বরিশালে বিএনপির প্রার্থী সরোয়ার

ডেস্ক রিপোর্টঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যুদ্ধে ঘুরেফিরে পুরনো প্রার্থীরাই ভোটের মাঠে। অবশ্য গুটিকয়েক আসনে বিএনপির নবীন নেতারা মনোনয়ন চাইবেন। কোথাও পিতার বদলে পুত্র কিংবা অন্য কেউ ভোটের মাঠে সক্রিয় রয়েছেন। কোথাও কোথাও বিএনপির মারা যাওয়া নেতাদের পরিবর্তে নতুনদের আনাগানো লক্ষ্য করা গেছে। আবার পরিবারের সদস্যরাও মনোনয়ন চাইছেন।

চূড়ান্ত হওয়া তালিকায় থাকা ১০০ আসন হচ্ছে— ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নওশাদ জমির (পঞ্চগড়-১), ফরহাদ হোসেন আজাদ (পঞ্চগড়-২) মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ঠাকুরগাঁও-১), শামসুজ্জামান (নীলফামারী-২), আসাদুল হাবিব দুলু (লালমনিরহাট-৩), এমদাদুল হক ভরসা (রংপুর-৪), অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী (কুড়িগ্রাম-২), ফয়সাল আলিম (জয়পুরহাট-১), প্রকৌশলী গোলাম মোস্তফা (জয়পুরহাট-২), হারুনুর রশিদ (চাঁপাইনবাবগঞ্জ-৩), ব্যারিস্টার আমিনুল হক (রাজশাহী-১), মিজানুর রহমান মিনু (রাজশাহী-২), অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু (নাটোর-২), ইকবাল হাসান মাহমুদ টুকু (সিরাজগঞ্জ-২), আবদুল মান্নান তালুকদার (সিরাজগঞ্জ-৩), হাবিবুর রহমান হাবিব (পাবনা-৪), মাসুদ অরুণ (মেহেরপুর-১), মেহেদী আহমেদ রুমি (কুষ্টিয়া-৪), শামসুজ্জামান দুদু (চুয়াডাঙ্গা-১), মাহমুদ হাসান বাবু (চুয়াডাঙ্গা-২), মশিউর রহমান (ঝিনাইদহ-২), তরিকুল ইসলামের ছেলে অনিন্দ ইসলাম অমিত (যশোর-৩), টি এস আইয়ুব (যশোর-৪), নিতাই রায় চৌধুরী ( মাগুরা-২), নজরুল ইসলাম মঞ্জু (খুলনা-২), রফিকুল ইসলাম বকুল (খুলনা-৩), আজিজুল বারী হেলাল (খুলনা-৪), হাবিবুল ইসলাম হাবিব (সাতক্ষীরা-১), অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন (বরগুনা-২), এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাব হোসেন চৌধুরী (পটুয়াখালী-১), এ বি এম মোশাররফ হোসেন (পটুয়াখালী-৪), মেজর (অব.) এম হাফিজ উদ্দিন আহমেদ (ভোলা-৩), নাজিম উদ্দিন আলম (ভোলা-৪), মজিবর রহমান সরোয়ার (বরিশাল-৫), ব্যারিস্টার শাহজাহান ওমর (ঝালকাঠি-১), ফকির মাহবুব আলম স্বপন (টাঙ্গাইল-১), লুত্ফর রহমান আজাদ (টাঙ্গাইল-৩), লুত্ফর রহমান মতিন (টাঙ্গাইল-৪), সুলতান সালাউদ্দিন টুকু (টাঙ্গাইল-২), অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী (টাঙ্গাইল-৬), মাহমুদুল হক রুবেল (শেরপুর-৩), সৈয়দ এমরান সালেহ প্রিন্স (ময়মনসিংহ-১), ডা. এ জেড এম জাহিদ হোসেন (ময়মনসিংহ-৪), এ কে এম মোশাররফ হোসেন (ময়মনসিংহ-৫), আখতারুল আলম ফারুক (ময়মনসিংহ-৬), মাহবুবুর রহমান লিটন (ময়মনসিংহ-৭), শাহ নূরুল কবির শাহীন (ময়মনসিংহ-৮), ফকরুদ্দিন আহমেদ বাচ্চু (ময়মনসিংহ-১১), ব্যারিস্টার কায়সার কামাল (নেত্রকোনা-১), ড. ওসমান ফারুক বা তার সহধর্মিণী (কিশোরগঞ্জ-৩), অ্যাডভোকেট ফজলুর রহমান (কিশোরগঞ্জ-৪), শরিফুল আলম (কিশোরগঞ্জ-৬), আফরোজা খান রিতা (মানিকগঞ্জ-৩), আমানউল্লাহ আমান (ঢাকা-২), গয়েশ্বর চন্দ্র রায় (ঢাকা-৩), সালাউদ্দিন আহমেদ (ঢাকা-৫), নাসিমা আক্তার কল্পনা (ঢাকা-৭), হাবিব-উন-নবী খান সোহেল (ঢাকা-৮), মির্জা আব্বাস (ঢাকা-৯), এমএ কাইয়ুম (ঢাকা-১১), এসএ খালেক (ঢাকা-১৪), ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন (ঢাকা-১৯), শাহ রিয়াজুল হান্নান (গাজীপুর-৪), একেএম ফজলুল হক মিলন (গাজীপুর-৫), খায়রুল কবীর খোকন (নরসিংদী-১), ড. আবদুল মঈন খান (নরসিংদী-২), আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম (রাজবাড়ী-১), শামা ওবায়েদ ইসলাম রিংকু (ফরিদপুর-২), সেলিমুজ্জামান সেলিম (গোপালগঞ্জ-১), সিরাজুল ইসলাম সিরাজ (গোপালগঞ্জ-২), হেলেন জেরিন খান (মাদারীপুর-২), শফিকুর রহমান কিরন (শরীয়তপুর-৩), কলিমুদ্দিন আহমেদ মিলন (সুনামগঞ্জ-৫), তাহসিনা রুশদির লুনা (সিলেট-২), নাসের রহমান (মৌলভীবাজার-৩), প্রকৌশলী খালেদ মাহবুব শ্যামল (ব্রাহ্মণবাড়িয়া-৩), ড. খন্দকার মোশাররফ হোসেন (কুমিল্লা-১), শওকত মাহমুদ (কুমিল্লা-৫), আমিন উর রশিদ ইয়াসিন (কুমিল্লা-৬), জাকারিয়া তাহের সুমন (কুমিল্লা-৮), আবুল কালাম (কুমিল্লা-৯), আ ন ম এহছানুল হক মিলন (চাঁদপুর-১), শেখ ফরিদউদ্দিন আহমেদ মানিক (চাঁদপুর-৩), হারুনুর রশিদ (চাঁদপুর-৪), ভিপি জয়নাল আবেদীন (ফেনী-২), আবদুল আউয়াল মিন্টু (ফেনী-৩), ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন (নোয়াখালী-১), জয়নাল আবেদীন ফারুক ( নোয়াখালী-২), বরকত উল্লাহ বুলু ( নোয়াখালী-৩), মো. শাহজাহান ( নোয়াখালী-৪), ব্যারিস্টার মওদুদ আহমদ (নোয়াখালী-৫), শহীদউদ্দিন চৌধুরী এ্যানী (লক্ষ্মীপুর-৩), এম মোরশেদ খান (চট্টগ্রাম-৭), ডা. শাহাদাত হোসেন (চট্টগ্রাম-৮), আবদুল্লাহ আল নোমান (চট্টগ্রাম-৯), আমীর খসরু মাহমুদ চৌধুরী (চট্টগ্রাম-১০), জাফরুল ইসলাম চৌধুরী (চট্টগ্রাম-১৫), সালাহউদ্দিন আহমেদ (কক্সবাজার-১), লুত্ফর রহমান কাজল (কক্সবাজার-৩), আবদুল ওয়াদুদ ভুঁইয়া (খাগড়াছড়ি) এবং সাচিং প্রু জেরী (বান্দরবান)।

