বরিশালে শীতার্তদের পাশে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা

আকিব মাহমুদ:
‘মানুষ মানুষের জন্য , জীবন জীবনের জন্য , একটু সহানূভুতি কি মানুষ পেতে পারেনা ও বন্ধু’ কালজয়ী এই গানকে হৃদয়ে ধারন করে তীব্র শীতে কাতর অসহায় সুবিধাবঞ্চিতদের পাশে দাড়িয়েছে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের (২০১৫-১৬( শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর খান মোঃ গাউস মুসাদ্দিক এর পৃষ্ঠপোষকতায় সহযোগী অধ্যাপক এম.এম. তারিকুজ্জামান ও প্রভাষক সেকান্দার হাওলাদার এর নেতৃত্বে মহানুভবতার এই দৃষ্টান্ত স্থাপন করতে তারা ছুটে গিয়েছেন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বাকেরগঞ্জ উপজেলার বিশারিকাঠী গ্রামে।  এসময় প্রত্যন্ত অঞ্চলের প্রায় অর্ধশতাধিক গরীব, অসহায়, দুস্থ, বৃদ্ধ ও জেলেদের মাঝে শীত বস্ত্র ও শীতের প্রকোপ থেকে রক্ষার বিভিন্ন উপকরন বিতরন করেন তারা।
এবিষয়ে জানতে চাইলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহাদী বলেন, শীতার্তদের পাশে দাড়াতে পেরে নিজেদের ভাগ্যবান মনে হচ্ছে। আমরা চাই আমাদের এই উদ্যোগ সকল শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পরুক।

ত্রান বিতরনকালে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক অধ্যাপক এম.এম. তারিকুজ্জামান, প্রভাষক সেকান্দার হাওলাদার চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহাদী,ওমানা আঞ্জেলিন শর্মী, সগীর প্রমুখ।

ভিপি নুরের ওপর হামলাকারী মুক্তিযুদ্ধ মঞ্চের মামুনসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক:

ডাকসু ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের মামুনসহ তিনজন ডিবির হাতে আটক হয়েছেন।

রবিবার দুপুরে ডাকসুতে ঢুকে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে ভিপি নুর ও তার সহযোগীদের ওপর হামলা চালায়। এ ঘটনায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন। হামলাকারীরা ডাকসুর ভেতরে ভাঙচুর চালায় এবং বাইরে থেকে ইট-পাটকেল নিক্ষেপ করে।

‘বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব’ গঠন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের নিয়ে ‘বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’ গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যায়নরত স্থানীয় ও জাতীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকদের নিয়ে রবিবার অনুষ্ঠিত এক সভায় প্রেসক্লাব এবং আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এতে আহ্বায়ক হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী সুমাইয়া আক্তার তারিন। যুগ্ন আহ্বায়ক হয়েছেন মো. খায়রুল ইসলাম সোহাগ, মো. মাহবুব হোসেন, কাজী হাফিজুর রহমান ও মো. রণি হাওলাদার।
বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সদস্য শফিক মুন্সী জানান, আহ্বায়ক কমিটি আগামী ২ মাসের মধ্যে গঠনতন্ত্র, উপদেষ্টা পরিষদ ও নির্বাচন কমিশন গঠন করে ২০২০ সালে কার্যকরী পরিষদের নির্বাচনের আয়োজন করবে বলে সভায় সিদ্ধান্ত হয়।

এইচএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচী প্রকাশ

আগামী বছরের ১ লা এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। ঢাকা শিক্ষা বোর্ড উচ্চ মাধ্যমিকের পরীক্ষাসূচি এরই মধ্যে প্রকাশ করেছে। সূচি অনুযায়ী, ১ এপ্রিল থেকে ৪ মে হবে তত্ত্বীয় পরীক্ষা। আর ১২ থেকে ২১ মের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নিতে হবে।

এবারও প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা হবে। ২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি তুলে দেওয়া হলো-

বিডি প্রতিদিন/হিমেল

ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ-এ শুরু হল ৫দিন ব্যাপী আইসিটি কার্নিভাল

ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ (ইউজিভি), বরিশালে আজ থেকে ৫দিন ব্যাপী শুরু হয়েছে “ইউজিভি ১ম আইসিটি কার্নিভাল-২০১৯” সকাল ১০:৩০ মিনিটে বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম খান উদ্বোধন করেন। বোর্ড অব ট্রাষ্টিজের চেয়ারম্যান ড. মোঃ ইমরান চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কার্নিভাল আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার মোঃ লোকমান খান, সিএসই বিভাগের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এছাড়াও সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ বক্তব্য রাখেন। উপাচার্য তার বক্তব্যে বলেন, আমরা এখন চতুর্থ শিল্পবিপ্লবের সময় অতিবাহিত করছি। এখন আমাদের দৃষ্টি উন্নত বিশ্বে যাওয়া এবং ২০৪১ সালের স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে আইসিটি খাতের দক্ষ জনগোষ্ঠী তৈরির বিকল্প নেই। বোর্ড অব ট্রাষ্টিজের চেয়ারম্যান ড. মোঃ ইমরান চৌধুরী বলেন আগামী এক দশকে দেশে কয়েক লক্ষ দক্ষ জনশক্তির প্রয়োজন হবে সাইবার সিকিউরিটি খাতে। আগামী বিশ্ব নেতৃত্ব দিতে হলে বর্তমান শিক্ষার্থীদের আইসিটি শিক্ষায় এগিয়ে আসতে হবে এবং সরকারকে এবিষয়ে আরও অধিকতর গুরুত্ব দেয়ার পাশাপাশি এখাতে বেসরকারি উদ্যোক্তাদের ভূমিকার কথাও বলেন। ৫দিন ব্যাপী এই অনুষ্ঠানে দেশি-বিদেশী একাধিক সেমিনারের পাশাপাশি থাকছে বিভিন্ন গেইমিং প্রতিযোগিতা, প্রোগ্রামিং কনটেষ্ট, লাইন ফলোইং রোবট, রোবটিক্স সেমিনার, মেশিন লার্নিং ওয়ার্কসপ, আইসিটি এন্টারপ্রিনিউরশীপ সেমিনারসহ ড্রোন শো, হিউম্যান রোবট ও বিভিন্ন প্রজেক্ট প্রদর্শনী এবং ট্রেজারর হান্ট, গণিত অলিম্পিয়াডের মত গুরুত্বপূর্ণ ইভেন্ট। কার্নিভাল আহ্বায়ক জানান কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্বারক হওয়ারও কথা রয়েছে। এই কার্নিভালে এছাড়া মঙ্গোলিয়া, ফিলিস্তিন, আফগানিস্তান ও ভুটানের প্রতিনিধি দলও আসছে দক্ষিণ বঙ্গের আয়োজিত ১ম বারের মত আইসিটি কার্নিভালে। আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছেন কার্নিভাল সভার জন্য উন্মুক্ত।

এমপিও পুনর্বিবেচনা কমিটির সভা কাল

নিজস্ব প্রতিবেদক:
এমপিও পুনর্বিবেচনা কমিটির সভা আগামীকাল ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয় সূত্র দৈনিক শিক্ষাকে এ তথ্য জানিয়েছে। গতকাল ১৫ ডিসেম্বর সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সভার সময় পরিবতর্ন করা হয়েছে বলে দৈনিক শিক্ষাডটকমকে নিশ্চিত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সূত্র। জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠেয় সভায় সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন। সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখার যুগ্মসচিব, বেসরকারি কলেজ শাখার উপসচিব, বেসরকারি মাধ্যমিক শাখার উপসচিব, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক, কলেজ ও প্রশাসন শাখার পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক ও কলেজ শাখার উপপরিচালকসহ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সভায় বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের এমপিও স্থগিত, কর্তন, বাতিল ও ছাড়ের ব্যাপারেও আলোচনা করা হবে। এমপিওভুক্ত শিক্ষকদের বিভিন্ন অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্তি, পুনঃএমপিওভুক্তি, বকেয়া ভাতা প্রেরণসহ বকেয়া বেতন ভাতাদি প্রদানসহ মন্ত্রণালয়ে ও অধিদপ্তরে আসা বিভিন্ন আবেদন নিষ্পত্তি করা হবে এমপিও পুনর্বিবেচনা কমিটির সভায়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহসিনা হোসাইন পেলেন শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা

‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ ২০১৯’-এ শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান মোহসিনা হোসাইন। গত ৯ ডিসেম্বর রোকেয়া দিবসে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মহিলা বিষয়ক অধিদপ্তর তাঁকে এ সম্মাননা প্রদান করে। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত। উচ্চতর গবেষণার জন্য তিনি সম্প্রতি পেয়েছেন ‘ইউজিসি পিএইচডি ফেলোশিপ ২০১৯’।
মোহসিনা হোসাইনের জন্ম বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায়। তাঁর বাবা মোঃ মোজাম্মেল হোসাইন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, মা হেলেনা পারভীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। স্বামী আরাফাত শাহরিয়ার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের সহকারী পরিচালক।
মোহসিনা হোসাইন প্রাথমিক ও জুনিয়র বৃত্তি লাভসহ স্কুলবেলা থেকেই মেধার স্বাক্ষর রাখেন। বাগেরহাটের শরণখোলার আরকেডিএস পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় থেকে ২০০৪ সালে এসএসসি ও বাগেরহাট সরকারি মহিলা কলেজ থেকে ২০০৬ সালে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। স্কুল ও কলেজ পর্যায়ে আবৃত্তি, বক্তৃতা, রচনা লিখন, সাধারণ জ্ঞান, খেলাধুলাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কৃত হয়েছেন। গার্লস স্কাউট, নাট্যাভিনয়, জারিগানসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে অংশ নিয়েও সুনাম অর্জন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে ২০০৭-০৮ শিক্ষাবর্ষে ভর্তি হন মোহসিনা হোসাইন। এর পূর্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ থেকে ২০১১ সালে প্রথম শ্রেণি নিয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। ২০১২ সালে স্নাতকোত্তর পর্যায়েও প্রথম শ্রেণি অর্জন করেন। ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুখোড় বিতার্কিক। রোকেয়া বিতর্ক অঙ্গনের সহ-সভাপতি, টিআইবির ইয়েস গ্রুপের সদস্য এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকা-েও ছিলেন সক্রিয়।
মোহসিনা হোসাইন ঢাকা বিশ^বিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স শেষ করার পরপরই কিছুদিন ঢাকার বাংলাদেশ নৌবাহিনী কলেজে শিক্ষকতা করেন। ২০১৪ সালের ডিসেম্বরে বরিশাল বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তী সময়ে বিভাগে ছ্ত্রা উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন ২ বছর। সহকারী অধ্যাপক হওয়ার পর বিভাগের চেয়ারম্যান ছিলেন ২০১৮ সালের জুলাই থেকে এক বছর। এরপর তিনি শিক্ষাছুটি নিয়ে পিএইচডি গবেষণা শুরু করেন।
দৈনিক প্রথম আলো, কালের কন্ঠ, সমকাল, যুগান্তর, বাংলাদেশ প্রতিদিনসহ বিভিন্ন জাতীয় দৈনিকে সাহিত্য-সংস্কৃতি, শিক্ষা, বেকারত্ব সমস্যা, নারী ও শিশু অধিকার প্রভৃতি নানা বিষয়ে কলাম ও ফিচার লিখে চলেছেন। টিআইবি আয়োজিত দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বিতর্কসহ অনেক বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করে আসছেন। দৈনিক প্রথম আলো আয়োজিত ভাষা প্রতিযোগে বরিশাল আঞ্চলিক পর্যায়ে বিচারক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ‘চ্যানেল আই’ এর ভাষা ও সাহিত্য বিষয়ক টেলিভিশন রিয়েলিটি শো ‘বাংলাবিদ’ এর বিচারকের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশগ্রহণ করেন।
শিক্ষকতাকে কেবল পেশা নয়, গ্রহণ করেছেন ব্রত হিসেবেও। নিজেকে আত্মনিয়োগ করেছেন শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিনির্মাণে। ক্লাসে পড়ানোর পাশাপাশি ক্লাসরুমের বাইরে শিক্ষার্থীদেরকে নিজের জীবনকে বদলানোর মাধ্যমে সমাজকে বদলে দিতে উৎসাহিত করেন তিনি।
মোহসিনা হোসাইন বলেন, ‘প্রত্যেক নারীই তাঁর নিজ জীবনপথে একেকজন জয়িতা। তবুও বলব, জয়িতা সম্মাননা প্রাপ্তি সমাজ ও দেশের প্রতি কর্তব্য পালনে আমাকে আরো উৎসাহিত করবে। আমাদের সমাজের বাস্তবতায় একজন কন্যা সন্তানের আত্মনির্ভরশীল হওয়াটা একজন পুত্র সন্তানের চেয়েও বেশি দরকার। অভিভাবকদেরও এ ব্যাপারে সচেতন হওয়া দরকার।’

