চবিতে ফের ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

চবি প্রতিবেদক:

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের (বিজয় ও সিএফসি) মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার রাত পৌনে আটটায় বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল ও শাহ আমানত হলের মাঝে এ সংঘর্ষ হয়।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায়ও এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে ২ জন আহত হন। বিবদমান ২ গ্রুপই শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী।

জানা যায়, আগের দিনের সংঘর্ষের পর ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল। মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ। এর মধ্যেও বিবাদে জড়ায় উভয় গ্রুপ। এ সময় ধাওয়া পাল্টা-ধাওয়ার পাশাপাশি চলে ইট-পাটকেল ছোঁড়াছুঁড়ি।

চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (৮ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের র‌্যাগ ডে’র কনসার্টে প্রবেশ নিয়ে এ সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কনসার্টে প্রবেশের জের ধরে সন্ধ্যা ৭টার পরে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ থেকে বিজয় পক্ষের নেতা-কর্মীরা সোহরাওয়ার্দী হলের সামনে অবস্থান নেয়। অপরদিকে সিএফসির নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের সামনে অবস্থান করে। এসময় দুপক্ষের নেতা-কর্মীদের সাথে দেশীয় অস্ত্র দেখা যায়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এবং পুলিশি সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেম, দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পুলিশ অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করে।

এবার জুনে এসএসসি, আগস্টে এইচএসসি

ডেস্ক রিপোর্ট:
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আগামী জুনে এবং উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা আগস্টে অনুষ্ঠিত হবে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের জরুরি এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভা সূত্রে জানা গেছে, এবছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা আগে নির্বাচনী পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে কোনও শিক্ষাপ্রতিষ্ঠান চাইলে প্রস্তুতিমূলক পরীক্ষা নিতে পারবে। চলতি বছরের এসএসসিতে আইসিটি, ধর্মীয় শিক্ষা এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং এইচএসসিতে আইসিটি এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা নেওয়া হবে না। এবছর বিজ্ঞান বিভাগে প্রতিটি বিষয়ে মোট ৪৫ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে সৃজনশীল ৮টি প্রশ্নের মধ্যে তিনটির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নে ১০ করে ৩০ নম্বরের উত্তর দিতে হবে। এছাড়া নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর দিতে হবে ১৫টির, মোট নম্বর ১৫।

মানবিক ও বাণিজ্য বিভাগে ৫৫ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। তার মধ্যে ১১টি সৃজনশীল প্রশ্নের ৪টির উত্তর দিতে হবে। প্রতিটিতে ১০ করে অর্থাৎ ৪০ নম্বরের উত্তর দিতে হবে। এছাড়া ১৫ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। শুরুতে নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর দিতে হবে, এরপর সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হবে। সব মিলিয়ে পরীক্ষার সময় দুই ঘণ্টা করে নির্ধারণ করা হয়েছে।

