পবিত্র শবে মেরাজ ৮ ফেব্রুয়ারি

ডেস্ক রিপোর্ট :
পবিত্র শবে মেরাজ পালিত হবে আগামী ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দিনগত রাতে। আজ শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রজব মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী রোববার থেকে ১৪৪৫ হিজরি সনের রজব মাস গণনা শুরু হবে। আজ রাতে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নায়েব আলী এ তথ্য জানিয়েছেন।

এর আগে আজ সন্ধ্যায় ১৪৪৫ হিজরি সনের পবিত্র শবে মেরাজের তারিখ নির্ধারণ এবং রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসে। ধর্মবিষয়কমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে রাজধানীর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত।

শবে মেরাজ মুসলমানদের কাছে বিশেষ মর্যাদার। ধর্মপ্রাণ মুসলমানরা নফল ইবাদত-বন্দেগির মধ্যদিয়ে এ মূল্যবান রাত কাটান। এই দিন অনেকে নফল রোজাও রাখেন।

‘শবে মেরাজ’ অর্থ ঊর্ধ্ব গমনের রাত। মুসলমানদের ধর্ম বিশ্বাস অনুযায়ী, ২৬ রজব দিনগত রাতে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে মহানবী হজরত মোহাম্মদ (স.) আল্লাহ তা’য়ালার সাক্ষাৎ লাভ করেছিলেন। এ বছর সেই রাতটি পড়েছে আগামীকাল ১৮ ফেব্রুয়ারি।

রজব হিজরি সনের বিশেষ ও মহিমান্বিত একটি মাস। এ মাস আসে রমজানের আগমনী বার্তা নিয়ে। তাই এই রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি নিতে হবে। এ মাসের বড় বৈশিষ্ট্য হলো—এ মাস আল্লাহ প্রদত্ত চারটি সম্মানিত মাসের (আশহুরে হুরুমের) একটি।

বরিশাল অবজারভার / হৃদয়

রোলস রয়েস খালাসে গুনতে হবে জরিমানাসহ ৮৫ কোটি টাকা

ডেস্ক রিপোর্ট :
আমদানি করা বিলাসবহুল একটি রোলস-রয়েস গাড়ি শুল্কায়নের আগেই অবৈধভাবে খালাস করায় গাড়ি আমদানিকারককে ৫৭ কোটি টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে শুল্ক-কর পরিশোধ করতে হবে ২৮ কোটি ২৯ লাখ টাকা। মোট ৮৫ কোটি টাকা দিয়ে তারপর গাড়িটি খালাস নেওয়ার আদেশ দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

বিচারাদেশ শেষে ১২ অক্টোবর কাস্টমস কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান এ আদেশ জারি করেন। আদেশে ৩০ দিনের মধ্যে শুল্ক-কর ও দুই ধরনের জরিমানা পরিশোধ করার কথা বলা হয়। তবে আমদানিকারক চাইলে কাস্টম, এক্সাইজ ও ভ্যাট ট্রাইব্যুনালে এ আদেশের বিরুদ্ধে আপিলের সুযোগ পাবেন।

চট্টগ্রাম কাস্টমসের এক কর্মকর্তা বলেন, বিচারাদেশ অনুযায়ী আমদানিকারককে ৫৬ কোটি ৪০ লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। বিমোচন জরিমানা আরোপ করা হয় ৪০ লাখ টাকা। আর শুল্ক-কর অব্যাহতি সুবিধা না পাওয়ায় গাড়ি খালাসে শুল্ক-কর দিতে হবে ২৮ কোটি ২৯ লাখ টাকা। সব মিলিয়ে ৮৫ কোটি টাকা পরিশোধ করতে হবে।

যুক্তরাজ্যের বিশ্বখ্যাত রোলস-রয়েস ব্র্যান্ডের গাড়িটি ২০২১ সালে তৈরি। এ গাড়ির সিলিন্ডার ক্যাপাসিটি ৬ হাজার ৭৫০। মডেলের নাম কালিনান এসইউভি। শুল্কমুক্ত সুবিধায় আমদানি করলেও বিচারাদেশ অনুযায়ী অবৈধভাবে খালাস করে নেওয়া ও ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য রাখায় এ শুল্ক-কর ও জরিমানা গুনতে হচ্ছে আমদানিকারককে।

