ঈদের পঞ্চম দিনে ঢাকার বাতাসের মান ‘গ্রহণযোগ্য’

ডেস্ক রিপোর্ট :
ঈদের পঞ্চম দিনে আজ বৃহস্পতিবার ঢাকার বাতাসের মান মধ্যম স্থানে আছে। এদিন সকাল ৮টা ৫৬ মিনিটে বায়ুর গুণমান সূচক (একিউআই) স্কোর ৫৯ রেকর্ড করা হয়েছে। বিশ্বের দূষিত শহরের তালিকায় ২৮তম স্থানে রয়েছে ঢাকা।

একিউআই স্কোর ৫১ থেকে ১০০ এর মধ্যে থাকলে বাতাসের গুণমান গ্রহণযোগ্য। তবে, কিছু লোকের জন্য ঝুঁকি থাকতে পারে। বিশেষ করে যারা বায়ু দূষণের প্রতি অস্বাভাবিকভাবে সংবেদনশীল, তাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি থাকে।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ, কুয়েতের কুয়েত সিটি ও পাকিস্তানের লাহোর যথাক্রমে ১৫৭, ১৫৬ এবং ১৫৩ একিউআই স্কোরসহ তালিকার প্রথম তিনটি স্থান দখল করেছে।

বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর জন্য একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়।

একইভাবে, ২০১ থেকে ৩০০ এর মধ্যে একিউআই স্কোর ‘খারাপ’ বলা হয়, যেখানে ৩০১ থেকে ৪০০ এর স্কোর ‘ঝুঁকিরপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

কুড়িগ্রাম সদর থানার উপ-পরিদর্শকের বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা

নিজস্ব প্রতিবেদক।।
পঞ্চগড় নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক কুড়িগ্রাম সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিলের বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি করেছেন। রবিবার (২৩ জানুয়ারি) দুপুরে ওই আদালতের বিচারক মো. মেহেদী হাসান তালুকদার এই গ্রেফতারী পরওয়ানা জারি করেন।

আদালত সূত্রে জানা গেছে, জেলা শহরের রৌশনাবাগ এলাকার আসমা প্রধান নামে এক নারী ২০২০ সালের ৩০ এপ্রিল জমি সংক্রান্ত বিষয় নিয়ে পঞ্চগড় সদর থানায় একটি ডায়েরি করেন। সেই ডায়েরি তদন্ত করতে গিয়ে পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক আব্দুল জলিল বিধবা ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে গড়ে তোলেন। এরপর তিনি ভুয়া কাবিন নামার বলে শারিরীক সম্পর্ক গড়ে তোলেন। একসময় বিবাহের কাবিননামা চাইতে গেলে জলিল বিবাহের কথা অস্বীকার করেন। বাধ্য হয়ে ভূক্তভোগী ওই নারী ২০২০ সালের ৬ অক্টোবর পঞ্চগড় নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেন। বারংবার সময় নিয়েও তিনি তদন্তে ব্যর্থ হলে তাকে অদক্ষ ও তাঁর আচরণ অসদাচরণ গন্য করে তাঁর চাকুরী বহিতে নোট প্রদানের জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন। পরবর্তীতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে অব্যাহতি প্রদান করে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)কে তদন্তের নির্দেশ দেন।

গত ২০ জানুয়ারি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। রবিবার (২৩ জানুয়ারি) আদালত মামলাটি আমলে নেন এবং ওই উপ-পরিদর্শকের বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি করেন।
ভুক্তভোগী আসমা প্রধান জানান, পুলিশের উপ-পরিদর্শক আব্দুল জলিল ভুয়া কাবিননামা করে আমার সঙ্গে শারিরীক সম্পর্ক গড়ে তোলে। আর কোন নারী যেন সেবা নিতে গিয়ে নির্যাতন বা ধর্ষণের শিকার না হয় এজন্য তিনি তার শাস্তি দাবী করেন।

মামলায় বাদিনীর আইনজীবী অ্যাডভোকেট মেহেদী হাসান মিলন পুলিশের উপ-পরিদর্শক আব্দুল জলিলের বিরুদ্ধে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আদালতের জেলা জজ পদ মর্যাদার বিচারক মেঃ মেহেদী হাসান তালুকদার।

গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন বলে নিশ্চিত করেছেন পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আজিজার রহমান আজু জানান, প্রাপ্ত অনুসন্ধান প্রতিবেদনের ভিত্তিতে আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

উল্লেখ্য, পুলিশের উপ-পরিদর্শক আব্দুল জলিল একসময় পঞ্চগড় সদর থানায় কর্মরত ছিলেন। বর্তমানে তিনি কুড়িগ্রাম সদর থানায় উপ-পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন।