 

 

বরিশাল-১ আসনে আওয়ামী লীগ প্রার্থীর মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদকঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে আওয়ামী লীগের একক প্রার্থী ও বর্তমান সাংসদ আবুল হাসানাত আব্দুল্লাহর মনোনয়নপত্র সংগ্রহের জন্য নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে সাংসদের আগৈলঝাড়ার সেরালস্থ নিজ বাড়িতে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহান আরা বেগম, সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সমন্ময়ক আবু সালেহ লিটন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। দলীয় নেতাকর্মীরা বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল হাসানাত আব্দুল্লাহকে বরিশাল-১ আসনে আওয়ামী লীগের একমাত্র প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপত্র সংগ্রহের জন্য অনুরোধ করেন। এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ পুনরায় তাকে জনগনের সেবা করার জন্য মনোনীত করায় দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের সাথে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সকলের কাছে দোয়া কামনা করেন। আজ রবিবার আওয়ামী লীগ কার্যালয় থেকে আবুল হাসানাত আব্দুল্লাহ দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করবেন। সবশেষে গৌরনদী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাহাবুব আলম বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

বরগুনা ১ আসন: মনোনয়ন নিয়ে আত্মবিশ্বাসী টুকু

মো: মহসীন মাতুব্বর, আমতলী প্রতিনিধিঃ জনপ্রিয় বক্তা হিসেবে তুমুল আলোচিত এবং ক্লিন ইমেজের কারণে বরগুনা-১ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়নের ব্যাপারে দারুণ আশাবাদী জেলা আওয়ামীলীগের সাংগঠিনক সম্পাদক গোলাম সরোয়ার টুকু। ইতোমধ্যেই নির্বাচনী-প্রচার প্রচারণায় সরব হয়েছেন সাবেক এই সফল ছাত্রনেতা। তরুণ প্রজন্মের মাঝেও ভীষণ জনপ্রিয় আওয়ামীলীগের বর্তমান এই সাংগঠিনক সম্পাদক। এছাড়াও সাংগঠনিকভাবেও যিনি মাঠপর্যায়ের নেতাকর্মীদের কাছে সমান জনপ্রিয়।

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার দৃঢ় প্রত্যয় নিয়ে এবং শেখ হাসিনার উন্নয়ন বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে দিনরাত সভা-সমাবেশ ও উঠান বৈঠক করে যাচ্ছেন। জনপ্রিয়তার মাধ্যমে জয়লাভ করতেই মাঠ পর্যায়ে সভা-সমাবেশসহ ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন তিনি। মাঠপর্যায়ের সক্রিয় এই নেতা নিকট ভবিষ্যতে এলাকার উন্নয়ন কর্মকা-ে নিজেকে আরো সক্রিয় রাখতে আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থীদের তালিকায় বেশ উপরের সারিতেই রয়েছেন বলে বিভিন্ন মাধ্যমে আলোচনা শোনা যাচ্ছে। আওয়ামীলীগের নৌকার মাঝি হতে সব ধরণের কার্যক্রমই চালিয়ে যাচ্ছেন তিনি।

 

সব শ্রেণি-পেশার মানুষের কাছে এক অনুকরণীয়, মেধাবী ও সৃজনশীল পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত গোলাম সরোয়ার টুকু। তুখোর বক্তা হিসেবেও পরিচিত তিনি। এ কারণে সবার কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি হিসেবে ভালোবাসার মানুষে পরিণত হয়েছেন।

টুকু ছাত্রজীবনে বরগুনা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এবং পরপর দু’বার ওই কলেজ ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন। পরে তিনি জেলা ছাত্রলীগের সভাপতিও নির্বাচিত হন।

স্বৈরাচার এরশাদবিরোধী ‘৯০-এর ছাত্র আন্দোলনেও বরগুনায় নেতৃত্ব দিতে গিয়ে কারাবরণ করেন টুকু। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সাংগঠনিক ও পরে পরিবেশবিষয়ক সম্পাদক নির্বাচিত হয়ে দেশের সব জেলা-উপজেলায় ঘুরে ঘুরে ছাত্রলীগকে সুসংগঠিত করার ক্ষেত্রে অনন্য অবদান রাখেন। ২০০৫ সালে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়ে বর্তমান সময় পর্যন্ত দলকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন এ নেতা। জননেত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার নিবিড় কারিগর গোলাম সরোয়ার টুকু এখন এ জনপদের মাটি ও মানুষের অনবদ্য নেতা। তরুণ প্রজন্মের আলোকবর্তিকা। বঙ্গবন্ধুর সুমহান আদর্শে অনুপ্রাণিত এ রাজনীতিক বরগুনা-আমতলী-তালতলী উপজেলার প্রত্যন্ত এলাকার মানুষের কাছে এখন আস্থা ও ভরসার প্রতীক।

তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আবুল বাসার বাদশা তালুকদার বলেন, গোলাম সরোয়ার টুকু একজন ত্যাগী, সাহসী ও পরিচ্ছন্ন নেতা। তাকে বরগুনা-১ আসনে মনোনয়ন দেওয়া হলে বিপুল ভোটে বিজয়ী হবেন।

 

আমতলী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শাহজাদা আকন বলেন, গোলাম সরোয়ার একজন সৎ, মেধাবী ও তরুণ আওয়ামী লীগ নেতা। তার রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। তাকে মনোনয়ন দেওয়া হলে র্নিদ্বিধায় তিনি এমপি নির্বাচিত হবেন।

গোলাম সরোয়ার টুকু বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। ১/১১-এর সরকারের সময় জননেত্রী কারাগারে থাকার সময় তার মুক্তি আন্দোলনে নেতৃত্ব দিয়েছি। আশা করি জননেত্রী শেখ হাসিনা এই এলাকার জনগনের আবেগ ও মনোভাবকে প্রাধান্য দিয়ে আমাকে মনোনয়ন দেবেন। আমাকে মনোনয়ন দেওয়া হলে আমি বিজয়ী হব ইনশাআল্লাহ।

 

বরিশাল ৬ আসনের নির্বাচনী হালচাল

শামীম আহমেদঃ একসময় বাকেরগঞ্জ ছিল জেলা। ছিল ১৩ জমিদারের বসবাস। জেলা থেকে বাকেরগঞ্জ এখন উপজেলা। একটি পৌরসভা এবং ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলা সংসদীয় আসন বরিশাল-৬। আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তি এখানে খুবই মজবুত। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের জয়জয়কার অবস্থা। তবে জাতীয় নির্বাচনে জোটের প্রশ্নে আওয়ামী লীগ এই আসনে ছাড় দিচ্ছে জাতীয় পার্টিকে। কিন্তু স্থানীয় রাজনীতিতে এ নিয়ে রয়েছে তীব্র অসন্ত্মোষ। আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা এই আসনটি আর জাতীয় পার্টিকে ছেড়ে দিতে চান না।
অন্যদিকে সংসদের বাইরে থাকা বিএনপিতে এই সমস্যা না থাকলেও দলটির ভেতরে রয়েছে বিরোধ।
সংসদের বর্তমান বিরোধীদল জাতীয় পার্টির মহাসচিব রম্নহুল আমিন হাওলাদারের নির্বাচনী এলাকা বাকেরগঞ্জ। ২০০৮ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে মনোনয়ন পেয়ে তিনি এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে এই আসনের সংসদ সদস্য তার স্ত্রী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক পৌর মেয়র নাসরিন জাহান রতœা আমিন। ২০১৪ সালে রম্নহুল আমিন আসনটি ছেড়ে দেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও তার স্ত্রী রত্না আমিনকে। তিনি নির্বাচন করেন পটুয়াখালী সদর আসন থেকে।
তবে বাকেরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের। পৌরসভার মেয়র এবং ১০টি ওয়ার্ডের কাউন্সিলর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা। ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও আওয়ামী লীগের। যদিও নির্বাচনে দুটি ইউনিয়নে জাতীয় পার্টি প্রার্থী দিয়েছিল। নির্বাচনের ফলাফলে তাদের অবস্থান ছিল শেষের দিকে। এছাড়া ১৯৯৬ সালে এই আসনে মাসুদ রেজা ছিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য। সেই হিসেবে আসনটি আওয়ামী লীগের। জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের নির্বাচনী জোট হলে আগামী নির্বাচনেও রতœা আমিন জোটের মনোনয়ন পাবেন বলে দাবি করেছেন জাতীয় পার্টির নেতারা।
তবে আওয়ামী লীগ নেতাকর্মীরা বলছেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি অন্য কোনো দলকে দেবে না তারা। নিজেদের আসন নিজেদের হাতেই রাখা হবে। নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দেয়া হয় দলের উপদেষ্টাম-লীর সদস্য মেজর জেনারেল (অব.) আবদুল হাফিজ মলিস্নককে। পরে আসনটি ছেড়ে দেয়া হয় এরশাদের জাতীয় পার্টিকে। আওয়ামী লীগের ওপর ভর করেই মহাজোটের শরিক জাতীয় পার্টি নির্বাচনে জয়লাভ করেছিল। এসব বিবেচনায় এবার আওয়ামী লীগের মনোনয়ন চাচ্ছেন দলের ইঞ্জিনিয়ার মহিউদ্দিন আহমেদ ঝন্টু ,উপদেষ্টাম-লীর সদস্য মেজর জেনারেল (অব.) আবদুল হাফিজ মলিস্নক, বাকেরগঞ্জের উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সামসুল আলম চুন্নু, পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, সাবেক সংসদ সদস্য প্রয়াত মাসুদ রেজার স্ত্রী জেলা পরিষদের সদস্য আইরীন রেজা।
