শিক্ষার সর্বস্তরে সংবিধান ও আইন হোক বাধ্যতামূলক

মোঃ নিহাল ইসলাম:

সংবিধান বাংলাদেশের সর্বোচ্চ আইন হলো কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো যে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েও অনেকের নুন্যতম ধারনা নেই সংবিধান সর্ম্পকে। কিন্তু নিজেকে একজন সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠা করতে হলে সংবিধান জানা খুবই জরুরি বলে আমার মনে হয়। যদিও উচ্চশিক্ষার পর বিভিন্ন চাকুরির পরীক্ষার জন্য ধরাবাঁধা কিছু অনুচ্ছেদ মুখস্থ করে পরীক্ষার প্রয়োজনে, সংবিধানকে জানার জন্যে না। সংবিধানে ২১ অনুচ্ছেদে বলি হয়েছে যে- নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য হল সংবিধান ও আইন মান্য করা, শৃঙ্খলা রক্ষা করা এবং জাতীয় সম্পত্তি রক্ষা করা। সংবিধান মান্য করার প্রশ্ন তখনই আসে যখন সংবিধান সর্ম্পকে ধারনা থাকবে, না জানলে তো আর মান্য করার প্রশ্ন আসে না ঐ ব্যাক্তির জন্যে। আমরা জানি রাষ্ট্রের ৩ টি অঙ্গ যেমন-নির্বাহী বিভাগ, আইনসভা এবং বিচার বিভাগ। এই ৩টি বিভাগ রাষ্ট্রের সর্বোচ্চ আইন দ্বারা চলে যা হল সংবিধান। সংবিধান কি? যদি সাধামাটা ভাবে বলি তাহলে বলা যায় যে রাস্ট্রের বিভিন্ন অঙ্গ কিভাবে চলবে সেই সম্পর্কে গাইডলাইন হল সংবিধান। আমাদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হলেও সংবিধান জানা দরকার। যেমন সংবিধানের ৩য় অধ্যায় জনগনের মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। অনুচ্ছেদ ২৭-৪৪ পর্যন্ত বিভিন্ন অধিকার সম্পর্কে বলা হয়েছে! রাষ্ট্র যে কোন মৌলিক অধিকার দিতে জনগনের কাছে বাধ্য এবং রাষ্ট্র যদি সেই অধিকার দিতে ব্যার্থ হয় সেক্ষেএে রাষ্ট্রকে বাধ্য করা যাবে কিনা! সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়েরের মাধ্যমে মৌলিক অধিকার রাষ্ট্রের কাছ থেকে আদায় করে নেয়া জাবে। আইনে ভাষায় একটি কথা আছে যে আপনি আপনার অধিকার ছাড়িয়া দিলে অধিকার ও আপনার কাছ থেকে ছাড়িয়া যাবে। এখন আসি প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয় সম্পর্কে। অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে যে ছোট বাচ্চারা আবার কিসের সংবিধান শিখবে। তবে ছোট বাচ্চা কিন্তু বড়দের দ্বারা প্রভাবিত হয় সব থেকে বেশি। সেই জন্যে ছোট বয়স থেকে সহজ ভাষায় ছোটদের উপযোগী করে বই সরকার থেকে সরবরাহ করা উচিত এবং মজার ছলে পড়ানো হলে ছোট বয়স থেকেই আইন মানতে এবং আইন সম্পর্কে জানতে সচেতন হবে। বর্তমানে আশারবানী এই যে ছোটখাট কিছু আইনি বিষয় ৬ষ্ঠ থেকে ১০ম ক্লাসে পড়ানো হয়। অনেকেই বলতে পারেন ছোট শিশুদের আবার কিসের অধিকার! তবে এক্ষেত্রে আমার উত্তর যে, আমাদের দেশের মানুষের মস্তিষ্কের ভিতর আইন না মেনে