পটুয়াখালীর ২৩ জন করোনায় আক্রান্ত

পটুয়াখালীতে নতুন করে আরও তিন জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে পটুয়াখালীতে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২৩ জনে দাড়িয়েছে। বুধবার (২৯ এপ্রিল) পটুয়াখালী সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। সিভিল সার্জন বলেন, আইইডিসিআর থেকে পাঠানো সর্বশেষ তথ্য অনুযায়ী পটুয়াখালী জেলায় নতুন করে তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছে।

এরমধ্যে বাউফলে দুই জন এবং কলাপাড়ায় এক জন। পটুয়াখালী জেলা প্রশাসক প্রদত্ত তথ্য মতে পটুয়াখালী জেলায় এ পর্যন্ত ৩৮৫ জনের নমুনা করোনা টেস্টের জন্য প্রেরন করা হয়েছে যার মধ্যে ২৪৬ টি নমুনার রিপোর্ট এসেছে। প্রাপ্ত রিপোর্ট পর্যালোচনায় আটজন বাউফল, চারজন রাঙ্গাবালী, তিনজন দশমিনা, পাঁচজন দুমকী, একজন কলাপাড়া ও দুইজন সদর উপজেলায় করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে দুই জন মৃত্যুবরন করেছেন।

এছাড়াও নতুন আক্রান্তদের বাসায় আইসোলেশনে চিকিৎসা দেয়া হচ্ছে। করোনা বিস্তার রোধে ১৯ এপ্রিল পটুয়াখালী জেলাকে লকডাউন ঘোষণা করা হয়। করোনায় আক্রান্তদের চিকিৎসা সেবার জন্য জেলা পরিবার পরিকল্পনা ভবনে ৫০ শয্যার আইসোলেশন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে এবং ৬৪ জন চিকিৎসক , ৭৭ জন সেবিকা চিকিৎসা সেবা দেয়ার জন্য প্রস্তুত রয়েছেন।

পটুয়াখালীর কলাপাড়ায় এক নারী করোনা আক্রান্ত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নে পাটুয়াগ্রামে এক করোনা রোগী শণাক্ত হয়েছে। সোমবার রাতে এ খবর নিশ্চিত করেছে কলাপাড়া স্বাস্থ্য বিভাগ। উপজেলার চম্পাপুর ইউনিয়নে পাটুয়াগ্রামে মো.জুয়েল মৃধার স্ত্রী মোসা. নাসরিন আক্তার। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

তার গ্রামের বাড়ী পাটুয়াগ্রামে লকডাউন করা হয়েছে।
জানা গেছে ওই রোগী (নারী) বরিশালে করোনা ইউনিটে ভর্তি রয়েছেন। আক্রান্ত এই মহিলা রবিবার ঢাকা থেকে স্বামীর সঙ্গে কলাপাড়ায় আসছিলেন। বরিশালে আসার পরে জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল শেবাচিমে চিকিৎসা নিতে যান। এসময় চিকিৎসকরা উপসর্গ দেখে তাকে করোনা ইউনিটে ভর্তি করে নমুনা টেস্টে পাঠান।

তার টেস্ট রিপোর্ট পজিটিভ পাওয়া যায়।
চম্পাপুর ইউনিয়নের চেয়ার মো.রিন্টু তালুকদার জানান, মো.জুয়েল মৃধার গ্রামের বাড়ী পাটুয়াগ্রামে লকডাউন করাহয়েছে।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. চিন্ময় হাওলাদার জানান, আক্রান্ত রোগীর বাড়ি কলাপাড়ায় চম্পাপুর ইউনিয়নে পাটুয়াগ্রামে বলে জানিয়েছেন।

পটুয়াখালীর দুমকিতে ফাঁস দিয়ে কলেজছাত্রের আত্মহত্যা

পটুয়াখালীর দুমকিতে গলায় ফাঁস দিয়ে মুশফিকুর রহমান (১৯) নামের এক কলেজছাত্র আত্মহত্যা করেছে।