গত এপ্রিলে শুল্কমুক্ত সুবিধায় গাড়িটি আমদানি করেছিল চট্টগ্রাম ইপিজেডের হংকং ও বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিচালিত জেড অ্যান্ড জেড ইনটিমেটস লিমিটেড। আমদানির পর চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ (ইপিজেড) এলাকায় নেওয়া হয়। এরপর শুল্কায়নের জন্য কাগজপত্র দাখিল করা হয় কাস্টম হাউসে। তবে শুল্কায়নের আগেই গত ১৭ মে গাড়িটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শরীফ জহিরের ঢাকার বারিধারার বাসায় সরিয়ে নেওয়া হয়। এ খবর জানতে পেরে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর অভিযান চালিয়ে গাড়িটি জব্দ করে।

বিচারাদেশ অনুযায়ী, শুল্কমুক্ত সুবিধায় গাড়িটি আমদানি করলেও শুল্কায়ন হওয়ার আগে অবৈধভাবে অপসারণ করা হয়েছে। শিল্পপ্রতিষ্ঠানের কাজ ছাড়া অন্য কোনো কাজে ব্যবহারের সুযোগ না থাকলেও প্রজ্ঞাপনের নিয়ম লঙ্ঘন করে ব্যক্তিগত ব্যবহারের জন্য নিজস্ব বাসভবনে গাড়িটি রাখা হয়েছে। আবার যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রতিষ্ঠানের মালিকানা হস্তান্তর করা হয়নি। এ কারণে আমদানিকারক এ গাড়িতে শুল্ক-কর অব্যাহতি পাওয়ার সুযোগ নেই বলে বিচারাদেশে বলা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ফখরুল আলম গণমাধ্যমকে বলেন, ‘শুল্কায়নের আগেই গাড়িটি অবৈধভাবে খালাস করা হয়েছে। তাই এটি জব্দ করে কাস্টমসকে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে। সেটা মেনে এখন জরিমানা করেছে কাস্টমস।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন আজ

ডেস্ক রিপোর্ট :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন আজ মঙ্গলবার।

মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী, গত বছর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসেবে উদযাপিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমণ্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে নরপিশাচরা নির্মমভাবে তাঁকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।

এদিকে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ আজ সকাল ৮টায় বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। এছাড়া আওয়ামী লীগের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

 

যুদ্ধ বন্ধ করে সবার কাছে খাবার পৌঁছে দিন :প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধ ও খাদ্য নিয়ে রাজনীতি বন্ধ করে সবার কাছে খাবার পৌঁছে দেওয়ার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘বিশ্বের ৮০ কোটির বেশি মানুষ ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যায়; যা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আরও খারাপ অবস্থায় পৌঁছেছে। আমি যুদ্ধ বন্ধ করতে, খাদ্য নিয়ে রাজনীতি বন্ধ করতে এবং খাদ্যের অপচয় বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অনুরোধ করছি। পরিবর্তে, খাদ্য ঘাটতি এবং দুর্ভিক্ষ কবলিত এলাকায় খাদ্য সরবরাহ নিশ্চিত করুন। মানুষ হিসাবে, আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে যে, প্রত্যেকেরই খাদ্য নিয়ে বেঁচে থাকার এবং একটি সুন্দর জীবন যাপনের অধিকার রয়েছে।’

প্রধানমন্ত্রী আজ সোমবার বিকেলে গণভবন থেকে ইতালির এফএও-এর সদর দপ্তর রোমে অনুষ্ঠিত এফএও (খাদ্য ও কৃষি সংস্থা) বিশ্ব খাদ্য ফোরাম ২০২২-এর উদ্বোধনী অধিবেশনে ভার্চুয়ালি মূল প্রবন্ধ উপস্থাপনকালে একথা বলেন।

শেখ হাসিনা আরও বলেন, ‘যদি অস্ত্র তৈরিতে বিনিয়োগ করা অর্থের একটি ভগ্নাংশ খাদ্য উৎপাদন এবং বিতরণে ব্যয় করা হয়, তবে এই পৃথিবীতে কেউ ক্ষুধার্ত থাকবে না।’

ভার্চুয়ালি ফোরামে যোগ দিতে পেরে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, এ ফোরাম এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন বিশ্বব্যাপী খাদ্য ব্যবস্থা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা, কোভিড-১৯ মহামারি এবং আফ্রিকা, দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যজুড়ে খরার কারণে বিপর্যস্ত। আমি আশা করি এটি কৃষি-খাদ্য ব্যবস্থার রূপান্তরের জন্য গুরুত্বপূর্ণ সমাধানগুলো অগ্রসর করতে মূল স্টেকহোল্ডারদের মধ্যে সংলাপকে উৎসাহিত করবে।’