চলার একটা প্রবনতা আছে। যদি শিশু বয়স থেকে এই ধরনে প্রবনতা দূর করতে পারা যায়, তবে আইন না মানার যে বিষয় সেটা অনেকাংশে কমানো সম্ভব। এখন আসি কলেজ সম্পর্কে। যখন একজন ছেলে বা মেয়ে স্কুলের গন্ডি পার হয়ে কলেজে আসে তখন তার মধ্যে মানোষিক একধরনের পরিপক্কতা আসে এবং নতুন করে যখন আবার সংবিধান ও আইনি বিষয় পড়ে তখন সেই ছাত্র বা ছাত্রী অনেক বিষয় সহজে বুঝতে পারবে, কারন স্কুলে কিছুটা হলেও সংবিধান এবং আইনের ধারনা পেয়েছে। এতে করে ঐ ছাত্র বা ছাত্রীর আইনি সতেচনতা আর একটু বৃদ্ধি পায়। এরপর কলেজে যখন সংবিধান বা আইনের বিষয়গুলো আর একটু বিস্তারিত পড়বে তখন অনেক বিষয় তাদের জন্যে পরিষ্কার হয়ে যাবে। যা তাদের পরবর্তী জীবনে আইন মেনে চলার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে। একদিন যেহেতু ছাত্র -ছাত্রীরাই দেশের হাল ধরবে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখবে সেহেতু শিশু বয়স থেকে অন্য বিষয়ের সাথে সাথে দেশের সংবিধান এবং ছোট ছোট আইনি বিষয় যতটা সম্ভব ধারনা দেয়া উচিত এতে করে আইনের প্রতি শ্রদ্ধা বাড়বে। অনেকের মনে এখন একটি প্রশ্ন আসতে পারে যে, ছোট খাট আইনি বিষয় বা আইনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলতে কি ইঙ্গিত করেছি? প্রশ্ন আসাটা স্বাভাবিক, তবে এর উত্তর যদি দেই সেক্ষেত্রে আমার ব্যাক্তিগত অভিমত-বাল্যবিবাহ নিরোধ আইন, ট্রাফিক আইন, নারী শিশু নির্যাতন দমন আইন, পাবলিক নুইসেন্স, যৌতুক নিরোধ আইন, পেনালকোড ইত্যাদি। তবে এর সাথে আর কিছু বিষয় যোগ করা যেতে পারে এবং সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ বিষয়। তবে এক্ষেত্রে ৩টি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথমত, আইনে ভাষা খুবই সহজ ভাবে ব্যাবহার করতে হবে যাতে ছাত্র-ছাত্রীরা সহজে বুঝতে পারে এবং কোন প্রকার দূর্বোধ্যতা সৃষ্টি না হয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো আইনের খুটিনাটি এই বিষয়গুলো ধাপে ধাপে প্রতিটি ক্লাসে পড়াতে হবে। ৩য় বিষয় হলো বিভিন্ন আইনের সম্পূর্ন বিষয় কি পড়তে হবে? এর উত্তর অবশ্যই না, আইনের যে বিষয়টুকু না জানলেই নয়। যারা মনে করেন আইন শুধু ছাত্র-ছাত্রী, আইনজীবী, বিচারকরা জানলেই চলবে তারা এই ধারনা পাল্টানোর চেষ্টা করলে রাস্ট্রের জন্যে আইন বাস্তবায়নের পথ সহজ হবে। কারন সামগ্রিকভাবে সামাজিক সচেতনতা ছাড়া আইন কার্যকর করা এবং সমাজ থেকে অন্যায় দূর করা দূরহ কাজ। তাই জীবনে চলার পথে ছোট খাট আইনি যে সব বিষয় জানা দরকার তা জানার চেষ্টা করার পাশাপাশি আইন শিখবার অন্যতম একটা মাধ্যম হতে পারে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চশিক্ষায় আইনি খুটিনাটি বিষয় অন্তর্ভূক্তির মাধ্যমে।

