বেসরকারি কলেজের নন এমপিও শিক্ষকদের বেতন পরিশোধের নির্দেশ! শিক্ষকদের প্রত্যাখ্যান

নিজস্ব প্রতিবেদক:
অধিভুক্ত বেসরকারি কলেজের নন এমপিও শিক্ষকদের বেতন পরিশোধের নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারনে কোন কোন কলেজ শিক্ষকদের বেতন পরিশোধ করছেনা। বিষয়টি অবহিত হওয়ার পর বেসরকারি কলেজগুলোকে নোটিশ দিয়ে হুশিয়ারী করেছে।

বেতন পরিশোধ না করলে বিধি মোতাবেক জাতীয় বিশ্ববিদ্যালয় ব্যবস্থা নিতে বাধ্য হবে বলেও নোটিশে জানানো হয়েছে। বেসরকারি কলেজ শিক্ষকদের বেতন পরিশোধের নির্দেশ বেসরকারি কলেজ শিক্ষকদের বেতন পরিশোধের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ ধরনের নোটিশের বিষয়ে বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহ্বায়ক, শিক্ষক পরিষদের সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগের সমন্বয়ক মোকলেসুর রাহমান মনি বলেন, এধরনের একটি কাগুজে চিঠি কলেজগুলোতে পাঠানো বিশ্ববিদ্যালয়ের উচিত হয়নি বলে আমরা মনে করি।

কারন হিসেবে এ শিক্ষক নেতা বলেন, বিশ্ববিদ্যালয়ের বোঝা উচিত ছিল ঢাকা শহরের হাতে গোনা কয়েকটি কলেজ ব্যতিত দেশের কোন কলেজই বেতন দিতে পারবে না, কলেজগুলোতে ফান্ড নেই। এজন্য বিশ্ববিদ্যালয় দায়ী, একটি বিষয়ে অনার্স খুলতে সাতজন শিক্ষক লাগে এর পাঁচজন শিক্ষক এমপিওভুক্তির বাইরে আছে। অথচ বিশ্ববিদ্যালয় সাবজেক্ট খোলার অনুমতি দিয়ে আসন দেয় ২০-৫০ টি এর সামান্য ছাত্র ছাত্রীর বেতন দিয়ে ৫ জন শিক্ষকের বার্ষিক বেতন ১৬ লক্ষ টাকা কিভাবে কলেজ পরিশোধ করবে? নোটিশ দিয়ে বিশ্ববিদ্যালয় এক প্রকার দায় থেকে মুক্ত হতে চেয়েছে ।

উপাচার্য মহোদয়কে বিশ্ববিদ্যালয়ের নীতিমালা সংশোধন করে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকদের বেতন অথবা এমপিওভুক্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানান তিনি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ শিক্ষকরা জানান, বেসরকারি কলেজ পর্যায়ে কলেজ কর্তৃপক্ষ অনার্স ও মাস্টার্স কোর্সের জন্য সরকার ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক শিক্ষক হিসেবে নিয়োগ দেয়। জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ গুলোতে শিক্ষক নিয়োগ অনুমোদন দিয়ে অনার্স মাস্টার্স কোর্সের পাঠদানের অনুমোতি দেয়।কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় এই শিক্ষকদের বেতন ভাতার দায়িত্ব গ্রহণ করে না। কলেজ কর্তৃপক্ষ একান্তই মানবিক দিক বিবেচনা করে শিক্ষক কর্মচারীদের কলেজে যাতায়াত খরচ ও পোশাক পরিস্কার পরিচ্ছন্ন করা বাবদ মাসিক নাম মাত্র কিছু টাকা সম্মানী হিসেবে দিয়ে থাকে।যা দিয়ে মাসের এক সপ্তাহের নূন্যতম বাজার খরচ চলে না।

বরিশাল বিভাগের ২৬টি বেসরকারি অনার্স কলেজের ৩৫০ জন শিক্ষক গত ৪ মাস যাবত সেই সামান্য সম্মানীও পাচ্ছে না সারাদেশে একই অবস্হা বিদ্যমান ।ফলে বর্তমানে লকডাউনের কারনে ঘরে বসে শিক্ষকদের অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করতে হচ্ছে। অনেক শিক্ষক চাকরির প্রয়োজনে নিজের এলাকা ছেড়ে বাইরের জেলায় শিক্ষকতা করেন।তাদের ঘরভাড়া দিয়ে থাকতে হয়। এছাড়া বিদ্যুৎ বিল পানির বিল গ্যাস বিলের খরচ তো আছেই।

