বরিশাল বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ক্যাম্পাস ভিত্তিক রেডিও BU RADiO

নিজস্ব প্রতিবেদক: বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত একঝাঁক শিক্ষার্থীদের প্রচেষ্টায় এবং নিজস্ব অর্থায়নে চালু হতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম অনলাইন রেডিও স্টেশন বি ইউ রেডিও।
আগামী ইং ১৯/০৫/২০১৯ তারিখ, রাত ১০ টা থেকে ১২টা পর্যন্ত BU RADiO (ওয়েব বেজড) এর প্রথম প্রোগ্রাম সরাসরি সম্প্রচার করা হবে। এরই মাধ্যমে গুটি গুটি পায়ে স্বপ্নের BU RADiO বাস্তবে রূপ নিতে যাচ্ছে। এখানে ববির সকল শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা প্রকাশ করতে পারবেন। ১ম দিনের প্রোগ্রামে সম্প্রচারিত হবে রেডিওটির পেছনের গল্প এবং আড্ডা হবে অন এবং অফ এয়ারে কাজ করা মানুষগুলোর সাথে যাদের অক্লান্ত পরিশ্রমে সদ্য নতুন একটা বিশ্ববিদ্যালয়ে এত বড় একটা চ্যালেঞ্জ নেয়া সম্ভব হয়েছে। এখানে পরবর্তীতে প্রোগ্রামের অংশ হিসাবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক খবর, ববি শিক্ষার্থীদের সাফল্যের খবর,সফল মানুষদের ইন্টারভিউ,ক্ষুদ্র উদ্যক্তাদের নিয়ে আড্ডা এছাড়াও থাকছে আর জে আওয়ার,গান, কবিতা ইত্যাদি।
রেডিওটির প্রতিষ্ঠাতা গণিত বিভাগের পঞ্চম ব্যাচের আবু উবায়দা বলেন, ‘গল্পটি ২০১৭ সালের, তখন আমি ১ম বর্ষের ছাত্র। সেসময় আমার বন্ধু আকিব জাভেদ ফাহিম কে আমাদের ববি ক্যাম্পাসে ক্যাম্পাস রেডিও চালু করার কথা জানাই, তখন ফাহিম খুব আগ্রহ দেখানোর কারনে আমরা দুইজন মিলে কাজ শুরু করি এবং ওয়েব ভিত্তিক ক্যাম্পাস রেডিও চালু করার শেষ পর্যায়ে এসে যাই। পরিক্ষামূলক ভাবে সম্প্রচারও করা হয়, কিন্তু ইন্টারনেট সুবিধা না থাকায় বা রেডিওতে কাজ করতে অাগ্রহীদের সাড়া না পাওয়া সহ আরো বেশ কিছু সীমাবদ্ধতার কারনে সেটি চালু রাখা সম্ভব হয়নি। পরবর্তীতে ২০১৯ এর এপ্রিল মাসে আবারো উদ্দ্যোগ নেয়ায় ব্যাপক সাড়া পাই এবং অফিসিয়ালি ক্যাম্পাস রেডিও চালু করার সিদ্ধান্ত নেই।’

এছাড়া এই রেডিওর সহ প্রতিষ্ঠাতা হিসেবে আছেন, তানভির আহমেদ,আকিব জাভেদ ফাহিম,জালাল উদ্দীন রুমি,তানজুম তমা,রেজওয়ানা আফরোজ, চিন্ময় মন্ডল,তাওহিদ হৃদয়,সুব্রত সাগর,ফজলে রাব্বি রকি,মাহমুদুর রহমান তপু,বাহাউদ্দীন আবির,জুয়েল হোসেন, সামিয়া জেরিন, মরিয়ম ইয়াসমিন,ফাইয়াজ আহমেদ,নেওয়াজ শরীফ, ইমরান জাহিদ,রনি হাওলাদার,সাইদুজ্জামান শোয়েব।
BU RADiO এর লাইভ প্রোগ্রাম শুনতে……
ভিজিট করবেন http://bit.ly/2JFp4uz
এই ঠিকানায়। অথবা,
এই লিংক থেকে: http://bit.ly/2YA4W17 এ্যাপটি ইনস্টল করে লাইভ শুনতে পারেন। এছাড়াও লাইভ প্রোগ্রামের স্ট্রিম অাপডেট পেতে লাইক দিতে পারেন,পেইজ লিংক= https://www.facebook.com/buradio.org