পিএসডিএ এর বর্ষপূর্তি, বিএম কলেজে ব্যতিক্রমধর্মী বিতর্ক প্রতিযোগীতা

আকিব মাহমুদ:
মহান বিজয় দিবস ও Political Science Debating Assembly (PSDA)র’ ১ম বর্ষ পূর্তি উপলক্ষে সরকারি বিএম কলেজে PSDAর’প্রথম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০১৯ অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় Political Science Debating Assembly (PSDA)এক বর্নাঢ্য র‍্যালী্র মাধ্যমে তাদের অনুষ্ঠানের শুরু করে। পরবর্তীতে ক্যাম্পাসের মুক্ত মঞ্চে ‘নারী নির্যাতন বন্ধে দরকার কেবই মূল্যবোধের শিক্ষা’ বিষয়ক সংসদীয় বিতর্ক অনুষ্ঠিত হয় । এছাড়াও পেশাজীবী বিতর্ক আমার পেশেয় আমি সেরা, প্রামাণ্যচিত্র মানচিত্রে ৭১, জুটি বিতর্ক আমরাই প্রেমের শ্রেষ্ঠ জুটি বিষয়ক বিতর্ক অনুষ্ঠিত হয়।

উক্ত বিতর্ক প্রতিযোগিতায় বিএম কলেজের ৫ টি বিভাগের মোট ৮ টি দল অংশগ্রহণ করে। ৩ দিন ব্যাপী চলা এই বিতর্ক প্রতিযোগীতার চুড়ান্ত পর্বে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের তুমুল বিতর্কে অর্থনীতি বিভাগগে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। প্রতিযোগীতায় শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে মনোনীত হন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শাওনুজ্জামান।
PSDA সভাপতি মোঃ সরোয়ার হোসেন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও PSDA উপদেষ্টা প্রফেসর খান মোঃ গাউস মোসাদ্দিক। এসময় কলেজ অধ্যক্ষ প্রফেসর শফিকুর রহমান শিকদার এর অনুপস্থিতিতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর গোলাম মুর্তজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহশিক্ষা কার্যক্রম আহবায়ক মোঃ মামুন-উর-রশীদ খান। এছাড়াও উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আকতার উদ্দিন চৌধুরী, সহযোগী অধ্যাপক লাকী আকতার, সহকারী অধ্যাপক মাহাবুবুর রহমান,সহকারী অধ্যাপক নুরুল আমিন, সহকারী অধ্যাপক কানিজ ফাতেমা, সহকারী অধ্যাপক বিদিতা বেগ, সহকারী অধ্যাপক এম এম তারিকুজ্জামান, প্রভাষক ফিরোজ আহমেদ, প্রভাষক মেহেজাবিন ফারজানা, প্রভাষক সেকান্দার হাওলাদার সহ বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও দর্শকরা উপস্থিত ছিলেন।  অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি খান মোঃ গাউস মোসাদ্দিক।

 

বিএম কলেজে মহান বিজয় দিবস উপলক্ষে পিএসডিএ এর আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা

আকিব মাহমুদ:
মহান বিজয় দিবস ও Political Science Debating Assembly (PSDA)র’ ১ম বর্ষ পূর্তি উপলক্ষে সরকারি বিএম কলেজে PSDAর’প্রথম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০১৯ অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় Political Science Debating Assembly (PSDA)এক বর্নাঢ্য র‍্যালী্র মাধ্যমে তাদের অনুষ্ঠানের শুরু করে। পরবর্তীতে ক্যাম্পাসের মুক্ত মঞ্চে ‘নারী নির্যাতন বন্ধে দরকার কেবই মূল্যবোধের শিক্ষা’ বিষয়ক সংসদীয় বিতর্ক অনুষ্ঠিত হয় । এছাড়াও পেশাজীবী বিতর্ক আমার পেশেয় আমি সেরা, প্রামাণ্যচিত্র মানচিত্রে ৭১, জুটি বিতর্ক আমরাই প্রেমের শ্রেষ্ঠ জুটি বিষয়ক বিতর্ক অনুষ্ঠিত হয়।

