পবিপ্রবির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :উৎসবমুখর পরিবেশে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২য় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় সমাবর্তনের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সমাবর্তন উপলক্ষ্যে ক্যাম্পাসকে সাজানো হয় মনোরম সাজে। ছাত্র-ছাত্রীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। কালো গাউন পরে শিক্ষার্থীরা ক্যাম্পাস জুড়ে আনন্দ-উল্লাস প্রকাশ করে। দিনভর ছবি তোলা, বন্ধুদের নিয়ে আড্ডা, হৈ চৈ ও কোলাহলে মাতে সবাই।

সমাবর্তনে রাষ্ট্রপতি ও আচার্য মো. আবদুল হামিদ আরো বলেন, একবিংশ শতাব্দী তথ্যপ্রযুক্তির যুগ। চতুর্থ শিল্প বিপ্লবের এ যুগে বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার বিকল্প নেই। আমি মনে করি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চতুর্থ শিল্প বিপ্লবের গুরুত্ব উপলব্ধি করে পাঠ্য কারিকুলাম যুগোপযোগী করে সাজাবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষাজীবন শেষে তোমরা আজ কর্মজীবনের পথে পা বাড়াচ্ছ। মনে রাখবে, কর্মজীবন নানা ঘাত-প্রতিঘাতে বিক্ষুব্ধ তরঙ্গের ন্যায়। তোমরা তোমাদের অর্জিত জ্ঞান, মেধা ও দক্ষতা দিয়ে সেই ঝঞ্ঝা-বিক্ষুব্ধ পথ পাড়ি দেবে। এ সমাজ ও দেশ তোমাদের অনেক দিয়েছে। তাই দেশ ও সমাজের প্রতি তোমাদের দায়িত্ববোধ অনেক। মেধা ও কর্মের মাধ্যমে তোমরা এ মাতৃভূমির কল্যাণ করবে, বাংলাদেশকে বিশ্বের বুকে তুলে ধরবে উজ্জ্বলভাবে।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন ইমেরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। স্বাগত বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ।

দ্বিতীয় সমাবর্তনে রাষ্ট্রপতি স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে মোট ৩ হাজার ৭০৬ জনকে ডিগ্রি প্রদান করেন। এর মধ্যে শিক্ষাজীবনে অসাধারণ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ৬৩ জনকে চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করেন রাষ্ট্রপতি।

প্রসঙ্গত, ২০০২ সালের ২৬ ফেব্রুয়ারি শুরু হয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। এই বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় ২০১১ সালের ২৭ ফেব্রুয়ারি।

উচ্চ শিক্ষায় হোক অগ্রগতি : আমাদের ঝালকাঠি

আরিফুর রহমান আরিফ:: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঝালকাঠির শিক্ষার্থীদের সংগঠন সুগন্ধার আয়োজনে ঝালকাঠি সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক ১ম বর্ষ ও ২য় বর্ষের শিক্ষার্থীদের জন্য কুইজ, বিশ্ববিদ্যালয় ভর্তির নির্দেশনামূলক সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) কলেজ মিলনায়তনে উপাধ্যক্ষ প্রফেসর আফতাব উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ ইলিয়াস বেপারী, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আবদুস সালাম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক শেখ রাকিবুল ইসলাম, বাংলা বিভাগের প্রভাষক মাসুম বিল্লাহ, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মনোতোষ মিস্ত্রী, রসায়ন বিভাগের প্রভাষক আশীষ হালদার।

এছাড়া অনুপ্রেরণা ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সুগন্ধা সংগঠনের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে শিক্ষার্থী মোঃ আল আমিন, ব্যাংকিং ও বীমা বিভাগের তানজিল শরীফ, সমাজ বিজ্ঞান বিভাগের ইসরাত সুলতানা নিশি

অনুষ্ঠানে শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী বিজ্ঞান বিভাগ থেকে ৩ জন, বানিজ্য বিভাগ থেকে ৩ জন ও মানবিক বিভাগ থেকে ৩ জন মোট ৯ জন শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৭ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার

ঢাবি প্রতিবেদক:
ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির সঙ্গে জড়িত এবং অস্ত্র ও মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ প্রমাণিত হওয়ায় ৬৭ জন শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। এদের মধ্যে প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির জন্য ৬৩ জন এবং অস্ত্র ও মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে চারজনকে বহিষ্কার করা হয়।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়া সভায় ডিজিটাল জালিয়াতি ও অবৈধ পন্থায় ভর্তির অভিযোগে আরও ৯ জন এবং ছিনতাইয়ের অভিযোগে ১৩ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। তাদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না- এই মর্মে সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থায়ীভাবে বহিষ্কৃত শিক্ষার্থীদের ইতিপূর্বে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়েছিল এবং সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। জবাব সন্তোষজনক না হওয়ায় শৃঙ্খলা পরিষদের সুপারিশক্রমে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার ও টিএসসিতে গত ২৫ অক্টোবর সংঘটিত ঘটনায় দুই শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরীক্ষায় বিভিন্ন সময়ে অসদুপায় অবলম্বনের অভিযোগে ৩০ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়েছে।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের বিরুদ্ধে পিএইচডি থিসিস জালিয়াতির অভিযোগ উত্থাপিত হওয়ায় তাকে প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে এবং এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ইশা ছাত্র আন্দোলন বিএম কলেজ শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন ও শপথ অনুষ্ঠান সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি:
আজ ২৬ জানুয়ারি সকাল ১১.০০ টায় সরকারি বিএম কলেজ ডিগ্রি হল মসজিদে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সরকারি বিএম কলেজ শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন ও শপথ অনুষ্ঠিত হয়। ইশা ছাত্র আন্দোলন সরকারি বিএম কলেজ শাখার নবনির্বাচিত সভাপতি মুহাম্মাদ আব্দুল্লাহ আল মামুন ২০২০ সেশনের ১৫ সদস্য বিশিষ্ট মজলিসে আমেলা কমিটি ঘোষণা করেন এবং শপথ পাঠ করান৷

পূর্ণাঙ্গ কমিটিতে যারা আছেন- সাংগঠনিক সম্পাদক : এম. মুক্তাদিরুল হক(গণিত) প্রশিক্ষণ সম্পাদক : নোমান আহমাদ নাইম(ইংরেজি) তথ্য ও গবেষণা সম্পাদক : মুহাম্মাদ রাকিবুল ইসলাম (রাষ্ট্রবিজ্ঞান) দাওয়াহ সম্পাদক : মুহাম্মাদ তাওহীদুল ইসলাম (রাষ্ট্রবিজ্ঞান) প্রচার ও প্রকাশনা সম্পাদক : মুহাম্মাদ রাকিব তালুকদার (বাংলা) অর্থ সম্পাদক : মুহাম্মাদ ইমাম হাসান (ইংরেজি) দফতর সম্পাদক : মুহাম্মাদ রইস উদ্দিন (ইসলামের ইতিহাস) পাঠাগার ও পাঠচক্র সম্পাদক : মুহাম্মাদ হাসান রাজু(সমাজকর্ম) ছাত্রকল্যাণ সম্পাদক : মুহাম্মাদ আব্দুল হান্নান (ব্যবস্থাপনা) সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক : মুহাম্মাদ হযরত আলী(ইংরেজি) সদস্য : মুহাম্মাদ নাহিদ মোল্লা(ডিগ্রি) সদস্য : মুহাম্মাদ সাইদুর রহমান (ইসলামিক স্টাডিজ) উল্লেখ্য গত ১৪ জানুয়ারি ২০২০ বিএম কলেজস্থ কবি জীবনানন্দ দাশ চত্ত্বরে অনুষ্ঠিত কলেজ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম মুহাম্মাদ আব্দুল্লাহ আল মামুনকে সভাপতি, মুহাম্মাদ আব্দুর রহীম কে সহ-সভাপতি ও মুহাম্মাদ মহিউদ্দিনকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন।

বিএম কলেজে মানসম্মত শিক্ষা অর্জনে করণীয় শীর্ষক মতবিনিময় সভা

গতকাল বিএম কলেজ শিক্ষক মিলনায়তন ভবনে বিকেল চারটায় সরকারি বিএম কলেজের আয়োজনে বরিশাল শহরের সকল সরকারি ও বেসরকারী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে “মানসম্মত শিক্ষা অর্জনে করণীয় শীর্ষক “এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শফিকুর রহমান সিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো: মাহাবুব হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ ইউনূস, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন,বিএম কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএম কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক মো:আল আমিন সরোয়ার। এছাড়াও সরকারি বরিশাল কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি আলেকান্দা কলেজ এর অধ্যক্ষবৃন্দ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ের উপর সচিব এর কাছে দাবি ও সমস্যার কথা তুলে ধরেন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগন। এসময় সচিব তাদের প্রশ্ন শোনেন এবং তার উত্তর দেন। তিনি বর্তমান সরকারের সময়ে শিক্ষার মানোন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন এবং শিক্ষকদের সঠিকভাবে দায়িত্ব পালনে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

 