নলছিটিতে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত


আরিফুর রহমান, ঝালকাঠি।।

ঝালকাঠির নলছিটি উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৯ টায় উপজেলার মোল্লারহাট ইউনিয়নে মালুহার গ্রামে এ ঘটনা ঘটে।নিহত বৃদ্ধের নাম খোকন চন্দ্র শীল (৬৫) তিনি মালুহার গ্রামের মৃত মাধব চন্দ্র শীলের ছেলে।

এদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে লিপি (৩০) নামে এক মহিলাকে আটক করেছে পুলিশ। লিপি অভিযুক্ত সঞ্জয় চন্দ্র শীলের স্ত্রী।

নিহত খোকন চন্দ্র শীলের ছেলে সঞ্জীব চন্দ্র শীল জানান,আমাদের বাড়ির সামনেই খাল আছে। সেখানে আমার চাচা সঞ্জয় চন্দ্র শীল মাছ ধরতে ছিলো। আমি তাদের নিষেধ করলে নিষেধ অমান্য করে অকত্যভাষায় গালিগালাজ করে একপর্যায়ে আমাকে মারধর শুরু করে । পরে আমার বাবা ভাত খাওয়া অবস্থায় আমাদের থামানোর জন্য আসলে তাকেও সঞ্জয় ও তার স্ত্রী লিপি মারধর শুরু করে। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার অফিসার ইনচার্জ(ওসি) আতাউর রহমান জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সুরতহাল তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।মামলা দায়ের হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঝালকাঠিতে ১ কেজি গাঁজা সহ ২ যুবক গ্রেফতার

আরিফুর রহমান, ঝালকাঠি।।
ঝালকাঠিতে ১ কেজি গাঁজা সহ ২ যুবককে আটক করেছে ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) । শুক্রবার (৭ জানুয়ারি) রাত ৮ টায় ঝালকাঠির সদর উপজেলার রমজানকাঠি এলাকা হইতে তাদের আটক করা হয়।

আটককৃত সুমন খান(৪০) রমজানকাঠি এলকার হাজী আমির খানের ছেলে ও সম্রাট সিকদার(২৮) উধচড়া এলকার মৃত নাসির সিকদারের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মাইনউদ্দিন জানান,গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি সদর উপজেলার রমজানকাঠি এলাকায় এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে তাদের ১কেজি গাঁজ সহ গ্রেপ্তার করে । এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

কাঠালিয়ায় অর্ধ গলিত লাশ উদ্বার

আরিফুর রহমান, ঝালকাঠি।।
ঝালকাঠির কাঠালিয়ায় অর্ধগলিত লাশ উদ্বার করেছে পুলিশ।সোমবার (১৩ ডিসেম্বর) রাত ৯টায় উপজেলার বলতলা গ্রামের একটি ধানক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয় । নিহত লুৎফুন্নেছা (৭০) বলতলা গ্রামের মুনসুর আলী ফরাজীর স্ত্রী।

কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মাে. মুরাদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন । শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাে. মাহমুদ হােসেন রিপন জানান, গত ০৯ নভেম্বর পূর্বে বৃদ্ধা লুৎফুন্নেছা বাড়ী থেকে নিখোঁজ হন। কোনাে সন্ধান না পেয়ে স্বজনরা ১১ নভেম্বর কাঠালিয়া থানায় একটি সাধারন ডায়েরী করেন। ১৩ ডিসেম্বর দিবাগত রাতে স্থানীয়রা ধানক্ষেতে তাঁর মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। লুৎফুন্নেছার স্বজনরা পড়নের কাপড় দেখে তাকে শনাক্ত করেন।

কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মাে. মুরাদ আলী জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে ।

এদিকে খবর পেয়ে ঝালকাঠি জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাে. মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঝালকাঠি জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

আরিফুর রহমান,ঝালকাঠি ।।

নানা জল্পনা-কল্পনার অবশান ঘটিয়ে অবশেষে ঝালকাঠি জেলা শাখার ২৯ সদস্যের কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এ কমিটির সভাপতি-সম্পাদক ছাড়াও সহ-সভাপতি ১২ যুগ্ম-সম্পাদক ৮ এবং সাংগঠনিক সম্পাদক ৭ জনের নাম ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নতুন কমিটি ঘোষণার তথ্য জানানো হয় । এক বছরের জন্য অনুমোদন দেয়া ঝালকাঠি জেলা ছাত্রলীগের এ কমিটিতে আবদুল্লাহ আল মাসুদ মধু সভাপতি এবং তরিকুল ইসলাম পারভেজ কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এছাড়া সহ-সভাপতি হলেন- পঙ্কজ কুমার দে,সোহাগ খান সরওয়ার, শেখ সজিব , উজ্জ্বল মজুমদার , নাদিম মাহমুদ, মেহেদী হাসান অনিম,রুহুল আমিন, তরিকুল ইসলাম তারেক, রুবেল সিকদার, রেজাউল করিম সাদ্দাম , আলী ইমাম খান অনু, জুলফিকার আলি রকি।

