করোনা দ্বিতীয় ধাপ মোকাবেলায় কলাপাড়ায় পুলিশের সচেতনতামূলক র‌্যালি

কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় পটুয়াখালীর কলাপাড়ায় জনসচেতনামূলক র‌্যালি, সমাবেশ ও মাক্স বিতরণ করেছে পুলিশ।

রবিবার বেলা এগারোটায় কলাপাড়া থানা পুলিশ’র উদ্যোগে একটি র‌্যালি বের হয়।

পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শেখ কামাল সেতুর নিচে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ আলী, কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, কাউন্সিলর হুমায়ুন কবির, মো. তারিকুজ্জামান তারেক, মহিলা কাউন্সিলর রোজিনা আক্তার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফায়জুল ইসলাম আশিক তালুকদার প্রমুখ।

সমাবেশ শেষ সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এছাড়া মহিপুর থানা পুলিশ ও কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের আয়োজনে ব্যবসায়ীদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

কলাপাড়ায় পুকুরে ডুবে সাত বছরের শিশুর মৃত্যু

কলাপাড়ায় পানিতে ডুবে সাত বছরের শিশুকন্যা মাইসা মনি মারা গেছে। শুক্রবার
দুপুরে এ শিশুর মৃত্যু হয়েছে। জানা গেছে, দুপুরে বাড়ির উঠানে খেলছিল
মাইসা। সকলের অগোচরে শিশুটি পুকুরে পড়ে ডুবে যায়। স্থানীয়রা কতক্ষণ পরে
অচেতন অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক
মৃত ঘোষণা করেন। নিহত মাইসা উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নীলগঞ্জ গ্রামের
জাকির হোসেনের মেয়ে।

কলাপাড়ায় দু’টি বসতঘর আগুনে পুড়ে ছাই, ১৫ লাখ টাকার ক্ষতি

কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতিবাজারে দু’ ব্যবসায়ীর বসতঘর আগুনে পুড়ে ছাই হয়েছে।আহত হয়েছে দু’জন। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবদুল হক জানান, কলাপাড়া উপজেলা লালুয়া ইউনিয়নের বানাতিবাজারে দীর্ঘদিন যাবৎ মুদিমোনহরী দোকানে ব্যবসা বাণিজ্য করে আসছেন। ব্যবসার সুবাদে তিনি বানাতিবাজারে দক্ষিণ পার্শ্বে পুরাতন কাঠের পুল এলাকায় বাড়িতে পরিবার নিয়ে বসতঘর নির্মাণ করে। প্রতিদিনের মত (১৬ মার্চ) মঙ্গলবার দিবাগত রাত ১১ টায় দোকান বন্ধ করে বাসায় ফিরে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। রাত তিনটার দিকে কে বা কারা আগুন ধরিয়ে দেন। আগুন দাউ দাউ জ্বলে উঠলে আবদুল হক টের পেয়ে ডাকচিৎকার করে।

পরে লোকজন এসে আগুন নিভানোর চেষ্টা করলেও বসতঘরটি রক্ষা করতে পারেনি। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন নিভতে গিয়ে লালুয়া ইউনিয়নের সিপিবি কমান্ডার মোঃ ফোরকান প্যাদা (৫০), বিচ্ছেদ তালুকদার (৩৫) গুরুতর আহত হয়েছে।

এ ব্যাপারে ফোরকান প্যাদার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বানাতি বাজারে কিছু ইয়াবা ও মদপানকারী রাতের অন্ধকার সিগারেট পান করে আগুন ফেলেছে সৈই আগুনে ঘর দুই টি পুড়ে ছাই হয়েছে মনে করি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবারের সাহায্যে এদিয়ে আসেনি। তবে লালুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শওকত হোসেন তপন বিশ্বাস এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের সাহায্যের ব্যাপারে কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করা হয়েছে তারা ক্ষতিগ্রস্তদের সাহায্যে আশ্বাস দিয়েছেন।

পটুয়াখালীতে শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ বুধবার জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী এর নেতৃত্বে জেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।

 

এছাড়াও পুস্পস্তবক অর্পনে উপস্থিত ছিলেন সদর উপজেলা নিবার্হী অফিসার লতিফা জান্নাতি, সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার, জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীরসহ অত্র সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

পবিপ্রবি’তে নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

নানা কর্মসূচির মধ্য দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ পালিত হয়েছে। বুধবার সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