দলীয় নেতাকর্মীরা জানান, মহাজোট থেকে জাতীয় পার্টির প্রার্থী মনোনয়ন পেলে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা দলের কাউকে স্বতন্ত্রপ্রার্থী করার কথা ভাবছেন। কারণ, জাতীয় পার্টির সংসদ সদস্য আওয়ামী লীগের কর্মীদের মূল্যায়ন করেননি। এমনকি তিনি এলাকার উন্নয়নেও ভূমিকা রাখেননি।
এ ব্যাপারে আবদুল হাফিজ মলিস্নক বলেন, ভোটের মাঠে এখানে যেকোনো দলের চেয়ে আওয়ামী লীগ শক্তিশালী। মহাজোটের শরিক জাতীয় পার্টি এখানে নির্বাচনে জিতলেও এর পেছনে রয়েছে আওয়ামী লীগের সমর্থন। আ’লীগের নেতাকর্মীরাই দিন-রাত পরিশ্রমের মাধ্যমে তাদের বিজয়ের পথ তৈরি করে দিয়েছিল। এ অবস্থায় মনোনয়ন প্রশ্নে নেত্রী এসব বিষয় মাথায় রাখবেন বলেই তাদের বিশ্বাস।
এবার আ’লীগের মনোনয়ন চাইবেন ১৯৯১ নির্বাচনে দলের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ইঞ্জিনিয়ার মহিউদ্দিন আহমেদ ঝন্টু। তিনি দলের বিভিন্ন গুরম্নত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে তিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বলেন, ১৯৯১ সালে জননেত্রী শেখ হাসিনা তাকে বরিশাল-৬ আসনে নির্বচনের জন্য মনোনয়ন দেন। কিন্তু পরে দলের সিদ্ধান্ত্মে আটদলীয় ঐক্যজোটকে আসনটি ছেড়ে দিতে হয়। তবে এলাকার জনগণ থেকে কখনো দূরে সরে যাননি দাবি করে তিনি বলেন, যেহেতু প্রকৌশল সাইটে তার একটা শক্ত অবস্থান রয়েছে, তাই তাকে মনোনয়ন দিলে আর নির্বাচিত হলে এলাকার উন্নয়নে বড় ধরনের ভূমিকা রাখতে পারবেন। ইতোমধ্যেই এলাকার একাধিক রাস্ত্মা নির্মাণ করিয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুল আলম চুন্নু বলেন, স্থানীয় সরকার নির্বাচনের ফলাফলের বাস্ত্মবতায় এই আসনটি তাদের ঘাঁটি। ১৯৯২ সাল থেকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের সংগঠিত করে আসছেন। ফলে ১৯৯৬ সালে এই আসনটি পুনরম্নদ্ধার করেন। এরই ধারাবাহিকতায় গেল স্থানীয় নির্বাচনে দলের মনোনীত প্রার্থীরা সবাই বিজয়ী হয়েছেন। কিন্তু পরপর দুইবার এখানে জাতীয় পার্টির এমপি হওয়ায় কাঙ্ক্ষিত উন্নয়নে পিছিয়ে রয়েছে এই এলাকাটি। ব্যক্তিগতভাবে তিনি বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে অবকাঠামোগত উন্নয়ন করেছেন। তিনি আরও বলেন, তৃণমূল থেকে শুরম্ন করে আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মীদের একটাই দাবি, এবারের নির্বাচনে তিনি যেন নৌকা নিয়ে নির্বাচন করেন। তার বিশ্বাস, প্রধানমন্ত্রীও তৃণমূলের দাবি মেনে নেবেন।
এই দলের আরেক প্রার্থী জননেত্রী শেখ হাসিনা পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার প্রিন্স ইলাহী বলেন, জনগণ এখন নেতৃত্বের পরিবর্তন চায়। চায় উন্নয়ন। দলীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশে যে উন্নয়ন হচ্ছে, সেটা বাস্ত্মবায়ন করতে ব্যর্থ হয়েছেন বরিশাল-৬ আসনের বর্তমান সংসদ সদস্য। তাই ব্যক্তিগতভাবে তিনি এলাকায় বিদ্যুৎ পৌঁছে দেয়া, শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে কাজ করে চলেছেন। তাই দল এসব বিবেচনা করবে বলে আশা করেন তিনি।
আওয়ামী লীগের অভিযোগ প্রসঙ্গে রতœা আমিন বলেন, নির্বাচনের পর থেকে সব উন্নয়নমূলক কাজ উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রের সঙ্গে আলোচনার মাধ্যমে করেছেন। তাদের সঙ্গে কোনো মতবিরোধ নেই। তারাও বিভিন্নভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা অব্যাহত রেখেছেন। তিনি বলেন, মহাজোটের অন্যতম শরিক দল হিসেবে জাতীয় পার্টি যে আসনগুলোর চাহিদা পাঠায়, সেই তালিকার শীর্ষ ভাগেই বরিশাল-৬ আসনটি থাকে। তার বিশ্বাস, আগামীতেও এই আসনটি জাতীয় পার্টিকে মহাজোট উপহার দেবে।
এই আসনে নির্বাচন করার কথা রয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোহসীনের। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে বহু বছর ধরে তিনি এই এলাকায় সামাজিক-সাংস্কৃতিক নানা কর্মকা-ে অংশ নিয়ে আসছেন এবং প্রচারও চালিয়ে যাচ্ছেন। এরশাদ-বিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা মোহসীন বলেন, সারাদেশে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন হয়েছে। কিন্তু বিগত ৯ বছরে স্থানীয় সংসদ সদস্য এলাকায় কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারেননি। উল্টো সামাজিক নিরাপত্তার টাকা তিনি নয়ছয় করেছেন। তিনি আরও বলেন, নদীভাঙন থেকে বাকেরগঞ্জকে রক্ষা, স্কুল উন্নয়ন এবং সর্বশেষ গোমা ব্রিজ প্রকল্প নিজের প্রচেষ্টায় একনেকে অনুমোদন করিয়েছেন। ইতোমধ্যেই এ কাজ শুরম্ন হয়েছে। শিক্ষানুরাগী হিসেবে ইতোমধ্যে এলাকায় তার একটা শক্ত অবস্থান তৈরি হয়েছে। এই এলাকার জনগণের জন্য কাজ করতে মহাজোটের প্রার্থী হিসেবে মনোনয়ন চাইবেন দাবি করে তিনি বলেন, মনোনয়ন না পেলেও স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন।