আমি চিৎকার দিয়ে কাঁদতে চেয়েও করিতে পারিনি চিৎকার

আমি এটা ভাবি, লেখতে খারাপ লাগে।এই দেশটারে এই অবস্থায় দেখতে খারাপ লাগে।এই দেশটারে কাতরাতে দেখতে দেখতেই অনেকে দেশ ছাড়ে।অনেকে বলে, দেশ না ছেড়ে আসেন দেশের হাল ধরেন।ফেসবুকেই খালি * দাইতে পারেন।হাল ধরতে গেলে তো হাত পা ছেঁটে দেয়। একটা সুস্থ দেশের হাল মানুষ সুস্থভাবে ধরতে কেউ যদি না পারে তবে কি হলো?
.
নির্বাচনের আগেই প্রতিদিন প্রতিজন ২০০-১০০০ টাকা কামায় মিছিল মিটিং এ গিয়ে। সারা শহরে ১০০০০ লোক এই কাজ করে। এতো টাকা কই পায়? আমরা স্বচ্ছতার কথা ভাবি।বিরোধী হোক সরকারী হোক কেউ ই স্বচ্ছ না।আমরা নিজেদের জায়গাতেই স্বচ্ছ না।১০০০০ টাকা দিলে এক পোটলা আগুন ঝলসানো তেল মেরে বসি ১২ জন লোকের উপর…
.
লাইফে একবার ই গেছিলাম বার্ণ ইউনিটে।এরপরে প্রায়ই বন্ধুদের বলি, মানুষকে আল্লাহ আর যাই ই করুক না পোড়াক দো্যখের আগে।
.
আমরা নিজদের ভালো মন্দই বুঝিনা।
.
গণতন্ত্র এর ব্যপারটাই এমন। নিজে খেতে পারি আর না পারি আমার নেতা খাক।আমি দেখি। তাতেই শান্তি আমার 🙂

 

জাওয়াদুর রহমান সৃজন।
বরিশাল বিশ্ববিদ্যালয়।

তারুণ্যের প্রথম ভোট, মুক্তিযুদ্ধের পক্ষে হোক

৩০ ডিসেম্বর, জাতীয় নির্বাচন। আমি নতুন ভোটার। আমি ভোট দেওয়ার আগে যা যা ভেবে ভোট দেবো : ১. প্রথমেই একটু পেছনে ফিরে দেখবো ‘ স্বাধীনতার পর থেকে বিগত ৪৭ বছরের কাজ। কোন দল বা প্রতীক এই দেশটাকে ভালোবেসে দেশ ও জাতির উন্নয়নে তুলনামূলক বেশি কাজ করেছেন। ( নিশ্চই বিগত ১০ বছর ) ২. ইনফ্রাস্টাকচার ডেভেলপমেন্ট & মেগা প্রজেক্ট। কারা সবচাইতে বেশি মেগা প্রজেক্ট বাস্তবায়ন করেছেন এবং পরিকল্পনা করছেন। (অবশ্যই ক্ষমতাশীন দল) ৩. কোন দল – আমদানি ও রপ্তানিতে সুষ্ঠু ও ব্যবসায়িক পরিবেশন সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। ( ৪১.৫বিলিয়ন রপ্তানি আয়। ক্ষমতাশীম দল) ৪. দুর্নীতি আর দেশের অর্থ পাচার বাংলাদেশের সব দলের রক্তে মিশে আছে। এর ভেতর তুলনা করে দেখবো কোন দল এটা কমানোর চেষ্টা করেছেন। ৫. নতুন দলকে ভোট দিলে তারা তাদের ভাঙ্গা (১০ বছরের) দলকে সাজাবেন (আরো ১০ বছর সময় নিয়ে তাতে হয়তো দেশ পিছিয়ে যাবে আরো ২০ বছর) নাকি এসেই উন্নয়নের কাজ শুরু করবেন। এই দিক থেকেও ক্ষমতাসীন দল এগিয়ে । তাদের দল গোছানোর পেছনে সময় ব্যয় করতে হবে না। উন্নয়ন ধারা অব্যাহত রাখবেন। এই সময় এটাই সুযোগ, আমাদের বাংলাদেশ কি ধরণের বাংলাদেশ হবে তা নির্ণয় করার।

 

 

