জীবিত কচ্ছপের দেখা মিলল কুয়াকাটা সৈকতে

এস এম আলমাস,কুয়াকাটা:
   সাগরকন্যা কুয়াকাটার জাতীয় উদ্যান ঝাউবন সমুদ্র সৈকতে  আজ মঙ্গলবার  ১৯ এপ্রিল সকাল ১১টার দিকে একটি জীবিত কচ্ছপ ভেসে আসছে। পূর্ণিমার জোয়ারের পানির তোপে ঢেউয়ের সাথে তীরে এসে বালুতে আটকে পরে কচ্ছপটি। কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য কে এম বাচ্চু বলেন, খবর পেয়ে দ্রুত কুয়াকাটা জাতীয় উদ্যান ঝাউবন সৈকতে ছুটে আসি ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার সাহেবকে নিয়ে। বালুতে আটকা পড়া কচ্ছপটি আমরা উদ্ধার করি। কচ্ছপটির বাম পাশের একটি ডানা নেই ধরনা করা হচ্ছে এটি হয়তোবা জেলেদের  জালে আটকে ডানা কাটা পরতে পারে। মনে হচ্ছে কয়েক দিন আগে কচ্ছপটির বামপাশের ডানাটি কাটা পরেছে কারন কাটা পরা জায়গাটির ক্ষত চিহ্নটি সেরে উঠছে।
ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, কচ্ছপটির বামপাশের একটি ডানা না থাকায় পূর্ণিমার জোয়ারের পানির সাথে সমুদ্রের ঢেউয়ে দ্রুত সাঁতার কাটতে অক্ষম হওয়ায় জোয়ারের পানিতে তীরের দিকে ভাসিয়ে নিয়ে আসছে। এর আগেও অনেক গুলো মৃত কচ্ছপ কুয়াকাটার বিভিন্ন স্থানে ভেসে এসেছে । আজকে একটি জীবিত কচ্ছপ ভেসে আসছে কুয়াকাটার জাতীয় উদ্যান ঝাউবন সৈকতে। কচ্ছপটির শরিরের একাধিক  আঘাতের চিহ্ন রয়েছে এবং বামপাশের একটি ডানা নেই । এটি ওলিভ রেডলি প্রজাতির কচ্ছপ,এর ওজন আনুমানিক ২৫ কেজি হবে। ডলফিন রক্ষা কমিটির পক্ষ থেকে  সামুদ্রিক জীববৈচিত্র্য ও প্রকৃতি রক্ষায় সবাইকে  আরো বেশি সচেতন হওয়ার দাবী জানিয়েছেন ডলফিন রক্ষা কমিটি,কুয়াকাটা ।

পটুয়াখালীতে গাছচাপায় শিশুর মৃত্যু

পটুয়াখালীর মহিপুরে গাছের চাপায় তামিম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) সকালে ডালবুগঞ্জ ইউনিয়নের মিরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তামিম ওই এলাকার শাহজালালের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন আগে শাহজালালের বাড়ির পূর্ব পাশের পুকুর পাড়ে একটি গাছ কেটে রেখেছিল শ্রমিকরা। মঙ্গলবার সকালে তিনজন শ্রমিক ওই গাছটি তাদের বাড়ির আঙিনায় নিয়ে আসে। পরে সেটি আঙিনায় রাখার সময় তামিম হঠাৎ পেছন থেকে দৌড় দিলে নিচে চাপা পড়ে। এতে তার মাথার পেছনের অংশ মারাত্মক জখম হয় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পিরোজপুরে বঙ্গবন্ধুর নামে বিশ্ববিদ্যালয় স্থাপনে বিল পাস

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিল-২০২২’ সংসদে পাস হয়েছে।

বিলে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি চার বছর মেয়াদের জন্য দুজন উপ-উপাচার্য নিয়োগ করবেন। যাদের একজন অ্যাকাডেমিক এবং আরেকজন প্রশাসনিক কার্যক্রম দেখবেন।

