ইতালী আওয়ামীলীগ নেতা শওকত এর ইন্তেকাল।বিভিন্ন মহলের শোক

ইতালী প্রতিনিধি।।
ইতালী আওয়ামী লীগের নেতা রোম মহানগরের সাবেক সভাপতি. বরিশাল জেলা সমিতির সাবেক সভাপতি বরিশালের গৌরনদীর কৃতি সন্তান শওকত হোসাইন প্রায় দুই বছর ধরে ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বরিবার লন্ডনে স্হানীয় সময় সকাল ৬.২৫মিনিটে লন্ডনের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইউরোপ আওয়ামী লীগের নেতা জি এম কিবরিয়া.ইউরোপ আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি কে এম লোকমান হোসেন।ইতালী আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মাহাতাব হোসপন.বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক এ্যাডভোকেট আনিচুজ্জাম.ইতালী আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলী আহম্মদ ঢালী.সহ সভাপতি জাহাঙ্গীর ফরাজী.যুগ্ম সাধারন সম্পাদক আয়েবার যুগ্ম সাধারন সম্পাদক এম এ রব মিন্টু. সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান. রেম মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি স্বপন হাওলাদার. বরিশাল বিভাগ সমিতির সমন্বয়কদ্বয় নজরুল ইসলাম মাঝি.মজিবুর রহমান.ইতালী যুব লীগের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জল মৃধা.ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এনায়েত হোসেন.যুবলীগ নেতা রাজিব হোসেন.স্বপন দাশ.ইলিয়াস হোসেন.ইতালী বংগবন্ধু পরিযদের সভাপতি নুরুল করিব সাধারন সম্পাদক আহসান পিপলু প্রমুখ গভীর শক প্রকাশ করেছেন।তারা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মোবাইল ব্যাংকিংয়ে দিনে সাড়ে ৯৩ লাখ লেনদেন

ব্যাংকের লাইনে দাঁড়ানোর বিড়ম্বনা থেকে মুক্তি পেতে ব্যবহার হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস। ফলে সাপ্তাহিক ছুটিসহ দিনের যে কোনো সময় লেনদেন করতে পারছেন গ্রাহকরা। এতে জনপ্রিয়তা বাড়ছে মোবাইল ব্যাংকিংয়ের। একইসঙ্গে বাড়ছে লেনদেনও।

 

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে জানা যায়, বর্তমানে মোবাইল ব্যাংকিং সেবা প্রদান করছে দেশের ১৫টি ব্যাংক। অক্টোবর শেষে নিবন্ধিত এজেন্টের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ২৮ হাজার ৬৭৭টি, যা গত সেপ্টেম্বর মাসের তুলনায় ১ দশমিক ১ শতাংশ বেশি। ওই মাসে নিবন্ধিত এজেন্টের সংখ্যা ছিল ১০ লাখ ১৭ হাজার ৫৫টি। তবে সক্রিয় হিসাবধারী ব্যক্তির সংখ্যা সেপ্টেম্বরের তুলনায় কমেছে ১৮ দশমিক ৯ শতাংশ। অক্টোবর পর্যন্ত সক্রিয় হিসাবধারী ছিলেন ৩৩২ কোটি ৯৩ লাখ, সেপ্টেম্বরে ছিলেন ৪১০ কোটি ৩৫ লাখ।

অক্টোবরে লেনদেন হয়েছে ২৯০ কোটি ১৮ হাজার ৪২৩ বার, যেখানে টাকার পরিমাণ ছিল ৫৩ হাজার ২৫৪ কোটি ৮৪ লাখ। আগের মাস সেপ্টেম্বরে লেনদেন হয়েছিল ৪৯ হাজার ১২১ কোটি ২৫ লাখ টাকা। সে হিসাবে অক্টোবরে লেনদেন বেড়েছে ৮ দশমিক ৪ শতাংশ।

 

এছাড়া অক্টোবর মাসে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৯৩ লাখ ৬০ হাজার ৬৫৮ বার। যেখানে ছিল এক হাজার ৭১৮ কোটি টাকা। তার আগের মাস সেপ্টেম্বরে প্রতিদিন লেনদেন হয় এক হাজার ৬৩৭ কোটি ৩৭ লাখ টাকা। সে হিসাবে সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে প্রায় ৫ শতাংশ বেশি লেনদেন হয়েছে।

 

অক্টোবরে মোবাইলের মাধ্যমে রেমিট্যান্স (প্রবাসী আয়) এসেছে ১১৫ কোটি ১৬ লাখ টাকা, যা আগের মাসের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ বেশি। আগের মাস সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল ১১০ কোটি ১০ লাখ টাকা।

সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে বেড়েছে ক্যাশ ইন ও ক্যাশ আউট। এ সময় ক্যাশ ইন হয়েছিল ১৫ হাজার ৮৭৬ কোটি ৫১ লাখ এবং ক্যাশ আউট হয়েছে ১৪ হাজার ৬৫৭ কোটি ৬৮ লাখ টাকা। সেপ্টেম্বরে ক্যাশ ইন হয়েছিল ১৪ হাজার ৭২৩ কোটি ৩৪ লাখ এবং ক্যাশ আউট হয়েছিল ১৩ হাজার ৮৯৫ কোটি ৭৯ লাখ টাকা।

অক্টোবরে ব্যক্তি থেকে ব্যক্তিতে লেনদেন বেড়েছে ১১ দশমিক ৫ শতাংশ। লেনদেন হয়েছে ১৬ হাজার ৫৬৬ কোটি ৫০ লাখ টাকা, যা সেপ্টেম্বরে হয়েছিল ১৪ হাজার ৮৫৭ কোটি টাকা। সেপ্টেম্বর থেকে অক্টোবরে বেতন কমেছে এক দশমিক ৯ শতাংশ এবং ইউটিলিটি কমেছে ৫ দশমিক ৫ শতাংশ।

 

রংপুরের বাসিন্দা গার্মেন্টস কর্মী নাদিয়া শারমিন জাগো নিউজকে বলেন, আমাদের গ্রামের দুই কিলোমিটারের মধ্যে ব্যাংক নেই। সেখানে মোবাইলভিত্তিক লেনদেনই আমাদের একমাত্র ভরসা। এই মাধ্যমে টাকা পাঠাতে অতিরিক্ত টাকা কাটা হয়। এর পরও শহর থেকে গ্রামের বাড়িতে মুহূর্তের মধ্যে টাকা পাঠানো যাচ্ছে।

 

এ বিষয়ে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, দেশে ক্রমেই মোবাইলভিত্তিক লেনদেন জনপ্রিয় হয়ে উঠছে। এখানে প্রতিদিনই এই মাধ্যমে লেনদেনের সুযোগ রয়েছে। এছাড়া আমরাও চেষ্টা করছি তৃণমূল এলাকায় এজেন্টদের কাছে পর্যাপ্ত টাকা সংস্থানের।

 

তিনি আরও বলেন, এবার সক্রিয় হিসাবধারীর সংখ্যা কমেছে, যারা তিন মাস লেনদেন করেনি এমন গ্রাহককে হিসাবে দেখানো হয়নি। পরে লেনদেন নিয়মিত হলে এটার শতাংশ আবার বাড়বে। সাধারণত ঈদের আগে, বছরের শুরু বা শেষে লেনদেন বেশি হয়।

 