যুগ্ম-সম্পাদক হলেন-আতিকুল ইসলাম হৃদয় , রইস আহমেদ অন্তু, অভিজিৎ শাহ শান্ত, তওহীদুল ইসলাম, শুভাশিস সেন গুপ্ত, রেদোয়ান মুবিন রিথন, আলফি শাহরুন শুভ, আতাউর রহমান খান মাইনুল।

সাংগঠনিক সম্পাদক হলেন-তজবী তরিকুল মুছা, মিজানুর রহমান আপন, আসাদুজ্জামান সৌরভ, নয়ন চন্দ্র বাড়ৈ,মাহিদুল ইসলাম মিশুক, কাজী সাজিদুল ইসলাম, চৌধুরী সোহান আহম্মেদ সাদ্দাম ।

জানাগেছে,সর্বশেষ ২০১৫ সালের ২০ জুলাই শফিকুল ইসলাম শফিক ও এস এম আল-আমীনকে সভপতি-সম্পাদক করে ঝালকাঠি জেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছিল। অবশেষে জেলা ছাত্রলীগের ওই কমিটির প্রায় ৬ বছর ৩মাস পরে এ কমিটি দেয়া হলো।

বিএমএসএফের ঢাকা জেলা উত্তর ও দক্ষিনের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ) ঢাকা জেলা উত্তর ও দক্ষিনের কমিটি গঠন করা হয়েছে। ২৫ জুন শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে বিএমএসএফ এর কেন্দ্রীয় কার্যালয়ে সম্মেলনের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে দেশপত্রের বার্তা প্রধান হাজী নাছির উদ্দীন পল্লবকে সভাপতি, ভোরের পাতার রিপোর্টার ইমতিয়াজ উদ্দীনকে ঢাকা জেলা দক্ষিনের সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

এদিকে দৈনিক প্রাণের বাংলাদেশের সম্পাদক আবদুল্লাহ আল মামুনকে ঢাকা জেলা উত্তরের সভাপতি নির্বাচিত করে অনুরপ ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর।

সম্মেলনের উদ্বোধন করেন বিএমএসএফের সিনিয়র সহ-সভাপতি সাঈদুর রহমান রিমন। বিশেষ অতিথি ছিলেন বিএমএসএফের কেন্দ্রীয় আইন উপদেষ্টাদ্বয় এড. কাওসার হোসাইন ও এড. খায়ের উদ্দিন সিকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম রেজাউল করিম, কেন্দ্রীয় সহ-সম্পাদক মিজানুর রশীদ মিজান, গবেষণা সম্পাদক আবুল হাসান বেলাল, কোষাধ্যক্ষ শারমিন সুলতানা মিতু, উপ-প্রচার সম্পাদক সানজিদা আক্তার, দীন ইসলাম, কেন্দ্রীয় নেত্রী সৈয়দা রিমি প্রমূখসহ ঢাকা জেলার অন্যান্য নেতৃবৃন্দ।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আগামি এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করেন।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে আগামী ২০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের রুটি-রুজি, নিরাপত্তা, মর্যাদা রক্ষার প্রশ্নে বিএমএসএফের ১৪ দফার বিকল্প নেই।

নওগাঁয় এক জেএমবি সদস্যের ৩ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক।।

নওগাঁয় এক জামাত-উল-মুজাহিদীন বাংলাদেশ’র (জেএমবি) এক সদস্যকে তিন বছরের কারাদণ্ড ও জরিমানা করেছে আদালত। মঙ্গলবার (২৩ মার্চ)নওগাঁর বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত -১ এর বিজ্ঞ বিচারক মেহেদী হাসান তালুকদার এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আসামী মান্দা থানার তালপাতিলা গ্রামের মৃত তানজেম আলীর পুত্র হাতেম আলী।

