্থা নেয়া হবে। কাউকে ছাড় দেয়া হবে না।