অন্যদিকে আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী মনোনয়ন প্রশ্নে খুব একটা ঝামেলা না থাকলেও এখানে দলের অভ্যন্ত্মরীণ কোন্দল প্রকট। দলে একক আধিপত্য বিস্ত্মারের অভিযোগ রয়েছে সাবেক সংসদ সদস্য বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন খানের বিরম্নদ্ধে। ২০০১ সালে জাসদ থেকে বিএনপিতে এসেই আবুল হোসেন খান এই আসনে সংসদ সদস্য হন। ২০০৮ সালে মহাজোট থেকে নির্বাচন করেন রম্নহুল আমিন হাওলাদার। সে সময় তিনি বিএনপি প্রার্থী আবুল হোসেন খানকে হারিয়ে সংসদ সদস্য হন। আওয়ামী লীগের নেতাকর্মীরাই রম্নহুল আমিনকে ভোটে বিজয়ী করেন। শুরম্ন থেকেই আবুল হোসেনের লক্ষ্য ছিল সব বিরোধিতা হটিয়ে নিজের একক আধিপত্য প্রতিষ্ঠা করা। সে লক্ষ্যে তিনি কাজও করেছেন। তবে উপজেলা বিএনপির একটি পক্ষ এতে বাঁধ সাধে। এরপরও বাকেরগঞ্জ উপজেলা বিএনপিকে সুশৃঙ্খল করতে আবুল হোসেনকে আহ্বায়ক করে কেন্দ্র একটি কমিটি করে দেয়। এরই ধারাবাহিকতায় তিনিই যে এই আসনে বিএনপির মনোনয়ন পাবেন, সেটা যেমন নিশ্চিত, তেমনি তিনি নিজেও বলেছেন এ ব্যাপারে কেন্দ্রের সবুজ সংকেত পাওয়ার কথা।
নির্বাচনের ব্যাপারে সাবেক সংসদ সদস্য আবুল হোসেন বলেন, এখানে বিএনপিতে কোনো রকম অন্ত্মর্দ্বন্দ্ব কিংবা কোন্দল নেই। কেউ যদি তেমন কিছু বলে থাকে তো মিথ্যা বলেছে। সামান্য ঝামেলা হয়েছিল, সেটা মিটিয়ে ফেলেছেন। এ ছাড়া এখানে তাকে দলীয় মনোনয়ন দেয়ার ব্যাপারে নিশ্চিত করা হয়েছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়া নিজে তাকে এ বিষয়ে নিশ্চিত করেছেন। সে অনুযায়ী এলাকায় কাজ করে যাচ্ছেন।
অবশ্য, আবুল হোসেন খানের এই বক্তব্য মানতে নারাজ বিএনপির মনোনয়নপ্রত্যাশী দলের নির্বাহী কমিটির সদস্য ড. শহীদ হাসান খান। ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য ও বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শহীদ হাসান খান বলেন, জাতীয় পার্টি, জাসদ আর বাকশালের সাবেক নেতাদের নিয়ে আবুল হোসেন কমিটি করেছেন। স্থানীয় সরকার নির্বাচনে টাকা নিয়ে যাদের দলীয় মনোনয়ন দিয়েছেন, তারা ২০০-৪০০ ভোট পেয়েছেন। মামলা-হামলা এড়াতে অবস্থান করেছেন বরিশালে, খোঁজ রাখেননি কর্মীদের। তাকে শুধু কর্মীরা নয়, কেন্দ্রীয় বিএনপি বয়কট করবে।
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বলছেন, বহু দিন ধরেই বাকেরগঞ্জে বিএনপির দুই গ্রম্নপ রয়েছে। একটির নেতৃত্বে রয়েছেন আবুল হোসেন খান এবং অন্যটির নেতৃত্ব দিচ্ছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান।
এ ব্যাপারে জেলা বিএনপির সাবেক সদস্য আবদুস শুকুর বাচ্চু বলেন, বিএনপির রাজনীতির সঙ্গে তিনি ছাত্রদল থেকেই সম্পৃক্ত। জেল-জুলুম-অত্যাচারের শিকার হয়েছেন। তবুও তৃণমূল নেতাকর্মীদের পাশে ছিলেন। তাই তৃণমূল নেতাকর্মীরাই চাচ্ছেন তিনি নির্বাচনে অংশ নেন। তবে তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সংকেতের অপেক্ষায় রয়েছেন। তিনি বললে নির্বাচনে অংশ নেবেন।
সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী অধ্যক্ষ মো. ইউনুস খান ১৯৯১ সালের নির্বাচনে এখানে বিএনপির টিকিটে সংসদ সদস্য হন। তার মৃত্যুর পর ১৯৯৪ সালের উপনির্বাচনে সংসদ সদস্য হন বিএনপির তৎকালীন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বর্তমানে আওয়ামী লীগ নেতা) অধ্যক্ষ আবদুর রশিদ খান। ১৯৯৬ সালের ১৫ ফেব্রম্নয়ারির বিতর্কিত নির্বাচনে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম আনোয়ার চৌধুরী বিএনপির মনোনয়ন নিয়ে বিজয়ী হন। ওই বছরের জুনে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপিকে হটিয়ে আসনটি দখল করেন আওয়ামী লীগের মাসুদ রেজা।