আদালত সূত্রে জানা গেছে, নওগাঁ জেলা গোয়েন্দা কর্মকর্তারা ২০১৬ সালের ১২ জুন রাত্রি অনুমান ৩.০৫ ঘটিকার সময় আসামীর বাড়ি ঘেরাও করে তার শয়ন ঘর তেকে উক্ত জেএমবি সদস্যের নিকট থেকে ৩০০ গ্রাম করে ৯০০ গ্রাম ওজনের ৩টি ককটেল উদ্ধার করেন। আসামী জনমনে আতংক ও নাশকতামূলক কর্মকান্ডের জন্য বিষ্ফোরক দ্রব্য রাখায় একই তারিখে জেলা গোয়েন্দা সংস্থা মান্দা থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৬ তারিখের ৫ অক্টোবর আসামীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে জেলা গোয়েন্দা বিভাগ। আসামীর বিরুদ্ধে বিচারকালে রাষ্ট্রপক্ষ মোট এগার জন সাক্ষী উপস্থাপন করেন। সাক্ষ্য গ্রহন শেষে অদ্য সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁর বিশেষ ট্রাইব্যুনাল নং-০২এর বিচারক ও অতিরিক্ত দায়রা জজ মো: মেহেদী হাসান তালুকদার প্রকাশ্য আদালতে এই রায় ঘোষনা করেন। আসামী উপস্থিত থাকায় সাজা পরোয়ানা মূলে তাকে নওগাঁ জেলা কারাগারে প্রেরণ করা হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এ্যাড: সঞ্জিব কুমার সরকার এবং আসামী পক্ষের এ্যাড. আবু জাহিদ মো: রফিকুল আলম। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেন।দীর্ঘ শুনানি শেষে অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁর অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিজ্ঞ বিচারক মেহেদী হাসান তালুকদার এ রায় প্রদান করেন। উক্ত রায়ে মান্দা থানার তালপাতিলা গ্রামের মৃত তানজেম আলীর পুত্র হাতেম আলীকে ৩ বছর সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা। অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে

সমুদ্রে ৩-৪ ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় অবস্থানরত নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উপকূল, অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৪ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে আবহাওয়ার ৪ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে এ কথা বলা হয়েছে।
সমুদ্রবন্দরগুলোতে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। তবে কক্সবাজারে বৃষ্টির সঙ্গে সঙ্গে রয়েছে বাতাসও।

আর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) গভীর রাত থেকে রাজধানীতেও ঝুমবৃষ্টি শুরু হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিও কমতে থাকে। শুক্রবার সকাল থেকে কিছুটা কমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে রাজধানীতে। কোথা কোথাও বৃষ্টির পানি জমে রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এদিকে যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে নৌপথে বন্ধ রয়েছে ছোট আকৃতির নৌযান চলাচল।
আবহাওয়ার ৪ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪৪৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪৪৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে।
গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে।
গভীর নিম্নচাপটির প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও চট্টগ্রাম এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৪ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

সাতক্ষীরার পল্লীতে কলেজ ছাত্রীকে গণধর্ষনের অভিযোগ

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় এক কলেজ ছাত্রী গণধর্ষনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই কলেজ ছাত্রী জানান, বুধবার (২১ অক্টোবর) দুপুরের পর তিনি কলারোয়া বাজারে যান, বাড়ির নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্র কেনাকাটা করার জন্য।

জিনিস পত্র কেনাকাটা শেষে তিনি সন্ধ্যার পর, জয়নগর ইউনিয়নের বসন্তপুর গ্রামের বলফিল্ডের পাশের ইটের রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে, জয়নগর ইউনিয়নের বসন্তপুর গ্রামের নজরুল, মানিকনগর গ্রামের মোস্তাজুল ও শাহিনুর নামের তিন যুবক মোটরসাইকেল যোগে এসে তার গতিরোধ করে, তাকে জোরপূর্বক সেখানকার একটি বাগানে নিয়ে, তার মুখে কাপড় (স্কাফ) ঢুকিয়ে উঁচিয়ে, ভয়ভীতি দেখিয়ে তাকে জোর পূর্বক পালাক্রমে ধর্ষন করে।

এতে তিনি জ্ঞান হারিয়ে ফেল্লে, স্থানীয়রা তাকে উদ্ধার করে, রাতেই সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন, বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

ধর্ষিতা ওই কলেজ ছাত্রীর মা অভিযোগ করে বলেন, এ ঘটনা শুনার পর পরই তিনি ঘটনা স্থলে যাওয়ার পর স্থানীয় ইউপি সদস্য আমিরুল ধর্ষকদের পক্ষ নিয়ে তাকে মারধর করেন।

তিনিও বর্তমানে সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে, এ ঘটনায় যাতে মামলা না হয় সেজন্য ধর্ষকরা তাদের ভয়ভীতি প্রদর্শন করছেন বলে জানান।

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে সদর হাসপাতালের গাইনী বিভাগে ওই কলেজ ছাত্রীর চিকিৎসা চলছে, বর্তমানে তিনি সুস্থ্য রয়েছেন।

কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল জানান, এ ঘটনায় থানায় এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ দেননি।
তবে, তিনি এ রকম একটি ঘটনা শুনেছেন এবং তারা হাসপাতালে ভর্তি হয়েছেন বলে তিনি জেনেছেন।
তবে, এর আগেও ওই তরুণী কয়েকজনের বিরুদ্ধে একই অভিযোগ দিয়েছিলেন বলেও তিনি শুনেছেন বলে জানান। তিনি আরো জানান, অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ধর্ষণের স্বীকার নারীর পক্ষে মামলার প্রস্ততি চলছিলো।