হাতপাখা বিজয়ী হলে জনগণ পূর্ণ নিরাপত্তা ভোগ করবে- চরমোনাই পীর

নিউজ ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই বলেন, হাতপাখা বিজয়ী হলে জনগণ পূর্ণ নিরাপত্তা ভোগ করবে। বর্তমানে ক্ষমতাসীনদের ভয়ে সার্বক্ষণিক ভীত-সন্ত্রস্ত থাকে, ক্ষেত্র বিশেষ বিরোধীদের পক্ষ থেকে আক্রান্ত হয় ক্ষমতাসীনরা। কিন্তু আমরা নীতি আদর্শের প্রশ্নে আপোষহীন। আমাদের নেতাকর্মীদের থেকে ইসলামী আদর্শবহির্ভূত কর্মকান্ড প্রকাশ পায়না। সুতরাং সরকারী-বিরোধী সকলের নিরাপত্তা নিশ্চিত করতে চাইলে হাতপাখাকে বিজয়ী করতে হবে।

মঙ্গলবার বিকাল ৫টায় বরিশাল সদর উপজলার তালতলী বাজারে হাতপাখার পথসভায় উপরোক্ত কথা বলেন হযরত শায়েখে চরমোনাই। তিনি আরো বলেন- আজ মানুষ নিরাপত্তা চায়, স্বস্থির নিঃস্বাস ফেলতে চায়। এজন্য প্রয়োজন, নেতৃত্বের যায়গায় নীতিবান আদর্শবান, সৎ, যোগ্য ও নির্ভরযোগ্য আল্লাহভীরু নেতা নির্বাচন করা।

শায়েখে চরমোনাই আরো বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে মানুষ পূর্ণ স্বাধীনতা ভোগ করবে এই ঘোষণার প্রেক্ষিতে। সেই আসা-আকাঙ্খা নিয়েই একাত্তরে বাংলার দামাল ছেলেরা ঝাপিয়ে পরেছিল স্বাধীনতা যুদ্ধে। এখন যদি কেউ মানুষের মত প্রকাশের স্বাধীনতা না পায়, তবে মত প্রকাশের স্বাধীনতা খর্বকারীদেরকে মানুষ প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। আমি মনে করি, বরিশালের মানুষ এখন আর বোকা নয়। তারা আর ধোকায় পরবেনা। তারা এবার দেশের মানুষকে তাক লাগিয়ে হাতপাখা প্রতীককে বিজয়ী করবে ইনশাআল্লাহ।

এছাড়াও শায়েখে চরমোনাই আজ নগরীর উল্লেখযোগ্য মাদ্রাসাগুলোতে ওলামা-মাশায়েখ ও ছাত্রদের সাথে মতবিনিময় করেন। এসময় ওলামায়ে কেরামগণ শায়েখে চরমোনাইর পক্ষে নির্বাচনী কাজে অংশ নেয়ার আশ্বাস দেন। কদিনের মধ্যে একটি ওলামা সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হাতপাখার পক্ষে কাজ করার ঘোষণা দেন বরিশালের একাধিক শীর্ষ আলেম। শায়েখে চরমোনাইর সাথে আরো ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের উপদেষ্টা গত বরিশাল সিটি নির্বাচনে হাতপাখার প্রার্থী প্রিন্সিপ্যাল হাফেজ মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, চরমোনাই কওমী মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আব্দুল কাদের, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সহ-সভাপতি মাওলানা লুৎফর রহমান, জেলা সহ-সভাপতি মাওলানা ইদরীস আলী, কুরআন শিক্ষা বোর্ডের প্রশিক্ষণ সচিব মাওলানা আব্দুর রাজ্জাক, আব্দুল্লাহ আল মামুন টিটু, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক গাজী মুহাম্মাদ ওসমান গণী, ইসলামী যুব আন্দোলন বরিশাল জেলা সহ-সভাপতি এইচ.এম.ছানাউল্লাহ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল মহানগর সভাপতি কে.এম.শরীয়াতুল্লাহ প্রমূখ।

 

প্রার্থীতা প্রত্যাহার করতে চান আলোচিত সেই রনি

নিউজ ডেস্ক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে ধানের শীষের প্রার্থী গোলাম মাওলা রনি তার নিজের ও পরিবারের কোন ক্ষতি হলে তার জন্য সিইসি ও তার ভাগিনাকে দায়ি করে প্রধান নির্বাচন কমিশনের কাছে চিঠি প্রেরণ করেছেন।

তিনি এই চিঠি সিইসি বরাবর ডাক ও ই-মেইল যোগে পাঠান এবং একই সাথে তার ব্যক্তিগত ফেসবুক পেজে সোমবার (১৭ ডিসেম্বর) পোস্ট করেন।