বরিশাল সদর আসনে নৌকার কান্ডারী হতে চান মাহাবুব উদ্দিন বীরবিক্রম

শামীম আহমেদঃ মাহবুব উদ্দিন বীরবিক্রম। তিনি ১৯৪৫ সালের ৩ জানুয়ারী বরিশালের সদর উপজেলার আমনতগঞ্জে জন্মগ্রহন করে। ১৯৬৭ সালে পুলিশের পিএসপি অফিসার পদে যোগদান করেন। ১৯৭১ সালে ঝিনাইদাহের মহকুমার জেলার পুলিশ প্রশাসক ছিলেন। ২৫ মার্চ রাতে পাকিস্তানী সেনাবাহীনি গনহত্যা শুরু করলে তিনি ঝাপিয়ে পরেছিলেন হানাদার বাহিনীর বিরুদ্ধে। তিনি সরাসরি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর বেশে লড়াই করেছিলেন। তার এই অবদান আজও সাধারন মানুষের মুখে মুখে। দেশের এই ত্যাগী নেতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ৫ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। দেশের জন্য নিজেকে উজার করে দিয়েছেন এই নেতা। আওয়ামীলীগের নৌকার পক্ষে গত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনেও তাকে দেখা গেছে। আওয়ামীলীগ প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল¬াহর জন্য তিনি দিন রাত পরিশ্রম করে নৌকার বিজয় নিশ্চিত করেছেন। তার এই ত্যাগের স্বিকৃতি স্বরুপ তিনি বরিশাল ৫ আসন থেকে এবছর মনোনয়ন পাবে বলে আশাবাদী বরিশালবাসী। উন্নয়নের ধারাবাহিকতা ও বরিশাল বরিশাল ৫ আসনকে আধুনিকায়ন করতে তার বিকল্প নেই বলেও জানিয়েছে সাধারন ভোটাররা। জনপ্রিয় এই নেতার নেতৃত্বে বরিশাল আরো সামনের দিকে এগিয়ে যাবে এমনটাই সাধারনের প্রত্যাশা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ০৫ আসনে একাধিক প্রার্থী থাকলেও তিনি ব্যতিক্রমী একজন নেতা। লোভ লালসা, আর দূর্নীতি তার কাছে পৌছাতে পারেনি। সবার মতো নয় , আওয়ামীলীগকে ভালোবেশে আওয়ামীলীগের পাশে থেকে প্রধানমন্ত্রীর স্বপ্নের বাংলাদেশ গড়তে তিনিও অংশিদার হতে চান। ১৯৭১ সালের মহান মুক্তিযদ্ধে যেমন তার অবদান ভোলার নয়, তেমনি বিরোধী দলের নির্যাতন সহ্য করে দলের স্বার্থে রাজপথের আন্দোলনও মানুষ ভুলতে পারবেনা। ১৯৯১ সালের নির্বাচন, ৯৬ এর নির্বাচনে জোর করে মাহবুব উদ্দিন বীর বিক্রমকে হারালেও বরিশাল ছেড়ে যাননি। থেকেছেন মানুষের কাছাকাছি। সাধারন মানুষের বুকভরা ভালোবাসায় তিনি দলের জন্য কাজ করে গেছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলাপ হয় আওয়ামীলীগ থেকে মনোনয় প্রত্যাশী মাহবুব উদ্দিন বীরবিক্রমের সাথে। তিনি বলেন, আমি সাধারন মানুষের ভালোবাসা পেয়েছি। চাকুরী জিবনে কারো সাথে আপোশ করিনি। দূর্নীতি মুক্ত থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করেছি। কর্মজীবনে নয় ব্যক্তি জীবনেও মানুষের পাশে থেকে তাদের সুখ: দুখে পাশে থাকার চেষ্টা করেছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশা করি। দল আমাকে যোগ্য মনে করলে আমি বরিশাল সদর আসন থেকে মনোনয়ন পাবো। তিনি বলেন, বর্তমান সরকার দেশকে আধুনিক ও উন্নয়নশীল দেশে রুপান্তরিত করেছে। সরকারের এই উন্নয়নের ধারাবাধিকতা বজায় রাখতে আমি পারবো বলে বিশ্বাস করি। আজকের বরিশাল আগামী ৫ বছর পর এমন থাকবেনা। উন্নয়রনের ধারাবাধিকতা বজায় থাকলে বরিশাল হবে শ্রেষ্ঠ এক মহানগরী। মহাবুব উদ্দিন বীরবিক্রম বলেন, আমি ইতমধ্যে মানুষের আস্থা অর্জন করতে পেরেছি। তাদের জীবন যুদ্ধ আমি পরিলক্ষিত করেছি। তাদের চাওয়া পাওয়া আমি জানি। তিনি আরো বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা যাতে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রদান করবেন আমি তার হয়ে কাজ করবো। কেননা এখানে প্রার্থী একাধিক হতে পারে কিন্তু যারাই প্রচারনা করবে সবাই নৌকার জন্য ভোট চাইবে। ভবিষতে বরিশালের বিভিন্ন উন্নয়ন কার্যাক্রমের কথা উলে¬খ করে তিনি বলেন, আমি নির্বাচিত হলে উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে। উন্নয়নের জন্য যে অর্থ বরাদ্দ হবে তা উন্নয়নেই ব্যয় করা হবে। তিনি বলেন, আমি বয়সে প্রবীন হলেও মনের দিক থেকে তুরুন। তাই তরুন সমাজের সাথে একত্রে কাজ করতে চাই। তারা আমাকে সমর্থন দিয়ে সামনের দিনগুলোতে পাশে থেকে কাজ করবে বলে আামি মনে করি। সবশেষে তিনি বলেন, এবছরই হয়তো আমি নির্বাচন করতে পারবো। আগামী ৫ বছর পর আমার নির্বাচন করার মতো শক্ত নাও থাকতে পারে। তাই আমি যদি এবছর নির্বাচিত হই তাহলে আমি যে উন্নয়ন কার্মকান্ড করে যাবো আগামী প্রজন্ম সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পারবে। আর এসবকিছুই তরুন সমাজের জন্য। মাহবুব উদ্দিন বীর বিক্রম বরিশাল সদর ০৫ আসনেবিভিন্ন সামাজিক , সাংস্কৃতিক অঙ্গনে সাহায্য সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন। স্কুল , কলেজ মাদ্রাসা, ক্লাব উন্নয়নে তিনি অনুদান প্রদান করেছেন। খরা, মন্দা, বণ্যা, প্রাকৃতিক দূর্যোগে তিনি গরীব দুখীদের মাঝে অনুদান প্রদান করেছেন। নদী ভাঙ্গন গৃহহীনদের বিভিন্ন সময়ে আর্থিক অনুদান বিতরন করেছেন। সকল প্রকার সামাজিক কর্মকান্ডে তিনি অংশ নিয়ে সহযোগীতা করেছেন। এমনকি গরীব, অসহায় পরিবারের বিবাহতে সাহায্য সহযোগীতা ও নিজে উপস্থিত থেকে তা সম্পন্ন করেছেন।

 

