বই মেলায় ‘বঙ্গবন্ধুর মানবাধিকার দর্শন

একুশে বই মেলায় এসেছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে নিয়ে প্রকাশিত জন্মশতবর্ষ গ্রন্থমালা বঙ্গবন্ধুর মানবাধিকার দর্শন।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা করার মাধ্যমে অর্থনৈতিক মুক্তি অর্জন করা। ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্যমুক্ত রাষ্ট্র বিনির্মাণে বঙ্গবন্ধু আজন্ম লড়াই-সংগ্রাম করে গেছেন। তিনি ছিলেন আপসহীন, অন্যায়ের কাছে তিনি কখনো মাথা নত করেননি। বঙ্গবন্ধুর দর্শন তরুণ প্রজন্মের জন্য এই বইটি প্রকাশ করা হয়েছে।

এবছর একুশে বই মেলায় প্রকাশিত বইটির লেখক মুনিরা জাহান সুমি।তিনি ১৯৮৫ সালে ৯ ফেব্রুয়ারি ঝালকাঠি জেলায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং সমাজ বিভাগের অধীন ক্রিমিনোলজী ও ক্রিমিলাল জার্টিস বিষয়ে স্নাতকোত্তর। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক। বর্তমানে মালয়েশিয়া মালায়া বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে Land Rights Of Indigenous people : A Study one santalcommunity in Bangladesh বিষয়ে পিএইচ.ডি গবেষণারত। এর আগে তার কাঠিপাড়া গনহত্যা, বেশাইনখান গনহত্যা,রমানাথপুর গনহত্যা ও গাবখান গনহত্যা প্রকাশিত হয়।

বইটির মূল্য দুইশত টাকা। পাওয়া যাচ্ছে বাংলা একাডেমি প্রাঙ্গনের ‘তাম্রলিপি’ স্টলে। বাংলা একাডেমির ১৭ নম্বর স্টল এটি।

মূলত বঙ্গবন্ধুকে নিয়ে অনেক গ্রন্থ প্রকাশ হলেও মহান এই নেতার মানবাধিকার দর্শন সংকলিত বই এটিই প্রথম। ফুটে উঠেছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীন বাংলাদেশের রূপকার শেখ মুজিবের মানবাধিকার দর্শন।

লিটন তালুকদারের কাব্যগ্রন্থ বাসযোগ্য একখন্ড জমিচাই

আরিফুর রহমান আরিফ::বই মেলায় দেখা মিলল সমসাময়িক ইস্যু নিয়ে লেখা বাসযোগ্য একখন্ড জমি চাই বইয়ের লেখকের সাথে। তরুন প্রজন্মের লেখক লিটন তালুকদার। পুরো নাম আমিনুল ইসলাম লিটন। ধীরে ধীরে তিনি লিখে এ বছর তৈরী করেছেন ৬৯ পৃষ্ঠার পুরো একটি বই।

তরুন এবং যুবক-যুবতী পাঠক এমনকি বুড়োড়াও বইটি কিনছেন। সমাজ সভ্যতাকে নিয়ে পুরো লেখাটির মাঝে ফুঁটে উঠেছে মানুষের জীবনের চাওয়া পাওয়া কিংবা বাস্তবতার চিত্র।

কথা প্রসঙ্গে লেখক লিটন তালুকদার জানান,আধুনিক সমাজের বিবেক, ব্যক্তিত্ব, আন্তরিকতা ও ব্যক্তিত্বের উন্নয়নে বইটি গুরুত্ববহ। যেখানে থাকবেনা মানুষে- মানুষের বিরোধ। লোভ, হিংসা আর হানাহানিতে ব্যস্ত এই জগৎ সংসার। ধর্ম নিয়েও চলছে প্রতিযোগিতা। চলছে রাজনীতির নোংরা খেলা। তাই আমাদের সভ্যতা উন্নয়নের জন্য খুটিনাটি বিষয় বইটিতে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র।