চিঠিতে তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিদিন পালা করে আমার বাড়ীর সামনে এসে তান্ডব চালায়। অশ্লীল অঙ্গভঙ্গি করে এবং হুমকি ধামকি থাকে যার কারণে আমার পরিবারের সবাই অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছি এবং মৃত্যুভয়ে কাতরাচ্ছি।

সিইসির উদ্দেশে তিনি বলেন, আপনি যদি চান যে, আপনার ভাগিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন তবে আমাকে এই অবস্থা থেকে উদ্ধার করুন। আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করতে ইচ্ছুক। আমার ও আমার পরিবারের যদি কিছু হয় তবে ব্যক্তিগত ভাবে আপনি ও আপনার ভাগিনা দায়ী থাকবেন।

পাঠকদের জন্য চি‌ঠি হুবহু দেয়া হ‌লো-

মাননীয় জনাব, আমি নিম্ন স্বাক্ষরকারী পটুয়াখালী-৩ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী। গত ১২ই ডিসেম্বর আমি নির্বাচন উপলক্ষে সপরিবারে নির্বাচনী এলাকায় এসে এক ভীতিকর ও প্রান সংহারী পরিবেশের মধ্যে পড়েছি। আওয়ামী লীগের নেতাকর্মীরা থানা-পুলিশ ও প্রশাসনের সহায়তায় আমাকে সপরিবারে অবরুদ্ধ করে রেখেছে। বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তারা ভোটারদেরকে মারধর করছে ভয়ভীতি দেখাচ্ছে এবং স্থানীয় নির্বাচনী অফিস গুলোতে অগ্নিসংযোগ করছে প্রকাশ্য। তারপর উল্টো মামলা করে পুলিশ দিয়ে লোকজনকে গ্রেফতার করে চলেছে এবং অনেককে এলাকা ছাড়া করেছে।

আমি শত চেস্টা তদ্বির করেও স্থানীয় প্রশাসন এবং উধ্বর্তন প্রশাসনের কোন সাহায্য তো দূরের কথা-ন্যূনতম সাড়া শব্দ পাচ্ছিনা । অবস্থা দৃশ্যে মনে হচ্ছে আপনার নিয়ন্ত্রিত প্রশাসন গলাচিপা-দশমিনার আওয়ামী লীগ প্রার্থী যিনি কিনা আপনার ভাগিনা, তার যোগ সাজশে এই জনপদে আমি ও আমার পরিবারের জন্য অসংখ্য মৃত্যু ফাঁদ পেতে রেখেছে।

আপনার ভাগিনা এবং তার সাঙ্গপাঙ্গরা এলাকাতে ইতিহাসের ভয়াবহতম নির্বাচনী সন্ত্রাস এবং মর্মান্তিক অমানবিক কর্মকাণ্ড শুরু করেছে। তারা গত ১৫ ই ডিসেম্বর আমার স্ত্রীর গাড়িতে ব্যাপকভাবে ভাঙচুর করেছে এবং গাড়ির মধ্যে থাকা দশ বারোজন নারীকে লাঞ্ছিত করেছে। পুলিশ কোন সাহায্য তো করেইনি বরং উল্টো হুমকী দামকী দিয়ে আমার স্ত্রী সহ অন্যান্য মহিলাকে থানা থেকে বের করে দিয়াছে।

জনাব সিইসি- আপনার কথা বিশ্বাস করে আমার স্ত্রীর লন্ডন প্রবাসী বোন-ভগ্নিপতি ও কিশোরী কন্যা ও বালক পুত্রকে নিয়ে নির্বাচন করতে এসেছিল। আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিদিন পালা করে আমার বাড়ীর সামনে এসে তান্ডব চালায়-অশ্লীল অঙ্গভঙ্গি করে এবং হুমকী ধামকী দিয়ে থাকে যার কারণে আমার পরিবারের সবাই অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছি এবং মৃত্যুভয়ে কাতরাচ্ছি।

আপনি যদি চান যে,আপনার ভাগিনা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হবেন তবে আমাকে এই অবস্থা থেকে উদ্ধার করুন। আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করতে ইচ্ছুক। আমার ও আমার পরিবারের যদি কিছু হয় তবে ব্যক্তিগত ভাবে আপনি ও আপনার ভাগিনা দায়ী থাকবেন।

উল্লেখ্য, গোলাম মাওলা রনি ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে পটুয়াখালী-৩ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু ২০১৪ সালে তাকে আর মনোনয়ন দেয়া হয়নি।

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে নৌকার টিকিট না পেয়ে তিনি বিএনপিতে যোগ দেন।