লেনদেনে অতিরিক্ত টাকা কেটে নেয়ার বিষয়ে শামসুদ্দিন হায়দার বলেন, লেনদেনে বাংলাদেশ ব্যাংকের নিয়মের ব্যত্যয় ঘটে না। ব্যাংকের নির্দেশনায় বলা আছে, সার্ভিস চার্জ ২ শতাংশ নেয়ার কথা। আমরা ১ দশমিক ৮ শতাংশ রাখি। যার ৭৭ শতাংশ যায় এজেন্টদের কাছে এবং ৮ শতাংশ ভ্যাট ও মোবাইল কোম্পানির চার্জ। বাকি ১৫ শতাংশ বিকাশ বা অন্য মোবাইল ব্যাংকিং কোম্পানি রাখে।

 

তিনি বলেন, আমরা এজেন্টদের একটু বেশি কমিশন দেই। কারণ, তারা নিজেদের ব্যবসার পাশাপাশি এই সেবা দিয়ে আসছে শহর থেকে গ্রামে। এটা না দিলে হয়তো তারা এ সেবা দিতে আগ্রহী হবে না।

আসছে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ

পৌষ মাস এখনও পড়েনি; তবে উত্তর জনপদে জেঁকে বসতে শুরু করেছে শীত। বেশ কয়েকদিন ধরে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোত মধ্যরাত থেকে ভোর পর্যন্ত তাপমাত্রা ১২-১৮ ডিগ্রির মধ্যে উঠানামা করছে। পৌষের শুরুতে সপ্তাহে শীতের প্রকোপ আরও বাড়বে।

চলতি মাসের ১৭ ও ১৮ ডিসেম্বর দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। শুক্রবার (১১ ডিসেম্বর) আবহাওয়া অধিদফতর সূত্রে এ তথ্য জানা যায়।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, আগামী ১৭ থেকে ১৮ ডিসেম্বর নাগাদ দেশে প্রথম শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। প্রথমদিকে, দেশের উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ অনুভূত হবে। পরবর্তীতে দেশজুড়ে ও শৈত্যপ্রবাহ অনুভূত হবে। উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ হলেও এর প্রভাবে দেশজুড়ে তাপমাত্রা নেমে আসবে। শৈত্যপ্রবাহের সময় উত্তরাঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে।

চলতি কুয়াশাচ্ছন্ন আবহাওয়া আরও দুইদিন স্থায়ী হতে পারে। শৈত্যপ্রবাহের আগে দেশের কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারেও বলেও জানান আবহাওয়াবিদ ওমর ফারুক।

এদিকে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,  অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুরে বিভাগের দু’এক জায়গায় হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাত থেকে দুপুর পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে এবং তা কোথাও কোথাও বিকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আশালতা বৈদ্য : যুদ্ধ জয়ী একজন নারী বীর মুক্তিযোদ্ধা

২২টি বড় যুদ্ধে অংশ নেন মুক্তিযুদ্ধে বাংলাদেশের একমাত্র নারী কমান্ডার আশালতা বৈদ্য…..
১৯৭১ সালে আশালতা বৈদ্য ছিলেন এস. এস. সি পরিক্ষার্থী।  মুক্তিযুদ্ধ শুরু হলে একদিন রাজাকাররা উনার বাড়িতে এসে বাবা হরিপদ বৈদ্যর কাছে কয়েক লক্ষ টাকা দাবি করে। টাকা না দিলে আশালতা ও তাঁর বোনকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। এই অবস্থায় হরিপদ বাবু মেয়েদের রক্ষায় সপরিবারে ভারতে চলে যাওয়ার চিন্তা করতে থাকেন। এই ঘটনার আদ্যপ্রান্ত সমস্তকিছু কানে যায় গোপালগঞ্জের কোটালীপাড়ার হেমায়েত বাহিনীর প্রধান আরেক বীর মুক্তিযোদ্ধা  হেমায়েত উদ্দিনের। তিনি আশালতাকে দেশত্যাগ করে ভারতে না গিয়ে নিজের মাতৃভূমিতে থেকে দেশমাতৃকা তথা মা বোনের সম্মান রক্ষার্থে  মুক্তিযুদ্ধে যোগদানের জন্য উদ্বুদ্ধ করলেন। আশালতা বৈদ্য সিদ্ধান্ত নিলেন মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার। শুধু তাই নয়,   গোপালগঞ্জের কোটালীপাড়ার নিজ এলাকার সাহসী ৪৫ মহিলাকেও আশালতা বৈদ্য উদ্বুদ্ধ করেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে। তাদের নিয়ে গঠন করেন মহিলা মুক্তিযোদ্ধা দল। মে মাসে এ দল পুরোপুরি সংগঠিত হলে তিনি তাদের নিয়ে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন। হেমায়েত বাহিনীর তত্বাবধানে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় বরিশালের হেরেকান্দি হাইস্কুলে ও লেবুর বাড়ি প্রাইমারি স্কুলে। প্রশিক্ষণ হয় রাইফেল, মেশিনগান, গ্রেনেড চার্জ সহ বিভিন্ন যুদ্ধাস্ত্র পরিচালনার। স্বল্পসময়ের প্রশিক্ষণে আশালতা বৈদ্য