সাফল্যের ১১ বছর পেরিয়ে প্রাণের বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল প্রতিনিধি
সাফল্যের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে প্রাণের বরিশাল বিশ্ববিদ্যালয়। দেশের ৫৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয় তার স্বতন্ত্র অবস্থান বজায় রাখতে সক্ষম হয়েছে। একঝাঁক তরুণ-মেধাবী শিক্ষকমন্ডলী, মেধাবী শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিরলস পরিশ্রমে সুন্দর আগামীর প্রত্যাশায় এগিয়ে চলেছে বরিশাল বিশ্ববিদ্যালয়। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে তৎকালীন বেলস্ পার্কে (বর্তমান বঙ্গবন্ধু উদ্যান) অনুষ্ঠিত জনসভায় তাঁর ভাষণে ঢাকার বাহিরে বরিশালে একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দিয়েছিলেন। বঙ্গবন্ধুর সেই ঘোষণাকে বাস্তবে পরিনত করার লক্ষ্যে ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল সদর উপজেলার কর্ণকাঠীতে ৫০ একর জমিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর মাধ্যমে বরিশালবাসীর দীর্ঘদিনের যৌক্তিক প্রত্যাশা, দাবি ও লালিত স্বপ্নের সফল বাস্তবায়ন শুরু হয়। পরের বছর ২০১২ সালের ২৪ জানুয়ারি বরিশাল নগরীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জিলা স্কুল ক্যাম্পাসের কলেজ ভবনে অস্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম পরিচালনা এবং শিক্ষার্থী ভর্তির মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের শুভ সূচনা ঘটে। প্রতিষ্ঠাকালীন ০৪টি অনুষদের অধীনে ০৬টি বিভাগের ৪০০ জন শিক্ষার্থী নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় তার যাত্রা শুরু করে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ০৬টি অনুষদের অধীনে ২৪টি বিভাগে প্রায় ৯০০০ জন শিক্ষার্থী অধ্যায়নরত রয়েছে। ১৯০ জন শিক্ষক, ১০৫ জন কর্মকর্তা এবং ১৫৬ জন কর্মচারীর সমন্বয়ে পরিচালিত বিশ্ববিদ্যালয়টি দক্ষ জনগোষ্ঠী তৈরির কারিগর হিসেবে জ্ঞানের আলো বিলিয়ে যাচ্ছে স্ব-মহিমায়। বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতিটি সদস্যের আন্তরিকতা এবং ঐকান্তিক প্রচেষ্টায় বরিশাল বিশ্ববিদ্যালয় একাডেমিক, গবেষণা, সহশিক্ষাসহ বঙ্গবন্ধুর দর্শন এবং মুক্তিযুদ্ধের চেতনা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার কাজটি খুব ভালো ভাবেই করে যাচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে অচিরেই বিশ্ববিদ্যালয়টি শিক্ষা ও গবেষণার বিস্তার, মুক্তচিন্তার বিকাশ এবং সৃজনশীল কর্মকান্ডের মাধ্যমে প্রযুক্তি নির্ভর একটি কার্যকর গবেষণাধর্মী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত হবে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর চিন্তা, চেতনা ও দর্শনকে ছড়িয়ে দিতে বরিশাল বিশ্ববিদ্যালয় বিভিন্ন সময়ে নানা কার্যকর পদক্ষেপ গ্রহণ করে থাকে। মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২৪টি বিভাগ বছরব্যাপী বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ শীর্ষক ওয়েবিনার আয়োজন, বঙ্গবন্ধু অলিম্পিয়াড আয়োজন, কুইজ প্রতিযোগিতা, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক দেয়ালিকা প্রদর্শন, বিতর্ক প্রতিযোগিতা, বৃক্ষরোপন, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, শিক্ষার্থীদের লেখায় “তারুণ্যের বঙ্গবন্ধু” শিরোনামের স্মরণীকা প্রকাশ, একাডেমিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদ থেকে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে জার্নাল প্রকাশ, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। দেশ-বিদেশের বরেণ্য ব্যক্তিদের ভার্চুয়াল অংশগ্রহণ আয়োজনকে করে তোলে গুরুত্ববহ। বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতি বছর তার প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো ভাবে পালন করে থাকে। যেখানে থাকে বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি। করোনা মহামারির কঠিন বাস্তবতার কারনে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে জাঁকজমকপূর্ণ আয়োজন না থাকলেও বরেণ্য ব্যক্তিবর্গের ভার্চুয়াল উপস্থিতি আয়োজনে ভিন্ন মাত্রা এনে দেবে। এবারের প্রতিষ্ঠাবর্ষিকীতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মহোদয়। যা হোক সকল প্রতিকুলতা পেরিয়ে প্রাণের বরিশাল বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে এবং যাবে, জন্মদিনে এ প্রত্যাশা ব্যক্ত করছি।

ভিসির বাসভবনের সকল পরিষেবা বন্ধের হুমকি শিক্ষার্থীদের

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বাসভবনের সকল পরিষেবা বন্ধের হুমকি দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

রবিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ হুমকি দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিকে, বিকেলে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বাসভবনে পুলিশ ছাড়া সকল মানুষের যাতায়াত বন্ধ করে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আবারও শিক্ষামন্ত্রীর কাছে উপাচার্যের অপসারণ দাবি করেন শিক্ষার্থীরা। তারা জানান, শিক্ষামন্ত্রীর বক্তব্যে উপাচার্যের পদত্যাগ সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়নি। এছাড়া, ভার্চুয়াল মিটিংয়েও শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে উপাচার্যের অপসারণের বিষয়ে কোনো আশ্বাস মেলেনি। তবুও কিভাবে ভিসিকে অপসারণ করা হবে, সে বিষয়ে আলোচনা করতে আগ্রহী বলেও জানান তারা।

এসময় একজন বোমাবাজ উপাচার্যের সিংহাসন বেশি দামি নাকি ২৭ শিক্ষার্থীর জীবন বেশি দামি? এমন প্রশ্নও তোলেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এদিকে, উপাচার্যের অপসারণ দাবিতে গেল বুধবার উপাচার্যের বাস ভবনের সামনে অনশনে বসে ২৪ শিক্ষার্থী। ৫ম দিনের মতো অনশন করছেন শিক্ষার্থীরা। নতুন করে গণঅনশন কর্মসূচিতে যোগ দিয়েছে আরও ৪ শিক্ষার্থী। এছাড়া, আমরণ অনশনকারীদের মধ্যে ১৬ জন হাসপাতালে চিকিৎসাধীন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে গত ১৩ জানুয়ারি রাত থেকে তার পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন ওই হলের কয়েক’শ ছাত্রী। সেই আন্দোলনের এক পর্যায়ে জাফরিন আহমেদ পদত্যাগ করেন। এর মধ্যেই শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ হামলা চালানোর অভিযোগ ওঠে। নতুন দাবি যুক্ত করে আন্দোলন চালিয়ে যেতে থাকেন শিক্ষার্থীরা।

গত ১৬ই জানুয়ারি আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। পরে পুলিশ তাকে উদ্ধার করতে গেলে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। লাঠিচার্জ, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে আইসিটি ভবন থেকে উপাচার্যকে উদ্ধার করে পুলিশ। তবে ওই ঘটনার পর অজ্ঞাত কয়েক’শ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। সেই মামলা প্রত্যাহার এবং উপাচার্যের পদত্যাগের নতুন এক দফা দাবিতে আন্দোলন অব্যাহত রাখেন শিক্ষার্থীরা।

মাদরাসা বোর্ডে শীর্ষে ঝালকাঠি এনএস কামিল মাদরাসা

আরিফুর রহমান, ঝালকাঠি।।
মাদরাসা বোর্ডে দাখিল পরীক্ষার ফলাফলে এবছরও শীর্ষে ঝালকাঠির ঐতিহ্যবাহী এন এস কামিল মাদরাসা (নেছারাবাদ মাদরাসা)।পাস এবং জিপিএ-৫ এ মাদরাসা বোর্ডে এবারও শীর্ষে আছে মাদরাসাটি।

বৃহস্পতিবার(৩০ ডিসেম্বর)ফলাফল ঘোষণাকালে মাদরাসা কর্তৃপক্ষ এ তথ্য জানান।

মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মো. আবদুল কাদির জানান, এ বছর ঝালকাঠি এনএস কামিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় ২৯২ শিক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করে। এর মধ্যে ১৩১ জন পেয়েছে জিপিএ ৫। এছাড়াও ১৪৭ জন এ গ্রেড ও ১৪ জন এ মাইনাস পেয়ে উত্তীর্ণ হয়। ফলাফলে মাদরাসা বোর্ডে এনএস কামিল মাদরাসা দেশের শীর্ষে রয়েছে বলে জানিয়েছেন তিনি।

মাদরাসার অধ্যক্ষ মাওলানা গামী মুহাম্মদ শহিদুল ইসলাম জানান, মাদরাসায় প্রায় পাঁচ হাজার ছাত্র অনার্স, মাস্টার্স, দাখিল, আলিম, ফাজিল ও কামিলে পড়ালেখা করছেন। মুসলিম ঐক্যের প্রতীক আমীরুল মুছলিহীন হযরত মাওলানা মুহাম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজরের পুষ্ঠপোষকতায়, দলীয় রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন, সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা ও শিক্ষার্থীদের মানোন্নয়নে প্রয়োজনীয় ক্লাসটেস্ট নেওয়া হচ্ছে।

