ফ্রি টিকিট দিয়েও দর্শক নেই

বিনোদন ডেস্ক :

একে তেলেগু সিনেমার রিমেক, অন্যদিকে ‘পাঠান’ ঝড়; সঙ্গে যুক্ত হয়েছে হলিউডের সিনেমা ‘অ্যান্ট ম্যান থ্রি’। এসবে হারিয়ে যেতে বসছে কার্তিক আরিয়ানের ‘শেহজাদা’ সিনেমা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন, মুক্তির প্রথমদিনে সিনেমাটি ভারতীয় বক্স অফিসে সংগ্রহ করেছে মাত্র সাত কোটি রূপি। এই সংখ্যাই বলে দিচ্ছে কয়েকটি সফল সিনেমার পর কার্তিকে অনেকেই বলিউড ‘শেহজাদা’ ডাকা শুরু করেছিলেন, সেটা সহজেই হচ্ছে না।

‘পাঠান’ ঝড়ে ‘শেহজাদা’র মুক্তি এক সপ্তাহ পেছানো হলেও অগ্রিম টিকেট বিক্রি আশানুরূপ না হওয়ায় পরিস্থিতি বিবেচনা করে প্রথম দিনের শোতে একটি টিকেটের সাথে আরেকটি বিনামূল্যেও দেয়া হয়েছে। তবুও সাড়া মিলছে না দর্শকের।

রোহিত ধাওয়ান পরিচালিত ও ভূষণ কুমার, অল্লু অরবিন্দ, অমন গিল ও আরিয়ান প্রযোজিত ‘শেহজাদা’ তেলেগু সিনেমা ‘আলা বৈকুণ্ঠপুরমলো’ সিনেমার হিন্দি রিমেক।  ‘আলা বৈকুণ্ঠপুরমলো’ সিনেমায় অভিনয় করেছিলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন এবং পূজা হেগড়ে। ‘শেহজাদা’ ছবিতে কার্তিকের বিপরীতে অভিনয় করেছেন কৃতি শ্যানন।

সোনার চামচ-বাটিতে সন্তানের মুখেভাত

বিনোদন ডেস্ক :

তারকা দম্পতি শরিফুল রাজ ও পরী মণির ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের মুখেভাতের অনুষ্ঠান করেছে ভালোবাসা দিবস ও বসন্তের দিনে। মুখেভাত উপলক্ষে সোনার চামচ-বাটি কেনার কথা আগেই জানিয়েছিলেন নায়িকা।

এবার আয়োজনের ছবি প্রকাশ করে পরী লিখেছেন, ‘ফাল্গুনী ভালোবাসায় রাজ্যের মুখেভাত!’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

পরী জানিয়েছেন বাড়ির ছাদেই সন্তানের মুখেভাতের অনুষ্ঠান হয়েছে। বেশ কয়েকজন ঘনিষ্ঠজন ছাড়া অতিথি ছিল পথশিশুরা।

মুখেভাত উপলক্ষে সোনার চামচ-বাটি কেনা প্রসঙ্গে আগে পরী বলেছিলেন, ‘বাসায় এসে সবাই বলেন, রাজ্য সোনার চামচ মুখে নিয়ে পৃথিবীতে এসেছে। হয়তো সবাই রাজ্যকে ভালোবাসে বলেই এভাবে বলেন। আমরা মজা করে এসব আয়োজন করেছি। ছয় মাস পূর্ণ হওয়ার দিন রাজ্যের মুখে এই চামচে ভাত তুলে দেব। আমি মনে করি, মা–বাবার রাজ্যে প্রতিটি সন্তানই রাজা। আমরা ভাগ্যবান, আমাদের ঘরে এত সুন্দর একটা রাজা পেয়েছি।’

শাকিবের মা ইলিশ রেঁধে খাইয়েছেন অপুকে

বিনোদন ডেস্ক :