এটি তার প্রথম কাব্যগ্রন্থ। প্রতিবছর তিনি বিভিন্ন বিষয়ে বই প্রকাশ করবেন বলেও আগ্রহ প্রকাশ করেন। এই বইটি প্রকাশ করেছে ঢাকার প্রকাশনা প্রিয়মখ। বইমেলার ২৪৫-২৪৬ ষ্টলে বইটি পাওয়া যাচ্ছে। ব্যক্তি জীবনে এই লেখক লিটন তালুকদার সাংবাদিকতা, ব্যবসা বানিজ্য ও রাজনীতির সাথেও সম্পৃক্ত। বঙ্গবন্ধুর আদর্শ তিনি লালন করেন। সুগন্ধা নদীঘেরা জেলা ঝালকাঠিতে তার জন্ম।

একুশের বইমেলায় বরিশাল ডিআইজি’র প্রকাশিত বই সাইন্স ফিকশন ট্রাইলিন

পার্থ প্রতীম:
একুশের বইমেলায় লেখক মো.শফিকুল ইসলামের লেখা বই প্রকাশিত হয়েছে। তিনি একদিকে বরিশাল রেঞ্জের পুলিশের ডিআইজি অন্যদিকে একজন লেখক। বরিশালে সুনামের সহিত কাজ করা,বরিশাল রেঞ্জের পুলিশের ডিআইজি ও লেখক মো.শফিকুল ইসলামের লেখা সাইন্স ফিকশন এবারের একুশের বই মেলায় প্রকাশিত হয়েছে।
পাঞ্জেরী পাবলিকেশন্স বইটি প্রকাশ করেছে। বইটির নাম ট্রাইলিন। বইটি পড়তে পড়তে আপনারা হারিয়ে যেতে পারবেন মহাকাশে। ট্রাইলিন সাইন্স ফিকশনে ডিস্টিন -৩১ এ মহাকাশযানে চড়ে একদল ভাগ্যান্বেষী মানুষ ছুটে চলেছে নতুন এক গ্রহের সন্ধানে। বইটি পড়ে পাঠকরা ভ্রমন করে আসতে পারবেন নতুন এক গ্রহ।
বইটি একুশে বই মেলা থেকে সংগ্রহ করতে পারবেন প্যাভিলিওন ১৯(এ) পাঞ্জেরী পাবলিকেশন্স এর স্টল থেকে। সারদিন অপরাধ দমনে কাজ করা বরিশালের ডিআইজি মো.শফিকুল ইসলাম’কে বরিশালের মানুষ এবার  চিনল তাকে লেখক হিসেবে।

একুশে গ্রন্থমেলায় আসছে ড.মেথিউ সরোজ বিশ্বাসের দুই গ্রন্থ

আকিব মাহমুদ: সরকারি বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড. মেথিউ সরোজ বিশ্বাস এর রচিত দুটি গ্রন্থ প্রকাশিত হতে যাচ্ছে একুশে গ্রন্থমেলা ২০১৯এ।  এরমধ্যে “মোহনবাড়ি” উপন্যাস এবং “বসেছো আমার গভীরে” কাব্যগ্রন্থ। মধ্যবিত্ত জীবনের প্রত্যাহিক চ্যালেঞ্জ আর স্মৃতির গলি পথে জমে ওঠা প্রেম,দ্রোহ,অবসাদের প্রগাঢ় আবেদন আর এসব ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতির মুঠো মুঠো রস গ্রন্থগুলোকে দিয়েছে ক্লাসিক মর্যাদা ।
ড. মেথিউ সরোজ বিশ্বাসের প্রথম আলোচিত কাব্যগ্রন্থ’স্টেশনে কোনো বাস নেই’ বইমেলা ২০১৭তে প্রকাশিত হয়েছে। ২০১৭ সালের ৩ ফেব্রুয়ারী বইটির মোড়ক উন্মোচন হয় অমর একুশে গ্রন্থমেলায়। জীবনের দীর্ঘ ক্যানভাস কে উপজীব্য করে কবির অনন্য সৃষ্টি “স্টেশনে কোনো বাস নেই”কাব্য গ্রন্থটি ।উল্লেখ্য কবি ও প্রাবন্ধিক ড. মেথিউ সরোজ বিশ্বাসের এই নিয়ে ৫টি গ্রন্থ প্রকাশিত হতে যাচ্ছে।