সোমবার সকালে উপজেলার পশ্চিম আঙ্গারিয়া গ্রামের বাড়ির সামনে গাছের সঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করে। দুপুর সাড়ে ১২টায় ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত মুশফিকুর রহমান ওই গ্রামের হানিফ হাওলাদারের ছেলে। তিনি পটুয়াখালী সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার তারাবির নামাজ শেষে বন্ধুদের সঙ্গে বিলে মাছ ধরতে যাওয়ার কথা বলে মুশফিক ঘর থেকে বেড় হয়ে যায়। কিন্তু সবাই মাছ ধরতে গেলেও মুশফিক না গিয়ে রাস্তায় দাঁড়িয়ে মোবাইলে কথা বলে। বিল থেকে ফেরার পথে মুশফিককে গাছে ঝুলতে দেখে বাড়িতে খবর দেয় বন্ধুরা।

নিহতের খালু আবদুল খালেক বলেন, পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী গ্রামের জনৈক স্কুলছাত্রীর সঙ্গে মুসফিকের প্রেমের সম্পর্ক ছিল। প্রেমঘটিত কারণে আত্মহত্যাটি ঘটে থাকতে পারে।

দুমকি থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, কী কারণে আত্মহত্যা করেছে তা তদন্ত না করে কিছুই বলতে পারছি না।

বাউফলে ইমাম’দের মাঝে আ.স.ম ফিরোজের খাদ্যসামগ্রী বিতরণ

বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে করোনাভাইরাসের প্রাদূর্ভাব ও পবিত্র রজমান উপলক্ষ্যে পৌর এলাকার আওতাভুক্ত ৩৫টি মসজিদের ইমাম মোয়াজ্জিন ও খাদেমদের মাঝে সাবেক চীফ ও স্থানীয় সাংসদ হুইপ আ.স.ম ফিরোজ এমপির পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ৯টায় দিকে বাউফল উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে (জনতা ভবন) ওই খাদ্যসামগ্রী বিতরণ করেন বাউফল উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খাঁন। মোসারেফ হোসেন খাঁন জানান,’ পৌর এলাকায় অবস্থিত মসজিদের ইমাম মোয়াজ্জিন ও খাদেমদের মাঝে জনপ্রতি ৮কেজি চাল, ৩কেজি আলু, ১কেজি ডাল, ১কেজি পিয়াজ, ১কেজি তৈল ও একটি সাবান বিতরণ করা হয়েছ।

এছাড়াও উপজেলার সকল ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এসময় আরো উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করে বাউফল পৌর আওয়ামীলীগ সভাপতি ও নাজিরপুর ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম ফারুক, বাউফল উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম খলিল, পৌর কাউন্সিলর মো. ফরহাদ হোসেন।

মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন

কামাল হাসান রনি:
চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস স্তব্ধ করে দিয়েছে পৃথিবীকে। বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। দিনদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। অজানা আতঙ্কে কাঁপছে প্রতিটি মানুষ। লকডাউনের নিষেধাজ্ঞায় বন্ধ হয়েছে উপার্জনের পথ। কর্মহীন হয়ে পড়েছে স্বল্প আয়ের মানুষগুলো।
এসব অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশ। করোনা মহামারীতে আপনজনও যখন দূরে সরে যাচ্ছে, পিতার লাশ ফেলে পালিয়ে যাচ্ছে সন্তান, তখন কঠিন এই কাজ তথা কাফন-দাফনের দায়িত্বও নিয়েছে ইকরামুল মুুসলিমীন ফাউন্ডেশন।
সারাদেশে ৬০টির ওপর টিম গঠন করে এই সেবা দিয়ে যাচ্ছে তারা। রাতের আধাঁরে কাধে করে খাবার পৌঁছে দিচ্ছে মধ্যবিত্ত পরিবারে। বিশ্ব স্বাস্থ্যসংস্থা এবং সরকারের স্বাস্থ্যবিধির নির্দেশনা মাইকিং করে জনসচেতনতায় কাজ করছে ভিন্ন টিম। গুরুত্বপূর্ণ জায়গায় জীবাণুনাশক স্প্রে, বিনামূল্যে মাস্ক বিতরণ-সহ কয়েকহাজার পরিবারকে নগদ অর্থ সহয়তাও দিয়েছে ফাউন্ডেশনটি।
সংখ্যালঘু পরিবার, উপজাতি পরিবারেও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে।
বর্তমানে পবিত্র মাহে রমযান উপলক্ষ্যে “রমযান প্যাকেজ” পৌঁছে দিচ্ছে ঘরে ঘরে। বৃষ্টিতে ভিজে গাড়ি ভাড়া করে অসহায় পরিবারে চাল, চিনি, আলু, মুড়ি, সায়াবিন, মুসুরি, ছোলা, খেজুর, সেমাই, লবন ও শিশুদের জন্য চকলেট-সহ রমযানের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য পৌঁছে দিচ্ছে।
ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনের আহ্বায়ক মুফতী হাবিবুর রহমান মিছবাহ জানান, দেশের সঙ্কটময় পরিস্থিতিতে এই  ফাউন্ডেশন মানুষের কল্যানে কাজ করে যাবে ইনশাআল্লাহ। সবাইকে যার যার জায়গা থেকে সমাজসেবার কাজ করার আহ্বানও জানান তিনি।