আরাফাত রহমান জুয়েল
AIS department,
বরিশাল বিশ্ববিদ্যালয়।

জ্বী এটাই শেখ হাসিনা,যার তুলনা তিনি নিজেই,হ্যা নিজেই

আপনার আওয়ামীলীগ নিয়ে নানা সমস্যা থাকেতেই পারে, কারন দশ বছর যাবত কাউকে সহ্য করার ক্ষমতা বাঙালী জাতির নেই,তাই নৌকা মার্কার কথা শুনেই আজকাল সামাজিক গণমাধ্যমে গুলোর কত শত এলার্জি হয়ে যায়,উন্নয়নের কথা শুনলেই হাসি পায়, আমাদের মাঝে একটা বৈশিষ্ট্য আছে আমরা সবাই রাজা টাইপ।

আজকাল সবার আবার মনে হচ্ছে গনতন্ত্র নাই,তবে আমার একখানা প্রশ্ন ছিলো পূর্বের কোন সরকার এর সময় টুকু আপনার গনতন্ত্র ছিল বলে মনে হয়?
-আরে মিয়া এখন গনতন্ত্র কি বুঝতে শিখছেন, অন্তত বলতে পারতেছেন গনতন্ত্র নাই।বিগত দশ বছর আগে এতটুকু বুঝার গনতন্ত্র আপনাদের ছিল না যে গনতন্ত্র কি?
-আপনি নিশ্চয়ই এইটাই ভুলে গেছেন আগে আপনি আপনার পাঠ্যবইটিও কিনে পড়তেন🙂ঠিক দশটি বছর আগে।
– আপনি আজকাল প্রধানমন্ত্রী সব উন্নয়ন কাজকর্মের খাতা পুরে দুইটা ইস্যু নিয়ে বসে আছন,
*এক কোটা ইস্যু আর এক তিনি সংসদে বলেছিলেন ফেইসবুক মোবাইল আমাদের সরকারের দেওয়া🙂
-এখানে আমার কিছু বলার ছিলো – কোটা ইস্যুর সমাধান তিনি নিজের হাতে করেছেন তারপরও তার কালিমা গেল না।
আর মোবাইল এর বেপারটা বলি -জ্বী হাতে স্মার্টফোনটা আপনার বাবা অথবা মা অথবা নিজে কিনেছেন,এইটাতে কোন সন্দেহ নাই।অনেকে আবার বলতেছে ইন্ডিয়াতে ২০০৪ হতে মোবাইল আছে আমাদের এসেই যেত। ভাই আপনি আমি ইন্ডিয়ার বাসিন্দা না🙂 বাংলাদেশের মত ক্ষুদ্র একটা দেশের নাগরিক যাদের তখন দারিদ্র সীমার নিচে মানুষ দেশের বসবাস করত। তাদের ওয়াফাই কেবল বা 4জি দিয়ে স্মার্টফোন চালান স্বপ্ন না দুঃস্বপ্ন।
সেই স্বপ্ন পূর্ন করার জন্য শেখ হাসিনার আপনার বাসার মত কাপড়ের ভাজ দিয়া টাাকা বাহির কইরা ইন্টারনেট কিনে আনে নাই, এর জন্য দরকার দক্ষ কুটনৈতিকতা।যার একমাত্র সাক্ষী আপনার আমার হাতের স্মার্টফোন।

আপনি হয়ত এটাও ভুলে গেছেন বাংলাদেশে একসময় লোডশেডিং খুবই স্বাভাবিক ব্যাপার ছিলো।এখন যে একদমই নাই বলতেছি না🙂 একবার চিন্তা করতে কি পারেন, রাস্তায় চলতেছে লাখো বিদ্যুৎ এর চার্জ এবল অটো। এইসব কি খুবই সোজা? আপনি আমি শেখ হাসিনার হাতে চুপি চুপি টাকা দিয়ে আসছি? বিদ্যুত কিন্নো বইলা। এরই নাম যোগ্যতা। যাহ খুবই সহজে আমি আপনি হাহা হিহি কইরা অস্বীকার কইরা ফেলি, এইটা বলে, কি দিসে সরকার???🙂
আমরা ইনটোভার্ট সমাজ চার দেয়ালের মাঝে বসেই বিচার করে ফেলতিছি,আরে সরকার কি দিছে, যা দিছে ঐগুলা সবাই দিত😂 আরে মিয়া আপনি জ্বীবনে একটা সংসার চালাইছেন? দেশ চালানো আপনার বোধশক্তির অনেক উপরে। তাই আপনার মত মতো মানুষ শেখ হাসিনার রাজনৈতিক যোগ্যতা নিয়ে গঠন মূলক আলচনা করেন সত্যিই হাস্যকর লাগে।🙂