কৃষি পন্যের ন্যায্য মূল্যর জন্য ববি শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী কৃষকের উৎপাদিত ধানের ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দেশের বিভিন্ন প্রান্তের কৃষকের সন্তানসহ অন্যান্য শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশ নেন। মঙ্গলবার (১৪ মে) সকাল ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-পটুয়াখালী মহাসড়কে কৃষি ও কৃষকের উপর চলমান নৈরাজ্য বন্ধের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন থেকে শিক্ষার্থীরা ধানের দাম বাড়ানোসহ সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের দাবি জানান।

উল্লেখ্য যে মানববন্ধনটি সকাল ১২টা থেকে শুরু হয়ে ১টায় শেষ হয়। উক্ত মমানববন্ধন এ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্য থেকে রেজাউর রহমান রাজু,আব্দুর রহমান মিজান,সুজয়,লোকমান হোসেন,আলীম সালেহী,আরাফাত হোসেন,হাসিবুল ইসলাম বক্তব্য রাখেন।
মার্কেটিং বিভাগের শিক্ষার্থী লোকমান হোসেন বলেন, “কৃষকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। যেসব অসাধু ব্যবসায়ী আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সরকারের কাছে আবেদন থাকবে, যাতে সরকার কর্তৃক বরাদ্দকৃত সকল সুযোগ সুবিধা কৃষকেরা পায় সেদিকে সুদৃষ্টি দিতে হবে।কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এই কৃষকেরা যদি এভাবে মার খেতে থাকে তবে দেশের কোন উন্নয়নই স্থিতিশীল হবে না, সরকারকে এটা মাথায় রাখতে হবে।”

আরাফাত হোসেন বলেন, ‘ একজন সচেতন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও একজন কৃষকের সন্তান হিসেবে আমাদের আজ এই কর্মসূচি।কৃষি প্রধান দেশের কৃষকের চোখে আজ পানি। কৃষক ন্যায্য মূল্য না পেয়ে তার ধানে আগুন ধরিয়ে দিচ্ছে। বিপুল পরিমাণ টাকা লোকসানে ধান বিক্রি করতে হচ্ছে তাদের। ফলে পরিবার নিয়ে করতে হচ্ছে অসহায় জীবন যাপন। অথচ তারা আমাদের অন্নের জোগানদাতা। তারা ভালো থাকলেই আমরা ভালো থাকবো। দেশ ভালো থাকবে। যারা ক্ষমতায় থাকে তারা কখনোই কৃষকদের নিয়ে ভাবে না। আমরা চাই সরকার সুষ্ঠু নীতিমালা করে কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান কিনতে ব্যবসায়ীদের বাধ্য করুক। ’

সরকারি বিএম কলেজে নববর্ষে ‘সিঙ্গেল’ লেখা টি-শার্ট পরে শোডাউন!

নিজস্ব প্রতিবেদক: আজ রবিবার বরিশাল সরকারি বিএম কলেজে পহেলা বৈশাখ উপলক্ষ্যে সিঙ্গেল লেখা টি-শার্ট পরে  শোডাউন ও র‍্যালী করেছে কিছু শিক্ষার্থীরা। সকাল ১০টায় সরকারি বিএম কলেজের বিভিন্ন সড়কগুলো প্রদক্ষিন করেন তারা।

এসময় তাদের টি-শার্টে স্লোগান ছিলো “কেউ পাবে কেউ পাবেনা তা হবে না তা হবেনা”। র‍্যালীতে অংশ নেয়া ফয়সাল কাজী জানান কেবলমাত্র মজা করার উদ্দেশ্যেই তারা সিঙ্গেল লেখা টি-শার্ট পরে বের হয়েছেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি

মোঃ নাঈম হাওলাদার (শুভ): বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে প্রত্যাহারের দাবিতে সপ্তম দিনের মতো আন্দোলন করছেন শিক্ষার্থীরা। সোমবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসকের কাছে উপাচার্যকে প্রত্যাহারের দাবিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার পর পদত্যাগ বা ভিসিকে প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে। এ ছাড়া স্মারকলিপির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেয়া হয়েছে। এ সময়ে যদি ভিসিকে প্রত্যাহার করে না নেয়া হয় তা হলে আরও কঠোর কর্মসূচির ডাক দেয়া হবে। জেলা প্রশাসন কার্যালয়ের সামনে বিক্ষোভকালে শিক্ষার্থীরা ভিসি এসএম ইমামুল হকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। প্রসঙ্গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের আয়োজন সম্পর্কে শিক্ষার্থীদের না জানানোর কারণে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের সন্তান বলে গালি দিলে আন্দোলন আরও বেগবান হয় এবং তারই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পরও হল ত্যাগ না করে টানা সাত দিন ধরে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। এতে করে পুরো বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা চলছে।

বরিশাল বিএম কলেজে মুক্তিযুদ্ধের বই মেলায় আলোচনা সভা ও সম্মাননা প্রদান

মোঃ শাহাজাদা হীরা: মুক্তিযুদ্ধের আদর্শই হোক আমাদের চেতনা এই স্লোগান নিয়ে বরিশাল সরকারী ব্রজমোহন কলেজ মুল ভবন মাঠে ব্রজমোহন কলেজ সংস্কৃতিক পরিষদের আয়োজনে তিনদিন ব্যাপি মুক্তিযুদ্ধর বই মেলা অনুষ্ঠিত হয়। আজ ৩১ মার্চ রবিবার সকাল ১১ টায় দ্বিতীয় দিনের ২য় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি ব্রজমোহন কলেজের সাবেক অধ্যক্ষ স.ম. ইমানুল হাকিম, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি কাজল ঘোষ, বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ সরকারি ব্রজমোহন কলেজ বরিশাল, প্রফেসর নুসরাত জাহান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সভাপতি সংস্কৃতির পরিষদ সরাসরি ব্রজমোহন কলেজ বরিশাল, সঞ্জীব সমাদ্দারসহ আরো অনেকে। প্রথমে প্রধান অতিথিসহ অন্য সকল অতিথিরা জাতীয় সংগিত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করে। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃর্তিতে শ্রদ্বাঞ্জলী নিবেদন করেন। পরে অতিথিরা অলোচনা সভায় মুক্তিযুদ্ধের উপর স্মৃতিচারন করেন। আলোচনা সভা শেষে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি ও মুক্তিযোদ্ধা কাজল ঘোষকে সংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। মেলায় ১১টি স্টল রয়েছে তাতে ভাষা আন্দোলন, স্বাধীনতা-সংগ্রাম, মুক্তিযুদ্ধসহ বিভিন্ন বাই স্থান পেয়েছে। মেলা প্রতিদিন সকাল নয়টা থেকে শুরু হয়ে সন্ধা ছয়টা পর্যন্ত চলবে।

বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে বিএম কলেজ ছাত্র নিহত

আকিব মাহমুদ: বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে বিএম কলেজ ছাত্র নিহতের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে বরিশাল সরকারি বিএম কলেজের মহাত্মা অশ্বিনী কুমার ছাত্রাবাসে ডি ব্লকের একটি রুমে এই ঘটনা ঘটে। নিহত মানিক সরকারি বিএম কলেজের মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থী।

বরিশাল সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

আসমা আফরোজ: আজ শনিবারবরিশাল জেলার অন্যতম বিদ্যাপিঠ বরিশাল সরকারি মহিলা কলেজে ৫৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে । বরিশাল সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল মোতালেব হাওলাদার এর সভাপতিত্বে কলেজ মাঠ প্রাঙ্গণে  বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী  কর্নেল(অব:) জাহিদ ফারুক শামীম। বিশেষ অতিথি ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস ও সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শফিকুর রহমান সিকদার।