রাঙ্গাবালীতে উন্নয়ন সহায়তার মাধ্যমে কম্বাইন হারভেস্টর বিতরণ

মনজু সরদার,রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় উন্নয়ন সহায়তার মাধ্যমে একজন কৃষককে কম্বাইন হারভেস্টর বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২৫ এপ্রিল উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে কম্বাইন হারভেস্টর এর চাবি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. জহিরউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাশফাকুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোঃ মনিরুলই সলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ধীমান মজুমদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জুয়েল ও কৃষি দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উপজেলা কৃষি অফিসার মোঃ মনিরুল ইসলাম জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উন্নয়ন সহায়তার মাধ্যমে যন্ত্রটি বিতরণ করা হয়। এ যন্ত্রের মাধ্যমে প্রতি ঘন্টায় ১ একর জমির ধান কাটা ও মাড়াই একই সাথে সম্ভব।

কুয়াকাটায় বৃদ্ধের মৃত্যুতে আতঙ্ক

পটুয়াখালীর কুয়াকাটা লক্ষ্মীরহাট খেঁয়াপাড় এলাকায় আব্দুর রব ফকির নামে ৮০ বছরের এক বৃদ্ধের মৃত্যুতে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার চাপলী বাজার থেকে বাড়ি ফেরার পথে তার আকস্মিক মৃত্যু ঘটে।

করোনায় আক্রান্ত হয়ে ওই বৃদ্ধ মারা গেছেন- এমন প্রচার চালানো হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুই ঘণ্টা ধরে লাশের ধারে-কাছেও যায়নি কেউ।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে স্বাস্থ্য বিভাগ ও মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে তার বাড়ি লতাচাপলী (কুয়াকাটা) ইউনিয়নের তাহেরপুর গ্রামে পৌঁছে দেয়।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. চিন্ময় হাওলাদার জানান, করোনা নয়, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ওই বৃদ্ধ। বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। মৃত ব্যক্তির করোনার কোনো উপসর্গ ছিল না। তাকে রাতেই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, মৃত ব্যক্তি এর আগেও দু’বার স্ট্রোক করেছিলেন শুনেছি। তিনি করোনা রোগী ছিলেন না।

রাঙ্গাবালীতে অসহায়দের পাশে দাঁড়িয়েছে মৌডুবী সচেতন নাগরিক ফোরাম

মনজু সরদার,রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে পবিত্র রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) করোনা ভাইরাসের প্রভাবে ১৪০ টি গরিব, দুস্থ ও অসহায় পরিবারগুলোর মাঝে মৌডুবী সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে সংগঠনের সদস্যদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে করোনা ভাইরাস সংক্রমণের এই পরিস্থিতি উত্তরণ না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে। এ বিষয় জানতে চাইলে মৌডুবী সচেতন নাগরিক ফোরামের উদ্যোক্তা আজিজুর রহমান সুজন বলেন, আমরা সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

পটুয়াখালীতে দশ দোকানীকে অর্থদন্ড

পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীতে র‌্যাব ও জেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে শনিবার সকালে নিউ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অভিযোগে দশ দোকানদারকে সর্বমোট ২২০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। এসময় সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় চারজন দোকানদারকে ২০০০/- টাকা করে সর্বমোট ৮০০০/- টাকা এবং তিনজন কসমেটিকস দোকানের মালিককে ১০০০/- টাকা করে সর্বমোট ৩০০০/- টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে অবৈধ পলিথিন মজুদ রাখায় সনাতন মিস্ত্রীকে ৫০০০/- জরিমানা করা হয়েছে।