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ‘৮০ কোটিরও বেশি মানুষ বা বিশ্বের জনসংখ্যার ১০ শতাংশ বরাবরই ক্ষুধার্ত অবস্থায় বিছানায় যায় এবং ইউক্রেন যুদ্ধ, পরবর্তী নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞার ফলে পরিস্থিতি এখন আরও খারাপ হয়েছে, যা বিশ্বব্যাপী খাদ্য সরবরাহ ব্যাহত করেছে এবং খাদ্যের দাম বাড়িয়েছে।’

প্রধানমন্ত্রী একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্বের আকাঙ্খা ব্যক্ত করে বলেন, ‘বিশ্বে সম্পদের প্রাচুর্য্য রয়েছে এবং বিজ্ঞান ও প্রযুক্তির উল্লেখযোগ্য অবদানের ফলে তা আরও বৃদ্ধি পাওয়া সত্ত্বেও এই বঞ্চনা আমাদের জন্য সবচেয়ে দুর্ভাগ্যজনক। প্রকৃত অর্থে আমাদের গ্রহে খাদ্যের কোনো অভাব নেই। অভাব কেবল মানবসৃষ্ট। খাদ্য নিয়ে রাজনীতি ও ব্যবসায়িক স্বার্থ, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ এবং কীটপতঙ্গ ও রোগের আক্রমণ সবই আমাদের কৃষি-খাদ্য ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করছে।’

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে কৃষি খাতে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, ‘বাংলাদেশে কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পের ভালো সম্ভাবনা রয়েছে। আমি বিশেষ করে বিদেশি বিনিয়োগকারীদের এই কৃষি খাতে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানাতে চাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে এফএও-তে যোগদানে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন। কারণ, তিনি বুঝতে পেরেছিলেন যে, জাতিসংঘের এই আন্তর্জাতিক সংস্থা নতুন দেশটির জন্য কতটা গুরুত্বপূর্ণ।’

শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধুর অগ্রণী উদ্যোগের মধ্যে ছিল কৃষক ও শ্রমিক শ্রেণীর অর্থনৈতিক মুক্তির জন্য সবুজ বিপ্লবের ডাক দেওয়া। বঙ্গবন্ধু কৃষি উন্নয়নের জন্য দেশের উন্নয়ন বাজেটের পঞ্চমাংশ বরাদ্দ করেন এবং কৃষির সার্বিক উন্নয়নে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন এবং বাংলাদেশ কৃষি ব্যাংকসহ অনেক প্রতিষ্ঠান গড়ে তোলেন। দুঃখজনকভাবে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবকে পরিবারের অধিকাংশ সদস্যসহ হত্যা করা হয়। তার মৃত্যুতে কৃষি কর্মসূচি এবং অন্যান্য সকল উন্নয়ন উদ্যোগ স্থবির হয়ে পড়ে।’

তিনি আরও বলেন, তারপরে, কয়েক দশক অগ্রগতি ছাড়াই অতিবাহিত হয়। তারপরে গণতন্ত্র ও জনগণের অধিকারের জন্য ২১ বছর সংগ্রামের পর, ১৯৯৬ সালের জুন মাসে, তিনি একটি গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ সরকার গঠনের জন্য নির্বাচিত হন। আমার বাবা দেশটিকে যেখানে রেখে গিয়েছিলেন, অবিলম্বে, আমি সেখান থেকে শুরু করেছিলাম। বাংলাদেশের সার্বিক উন্নয়নে তার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা পুনরুজ্জীবিত করেছিলাম এবং বিশেষ করে কৃষিকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের বিষয়টি অন্যান্য সকল প্রয়োজনের আগে প্রথম স্থান পেয়েছিল।’

