৪ বছর ধরে দেশে প্রশ্নপত্র ফাঁস হয়নি : শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট :

গত চার বছর ধরে দেশে কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, সরকার সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য সব ধরনের পদক্ষেপ নিয়েছে। আজ শনিবার চাঁদপুর জেলা প্রশাসনের সম্প্রীতি সমাবেশে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘দিনাজপুরে যে ঘটনা ঘটেছে, সেটি অত্যন্ত দুঃখজনক। প্রশ্নপত্র ফাঁস বলতে যা বোঝায়, এখানে সেটি হয়নি। কোনো পরীক্ষার্থীর হাতে প্রশ্নপত্র পৌঁছায়নি। একটি পরীক্ষার কেন্দ্রসচিব অনেকগুলো প্রশ্নপত্র একটি প্যাকেটে করে নিয়ে গেছেন। এটি কীভাবে হলো বিষয়টি তদন্ত হচ্ছে। তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’

এ সময় জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌরসভার মেয়র মোহাম্মদ জিল্লুর রহমান জুয়েল, সিভিল সার্জন ডা. মো. শাহাদাত হোসাইন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী ব্যাপারী, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষার হলে আবু হানিফ

ডেস্ক রিপোর্ট :
বাবার লাশ বাড়িতে রেখে দাখিল পরীক্ষায় বসেছেন আবু হানিফ নামে এক শিক্ষার্থী।

বৃহস্পতিবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আবু হানিফের বাবা মৃত্যুবরণ করেন। একইদিনে সকাল ১১টায় তার দাখিল পরীক্ষা। বাড়িতে বাবার মরদেহ রেখে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে সে। আজ বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল তার।

এ ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ভালুকায়। আবু হানিফ বিরুনিয়া বাজার দারুল উলুম দাখিল মাদরাসার ছাত্র। তার বাবা মো. হজরত আলী উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কাইচান গ্রামের বাসিন্দা ছিলেন।

স্বজনেরা জানান, বৃহস্পতিবার আবু হানিফের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল। কয়েকদিন ধরে তার বাবার জ্বর ছিল। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বাবার মৃত্যুতে আবু হানিফা ভেঙে পড়লেও মা ও বোনদের উৎসাহে ভালুকা ফাজিল মাদরাসা দাখিল পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে যায় সে।

ভালুকা ফাজিল মাদরাসা দাখিল পরীক্ষা কেন্দ্রের হল সুপার মোবাশ্যারুল ইসলাম সবুজ বলেন, পরীক্ষার্থী আবু হানিফের বাবার মৃত্যুর বিষয়টি আমরা অবগত আছি। এক হাতে চোখ মুছে ও অন্য হাতে খাতায় লিখতে দেখা গেছে তাকে। আমরা তাকে পরীক্ষা দিতে সান্ত্বনার পাশাপাশি উৎসাহ দিয়েছি।

সন্তান জন্ম দিয়েই পরীক্ষার হলে ছুটলেন এসএসসি পরীক্ষার্থী

ডেস্ক রিপোর্ট :
কুষ্টিয়ায় মেঘলা খাতুন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী সন্তান জন্ম দেয়ার কয়েক ঘণ্টা পরই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শহরের পূর্ব মিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীর সাহস আর মনোবল দেখে অনেকেই তার ভূয়সী প্রশংসা করেছেন।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৫ মার্চ মেঘলা খাতুনের বিয়ে হয়। তার স্বামী আল আমিন একটি কারখানায় দিনমজুর হিসেবে কাজ করেন। মেঘলা কুষ্টিয়া শহরের আলাউদ্দিন আহামেদ ক্যাডেট স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।

চলতি বছর এসএসসি পরীক্ষা শুরু হলে গর্ভের সন্তান নিয়েই শহরের চর মিলপাড়া গড়াই আবাসন এলাকায় বাবা-মায়ের বাড়িতে থেকে তিনি পরীক্ষায় অংশ নিয়ে আসছিলেন।