এদিন সকাল সোয়া ৯টায় স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

এরপর ডীন কাউন্সিল, প্রভোস্ট কাউন্সিল, বিভিন্ন অনুষদের ডিন, ছাত্রলীগ, বিভিন্ন আবাসিক হলের প্রভোস্ট, বঙ্গবন্ধু পরিষদ, সেক্টর কমান্ডারস ফোরাম, শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, বিভিন্ন হল শাখা ছাত্রলীগ, বঙ্গবন্ধু সমন্বয় পরিষদ, বিভিন্ন হল প্রভোস্ট, কর্মচারী পরিষদ, উদীচী শিল্পী গোষ্ঠী, ইএসডিএম ক্লাব, রোভার স্কাউট ও সৃজনী বিদ্যানিকেতনসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।

সকাল সাড়ে ৯টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে একাডেমীক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

সকাল ৯টা ৪০ মিনিটের সময় দেয়ালিকা উন্মোচন করেন অতিথিরা। সকাল ৯টা ৫০ মিনিটে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কাটেন ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বাধীন শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা। সকাল ১০টা ১০ মিনিটে একাডেমীক ভবনের সামনে প্রামাণ্য চিত্র প্রদর্শনী করা হয়।

পরে কৃষি অনুষদের কনফারেন্সরুমে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও সকাল সোয়া ১০টায় সৃজনী বিদ্যানিকেতনে শিশু কিশোর প্রতিযোগিতা, বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া-মোনাজাত এবং দুপুর দেড়টায় কেন্দ্রীয় মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়। দুপুরে পবিপ্রবি’র জনসংযোগ কর্মকর্তা মুহাম্মাদ ইমাদুল হক প্রিন্স প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

কলাপাড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

পটুয়াখালীর কলাপাড়ায় মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। সোমবার রাত ৯টায় বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মোহাম্মদ শহীদুল হক।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ মাঠে পাখিমাড়া খেলোয়াড় কল্যাণ সমিতি আন্তঃনীলগঞ্জ মিনিবার নাইট ফুটবল টুর্নামন্টের আয়োজন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শের-ই বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের প্রশাসক মো. সাইফুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলিয়াস খাঁন রানা, পটুয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এম নুরুল ইসলাম, বেসরকারি টেলিভিশন বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার মহিবুল্লাহ মুহিবসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এ খোলায় মোট ১০টি দল অংশগ্রহণ করে। খেলা পরিচালনা করেন জামাল আকন, হেলাল উদ্দিন, নিজাম উদ্দিন ও অলোক বিশ্বাস আয়োজনকারীদের সূত্রে জানা গেছে।

খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি মো. আল মুনজির বলেন, ২০১০ সালে পাখিমাড়ায় তরুণ প্রজন্মের শিক্ষিত মেধাবী খেলোয়াড় এবং এলাকার উদ্দমী যুবকদের সমন্বয়ে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষে খেলোয়াড় কল্যাণ সমিতি গঠিত হয়। এখন পর্যন্ত সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে।

কলাপাড়ায় অধিগ্রহনের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা ও ফুলতলী গ্রামে আরপিসিএলের ১৩২০ মেঘাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মানে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ ২০টি পরিবারের সদস্যরা তাদের বসত ঘর, গাছপালা ও পুকুরসহ ভূমির জন্য সরকার ঘোষিত প্রনোদনার দেড়গুন মূল্য পরিশোধসহ মিথ্যা ও হয়রানীমূলক মামলা তুলে নেয়ার দাবিতে মানববন্ধন করেছেন। ১২ মার্চ শুক্রবার বেলা ১২ টায় পূর্ব লোন্দা গ্রামের ইয়াসিন খাঁ’র বাড়ির সামনে ও ফুলতলী গালর্স স্কুলের সামনে পৃথক পৃথক দুটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। অধিকার বঞ্চিত পরিবারগুলো এবিষয়ে সরকারের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।

জানা যায়, উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা ও ফুলতলী গ্রামে নির্মানাধীন ১৩২০ মেঘাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগ্রহনকৃত জমির ক্ষতিগ্রস্থ্য ২০ টি পরিবারের জমির প্রাপ্য তিনগুন টাকার দেড়গুন মূল্য পেলেও বাকী দেড়গুন টাকাসহ বসত ঘর, গাছ ও পুকুরের মূল্য নির্ধারণ করেনি আরপিসিএল কর্তৃপক্ষ। অধিকন্তু, মিথ্যা ও হয়রানী মূলক মামলা দিয়ে ঘড়-বাড়ি ছাড়তে বাধ্য করছেন তারা। স্থানীয় বাসিন্দা প্রবাসী শহিদুল ইসলামের স্ত্রী জুলেখা বেগম দুধের ছোট্ট শিশুকে কোলে নিয়ে কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছে। আমি দুটো শিশু সন্তান নিয়ে আমার বাড়িতে বসবাস করছিলাম। আরপিসিএল কর্তৃপক্ষ আমার বসতি জমি, ঘড়-বাড়ি, পাছপালা ও পুকুরের কোন টাকা পরিশোধ না করেই জায়গা দখল নিতে আসে। এতে বাধা দিলে আরপিসিএল কর্তৃপক্ষসহ স্থানীয় কতিপয় দালালচক্র আমাদের নামে মিথ্যা ও হয়রানীমূলক একাধিক মামলা দিয়ে গ্রাম ছাড়া করেন।