এর আগে সচিব বিএম কলেজে প্রবেশ করলে কলেজের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয় এছাড়া ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয় উল্লেখ্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো: মাহবুব হোসেন বিএম কলেজের প্রাক্তন ছাত্র ছিলেন। বিএম কলেজে প্রবেশ করলে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং যে শ্রেণিকক্ষে তিনি পড়াশোনা করেছেন সেখানে যান এবং কিছু সময় অবস্থান করেন।

বিএম কলেজে সমাজবিজ্ঞান বিভাগে সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
গতকাল বিএম কলেজ শিক্ষক মিলনায়তন ভবনে সকাল ১১ টায় বিএম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের আয়োজনে “সামাজিক পরিবর্তন ও সাম্প্রতিক সময়ের অপরাধ প্রবণতা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।বিএম কলেজ সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোরশেদা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর শফিকুর রহমান শিকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আসাদুজ্জামান, বিএম কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক মো:আল আমিন সরোয়ার।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা ও বিভাগীয় প্রধান জিয়া হাসান।আলোচক হিসেবে ছিলেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান আখতারুজ্জামান খান,ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবু সাদেক মোহাম্মদ শাহ আলম,হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সাদিকুর রহমান সিকদার, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আখতারুজ্জামান,স্বাগত বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হুমায়ুন কবির, শুভেচ্ছা বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর ইব্রাহিম খলিল উক্ত আয়োজনে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগন,বিভাগের শিক্ষক- শিক্ষার্থী, ও ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।

একুশে গ্রন্থমেলায় আসছে বরিশালের স্বর্ণার ‘স্বর্ণবীনা’

আকিব মাহমুদ:
অমর একুশে গ্রন্থমেলা ২০২০ এ বরিশাল সরকারি বিএম কলেজের ছাত্রী ইসরাত জাহান স্বর্ণার রচিত কাব্যগ্রন্থ স্বর্ণবীনা প্রকাশিত হতে যাচ্ছে। লেখক সূত্রে জানা যায় জীবনের বিভিন্ন উপজীব্য থেকে রচনা করা এই গ্রন্থটি চমন প্রকাশনী থেকে অমর একুশে গ্রন্থমেলায় প্রথম প্রকাশিত হবে।

তিনি জানান একমাত্র বাবার অনুপ্রেরনাতেই তার লেখালিখির সূচনা ও সম্প্রসারন ঘটে। কবিতা লেখার পাশাপাশি তিনি বর্তমানে তিনি সরকারি বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্স শেষ পর্বে অধ্যয়ন করছেন একইসাথে মেডিমেট ফার্মাসিউটিক্যালস এর আইটি অফিসার পদে কর্মরত রয়েছেন।

ঢাবি ছাত্রী ধর্ষকের কুশপুত্তলিকা পোড়ালেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে আজও (মঙ্গলবার) আন্দোলন করছেন শিক্ষার্থীরা। সকাল থেকে তারা ঢাবির রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে সহপাঠী ধর্ষণের বিচার চাইছেন। তাদের মুখ কালো কাপড় দিয়ে বাঁধা ও হাতে ব্যানার-ফেস্টুন দেখা গেছে।

একই দাবিতে রাজু ভাস্কর্যের আশপাশে অনেক শিক্ষার্থী বিচ্ছিন্নভাবে মানববন্ধন ও বিক্ষোভ করেন। দুপুর ১২টার দিকে এখানে মানববন্ধন ও সমাবেশ করেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। সেখানে তারা ধর্ষকের প্রতীকী কুশপুত্তলিকা তৈরি করে তা পোড়ান।

‘ধর্ষকের বিচার চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘হ্যাং দ্য রেপিস্ট (ধর্ষককে ফাঁসি দাও)’, ‘এই ধর্ষণ উপত্যকা আমার দেশ নয়’ লেখাসম্বলিত প্ল্যাকার্ড নিয়ে অবস্থান করছেন শিক্ষার্থীরা।

ঢাবির বেগম রোকেয়া হলের সামনের সড়কে প্রতিবাদী আল্পনা এঁকে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। হলের শিক্ষার্থীরা ‘বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি পরিবর্তনের’ পক্ষে স্লোগান দেন।

এদিকে ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীকে দু-একদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন।

তিনি বলেন, আজ মেয়েটির গুরুত্বপূর্ণ কোনো ট্রমা নেই। সে আগের ট্রমা কাটিয়ে উঠেছে। তার স্বাস্থ্যের উন্নতি হয়েছে। বোর্ড চিকিৎসকরা বললে তাকে দু-একদিনের মধ্যে ছেড়ে দেয়া হবে।

rapist-2

এ ঘটনায় কুর্মিটোলায় সড়কের পাশের দুটি সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী। তিনি বলেন, ফুটেজ বিশ্লেষণ করে তথ্যপ্রযুক্তির মাধ্যমে দ্রুত প্রকৃত অপরাধীকে শনাক্ত করা হবে।

মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রোববার সন্ধ্যায় কুর্মিটোলায় বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নেমে যাওয়ার পর তাকে তুলে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ওই ছাত্রী। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঢাবির নিজস্ব বাসে রওনা দেন তিনি। সন্ধ্যা ৭টার দিকে তিনি কুর্মিটোলা বাসস্ট্যান্ডে বাস থেকে নামেন।

এরপর একজন অজ্ঞাত ব্যক্তি তার মুখ চেপে ধরে সড়কের পেছনে নির্জন স্থানে নিয়ে যায়। ধর্ষণের পাশাপাশি তাকে নির্যাতনও করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের ক্ষতচিহ্ন পাওয়া গেছে।

ধর্ষণের একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। রাত ১০টার দিকে নিজেকে একটি নির্জন জায়গায় আবিষ্কার করেন ওই ছাত্রী। পরে সিএনজি নিয়ে ঢামেকে আসেন। রাত ১২টার দিকে ওই ছাত্রীকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করান তার সহপাঠীরা।

এ ঘটনায় কুর্মিটোলা থেকে ঘটনার গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করেছে পুলিশ। এছাড়া ঢামেক ফরেনসিক বিভাগ ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের আলামত পেয়েছে।

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা ক্যান্টনমেন্ট থানায় মামলা করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক জাগো নিউজকে বলেন, মামলার এজাহারে মেয়েটিকে একজন ধরে নিয়ে ধর্ষণ করে বলে উল্লেখ করা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বিসিএস ফরমে এখনো কোটার অপশন

নিজস্ব প্রতিবেদক:

তীব্র আন্দোলনের মুখে সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন কর্পোরেশনে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে সবধরনের কোটা পদ্ধতি বাতিল করে সরকার। সেখানে সরাসরি মেধার ভিত্তিতে নিয়োগ প্রদানের জন্য ২০১৮ সালের ৪ অক্টোবর পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ অবস্থায় ৪১তম বিসিএস পরীক্ষার আবেদন ফরমে প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটার অপশন রাখা হয়েছে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, বিসিএসের আবেদন ফরমে এই অপশনগুলো কেন রাখা হয়েছে?

এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) বলছে, এ অপশনগুলো কোটা সুবিধা দেয়ার জন্য রাখা হয়নি। প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও মুক্তিযোদ্ধারা বিসিএসে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারে এবং তাদের আবেদনের ফরমের দামও কম। এসব সুবিধা দেয়ার জন্য এ অপশনগুলো রাখা হয়েছে।

পিএসসি এই কাজগুলো গোপনে করে তথ্য পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করেছে-অভিযোগ এনে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট আন্দোলনকারীরা।

পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, ‘এগুলো রাখা আছে অন্য কারণে। এ অপশনগুলো রাখা হয়েছে কারণ কারও ফি ১০০ টাকা, কারও ৭০০ টাকা। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফি দেয় ১০০ টাকা। আবার কারও বয়সের ব্যাপার আছে। কোনো কোটার জন্য এই অপশনগুলো রাখা হয়নি।’

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন এ বিষয়ে বলেন, ’৪১তম বিসিএসের ফরমে কোটার কথা উল্লেখ নেই। অপশনগুলো দেখাচ্ছে, কারণ বয়সের বিষয় আছে। মুক্তিযোদ্ধার সন্তানদের ৩২ বছর পর্যন্ত সুযোগ আছে। উপজাতি প্রার্থীদের ৩২ বছর পর্যন্ত সুযোগ আছে।’

তিনি বলেন, ‘সরকার বয়স তো বাতিল করেনি। ফরমে এই অপশনটা না থাকলে তারা এই সুবিধাটা পাবে না। এজন্য রাখা হয়েছে। কোনো কোটার সিস্টেম নেই। পুরো বিজ্ঞাপনের কোথাও কোটার কথা বলিনি আমরা।’

তবে পিএসসির এ ধরনের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. তারেক রহমান। তিনি বলেন, ‘আমরা বলিনি যে মুক্তিযোদ্ধা, নাতিপুতি কোটা বাতিল করতে হবে। কোটা যদি দিতেই চায় তারা প্রকাশ্যে দিক। মুক্তিযোদ্ধারা সম্মানিত নাগরিক, তাদের গোপনভাবে দিতে হবে কেন? প্রকাশ্যে পাবে তারা সুবিধা।’