এছাড়াও রমজানের নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য স্বাভাবিক রাখার জন্য মূল্য তালিকা প্রদর্শন না করায় ২ জন দোকানদারকে ৬০০০/- টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব অমিত রায় বলেন, সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন, ২০১৮ এর ২৫(খ) এবং পরিবেশ সংরক্ষন আইন ২০১০ এর ৬ (ক) ধারা মোতাবেক অভিযুক্তদের জরিমানা করা হয়েছে।

র‌্যাবের কোম্পানী অধিনায়ক রইছ উদ্দিন অভিযানের ব্যাপারে বলেন, রমজানের নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের বাজার স্বাভাবিক রাখতে ও সাম্প্রতিক সময়ের মহামারি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসমাগম এড়ানো ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার লক্ষ্যে সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য, মুদি দোকান ও ফার্মেসী ব্যতীত অন্যান্য সকল দোকান পাট বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করলেও কিছু কিছু দোকান মালিক এই নিষেধাজ্ঞা অমান্য করে চলছে বিধায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।

ইফতারের বাজার উপহার দিল পিপল ফর দ্যা পিপল

কামাল হাসান রনি:
করোনা ভাইরাসের প্রকোপে সারা বিশ্ব আজ থমকে গেছে প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা।মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন মরদেহ।লকডাউনে অচল আজ ব্যস্ত নগরী,ব্যস্ত শহর। বাংলাদেশের বেশির ভাগ জেলাকে লক ডাউন ঘোষনা দেয়া হয়েছে।এতে করে দিনমজুর,খেটে খাওয়া মানুষগুলো অনিশ্চিয়তার মাঝে দিন কাটাচ্ছে।
বিপাকে পড়েছে নিশ্চুপ মধ্যবিত্ত পরিবার। পবিত্র মাহে রমজান আগমনে ধর্মপ্রান মানুষদের আনন্দের চেয়ে দুশ্চিন্তায় ঘিরে ধরেছে।এসব ধর্মপ্রান রোজাদারদের জন্য ইফতারির বাজার নিয়ে অসহায় মানুষের পাশে  পিপল ফর দ্যা পিপল।
সামাজিক যোগাযোগ মাধ্যমের এই গ্রুপটি গরীব দুস্ত পরিবারগুলোর জন্য বুট,মুড়ি,চিড়া,চিনি,খেজুর,ট্যাং,ভুসি নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে।ছবি তোলার প্রতিযোগিতা না করে অসহায়দের পাশে দাড়িয়ে এক দৃষ্টান্ত স্থাপন করলো।পিপল ফর দ্যা পিপল আজ প্রায় ৫৩ টি পরিবারকে ইফতারি উপহার দিয়েছে।পিপল ফর দ্যা পিপল এর আগে করোনা প্রকোপ যখন শুরু হয় তখন শতাধিক পরিবারকে চাল,ডাল,তেল,পেঁয়াজ,আলু,সাবান বিতরন করে। অসুস্থ মানুষের ঔষধ কিনে দেয়া,মৃত টমটম ড্রাইভারের পরিবারকে নগদ অর্থ দিয়ে সাহায্য করেছে।
পিপল ফর দ্যা পিপল মহিপুর থানার সব জায়গার যেখানে ছিন্নমূল,বুদ্ধিপ্রতিবন্ধী মানুষ না খেয়ে থাকতো তাদের জন্য রান্না করে খাবার দিয়ে আসতো।পরবর্তীতে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসানাত মোহাম্মদ শহীদুল হকের দৃষ্টিগোচর হলে তিনি পরবর্তীতে সকল ছিন্নমূল বুদ্ধিপ্রতিবন্ধী মানুষের খাবারের দ্বায়িত নেন।
পিপল ফর দ্যা পিপল ভবিষ্যতেও এরকম মানতার কাজে নিজেরা সম্পৃক্ত থাকবে বলে এই গ্রুপের সংশ্লিষ্ট সদস্যরা জানান।