সাবেক স্বামী চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে পুরানো সম্পর্ক জোড়া লাগছে অপু বিশ্বাসের। গেল বছরের ২৫ নভেম্বর ‘অপুর যাতায়াত বেড়েছে শাকিব খানের বাসায়’ এমন শিরোনামের খবর প্রকাশ করে সেই ইঙ্গিত দিয়েছিল এনটিভি অনলাইন।

গেল কয়েকদিনে সাবেক শ্বশুরবাড়ির মানুষদের নিয়ে অপুর বিশ্বাসের একাধিক মন্তব্যে গুঞ্জনের সত্যতা মিলছে। তবে বিচ্ছেদ ভুলে আবার এক ছাদের নিচে থাকবেন শাকিব-অপু? এমন প্রশ্নের উত্তর রহস্য ঘেরা উত্তর, ‘সেটা এখন বলব না, সময় বলে দেবে। আগে কী করছে না করছে, সেটা আমি জানি না, শাকিবের এখন অনেক পরিবর্তন লক্ষ করেছি। সন্তান, পরিবার-পরিজনের প্রতি দারুণ আবেগ কাজ করে তার। শাকিব একজন ভালো মনের মানুষ।’

শাকিব প্রসঙ্গে এখন অপুর ভাষ্য, ‘আমরা দুজন মিলেই জয়কে স্কুল থেকে আনা-নেওয়া করি। কখনো আমি রেখে আসি, শাকিব নিয়ে আসে। শাকিব রেখে আসে, আমি নিয়ে আসি। তা ছাড়া শাকিব আমার ব্যক্তিগত ব্যাপার বা মিডিয়াতে কাজের ব্যাপারেও মাঝেমধ্যে পরামর্শ দেয়।

শনিবার (১১ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে আরও এক তথ্য জানিয়েছেন অপু। তাঁর ভাষ্যে গল্পটা এমন, ‘কয়েক দিন আগে আমি শাশুড়ির কাছে ফোন করে ইলিশ মাছ খেতে চেয়েছিলাম। মা বললেন, “ঠিক আছে আমি রান্না করছি। একটু পর ফোন করে জানাও সঙ্গে কী দিয়ে রান্না করব।” এর পর আমি ফোন রেখে ভুলে গেছি। হঠাৎই শাশুড়ির ফোন। ধমকের স্বরে বললেন, “এই মেয়ে, তুমি কী দিয়ে ইলিশ খাবে, জানাতে বললাম, দেরি করছ কেন?” এই হলে আমার শাশুড়ি। সত্য কথা বলি, আমার জীবনে ভুলভ্রান্তি হতে পারে, কিন্তু আমি একটা পর্যায়ে এসে বুঝেছি, তাঁরা কতটা ভালো মনের মানুষ। এখন কতটা আমাকে ভালোবাসেন তাঁরা।’

শাকিব খান ২০০৮ সালের ১৮ এপ্রিল গুলশানের বাড়িতে কঠোর গোপনীয়তায় নিজের সর্বাধিক সিনেমার নায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেন। প্রায় ১০ বছর পর এক সন্তানের খবরের সঙ্গে নিজেদের বিয়ের খবর গণমাধ্যমে নিয়ে আসেন অপু। এসব কারণে ২০১৭ সালের ২২ নভেম্বর শাকিব বিচ্ছেদের জন্য আবেদন করেন। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ হয়। শাকিব-অপুর ১০ বছরের সংসারে একটি ছেলেসন্তানের জন্ম হয়। বিচ্ছেদের পর থেকে জয় মায়ের সঙ্গে থাকে। পড়াশোনা করে ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলে।

৮০ কোটিতে নিজেদের বিয়ের ভিডিও বিক্রি করেছেন কিয়ারা?

