এবার মেইল করে সালমানকে হুমকি

বিনোদন ডেস্ক :
বলিউড ভাইজান সালমান খানকে জেলে বসে টিভি সাক্ষাৎকারে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই হত্যার হুমকি দিয়েছেন কয়েকদিন আগেই। এবার একই দলের আরেক গ্যাংস্টার গোল্ডি ব্রারের সহযোগী রোহিত ইমেইল করে একই ধরণের হুমকি দিয়েছেন।

সালমান খানের ব্যক্তিগত সহকারী জর্ডি প্যাটেলকে সেই ইমেলে লেখা হয়েছে, সালমানের সঙ্গে মুখোমুখি বসে কথা বলতে চান গোল্ডি। এজন্য সালমানকে সময় ঠিক করতে বলেছেন তিনি। মেইলে লরেন্স বিষ্ণোইয়ের সাম্প্রতিক সাক্ষাৎকারটি অভিনেতাকে দেখানোর জন্যও বলা হয়েছে।

শনিবার পাওয়া এই ইমেলের পর সালমানের বান্দ্রার বাড়ি গ্যালাক্সির সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। কিছুদিন সব ধরণের ইভেন্টে অংশ নিতে নিষেধ করা হয়েছে অভিনেতাকে। সালমানের বন্ধু প্রশান্ত গুঞ্জলকার বান্দ্রা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বিষ্ণোই, গোল্ডি এবং রোহিতের বিরুদ্ধে।

সম্প্রতি কারাগারের ভেতর থেকে দেওয়া এবিপি নিউজ এর স্পেশাল শো ‘অপারেশন দুরন্ত’তে লরেন্স বলেছেন, ‘আমাদের সমাজে সালমানের প্রতি ক্ষোভ আছে। আমার সমাজকে তিনি অপমান করেছেন। তার বিরুদ্ধে মামলা হলেও তিনি ক্ষমা চাননি। যদি তিনি ক্ষমা না চান, তাহলে পরিণতি ভোগ করতে প্রস্তুত থাকতে হবে তাকে। আমি অন্য কারো উপর নির্ভর করব না। নিরাপত্তা কমালেই খুন হবেন সালমান।’

তিনি আরও বলেন, ‘ছোটবেলা থেকেই তার জন্য আমার মনে রাগ। তার অহংকার আমি আজ হোক বা কাল হোক ভেঙে দেব। তার উচিত আমাদের দেবতার মন্দিরে এসে ক্ষমা চাওয়া। আমাদের সমাজ যদি তাকে ক্ষমা করে, তাহলে আমি কিছু বলব না।’

গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই কয়েক বছর আগে সালমান খানকে কালো হরিণ মামলায় জড়িত থাকার জন্য হত্যার হুমকি দিয়েছিলেন।

মাহিকে রিমান্ডে নেবে পুলিশ

বিনোদন ডেস্ক :
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা মাহিয়া মাহিকে রিমান্ডে নিতে চায় গাজীপুর মহানগর পুলিশ।

গ্রেপ্তার পরবর্তী এক সংবাদ সম্মেলনে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম জানিয়েছেন, মাহি দেশের ফেরার পর বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করেছি। বাকী প্রক্রিয়া শেষে আমরা দ্রুতই তাঁর রিমান্ড চাইব। মাহির  স্বামী রকিব সরকার এখনও পলাতক।

সাংবাদিকদের পক্ষে মাহি অন্তসত্বা জানানো হলে এই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আমরা এই বিষয়ে অবগত নই; সেটা কোর্ট দেখবেন।

মাহিয়া মাহিকে আজ শনিবার সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। সকালে ওমরাহ পালন শেষে দেশে ফিরছিলেন মাহি।

এর আগে গতকাল মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে গাজীপুরে দুটি মামলা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে। আর জমি দখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন।

শুক্রবার ভোরে স্বামীর সঙ্গে ফেসবুক লাইভে রকিবের গাড়ির শো-রুম ভাঙচুর ও হামলার অভিযোগ করেছিলেন। যেখানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ‘ঘুষ’ নেওয়ার অভিযোগ তোলেন নায়িকা। আর লাইভে তিনি দাবি করেন, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পূর্ব পাশে ‘সনিরাজ কার প্যালেস’ নামে তার স্বামীর গাড়ির শোরুমে ইসমাইল হোসেন ওরফে লাদেন ও মামুন সরকারের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে।