করোনায় মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ৯২ হাজার কোটি টাকার বিশাল প্রণোদনা প্যাকেজে প্রায় ৫ কোটি পরিবার সহায়তা পাবে।এই প্যাকেজ থেকে বেসরকারি কলেজের অনার্স মাস্টার্স কোর্সের সকল নন এমপিও শিক্ষকের তালিকা তৈরি করে মাসিক ভিত্তিক সাহায্য করা প্রয়োজন। এব্যাপারে শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব ও শিক্ষক পরিষদের সসভাপতি মেহরাব আলী বলেন বর্তমান পরিস্থিতিতে এধরনের চিঠি দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষকের চাকরি হারানোর একটি রাস্তা খুলে দিয়েছে।

কলেজগুলোতে ফান্ড নেই কিভাবে শিক্ষকদের বেতন পরিশোধ করবে? তাছাড়া ফান্ডের জন্য তো ছাত্র ছাত্রী লাগবে সেই ছাত্র ছাত্রী তো কলেজগুলোতে নাই, বিশ্ববিদ্যালয়ের অসম নীতি, আসন বন্টনে সরকারি বেসরকারি কলেজের মধ্যে বৈষম্য এবং প্রয়োজনীয়তা বিবেচনা না করে যত্রতত্র অনার্স খুলে বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীদের জীবন হুমকির মুখে ঠেলে দিয়েছেন।

তিনি কলেজ নয় বিকল্প উপায়ে বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে শিক্ষকদের বেতন দেয়ার দাবী জানান। তিনি আরো বলেন বিশ্ববিদ্যালয় এই দূর্যোগকালীন সময়ে শিক্ষকদের বেতন ভাতার ব্যবস্থা না করলে ভিসি মহোদ্বয়ের পদত্যাগ দাবীতে আমরা রাজপথে নামবো। শিক্ষক ফোরামের কেন্দ্রীয় আহবায়ক ও শিক্ষক সমিতির সভাপতি নেকবর হোসাইন বলেন জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে।

সারাদেশের ৩১২ কলেজের প্রায় পাচ হাজার শিক্ষক কর্মচারী আজ কেউ ৩ মাস, কেউ ৬ মাস, কেউ এক বছর যাবত বেতন পাচ্ছে না। বিশ্ববিদ্যালয় তাদের এমপিওভুক্ত বা বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে বেতনের ব্যবস্থা না করে কলেজগুলিতে চিঠি পাঠিয়ে দায়িত্ব এড়াতে পারেনা।

কলেজগুলি ২৮ বছর যাবত শিক্ষকদের বেতন দিতে পারেনি বার বার বলার পরও বিশ্ববিদ্যালয় কোন কার্যকর ব্যবস্থা গ্রহন করেনি। তিনি বলেন কলেজ নয় সরকারি তহবিল থেকে শিক্ষকদের বেতন ভাতা পরিশোধ করার জন্য শিক্ষা মন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি অনাহারে থাকা শিক্ষকদের পক্ষ থেকে করুনা ভিক্ষা চাই। আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর দেশে না খেয়ে মারা যেতে চাইনা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব কলেজে অনলাইন ক্লাস চালুর নির্দেশ

চলমান করোনাভাইরাস পরিস্থিতির কারণে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ অবস্থায় শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন সব কলেজকে অনলাইনের মাধ্যমে ক্লাস নিতে আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এ সিদ্ধান্তের আলোকে লকডাউন চলাকালীন শতভাগ স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে অধিভুক্ত প্রায় ২ হাজার ২৬০টি কলেজ-শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের নির্দেশনা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। একই সঙ্গে সাথে সংশ্লিষ্ট সবাইকে বেশ কিছু দিক-নির্দেশনা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