আজ মঙ্গলবার ছিল ইংরেজি ২য় পত্রের পরীক্ষা। কিন্তু ভোর হতে না হতেই তার প্রসব বেদনা শুরু হয়। এ অবস্থায় সকাল ৭টার দিকে পরিবারের লোকজন শহরের পূর্ব মিলপাড়ায় অবস্থিত নগর মাতৃসদন হাসলাতালে নিয়ে গিয়ে প্রসূতি ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। এরপর সকাল সাড়ে ৮টার দিকে স্বাভাবিক প্রক্রিয়ায় মেঘলা ফুটফুটে এক ছেলে-সন্তানের জন্ম দেন। সন্তান জন্মের পর মেঘলা খাতুন শারীরিকভাবে সুস্থ বোধ করলে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছা পোষণ করেন। সদ্য ভূমিষ্ট নবজাতক সন্তানকে হাসপাতালে স্বজনদের কাছে রেখে অদম্য মনোবল নিয়ে মেঘলা খাতুন ছুটে যান শহরের কুষ্টিয়া হাই স্কুল পরীক্ষা কেন্দ্রে।

মেঘলার অদম্য মনোবল আর সাহস দেখে বিস্মৃত হাসপাতাল কর্তৃপক্ষ তাদের অ্যাম্বুলেন্স দিয়ে তাকে পরীক্ষার হলে পৌঁছে দেয়।

পরীক্ষার্থী মেঘলা খাতুন বলেন, আমি শারীরিক ভাবে সুস্থ থাকলেও এখানকার চিকিৎসকসহ স্টাফরা আমাকে মানসিক সাহস যুগিয়েছেন। এখানকার সেবার মান অনেক উন্নত। তাই আমি নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসব করতে পেরেছি এবং নবজাতক সন্তানকে রেখে পিছুটান ছাড়াই পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছি।

হাসপাতালের চিকিৎসক সুমাইয়া শারমিন বন্যা বলেন, সন্তান জন্ম দেওয়ার পর আমরা মেঘলা খাতুনকে শারীরিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি সে সুস্থ রয়েছে। তাই তার ইচ্ছা অনুযায়ী তাকে আমাদের অ্যাম্বুলেন্স দিয়ে পরীক্ষার হলে পাঠানোর ব্যবস্থা করি।

হাসপাতালের প্রজেক্ট ম্যানেজার রাহেলা পারভিন বলেন, মেঘলার মতো অদম্য মনোবল নিয়ে লড়াই করা মেয়ের সংখ্যা খুবই কম। আমরা তার মনোবল দেখে বিস্মৃত হয়েছি। আমরা হাসপাতালের সবাই মেঘলাকে অভিবাধন জানাচ্ছি এবং নবজাতক ও তার পরিবারের মঙ্গল কামনা করছি।

যশোর বোর্ডের স্থগিত এসএসসির এমসিকিউ পরীক্ষার তারিখ ঘোষণা

ডেস্ক রিপোর্ট :
ভুল প্রশ্নপত্র বিতরণের কারণে যশোর শিক্ষা বোর্ডে স্থগিত হওয়া বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষা আগামী ৩০ সেপ্টেম্বর বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। মঙ্গলবার যশোর বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, শনিবার বাংলা দ্বিতীয়পত্রের শুধুমাত্র সৃজনশীল অংশের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার আগের দিন বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বহুনির্বাচনি অংশের পরীক্ষা স্থগিত করা হয়।

যশোর শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, ১৫ সেপ্টেম্বর এসএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় নড়াইলের কালিয়া উপজেলার প্যারীশংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে প্রথমপত্রের বদলে বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ করা হয়।

এছাড়া উপজেলার বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং লোহাগড়া উপজেলার দিঘলিয়া নবগঙ্গা ডিগ্রি কলেজ ও ইতনা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রশ্নপত্রের প্যাকেট খুলে বাংলা দ্বিতীয়পত্রের বহুনির্বাচনি প্রশ্নপত্র পাওয়া যায়। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলা দ্বিতীয়পত্রের এমসিকিউ অংশের পরীক্ষা স্থগিত করা হয়।

২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ডেস্ক রিপোর্ট :
আগামী ২০২৩ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষা সব বিষয়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আজ রবিবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকারের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২০২৩ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ২০২৩ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। ‘২০২৩ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষা সব বিষয়ে অনুষ্ঠিত হবে।’

এতে আরও বলা হয়, এসএসসি পর্যায়ে আইসিটি পরীক্ষার পূর্ণ নম্বর ৫০ এবং অন্যান্য প্রতিটি বিষয়ে তিন ঘণ্টা সময়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এইচএসসি পর্যায়ে প্রতিটি বিষয়ে তিন ঘণ্টা সময়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি বছরে এসএসসি ও সমমানের পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে তিন ঘণ্টার পরিবর্তে দুই ঘণ্টা অনুষ্ঠিত হচ্ছে।