বিনোদন ডেস্ক :

জমকালো আয়োজনে রাজস্থানের জয়সালমিরের সূর্যগড় প্রাসাদে অস্তমিত সূর্যকে সাক্ষী রেখে ৭ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন‘শেরশাহ’ জুটি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। এত আয়োজনে বিয়ে করে শুধু মাত্র তিনটি ছবি প্রকাশ করেছেন এই দম্পতি।

এর কারণ হিসাবে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, চড়া দামে বিয়ের ভিডিও বিক্রি করেছে কিয়ারা-সিদ্ধার্থ, কিনেছে আমাজন প্রাইম।

ভারতীয় পোর্টাল জুম বিশেষ সূত্রের বরাতে এমন দাবি করেছে যে, আমাজন প্রাইম এই দম্পতির বিয়ের ভিডিও কিনেছে। কিয়ারা-সিদ্ধার্থের বিয়ের দিন আমাজন প্রাইম একটি পোস্ট সেই গুঞ্জনকে আরও শক্ত করেছে। তবে কত টাকায় এই ভিডিও কেনা হয়েছে তা ওই প্রতিবেদনে প্রকাশ করা হয়নি।

তবে কলকাতার সংবাদ প্রতিদিন তাদের এক প্রতিবেদনে দাবি করেছে, শোনা যাচ্ছে ৮০ কোটি রুপিতে কিয়ারা-সিদ্ধার্থ বিয়ের ভিডিও বিক্রি করেছে। তবে দুই পক্ষে কেউ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেনি।

এই দম্পতি মুন্বাইয়েও একটি রিসেপশনের ব্যবস্থা করা হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবের জন্য। আগামী ১২ ফেব্রুয়ারি মুম্বইয়ের ‘সেন্ট রেগিস’ পাঁচতারা হোটেলে জমকালো রিসেপশনের আয়োজন করেছেন সিড-কিয়ারা।

‘শেরশাহ’ সিনেমার শুটিং চলাকালে প্রেমের সম্পর্কে জড়ান তারকা জুটি। কয়েক বছরের সম্পর্কে মাঝে কিছু সমস্যাও হয়েছিল। শোনা গিয়েছিল, বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেও করণ জোহরের কারণে তাঁদের সম্পর্ক টিকে যায়।

১০ দিনে ৭৫০ কোটি

বিনোদন ডেস্ক :

‘দঙ্গল’, ‘আরআরআর’, ‘বাহুবলী ২’ ও ‘কেজিএফ ২’ সিনেমার পর হাজার কোটির ক্লাবে প্রবেশ করতে যাচ্ছে বলিউড বাদশাহ শাহরুখ খানের আলোচিত সিনেমা ‘পাঠান’।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, মুক্তির প্রথম ১০ দিনে বিশ্ব বক্স অফিসে ৭৫০ কোটি রুপি সংগ্রহ করেছে ‘পাঠান’ আর মাত্র ২৭৫ কোটি রূপি আয় করলেও ১০০০ কোটির মাইলফলক স্পর্শ করবে সিনেমাটি। বক্স অফিস বিশেষজ্ঞরা ধারণা করছেন, এই সপ্তাহে কোটির ক্লাবে প্রবেশ করবে সিনেমাটি।

আর ভারতের বাজারেই ১০ দিনে ‘পাঠান’ ৩৭৫ কোটি রুপি সংগ্রহ করেছে; এভাবে চলতে থাকলে শিগগির বলিউডের সবচেয়ে আয়কারী সিনেমার তমকা পাবে শাহরুখের এই সিনেমা।

‘পাঠান’ সিনেমার জন্য শাহরুখ খান পারিশ্রমিক নিয়েছেন ১০০ কোটি রুপি। দীপিকা পাড়ুকোন নিয়েছেন ১৫ কোটি রুপি। আর প্রধান খলনায়কের জন আব্রাহাম তাঁর পারিশ্রমিক ২০ কোটি রুপি। সিনেমাটিতে সালমান খান অতিথি চরিত্রে অভিনয় করেছেন, তবে ভাই শাহরুখের জন্য এই সিনেমায় কোন পারিশ্রমিকই নেননি বলিউড ভাইজান।

অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটি পরিচালনার জন্য সিদ্ধার্থ আনন্দ নিয়েছেন ছয় কোটি রুপি।