উক্ত বিতর্ক প্রতিযোগিতায় বিএম কলেজের ৫ টি বিভাগের মোট ৮ টি দল অংশগ্রহণ করে। ৩ দিন ব্যাপী চলা এই বিতর্ক প্রতিযোগীতার চুড়ান্ত পর্বে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের তুমুল বিতর্কে অর্থনীতি বিভাগগে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। প্রতিযোগীতায় শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে মনোনীত হন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শাওনুজ্জামান।

PSDA সভাপতি মোঃ সরোয়ার হোসেন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও PSDA উপদেষ্টা প্রফেসর খান মোঃ গাউস মোসাদ্দিক। এসময় কলেজ অধ্যক্ষ প্রফেসর শফিকুর রহমান শিকদার এর অনুপস্থিতিতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর গোলাম মুর্তজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহশিক্ষা কার্যক্রম আহবায়ক মোঃ মামুন-উর-রশীদ খান। এছাড়াও উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আকতার উদ্দিন চৌধুরী, সহযোগী অধ্যাপক লাকী আকতার, সহকারী অধ্যাপক মাহাবুবুর রহমান,সহকারী অধ্যাপক নুরুল আমিন, সহকারী অধ্যাপক কানিজ ফাতেমা, সহকারী অধ্যাপক বিদিতা বেগ, সহকারী অধ্যাপক এম এম তারিকুজ্জামান, প্রভাষক ফিরোজ আহমেদ, প্রভাষক মেহেজাবিন ফারজানা, প্রভাষক সেকান্দার হাওলাদার সহ বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও দর্শকরা উপস্থিত ছিলেন।  অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি খান মোঃ গাউস মোসাদ্দিক।

 

প্রেমে ব্যর্থ হয়ে সরকারি বিএম কলেজ ছাত্রের আত্মহত্যার চেষ্টা!

ক্যাম্পাস প্রতিনিধি : সরকারি বিএম কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের মোঃ টিপু সুলতান নামে এক শিক্ষার্থী মাত্রাতিরিক্ত ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। আজ রাত আটটায় দিকে কলেজের মহাত্মা অশ্বিনী কুমার হলে এ ঘটনা ঘটে। মোঃ টিপু সুলতান ছাত্রাবাসের সি ব্লকের ১৩৩ নং কক্ষের আবাসিক ছাত্র। সে বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার মিয়ারহাট গ্রামের নজরুল ইসলামের পুত্র, কলেজের অশ্বিনী কুমার হলে থেকে সে লেখাপড়া করে। আবাসিক হলের ছাত্ররা জানিয়েছে টিপু সুলতান রাত আটটার দিকে ক্যাম্পাস থেকে তার রুমে ফিরে আসার কিছুক্ষন পরে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়, আবাসিক ছাত্ররা তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে তাকে ভর্তি করে এবং কলেজ প্রশাসনকে জানালে হলের সহকারী প্রভোস্ট সঞ্জয় কুমার দাস হাসপাতালে ছুটে যান। প্রয়োজনীয় পরীক্ষা নিরিক্ষার পর কতৃব্যরত চিকিৎসক জানান অতিরিক্ত ঘুমের ঔষধ সেবনের ফলে তার এমন অবস্হা হয়েছে। রাত ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার চিকিৎসা চলছে। শেবাচিম হাসপাতালের মেডিসিন ওয়ার্ড ৪ এর কতৃব্যরত চিকিৎসক জানিয়েছেন তার শারিরীক অবস্থা স্হিতিশীল আছে আগামী ২৪ ঘন্টা পর্যবেক্ষণ করার পর পরবর্তী অবস্হা বলা যাবে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সহকারী প্রভোস্ট সহ সিনিয়র শিক্ষার্থীরা হাসপাতালে অবস্থান করছেন। এদিকে তার ফেসবুক আইডি ঘেঁটে সর্বশেষ স্টাটাস ” got married  “এরকম একটি স্টাটাস আমি দিব ” ইহা থেকে বোঝা যায় কোন মেয়ের প্রেমে ব্যর্থ হয়ে সে এমনটি করেছে।