নির্বাচন করার কোন পরিবেশ নাই : মেজর হাফিজ

স্টাফ রিপোর্টার: ভোলা-৩ আসনের বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি মেজর হাফিজ উদ্দিন আহমেদ ৩০ ডিসেম্বরের নির্বাচনে মানুষ ভোট কেন্দ্রে যেতে পারবে না বলে আশংকা করেছেন। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি হয়নি। তিনি অবরুদ্ধ হয়ে আছেন, প্রচারে বের হতে পারছেন না বলে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান। মেজর হাফিজ বলেন, সেনাবাহিনী ছাড়া এই দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। আজ্ঞাবহ নির্বাচন কমিশন বসিয়ে দেয়া হয়েছে পছন্দের দলকে বিজয়ী করে দেওয়ার জন্য। তবুও জনগণ যদি ভোট কেন্দ্রে যেতে পারে তাহলে ধানের শীষ জয় লাভ করবে।
নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মেজর হাফিজ আরো বলেন, আওয়ামী লীগ ভালো করেই জানেন সুষ্ঠ নির্বাচন হলে কি হবে। তাই ক্ষমতায় বসে নির্বাচন দিয়েছেন। সারা পৃথিবীতে সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচন হয়। বাংলাদেশেই একমাত্র তার বতিক্রম। পুলিশ তাদের সাথে থাকে। সন্ত্রাসে চেয়ে গেছে বাংলাদেশ। ভোলা-৩ আসনে প্রতিপক্ষ প্রার্থী ২শত সন্ত্রাসী বিভিন্ন এলাকা থেকে নিয়ে এসেছে।
লালমোহন সন্ত্রাসী কর্মকান্ডে ভরপুর। আমি গত ১২ তারিখে লঞ্চে উঠবো, ব্যাগ নিয়ে রওয়ানা হয়েছি। গুলিস্তান এসে শুনলাম লঞ্চ ভাংচুর করে নদীর মাঝে নিয়ে গেছে। ২দিন পর আবার পুলিশ প্রটোকলে এলাকায় আসলাম। আমাকে ৪০ হাজার নেতা-কর্মী, সমর্থক লঞ্চঘাট থেকে অভ্যর্থনা জানায়। আমাকে আনার জন্য গাড়িটিও ভেঙ্গে দিয়েছে। উল্টো পুলিশ গাড়ির ড্রাইভারসহ আমার দুই ভাতিজাকে থানায় নিয়ে যায়। লালমোহন আসার পর কর্মীরা বাড়ি ফেরার সময় পথের মধ্যে কোপানো হয়। রায়চাঁদ, দালাল বাজার আমার সমর্থকের দোকান ভাংচুর করে। মঙ্গলসিকদার চৌকিদার বাড়িতে মহিলাদের নির্যাতন করা হয়েছে। তজুমদ্দিনে খাসেরহাট বাজারে দোকান ভাংচুর করা হয়েছে। কোড়ালমারার সিকদার বাড়ির সবগুলো ঘর ভেঙ্গে দিয়েছে।তিনি বলেন, ২০১০ সালের উপনির্বাচন থেকে লালমোহনে সন্ত্রাস শুরু হয়েছে। ওই নির্বাচনে বিএনপির ৩৫০ নেতা-কর্মীকে রামদা দিয়ে কুপিয়েছে। তারা হাসপাতালে পর্যন্ত যেতে পারেনি। আমার বাড়িই হাসপাতাল হয়েছে। ঢাকা থেকে সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে ব্যাপক ভোট ডাকাতি করেছে। ওই সময় যিনি এমপি হয়েছেন তিনি এলাকার ভোটারও ছিলেন না। ২০১৪ সালে বিনা ভোটে এমপি হয়। এবারো চায় বিএনপি নির্বাচন না করুক।এখানে নির্বাচন করার কোন পরিবেশ নাই। প্রতিপক্ষ আচরন বিধি লঙ্গন করে লালমোহন পৌরসভায় ২৮ টি নির্বাচনি আফিস খুলছে। ইউনিয়নগুলোতে ও একাধিক নির্বাচনী অফিস খুলে প্রচারনা চালাচ্ছে। তিনি আরও বলেন তার নেতা কর্মীদের নামে মিথ্যা মাামলা দেয়া হচ্ছে। গতকাল রাতে কর্তারহাট থেকে তার কর্মী লতিফকে পুলিশ ধরে নিয়ে চালান করে দিয়েছে। তজুমদ্দিনে ও একই ঘটনা ঘটছে।জনগন ভোটকেন্দ্রে যেতে পারবে কিনা আমার সন্দেহ হচ্ছে। যদি ৩০ ভাগ নির্বাচন সুষ্ঠ হয় তাহলে আমি বিপুল ভোটে বিজয়ী হব।