অস্ত্র পরিচালনা এবং যুদ্ধকৌশলের উপর আশ্চর্যজনক পারদর্শিতা লাভ করেন, যার কারনে আরো ৩০০ জন মহিলা সহ মোট ৩৪৫ জন নারী মুক্তিযোদ্ধা দলের নেতৃত্ব অর্পিত হয় উনার ওপর। বিশাল এই মহিলা মুক্তিযোদ্ধা দলের নেতৃত্ব পেয়ে আশালতা বৈদ্য দায়িত্ব পালনে দুঃসাহসিকভাবে সক্রিয় হয়ে উঠেন। এবার যুদ্ধে গেরিলা অপারেশন শুরু হওয়ার পালা। ১৯৭১ এর ২৪ জুন কোটালীপাড়া, হরিণাহাটি, ঘাঘর বাজার, শিকের বাজার ও রামশীলে খান সেনাদের বিরুদ্ধে সরাসরি গেরিলা যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। এ যুদ্ধে আশালতা বৈদ্যের দুঃসাহসিকতা, সুনিপুণতা, দক্ষতা  রূপকথাকেও হার মানায়। সেইদিন তাঁর  বাহিনীর হাতে বহু পাকিস্তানি সেনা হতাহত হয় এবং  বন্দি হয় ২৫ পাকিস্তানি  সেনা। বন্দি পাকিস্তানী সেনাদের ধরে আনা হয় মুক্তিযোদ্ধা ক্যাম্পে। সেখানে তাদের বিচার করা হয়। বিচারকদের একজন ছিলেন আশলতা বৈদ্য। বিচারে তাদের সবাইকে হত্যার রায় হয়। আশালতার নির্দেশে সে রায় কার্যকর করা হয়। অর্থাৎ সকল বন্দী পাকিস্তানি সেনাদের হত্যা করা হয়।
দুর্ধর্ষ মুক্তিযোদ্ধা আশালতা বৈদ্যের মুক্তিযুদ্ধের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে, ১৯৭১ এর এপ্রিলের শেষ দিকে তিনি জানতে পারলেন, গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্বয়ং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  মা-বাবা তাদের নিজের বাড়িতে পাকিস্তানি  সেনাদের দ্বারা বন্দি হয়ে আছেন। এই ঘটনা জানতে পেরে আশালতা বৈদ্য নিজেই এক দুর্ধর্ষ গেরিলা অভিযান চালিয়ে বঙ্গবন্ধুর মা-বাবাকে সেখান থেকে উদ্ধার করে তাদের নিয়ে যান শিবচর উপজেলার দত্তপাড়া গ্রামে তাদের এক আত্মীয়ের বাড়িতে। নিজ উদ্যোগেই সেখানে তিনি তাদের নিরাপত্তার ব্যবস্থা করে দেন। রামশীল নদী পাড়ে একদিন লঞ্চে করে কয়েক হাজার রাজাকার পাকিস্তানি বাহিনীকে সাথে নিয়ে আসে। সেখানে পাকিস্তানী বাহিনীর সঙ্গে আশালতা বৈদ্য এবং তাঁর সহযোদ্ধাদের  তুমুল যুদ্ধ হয়। সেই যুদ্ধ ৩ ঘন্টা স্থায়ী হয়েছিল। হাজার হাজার রাজাকার ও পাকিস্তানি বাহিনী নিহত হয় মাত্র কয়েক’শ মুক্তিযোদ্ধার হাতে।
১৯৭১ এর মুক্তিযুদ্ধ চলাকালীন শ্বাসরুদ্ধকর ৯টি মাসের ১টি দিনও তাঁর  যুদ্ধ অথবা যুদ্ধের পরিকল্পনা ছাড়া কাটেনি। এই ৯ মাস দেশ মাতৃকার জন্য যুদ্ধ ছাড়া অন্য কোনো চিন্তাই উনার মাথায় ক্ষণিকের জন্যও আসে নাই। মাত্র ১৫/১৬ বছর বয়সে ৩৪৫ জন নারী মুক্তিযোদ্ধা দলের নেতৃত্ব দিয়ে ৮ এবং ৯ নং সেক্টরের অধীন গোপালগঞ্জে ছোটোখাটো অনেক গেরিলা যুদ্ধ ছাড়াও ২২টি বড় যুদ্ধে অংশগ্রহণ করেন আশালতা বৈদ্য। এগুলোর মধ্যে বেশ কয়েকটিতে নেতৃত্ব দেন তিনি। অনেক পাকিস্তানি সেনা হত্যা করেন নিজ হাতে।
 তিনি শুধু প্রত্যক্ষ যুদ্ধে অংশগ্রহণ করেননি, আহত মুক্তিযোদ্ধাদের সেবা করেছেন নিজ হাতে। সেবা-শুশ্রূষা দিয়ে সহযোদ্ধাদের সারিয়ে তুলে তাদের সঙ্গে নিয়ে আবার যুদ্ধে গেছেন। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ২৪ জানুয়ারি আশালতা বৈদ্য চলে আসেন ঢাকায়। ওই দিনই বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করে তার হাতে মুক্তিযুদ্ধের অস্ত্র সমর্পণ করেন।
দেশ স্বাধীন হলে তিনি আবার পড়াশুনায় মনোনিবেশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে তিনি উচ্চশিক্ষা সমাপ্ত করেন। ৮০-এর দশকে নারী উন্নয়নের লক্ষে গড়ে তোলেন সূর্যমুখী সংস্থা। বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগেও তিনি মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। আশালতা বৈদ্য তার বৈচিত্র্যময় জীবনের সেবামূলক কাজের জন্য ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরষ্কার বাছাই কমিটিতে মনোয়ন পর্যন্ত  পেয়েছিলেন। এছাড়া তিনি শ্রেষ্ঠ মহিলা সমবায়ের প্রেসিডেন্ট স্বর্নপদক, রোকেয়া পদক, প্রশিকা মুক্তিযোদ্ধা পদকসহ অনেক পুরষ্কার লাভ করেছেন।
মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বিজয়ের মাস ডিসেম্বরে মুক্তিযুদ্ধের একমাত্র নারী কমান্ডারের প্রতি জানাই শ্রদ্ধা এবং ভালোবাসা ♥