প্রধানমন্ত্রী বলেন, আমি যখন দায়িত্ব গ্রহণ করি তখন ৪ মিলিয়ন মেট্রিক টন চালের ঘাটতি ছিল এবং আমার প্রথম মেয়াদ শেষে ২.৬ মিলিয়ন মেট্রিক টন চালের উদ্বৃত্ত ছিল। বর্তমান মেয়াদে আমরা ধান উৎপাদনে উল্লেযোগ্য অগ্রগতি অর্জন করেছি। মোট চাল উৎপাদন ২০০৮ সালে ছিল ২৮.৯ মিলিয়ন মেট্রিক টন তা থেকে গত বছর উৎপাদন ৩৮ মিলিয়ন মেট্রিক টনে উন্নীত হয়েছে। আমাদের বাস্তববাদী নীতি, শক্তিশালী প্রণোদনা এবং বিশেষ করে আমাদের কঠোর পরিশ্রমী কৃষকদের কারণে এটি সম্ভব হয়েছে।’

ভারি ব্যাগ বহনের কারণে শিশুরা মেরুদণ্ডের সমস্যা নিয়ে বেড়ে ওঠে

ডেস্ক রিপোর্ট :

শিশুরাও মেরুদণ্ডের সমস্যা নিয়ে বেড়ে ওঠে। দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা ভারি স্কুলব্যাগ বহন করে। দীর্ঘ সময় ভারি ব্যাগ বহনের কারণে অনেকের মেরুদণ্ড বাঁকা হয়ে যায়, পিঠে-ঘাড়ে চাপ পড়ে। স্কুলের বেঞ্চ বা চেয়ারগুলোও স্বাস্থ্যসম্মত নয়।

আজ রোববার সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিশ্ব স্পাইন দিবস উপলক্ষে বাংলাদেশ নিউরো স্পাইন সোসাইটি আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। ‘মেরুদণ্ড অমূল্য সম্পদ, মেরুদণ্ডকে সুস্থ রাখতে হবে’ এই প্রতিপাদ্য নিয়ে সেমিনারের আয়োজন করা হয়।

বক্তারা আরও বলেন, মেরুদণ্ডের সমস্যায় যে কেউ আক্রান্ত হতে পারে। বর্তমান সরকার ২০২৫ সালের মধ্যে মেরুদণ্ডের চিকিৎসা কার্যক্রম জেলা পর্যায়ে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউরো স্পাইন সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. মো. কামাল উদ্দিন। সঞ্চালনা করেন অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিএসএমএমইউয়ের উপাচার্য ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বিগত দিনের তুলনায় দেশে স্পাইন রোগের চিকিৎসা অনেক দূর এগিয়েছে। তবে কমসংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক, চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের ঘাটতি ও আর্থিক অসচ্ছলতার কারণে দেশের জনগোষ্ঠীর ৫০ শতাংশ এ চিকিৎসাসেবার বাইরে রয়েছে।

ই-বর্জ্যে পরিণত হচ্ছে ৫৩০ কোটি পুনর্ব্যবহার না করা মুঠোফোন

আন্তর্জাতিক ডেস্ক :

৫৩০ কোটি মুঠোফোন পুনর্ব্যবহার (রিসাইকেল) না করে এই বছর বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হবে। আন্তর্জাতিক বর্জ্য বৈদ্যুতিক ও ইলেকট্রনিক সরঞ্জাম (ডব্লিউইইই) ফোরাম বিষয়টি জানিয়েছে।

বিশ্ব বাণিজ্য তথ্যের ভিত্তিতে ডব্লিউইইই ইলেকট্রনিক বর্জ্য বা ই-বর্জ্যের ক্রমবর্ধমান পরিবেশগত সমস্যা তুলে ধরে। গবেষকরা বলছেন, অনেক মানুষ আছেন যারা পুরনো মুঠোফোন পুনর্ব্যবহারের জন্য না দিয়ে তা নিজেদের কাছে রেখে দেন।

এর ফলে যে সমস্যাটি দেখা দেয় তা হল—তার থেকে তামা বা রিচার্জেবল ব্যাটারি থেকে প্রাপ্ত কোবাল্ট সহজেই ই-বর্জ্য থেকে পাওয়ার কথা। কিন্তু, মূল্যবান এই খনিজ সম্পদের চাহিদা খনি থেকে খনন করেই মেটাতে হচ্ছে।

ডব্লিউইইইর মহাপরিচালক প্যাসকেল লেরয় বলেন, ‘এসবকে আপাতদৃষ্টিতে নগণ্য বস্তু মনে হলেও বিশ্বে সামগ্রিকভাবে হিসাব করলে বেশ বড় অংশের প্রতিনিধিত্ব করবে। বিষয়টি মানুষ বুঝতে চায় না।’

বিশ্বব্যাপী আনুমানিক এক হাজার ৬০০ কোটি মুঠোফোন রয়েছে এবং ইউরোপের ফোনগুলোর প্রায় এক-তৃতীয়াংশই আর ব্যবহার করা হয় না।