লর্ডহার্ডিঞ্জে এমপি শাওনের পক্ষে দ্বীপ বন্ধু পরিষদের গণসংযোগ

ভোলা (দক্ষিন) প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের ন্যায় ভোলা ৩ আসনেও চলছে নির্বাচনের আমেজ,
লালমোহন ও তজুমুদ্দিনের প্রতিটি পাড়া মহল্লায় গন সংযোগ করছেন আওয়ামীলীগ থেকে মনোনীত প্রার্থী কেন্দ্রীয় যুব লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিন যুব লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি,তারই ধারাবাহিকতায় প্রতিদিনের ন্যায় উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নে মঙ্গলবার গণসংযোগ করেন লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন দ্বীপ বন্ধু পরিষদ,

দ্বীপবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জনাব ইকবাল হাসান জুলহাস মিয়ার নেতৃত্ব সকাল থেকেই ইউনিয়নের বিভিন্ন এলাকায় নৌকা মার্কায় প্রচারনায় ব্যাস্ত সময় পার করেন।এসময় তারা আগামী ৩০ই ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে সকলকে আহবান জানান,এদিকে দ্বীপ বন্ধু পরিষদের গণসংযোগকালে তাদের সাথে যোগ দেয় ঢাকাস্থ লালমোহন থানা ছাত ছাত্রী কল্যান সমিতির নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আরিফ খান জয়, সিনিয়র সহ সভাপতি সবুজ সর্দার  , যুগ্ন সম্পাদক  সাহীন,ছাত্রলীগ নেতা মেহেদী সর্দার,,যুবলীগ নেতা মোঃ আলী মিয়া,জুনায়েদ আহমেদ ,ও ঢাকাস্থ লালমোহন থানা ছাত্রকল্যাণ সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বরিশালে বিএনপি প্রার্থীর বাড়িতে সিইসিকে থাকার আহবান

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনারকে বরিশাল-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর বাড়িতে এক রাত থাকার আহবান জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ধানের শীর্ষের প্রার্থী জহির উদ্দিন স্বপন।
সোমবার দুপুরে নির্বাচনী এলাকার গৌরনদী উপজেলার সরিকল গ্রামের নিজ বাড়িতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সিইসি’র কঠোর সমালোচনা করে ‘লেভেল প্লেইং ফিল্ড প্রস্তুত’র মিথ্যাচার স্বচোখে দেখতে সিইসিকে তার বাড়িতে এক রাত থাকার আহবান জানিয়েছেন। লিখিত বক্তব্যে জহির উদ্দিন স্বপন সিইসি, প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের কঠোর সমালোচনা করে বলেন, বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের উপর এবং তাদের বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে আওয়ামী লীগ দলীয় লোকজনদের অব্যাহত হামলার ঘটনায় প্রশাসন কার্যকরী কোন ভূমিকা পালন করছেন না। এসব ঘটনায় থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হলেও পুলিশ রহস্যজনক ভূমিকা পালন করছেন। এছাড়া আওয়ামী লীগের কতিপয় নেতা প্রকাশ্যে তাকে শারিরিকভাবে আঘাত করার হুমকি প্রদর্শন করে আসছে। এমতাবস্থায় সারাদেশে বিএনপির শীর্ষ নেতাদের উপর হামলার ঘটনায় এখন তিনি নিজের প্রাণনাশের আশঙ্কা করছেন। তিনি আরও বলেন, তার নির্বাচনী প্রচার-প্রচারনা এবং পোস্টার টানাতে বাঁধা প্রদান করছে প্রতিপক্ষের লোকজনে।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতাদের উপর আনীত অভিযোগ অস্বীকার করে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপন ওয়ান ইলেভেনের সময় সংস্কারপন্থি দলে যোগ দেয়ার পর থেকেই বরিশাল-১ আসনের বিএনপি নেতাকর্মীরা তাকে নিজ এলাকায় অবাঞ্ছিত করেছে। একাধিকবার তার ওপর নিজ দলের নেতাকর্মীরা হামলাও চালিয়েছে। তাদের দলের অভ্যন্তরীন কোন্দলের বিষয়টি আওয়ামী লীগের ঘারে চাঁপিয়ে দেয়ার অপচেষ্ঠা করা হচ্ছে।

বরিশালে আ’লীগ প্রার্থী জাহিদ ফারুক শামীমের উঠান বৈঠক

ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৯ নং টুংগীবাড়িয়া ইউনিয়নে নৌকা প্রতীকের উঠান বৈঠকে বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত প্রাথী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম।