আমি কোন উন্নয়নের লিস্ট দিব না। কারন বাংলদেশে স্বাধীনতার পড়ে যদি কোন উন্নয়ন হয় তবে শেখ হাসিনার হাত ধরেই হয়েছে।এই উক্তিতে আমি কারও পর্যালচনার ধার ধারি না আমি।

আপনার আমার বিচার শক্তি কেবল নিজস্ব এলাকায় সীমাবদ্ধ, আপনি বলবেন, এই নেতা বায়াস্ড ঐ নেতা বায়াস্ড, রাজনীতিতে এই জিনিসটা খুবই পুরনো বৈশিষ্ট্য, কিন্তু লাকিলি আমাদের রাজনীতির গোড়া, মানে মূল নোংরা নয়। সর্বশেষ্ঠ বাঙালীর বংশধর এই শেকড়।
আপনার সামন্য বিবেক থাকলে বোঝা উচিত, আওয়ামীলীগ বাদে আপতত পরিচ্ছন্ন শেকড় বর্তমানে কোন রাজনৈতিক দলের নেই।

তারপরও জানি মত এ মিলবে না আমার সাথে আপনাদের, কারন আমরা এই সেই জাতি যারা বঙ্গবন্ধু কে স্বাধীনতার মাত্র ৪ টি বছর পর হত্যা করেছি 🙂তাদের কাছে শেখ হাসিনার উন্নয়ন সত্যিই তুচ্ছ মনে হওয়ারই কথা।

সামিহা তাসনিম লামিয়া।
আইন বিভাগ,ববি।

নির্বাচন, নারী জনপ্রতিনিধি ও আমাদের মানসিকতা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বা কিছুদিন আগে হয়ে যাওয়া সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা শুনতে পাচ্ছি না না বিচিত্র প্রচারণা….নানারকম শ্লোগান…

তেমন একটি পরিচিত শ্লোগান হলো,
“সকাল বিকাল রাত্রিবেলা,
অমুক ভাই/আপার দরজা খোলা”

খুব সহজভাবে এবং মার্জিতভাবে এর মানে হলো, অমুক ভাই বা বোন যদি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হতে পারে সকাল, দুপুর বা রাত যেকোনো সময় তিনি সাধারন মানুষের জন্য তার সহযোগীতার দরজা খোলা রাখবেন!! ২৪ ঘন্টায়ই যেকোনো সময় তাকে পাওয়া যাবে জনগনের পাশে!!

খুব সুন্দর এবং প্রত্যাশিত প্রতিশ্রুতি, এবং আমরা কিন্তু একজন প্রতিনিধির কাছে এটাই চাই।

কিন্তু পার্থক্যটা এখানেই যে, যখন বলা হচ্ছে অমুক ভাইয়ের দরজা খোলা, তখন আমাদের কোন সমস্যা হচ্ছে না কিন্তু যখন বলা হচ্ছে অমুক আপার দরজা খোলা… তখন আমাদের সমাজের কিছু
বিকৃত মস্তিষ্ক অত্যন্ত অশালীনভাবে একে উপস্থাপন করে বিনোদন এর খোরাক করে ফেলছেন।
মহিলা জনপ্রতিনিধি যে ২৪ ঘন্টাই জনগনের সেবায় নিয়োজিত থাকতে পারে,সেটা আমরা মানতেই।পারছি না। বরং তাকে বিশ্লেষন করছি অন্যভাবে(!)।
এমনই হচ্ছে আমাদের সমাজে, রাজনীতি সহ সব অংগনে সুযোগ পেলেই নারীকে নিয়ে করা হচ্ছে অযাচিত কিছু ট্রল!!
সেটা ক্লাসের হাইয়েস্ট নাম্বার পাওয়া হোক বা চাকরি ক্ষেত্রে উন্নতি হোক, আশেপাশের পুরুষ বন্ধু বা সহকর্মীটি সাফল্যের অন্য কোনো কারন দেখাতে ছাড়ে না।
এমন অদৃশ্য বাঁধা আছে নারীদের মাথার উপরে যা তার উঠে দাঁড়ানোটা কৌশলে আটকে দেয়।