নির্দেশনার মধ্যে রয়েছে—
১। যে সব কলেজের অনলাইনে ক্লাস নেওয়ার সক্ষমতা রয়েছে তারা জরুরি ভিত্তিতে অনলাইন ক্লাস চালু করবে। যেসব কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানের অন-লাইন ক্লাস সুবিধা নেই, তাদেরকেও দ্রুত এই সুবিধার আওতায় আসতে নির্দেশ দেয়া হচ্ছে। এ ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৈরি করা মোবাইল অ্যাপস কিংবা জুম সফটওয়্যার ব্যবহার করে শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন-লাইন ক্লাসে যুক্ত হতে বলা হচ্ছে। ইতোমধ্যে রাজশাহী কলেজসহ বেশ কয়েকটি কলেজ/প্রফেশনাল প্রতিষ্ঠান অনলাইন ক্লাস শুরু করেছে।

২। কোভিড-১৯ ছড়িয়ে পড়ার পূর্ব পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহে কোনো সেশনজট ছিল না। সেই ধারাবাহিকতা বহাল রাখতে লকডাউন শেষে পরীক্ষা অনুষ্ঠানের নিমিত্তে প্রতিটি শিক্ষার্থীদের নিজ নিজ ঘরে বসে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি নিতে বলা হচ্ছে। এই দুর্যোগ কাটিয়ে উঠার পর যেন একের পর এক পরীক্ষা নেয়া যায় তার সকল প্রস্তুতি কলেজ ও শিক্ষার্থীদের থাকতে হবে। এ ক্ষেত্রে সেশনজট নিরসনে আগে যেমন আমরা ক্রাশ প্রোগ্রাম করে সফল হয়েছি। সেভাবে মেথড এখানেও এপ্লাই করতে হবে।

৩। শিক্ষার্থীদের মনে রাখা উচিত কলেজ/বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সিংহভাগ কারিকুলাম শিক্ষার্থীকে তার নিজ উদ্যোগে সম্পন্ন করতে হয়। এই মহামারি চলাকালীন শিক্ষার্থীদের ধৈয্য ও দ্বায়িত্বশীল আচরণ করতে হবে এবং নিজ নিজ বাড়িতে বসে তার কারিকুলাম অনুযায়ী পাঠগ্রহণ করে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে।

৪। শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও অনলাইন কার্যক্রম চালু রাখতে হবে। ছুটি দীর্ঘায়িত হলে নতুন করে সেশনজটে না পড়তে পরীক্ষা ও উত্তরপত্র মূল্যায়নের প্রস্তুতি নেয়ার জন্যে শিক্ষকদের কাজ করে যেতে হবে।

৫। সামাজিক দূরত্ব বজায় রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত স্বাস্থ্য বিধি মেনে চলে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের উপরোক্ত নির্দেশনা বাস্তবায়নে বিশেষ সহযোগিতা কামনা করা হচ্ছে।

গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনলাইনে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাববুব হোসেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বিকেল ৪টা থেকে সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত এই সভা চলে।

করোনাশেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ক্লাস নয়, শুধু পরীক্ষা হবে!

নভেল করোনাভাইরাসের কারণে দেশের সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সে অনুযায়ী, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনের মাধ্যমে ক্লাস নিতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনলাইন বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

সভা সূত্র জানায়, করোনার কারণে ক্ষতি পুষিয়ে নিতে সরকারি, বে-সরকারি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজসমূহে অনলাইনের মাধ্যমে ক্লাস নিতে বলা হয়েছে। যাদের এ সুবিধা নেই তাদেরকে দ্রুত ব্যবস্থা করতে বলা হয়েছে। আর যাদের অনলাইনে ক্লাস নেওয়ার সুবিধা আছে, তাদের অবিলম্বে সে প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমাদের অনেক কলেজেই অনলাইনে ক্লাস নেয়া সম্ভব হবে। যেসব কলেজে এই সুযোগ-সুবিধা আছে, আমরা সেসব কলেজে অনলাইন ক্লাস চালু করব। আবার অনেক কলেজে সেটা সম্ভবও হবে না।