আর কত সংক্ষিপ্ত সিলেবাস

ডেস্ক রিপোর্ট :
করোনাকালে দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর স্কুল-কলেজ খুলেছিল গত বছরের ১২ সেপ্টেম্বর। এরপর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান ধীরে ধীরে স্বাভাবিক হলেও বছরের পর বছর ধরেই মাধ্যমিক পর্যায়ের এসএসসি ও সমমান এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের এইচএসসি ও সমমানে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হচ্ছে। এমনকি বহুনির্বাচনীতেও (এমসিকিউ) অনেক বেশি প্রশ্ন থেকে কম প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। কিছু কিছু বিষয় মূল্যায়ন করা হচ্ছে পরীক্ষা ছাড়াই। ২০২১ সালে শুরু হয় সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া। চলতি বছর এমনকি আগামী বছরও সংক্ষিপ্ত সিলেবাসেই হবে এসএসসি-এইচএসসি ও সমমানের পাবলিক পরীক্ষা।

শিক্ষাবিদরা বলছেন, সংক্ষিপ্ত সিলেবাসে করা প্রশ্নে অনেক বেশি প্রশ্ন থেকে কম উত্তর দেওয়ার সুযোগ রাখায় একজন শিক্ষার্থী সংক্ষিপ্ত সিলেবাস আরও সংক্ষিপ্ত করে পড়ছে। এভাবে পড়ে পরীক্ষা দিয়েও ভালো নম্বর পেয়ে যাচ্ছে তারা। পরীক্ষা বলতে যা বোঝায় তা হচ্ছে না এ পদ্ধতিতে। অনেক বিষয়ে না পড়েও ভালো ফল করলে ভবিষ্যতে তরুণ-তরুণীরা দেশ ও জাতির জন্য বোঝা হয়ে দাঁড়াবে। অবিলম্বে সংক্ষিপ্ত সিলেবাসের এ প্রক্রিয়া থেকে ফিরে আসা উচিত। তথ্যমতে, ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছে শুধু নৈর্ব্যচনিক বিষয়ে। আবশ্যিক (বাংলা, ইংরেজি, গণিতসহ অন্য) বিষয়গুলোতে কোনো পরীক্ষাই নেওয়া হয়নি। যেগুলোতে পরীক্ষা হয়েছে সেখানেও সিলেবাস ছিল অনেক সংক্ষিপ্ত। এমনকি ৩০টি এমসিকিউর মধ্যেও দিতে হয়েছে ১৫টির উত্তর। গত বৃহস্পতিবার থেকে চলতি বছরের (২০২২ সালের) এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। তবে পরীক্ষা নেওয়া হবে না ধর্ম ও নৈতিক শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান বিষয়ে। সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়ন করা হবে এ বিষয়গুলোতে। আর এই পরীক্ষায় কমিয়ে দেওয়া হয়েছে নম্বর। ইংরেজিতে ৫০ নম্বর ও বাকি সব বিষয়ে পরীক্ষা হচ্ছে ৫৫ নম্বরে। এই পরীক্ষাগুলোতে রচনামূলক প্রশ্নের পাশাপাশি এমসিকিউতেও অনেক বাড়তি প্রশ্ন দেওয়া হয়েছে, ফলে খুব অল্প প্রস্তুতি নিয়েও ভালো পরীক্ষা দিতে পারছে ছাত্র-ছাত্রীরা। আগামী নভেম্বরে শুরু হবে এইচএসসি ও সমমান পরীক্ষা। এ পরীক্ষাও নেওয়া হবে এসএসসি পরীক্ষার আদলে কম সিলেবাসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ছিদ্দিকুর রহমান প্রতিবেদককে বলেন, সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হচ্ছে অথচ অনেক বেশি প্রশ্নের মধ্যে কম প্রশ্নের উত্তর দিতে হচ্ছে পরীক্ষার্থীদের। এমসিকিউতেও এমন অপশন রাখা হচ্ছে। অর্থাৎ কোনো শিক্ষার্থী সংক্ষিপ্ত সিলেবাসকে আরও ছোট করে পড়ে পরীক্ষা দিয়ে ভালো নম্বর পেয়ে যাচ্ছে। এই সুযোগ সরকার করে দিচ্ছে। পরীক্ষা বলতে যা বোঝায় তা হচ্ছে না বরং পরীক্ষা পদ্ধতিতে গলদ ও দুর্বলতা রয়েছে। একজন শিক্ষার্থী না পড়ে ভালো ফল করলে ভবিষ্যতে সে দেশ ও জাতির জন্য বোঝা হয়ে দাঁড়াবে। এ শিক্ষাবিদ বলেন, আমি শিক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাসের ঘোর বিরোধী। অবিলম্বে এ প্রক্রিয়া থেকে ফিরে আসা উচিত বলে মন্তব্য করেন তিনি। শিক্ষা বোর্ডের তথ্যমতে, আগামী বছরের (২০২৩ সালের) এসএসসি ও এইচএসসি পরীক্ষাও হবে সংক্ষিপ্ত সিলেবাসে। গত ১১ এপ্রিল শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে একটি সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হয়। সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) প্রকাশিত পাঠপরিক্রমা অনুযায়ী এখন স্কুল-কলেজে পড়ানো হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের। বছরের পর বছর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হওয়ায় ছাত্র-ছাত্রীদের পড়াশোনার আগ্রহও দিন দিন কমছে বলে জানিয়েছেন অভিভাবকরা। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, করোনাভাইরাস মহামারির কারণে এসএসসি-এইচএসসি ও সমমানের পরীক্ষার সিলেবাস পুনর্বিন্যস্ত (সংক্ষিপ্ত) করা হয়েছে। চলতি বছরের পরীক্ষায় অর্ধেক নম্বরে ও কম সময়ে (তিন ঘণ্টার পরিবর্তে দুই ঘণ্টায়) নেওয়া হলেও আগামী বছর সংক্ষিপ্ত সিলেবাসে পূর্ণ নম্বরে, পূর্ণ সময়ে সব বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এখন পুরোদমে ক্লাস চলছে। তাই ২০২৪ সাল থেকে আর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নয়, পুরো সিলেবাসেই এসব পরীক্ষা নেওয়া হবে।