ক্ষতিগ্রস্থ্য স্থানীয় বাসিন্দা মো. মঈন উদ্দিন খাঁন, আব্দুর রহমান খাঁন, মো. মোকলেছ গাজী, মোসা. নুরনাহার বেগম, ছালমা বেগম, বকুল নেছা ও শিপন খাঁনসহ একাধিক ভূক্তোভোগী পরিবার একই অভিযোগ করেন। ক্ষতিগ্রস্থ্য পরিবারের দাবি, তারা জমি দিয়েছেন প্রয়োজনে সম্পদও দিবেন। কিন্তু সম্পদের মূল্য না দিয়ে তাদের জোড়পূর্বক উচ্ছেদ করার অপচেষ্টা চালানো হচ্ছে। রাতের আঁধারে বালু ফেলে বসত ঘর তলিয়ে দেয়া হচ্ছে। তারা সকল ধরনের হয়রানীমূলক মিথ্যা মামলা থেকে মুক্তি ও সম্পদের ন্যায্য মুল্য পাওয়ার দাবিতে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়টি তারা পটুয়াখালী জেলা প্রশাসককে লিখিতভাবে অবহিত করেন বলে জানা যায়। জেলা প্রশাসকের দরবার থেকে একটি তদন্ত টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। কিন্তু তদন্ত টিমের রিপোর্ট না দেয়ার আগেই আরপিসিএল কর্তৃপক্ষ জোড়পূর্বক তাদের উচ্ছেদের চেষ্টা করে। বালু কেটে সব কিছু ভরাট করা শুরু করেন।

এ ব্যাপারে আরপিসিএলের নির্বাহী প্রকৌশলী ইকবাল করিম জানান, পটুয়াখালী ডিসি অফিস হতে আরোও দেড় বছর আগে ঐ জমি আমাদের বুঝিয়ে দেয়া হয়েছে। আমরা মানবতার বিবেচনায় তাদের থাকতে দিয়েছি। আইন অনুযায়ী তারা এখন ওখানে অবৈধভাবে রয়েছে। বর্তমানে আমরা আমাদের অধিগ্রহনকৃত জায়গা ভরাট করছি। তিনি আরোও বলেন, ক্ষতিগ্রহস্থ্য পরিবারের সদস্যরা পটুয়াখালী ডিসি অফিসে একটি তদন্ত আবেদন করেছিল। সে পেক্ষিতে তদন্ত টিম এসে তদন্ত করে গেছে কিন্তু প্রতিবেদন এখনও দেয়নি। তারা কবে প্রতিবেদন দিবে এবিষয়ে তিনি কিছু জানেন না বলেও জানান। তবে মামলার বিষয়ে তিনি বলেন, কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে না। বরং তারা আমাদের হুমকী দিয়েছে তাই আমরা মামলা করতে বাধ্য হয়েছি।

কলাপাড়ায় দশম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার ১

 দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার দায়ে আবুল হোসেনকে (২৪) পুলিশ গ্রেফতার করেছে।
কলাপাড়া থানা পুলিশ টিয়াখালীর বাদুরতলী গ্রাম থেকে বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে আবুলকে গ্রেফতার করে। তবে মূল হোতা রবিউল চৌকিদার ও অপর সহযোগী জাহিদুল পলাতক রয়েছে।
এ ঘটনায় কলাপাড়া থানায় তিনজনকে আসামি করে শুক্রবার একটি মামলা হয়েছে। কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আসাদুর রহমান জানান, আনুমানিক বৃহস্পতিার রাত নয়টার দিকে ওই কিশোরী কিছু কেনাকাটার জন্য বাসা থেকে নিকটস্থ দোকানে যাচ্ছিল।
পথিমধ্যে কিশোরীকে আটকে একই এলাকার তিন যুবক ধর্ষণ চেষ্টা চালায়। কিশোরীর ডাক-চিৎকারে লোকজন এগিয়ে আসলে এরা সটকে পড়ে। গ্রেফতারকৃত আবুল হোসেন বাদুরতলীর ফারুক হোসেনের ছেলে।