তিনি বলেন, ‘সেজন্য আমি বলেছি, আমরা সব কলেজে একটা নিদের্শনা দিব, যারা যারা পারে তারা যেন অনলাইনে শিক্ষাকার্যক্রম চালিয়ে যায়। আর অনেক শিক্ষার্থীর স্মার্টফোন বা কম্পিউটার নেই। ফলে তারা অনলাইনে ক্লাস করতে পারবে না।’

অধ্যাপক হারুন-অর-রশিদ বলেন, ‘ছাত্রদের উদ্দেশ্যে বলব, তারা যেন বাড়িতে বসে পড়ালেখা করে। এজন্য যে, এই দুর্যোগ কাটিয়ে উঠার পর আমরা একের পর এক পরীক্ষা নিতে থাকব। আগে যেমন আমরা ক্রাশ প্রোগ্রাম করে ওভারকাম করেছি, সেই রকম মেথড এখানেও এপ্লাই করতে হবে।’

তিনি আরো বলেন, ‘করোনা নিয়ে একদিকে যেমন জীবন-মরণ প্রশ্ন; আবার অন্যদিকে শিক্ষা কার্যক্রম। তাই দুটোর মধ্যে ব্যালান্স করতে হবে। আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারিনা। এজন্য বলেছি যারা যারা (কলেজ) অনলাইনে ক্লাস চালিয়ে যেতে পারবে; তারা যেন চালিয়ে যান। করোনা শুধু বাংলাদেশের নয়, সারাবিশ্বের জন্যই নতুন সমস্যা।’

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, করোনা পরিস্থিতির কারনে কতদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হবে তা বলা যাচ্ছে না। এ জন্য দেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানকে অনলাইনের আওতায় ক্লাস কার্যক্রম শুরুর নির্দেশনা দেয়া হয়েছে। এ ক্ষেত্রে যাদের সক্ষমতা নেই, তাদেরকেও সেই পরিবেশ তৈরি করতে বলা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও অনলাইন কার্যক্রম চালু রাখতে হবে। ছুটি দীর্ঘায়িত হলে নতুন করে সেশনজটে না পড়তে পরীক্ষা ও উত্তরপত্র মূল্যায়নের প্রস্তুতি নেয়ারও পরামর্শ দিয়েছেন দীপু মনি।

এছাড়া সৃষ্ট পরিস্থিতিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নানা কার্যক্রমে শর্ত শিথিল করতে যাচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ ক্ষেত্রে অনলাইনে ক্লাস, সেমিস্টার ফাইনাল ও অন্যান্য পরীক্ষা এবং ভর্তি কার্যক্রম চালাতে পারবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। তবে শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি আদায়ের ক্ষেত্রে কোনো ধরণের চাপ দিতে পারবে না। সেই সঙ্গে কোনো শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা কিংবা চাকরি সংক্রান্ত সমস্যাও সৃষ্টি করা যাবে না।

বৈঠকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ছাড়াও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহসহ বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক নেতা এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

ঝালকাঠি সরকারি কলেজে অনলাইনে উচ্চ মাধ্যমিকের ক্লাস শুরু

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে দেশে চলছে সাধারণ ছুটি। বন্ধ রয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। স্থগিত রয়েছে এইচএসসি পরীক্ষা। ছুটির মধ্যে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে টেলিভিশনে প্রথমিক ও মধ্যমিকের ক্লাস নেয়া হচ্ছে।গত শনিবার (১১ এপ্রিল উচ্চ মাধ্যমিকের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে অনলাইনে ক্লাসের ব্যবস্থা করতে কলেজের অধ্যক্ষদের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)

বুধবার (২২ এপ্রিল) থেকে ঝালকাঠি সরকারি কলেজ উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য অনলাইনে ক্লাস চালু হয়।

ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আনছার উদ্দীন বলেন, বর্তমান পরিস্থিতি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে আজ থেকে ডিজিটাল ক্লাস চালু করা করা হয়েছে । এ অবস্থায় কলেজের শিক্ষার্থীদের অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য অনুরোধ জানান ।

