কলাপাড়ায় ডাঃ তাসনিম জারা’র উদ্যোগে নিত্য প্রয়োজনীয় খাবার বিতরণ 

কামাল হাসান রনি:
কলাপাড়ার উপকূলীয় অঞ্চলের লক ডাউনের অসহায় ৫০টি পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাবার বিতরণ করেছেন ডাঃ তাসনিম জারা। ডাঃ তাসনিম জারা অক্সফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী। তিনি ইতিমধ্যে অসহায়, দরিদ্র পরিবারের সহযোগিতা করেছেন। তারই ধারাবাহিকতায় কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের সহযোগিতায় স্বাস্থ্য বিধি মেনে খাবার সামগ্রী বিতরণ করা হয়। ডাঃতাসনিম জারা সামাজিক যোগাযোগমাধ্যমে উপকূলীয় অঞ্চলের অসহায় মানুষের জন্য সহযোগিতা করার জন্য স্টাটাস দেন,সেই স্টাটাসে কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের এডমিন মহিবুল্লাহ মুহিব কমেন্ট করার প্রেক্ষিতে এই সহায়তা প্রদানের আশ্বাস দেন। সেই অনুযায়ী প্রতি পরিবারের জন্য ১০কেজি চাল,ডাল ১ কেজি,তেল ১ লিটার,পিয়াজ ১কেজি,আলু ২ কেজি,আটা ২ কেজি,হুইল সাবান ১ টা, ১কেজি লবন দেয়া হয়। কলাপাড়ার উপকূলীয় এলাকা গঙ্গামতি,কাউয়ারচর,নতুনপাড়া,অনন্তপাড়া,ধুলাসারের ৫০টি পরিবারের মাঝে বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ডাঃতাসনিম জারা’র সহপাঠী বন্ধু ডাঃ মোঃ আতিকুল ইসলাম। ডাঃমোঃ আতিকুল ইসলাম সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্য সচেতনতা মূলক বক্তব্য প্রদান করেন। আরও উপস্থিত ছিলেন কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের অন্যতম এডমিন কামাল হাসান রনি, কেজেসি প্রোপার্টিজের মেম্বার মোস্তাফিজুর রহমান শিবলু,চর চাপলি ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের  গাজী আলী আহম্মেদ,মেহেদী হাসান জনি,অনন্তপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শহীদুল ইসলাম,নেছার উদ্দিন,ইউপি সদস্য খোকন খলিফা,চাপলি বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃজাকারিয়া ইসলাম, মানবতার ডাক সংগঠনের সভাপতি মোঃওহিদুল্লাহ ইসলাম

কলাপাড়ায় খাল দখলকে কেন্দ্র দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

পটুয়াখালীর কলাপাড়ায় খাল দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংর্ঘষে ১৫ জন আহত হয়েছেন।

সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী গ্রামে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত ৯ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এরা হলো মো. ইব্রাহিম, জাকারিয়া, আবুল হোসেন, জাহাঙ্গীর বয়াতী, নূর-হোসেন, নূর হোসাইন, রিপন, নুর ইসলাম ও যুবায়ের।

 

এনিয়ে দিনভর কাটাখালী গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করে। কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ আসে।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.আসাদুর রহমান জানান, দু’পক্ষই খালটি তাদের লিজ আছে বলে দাবি করছে। এ ঘটনায় কোন পক্ষই অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শন পটুয়াখালীর জেলা প্রশাসকের

পটুয়াখালীর নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন যোগদানের পর প্রথমবারের মত তিনি গলাচিপা উপজেলা পরিদর্শন করেছেন।

শনিবার (১০ জুলাই) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা প্রশাসনের সাথে বৈঠক করেন তিনি। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাহিন ও উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, জেলা প্রশাসক সড়কপথে পলাচিপা আসার পথে আমখোলা ইউনিয়নে করোনাকালীন অসহায় খেটে খাওয়া মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

এরপর মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতাধীন ভূমিহীণ ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শনের জন্য জেলা প্রশাসক উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কলাগাছিয়া বাজার ও রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া বন্দরে নির্মিত ঘরগুলো ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতির খোঁজখবর নেন।