বরিশাল বিভাগের ছয়টি আসনে স্বতন্ত্র নির্বাচন করবে জামায়াত

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের মধ্যে ছয়টি আসনে স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের কাছে এই আসনগুলোতে প্রার্থী না দেয়ার অনুরোধ জানাবে দলটি। এই ছয় আসনে এরই মধ্যে দলীয় প্রার্থীও চূড়ান্ত করেছেন তারা। নির্বাচনে ২০ দলীয় জোটের আসন বণ্টনের আগে এ নিয়ে দর কষাকষির প্রস্তুতিও নিয়েছে জামায়াত। দলটির দায়িত্বশীল একাধিক সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী নির্বাচনে জোটের সমর্থন নিয়ে তাদের দলীয় প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করবেন।
যদিও ১৯৯১ সালের পর পিরোজপুর-১ ছাড়া বিভাগের আর কোনো আসনে সাফল্য পাননি জামায়াতের প্রার্থীরা। ওই আসনে ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে জামায়াতের প্রার্থী মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী এমপি নির্বাচিত হন। দেলাওয়ার হোসাইন সাঈদী বর্তমানে কারাগারে থাকায় তার মেজ ছেলে শামীম সাঈদীকে এবার পিরোজপুর-১ আসনে প্রার্থী করার লক্ষ্য নিয়ে তৎপরতা চালাচ্ছে জামায়াত। আর পিরোজপুর-০২ আসনে প্রার্থী করা হবে দেলাওয়ার হোসাইন সাঈদীর সেজ ছেলে মাসুদ সাঈদীকে। তিনি বর্তমানে পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী হচ্ছেন বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারি ও ছাত্রশিবিরের সাবেক কার্যকরি পরিষদ সদস্য জহির উদ্দিন মোহাম্মদ বাবর, বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনে পূর্ব জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য ও ৫ বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আবুল হাসেম, বরিশাল-৫ (সদর) আসনে মহানগরের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল। পটুয়াখালী-২ (বাউফল) আসনে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারির ড. শফিকুল ইসলাম মাসুদকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। এই ছয়টি আসনে জোটগতভাবে বিএনপির কাছে ছাড় পাওয়ার জন্য তৎপরতা চালাচ্ছে জামায়াত।
এ প্রসঙ্গে বরিশাল মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু বলেন, ২০ দল জোটগতভাবে নির্বাচনে অংশ নিলে বরিশাল বিভাগের ৬টি আসনে জামায়াতের প্রবল দাবি থাকবে। পরবর্তীতে কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত হবে তা মেনে নেওয়া হবে।
বরিশাল মহানগর জামায়াতের আমির অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল বলেন, যদি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হয় এবং ২০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে বরিশাল বিভাগের ৬টি আসনে জোটের কাছে মনোনয়ন চাইবো আমরা। এজন্য সম্ভাব্য আসনগুলোতে মাঠপর্যায়ে কাজ করছেন আমাদের নেতাকর্মিরা।
তিনি বলেন, এই ছয়টি আসনের মধ্যে ২টি আসন অর্থাৎ পিরোজপুর-১ ও পটুয়াখালী-২ (বাউফল) আসনের ব্যাপারে আমরা খুবই সিরিয়াসলি কাজ করছি। বিষয়টি ২০ দলীয় জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দকেও অবহিত করা হয়েছে। কারণ পিরোজপুরে ১৯৯৬ সালে এককভাবে নির্বাচন করেও আমাদের প্রার্থী মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী বিজয়ী হয়েছেন। এবার সেখানে তাঁর ছেলে শামীম সাঈদী নির্বাচন করলে বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আমাদের প্রত্যাশা।
বাউফল উপজেলা জামায়াতের আমির মো. রফিকুল ইসলাম বলেন, বাউফলের বিএনপি দু’ধারায় বিভক্ত। এখানে বিএনপির একজনকে মনোনয়ন দিলে অন্যজন পুরো টিম নিয়ে তার বিরোধিতা করেন। ২০০৮ সালের বিগত নির্বাচনেও আমরা বিএনপির এমন কোন্দল দেখেছি। যার কারণে ২০ দলীয় জোটের প্রার্থী এখানে পরাজিত হয়েছেন। সেক্ষেত্রে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদকে এখানে ২০ দলীয় জোটের পক্ষ থেকে মনোনয়ন দেয়া হলে তিনি বিজয়ী হওয়ার সম্ভাবনা খুবই প্রবল। তিনি বলেন, আমাদের নেতাকর্মিরা গত কয়েকবছর যাবত ড. শফিকুল ইসলাম মাসুদের পক্ষে এলাকায় নিয়মিত গণসংযোগ করে যাচ্ছেন।

বরিশাল বিভাগে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী চুড়ান্ত

ডেস্ক রিপোর্টঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বরিশাল বিভাগের ২১টি নির্বাচনী আসনে প্রাথমিকভাবে প্রার্থী তালিকা চুড়ান্ত করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিজস্ব টিমের তিনটা জরিপের ভিত্তিতে তৃনমুল নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে নির্বাচনী আসনের জনপ্রিয় নেতাদের নিয়ে প্রাথমিকভাবে মনোনায়ন তালিকায় ৫০ জন নেতার মধ্য থেকে ২৮ জনের একটি তালিকা চুড়ান্ত করা হয়েছে। তালিকায় বরিশাল ১ ( গৌরনদী – আগৈলঝারা) আসনে সাবেক এমপি জহির উদ্দিন স্বপন, অধ্যাপক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল ২ ( উজিরপুর – বানারীপাড়া) সাবেক হুইপ সৈয়দ শহিদুল হক জামাল ও এস সরফুদ্দিন আহমেদ, বরিশাল ৩ ( মুলাদী -বাবুগঞ্জ) আসনে এ্যাড জয়নুল আবেদীন, সাবেক মন্ত্রী সেলিমা রহমান, বরিশাল ৪ ( হিজলা – মেহেন্দীগঞ্জ) আসনে সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ, বরিশাল ৫ ( বরিশাল সদর) আসনে সাবেক এমপি বিলকিস জাহান শিরিন, বরিশাল ৬ ( বাকেরগঞ্জ) আসনে সাবেক এমপি আবুল হোসেন খান, পটুয়াখালী ১ ( সদর) আসনে সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল। (অব) আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী ২ (বাউফল – সদরের আংশিক) আসনে সাবেক এমপি শহিদুল আলম তালুকদার, পটুয়াখালী ৩ ( গলাচিপা – দশমিনা) আসনে সাবেক ছাত্রনেতা হাসান মামুন, শাহজাহান খান পটুয়াখালী ৪ ( কলাপাড়া – রাঙ্গাবালি) আসনে এবি এম মোশারেফ হোসেন, বরগুনা ১ ( সদর – আমতলী – তালতলী) আসনে এ্যাডভোকেট খোন্দকার মাহবুব হোসেন, বরগুনা ২ ( বামনা – পাথরঘাটা) আসনে সাবেক এমপি নুরুল ইসলাম মনি, পিরোজপুর ১ ( সদর – নাজিরপুর – নেছারাবাদ) সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার ( জাতীয় পার্টি জাফর মহাসচিব) , পিরোজপুর ২ ( ভান্ডারিয়া – কাউখালী – ইন্দুরকানী) মাসুদ সাঈদী / নুরুল ইসলাম মঞ্জুর পুত্র, , পিরোজপুর ৩ ( মঠবাড়িয়া) আসনে কর্নেল ( অব) শাহজাহান মিলন, ঝালকাঠী ১ ( রাজাপুর – কাঠালিয়া )সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, ঝালকাঠী ২ ( সদর – নলছিটি) সাবেক প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাজাহান উমর বীর উত্তম, ভোলা ১(সদর) আসনে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বিজেপি চেয়ারম্যান, / গোলাম নবী আলমগীর, বিএনপি ভোলা ২ ( দৌলতখান – বোরহানউদ্দিন) আসনে সাবেক এমপি হাফিজ ইব্রাহীম / তার স্ত্রী মাহরুজা হাফিজ, ভোলা ৩ ( লালমোহন তজুমদ্দিন) আসনে সাবেক মন্ত্রী মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ, ভোলা ৪ ( চরফ্যাশন – মনপুরা) সাবেক এমপি নাজিম উদ্দিন আলম।