ডব্লিউইইই জানিয়েছে, তাদের গবেষণায় যা পাওয়া গেছে তা হচ্ছে বৈদ্যুতিক ও ইলেকট্রনিক বর্জ্যের ‘পাহাড়’। যেখানে আছে ওয়াশিং মেশিন, টোস্টার থেকে শুরু করে ট্যাবলেট, গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) যন্ত্রসহ আরও কত কি! তাদের হিসাব অনুযায়ী ২০৩০ সালের মধ্যে বছরে সাত কোটি ৪০ লাখ টন ই-বর্জ্য বৃদ্ধি পাবে।

এই বছরের শুরুর দিকে রয়্যাল সোসাইটি অব কেমিস্ট্রি নতুন পণ্য তৈরির জন্য ই-বর্জ্যের খনি (স্তুপ) খননের প্রচারণা চালায় এবং ইউক্রেনে যুদ্ধসহ বিশ্বব্যাপী সংঘাত ইস্যুতে আলোকপাত করে। কারণ, এর ফলে মূল্যবান ধাতুর সরবরাহ চেইন হুমকির মুখে পড়ছে।

ডব্লিউইইইয়ের ম্যাগডালেনা চ্যারিটানোভিজ বলেন, ‘এই বর্জ্যগুলো গুরুত্বপূর্ণ উৎস হিসেবে কাজ করতে পারে। যার সাহায্যে সবুজায়ন, কম কার্বন সমাজে ডিজিটাল রূপান্তরের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এমন নতুন ইলেকট্রনিক ডিভাইস বা অন্যান্য সরঞ্জাম, যেমন বায়ু টারবাইন, বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি বা সৌর প্যানেল তৈরিতে ব্যবহার করা যেতে পারে।’

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, বিশ্বের ই-বর্জ্যের মাত্র ১৭ শতাংশ সঠিকভাবে পুনর্ব্যবহৃত হয়। জাতিসংঘের আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন আগামী বছরের মধ্যে এটি ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে।

অর্ধশত বছরে কমেছে ৬৯ শতাংশ বণ্যপ্রাণী!

ডেস্ক রিপোর্ট :
গেল পঞ্চাশ বছরে ব্যাপকহারে কমেছে বণ্যপ্রাণীর সংখ্যা। বননিধন, বায়ুদূষণ, সাগর ও ভূমি দূষণের কারণে কমেছে এই বন্যপ্রাণীর সংখ্যা, ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড (ডব্লিউডব্লিউএফ) এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত ডব্লিউডব্লিউএফ ও জুলজিকাল সোসাইটি লন্ডনের যৌথভাবে প্রকাশি প্রতিবেদনে দেখা গেছে, গড়ে বন্যপ্রাণীর সংখ্যা ১৯৭০-২০১৮ সাল পর্যন্ত ৬৯ শতাংশ কমেছে।

বিশ্বের ৫২৩০ প্রজাতির ৩২ হাজার বণ্যপ্রাণীর ওপর এই গবেষণা চালানো হয়েছে।

জুলজিকাল সোসাইটি লন্ডনের সংরক্ষণ ও নীতি বিষয়ক পরিচালক অ্যান্ড্রু টেরি বলেন, ‘এই তথ্যই বলে দেয় আমরা কীভাবে জীবনের উৎস ধ্বংস করছি এবং পরিস্থিতি দিনকে দিন খারাপের দিকেই যাচ্ছে।’ ‘জীববৈচিত্র্যের এই বিলুপ্তি ঠেকাতে এবং গুরুত্বপূর্ণ ইকোসিস্টেম (বাস্তুতন্ত্র) আগের অবস্থায় ফেরাতে জলবায়ু পরিবর্তন, পরিবেশগত ও জনস্বাস্থ্যের মতো বিষয়গুলোকে প্রথান এজেন্ডা করতে হবে।’

ডব্লিউডব্লিউএফের আন্তর্জাতিক মহাপরিচালক মার্কো লাম্ববেরটিনি বলেন, ‘বার্তাটি পরিষ্কার, লালবাতি জ্বলে গেছে।’

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

ডেস্ক রিপোর্ট :
আজ রোববার ১২ রবিউল আউয়াল। ৫৭০ সালের এই দিনে মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হযরত মুহম্মদ (সা.) এর শুভ আবির্ভাবের দিন।