 

যশোর বোর্ডে এসএসসির বাংলা ২য় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত

ডেস্ক রিপোর্ট :

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। রুটিন অনুযায়ী আগামী শনিবার এই পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে, দিন সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন, ‘চলমান এসএসসি পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার নড়াইলের কালিয়া উপজেলার প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কামশিয়া মাধ্যমিক বিদ্যালয় ও লোহাগড়া উপজেলার দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে বাংলা প্রথম পত্রের এমসিকিউ প্রশ্নপত্রের স্থানে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ বিতরণ করা হয়েছিল। এজন্য শনিবারের বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে, রুটিন অনুযায়ী এদিন একই বিষয়ের সৃজনশীল পরীক্ষা বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা ৪০ পর্যন্ত অনুষ্ঠিত হবে।’

আন্তশিক্ষাবোর্ডের সঙ্গে আলোচনা করে স্থগিত এমসিকিউ পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রশ্নপত্রের এমন ত্রুটির ক্ষেত্রে কেন্দ্র সচিব বা কেন্দ্র সংশ্লিষ্টদের কোন গাফিলতি দেখছি না। যেখান থেকে প্রশ্নপত্র প্যাকেটজাত হয়েছে, সেখান থেকে এই সমস্যা সৃষ্টি হয়েছে। তারপরেও বোর্ড ও আইনশৃঙ্খলা বাহিনী এ ব্যাপারে তদন্ত করবে।’

এ বছর যশোর শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ৭০ হাজার ৩৭৭ জন। যা গত বছরের তুলনায় ২৩ হাজার ২৭ জন কম।

এসএসসি পরীক্ষার প্রথমদিন অনুপস্থিত ১৬৬২৭ শিক্ষার্থী

ডেস্ক রিপোর্ট :
এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথমদিন বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) অনুপস্থিত ছিলেন ১৬ হাজার ৬২৭ শিক্ষার্থী।

শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) শুরু হয়েছে। এদিন বাংলা (আবশ্যিক) প্রথম পত্র ও সহজ বাংলা প্রথম পত্র অনুষ্ঠিত হয়।

কন্ট্রোল রুম থেকে পাওয়া তথ্যানুযায়ী- ঢাকা বোর্ডে ৩ হাজার ৭২১, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৬৮৩, রাজশাহী বোর্ডে ১ হাজার ৭১৯, বরিশাল বোর্ডে ৯৯২, সিলেট বোর্ডে ১ হাজার ১১৯, দিনাজপুরে ১ হাজার ৬৯৬, কুমিল্লা বোর্ডে ২ হাজার ৮৬৬, ময়মনসিংহে ১ হাজার ২, যশোর বোর্ডে ১ হাজার ৮২৯ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