এসময় তিনি উপকারভোগীদের সঙ্গেও কথা বলেন ও তাদের সার্বিক অবস্থার খোঁজখবর নেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর উপহারের এই ঘর এখন আপনাদের। এই ঘরের ভালমন্দ সবকিছু দেখার দায়িত্বও আপনাদের। তারপরেও কখনো কোন সমস্যা মনে করলে ঘরের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানাবেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হুমায়ূন কবির, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাহিন, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম দেলোয়ার হোসাইন প্রমুখ।

কলাপাড়া হাসপাতালের করোনা ইউনিট থেকে রোগী নিখোঁজ, জানে না প্রশাসন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়া হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন এক রোগীকে খুঁজে পাচ্ছে না স্বাস্থ্য প্রশাসন। বৃহস্পতিবার সকালে সে হাসপাতাল থেকে কোন ধরনের ছাড়পত্র না নিয়ে এবং কাউকে না জানিয়ে পালিয়ে যায়। ওই রোগীর নাম বুশরা (২০)। সে কলাপাড়া পৌর শহরের সাত নং ওয়ার্ডের বাসিন্দা মো.আবদুল্লাহর স্ত্রী।
কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জেএইচ খান লেলীন জানান, বুধবার রাতে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। সে করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে তাকে হাসপাতালে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কোথায় আছে তাও নিশ্চিত করে বলতে পারছেন না এই চিকিৎসক।
এ ব্যাপারে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, করোনা রোগী পালানোর বিষয়টি তাকে জানানো হয়নি। তবে তিনি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
কলাপাড়া থানার ওসি(তদন্ত) মো. আসাদুর রহমান জানান, হাসপাতাল থেকে রোগী পালানোর বিষয়টি পুলিশকে জানানো হয়নি।
কলাপাড়া হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার বলেন, করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর চলে যাওয়ার আগে অবশ্যই ছাড়পত্র নিয়ে যাওয়া উচিত ছিলো।
এদিকে বুধবার রাতে কলাপাড়া হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক গৌরাঙ্গ চন্দ্র সরকার। সে জ্বর ও শ্বাষকষ্ট নিয়ে গতকাল হাসপাতালে ভর্তি হয় বলে ডাঃ জেএইচ খান লেলীন জানান।
উল্লেখ্য, কলাপাড়ায় গত সাত দিনে ৮১ জনের করোনা পরীক্ষায় সনাক্ত হয় ৬৪ জন। আক্রান্তের হার ৭৯ দশমিক ০১ ভাগ।

বাউফল আ’লীগকে পৈত্রিক সম্পত্তি বানিয়েছেন এমপি আসম ফিরোজ

বাউফল প্রতিনিধি:  পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগকে পৈত্রিক সম্পত্তি মনে করেন জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আসম ফিরোজ এমপি। দলীয় কর্মীদের কাঁধে ভর দিয়ে তিনি নিজে কয়েকবার এমপি নির্বাচিত হয়েছেন,  ভবিষ্যতে ছেলেকেও এমপি বানাতে চান। তৃণমূলের যে সকল নেতাকর্মীরা ঘাম ঝড়িয়ে তাকে কয়েকবার এমপি বানিয়েছেন দলে তাদের কোন মূল্যায়ন নেই। বরং দলের স্বার্থে কথা বললেই নেতাকর্মীদের লাঞ্ছিত-বঞ্চিত হতে হয়। মঙ্গলবার দলের ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে এমপি’র বৈরি আচরণ নিয়ে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার। এরপরই সাংবাদিকদের সঙ্গে মুঠোফোনে আসম ফিরোজ এমপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ নেতা মোতালেব হাওলাদার কথাগুলো বলেন।

তিনি বলেন, ১৯৭৯ সালে যখন আসম ফিরোজ এমপি নির্বাচিত হন তখন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন আবদুল ওয়াদুদ মিয়া। এমপি নির্বাচিত হওয়ার কিছুদিন পরই আবদুল ওয়াদুদ মিয়াকে সাধারণ সম্পাদক বানিয়ে তিনি নিজেই হয়ে গেলেন সভাপতি। নিজের স্বার্থকে চরিতার্থ করতে একের পর এক দলের ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করছেন এমপি ফিরোজ।