সবশেষ শাহরুখ খানের ‘জিরো’ সিনেমা মুক্তি পায় ২০১৮ সালের ২১ ডিসেম্বর।

কিয়ারা ও সিদ্ধার্থের বিয়েতে ১০০ অতিথি

বিনোদন ডেস্ক :

এখন আর গুঞ্জন নেই, আজ সকালেই বিয়ের ভ্যানু রাজস্থানে উড়াল দিয়েছেন বলিউডের আবেদনময় অভিনেত্রী কিয়ারা আদভানি। দীর্ঘদিন  চুটিয়ে প্রেম করার পর অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা বধূ হচ্ছেন এই অভিনেত্রী।

সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন, কিয়ারা ও সিদ্ধার্থের বিয়ে ৬ ফেব্রুয়ারি।  ৪ তারিখ থেকে শুরু হবে মেহেন্দি, গায়ে হলুদ, সঙ্গীতসহ সব ধরণের আয়োজন।

গণমাধ্যমটি আরও জানাচ্ছে, রাজস্থানের জয়সালমের প্যালেস হোটেলে বসবে বিয়ের আসর। এজন্য ভাড়া করা হয়েছে ৮০টি রুম ও ৭০টি গাড়ি। এর মধ্যে রয়েছে মার্সিডিজ বেঞ্জ ও জাগুয়ার। গাড়িগুলো অতিথিদের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য ব্যবহার হবে।

বিয়েতে অতিথি ১০০ থেকে ১২৫ জন। দুজনের ঘনিষ্ঠ বন্ধুসহ সিদ্ধার্থ এবং কিয়ারা উভয়ের পরিবার সদস্যরা যোগ দিচ্ছেন আয়োজন। উপস্থিত থাকবেন করণ জোহর, মনীশ মালহোত্রা এবং ইশা আম্বানির মতো তারকরা, যিনি কিয়ারার স্কুল বন্ধু।

‘শেরশাহ’ সিনেমার শুটিং চলাকালে প্রেমের সম্পর্কে জড়ান তারকা জুটি। কয়েক বছরের সম্পর্কে মাঝে কিছু সমস্যাও হয়েছিল। শোনা গিয়েছিল, বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেও করণ জোহরের কারণে তাঁদের সম্পর্ক টিকে যায়।

৪ দিনে ৪ বছর ভুলে গেছেন শাহরুখ

বিনোদন ডেস্ক :

বলিউডের ইতিহাসের সব রেকর্ড ভেঙে চুরমার করে তবেই ঘটা করে গণমাধ্যমে কথা বললেন শাহরুখ খান। শুধু কথা বললেন না মজায় ভাসলেন।

সোমবার সন্ধ্যায় মুম্বাইয়ের তাজ হোটেলে হাজির হয়েছিল পুরো ‘পাঠান’ টিম। সেখানে শাহরুখ খান জানালেন এই চার দিনে আমি ওই চার বছর ভুলে গেছি।

খান সাহেবের ভাষ্যটা এমন, “আমি সবচেয়ে বেশি দুঃখী হই যখন মানুষকে নিরাশ করি। আমাকে ‘পাঠান’ সিনেমায় অভিনয় করার সুযোগ দেওয়ার জন্য আদিত্য চোপড়া আর সিদ্ধার্থ আনন্দের কাছে আমি কৃতজ্ঞ। এই চার দিনে আমি ওই চার বছর ভুলে গেছি।”

মজা করে কিং খান সংবাদ সম্মেলনে এটাও বলেছেন, ‘আমার শেষ সিনেমাটা চলেনি। আর সেই ভয় থেকে আমি দ্বিতীয় ব্যবসার কথা ভাবতে শুরু করেছিলাম। আমি ভেবেছিলাম, রেড চিলিজ ফুড ইটারি নামের রেস্তোরাঁ খুলব। আমি ওই সময়ে ইতালিয়ান খাবার বানানো শিখেছিলাম। আমি আমার শুটিংয়ের সময় আদিকে (আদিত্য চোপড়া) পিৎজা খাইয়েছিলাম। সে আমায় বলেছিল, আগামী দিনেও আমায় কাজ দেবে।’