পাশাপাশি দুর্বল ছাত্রদের জন্য বছরের বিভিন্ন সময়ে ফীডব্যাক ক্লাস, অভিভাবক সম্মেলনসহ শিক্ষা সহায়ক কার্যক্রম সফল বাস্তবায়ন, আবাসিক ছাত্রদের জন্য সার্বক্ষণিক মনিটরিং ও টিউটর দ্বারা আবাসিক ক্লাস ও সময়োপযোগী ব্যবস্থা গ্রহণের কারণে কেন্দ্রীয় পরীক্ষায় প্রতিষ্ঠানটি গৌরবোজ্জল সাফল্য অর্জন করেছে।

উল্লেখ্য ঐক্য নীতির প্রবর্তক যুগশ্রেষ্ঠ দার্শনিক হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. ১৯৫৬ইং সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন।আমীরুল মুছলিহীন মাওলানা মুহাম্মদ খলীলুর রহমান নেছারাবাদী ১৯৯৪ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন শুরু করেন৷ সেই সঙ্গে পড়াশোনার মানোন্নয়নে মনোযোগী হন৷

মাদরাসাটিতে দাখিল ও আলিম পর্যায়ে বিজ্ঞান ও মানবিক উভয় শাখা চালু আছে। ফাযিলে ২টি বিষয়ে অনার্সের সুযোগ রয়েছে এবং কামিল পর্যায়ে হাদীস, তাফসীর ও ফিকহ বিভাগ রয়েছে।

ববি রাষ্ট্রবিজ্ঞান ছাত্রসংসদের ভিপি শফিকুল, সম্পাদক মঞ্জুরুল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ছাত্রসংসদের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। গঠনতন্ত্রের পদাধিকারবলে সভাপতি হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. মাসুম সিকদার। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মঞ্জুরুল হাসান। সোমবার সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহন চলে। এবং সন্ধ্যা সাড়ে সাত টায় ফলাফল প্রদান ঘোষণা করেন নির্বাচন কমিশনার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সানবিন ইসলাম এবং সহকারী নির্বাচন কমিশনার প্রভাষক ফারহানা আক্তার তানিয়া এবং মনিরা আখতার। শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন শাহরিয়ার আদনান, সাংগঠনিক সম্পাদক পদে মেহেদী হাসান রনি, প্রচার সম্পাদক পদে নির্বাচিত হন মোঃ মোস্তফা কামাল, এবং অর্থ সম্পাদক পদে হাসানুল বান্না (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ক্রিড়া সম্পাদক পদে সিফাতুল্লাহ খান, উপক্রিড়া সম্পাদক পদে নির্বাচিত হন আবু বকর সিদ্দিক, সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হন মাকসুদ খান সোহান, উপ-সাংস্কৃতিক সম্পাদক পদে শুভ সমাদ্দার, দপ্তর সম্পাদক পদে মোঃ মোঃ যোবায়ের হোসেন। এছাড়াও কার্যনির্বাহী সদস্য ১ পদে মোঃআবিদুর রহমান, কার্যনির্বাহী সদস্য ২ পদে তৌসিফ আলম খান এবং কার্যনির্বাহী সদস্য ৩ পদে নির্বাচিত হন মো. সাব্বির হোসেন। উল্লেখ্য, গত ৩০ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে বিভাগজুড়ে ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ। ১ লা ডিসেম্বর থেকে ৭ই ডিসেম্বর পর্যন্ত ছিল মনোনয়ন ফরম উত্তোলনের সময় এবং গত ৮ ডিসেম্বর ১৪ পদের জন্য ২৫ জন প্রার্থী মনোনয়ন জমা দেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১২তম স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২১ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শামীম আহমেদ ॥

বরিশাল বিশ^বিদ্যালয়ে ১২তম স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২১ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অজ বৃহস্পতিবার (২ ) ডিসেম্বর সকাল ১০ টায় বিশ^বিদ্যালয়ের জীবনানন্দ দাস কনফারেন্স হলে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