বিভিন্ন বিষয়ের ক্লাসসমূহ এখন থেকে নিয়মিত ঝালকাঠি সরকারি কলেজের পেজে আপলোড করা হবে। নিম্নে দেয়া পেজ লিংকটি হলো।

https://www.facebook.com/JGC1964/

বরিশাল জিলা স্কুল

বরিশাল জিলা স্কুল  বাংলাদেশের অন্যতম প্রাচীন স্কুল। তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট মি. গ্যারেট প্রথম একটি বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন এবং তাঁরই নির্দেশনায় ১৮২৯ সালের ২৩ ডিসেম্বর স্থানীয় জনসাধারণের আর্থিক সহায়তায় শ্রীরামপুর মিশন বরিশাল ইংলিশ স্কুল নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করে। এ বিদ্যালয়টি (প্রোটেস্ট্যান্ট গীর্জার পশ্চিম দিকে) স্থানীয় জমিদার মি. লুকাসের জমির মধ্যে অবস্থিত ছিল। পরে ব্রাউন কম্পাউন্ড এবং ১৮৪২ সালে বর্তমান স্থানে স্থানান্তরিত হয়। এই জমির মালিক ছিলেন মি. স্পেনসার। তৎকালীন বাংলার গভর্নরের নির্দেশমতো জেলা ম্যাজিস্ট্রেট এবং স্কুলের সেক্রেটারি ই জে বার্টন (E. J Barton) সরকারকে বিদ্যালয়টি উন্নয়নের জন্য বিশেষভাবে তাগিদ দিতে থাকেন। তিনি নিজ প্রচেষ্টায় সম্ভ্রান্ত ব্যক্তিবর্গের নিকট থেকে ৩৮,৮১৭ টাকা চাঁদা আদায় করে সরকারের হাতে বুঝিয়ে দেন। এর ফলস্বরূপ বিশাল পরিমাণ জমির উপর বরিশাল জিলা স্কুল গড়ে উঠে।
১৮৫৩ সাল থেকে এই বিদ্যালয়ের ব্যয়ভার সরকার গ্রহণ করে এবং তখন থেকে এর নামকরণ হয় বরিশাল জিলা স্কুল। ১৮২৯ সালে এই স্কুলের  প্রধান শিক্ষক ছিলেন মি. জন স্মিথ। ১৯৬১ সাল থেকে আমেরিকান বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে এর নানাবিধ পরিবর্তন ও সম্প্রসারণের ব্যবস্থা করা হয়।
শেরে বাংলা এ.কে ফজলুল হক, খান বাহাদুর হাশেম আলী খান, সাবেক স্পিকার আবদুল জববার খান, সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস, কমরেড প্রমোদ দাশ গুপ্ত, দার্শনিক সরদার ফজলুল করিম, ভাষা সৈনিক কাজী বাহাউদ্দিন আহমেদ, শহীদ আলতাফ মাহমুদ, কালী প্রসন্ন ঘোষ, শিল্পী গোলাম মুস্তাফা, কথাশিল্পী বুদ্ধদেব গুহ, সাবেক সেনা প্রধান হাসান মশহুদ চৌধুরী প্রমুখ এই স্কুলের কৃতী ছাত্র ছিলেন। শতাব্দী প্রাচীন বিদ্যালয়টির জমির পরিমাণ ২০ একর।
দুর্ভাগ্যজনক বিষয় হলো, স্কুল সংস্কারের নামে মুল ভবনটি এক অবিবেচক সূলভ সিন্ধান্তে সম্পুর্ণ বিলুপ্ত করা হয়। অথচ ঐতিহাসিক এই ভবনটির মুলকাঠামো অক্ষুন্ন রেখে, ছাদ সংস্কার / পুনঃনির্মাণ করলে আজও স্বমহিমায় দাঁড়িয়ে থাকতো অজস্র ইতিহাস ধারণ করে চন্দ্রদ্বীপের (বরিশাল) বুকে। আমরা ভবনটির ঐতিহাসিক মুল্য বুঝতে ব্যার্থ হয়েছি।
বিদ্যালয়ে কর্মরত প্রধান শিক্ষকদের তালিকাঃ