নরক গুলজার করা এক খারাপ মানুষের নাম গুলজার স্মৃতিকথা : শওকত মিল্টন

ওনার অনেক নাম, অন্তত বরিশালের মানুষের কাছে। একটা মানুষের এতোগুলো নাম, খুব সহসা চোখে পড়ে না। তবে, মানুষটার নাম বললেই বরিশালের অনেকেই একমত হবেন, ‘আরে তাইতো! আগেতো ভাবিনি!’ বরিশাল শহরে অনেক মিথ আছে তাকে নিয়ে। আমাদের বরিশালের মানুষদের একটা দোষ আছে, পরিচিত হলেই বলবেন, ‘এলাকায় গিয়ে আমার নাম কইবেন মিয়া, সবাই একনামে চিনবো।’ সবাইকে চিনবে কিনা জানিনা,ওনাকে আসলেই এক নামে চেনে সকলে। বিশ্বাস হচ্ছে না, চোখ কপালে তুলেছেন? রসো ভায়া, নাম বললে তুমিই তখন বলবে, আসলেই ওনাকে এক নামে চেনে। এমনকি বলা বাহুল্য হবে না বরিশাল অঞ্চলের অনেক রাজনৈতিক নেতার চেয়েও নানা কারনে ওনার পরিচিতি বেশী। না উনি তেমন একটা রাজনীতির ধার ধারেন না।
রাজনীতি তাঁকে বহু শিক্ষা দিয়েছে। তবে হ্যাঁ, চরিত্রে তিনি পুরোপুরি বরিশাইল্যা। অর্থাৎ বরিশাইল্যাদের যেসব দোষ গূণ থাকে, তাঁর কোনটারই অভাব নাই। ঘাড় ত্যারামি, গালাগালি, উচিত কথা বলে দেয়া, মাথা দিয়ে ঠেলার মতো সবকিছুই তাঁর আছে। কি অবাক হচ্ছেন? আপনি কি বরিশাইল্যা? যদি না হন তাহলে বুঝবেন না। আর যদি বরিশাইল্যা হন এবং এসব রাজ রোগ আপনার না থাকে, তাহলে আমার যথেষ্ট সন্দেহ আছে আপনি আসলেই বরিশাইল্যা নাকি বরিশাইল্যা নামের কোন কুলাঙ্গার! হা হা হা- আমিতো নিজেই এসব রাজ রোগের সব কিছু বহন করি! আরো একটা কথা, খাঁটি বরিশাইল্যারা কিন্তু শুদ্ধ ভাষায় এবং আস্তে কথা বলে না। যদি কোন বরিশাইল্যা শুদ্ধ ভাষায় এবং আস্তে কথা বলে-তাহলে বুঝতে হবে ওনার মধ্যে ভেজাল আছে। এক নামে চেনা যায়, বরিশালের এই ব্যক্তির চরিত্রে সেনা কর্মকর্তাদের স্টারের মতো সবগুলোই জ্বল জ্বল করে সর্বদা। ও আচ্ছা এই খাস বরিশাইল্যার নামটাই বলা হয়নি। কোন নাম বলবো সেটাও একটা বিষয়। আমি এবং আমি কেন, অনেকেই ডাকে গুলু ভাই, পরিবারের লোকজনের কাছেও তাই।
অনেকে ওস্তাদ বলেন, তিনি কখনও আপত্তি করেন না। জনগনে উচ্চারিত নাম গুলজার? আরে ভাই বোম্বের পরিচালক, গীতিকার গুলজারের কথা বলছি না, ওই গুলজারের নাম হাতে গোনা কথিত শিক্ষিত লোকজন জানতে পারে বরিশালে। আর এই গুলজার হচ্ছে ম্যাংগো পিপলের পরিচিত নাম। ওনার আরো একটা নাম আছে, যেটা তাঁর মরহুম বাপজান আকিকা করে রেখেছিলেন, তবে সে নামে অনেকেই চিনবেন না। সেই নামটি হচ্ছে শফিকুল আলম। আমার মনে হয় এই নামে গুলজার ভাইর সামনে বসে ডাকাডাকি করলেও তিনিও বুঝতে পারবেন না। তো এই গুলজার সব সময় নরক গুলজার করতে পছন্দ করেন। আড্ডাবাজ হিসেবে তুলনা নেই। বরিশাল শহরে গত বিশ বছরেও শুনিনি, গুলজার ভাই কাউকে একটা থাপ্পর দিয়েছেন, তবে বরিশালের সবচেয়ে বড় গুন্ডাদের একজন তাঁকেই মনে করা হয়।
ওই যে কথায় বলে, ধারে না ভারে কাটে-গুলজার ভাই এর একটি বড় উদাহরন। অবশ্য আলেকান্দার সন্তান হবার কারনেও এই দূর্নাম-সূনামটি তাঁর হয়েছে বলেও মনে করেন অনেকে। গুলজার ভাইর নামে অনেক বদনাম আছে-অবশ্য বদনাম ছাড়া কোন বরিশাইল্যা আছে কিনা সন্দেহ। বলা যায়, দূর্নাম বরিশাইল্যাগো মুকুটের পালক! তো তাঁকে নিয়ে অনেক মিথ রয়েছে, আর এসব মিথের শুরু যখন তিনি ঠিকাদারী করতে শুরু করেন। পেশাদার ঠিকাদার। তবে ঠিকাদারের চেয়েও বরিশালের মানুষ নানা কারনে এবং অকারনে তাঁকে চেনেন। এই যেমন ধরুন, বরিশালের মানুষের জন্য রুচিশীল প্রথম আবাসিক হোটেলটা তাঁর করা। এ ধরনের কক্ষ সৌন্দর্যের আবাসিক হোটেল বরিশালে আগে দেখা যায়নি। হোটেলতো করলেন এই শহরে আসা মানূষদের জন্য, না তিনিও বাসা ছেড়ে হোটেলে। গুলজার ভাই ওই হোটেলেই থাকেন, দিন রাত থাকেন। রত্না ভাবী বাচ্চাদের নিয়ে ঢাকায়, একা একা আলেকান্দার বাড়ীতে থেকে কি করবেন? অতএব হোটেলেই স্থায়ী ঠিকানা। একটা থ্রি বেডের রুমেই তাঁকে বেশী ঘুমাতে দেখেছি। পাশের দুই বেডে দেশের বা দেশের বাইরে থেকে আসা বন্ধুদের। এখনও তাই, ভাবী বাচ্চারা বরিশাল গেলে-তারাও কখনও কখনও হোটেলে, কখনও বাসায়। আড্ডায় তাঁর জুড়ি নেই। বরিশালে এক সময় ব্যক্তি কেন্দ্রিক সবচেয়ে বড় আড্ডা গুলজার ভাইকে ঘিরে। বরিশাল থেকে ঢাকা চলে আসার পর, যখনই গেছি, এ্যাথেনার ৩০৪ অথবা ৩০৬ নম্বর রুমটিই ছিলো আমার ঠিকানা। পরে যখন বরিশাল ক্লাবের রেষ্ট হাউজে থাকা শুরু করলাম, গুলজার ভাইর মুখোমুখি হতে সাহস করিনি বহুদিন। একবার শেষে বরিশাল ক্লাবের ব্রাউন পার্কে ধরলেন আমাকে। রীতিমতো হুমকি ধামকি। এ্যাথেনা নামের এই হোটেল করেই থেমে যাননি। বরিশালেই আরো একটা আবাসিক হোটেলও করলেন তিনি। শুধু কি তাই? বরিশালের একমাত্র পাবলিক বারের স্রষ্টাও তিনি। তিনি ড্রিংক করতে পছন্দ করেন এবং সেটা গোপন করেন না। বরিশাইল্যা ভাষায় বলতে হয়, বাঘের বাচ্চা। তাঁর সাথে বহুবার এমন সঙ্গসুধা লাভের সৌভাগ্য হয়েছে। বরিশালের বেশ কিছু সিনিয়রদের আড্ডার অন্দর মহলে আমার মতো জুনিয়রের প্রবেশ ছিলো সৌভাগ্যের মতো। এদের মধ্যে গুলজার ভাই অন্যতম।