অর্ধযুগ পর লালমোহনে হাফিজ, জনতার বাধঁভাঙ্গা ঢল

এম ইউ মাহিম চৌধুরী ভোলা প্রতিনিধি-

প্রায় অর্ধযুগ পর নিজ নির্বাচনী এলাকা লালমোহনে পা রাখলেন ভোলা-৩ এর ছয়বারের নির্বাচিত সাংসদ সাবেক পানিসম্পদ ও বানিজ্যমন্ত্রী বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বর্ষীয়ান নেতা আলহাজ্ব মেজর অবঃ হাফিজ উদ্দীন আহম্মেদ বীরবিক্রম।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসন হতে বিএনপির চুড়ান্ত মনোনীত প্রার্থী হিসেবে ঘোষিত হওয়ার পর নির্বাচনী প্রচারনার উদ্দেশ্য বুধবার ঢাকা হতে রওয়ানা হয়ে বৃহঃবার লালমোহনের ধলীগৌরনগরের মঙ্গলসিকদার লঞ্চঘাট এসে পৌছান।তার আগমনের খবর শুনে ভোর হতেই উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী ধলীগৌরনগর লঞ্চঘাট এলাকায় তাকে স্বাগত জানানোর উদ্দেশ্য সমবেত হন।লোকে লোকারন্য হয়ে যায় পুরো এলাকা।লঞ্চ ঘাটে  এসে ভিড়া মাত্রই হাজার হাজার বিএনপি নেতা কর্মীদের হাফিজ ভাইয়ের আগমন,শুভেচ্ছা স্বাগতম,হাফিজ ভাই,হাফিজ ভাই স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। সেখানে এক সংক্ষিপ্ত বক্তব্য শেষে তিনি গাড়ি বহরসহ নেতা কর্মীদের নিয়ে পথে কয়েকটি পথসভা করে  লালমোহনের নিজ বাসায় পৌছান। মঙ্গল সিকদার ঘাট হতে লালমোহনের নিজ বাসা পর্যন্ত ১৪ কিলোমিটারেরও বেশি এ দীর্ঘ পথ বিএনপি নেতা কর্মীরা পায়ে হেটে আসেন। ধানের ছড়ি হাতে বেধেঁ নিয়ে  হাজার হাজার জনতার ধানের  শীষের স্লোগানে প্রকম্পিত  হয়ে উঠে আশে পাশের এলাকা। রাস্তার দু পাশে দাড়িয়ে থাকা আবাল বৃদ্ধ বনিতা শিশু কিশোর হতে শুরু করে সর্বস্তরের নারী পুরুষ তাদের  প্রিয় নেতা মেজর হাফিজ কে রাস্তার দুপাশে দাড়িয়ে হাত নেড়ে অভিবাদন জানান।এ যেন এক অভুতপুর্ব দৃশ্য! অর্ধযুগ পর এ জনপদে এক মহানায়কের আগমন। লালমোহনের লঞ্চঘাট সড়ক সংলগ্ন নিজের বাসার নিকটেও কয়েক হাজার নেতা কর্মীর ভিড় জমে। সকলকে একত্রিত করে আগত নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন।

লালমোহন ও তজুমুদ্দিন উপজেলা  বিএনপি  সুত্রে জানা যায়, পরিবেশ পরিস্থিতি অনুকুলে না থাকায় বিগত ছয় বছর ধরে  তিনি এলাকায় আসেন নি। সপ্তাহ দুয়েক পুর্বে লালমোহনে আসার পরিকল্পনা করলেও গায়েবী মামলা জটিলতায় বিএনপি নেতা কর্মীরা হয়রানি হওয়ায় তিনি আসতে পারেন নি। কয়েকদিন পুর্বে ঢাকা হতে রওয়ানা হওয়ার পর লঞ্চে হামলা হলে সে যাত্রায় ও আসতে পারেন নি।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহনের বিষয়ে ঘোষনা দিলেই এ আসনের বিএনপির নেতা কর্মীদের মনে প্রানচাঞ্চল্য সৃস্টি হয়। লালমোহনে তার  আগমনকে ঘিরে তৃনমুলের সাধারন নেতা কর্মীরা আশায় বুক বেধেঁছেন।তৃনমুলের নেতা কর্মীরা অনেক বছর পর  তার সাথে সাক্ষাতের ও প্রানখুলে কথা বলার সুযোগ পাবেন।দলীয় নেতা কর্মীরা একজোট হয়ে দলীয় কর্মকান্ড করার সুযোগ পাবে।বিএনপি নেতা কর্মীদের মনে যেন উৎসবের ঢেউ উঠেছে।তিনি টানা ছয়বার এ আসন হতে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।তার পিতা মরহুম ডাঃ আজাহার উদ্দীন আহম্মেদও এ আসনের এমএলএ ছিলেন।লালমোহন ও তজুমুদ্দিনের সদর সহ ইউনিয়ন পর্যায়ে বড় বড় সকল শিক্ষা প্রতিষ্ঠান ও  অবকাঠামোগত সকল উন্নয়ন তার নিজের হাতেই গড়া।বিএনপির নেতা কর্মী ছারাও সাধারন মানুষের একটি বৃহৎ অংশ এখনো মনে প্রানে তাকে ভালবাসে ও সমর্থন করে।বিএনপির  অনেক নেতাকর্মী জানান ব্যক্তি হাফিজ জনগনের হৃদয়ের মনিকোঠায় কতটা জনপ্রিয় তা আজকের সাধারন জনতার এই বাধঁভাঙ্গা জনস্রোতেই প্রমানিত হয়েছে।