মিঃ জন স্মিথ (১৮২৯ – ১৮৩৮)
মিঃ সিলভেস্টার বারীরো ( ১৯৩৮ – ১৮৫৩)
মিঃ জন স্মিথ (২য় বারের জন্য) (সন অজ্ঞাত)
মিঃ অ্যান্থনি (সন অজ্ঞাত)
রামতনু লাহিড়ী (১৮৬০-৬১) [৬]
গোপাল চন্দ্র দত্ত (১৮৫৬ – ১৮৫৭)
চন্দ্র মোহন ঠাকুর (১৮৫৭ – ১৮৬৩)
ব্রজমোহন রায় (অস্থায়ী)
গৌর নারায়ণ রায় (১৮৬৩ – ১৮৭০)
জগবন্ধু লাহা (১৮৭০ – ১৮৭৮)
রসময় বসাক (মার্চ ১৮৭৮ – সেপ্টেম্বর ১৮৭৯)
হরিপ্রসাদ ব্যানার্জী ( অক্টোবর ১৮৭৯ – ডিসেম্বর ১৮৯২)
হরি মোহন সেন (জানুয়ারী ১৮৯৩ – জুলাই ১৮৯৭)
কালি প্রসন্ন দত্ত (আগস্ট ১৮৯৭ – ফেব্রুয়ারি ১৯০৩)
পরেশ নাথ সেন (মার্চ ১৯০৩ – জুন ১৯০৩)
প্রসন্ন কুমার বসু (জুলাই ১৯০৩ – জুন ১৯০৩)
নব কৃষ্ণ ভাদুরী (নভেম্বর ১৯০৩ – আগস্ট ১৯১৫)
ক্ষীরোদ চন্দ্র সেন (সেপ্টেম্বর ১৯১৫ – ১৯২১)
রায় সাহেব বসন্ত চন্দ্র দাস (১৯২১ – ১৯২৫)
সুধাংশু মোহন সেন গুপ্ত (অস্থায়ী)
দ্বিজেন্দ্র মোহন সেন গুপ্ত (১৯২৬ – ১৯৩৫)
খান সাহেব সিরাজ উদ্দিন আহমেদ (মার্চ ১৯৩৫ – আগস্ট ১৯৪২)
অবিনাশ চন্দ্র সেন গুপ্ত (আগস্ট ১৯৪২ – মে ১৯৪৩)
বি কে বিশ্বাস (জুন ১৯৪৩ – আগস্ট ১৯৪৭)
আব্দুল হামিদ (১৪/৮/৪৭ – ২/৯/৪৭)
আজিজুর রহমান (৩/৯/৪৭ – ১৮/২/৫০)
এ কে এম আবদুল আজিজ (৮/৩/৫০ – ১/১১/৫০)
আবদুল ওয়াহেদ মুহাম্মদ কাবেল (২/১১/৫০ – ২৭/৮/৫৪)
আবদুর রশীদ (২৮/৮/৫৪ – ৮/৬/৫৬)
মোহাম্মদ সিরাজুল হক (৮/৬/৫৬ – ১০/১১/৫৬)
খান মোহাম্মদ সালেক (১১/১১/৬০ – ৬/৬/৬১)
পল গুডা (৪/১১/৬১ – ২৩/৯/৬৩)
বজলুল হক (১৩/৪/৭০ – ২/৫/৭২)
তসীর উদ্দীন আহমদ (৩/৫/৭২ – ৩১/১/৭৩)
মোহাম্মদ মোজাম্মেল হক (৩/২/৭৩ – ১৫/১/৮৭)
রাজিয়া বেগম (৩১/১/৮৭ – ৩/৯/৮৭)
রওশন আরা বেগম (৩/৯/৮৭ – ২০/৩/৯০)
মুহাম্মদ মতিউর রহমান (৩০/৩/৯০ – ২৯/৪/৯১)
সৈয়দ মোহাম্মদ ইসমাইল (ভারপ্রাপ্ত) (৩০/৪/৯১ – ১৯/১০/৯১)
রাজিয়া বেগম (২০/১০/৯১ – ০৮/০১/২০০১)
সৈয়দ হাফিজুল ইসলাম (০৬/০১/২০০১ – ১০/১২/২০০৩০
মুহাম্মদ আবদুর রব (১১/১২/২০০৩ – ২৪/০৩/২০০৪)
নমিতা সরখেল ( ২৫/০৩/২০০৪ – ২৩/০৫/২০০৪)
মুহাম্মদ আবদুর রব (২৪/০৫/২০০৪ – ১৯/১০/২০০৫
মোঃ মোস্তাফিজুর রহমান (১৯/১০/২০০৫ – ০২/০২/২০০৬)
মোহাম্মদ দলিল উদ্দিন (ভারপ্রাপ্ত) (০৩/০২/০৬ – ১০/০২/০৬)
সৈয়দ মোঃ মানছুর (১১/০২/২০০৬ – ২৭/০২/২০০৭)
মোহাম্মদ দলিল উদ্দিন (ভারপ্রাপ্ত) (২৮/০২/২০০৭ – ০৩/০৩/২০০৭)
মোঃ এবাদুল ইসলাম (০৪/০৩/২০০৭ – ০৪/০৬/২০০৯)
সাবিনা ইয়াসমিন (০৪/০৬/২০০৯ – ১০/০৮/২০১৯) [৭]
বিশ্বনাথ সাহা (১০/০৮/২০১৯ -বর্তমান)
তথ্য ঋনঃ বাংলাপিডিয়া, উইকিপিডিয়া।
ছবি সমুহ ইন্টারনেট থেকে সংগৃহীত।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ফর্মুলায় হ্যান্ড স্যানিটাইজার তৈরি