বরিশাইল্যাদের খেলাধুলায় বেশ নামকাম না থাকলেও সবকিছুতে মজা করার একটা প্রবনতা আছে। তো গুলজার ভাই এক আওয়ামী জমানায় বরিশালের খেলার জগতের দায়িত্ব পেলেন। সেবার জাতীয় পর্যায়ের ক্রিকেট কাভার করতে ঢাকার বেশ কিছু দূঁদে সাংবাদিক বরিশাল আসলেন এবং গুলজার ভাই তাদেরকে রাখলেন এ্যাথেনায়। শুধু তাই নয় রাতভর আড্ডা হতো। আমিও একদিন দুদিন সেই আড্ডায় ছিলাম। অনেক বছর পরে সেই দলের এক রিপোর্টারের সাথে কারওয়ান বাজারে এটিএন বাংলার নীচে দেখা। দেখেই জিজ্ঞাসা, ও বরিশাইল্যা আপনাদের গুলজার ভাই কেমন আছে? আর একবার বরিশালে ডেমোক্রেসি ওয়াচের একটা অনুষ্ঠানে শফিক রেহমান এসেছেন। ডেমোক্রেসি ওয়াচের কর্তা আমিনুল এহসান আমার খুব খাতিরের মানুষ। বরিশালে আসলে এবং কোন কিছু করলে একটা সহায়তার দাবী নিয়ে হাজির হতেন। অনেকেই জানেন না, সেই সময় জেনেছিলাম, গুলজার ভাই যাকে প্রেম করে বিয়ে করেছিলেন, মানে রত্না ভাবী, তিনি আবার খুব পড়তে ভালবাসেন। এক সময় বরিশালের খুব আলোচিত সাহিত্য গ্রুপ অক্ষর সাহিত্যের সাথেও জড়িত ছিলেন। তো রত্না ভাবী আমাদের অনেকের মতো সেই সময়ের যায়যায়দিনের দিনের পর দিন নামে কলামের ভক্ত ছিলেন।
জানিনা ওই ধরনের কলাম এখন লিখলে কি হতো! শফিক রেহমান কোন রাজনীতির মানুষ সে নিয়ে কথা বলতে চাই না, তবে তাঁর অনেক কিছুই আমি পছন্দ করি। তখন বরিশালে ড্রিংকের মার্কেট বেশ চড়া, প্রায় পাওয়া যায় না। তার মধ্যেও গুলজার ভাই একটা স্কচ হুইস্কি কিনে শফিক রেহমানকে গিফট করেছিলেন। গুলজার ভাই সাংস্কৃতিক অংগনের লোক না। তবে তাঁর অনেক পাগলামি আছে। উনি আগে ড্রিংক করে বাড়ী ফিরতেন আর পথে বিশেষ দিবসের রাতে সড়কে আলপনা করতে দেখলে বা শহীদ মিনারে সাংস্কৃতিক কর্মীদের দেখলে গাড়ী থামিয়ে কথা বলতেন এবং বিরানি খাবার জন্য টাকা দিয়ে তবে বাসায় যেতেন। এমন বহু ঘটনার গল্প আমি জানি। আমি বরিশালে নাটকের সংগঠন শব্দাবলীর সাথে জড়িত ছিলাম। শব্দাবলীর প্রাণপুরুষ আমাদের সৈয়দ দুলাল আবার আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং গুলজার ভাই আর সৈয়দ দুলালের সাথে এমন সম্পর্কও নেই।
আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার পর ২০০১ সালের ভয়াবহ সময়ে আমাকে শব্দাবলীর নতুন প্রোডাকশন ’শিলারী’ মঞ্চায়নের দায়িত্ব দেয়া হলো। এইতো গেল বছর নিশাত আপা এসেছিলেন টরেন্টোতে, আমাকে দেখে চিৎকার করে বললেন, ‘বরিশালে সৈয়দ দুলাল শুধু মিলটনকে ডরায়!’ আসলেই ডরায় কিনা সে প্রশ্ন অবান্তর কারন আমার আর দুলালদার কেমিষ্ট্রি ভিন্ন। যাক সে কথা শিলারীতে ফিরে আসি। এই প্রোডাকশন নামাতে আমরা মানে শব্দাবলী, নিয়ে আসি পালাকারের আমিনুল  ভাই আর এক এবং অদ্বীতিয়ম নিশাত আপাকে। যা হোক এই নাটকের প্রোডাকশন এমন এক সময়ে আমার কাঁধে পড়ে, যখন সৈয়দ দুলাল পর্যন্ত নড়তে সাহস পান না। এদিকে সংগঠনের ইজ্জত। এক মাসে প্রোডাকশন নামাতে হবে, ওয়ার্কশপ করে। কেউ কোন সহায়তা করে না। যাদের হাত উপুড় করার কথা তারা শরীর উপুড় করে আছেন। এমন সময় দুজন মানুষের কথা আমি কোনদিন ভুলবোনা। একজন গুলজার ভাই। কেন আমাকে হেল্প করেছিলেন জানি না। আরেক জনের কথা না হয় থাক। তিনিও আমার ঘনিষ্ঠ তবে বরিশালের মানুষের কাছে ভিন্ন পরিচয়। শিলারী নেমেছিল, প্রশংসিত হয়েছিল। তবে পেছনের ইতিহাস ৯৯ ভাগ কর্মী জানেন না।  গুলজার ভাইর সাথে আমার সম্পর্কটা কেমন নিবিড় দুটো ঘটনা উল্লেখ করছি। আমার  প্রিয় দুই মানুষ শওকত হোসেন হিরন এবং শফিকুল আলম গুলজার এর মধ্যে একটা বিরোধ ছিলো। প্রথমবারের সিটি নির্বাচন, যেবার হিরন ভাই জিতলেন-সেবার এই দুজনকে একসাথে বসিয়ে মিটমাট করে দিয়েছিলাম। যদিও পরে হিরন ভাই তাঁর চেলা চামুন্ডাদের কারনে আর গুলজার ভাই তাঁর ঐতিহাসিক ঘাঁড়ত্যারামির কারনে সেটা আর টেকেনি। শুধু তাই নয়, এ নিয়ে বহু জল ঘোলা হয়েছে। এ শুধু জানি রিয়াজ ভাই আর আমি। গুলজার ভাইয়ের অনেক ভিডিও আছে আমার কাছে।
আড্ডায় ভিডিও করার একমাত্র কপিরাইট ছিলো আমার। গুলজার ভাইকে বহু দুধের মাছিরা এ নিয়ে বোঝানোর চেষ্টা করেছে বাট কিছুই করতে পারেনি। এখন সেই ভিডিওগুলো দেখি। ঢাকা থেকে যখনই বরিশাল যেতাম নিয়ম করে একবার গুলজার ভাইর সাথে একটা আড্ডা আর দু দফা ভাত খাওয়া খাওয়ি হতো। গুলজার ভাই তাঁর আড্ডা শেষ করে আমার রুমে আসতেন, সেই আড্ডা চলতো রাত ছাপিয়ে। একটা রাত বা দুপুরে তিনি আমার শ্বাশুরীর রান্না খেতেন আর একটা রাত বা দুপুর তিনি তাঁর বাড়ীর রান্না খাওয়াতেন। তিনি আমার শ্বাশুড়ীর রান্না খুব পছন্দ করতেন। প্রায়ই বলতেন, ’এ বেডা একবার তো খালাম্মার ধারে নিয়া গেলা না। কইলাম তাঁরে পা ছু্ইঁয়া সালাম করমু। ’ এই হচ্ছেন গুলজার ভাই। বরিশালের তরুনদের কাছে তিনি সবসময় ছিলেন একটা আইডল।
আমি জানি অনেকেই বলবেন, ছ্যা ছ্যা এই লোক আইডল হয় কেমনে? আমি বলবো এমনে! গুলজার ভাইর দোষ ত্রুটি নিয়ে অনেক সমালোচনা হবে, করতে থাকেন। আমি শুধু এটুকুই বলবো, বরিশাল, আমার প্রিয় বরিশালে, প্রিয় মানুষগুলো এখনো আছে বরিশালের চরিত্র নিয়ে। গুলু ভাই, বহুদিন আপনারে দেহি না। খুব আড্ডা দিতে মন চায়। আজ কেন জানি না আপনার ভিডিওগুলো দেখছিলাম আর মনের অজান্তেই আর্দ্র হয়ে উঠছিলাম। মনে হচ্ছিল, একটু পরেই আপনার সাথে দেখা হবে। আমি বরিশালের এক আইকনের সাথে আড্ডায় ডুবে যাওয়া নৌকা হবো। আমাদের সারা শরীর ঘিরে রাখবে শ্যাওলা, ছোট মাছ আর জলজ কীর্তনখোলা। আমরা আপন শহরে ডুবে, আকণ্ঠ ভিজে উঠবো। আপনি আড্ডার শেষে কবিতা আবৃত্তি করে বলবেন, চিন্তামনি যিনি, আমি এতো লোককে চিনি…অথবা আবৃত্তি করবেন, জন্ম দেবার আগে এই দুনিয়ায়/ কে বাপ, কে মা/কেবা ভাই বোন/ আগে থেকে ঠিক করা ভারী অন্যায়/ যদি নীলিমা সেন হতেন দিদি/টাটা হতেন জ্যাডা …..ওরে আমি কি এতোই পাগল?/ তাই অনেক বেদনায় ছেড়ে দিয়ে হাল/ অতএব একটু আধটু খাই মাল/তাই এতো গালাগাল/বেশ আমি চললুম…
বরিশালের সাহসী সাংবাদিকতার আইডলখ্যাত
কানাডার টরোন্টো প্রবাসী সিনিয়র সাংবাদিক শওকত মিল্টনের ফেসবুকের টাইম লাইন থেকে কপি।