মঙ্গলবার (২৯ মার্চ) শিক্ষামন্ত্রী দীপু মনি বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

গত ১৮ নভেম্বর বিলটি সংসদে ওঠানোর পর বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিলে বলা হয়েছে, পিরোজপুর সদরে এই বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। উচ্চশিক্ষা ও গবেষণার জন্য এক বা একাধিক ইনস্টিটিউট স্থাপন করা যাবে।

অন্যান্য বিশ্ববিদ্যালয় আইনের সঙ্গে সামঞ্জস্য রেখেই নতুন এ আইন করা হয়েছে।

বর্তমানে দেশে ১৫৭টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চলছে, এর মধ্যে ৪৬টি সরকারি এবং ১০৭টি বেসরকারি।

পটুয়াখালীতে অচেতন করে চুরির হিড়িক, অতিষ্ঠ এলাকাবাসী

বরিশাল: পটুয়াখালীর দুমকিতে দু’গৃহস্তের বাড়িতে পরিবারের সবাইকে অচেতন করে চুরি সংঘঠিত হয়েছে। সংবদ্ধ চোরচক্র কৌশলে পরিবারের সবাইকে অচেতন করে বসত:ঘরের দরজা খুলে নগদ টাকা, স্বণালংকারসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে।

গত রবি ও সোমবার গভীর রাতে উপজেলার রাজাখালী ও বাদুয়া শ্রীরামপুর গ্রামে পর পর দুই বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ওই দু’পরিবারের অজ্ঞান হওয়া অন্তত: ৮জনকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২জনকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার রাজাখালী গ্রামে রবিবার রাতে ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সালামের মেঝভাই আবুল কালাম ও তার পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে।

সকালে প্রতিবেশী ও স্বজনরা ঘরের দরজা খোলা এবং সবাইকে অচেতন অবস্থায় উদ্ধার করে দুমকি উপজেলা হাসপাতালে ভর্তি করে।

ওই বাসার তরকারি খেয়ে পাশের বাসার ঢাকা ফেরত দু’জন মেহমানও অচেতন হওয়ায় তাদেরকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম জানান, চোরের দল খাবারের সাথে অচেতন করার ঔষধ খাইয়ে সোমবার রাতে বাদুয়া শ্রীরামপুর গ্রামের ওয়াজেদ আলী খার বাড়িতে রূপালী ব্যাংককর্মচারি আল-আমীনের বসত:ঘরের সবাইকে অচেতন করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মালামাল নিয়ে গেছে।

স্থানীয়রা জানায়, একটি সংঘবদ্ধ চোরচক্রের উৎপাতে এলাকাবাসীরা অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রায় প্রতিরাতেই চোরেরদল কোন না কোন স্থানে হানা দিচ্ছে। থানা পুলিশকে অবহিত করা হয়েছে। এলাকাবাসীরা পুলিশি টহল জোড়দারের দাবি করেছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. আবদুস সালাম বলেন, মৌখিক ভাবে চুরির খবর শুনেছি। তবে এখনও এব্যাপারে লিখিত কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক পদক্ষেপ নেয়া হবে।

কলাপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার সকালে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের হল রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিববুর রহমান মহিব এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার।

এছাড়া অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সিমা, কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মো. জসিমসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গলাচিপায় ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ে সচেতনতামূলক মহড়া

পটুয়াখালীর গলাচিপায় ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ে গণসচেতনতামূলক মাঠ মহড়া-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলার আটখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে এই মহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এসএম শাহজাদা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহম্মদ সাহিন।

আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে, বরিশাল বিভাগীয় সিপিপির উপ-পরিচালক মো. শাহাবুদ্দিন মিয়া, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, ডাকুয়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায় ও সিপিপির উপজেলা টিম লিডার আবু হেনা মু. শোয়েব (আশিষ ঢালী)।

 

এছাড়াও অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক, ছাত্র-ছাত্রী, উপজেলা সিপিপির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সিপিপির ডাকুয়া ইউনিয়ন টিম লিডার রাকিব মোল্লা।