করোনাভাইরাস আক্রমণের পর থেকেই বাজারে সংকট দেখা দিয়েছে হ্যান্ডওয়াশ ও স্যানিটাইজারের। তাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা নিজস্ব ফর্মুলায় বিনামূল্যে বিতরণের জন্য হ্যান্ড স্যানিটাইজার তৈরি শুরু করেছে।

প্রস্তুতকৃত হ্যান্ডওয়াশ ও স্যানিটাইজার রবিবার থেকে বিতরণ শুরু হয়েছে। কাঁচামাল সরবরাহে সরকার থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে সহায়তা চাওয়া হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের চেয়ারম্যান ড. রেহানা পারভিনের নেতৃত্বে চার শিক্ষার্থীর একটি দল এগুলো তৈরি করেন। এতে আর্থিক সহযোগিতা করে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শিক্ষার্থীদের দলে ছিলেন বিভাগটির ৩য় বর্ষের ছাত্র মোহাম্মদ তানভীর এবং ২য় বর্ষের ছাত্র শোয়েব সৈকত, রবিউল হাসান ও তাসনীম হোসেন।

স্যানিটাইজার তৈরির এমন উদ্যোগের ব্যাপারে ড. রেহানা পারভিন বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে নিজেদের হাত পরিষ্কার রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর হাত পরিষ্কার রাখার ব্যাপারে ভাইরাসে আক্রান্ত ব্যক্তি ও তাদের চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষা অতীব জরুরি। এ কথা মাথায় রেখে উপাচার্যের সহযোগিতা ও শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমে আমরা স্যানিটাইজার তৈরি শুরু করেছি।

তিনি আরও জানান, স্যানিটাইজারের কাঁচামালপ্রাপ্তিতে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে। জেলা প্রশাসন কিংবা অন্য মাধ্যমে কাঁচামালের আরো বেশি সরবরাহ যদি নিশ্চিত করা যায় তবে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাস হানা দেবার ফলে আমরা এক মানবিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছি। এই বিপর্যয় প্রতিরোধে বরিশালের মানুষের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। এই প্রচেষ্টার কলেবর আরো ব্যাপক করা যায় কিনা সে ব্যাপারেও আমরা ভাবছি। তিনি জানান, বিশ্ববিদ্যালয় বর্তমানে বন্ধ আছে। বন্ধ শেষে শিক্ষার্থীদের জন্যও স্যানিটাইজার উৎপাদনের ব্যবস্থা করা হবে।

এইচএসসি ও সমমানের পরীক্ষার নতুন রুটিন এপ্রিলে

নিজস্ব প্রতিবেদক:

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে নতুন রুটিন প্রকাশ করা হবে।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