কলাপাড়ায় নৌকায় ভোট চাইলেন সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান

আরিফ বিল্লাহ নাছিমঃ ১১৪পটুয়াখালী ৪ আসনের এম,পি ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদার মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের খাজুড়া-কুয়াকাটা হাট রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন ও ১৬৬ নং খাজুরা আশ্রায়ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ঠ নতুন একাডেমিক ভবন আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করেন। নতুন এ ভবনটি উদ্বোধনীর মধ্যদিয়ে এ এলাকার শিশুদের লেখাপড়ার সুন্দর পরিবেশ এবং ভবন সমস্যার সমাধান হওয়ায় এলাকাবাসীর মধ্যে খুশির জোয়ার বইছে।
বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বেলা ১১টায় কলাপাড়া উপজেলা প্রাথমিক ও গন শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল আহম্মেদ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাহবুবুর রহমান তালুকদার এম,পি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সরকারী মোজাহার উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন,কুয়াকাটা পৌর মেয়র আঃ বারেক মোল্লা,কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো.মঞ্জুরুল ইসলাম,কলাপাড়া উপজেলা ওলামালীগের সভাপতি মাওঃ শেওে আলম, কলাপাড়া উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক আঃ মন্নান, ধুলাসার ইউপি চেয়ারম্যান আঃ জলিল,লতাচাপলী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ডা.ছিদ্দিকুর রহমান,কুয়াকাটা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনির আহম্মেদ ভুইয়া,কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সুজন মোল্লা,মহিপুর থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ফকির প্রমুখ।
নতুন স্কুল ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার এম,পি বলেন, শেখ হাসিনার সরকার মানেই উন্নয়ন বান্ধব সরকার। তার নির্বাচনী এলাকায় যে উন্নয়ন কর্মকান্ড হয়েছে, পার্শ্ববর্তী তিনটি নির্বাচনী এলাকায় এত উন্নয়ন হয় নাই। কলাপাড়া উপজেলায় যে উন্নয়নের জোয়ার বইছে চলমান এ উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামীলীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনার আহবান জানান তিনি। তিনি আরো বলেন,বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় থাকতে কলাপাড়া উপজেলা তথা পর্যটন নগরী কুয়াকাটায় ব্যপক সন্ত্রাস ও চাঁদাবাজি চালিয়েছে। কুয়াকাটায় বিএনপির সন্ত্রাসীরা ছাত্রলীগ কর্মি নুরুজ্জামানকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করেছে। এখন এই এলাকায় কোন চাঁদাবাজ ও সন্ত্রাসী নাই। মানুষ এখন শান্তিতে বসবাস করতে পারছেন। তাই আগামী নির্বাচনে আওয়ামীলীগ তথা শেখ হাসিনাকে ভোট দিয়ে নৌকা মার্কাকে বিজয়ী করার জন্য অনুরোধ করেন তিনি।

 

বরিশাল বিমানবন্দরে ২ মন্ত্রীর মতবিনিময়

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশাল বিমানবন্দরে মতবিনিময় সভা করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন। বরিশাল বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে গতকাল ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বৃহত্তর বরিশাল উন্নয়নের বিভিন্ন বিষয়ে নির্ধারিত আলোচনা ছাড়াও উঠে আসে জাতীয় রাজনীতির প্রসঙ্গ। বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের এমপি অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতানের সভাপতিত্বে এসময় অতিথিদের মধ্যে বক্তব্য দেন বরিশাল-২ আসনের মনোনয়ন প্রত্যাশী শেরেবাংলার দৌহিত্র ফাইয়াজুল হক রাজু, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা কমরেড আবদুল খালেক, বরিশাল জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, বিমানবন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফ আহমেদ মুন্না, ছাত্রমৈত্রী কেন্দ্রীয় সহ-সভাপতি সুজন আহমেদ, কৃষক সমিতির নেতা এনায়েত করিম ফারুক, উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, ওয়ার্কার্স পার্টির নেতা শাহিন হোসেন প্রমুখ।

মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেন, ‘মুক্তিযুদ্ধ এখনো শেষ হয়নি। ৭১’র পরাজিত শক্তিরা আজ সংগঠিত হয়ে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে যারা ভূলুণ্ঠিত করতে চায় ওরা দেশদ্রোহী। ওরা দেশ ও জনগণের শত্রু। তাই স্বাধীনতার স্বপক্ষের সকল মানুষকে আজ সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে’।

এসময় সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘জাতীয় ঐক্যের নামে আজ দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা জোট বেঁধেছে। তারা নির্বাচন বানচাল করে দেশে তৃতীয় শক্তির উত্থান ঘটাতে চায়। আবার ওয়ান ইলেভেনের মতো পরিস্থিতির সৃষ্টি করতে চায়। কিন্তু জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলার মুক্তিকামী জনতা অতীতের মতো এবারও সব চক্রান্ত প্রতিহত করবে’।