১২তম স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২১ বরিশাল অঞ্চলের আহবায়ক বরিশাল বিশ^বিদ্যালয়ের গনিত বিভাগের চেয়ারম্যান চিন্ময়ী পোদ্দারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার রুহুল আমিন, ১২তম স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২১ বরিশাল অঞ্চলের সদস্য-সচিব গনিত বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ১২তম স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২১ বরিশাল অঞ্চলের ট্রেজারার সহকারী অধ্যাপক ড. বিজন কৃষ্ণ সাহা, সহকারী অধ্যাপক ড. শফিউল আলম, সহকারী অধ্যাপক হেনা রানী বিশ^াস, সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আহমেদ ফয়সাল, প্রভাষক মহুয়া জাহান রূপা, প্রভাষক সুজিত কুমার বালাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

প্রতিযোগিতার বরিশাল আঞ্চলিক পর্বে বিজয়ী ১০ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন উপাচার্য । উল্লেখ্য এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন এর সহায়তায় এবং বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে দেশব্যাপী “১২তম স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২১” আয়োজন করা হয়েছিলো। বরিশাল বিশ^বিদ্যালয় গণিত বিভাগের সার্বিক তত্ত্বাবধায়নে গণিত অলিম্পিয়াডের বরিশাল বিভাগের আঞ্চলিক পর্বটি গত ২৬ নভেম্বর ২০২১ তারিখ সম্পন্ন হয়। প্রতিযোগিতায় ৬টি বিশ^বিদ্যালয় ও ৯ টি কলেজের ১১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের হলের ডাইনিং পরিদর্শনে উপাচার্য

বরিশাল:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের হলসমূহের ডাইনিং পরিদর্শন করেছেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। গতকাল বুধবার দুপুরে আকষ্মিক ভাবে বিশ^বিদ্যালয়ের বঙ্গবন্ধু হল, শেরে বাংলা হল ও শেখ হাসিনা হলের ডাইনিং পরিদর্শন করেন উপাচার্য। এসময় উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন হলের ডাইনিংয়ের খাবারের মান যাচাই করেন এবং হলের শিক্ষার্থীদের খোঁজ খবর নেন। এছাড়া খাবারের মান ও পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে ডাইনিং সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

বরিশাল বিএম কলেজে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

শামীম আহমেদ ॥

শিক্ষা কোন পণ্য নয়, শিক্ষা নিয়ে কোন ব্যবসা নয় এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ফরম-ফিলাপের নির্ধারিত ফি এর বাহিরে করোনা মহামারির ভিতরেও কলেজ প্রশাসন কর্তৃক বিভিন্ন অযৌক্তিক খাত দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (অনার্স ৪র্থ বর্ষ) শিক্ষার্থী ছাত্র-ছাত্রীরা।

আজ শনিবার (৬ই) নভেম্বর সকাল ১১টায় বরিশাল বজ্রমোহন (বিএম কলেজের) ছাত্র-ছাত্রী শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের জিরো পয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বেড় করে মিছিলটি ক্যাম্পাশে প্রদক্ষিণ করে কলেরের সামনের নতুন বাজার নথুল্লাবাদ সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের দাবী পুরনের জন্য বিক্ষোভ প্রদর্শন করে।

এসময় শিক্ষার্থীদের দাবী পুরন করার লক্ষে বক্তব্য রাখেন মোঃ তানজিলুর রহমান,রাসেদুল ইসলাম আকাশ,ফয়সাল হোসেন, নবীন সিকদার, সৈকত বিশ্বাষ,সুমন ডাকুয়া ও আরিফ মাহমুদ।

এসময় তারা বলেন তাদের দাবী পুরন করা না হলে বিএম কলেজে কোন পরিক্ষা হতে দেওয়া হবে না। প্রয়োজনে কলেজ ক্যাম্পাসের সকল দপ্তরে তালা ঝুলিয়ে দিয়ে অচল করে দেওয়ার হুমকি দেন।