আগামী ১ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত এইচএসসির তত্ত্বীয় এবং ৫ থেকে ১৩ মে’র মধ্যে সব ব্যবহারিক পরীক্ষা শেষ করার সূচি নির্ধারিত ছিল।

এর আগে বৈশ্বিক মহামারী কোভিড-১৯ প্রাদুর্ভাবে আতঙ্কের মধ্যে গত ১৬ মার্চ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করে সরকার।

পলিটিক্যাল সাইন্স ডিবেটিং এসেম্বলির কমিটি ঘোষনা: সভাপতি শারমিন, সম্পাদক ছগির

আকিব মাহমুদ:
সরকারি বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সংগঠন পলিটিক্যাল সাইন্স ডিবেটিং এসেম্বলি (PSDA)এর ১ম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় সরকারি বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সেমিনার কক্ষে বার্ষিক সভা ও নতুন কমিটি ঘোষনা করা হয়। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রয়াত প্রফেসর ড. মেথিউ স্বরোজ বিশ্বাস স্মরনে ১ মিনিট নিরবতা পালনের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে বার্ষিক সভার সূচনা হয়। এসময় বিদায়ী সভাপতি মোঃ সরোয়ার হোসেন বিগত এক বছরের পিএসডিএ এর কার্যক্রমের প্রতিবেদন তুলে ধরেন।

পরবর্তীতে মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থী শারমিন আক্তারকে সভাপতি ও ছগির আহমেদ কে সাধারন সম্পাদক করে  ২১ জনের কার্যনির্বাহী পর্ষদ ঘোষনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও পিএসডিএ এর প্রধান উপদেষ্টা প্রফেসর খান মোঃ গাউস মোসাদ্দিক।

এ সময় উপস্থিত ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক মামুনুর রশীদ খান, সহকারী অধ্যাপক বিদিতা বেগ, সহকারী অধ্যাপক এম এম তারিকুজ্জামান, প্রভাষক সেকেন্দার হাওলাদার সহ পিএসডিএ এর সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ২০১৮ সালের ৭ডিসেম্বর যাত্রা শুরু করে পিএসডিএ। কার্যক্রম শুরুর পর থেকেই নানান ব্যতিক্রমধর্মী বিতর্ক প্রতিযোগীতা, আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা, পিএসডিএ সংলাপ, সংসদীয় বিতর্ক প্রতিযোগীতার আয়োজন করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ শিক্ষা কার্যক্রমে গুরত্বপূর্ন অবদান রাখছে।

বরিশালে এলএলবি পরীক্ষায় বহিষ্কার ৬

বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের সমাপনী পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ছয় জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) সরকারি ব্রজমোহন কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার পরীক্ষায় মোট ৬১৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরিচালনায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বী, শরীফ মো. হেলাল উদ্দিন ও রুমানা আফরোজ দায়িত্ব পালন করেন।

পরীক্ষা সুষ্ঠুভাবে ব্যবস্থাপনায় সার্বক্ষণিক তদারকির দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ জানান, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ওই ছয় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এলএলবি প্রথম বর্ষের আগামী পরীক্ষাগুলোতেও নকলমুক্ত পরিবেশে সম্পন্নের জন্য জেলা প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বঙ্গবন্ধু হলের সিটে উঠা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুটি গ্রুপের মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বৃহস্প‌তিবার রা‌ত সা‌রে ৮টায় বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন বিশ্ব‌বিদ্যাল‌য়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস।

সাময়িক বহিস্কৃত শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ৭ম ব‍্যাচের ভূতত্ত্ব ও খনিবিদ‍্যা বিভাগের শিক্ষার্থী আল সামাদ শান্ত এবং ৮ম ব‍্যাচের বাংলা বিভাগের শিক্ষার্থী তাহমিদ জামান নাভিদ।

উল্লেখ্য, ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পাশে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে বিশ্ববিদ্যালয়ের ৮ম ব্যাচের ছাত্রলীগের দুই গ্রুপের মাঝে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রাষ্টবিজ্ঞান বিভাগের মোহাম্মদ রাফি ও রুম্মান হোসেন, ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের জিদান হোসেন এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের হাফিজুর রহমান আহত হন। আহতদের শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।