একজন নন এমপিও অনার্স শিক্ষকের আর্তনাদ! উচ্চ শিক্ষা!! আধুনিক বাংলাদেশ

কালাচাঁদ মিত্রি:
গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার বাসিন্দা। একজন শিক্ষক, সংগীত শিল্পী ও আবৃত্তিকার। ঢাকা কলেজ থেকে বাংলা সাহিত্যে অনার্স মাস্টার্স শেষ করে শিক্ষক হিসেবে চাকরি নেন কোটালীপাড়া কাজী মন্টু কলেজে। কিন্তু আমাদের দেশের শিক্ষা ব্যবস্হায় বৈষম্যমূলক নীতিমালা ও এমপিও নামক অভিশপ্ত ব্যবস্হার কারনে আজ সে নিজেকে সমাজের একজন নিকৃষ্ট সন্তান, স্বামী ও শিশু সন্তানের পিতা আখ্যায়িত করার আত্মহত্যার চিন্তা করছে। একজন শিক্ষক নাকি জাতিগড়ার কারিগর!! অথচ শিক্ষা ব্যবস্হার শিক্ষকদের অর্থনৈতিক বৈষম্য তাকে ভিক্ষুকের স্তরে নিয়ে গেছেন। পাঠকের দরবারে কালাচাঁদ মিত্রির পোস্ট সরাসরি তুলে ধরা হলো। আমার বর্তমান আমার এই বেসরকারি অনার্স-মাস্টার্স শিক্ষকের দুঃখের জীবনের কথা কারে শোনাব! একমাত্র মেয়ের বয়স আজ তিন বছর আট দিন। সে এমন কোনো কথা নেই যা বলতে পারে না। মনে হয়, বড় মানুষের মতই সব বোঝে। অসহায় বাবার বুকটা ভেঙে যায়। ৬-৭ মাস ধরে তাকে একফোঁটা দুধ কিনে দিতে পারি না। মাথার উপর অনেক বড় ঋণের বোঝা এখন। আজকের সবচেয়ে বড় কষ্টের কথা, ভাবলে দুচোখে পানি নেমে আসে— পাশের ঘরের বাচ্চারা দুধ খেয়ে খালি গ্লাসটা উঠানে ফেলে রেখে গেছে। তিনবছর আটদিন বয়সের একমাত্র মেয়েটি আমার সেই গ্লাসটি কুঁড়িয়ে মুখ লাগিয়ে কিছু না পেয়ে জিভ বের করে চাটছে। এটা দেখে তার মা অনেক মেরেছে তাকে। আমাকেও যা মন চায়…….. এমন দৃশ্য দেখার আগে বাবার মরণ হয় না কেন? এমন শিক্ষকের জীবন থাকার মানে কি!!! মেয়ের গায়ের সব জামা-কাপড়ই এখন ছোট ও ছেঁড়া। একটিও তার গায়ে লাগে না। মেয়েটি ছেঁড়া জামা পরবে না। ভালো জামা চায় আর ছেঁড়া ও ছোট জামা-প্যান্ট ছুঁড়ে ফেলে দেয়। এখন আবার শীত পড়েছে। পুরাতন শীতের পোশাকের একটিও তার গায়ে লাগে না। তারপরেও জোর করে টেনে লম্বা করে ওর মা ওকে পরিয়ে দেয়। ওসব পরানোর সময় চিৎকার করে কাঁদে! আমিও এবং ওর মা ওরই ছেঁড়া পোশাকে চোখ মুছি। আবার কত কী খেতে চায়! চকলেট খাবো, প্যাকেট খাবো, বিক্কুট খাবো….. সব শুনি আর বলি, বাজার বন্ধ বাবা। বাজার খুললে সব এনে দেবো। আসলে কিছুই আনতে পারি না। ক্ষমতা নেই। অবশেষে ও ঘুমিয়ে পড়লেই তবে ঘরে ফিরি। কবে করোনা যাবে, কবে স্কুল-কলেজ খুলবে! কবে সরকার এমপিও দেবে! তবে করোনা-কালীন সাহায্য হিসেবে সরকারের পক্ষ থেকে মাত্র ৯ কেজি চাউল পেয়েছিলাম। আর কিছু না। মাঝে মাঝে মনে হয়, পরিবারের সবাইকে মেরে নিজেও মরে যাই। রাতের অন্ধকারে একা একা রাত জেগে কাঁদি আর ভাবি, আমি যে আজ ভিক্ষুকের চেয়েও বড় ভিক্ষুক। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট স্বামী, নিকৃষ্ট বাবা, নিকৃষ্ট সন্তান।

কালাচাঁদ মিত্রী প্রভাষক,
বাংলা, কাজী মন্টু কলেজ,
কোটালীপাড়া, গোপালগঞ্জ,
০১৭২০০৮০১৯৩।

মোটরসাইকেল দুর্ঘটনার শিকার ৮০ শতাংশই তরুণ

সন্তানের জেদের কারণে ১৭ বছর ৫ মাস বয়সের একমাত্র ছেলে মোশাররফ হোসেনকে মোটরসাইকেল কিনে দেন খুলনা ফুলবাড়িয়ার বাসিন্দা ফজলুর রহমান। মোটরসাইকেল কেনার দেড় মাস পরেই প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে ডান পা হারিয়ে গত ১৮ দিন ধরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসা নিচ্ছেন। সন্তানের বায়না মেটাতে কেনা হচ্ছে মোটরসাইকেল। আবার দ্রুত যাতায়াত কিংবা আয়ের মাধ্যম হিসেবে মোটরসাইকেলকে বেছে নিচ্ছেন তরুণ প্রজন্ম। এতেই পরিবারে বিপত্তি ঘটছে।

পরিবারের ভবিষ্যত বা একমাত্র কর্মক্ষম মানুষটি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে পরিবারেরই বোঝা হয়ে দাঁড়াচ্ছেন। গত দুই থেকে তিন বছরে রাজধানীসহ সারাদেশে মোটরসাইকেল দুর্ঘটনা কয়েকগুণ বেড়েছে। যাদের প্রায় ৮০ শতাংশই তরুণ আর ২০ শতাংশ বয়স্ক মানুষ জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসা নিতে এসেছেন।

জানা গেছে, রাজধানীর আগারগাঁও জাতীয় পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিতে আসা ১০০ শতাংশের মধ্যে ৭৫ শতাংশ মানুষ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসা নিতে আসছেন। এরমধ্যে ৫০ শতাংশের ওপরে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার। আর ২৫ শতাংশ নসিমন, ভ্যান, রিকশা, বাইসাইকেলসহ অন্যান্য দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসেন।

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুর্নবাসন প্রতিষ্ঠানের এক পরিসংখ্যানে দেখা গেছে, হাসপাতালে দৈনিক মোটরসাইকেল দুর্ঘটনায় কমপক্ষে ৫ জন রোগী ভর্তি হচ্ছেন, সেই হিসেবে মাসে দেড়শ’ রোগী চিকিৎসা নিতে আসেন হাসপাতালটিতে। বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় শিকার হয়ে হাসপাতালটিতে ১ হাজার ৮শ’ জন চিকিৎসা নিতে আসেন। যাদের অনেকের হাত ও পা কেটে ফেলতে হয় । এই চিত্র শুধুই জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুর্নবাসন প্রতিষ্ঠান বা পঙ্গু হাসপাতালের। এছাড়া সারাদেশের বিভিন্ন জেলা ও উপজেলা শহরের হাসপাতালগুলোতেও মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে প্রায় একই রকম মানুষ চিকিৎসা নিচ্ছেন।