কলাপাড়ায় দুর্যোগ মোকাবেলায় মাঠ মহড়া

পটুয়াখালীর কলাপাড়ায় সচেতনতামূলক দূর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার দক্ষিণ চাকামইয়া গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর উদ্যোগে উপজেলা সিপিপি স্বেচ্ছা সেবকরা এতে অংশগ্রহণ করেন।

এছাড়া উপজেলা সিপিপি’র টিম লিডার আব্দুল মোতালেব ফকির, বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ’র ‘জনগোষ্ঠীর উদ্যোগে দুর্যোগ ঝুঁকি হ্রাস’ প্রকল্প ব্যবস্থাপক মো.শাকিল আহম্মেদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মকবুল হোসেন উপস্থিত ছিলেন।

১৮ লাখ চিংড়ি রেনু জব্দ! 

পটুয়াখালীতে আঠারো লক্ষ বাগদা চিংড়ির রেনু জব্দ করেছে র‌্যাব-০৮ এর সদস্যরা। আজ বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকায় পৌর শহরের টোল ঘর এলাকায় অভিযান চালিয়ে একটি মিনি ট্রাক থেকে এসব রেনু জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাগদা রেনু ধরার অপরাধে আল মামুন (২৭) নামের এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন মাহমুদ। পরে দুপুর ২ ঘটিকায় জব্দকৃত চিংড়ি রেনুগুলো হাজীপুর সংলগ্ন আন্ধারমানিক নদীতে অবমুক্ত করা হয়।
ধারণা করা হচ্ছে, জব্দকৃত অবৈধ এই বাগদা রেনুর বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা।
র‌্যাব-০৮ পটুয়াখালী ক্যাম্পের কম্পানী কমান্ডার শহিদুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, কিছু অসাধু মাছ ব্যবসায়ী মহিপুর এলাকা থেকে এসব চিংড়ি রেনু বাগেরহাট ও মোংলায় পাচার করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব রেনু জব্দ করা হয়।

কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে অসংখ্য মৃত জেলিফিশ

রইসুল ইমন, পটুয়াখালী:
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন চর বিজয়ে ভেসে এসেছে শত শত আওরেলিয়া আওরেটা প্রাজাতির মৃত জেলিফিশ। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে এসব জেলিফিশ ভেসে আসতে দেখা যায়। এছাড়া কুয়াকাটা সংলগ্ন ঝাউবাগান ও লেম্বুর চরেও কিছু মৃত জেলিফিশ দেখা গেছে। তবে ঠিক কি কারনে এসব জেলিফিশের হঠাৎ মৃত্যু হচ্ছে তার সঠিক কারন বলতে পারছেনা সংশ্লিষ্টরা।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, মেরুদন্ডহীন এসব প্রাণী অনেকটা চাঁদের মতো দেখতে হওয়ায় এদেরকে মুন জেলিফিসও বলা হয়। এগুলা মূলত সাঁতারে তেমন পারদর্শী নয়। অনেক সময় খাদ্য অন্বেষণ কিংবা বাতাসের কারণে জেলিফিশ উপরের দিকে চলে আসে। তখন বালুতে আটকে পরে মারা যায়।

কলাপাড়ায় যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় মুনসুর (২২) নামের এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শক্রবার সকালে উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করে। মৃত মুনসুর ওই গ্রামের মৃত মমিন আলী মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুনসুর বিদেশ যাবার জন্য সকল ধরনের কাগজপত্র সম্পাদন শেষে প্রস্তুতি নিচ্ছিলো। বৃহস্পতিবার রাত সে নিজ বাড়ির ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়। কি কারণে আত্মহত্যা করেছে তার সঠিক কারন জানা যায়নি। তবে প্রেম ঘটিত কারনে এ যুবক আত্মহত্যা করতে পারে বলে পুলিশ জানিয়েছেন।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে আত্মহত্যার কারণ উদঘাটনের চেষ্টা চলছে।