যতই নারী জাগরণ এর কথা বলি, সংরক্ষিত আসন দেই, এই গ্লাস সিলিং ভাংতে না পারলে রাজনীতি তে জীবনেও নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে না। রেশিও ৫০:৫০ এ আনতে হলে এই মানসিকতা পাল্টাতে হবে নয়তো অই কয়টা সংরক্ষিত আসনই সই…

আজিম ভাই দিনরাত জনগনের সেবা করে উন্নতির শিখতে পৌছাতে পারলেও রেশমা আপা সেই কাজ করার সুযোগটুকুও পাবে না…

 

 

 

ফারজানা ফেরদৌস
সামাজবিজ্ঞান বিভাগ
বরিশাল বিশ্ববিদ্যালয়

খামোশ

পৃথিবীর একটা এমন খামোশ বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে সেই জাতীর জাতীয় দিবস গুলোতে স্টুডেন্টস দের জন্য দরজা বন্ধ থাকে। হ্যাঁ, আমি বাংলাদেশের কথা বলছি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের কথা বলছি। ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে অর্জিত স্বাধীনতা, একটা জাতীর গৌরব, অহংকার। ১৬ ই ডিসেম্বর, আমাদের আত্মমর্যাদার সেই দিন, যেদিন বাংলা হয়েছিল সোনার বাংলা, আমার নিজের বাংলা। বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠান এই দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে থাকে। উদ্দেশ্য হয়ে থাকে মহৎ। নবীন যারা কখনো মুক্তিযুদ্ধ দেখেনি, তাদের শ্রদ্ধার সাথে এই দিনের সাথে পরিচয় ঘটিয়ে দেয়া, দেশপ্রেমের চেতনা জাগিয়ে তোলা। একসাথে দাঁড়িয়ে সোনার বাংলা গাওয়াতে যে শিহরণ জাগে, সেটা পরিচয় করে দেয়া। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে ভিসি কে আমি রাজাকার বলতে কার্পণ্য করব না। এমন একটি দিনে যেখানে প্রতিটি ছাত্রছাত্রী চায় তাদের প্রাণের দেশকে ভালোবেসে এক সাথে দেশত্ববোধক গানে সুর মিলাবে, এক সাথে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাইবে, সেখানে সমগ্র বিশ্ববিদ্যালয়ে সিকিউরিটি সহ মুড়িয়ে টিচার্স কর্মচারীদের পারিবারিক ভোজন সন্ধ্যা আয়োজন করে। ওহে রাজাকার, প্রতিটি দিবসের জন্যই সরকার কতৃক বাজেট থাকে স্টুডেন্টস দের জন্য, তোমার পরিবারের জন্য নয়। তোমাদের জাতাকলে সবাই পিস্ট হয়ে আছে। তোমাদের দুর্নীতি আজ ভয়াবহতায় রুপ নিয়েছে। তোমাদের এমন গার্ডেন পার্টি অন্যদিন করো, বিজয়দিবসকে অসম্মান করে নয়। ছাত্রছাত্রীদের ব্যক্তিত্ববোধে/অধিকারবোধে হানা দিয়ে নয়। তোমাদের মুখে কালিমা লেপনের দিন এসেছে, ছাত্রসমাজ কে আর কত রুধিবে??

প্রিয়াংকা বিশ্বাস পিংকী
প্রাক্তন ছাত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়।