জাতীয় অর্থোপেডিক হাসপাতালে গতকাল রোববার (১৫ নভেম্বর) ২৪ ঘণ্টায় ৬৩ জন রোগী চিকিৎসা নিয়েছেন। যাদের মধ্যে ৫ জনই মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসা নিতে এসেছেন। তাদের বয়স ১৫ থেকে ৪৫ বছরের মধ্যে। হাসপাতালের চিকিৎসার বিষয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুর্নবাসন প্রতিষ্ঠানের অধ্যাপক ও পরিচালক অধ্যাপক ডা. মো. আব্দুল গনি মোল্লাহ্ আরটিভি নিউজকে বলেন, তরুণরাই সবচেয়ে বেশি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হচ্ছেন। তাদের বেশির ভাগেরই কোমর, হাত ও পা ভেঙে হাসপাতালে আসেন। অনেকেরই হাত ও পা কেটে ফেলতে হয়। এতে সংসারের আয়ের একমাত্র উপার্জনকারী ব্যক্তিটিই হয়ে পড়েন পরিবারের বোঝা।

ডা. মো. আব্দুল গনি মোল্লাহ বলেন, জাতীয় অর্থোপেডিক হাসপাতালের রোগীদের মধ্যে ৭৫ শতাংশই আসে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে। যার ৫০ শতাংশই মোটরসাইকেল দুর্ঘটনার শিকার, বাকি ২৫ শতাংশ অন্যান্য সড়ক দুর্ঘটনায় আহত রোগী।

তিনি আরও বলেন, মোটরসাইকেল দুর্ঘটনা কমাতে চালকদের সাবধান থাকতে হবে। ট্রাফিক আইন মেনে চলতে হবে। অধিক গতিতে মোটরসাইকেল চালানো যাবে না। একই সড়কে দুই মুখ থেকে গাড়ি চালানো যাবে না। সড়কে একমুখী যানবাহন চলাচল নিশ্চিত করতে হবে। এক মোটরসাইকেলে দুই জনের বেশি চলাচল করা যাবে না। তাহলেই দেশে সড়ক দুর্ঘটনা কিছুটা কমে আসবে।

সম্প্রতি রোড সেফটি ফাউন্ডেশনের একটি পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরে গত ১০ মাসে সারাদেশে ১ হাজার ১১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১ হাজার ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭২৪ জনের বয়স ১৫ থেকে ৪০ বছর বয়সী। পেশাগত দিক বিবেচনায় নিহতদের মধ্যে সর্বোচ্চ ৩০৮ জন শিক্ষার্থী এবং ৩৭ জন শিক্ষক রয়েছেন। এ সময়ের মধ্যে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেছে ১২৪ জন পথচারীর, যা মোট নিহতের ১২ দশমিক ৮ শতাংশ।

সংগঠনটি তার পর্যবেক্ষণে বলেছে, দেশে মোটরসাইকেল দুর্ঘটনার মাত্রা ক্রমাগত বাড়ছে। অন্যান্য যানবাহনের দুর্ঘটনার সঙ্গে মোটরসাইকেল দুর্ঘটনা যুক্ত হয়ে পরিস্থিতি এখন ভয়াবহ পর্যায়ে। মোটরসাইকেল ব্যবহারের প্রবণতা অস্বাভাবিক হারে বাড়ছে। চার চাকার যানবাহনের তুলনায় মোটরসাইকেল ৩০ গুণ বেশি ঝুঁকিপূর্ণ।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক শামসুল হক আরটিভি নিউজকে বলেন, মোটরসাইকেল চালানোর জন্য দেশে আলাদা কোনও লেন নেই। দুই চাকার বাহনটি দ্রুতগামী ও ঝুঁকিপূর্ণ। আর এই ঝুঁকিপূর্ণ বাহনটি তরুণ প্রজন্ম বেছে নিয়েছে। ফলে দিন দিন সড়কে মৃত্যুর সংখ্যা বাড়ছে।

মোটরসাইকেল দুর্ঘটনার বিষয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সাধারণ সম্পাদক ড. আদিল মোহাম্মদ খান আরটিভি নিউজকে বলেন, সরকার পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি করতে না পারায় বেকার তরুণ প্রজন্ম আজ জীবিকার টানে মোটরসাইকেল বেছে নিচ্ছেন। এতে অনেকেই অকালে দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করছেন। মোটরসাইকেলের নিবন্ধন ফি, ড্রাইভিং লাইসেন্সের নামে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান রাজস্ব আদায় করলেও রাস্তাঘাটে আলাদা লেন করছে না।

তিনি আরও বলেন, ঢাকা শহরে যানবাহন নিয়ন্ত্রণে নগর ব্যবস্থাপক যারা আছেন তাদের ব্যর্থতা রয়েছে। ঢাকা শহরে ৪ হাজার পাবলিক বাস নামানো হবে। গত ১২ বছর ধরে এটি শোনা যাচ্ছে কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। ঢাকা শহরে রাস্তার তুলনায় মোটরসাইকেল বেশি রয়েছে।

মোটরসাইকেল দুর্ঘটনার কারণ সম্পর্কে নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন আরটিভি নিউজকে বলেন, শহরে মোটরসাইকেল চালকদের মাঝে হেলমেট পড়ার অভ্যাস গড়ে উঠেছে। কিন্তু গ্রামাঞ্চলে এখনও হেলমেট ছাড়া তরুণরা মোটরসাইকেল চালাচ্ছেন। মোটরসাইকেল চালকদের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ, ট্রাফিক আইন সম্পর্কে জানাতে হবে। ১৮ বছরের কম বয়সীদের কাছে মোটরসাইকেল বিক্রয় করা যাবে না।

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের অনুসন্ধানী ডেস্কের দায়িত্বে থাকা হারুন-অর-রশিদ আরটিভি নিউজকে বলেন, শতকরা ৫০ শতাংশের ওপরে মানুষ মোটরসাইকেল দুর্ঘটনা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। যাদের বয়স ১৫ বছর থেকে ৪৫ বছরের মতো। এর মধ্যে ২০ থেকে ৪৫ বছরের বয়স্ক মানুষ বেশি। দৈনিক অন্তত ৫ জন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসা নিতে আসছেন।

সূত্র: আরটিভি

ইন্টারপোলের তালিকায় প্রথম বাংলাদেশি পাচারকারী

ইন্টারপোলের লাল তালিকায় ৭০ জনের বেশি বাংলাদেশি অপরাধীর নাম আছে৷ তবে মিন্টু মিয়া হচ্ছেন প্রথম বাংলাদেশি, যার নাম মানবপাচারকারী হিসেবে ঐ তালিকায় স্থান পেয়েছে৷

মিন্টু মিয়ার বিরুদ্ধে বিদেশে চাকরি পেতে আগ্রহীদের সঙ্গে প্রতারণা করা এবং অবৈধভাবে তাদের আটকে রেখে মুক্তিপণ আদায়, এমনকি হত্যার অভিযোগ আনা হয়েছে৷ চলতি সপ্তাহে তার নাম তালিকায় যোগ করে ইন্টারপোল৷ বর্তমানে সারা বিশ্বের সাত হাজার ৩৬৮ জন অপরাধীর নাম লাল তালিকায় রয়েছে৷

মিন্টু মিয়াসহ ছয়জন মানবপাচারকারীর নাম ইন্টারপোলের লাল তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন করা হয়েছে বলে থমসন রয়টার্স ফাউন্ডেশনকে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের স্পেশাল সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ সৈয়দা জান্নাত আরা৷ ‘‘এই পাচারকারীরা বিদেশে চাকরি দেয়ার নাম করে বাংলাদেশিদের কাছ থেকে টাকা নেয়৷ এরপর লিবিয়ায় তাদের আটকে রেখে আরও অর্থের জন্য তাদের উপর নির্যাতন চালায়,’’ বলে জানান জান্নাত আরা৷