শাহরুখ আরও বলেন, ‘আপনারা সবাই আমায় এত স্নেহ–ভালোবাসা দিয়েছেন। আমার বয়স এখন ৫৭। আমি তরুণদের বলতে চাই যে সিনেমা মানুষকে আনন্দ, আর খুশি দেওয়ার জন্য বানানো হয়। আমরা সবাই কোনো না কোনো চরিত্রে অভিনয় করি মানুষকে আনন্দ দেব বলে। আমরা কখনোই কারও মনে আঘাত দিতে চাই না। আমরা শুধুই বিনোদন দিতে চাই। এখানে আমরা সবাই মিলেমিশে, হাসিঠাট্টা করে কাজ করি। দীপিকা অমর, আমি আকবর, আর জন অ্যান্টনি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। ১০০ কোটি, ৫০০ কোটি বা হাজার কোটি আমার কাছে প্রাধান্য পায় না। আপনারা আমার ছবি দেখে যে আনন্দ পান, আর আপনাদের মুখে হাসি দেখে যে খুশি আমি পাই, তার চেয়ে কোনো পুরস্কার বা পরিণাম বড় নয়।’

বলিউড হাঙ্গামা জানাচ্ছে, ভারতীয় বক্স অফিসে ষষ্ঠ দিনে সিনেমাটি সংগ্রহ করেছে ২৫ কোটি রুপি। আর সব মিলিয়ে ভারতে বক্স অফিসে সংগ্রহ ৩০৫ কোটি রুপি, যা হিন্দি সিনেমার ইতিহাসে দ্রুত সময়ে ৩০০ কোটির ক্লাব স্পর্শ করার রেকর্ড গড়লো।

৫ দিনে ৫৫০ কোটিতে ‘পাঠান’

বিনোদন ডেস্ক :

মুক্তির চতুর্থদিনেই শাহরুখ খান টেক্কা দিয়েছেন আলোচিত ‘বাহুবলী ২’ ও ‘কেজিএফ ২’ সিনেমাকে। রেকর্ড গড়েছে ভারতের বক্স অফিসে সবচেয়ে কম সময়ে ২০০ কোটি রূপি আয়ের। তাঁর ‘পাঠান’ যেন রেকর্ডের পর রেকর্ড গড়েই চলছে।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস প্রতিবেদনে দাবি করছে, মুক্তির পাঁচ দিনে বিশ্ব বক্স অফিসে ‘পাঠান’ সংগ্রহ করেছে আনুমানিক ৫৫০ কোটি রুপি। বাণিজ্য বিশ্লেষক রমেশ বালার বরাতে এমনটি জানিয়ে গণমাধ্যমটি।

বলিউড হাঙ্গামা জানাচ্ছে, ভারতীয় বক্স অফিসে পঞ্চম দিনে সিনেমাটি সংগ্রহ করেছে ৬২ কোটি রুপি। আর সব মিলিয়ে ভারতে বক্স অফিসে সংগ্রহ ২৮২ কোটি রুপি।

‘পাঠান’ সিনেমার জন্য শাহরুখ খান পারিশ্রমিক নিয়েছেন ১০০ কোটি রুপি। দীপিকা পাড়ুকোন নিয়েছেন ১৫ কোটি রুপি। সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে।

আর প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে, তাঁর পারিশ্রমিক ২০ কোটি রুপি। সিনেমাটিতে সালমান খান থাকছেন অতিথি চরিত্রে, তবে ভাই শাহরুখের জন্য এই সিনেমায় কোন পারিশ্রমিকই নেননি বলিউড ভাইজান।

অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটি পরিচালনার জন্য সিদ্ধার্থ আনন্দ নিয়েছেন ছয় কোটি রুপি।