ভোলা-৩ আসন: নির্বাচনী প্রচারনায় ব্যস্ত শাওন,মেজর হাফিজকে আসতে বাধা

বিশেষ প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচন কে ঘিরে সারাদেশেই নির্বাচনী আমেজ চলছে।নির্বাচনকে ঘিরে সব শ্রেনী পেশার দলীয় নেতা কর্মী সমর্থকরা উৎসবমুখর পরিবেশে স্ব-স্ব প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারনায় ব্যস্ত থাকলেও ব্যতিক্রম শুধু  সংসদীয় আসন-১১৭ ভোলা-৩ আসন। এ আসনে আ’লীগ মনোনীত প্রার্থী বর্তমান সাংসদ আলহাজ্ব নুরন্নবী চৌধুরী শাওন বিরামহীনভাবে প্রচারনা চালিয়ে যাচ্ছেন।তিনি ২০১০এর উপ-নির্বাচনে বিজয়ী হওয়ার পর ২০১৪ এর ৫ই জানুয়ারীর দশম জাতীয় সংসদ নির্বাচনেও বিজয়ী হন। টানা দুই বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে লালমোহন তজুমুদ্দিনের উপজেলা আ’লীগ ও সকল অঙ্গসংগঠনকে সাংগঠনিকভাবে শক্তিশালী করেন।ওয়ার্ড হতে শুরু করে ইউনিয়ন উপজেলার প্রতিটি কমিটি তিনি ঢেলে সাজিয়েছেন। প্রতিটি কেন্দ্রেই তিনি কেন্দ্র কমিটি করে সকলকে নির্বাচনী দিক নির্দেশনা দিচ্ছেন।নেতা কর্মীদের সাথে নিয়ে ভোর হতে শুরু করে রাত পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে জনগনের নিকট ভোট প্রার্থনা করছেন। জাতীয় পার্টির প্রার্থী নুরনবী সুমন ও ইসলামী আন্দোলনের প্রার্থীও প্রচারনা চালিয়ে যাচ্ছেন। এ আসনের ছয়বারের নির্বাচিত সাংসদ সাবেক মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মেজর অবঃ হাফিজ উদ্দীন আহম্মেদ বীরবিক্রম বিএনপির মনোনীত প্রার্থী হলেও তিনি এখন পর্যন্ত এলাকায় নির্বাচনী প্রচারনায় আসতে পারেন নি। এ প্রসঙ্গে মেজর হাফিজ সাংবাদিকদের অভিযোগ করে জানান, তিনি দীর্ঘ ছয় বছর ধরে এলাকায় আসতে পারছেন না।এলাকায় আসলেই তার নেতা কর্মীদের উপর হামলা করে নির্যাতন করা হয়।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে এলাকায় ফিরে নির্বাচনী প্রচারনা করার ইচ্ছা থাকলেও লালমোহনের তিনটি গায়েবী মামলায় চারশত নেতা কর্মীর নামে কোর্ট হতে ওয়ারেন্ট ইস্যু করা হয়। এসব নেতা কর্মীর আগাম জামিন প্রক্রিয়ায় বিলম্ব হওয়ায় তিনি আসতে পারেন নি। সর্বশেষ গত বুধবার ঢাকা হতে তাশরিফ-৪ লঞ্চে নির্বাচনী এলাকা লালমোহনের উদ্দেশ্য রওয়ানা হলে তিনি লঞ্চে উঠার পুর্বেই তার সকল নেতা কর্মীকে মারধর করে লঞ্চ হতে নামিয়ে দিয়ে লঞ্চে হামলা করে ভাংচুর করা হয়।লালমোহনের বিভিন্ন এলাকায় বিএনপির নেতা কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকী দেয়া হয়। একশতের মত বিএনপি নেতা কর্মীকে ধরে নির্যাতন করা হয়। ইসির লেভেল প্লেয়িং ফিল্ড তার নির্বাচনী এলাকায় নেই।শত অত্যাচার আর নির্যাতনের মধ্যও তিনি শনিবার এলাকায় ফিরে নির্বাচনী প্রচারনা শুরু করবেন বলে জানান।

বরিশাল সিটি নির্বাচনে আ’লীগ ভোটের অধিকার কেড়ে নিয়ে নিজেদের উলঙ্গ করেছে- সরোয়ার