সবচেয়ে বেশি নারী শ্রমিক বিদেশে পাড়ি জমিয়েছেন ঢাকা থেকে৷ ২০০৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রায় ৯০ হাজার নারী এই জেলা থেকে কাজ নিয়ে গেছেন বিশ্বের বিভিন্ন দেশে৷

তিনি বলেন, ‘‘ইন্টারপোলে তাদের বিস্তারিত তথ্য দেয়ার কারণে তাদের চলাফেরা বাধাগ্রস্ত হবে, কারণ যে দেশেই তারা যাক না কেন সেখানেই তাদের আটকের চেষ্টা করা হবে৷’’

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর আশরাফুল ইসলাম ইন্টারপোলে পাচারকারীদের নাম দেয়ার বিষয়টির প্রশংসা করেছেন৷ ‘‘আশা করছি, এই উদ্যোগ মূল অপরাধীদের ধরতে সহায়তা করবে এবং পাচার হয়ে বাংলাদেশিদের এখানে আসা বন্ধ হবে৷ এই উদ্যোগ সফল হচ্ছে কিনা, তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে,” বলেন তিনি৷

গত মে মাসে লিবিয়ায় ২৪ জন বাংলাদেশিকে অপহরণ ও হত্যার ঘটনার পর মানবপাচারকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করে পুলিশ৷ জুন মাসে অন্তত ৫০ জন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়৷ এটি মানবপাচারকারীদের বিরুদ্ধে ‘সবচেয়ে বড় অভিযান’ বলে দাবি করছে পুলিশ৷

আটকদের মধ্যে একজন শীর্ষ পাচারকারী রয়েছেন বলে পুলিশ জানিয়েছে৷ এক দশকেরও বেশি সময় ধরে ঐ পাচারকারী প্রায় চারশ বাংলাদেশিকে লিবিয়ায় পাঠিয়েছিল৷

মানবপাচার নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের চলতি বছরের প্রতিবেদনে বলা হয়েছে, পাচার রুখতে বাংলাদেশ তৎপরতা বাড়িয়েছে৷ হাজার হাজার মামলা নিষ্পত্তি করতে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, যদিও অভিযুক্তের সংখ্যা এখনও কম৷

ইতালি আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইতালী প্রতিনিধি:
আওয়ামীলীগ সভাপতি সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করেছে ইতালি আওয়ামী লীগ। গতকাল ইতালির রাজধানী রোমের পিয়াচ্ছালে প্রেনেসতিনো নাফিসা বার এন্ড রেষ্টুরেন্টের হলরুমে দলের কেন্দ্রীয় নির্দেশনা মেনে আলোচনা সভা. কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

-পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করে প্রথমেই ইতালী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব মোজাফ্ফর হোসেন বাবুলের মায়ের ইন্তেকালে শোক ও সমবেদনা প্রকাশ করা হয়। -জন্মদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতালি আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলি আহাম্মদ ঢালী,প্রধান বক্তা ছিলেন ইতালী আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদক আয়েবার যুগ্ম মহাসচিব এম এ রব মিন্টু, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম বাবু, বাংলাদেশ আওয়ামী যুবলীগ টাঙ্গাইল শাখার সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক মাসুদুর রহমান সিদ্দকী, রোম মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি স্বপন হাওলাদার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি.আর মানিক, যুবলীগ ইতালী শাখার সমাজ কল্যান বিষয়ক সম্পাদক রাজিব খান, আওয়ামী লীগ নেতা এ.আর. আহমেদ তপু, বঙ্গবন্ধু পরিষদ ইতালির সাধারন সম্পাদক আহসান পিপু, লেখক কলামিষ্ট হাফিজুর রহমান মিতু, যুবনেতা রাসেল রানা, রোম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজিব রহমানসহ ইব্রাহীম হোসেন, ইলিয়াস মল্লিক, সুমন মুজিবুর, লিটন চৌধুরী, মোঃ ইলিয়াস মোল্লা, কোয়েল ভুঁইয়া, হাবিবুর রহমান, তানজির আহাম্মেদও আরো অনেকে।

 

এছাড়াও ইতালী আওয়ামী লীগ, যুবলীগ, রোম মহানগর আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান ইতালী শাখাসহ বিভিন্ন আওয়ামী সংগঠনের নেতবৃন্দ। -জন্মদিনের অনুষ্ঠানে ঢাকা থেকে টেলিফোনে সংযুক্ত ছিলেন ইতালী আওয়ামী লীগের প্রভাবশালী সহ সভাপতি জনাব জাহাঙ্গীর ফরাজী ও সাংগঠনিক সম্পাদক সরদার লুৎফর রহমান। অনুস্ঠানের প্রধান বক্তা এম এ রব মিন্টু বলেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরাবারে নতুন ভাবে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করেছে।

 

তারা বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলা মানবতার নেত্রী শেখ হাসিনার হাত ধরেই সম্পূর্ণ হবে। -অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সু-স্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।পরে আলী আহম্দ ঢালী ও এম এ রব মিন্টু উপস্হিত সকলকে নিয়ে জন্মদিনের কেক কাটে।

ঝালকাঠিতে কলেজ পড়ুয়া ৩০ শিক্ষার্থীকে ইয়ুথ লিডারশীপ প্রশিক্ষণ দিলো দুরন্ত ফাউন্ডেশন

ঝালকাঠি প্রতিনিধি ॥ তারুণদের মাঝে সামাজিক দায়বদ্ধতা সৃষ্টি ও নেতৃত্ব দানের গুণাগুণ অর্জনের লক্ষ্যে ঝালকাঠিতে শুক্রবার দিনব্যাপী ইয়ুথ লিডারশিপ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন দুরন্ত ফাউন্ডেশন এর আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন কলেজ/বিশ্ববিদ্যালয়ে পড়–য়া ৩০ জন শিক্ষার্ধী অংশনেয়। ঝালকাঠির চাঁদকাঠিস্থ প্যারেন্টস প্রেয়ার কিন্ডারগার্টেন এর হল রুমে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আহমেদ হাসান। বিষেশ অতিথি ছিলেন ঝালকাঠি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এড. আককাস সিকদার এবং দৈনিক দেশ পত্রিকার জেলা প্রতিনিধি হাসনাইন তালুকদার দিবস। অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন দুরন্ত ফাউন্ডেশন এর সভাপতি তাসিন মৃধা অনিক। প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন সেশন পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক জান্নাতুল নাইম অন্তু এবং কর্মশালা সম্পাদক আবু বকর সিদ্দিক। প্রশিক্ষণ শেষে আলোচনা সভায় বক্তারা দুরন্ত ফাউন্ডেশন কতৃক এ আয়োজনকে সাধুবাদ জানায়। বক্তারা বলেন, শিক্ষার্থীরা এই প্রশিক্ষণের মাধ্যমে নেতৃত্বদানের গুণাবলী অর্জন করবে। তরুণরা যদি সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের তরে এগিয়ে আসে তবে দেশ থেকে দারিদ্র চিরতরে বিদায় নিবে। এছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), শিক্ষার্থীদের মাঝে নেতৃত্ব দানের গুণাগুণ সৃষ্টির লক্ষ্যে বিষয়ভিত্তিক ও ব্যবহারিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন প্রশিক্ষকরা। এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সামাজিক দায়বদ্ধতা সৃষ্টির লক্ষ্যে প্রবন্ধ আলোচনা করা হয়। দিনব্যাপি প্রশিক্ষণ শেষে অংশগ্রহনকারীদেরকে সনদ দেয়া হয়।