কলাপাড়ায় ঘোড়ার দৌড় প্রতিযোগিতা

গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে ও নতুন প্রজন্মের কাছে পরিচিত করার লক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা। শিব পূজা উপলক্ষে শুক্রবার বিকেলে ৪টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া এলাকায় একটি মাঠে এ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হারিয়ে যাওয়া বাংলার এই ঐতিহ্য দেখতে ছুটে আসেন দূর-দূরান্তের শত শত মানুষ। ঘোড়ার পিঠে উঠে চাবুক হাতে প্রতিযোগিতায় অংশ নেন ঘোড়ার সওয়াররা। অংশগ্রহণকারী সবার জন্যই ছিল বিশেষ পুরস্কার।

ঘোড়া নিয়ে আসা ঘোড়ার সওয়াররা রুহল আমনি বলেন, দেশের বিভিন্ন স্থানে আমরা ঘোড়ার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকি। এখানে যুবরাজ, পঙ্খিরাজ, সুন্দরি, ময়ুরী নামের মোট চারটি ঘোড়া নিয়ে এসেছি।
ঘোড়ার দৌড় দেখতে আসা গৃহিনী সাগরিকা বলেন, শুধু মাত্র বই পুস্তকে ঘোড়ার দৌড়ের কথা শুনেছি। এখান তা বাস্তবে দেখলাম। প্রতি বছর এই ঘোড়ার দৌড় প্রতিযোগিতা যেন অব্যাহত থাকে এমনটাই তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ওসির সঙ্গে আসামীদের সেলফি!! বাউফল জুড়ে তোলপাড়

বাউফল, পটুয়াখালী প্রতিনিধি : ছিনতাই , মাদক ও মারামারি মামলার আসামিদের সঙ্গে সেলফি ও ফটোসেশন করে বিতর্কের মুখে পড়েছেন থানার পটুয়াখালীর বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান। তবে ওসি বলেছেন, অনুষ্ঠানের মধ্যে তিনি চিনতে পারেননি কে আসামি।

জানা যায়, ৭ মার্চের বিকালে থানা চত্বরে আলোচনা সভা ও সন্ধ্যার পর গানবাজনার আয়োজন করা হয়। ওই আনন্দ উৎসব চলাকালে বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমানের সঙ্গে চিহ্নিত মাদক ব্যবসায়ী, ছিনতাই মামলার ১ নম্বর আসামি ফয়েজ বিশ্বাস, ২ নম্বর আসামি মামুন হাওলাদার,  ৩ নম্বর আসামি কবির মৃধা, ৯ নম্বর আসামি হাসান দফাদার ও ১০ নম্বর আসামি আলাউদ্দিনসহ কয়েকজন সেলফি ও ফটোসেশন করেছেন এবং তা ওই রাতে তাদের নিজেদের ফেসবুক আইডি থেকে পোস্ট করেন।

ওইসব আসামিরা ১৮-২০ জন লোক নিয়ে ১৩ ফেব্রুয়ারি নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামে মিজান মৃধার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। এ ঘটনায় মিজান মৃধা বাদী হয়ে ১৮ ফেব্রুয়ারি পটুয়াখালী আদালতে নালিশি পিটিশন দায়ের করলে আদালত এ ঘটনায় মামলা নেওয়ার জন্য বাউফল থানার ওসিকে নির্দেশ দেন। গত ২৫ ফেব্রুয়ারি থানায় এ মামলাটি রেকর্ড করা হয়।

বাদী মিজানুর রহমান বলেন,  দ্রুত বিচার আইনে দায়েরকৃত মামলার কোনও আসামি আদালত থেকে জামিন নেয়নি। বরং তারা এলাকায় বীরদর্পে ঘুরে বেড়াচ্ছেন এবং মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছেন। তাদের সঙ্গে ওসির সেলফি ও ফটোসেশন করায় তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পরেছেন। তিনি ওই মামলা সুষ্ঠ তদন্ত নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সব ব্যক্তিদের নামে ছিনতাই, মাদক ও মারামারির মামলাসহ একাধিক মামলা রয়েছে। এলাকায় তারা চিহ্নিত সন্ত্রাসী হিসাবে পরিচিত। এছাড়াও পটুয়াখালীর বাউফলে গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েও থানায় যাতায়াত ও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ মনির মোল্লা।

এ ব্যাপারে বাউফল থানার ওসি বলেন, ‘আনন্দ উৎসব অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত হয়েছেন। অনেকেই তার সঙ্গে ছবি ও সেলফি তুলেছেন। তাদের মধ্যে কে আসামি আর কে আসামি না তা আমি চিনতে পারিনি।’