নিজস্ব প্রতিবেদক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল(৫) আসনের বিএনপি সহ বিশদলীয় জোট সহ জাতীয়ঐক্যফ্রন্টের মনোনিত প্রার্থী এ্যাড. মজিবর রহমান সরোয়ার বলেন বরিশাল সিটি নির্বাচনে ধানের শীর্ষের পরাজয় হয়নি।
নির্বাচনে আওয়ামীলীগ বাহির থেকে লোক এনে বরিশাল নগরবাশীর ভোটের অধিকার কেড়ে নিয়ে নিজেদের উলঙ্গ করেছে।
তারা রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে আর বহিরাগতদের দিয়ে কেন্দ্র দখল করে লুঠ পাঠের ভোটের নির্বাচন করেছে।
কথায় কথায় আওয়ামীলীগ নিজেদের মুক্তিযুদ্বের চিতনার দল বলে দাবী করেন। এদেশে আয়ূব শাহীর স্বৈরাচারী একনায়কতন্ত্র ক্ষমতার হাত থেকে গনতন্ত্র উদ্বার করার জন্য এদেশের জনসাধারন মুক্তিযুদ্বে অংশ গ্রহন করে স্বাধীনতার মাধ্যমে গনতন্ত্র উদ্বার করেছিল।
আজ সেই আওয়ামীলীগ ক্ষমতা কুক্ষিগত করার জন্য সাধারন মানুষের ভোটের অধিকার হরন করে মানুষকে উন্নয়ন দেখান।
তারা যদি এতই উন্নয়ন করে থাকেন তাহলে সাধারন মানুষকে কেন ভোট দিতে দিচ্ছেন কেন?
আজ আওয়ামীলীগ ভোটের জন্য পুলিশ নির্ভরশীল হয়ে পড়েছে তারা পুলিশের দেয়া ভোটে পুনরায় ক্ষমতায় আসার জন্য বিএনপি সহ বিরোধী দলের নেতা-কর্মীদেরকে গায়েবী মামলা দিয়ে হয়রানী সহ আমাদের গ্রেপতার করে জেলে রেখে খালী আরেকটি ১৪ই জানুয়ারীর নির্বাচনের স্বপ্ন দেখতে চেয়েছিলেন এবার জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দিবা স্বপ্ন ভেঙ্গে চুরমার করে দেবে বাংলার জনগন।

আজ বৃহস্পতিবার শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবে বরিশাল মহানগর বিএনপি আয়োজনে জাতীয় নির্বাচন উপলক্ষে বরিশাল মহানগর ও কোতয়ালী ওয়ার্ড কমিটি গঠন করা উপলক্ষে এক মতবিনিময় সভার সভাপতিত্বের বক্তৃতায় নেতা-কর্মীদের উদ্যেশে একথা বলেন।
এসময় নির্বাচন উপলক্ষে দিক নির্দেশনামূলক আরো বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য এ্যাড. বিলকিস জাহান শিরিন,কেন্দ্রীয় সির্বাহী কমিটির সদস্য এ্যাড. আজিজুল হক আক্কাস,বরিশাল মহানগর বিএনপি সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার,মহানগর সহ-সভাপতি মনিরুজ্জামান খাঁন ফারুক,এ্যাড. মহসিন মন্টু,মহানগর আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আবুল কালাম আজাদ, জেলা বিএনপি সাধারন সম্পাদক এ্যাড. আবুল কালাম শাহিন,জেলা মহানগর শ্রমীকদল সাধারন সম্পাদক ফয়েজ আহমেদ,জেলা শ্রমীকদল সাধারন সম্পাদক বসির আহমেদ,কোতয়ালী ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন লাবু, জেলা বিএনপি নেতা এ্যাড. নাজিম উদ্দিন আহমেদ পান্না,মহানগর যুবদল সাধারন সম্পাদক মাসুদ হাসান মামুন,মহানগর যুবদল সহ-সভাপতি জাহিদুল ইসলাম সমির,মহানগর স্বেচ্ছাসেবকদল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু।
মতবিনিময় সভায় অরো উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপি উপদেষ্টা ও মুক্তিযুদ্বা নুরুল আলম ফরিদ,সাবেক মহানগর বিএনপি নেতা সুপ্রিমকোর্ট বার সদস্য এ্যাড. আলি হায়দার বাবুল,বরিশাল মহানগর বিএনপি যুগ্ম সম্পাদক আনায়রুল হক তারিন,দপ্তর সম্পাদক শাহেদ আকন সম্্রাট্
ধারেন শীর্ষের প্রাথী সরোয়ার আরো বলেন বর্তমান সরকারের বড় উন্নয়ন হচ্ছে ২কোটি ৩০লক্ষ শিক্ষিত যুবক বেকার জীবন যাপন করা।
আজ দেশনেন্ত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় দন্ডিত করে নির্বাচনের বাহিরে রেখে তারা পরিবারতন্ত্র শাষন ব্যবস্থা কায়েম করার কাজে লিপ্ত হয়ে পড়েছে।
আওয়ামীলীগ গনতন্ত্রকামী দল হতে পারে না তারা গনতন্ত্র ধ্বংশকারী একটি দল স্বাধীনতার পর থেকেই তারা ক্ষমতা আগলে রাখার জন্যই মানুষের ভোটের অধিকার হরন করার কাজে জড়িয়ে পড়েছিল।
সরোয়ার আরো বলেন আগামী ৩০ই ডিসেম্বর জন সাধারনের ভোট বিপ্লবের মাধ্যমে ঐক্যফ্রন্টের প্রতিক ধানের শীর্ষের বিজয়ের মাধ্যমে এদেশের মানুষের ভোটের অধিকার ফিড়িয়ে দেয়ার বাস্তবায়ন করা হবে।
এর পূর্বে তিনি সদররোডে ধানের শীর্ষে গন সংযোগ কালে মিডিয়া কর্মূদের বলেন বর্তমান নির্বাচন কমিশনার পুলিশের হাতে বন্দি হয়ে পড়েছে।
নির্বাচন কমিশনারের কোন কথাই পুলিশ পার্তা দিচ্ছে না। প্রধান নির্বাচন কমিশনার এখন পর্যন্ত মাঠের আইন শৃঙখলার পরিবেশ ফিড়িয়ে আনতে পারেনি।
তাই জনগনের মধ্যে নির্বাচন একটি শংসয় রয়েে গেছে জনগন বলছে আমরা কি এবার নিজের ভোটটি দিতে পারব ?