‘আমি নিজেও পিএসসিতে যোগাযোগ করেছি, সে সময় তারা এ বিষয়ে উত্তর দিতে অপারগতা প্রকাশ করেছে’, যোগ করেন তিনি।

তারেক রহমান বলেন, ‘আমি প্রথম শ্রেণির পদে কোটা বাতিলের কথা স্মরণ করিয়ে দিয়ে সেখানে মুক্তিযোদ্ধার নাতি অপশন কেন জিজ্ঞাসা করি। আমি সন্তানের বিষয়টা জানি, তাদের বয়স সুবিধা দেয়া হবে। কিন্তু মুক্তিযোদ্ধার নাতির বিষয়টা খটকা তৈরি করেছে। আজ আপনার মাধ্যমে জানলাম সেটা ফি জনিত কারণে দিয়েছে। কিন্তু তারা বিজ্ঞপ্তির ফি বিষয়ক প্যারায় এমন কিছু লেখেনি, সন্তান বিষয়ে নির্দেশনা আছে নাতি বিষয়ে নির্দেশনা নেই। তাদের কোনো বিষয়ে তথ্য চাইলেই গোপনীয়তার কথা বলে। অথচ এটা রাষ্ট্রীয় নিরাপত্তাজনিত কোনো বিষয় নয়, গোপনীয়তা জুজুতে তারা তথ্য অধিকার ২০০৯ লঙ্ঘন করছে বলে আমি মনে করি।’

কেন পিএসসির ওপর আস্থা রাখব? প্রশ্ন রেখে তিনি বলেন, ‘আজ মুক্তিযোদ্ধার নাতি অপশন দিয়ে তারা চাকরিপ্রত্যাশীদের সঙ্গে তামাশা করছে। অথচ বিজ্ঞপ্তিতে ফি বিষয়ে তাদের কথা উল্লেখ নেই। তারা মুক্তিযোদ্ধাদের নাতির তথ্য এভাবে সংগ্রহ করায় চাকরিপ্রত্যাশীদের মাঝে সন্দেহ তৈরি হয়েছে। একইভাবে প্রিলির (প্রিলিমিনারি) নম্বর গোপনীয়তার অজুহাতে প্রকাশ না করায়ও আমরা সন্দেহ প্রকাশ করছি। তাদের এই জায়গাটা পরিষ্কার করার আহ্বান জানাচ্ছি।

২০১৮ সালের ৪ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদের সই করা পরিপত্রে বলা হয়, ‘সরকার সকল সরকারি দফতর, স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৭/০৩/১৯৯৭ তারিখের সম (বিধি-১) এস-৮/৯৫(অংশ-২)-৫৬(৫০০) নং স্মারকে উল্লিখিত কোটা পদ্ধতি নিম্নরূপভাবে সংশোধন করিল:

ক. ৯ম গ্রেড (পূর্বতন প্রথম শ্রেণি) এবং ১০ম-১৩তম গ্রেডের (পূর্বতন দ্বিতীয় শ্রেণি) পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হইবে; এবং

খ. ৯ম গ্রেড (পূর্বতন প্রথম শ্রেণি) এবং ১০ম-১৩তম গ্রেডের (পূর্বতন ২য় শ্রেণি) পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিল করা ইহল।’

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘খ’ ও ‘গ’ ইউনিট ভর্তি পরীক্ষায় অর্ধেকই অনুপস্থিত

নিউজ ডেস্ক:

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০১৯-২০ স্নাতক প্রথমবর্ষের ‘খ’ ও ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তবে লক্ষ্যণীয় বিষয় হচ্ছে এবারের ভর্তি পরীক্ষায় অর্ধেক পরীক্ষার্থীই অনুপস্থিত ছিল।

শুক্রবার (২৭ ডিসেম্বর) প্রচণ্ড শীত ও বৃষ্টিতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে ‘খ’ ইউনিটের কলা ও মানবিক অনুষদ ও ‘গ’ ইউনিটে ব্যবসায় অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে ১১টা ‘খ’ ইউনিট ও বিকাল ৩টা থেকে ৪টা ‘গ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণের হার ৫২ দশমিক ৫৬ ভাগ এবং ‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণের হার ৪৯ দশমিক ৭২ ভাগ ছিল।

উল্লেখ্য, ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের অধীন ২৪টি বিভাগের এক হাজার ৪৪০টি আসনের বিপরীতে ৪৯ হাজার ৯৫৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতিটি আসনের বিপরীতে প্রতিযোগী প্রায় ৩৫ জন।