২০২৩ সালের ২৫ জানুয়ারি  বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’ মুক্তি পাচ্ছে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায়। সবশেষ শাহরুখ খানের ‘জিরো’ সিনেমা মুক্তি পায় ২০১৮ সালের ২১ ডিসেম্বর।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ উঠছে যাদের হাতে

বিনোদন ডেস্ক :

চলচ্চিত্রের একমাত্র রাষ্ট্রীয় ও সর্বোচ্চ পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ ঘোষণা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ২৬ জানুয়ারি ২৭ বিভাগে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

১৯৭৫ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রথম প্রদান করা হয়। বাংলাদেশ সরকার চলচ্চিত্র শিল্পের বিকাশ ও উন্নয়নে উল্লেখযোগ্য অবদানের জন্য ব্যক্তিবিশেষকে এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্রকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করে থাকে।

পুরস্কার হিসেবে নির্বাচিত প্রত্যেককে ১৮ ক্যারেট মানের ১৫ গ্রাম ওজনের স্বর্ণ দিয়ে তৈরি একটি পদক, পদকের একটি রেপ্লিকা ও এককালীন নির্ধারিত পরিমাণ সম্মানী ও সম্মাননাপত্র প্রদান করা হবে। আজীবন সম্মাননার জন্য ৩ লাখ, শ্রেষ্ঠ পূর্ণদের্ঘ্য চলচ্চিত্র প্রযোজক, শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালকের জন্য ২ লাখ ও অন্যান্য ক্ষেত্রে ১ লাখ টাকা দেওয়া হবে।

এক নজরে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১’র বিজয়ীরা:

শ্রেষ্ঠ চলচ্চিত্র (যৌথভাবে): লাল মোরগের ঝুঁটি (মাতিয়া বানু শুকু) ও নোনাজলের কাব্য (রেজওয়ান শাহরিয়ার সুমিত)

শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক: রেজওয়ান শাহরিয়ার সুমিত (নোনাজলের কাব্য)

শ্রেষ্ঠ অভিনেতা (যৌথভাবে): মো. সিয়াম আহমেদ (মৃধা বনাম মৃধা) ও মীর সাব্বির মাহমুদ (রাতজাগা ফুল)

শ্রেষ্ঠ অভিনেত্রী (যৌথভাবে) আজমেরী হক বাঁধন (রেহানা মরিয়ম নূর) ও তাসনোভা তামান্না (নোনাজলের কাব্য)

শ্রেষ্ঠ অভিনেতা-পার্শ্ব চরিত্রে: এম ফজলুর রহমান বাবু (নোনাজলের কাব্য)

শ্রেষ্ঠ অভিনেত্রী-পার্শ্ব চরিত্রে: শম্পা রেজা (পদ্মপুরাণ)

শ্রেষ্ঠ অভিনেতা-খল চরিত্রে: মো. আবদুল মান্নান জয়রাজ (লাল মোরগের ঝুঁটি)

শ্রেষ্ঠ অভিনেতা-কৌতুক চরিত্রে: প্রভাষ কুমার ভট্টাচার্য্য মিলন (মৃধা বনাম মৃধা)

শ্রেষ্ঠ শিশুশিল্পী: আফিয়া তাবাসসুম (রেহানা মরিয়ম নূর)

শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার: জান্নাতুল মাওয়া ঝিলিক (যা হারিয়ে যায়)

শ্রেষ্ঠ সংগীত পরিচালক: সুজেয় শ্যাম (যৈবতী কন্যার মন)

শ্রেষ্ঠ গায়ক: কে. এম. আবদুল্লাহ-আল-মুর্তজা মুহিন (শোনাতে এসেছি আজ-পদ্মপুরাণ)

শ্রেষ্ঠ গায়িকা: চন্দনা মজুমদার (দেখলে ছবি পাগল হবি-পদ্মপুরাণ)

শ্রেষ্ঠ গীতিকার: প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার (অন্তরে অন্তর জ্বালা-যৈবতী কন্যার মন)