অন্যদিকে আওয়ামীলীগ সহ মহাজোটের নৌকা প্রতিকের মনোনিত প্রার্থী কর্ণেল (অবঃ জাহিদ ফারুক শামীম সকালে নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টারমিনাল এলাকায় নৌকা প্রতিকের জন্য ভোট প্রার্থনা করে গন সংযোগ করেন।

 

এখনো লেভেল প্লেয়িং হয়নি নির্বাচনী মাঠ- সরোয়ার

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন একাদশ জাতীয় নির্বাচনের বিএনপি সহ ঐক্যফ্রন্ট্রের মনোনিত প্রার্থী বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ্যাড.মজিবর রহমান সরোয়ার বলেন, এখনো বরিশালে নির্বাচনের মাঠ লেভেল প্লেয়িং সৃষ্টি হয়নি।
তিনি বলেন পুলিশ আমাদের প্রচার-প্রচারনা সহ নির্বাচনী কাজে ব্যবহত অফিস নির্মান কাজে বাধা প্রধান করছে।
অপরদিকে সরকারী দলের নেতা-কর্মীরা নির্বাচনী আচরন বিধি লংগন করে প্রচার প্রচারনা করে যাচ্ছে সেখানে কোন পুলিশী বাধা নেই।
সরোয়ার আরো বলেন বরিশালে ভোটারদের মাঝে সিটি নির্বাচনের সেই ভয়ের আতংক এখনো কাটেনি ভোটারদের প্রশ্ন রয়েছে আদো আমরা এবার ভোট দিতে পারব কিনা?
ভোটারদের সেই শংসয় প্রশাসনদের দুর করতে হবে।
তিনি বলেন সিটি নির্বাচনে দলীয় নেতা-কর্মীদের চেয়ে পুলিশ প্রশাসন ভোটারদের আতংক নগরীর ভোটাদের মাঝে বিরাজ করছে।
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় মজিবর রহমান সরোয়ার নগরীর পুরানপাড়া,মোতাসার,আমিরগঞ্জ এলাকায় ধানে শীর্ষ প্রতিক ও নিজের জন্য ভোটারদের কাছে প্রার্থনা করেন।
এসময় উক্ত এলাকার দলীয় নেতা-কমীরা গন সংযোগে অংশ নেয়।
এছাড়া বিকালে সরোয়র নগরীর কলিজিরা গন সংযোগ ও উঠান বৈঠক কর্মসূচি রয়েছে ঐক্যফ্রন্ট পার্থী মজিবর রহমান সরোয়ারের।
এছাড়া অন্যদিকে আওয়ামীলীগ মহাজোটের নৌকা প্রতিকের প্রার্থী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম সকাল সাড়ে ১১টায় নগরীর জাগুয়া ইউনিয়নের চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে দলীয় নেতা-কর্মী ও এলাকাবাশীদের নিয়ে এক উঠান বৈঠক করেন।
এছাড়া নৌকার সমর্থনে ও ভোপ প্রার্থনা করে বরিশাল বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের আইনজীবীরা নগরীতে প্রচার-প্রচারনা চালায়।