নিজের প্রসঙ্গ টানতে গিয়ে আবদুল মোতালেব হাওলাদার বলেন, আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে আমার সঙ্গে বৈরি আচরণ শুরু করেন এমপি ফিরোজ। সরকারি বরাদ্দের কোন কাজেই আমি ইচ্ছার বহিপ্রকাশ করতে পারছি না। ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খানকে দিয়ে তিনি নিজের খেয়াল খুশি মতো কাজ করছেন। উপজেলা চেয়ারম্যান হয়েও তৃণমূলের জনসাধারণের জন্য আমি কোন কাজ করতে পারছি না। আগামী দিনে আমি তার পক্ষে কিংবা তার ছেলের পক্ষে কাজ করি কি-না এমন সন্দেহের বশে এমপি ফিরোজ আমার সঙ্গে বৈরি আচরণ করছেন। বিগত দিনেও এমপি আসম ফিরোজ বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জসীম উদ্দিন ফরাজী, আওয়ামীলীগ নেতা  হেমায়েত মিয়া, ইউনুচ মিয়া, নুরুল হক মৃধা, খন্দকার সামসুল হক রেজা, ফিরোজ আলম ওরফে জাপান ফিরোজসহ বেশ কয়েকজন নেতাকে রাজনৈতিকভাবে বলি দিয়েছেন।

বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রসঙ্গ টেনে মোতালেব হাওলাদার বলেন, গত ২১ জুন ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুধু চন্দ্রদ্বীপ ইউনিয়ন ছাড়া বাকী ৮টিতে উপজেলা আওয়ামীলীগের টিম পাঠানো হয়েছে। চন্দ্রদ্বীপে কেন আওয়ামী লীগের টিম গেল না প্রশ্ন রেখে তিনি বলেন, প্রত্যেক ইউনিয়নে এমপি তার নিজস্ব পছন্দের ব্যক্তিকে চেয়ারম্যান নির্বাচিত করার কারন জনসেবা নয়। এমপি তার নিজের অবস্থান শক্ত রাখতে প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যান বানিয়েছেন।

আবদুল মোতালেব হাওলাদার বলেন, পৌরশহরে আসম ফিরোজ এমপির সম্পত্তিতে জনতা ভবন রয়েছে। আমি দলীয় কার্যালয়ের জন্য সেখান থেকে কিছু সম্পত্তি দান করতে অনুরোধ করেছিলাম। কিন্তু তিনি আমার অনুরোধ রাখেননি। বরং কয়েকদিন আগে জনতা ভবন থেকে আওয়ামীলীগের দলীয় সাইনবোর্ডটিও সরিয়ে নেয়া হয়েছে। তিনি বলেন, আগামী দিনে আসম ফিরোজ তার ছেলেকে এমপি বানাতে চান। এর আগে তার ভাইকে উপজেলা চেয়ারম্যান বানাতে চেয়েছিলেন। দলকে তিনি পারিবারিক সম্পত্তি মনে করায় তৃণমূলের নেতাকর্মীরা বঞ্চিত হচ্ছেন।

এ প্রসঙ্গে আসম ফিরোজ এমপি বলেন, এ বিষয়ে আমি কোন বক্তব্য দিতে রাজী নই।  আমি কে তা বাউফলবাসী ভাল করেই জানে। উড়ে এসে জুড়ে বসিনি। বাউফলবাসীর ভালবাসায় আমি বারবার এমপি হয়েছি।