শ্রেষ্ঠ সুরকার: সুজেয় শ্যাম (অন্তরে অন্তর জ্বালা-যৈবতী কন্যার মন)

শ্রেষ্ঠ কাহিনিকার: রেজওয়ান শাহরিয়ার সুমিত (নোনাজলের কাব্য)

শ্রেষ্ঠ চিত্রনাট্যকার: নূরুল আলম আতিক (লাল মোরগের ঝুঁটি)

শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা: তৌকীর আহমেদ (স্ফুলিঙ্গ)

শ্রেষ্ঠ সম্পাদক: সামির আহমেদ (লাল মোরগের ঝুঁটি)

শ্রেষ্ঠ শিল্প নির্দেশক: শিহাব নূরুন নবী (নোনাজলের কাব্য)

শ্রেষ্ঠ চিত্রগ্রাহক (দলগত): সৈয়দ কাশেফ শাহবাজি, সুমন কুমার সরকার, মাজহারুল ইসলাম রাজু (লাল মোরগের ঝুঁটি)

শ্রেষ্ঠ শব্দগ্রাহক: শৈব তালুকদার (রেহানা মরিয়ম নূর)

শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা: ইদিলা কাছরিন ফরিদ (নোনাজলের কাব্য)

শ্রেষ্ঠ মেক-আপম্যান (দলগত): মো. ফারুখ, মো. ফরহাদ রেজা মিলন (লাল মোরগের ঝুঁটি)

শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: আকা রেজা গালিব (ধর)

শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র: কাওসার চৌধুরী (বধ্যভূমিতে একদিন)

শাহরুখ টেক্কা দিলেন ‘বাহুবলী ২’ ও ‘কেজিএফ ২’ সিনেমাকে

বিনোদন ডেস্ক :

‘পাঠান’ ঝড় চলছেই। মুক্তির চতুর্থদিনে শাহরুখ খান টেক্কা দিলেন আলোচিত ‘বাহুবলী ২’ ও ‘কেজিএফ ২’ সিনেমাকে। ভারতের বক্স অফিসে সবচেয়ে কম সময়ে ২০০ কোটি রূপি আয়ের রেকর্ড গড়েছে তাঁর ‘পাঠান’।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন, মুক্তির মাত্র চার দিনে ভারতীয় বক্স অফিসে সিনেমাটির সংগ্রহ প্রায় ২১২ কোটি রুপি; যা সবচেয়ে কম সময়ে ২০০ কোটির ক্লাবে পৌঁছনো হিন্দি সিনেমা।

এর আগে ‘কেজিএফ ২’ সিনেমার হিন্দি সংস্করণ পাঁচ দিনে ২০০ কোটি টাকার ব্যবসা করেছিল। আর ‘বাহুবলী ২’ সিনেমার হিন্দি সংস্করণ ছয় দিনে ওই মাইলফলক স্পর্শ করেছিল।

বক্স অফিস বিশ্লেষক রমেশ বালা জানিয়েছেন, চার দিনে বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৪০০ কোটি রুপি।

‘পাঠান’ সিনেমার জন্য শাহরুখ খান পারিশ্রমিক নিয়েছেন ১০০ কোটি রুপি। দীপিকা পাড়ুকোন নিয়েছেন ১৫ কোটি রুপি। সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে।

আর প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে, তাঁর পারিশ্রমিক ২০ কোটি রুপি। সিনেমাটিতে সালমান খান থাকছেন অতিথি চরিত্রে, তবে ভাই শাহরুখের জন্য এই সিনেমায় কোন পারিশ্রমিকই নেননি বলিউড ভাইজান।

অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটি পরিচালনার জন্য সিদ্ধার্থ আনন্দ নিয়েছেন ছয় কোটি রুপি।

২০২৩ সালের ২৫ জানুয়ারি  বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’ মুক্তি পাচ্ছে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায়। সবশেষ শাহরুখ খানের ‘জিরো’ সিনেমা মুক্তি পায় ২০১৮ সালের ২১ ডিসেম্বর।