বিএম কলেজ ছাত্রী নিহতের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ

আকিব মাহমুদ: গতকাল শুক্রবার বরিশাল নগরীর গড়িয়ারপাড়ে সড়ক দুর্ঘটনায় ব্রজমোহন কলেজের মাস্টার্স গণিত বিভাগের শিক্ষার্থী শিলা হালদার নিহতের ঘটনায় কলেজের সাধারন শিক্ষার্থীরা বরিশাল মহাসড়ক অবরোধ করে। আজ শনিবার সকাল ১১টার দিকে সাধারন ছাত্রছাত্রীরা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক গুলোতে বিক্ষোভ প্রদর্শন করে নতুল্লাবাদ বাস টার্মিনালের সামনে অবস্থা নিয়ে সড়ক অবরোধ করে নিরাপদ সড়কের দাবী জানায়। এসময় তারা শিলা হালদার নিহতের বিচার চেয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।  তার আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করে ছাত্ররা।
এদিকে গতকাল শুক্রবার সকাল নয়টায় গড়িয়ারপাড়ে দুর্জয় পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষে ৭ মাহিন্দ্রা যাত্রী নিহতের ঘটনায় ওদির রাতে বাস চালক আ. জলিলকে আটক করে পুলিশ। এঘটনায় শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেয়। এতে করে যাত্রীরা পড়েন বিপাকে।
এনিয়ে শ্রমিকরা বলেন, তাদের চালককে পুলিশ আটক করে নির্যাতন করার প্রতিবাদে তারা বাস চলাচল বন্ধ করেছে।

 

বরিশালে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

মোঃ শাহাজাদা হীরা: মাধ্যমিক বিদ্যালয়গুলোতে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) শুরু হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। বাংলাদেশে ২০১০ খ্রিস্টাব্দে স্টুডেন্ট কাউন্সিলের কার্যক্রম শুরু হয়। এরপর ২০১৩ খ্রিস্টাব্দ থেকে সারাদেশে স্টুডেন্টস কাউন্সিল গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। এ প্রেক্ষিতে প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে বলা হয়েছিল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের। তারি ধারাবাহিকতায় আজ বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন ২০১৯ অনুষ্ঠিত হয়। আজ সকাল ১০ টায় জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন মাহবুবা হোসেন, প্রধান শিক্ষক, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বরিশাল, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরিশাল, খান মোঃ আব্দুল্লা আল মামুন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরিশাল, রাসেল ইকবাল, স্কুলের শিক্ষক বৃন্দরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বরিশাল বলেন, শিশুকাল থেকে গণতন্ত্র চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শিক্ষার্থীদের শ্রদ্ধাশীল হওয়া, ঝরেপড়া রোধে সহযোগিতার লক্ষ্যে প্রাথমিকেও স্টুডেন্টস কাউন্সিল গঠনের গুরুত্ব অপরিসীম।

সরকারি মহিলা কলেজে ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ক্লাস সমাপনী

আসমা আফরোজ: আজ ২৭ই ফেব্রুয়ারি সকাল ১০টায় বরিশাল সরকারি মহিলা কলেজে ইংরেজি বিভাগের হল রুমে আয়োজিত বিদায় অনুষ্ঠানে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান  প্রভাস কুমার মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো:আব্দুল মোতালেব হাওলাদার এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অত্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর অমল কৃষ্ণ বড়াল। এতে ৪র্থ বর্ষের সকল বিদায়ী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করেন। শিক্ষার্থীদের আলোকিত মানুষ হয়ে দেশের কল্যাণে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের স্মৃতিস্মারক ও মোড়ক উন্মোচন করা হয়। তাছারাও ইংরেজি বিভাগের প্রভাষক মুনমুন আহমেদ,  মোঃ মোফাজ্জল সারওয়ার,  শয়ন অধ্যাপক হিসেবে পদোন্নতি প্রাপ্তিতে শুভেচ্ছা প্রদান করা হয়