কলাপাড়ায় ভুয়া ওয়ারিশ সেজে হয়রানির প্রতিবাদে জমির মালিকদের সংবাদ সম্মেলন

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি,৬ জুলাই ।। ভুয়া ওয়ারিশ বানিয়ে আদালতে মামলা ও ভূমি অধিগ্রহণ শাখায় অভিযোগ দিয়ে হয়রানি করার অভিযোগে ইটবাড়িয়া মৌজার ভূক্তোভুগি পরিবারে সদস্যরা সংবাদ সম্মেলন করেছে। মঙ্গলবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। কবলা সূত্রে জমির মালিকানা দাবি করে স্থানীয় বাঙ্গালী ১০ পরিবারসহ একটি রাখাইন পরিবার এ সম্মেলনে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ভূক্তোভূগি পরিবারে পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন গাজী আব্বাস উদ্দিন বাচ্চু। তিনি লিখিত বক্তব্য জানান, ছয় আনি পাড়া অধিগ্রহণকৃত জমির মূল মালিক প্রয়াত রাখাইন ফ্রুও ওয়েন মগনী। তার মৃত্যুতে সম্যক জমির মালিকানা দাবি করে জনৈক চিংলামোং আদালতের ডিক্রি পেয়েছেন। বর্তমানে যারা ছয় আনি পাড়ায় বসবাস করছে তারা কেউ জমির মালিক নন। লিখিত বক্তব্য পাঠ করেন গাজী আব্বাস উদ্দিন বাচ্চু আরো বলেন, অবকাঠামোসহ বাড়িঘরের টাকার দাবি তারা করছেন না। কিন্তু জমির দাবিনামা নিয়ে দামো মগ ভুয়া মালিক হতে চাচ্ছেন ও ভুয়া ওয়ারিশ বানাচ্ছেন বলে তিনি দাবি করেন। এছড়া দামো মগসহ একটি চক্র ইটবাড়িয়া মৌজায় এক শতাংশ জমির মালিক না হলেও ভুয়া ওয়ারিশ বানিয়ে ওই মৌজার অনন্ত ১৩/১৪ খতিয়ানে মালিকানা দাবি করে আদালতে মামলা দায়ের এবং অধিগ্রহন শাখায় আভিযোগ দিয়েছেন। তার কারণে বহু লোকের অধিগ্রহণকৃত কোটি কোটি টাকা আটকে আছে অধিগ্রহন শাখায়। বাচ্চু জানান, ছয় আনি পাড়ায় এই পাঁচ একর ৫৪ শতক জমি প্রায় ৬০ বছর আগে ক্রয় করে ভোগদখল করে আসছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত রাখাইন ফ্রুও ওয়েন মগনীর ওয়ারিশ ইয়েন মাতুব্বর বলেন, ছয় আনি পাড়ার জমি তারা ওয়ারিশ সূত্রে মালিক। হাচন গাজী গংদের সাথে পটুয়াখালী জজ আদালতে মামলায় হয়। এরপর ওই মামলায় গাজী গংরা পটুয়াখালী জজ আদালত থেকে একটি ডিগ্রি পায় ওই ডিগ্রিতে আমাদেও জন্য ৫০ শতক ও ঠাকুর বাড়রি জন্য ২০ শতক জমি আমরা পাই। এতে সংক্ষুব্ধ হয়ে রাখাইনরা হাইকোর্টে মামলা আপিল করেন। ছয় আনি পাড়ার চিংদামো,নিশোমং, ইয়াংসি ওরফে লেবেনটু মগ, চুষে মগসহ যারা ওই পাড়ায় বসবাস করেন তাদের এক শতাংশ জমিও নাই । তাদেরকে শুধু মাত্র অনুমতিক্রেমে ওখানে থাকতে দেয়া হয়েছে। তিনি আরো বলেন, আমার বাবা চিংলামো পাড়ায় নারিকেল গাছসহ বিভিন্ন গাছপালা লাগিয়েছেন। এছাড়া চিংদামো নিজে সুবিধা নেয়ার জন্য ভূয়া ওয়ারিশ বানিয়ে বিভিন্ন জমিতে অভিযোগ দেওয়াই তার কাজ বলে তিনি সংবাদ সম্মেলনে জানান।
এব্যাপারে চিংদামো ওরফে দামো রাখাইনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, লুফ্রু এবং ফওচামা আমার নানা-নানী তাদের শুধু ইটবাড়িয়া মৌজার জেএল ৮ ক্ষতিয়ান নং ১৮৯/১৮০ ও ১১৫ অংশে চিংদামো ওরফে দামো গং অপত্তি দিয়েছি। এছাড়া কোন জমিতে আমি ওয়ারিশ সেজে কিংবা কাউকে ওয়ারিশ বানিয়ে কোন অপত্তি দেই নাই। এছাড়া ছয়আনি পাড়ায় ৫ একর ৫৪ জমির ও দাবি করি নাই। আমরা শুধু আবকাঠামো, গাছ-পালা, মাছ ও পুকুরের ক্ষতিপুরনের টাকা দাবি করেছি।

কলাপাড়ায় লকডাউনের তৃতীয় দিনে ২৫ মামলায় ২৩ হাজার নয়’শ টাকা জরিমানা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
লকডাউনের তৃতীয় দিন স্বাস্থ্য বিধি না মানায় ভ্যাম্যমান আদালত ২৫ মামলায় ২৩ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করেছে। কলাপাড়া উপজেলার কলাপাড়া পৌরসভা, মৎস্য বন্দর মহিপুর ও আলীপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) জগৎত বন্ধু মন্ডল। এসময় সেনা বাহিনীর ও পুলিশ সদস্যরা তাকে সহায়তা করেন। এছাড়া কলাপাড়া পৌর শহরসহ উজেলার সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্দ ছিল। রাস্তা ঘাট ছিল প্রায় ফাকা।