এ দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) নামে পরিচিত। ৫৭০ সালের এই দিনে আরবের মক্কা নগরীর সভ্রান্ত কুরাইশ গোত্রে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)।

এক সময় গোটা আরব অন্ধকারে নিমজ্জিত ছিল। তারা আল্লাহকে ভুলে গিয়ে নানা অপকর্মে লিপ্ত হয়ে পড়েছিল। আরবের সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃংখলা। এ যুগকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত।

তখন মানুষ হানাহানি ও কাটাকাটিতে লিপ্ত ছিল এবং করত মূর্তিপূজা। এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহতাআলা রাসুলুল্লাহকে (সা.) প্রেরণ করেন এই ধরাধমে।

মহানবী (সা.) অতি অল্প বয়সেই আল্লাহর প্রেমে অনুরক্ত হয়ে পড়েন এবং প্রায়ই তিনি হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন। পঁচিশ বছর বয়সে মহানবী বিবি খাদিজা নামের এক ধনাঢ্য মহিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মাত্র ৪০ বছর বয়সে তিনি নব্যুয়ত প্রাপ্ত হন। আল্লাহতাআলার নৈকট্য লাভ করেন।

পবিত্র কোরআন শরীফে বর্ণিত আছে, ‘মহানবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীই সৃষ্টি করতেন না’। এসব কারণে এবং তৎকালীন আরব জাহানের বাস্তবতায় এ দিনের গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি। বাংলাদেশসহ বিশ্ব মুসলিম সম্প্রদায় এ দিনটি ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে থাকে।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এসব বাণীতে তাঁরা মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণে ব্রতী হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনের জন্য সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। এ সকল কর্মসূচির মধ্যে রয়েছে মহানবী (সা.)-এর ওপর আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল।

এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পক্ষকালব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে দেশের সব হাসপাতাল, কারাগার, সরকারি শিশুসদন, বৃদ্ধ নিবাস, মাদকাসক্তি নিরাময়কেন্দ্রে উন্নত খাবার পরিবেশনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