এদিকে পরীক্ষার প্রথম দিনে বহিষ্কার করা হয়েছে মোট চারজন শিক্ষার্থীকে। তাদের মধ্য ঢাকা ও কুমিল্লা বোর্ডে একজন করে, চট্টগ্রাম বোর্ডে দুইজন রয়েছেন।

যানজটের কথা বিবেচনা করে এবার সকাল ১০টার পরিবর্তে বেলা ১১টায় এসএসসি ও সমমানের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

প্রতিটি পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। এবার এ স্তরে বিকেলে কোনো পরীক্ষা থাকছে না। এমসিকিউ পরীক্ষার সময় ২০ মিনিট এবং রচনামূলক পরীক্ষার সময় ১ ঘণ্টা ৪০ মিনিট। পরীক্ষাকেন্দ্রে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে।

১৭ সেপ্টেম্বর বাংলা (আব্যশিক) দ্বিতীয় পত্র ও সহজ বাংলা দ্বিতীয় পত্র, ১৯ সেপ্টেম্বর ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র এবং পরদিন ২০ সেপ্টেম্বর ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র, ২২ সেপ্টেম্বর গণিত, ২৪ সেপ্টেম্বর পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং, পরদিন গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষি শিক্ষা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, চারু ও কারুকলা (তত্ত্বীয়), ২৬ সেপ্টেম্বর রসায়ন (তত্ত্বীয়) এবং পৌরনীতি ও নাগরিকতা ও ব্যবসায় উদ্যোগ, পরদিন ২৭ সেপ্টেম্বর ভূগোল ও পরিবেশ, ২৮ সেপ্টেম্বর জীববিজ্ঞান (তত্ত্বীয়) ও অর্থনীতি, ২৯ সেপ্টেম্বর হিসাববিজ্ঞান এবং ১ অক্টোবর উচ্চতর গণিত (তত্ত্বীয়) পরীক্ষার মধ্যদিয়ে শেষ হবে এসএসসি পরীক্ষা।

 

আগামী বছর থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা মার্চে

ডেস্ক রিপোর্ট :
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক বলেছেন, আগামী বছরের এসএসসি পরীক্ষা এগিয়ে আনা হবে। আগে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসে শুরু হতো। আমরা সেখানে ফিরে যেতে না পারলেও মার্চে শুরুর পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে তিনি বলেন, পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো খবর পাওয়া যায়নি। কেউ এ নিয়ে গুজব ছড়ালে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আবু বকর ছিদ্দীক বলেন, সারাদেশে কোনো কেন্দ্রে পরীক্ষা গ্রহণে অসুবিধা হয়নি। শিক্ষার্থীরা যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়েছে। সড়কে যানজট ও বৈরি আবহাওয়ার কথা চিন্তা করেই এবার সকাল ১০টার পরীক্ষা বেলা ১১টায় নেওয়া হয়েছে।

এ সময় সচিবের সঙ্গে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, আন্তঃবোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষসহ অন্য শিক্ষকরা।

এসএসসির প্রথম দিনে ময়মনসিংহ বোর্ডে অনুপস্থিত ১০০২, বহিষ্কার ২

ডেস্ক রিপোর্ট :
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল ১ হাজার ২ জন শিক্ষার্থী। আর অসদুপায় অবলম্বন করায় দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ময়মনসিংহের শিক্ষা বোর্ডের অধীনে চারটি জেলার ১৪৮ কেন্দ্রে মোট ১ লাখ ১০ হাজার ৩৩১ জন শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে প্রথম দিনে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৯ হাজার ৩২৯ জন। অনুপস্থিতির সংখ্যা ১ হাজার ২ জন।

যার মধ্যে ময়মনসিংহ জেলায় ৪৮ হাজার ২০৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৪৮ জন, জামালপুরে ২৬ হাজার ৪৪৪ জনের মধ্যে ২৩০ জন, নেত্রকোনায় ২১ হাজার ৪৮৬ জনের মধ্যে ২০৩ জন এবং শেরপুর জেলায় ১৪ হাজার ১৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১২১ জন পরীক্ষায় অংশ নেয় নি।
এছাড়াও ময়মনসিংহ ও জামালপুরে একজন করে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলেও জানান বোর্ডের এ কর্মকর্তা।