কলাপাড়ায় যুবকের পায়ের রগ কর্তণ, গ্রেফতার-দুই

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়নের পূর্ব মধুখালী গ্রামে জমি ক্রয়-বিক্রয় নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে শামিম গাজী(২৪) এক যুবক রক্তাক্ত জখম হয়েছে। এ সময় দূবৃত্তরা তার বাম পায়ের বৃদ্ধাঙ্গুলের রগ কেটে দিয়েছে। গত শুক্রবার বিকালে এ ঘটনা ঘটেছে। রক্তাক্ত জখম অবস্থায় শামিমকে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। কিন্তু তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য রাতে তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আহত শামিম এ হামলার জন্য একই এলাকার ফয়সাল, হাসিব ও তার সহযোগীদের দায়ী করছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ফয়সাল হাওলাদার(২৫) ও হাসিব হাওলাদার(৩০)কে গ্রেফতার করেছে পুলিশ।
আহত শামীম গাজী জানায়, সম্প্রতি পশ্চিম মধুখালী গ্রামের আ. রহমান সরদারসহ অন্যান্য শরিকদের কাছ থেকে ১৮ শতক জমি ক্রয় করে। সেই জমি নিয়ে অপর অংশীদার ফয়সাল হাওলাদার, ফাহাদ হাওলাদার, হাসিব হাওলাদারসহ অন্যন্যদের সঙ্গে বিরোধ সৃস্টি হয়। এ বিরোধের জেরে শুক্রবার শেষ বিকালে বাড়িতে থাকা অবস্থায় ফয়সাল হাওলাদার সহ ১০/১২ দূর্বৃত্ত সশস্ত্র অবস্থায় শামিম গাজীর বাড়িতে ঢুকে হামলা চালায় এবং তাকে কুপিয়ে জখম করে।
কলাপাড়া হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক সায়মা সুলতানা জানান, ধারালো অস্ত্রের আঘাতে তার দুই হাত জখম হয় এবং বাম পায়ের বৃদ্ধা আঙ্গুলির রগ কেটে যায়। তাই তাকে বরিশাল রেফার করা হয়েছে।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান বলেন, জমি নিয়ে বিরোধের জেরে পশ্চিম মধুখালী গ্রামে প্রতিপক্ষরা এক যুবককে কুপিয়ে জখম করেছে। এঘটনার ছয়জনের নামে থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে। অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান।

 

গলাচিপায় মাদকাসক্ত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

পটুয়াখালীর গলাচিপায় লিকন মোল্লা (৩২) নামের এক যুবকের ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে উপজেলার চরকাজল ইউনিয়নের বড় চরকাজল গ্রামে। লিকন ওই গ্রামের হাবিবুর রহমান মোল্লার ছেলে। গলাচিপা থানা পুলিশ শনিবার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় গলাচিপা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, লিকন মাদকাসক্ত ছিলেন। তাই হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দুমকিতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ব্রাক ব্যাংকের পাশের ভবনে মামপি রানী সাহা (২২) নামে এক গৃহবধূ বৃহস্পতিবার সন্ধায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটনার সূত্রে জানাগেছে, গৃহবধূ দোতলার নিজ কক্ষে শিশু ছেলে শুদ্ধ (৪) কে নিয়ে দরজা বন্ধ করে ঘুমাতে গিয়েছিলো। সন্ধ্যার পরে ছেলের কান্নার শব্দ পেয়ে আশপাশের লোকজন এসে দরজা ভেঙে ফ্যানের সাথে ওড়না দিয়ে ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে গৃহবধুকে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত গৃহবধূর স্বামী শুভঙ্কর সাহা ঘটনার সময় পীরতলা বাজারে নিজ দোকানে ছিলেন। তিনি জানান , তার স্ত্রী বাপের বাড়ি বেড়াতে যাওয়ার জন্য বার বার বলেছিল কিন্তু লগডাউনের কারনে তার আবদার পূরণ করা সম্ভব হচ্ছিল না। মৃত মামপি সাহার বাপের বাড়ি গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার বিশ্বনাথপুর গ্রামে। দুমকি থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।