জ্বালানি আসবে আগামী সেপ্টেম্বরে

ডেস্ক রিপোর্ট :
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের মূল জ্বালানি ইউরেনিয়াম আমদানি শুরু হচ্ছে আগামী বছরের সেপ্টেম্বরে। রাশিয়া থেকে আমদানি করা হবে সেই জ্বালানি। আর এর নিরাপত্তা, পরিবহন ও ব্যবস্থাপনা বিষয়ক নানা অবকাঠামো তৈরির ওপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ, যার পুরোটাই হবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশনা মেনে। অস্ট্রিয়ার ভিয়েনাতে চলমান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার ৬৬তম সাধারণ অধিবেশনে গতকাল বাংলাদেশ স্টলের সামনে বাংলাদেশ প্রতিদিনকে এসব বলেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর। এরই মধ্যে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ভিয়েনা ইন্টারন্যাশনাল আইএইএ সদর দফতরে সংস্থাটির মহাপরিচালক ও রূপপুরের বিনিয়োগকারী রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক এবং প্রকল্প নির্মাণে সহায়তাকারী আরেক দেশ ভারতের প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করেছে ভিয়েনা সফররত বাংলাদেশের প্রতিনিধি দল। ২০২৩ সালের সেপ্টেম্বরের মধ্যে যদি রূপপুরের জ্বালানি আসা শুরু হয় তাহলে ওই কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে দেশ। শৌকত আকবর বলেন, ‘রাশিয়ার প্রস্তাব ছিল ২০২৩ সালের অক্টোবরের মধ্যে রূপপুরের জ্বালানি সরবরাহ করা। এর জন্য এই সময়ের মধ্যে অ্যাকশন প্ল্যান, প্রয়োজনীয় অবকাঠামো, জনবল, নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা প্রক্রিয়া তৈরি করার কথা বলেছে তারা। কিন্তু আমরা বলেছি, অক্টোবর না, সেপ্টেম্বরের মধ্যে করলে ভালো। সেপ্টেম্বরের মধ্যে যাতে কার্যক্রম সম্পন্ন করা হয় এর জন্য রোডম্যাপ তৈরি করা হয়েছে।’ তবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসেবে ইউরেনিয়াম আমদানি, পরিবহন ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে মেনে চলতে হবে নানা নিয়ম-নীতি, তৈরি করতে হবে অবকাঠামো। আর সেটি তৈরি করতে হবে আইএইএর দেওয়া নীতিমালা অনুযায়ী। অবশ্য পরমাণুর শান্তিপূর্ণ অবস্থান নিশ্চিতে নিজের অবস্থান ব্যক্ত করা বাংলাদেশও মেনে চলতে চায় আইএইএর নীতিমালা। রূপপুর প্রকল্পের পরিচালক বলেন, ‘জ্বালানি আমদানি ও পরিবহনের ক্ষেত্রে আইএইএর প্রজ্ঞাপন লাগবে। রাশান ফেডারেশনের যে রপ্তানি নীতি, তার আলোকে অনুমতি লাগবে। আমাদের লাইসেন্স লাগবে সংরক্ষণ, আমদানি ও পরিবহনের জন্য। ফলে এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। এ জন্য নিয়ন্ত্রণ অবকাঠামো, সাংগঠনিক অবকাঠামো, দক্ষতা ও জনবল তৈরি করতে হয়।’ নির্ধারিত সময়ের মধ্যে সবকিছু সম্পন্ন করার বিষয়ে আশাবাদী প্রকল্প পরিচালক। তিনি বলেন, ‘জ্বালানি পরিবহনে যে আনুষঙ্গিক অবকাঠামো সেগুলো ২০২৩ সালের আগস্ট মাসের মধ্যে সম্পন্ন করব, যাতে সেপ্টেম্বরে পরিবহনের ক্ষেত্রে দেশীয় ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং নিরাপত্তাজনিত কোনো সমস্যা তৈরি না হয়।’ জ্বালানি আমদানির ক্ষেত্রে সবগুলো শর্ত পূরণে বাংলাদেশ কাজ শুরু করেছে বলেও জানান তিনি। শৌকত আকবর বলেন, ‘আমরা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি কো-অর্ডিনেশন কমিটি গঠন করেছি। এই পরিবহনের সঙ্গে দেশের অনেক মন্ত্রণালয় ও অধিদফতর সম্পৃক্ত থাকবে। নিরাপত্তার জন্য সেনাবাহিনী থেকে শুরু করে গোয়েন্দা তৎপরতা থাকবে। রূপপুর প্রকল্পের জন্য রাশিয়ায় আমাদের যে জনবলের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে তাদের জন্য প্রকল্প এলাকায় অন সাইট প্রশিক্ষণেরও ব্যবস্থা হয়েছে। এতে আগামী দিনে কমিশনিংয়ের সময় আমাদের যে দক্ষ জনবল প্রয়োজন হবে তা সময়মতো কাজে লাগাতে পারব।’ তিনি বলেন, জ্বালানি পরিবহনে প্রাথমিক ও বিকল্প রুট নিশ্চিত করতে হবে। জ্বালানি পরিবহনের সময় গাড়ির গতিসীমা ও রাস্তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেখানে জরুরি ব্যবস্থাপনা দল থাকতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিভিল ডিফেন্স থাকবে। আর যারা স্টেকহোল্ডার তাদের নিয়েও সমন্বয় টিম গঠন করা হয়েছে। বিভিন্ন টিমের সঙ্গে যোগাযোগ তৈরিতে যে প্রসিডিউরাল ডকুমেন্টস সেটাও তৈরি হয়েছে। রূপপুরের জ্বালানি আমদানি দেশের জন্য আরেকটি মাইলফলক বলে দাবি করেন দেশের বৃহৎ এই প্রকল্পটির পরিচালক। তিনি বলেন, ‘গ্লোবাল নিউক্লিয়ার ক্লাবে কনস্ট্রাকশনের মধ্য দিয়ে প্র্যাকটিক্যাল স্টেপে আমরা একবার গেলাম, আরেকবার জ্বালানি আমদানির মধ্য দিয়ে একটা অপারেটিং কান্ট্রি স্ট্যাটাসে উন্নীত হব।’ এদিকে ২০২৩ সাল থেকে ‘প্রি-অপারেশনাল কমিশনিং’ বা পরীক্ষামূলক উৎপাদনে যেতে চায় কর্তৃপক্ষ। তবে এর জন্য বেশকিছু বিষয় সম্পন্ন করতে হবে বলেও জানান তিনি। শৌকত আকবর বলেন, ‘অপারেশনাল কমিশনিংয়ের সঙ্গে আমাদের অনেকগুলো অবকাঠামো জড়িত, ফিজিক্যাল প্রোডাকশন জড়িত, অফসাইট টেলিকমিউনিকেশন জড়িত, জরুরি ব্যবস্থাপনা অবকাঠামো জড়িত।’ এদিকে আইএইএর দেওয়া দিকনির্দেশনা নিয়েও বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে কথা বলেছেন রূপপুরের প্রকল্প পরিচালক। তিনি বলেন, ‘নিউক্লিয়ার পাওয়ার প্রোগ্রামের জন্য মূলত আইএইএ যে দিকনির্দেশনা দিয়েছে তা হচ্ছে নিউক্লিয়ার গভর্ন্যান্স। এর মধ্যে আছে- নিউক্লিয়ার সেফটি, নিউক্লিয়ার সিকিউরিটি, সেইফ গার্ড অব নিউক্লিয়ার মেটারিয়াল ও সেফটি ডিউরিং ইমারজেন্সি সিচুয়েশন। আর এসব ক্ষেত্রে আইএইএ জানতে চায়, আমাদের দেশে দক্ষ জনবল ও উপযুক্ত অবকাঠামো নিশ্চিত করা হয়েছে কি না। এসবের জন্য আইএইএর সঙ্গে আমাদের টাইম বাউন্ড কার্যক্রম আছে। সেগুলোকে আমরা বলছি ইন্টিগ্রেটেড ওয়ার্ক প্ল্যান। এগুলো ২০২২ ও ২০২৩ সালের জন্য নির্ধারণ করেছি।’ রূপপুরের জন্য জ্বালানি আমদানি করার আগে জাতীয় পর্যায়ে কী ধরনের অবকাঠামো প্রয়োজন সেটাও পরিমাপ করবে এই সংস্থাটি। শৌকত আকবর বলেন, ‘তাদের সঙ্গে বসে পারমাণবিক নিরাপত্তা ইস্যুতে কী কী দুর্বলতা আছে তা কাটিয়ে ওঠা, তাদের সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করা একটি বড় কাজ। আইএইএর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশে যে অবকাঠামো আমরা তৈরি করেছি তা অবহিত করব এবং সংস্থাটির ইতিবাচক মূল্যায়ন নিয়েই আমরা বাকি পদক্ষেপগুলো গ্রহণ করব।’ বিদ্যুৎ কেন্দ্রটির বাস্তবায়নে দুটি প্রিপারেটরি মিশন সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আগামী মাসে একটি মিশন করা হবে। যারা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নিয়ন্ত্রণ করবে তাদের প্রস্তুতি কতটা সম্পন্ন হয়েছে এর একটি অ্যাসেসমেন্টে তারা যাবে, যা আগামী ২৫ থেকে ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। আর নভেম্বর-ডিসেম্বরে কম্প্রিহেনসিভ আইআরএস মিশন, যেটা আমাদের দেশের রেগুলেটরি বডির সক্ষমতা যাচাই পরীক্ষা-নিরীক্ষা করবে।’ তিনি বলেন, ‘মূল বিষয় হলো আমাদের যে অবকাঠামো আমরা তৈরি করেছি বা করছি, তা আইএইএর নির্দেশনা অনুযায়ী বাস্তবায়ন হচ্ছে কি না তারা তা খতিয়ে দেখবে। সেখানে যদি কোনো কমতি থাকে সেটা চিহ্নিত করা এবং নির্ধারিত সময়ের মধ্যে সেগুলো পূরণে কর্মপন্থা ঠিক করা- এসব বিষয় নিয়ে সংস্থাটির মহাপরিচালকের সঙ্গে কথা হয়েছে।’

গাজীপুরে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

ডেস্ক রিপোর্ট : 
গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আড়াই বছরের এক শিশু আহত হয়েছে। কোনাবাড়ী ফ্লাইওভারের পশ্চিম মাথায় টাঙ্গাইলমুখী লেনে আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন—রাজু (৩২), শাহীনুর রহমান (৩০) ও শামীম মৃধা (৩০)। আহত শিশুর নাম রাইসা। সে নিহত রাজুর মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কোনাবাড়ী ফ্লাইওভারের পশ্চিম পাশ দিয়ে একটি প্রাইভেটকার টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। উল্টোপথে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ওই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুজন ফ্লাইওভারের ওপর থেকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন।

আহত অপর একজনকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত শিশু রাইসাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মো. জাকির হাসান জানান, মরদেহ তিনটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।