দীঘি এখন বলছেন, অনুষ্ঠানে আমি ছিলাম না

বিনোদন ডেস্ক :

হত্যা মামলার পলাতক আসামি আরাভ খান ওরফে রবিউল ইসলামের দুবাইয়ের স্বর্ণের দোকান উদ্বোধনে যারা গিয়েছেন, তদন্তের স্বার্থে প্রয়োজনে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদ।

এমন খবর প্রকাশ্যে আসার পর প্রার্থনা ফারদিন দীঘি দাবি করছেন ওই স্বর্ণের দোকান উদ্বোধন অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন না। অথচ এক ভিডিও বার্তায় ওই আয়োজনে তিনি উপস্থিত থাকবেন বলে দর্শকদের জানিয়েছিলেন।

সমালোচনার মাঝে দীঘি গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আরাভ জুয়েলার্স উদ্বোধনী অনুষ্ঠানে আমি ছিলাম না। যারা বলছে তারা ভুল বলেছে। আমি দুবাইয়ের এনারায় জুয়েলার্সের উদ্বোধনী অনুষ্ঠানে গেছি। আমার নাম জড়িয়ে মিথ্যা সংবাদ ছড়নো হচ্ছে। সেখানে সাকিব আল হাসান গেছে আমি যাইনি।’

শাকিবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিনোদন ডেস্ক :
চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে অসদাচরণ ও ধর্ষণের অভিযোগ করেছেন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক রহমত উল্লাহ। আজ বুধবার (১৫ মার্চ) বিকেলে চলচ্চিত্রের তিন সমিতির কাছে শাকিবের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিয়েছেন এই প্রযোজক।

লিখিত অভিযোগে প্রযোজক রহমত উল্লাহ ২০১৭ সালে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার চিত্রায়নের সময় শাকিব খান যেসব ক্ষতিকর কাজ করেছিলেন তার সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছেন। এই লিখিত অভিযোগটি পাওয়ার কথা এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার।

অভিযোগপত্রে শাকিবের অসদাচরণের বর্ণনা দিয়ে দাবি করা হয়েছে, শুটের সময় শাকিবকে নিয়মিত পতিতালয়ে নিয়ে যেতে হতো, আর তা না হলে তার হোটেল কক্ষে অস্ট্রেলিয়ান যৌনকর্মীদের নিয়ে আসতে হতো। এই ব্যাপারটি ছিল প্রতিদিনের রুটিন। কখনো কখনো একাধিকবার। এই সব যৌনকর্মীদের মোটা অঙ্কের পারিশ্রমিক আমাদেরকেই দিতে হতো।

সহ-প্রযোজককে ধর্ষণের অভিযোগ এনে অস্ট্রেলিয়ায় একটি মামলাও করা হয়। (মামলা নম্বর : NSW Police reference no: E ৬২৪৯৪৯৫৯)। সেই ঘটনার সূত্র ধরে অভিযোগে তিনি আরও বলেন, ‘একবার তিনি আমাদের একজন নারী সহ-প্রযোজককে কৌশলে ধর্ষণ করেন। ভুক্তভোগী ওই নারীকে তিনি অত্যন্ত পৈশাচিকভাবে নির্যাতন করেন। গুরুতর জখমসহ রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল। নির্যাতিতা তখন এই ব্যাপারে অস্ট্রেলিয়ান পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। নির্যাতিতা নিজেও একজন বাংলাদেশি বংশোদ্ভূত নারী। আমি সেই ফৌজদারি অভিযোগের সাক্ষী ছিলাম। এই ঘটনার পর তিনি এবং তার পরিবার সামাজিকভাবে যেই গ্লানি এবং কুৎসার শিকার হন, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ধর্ষণের বিচার চাইতে গিয়ে একটা পর্যায়ে তার নিজের ও তার পরিবারের টিকে থাকাটাই অসম্ভব হয়ে পড়ে। ওইদিন আমরা যখন সহকর্মীকে নিয়ে হাসপাতালে ব্যস্ত, শাকিব খান সেইদিন কাউকে কিছু না জানিয়ে অস্ট্রেলিয়া থেকে চুপিসারে চলে যান। এরপর থেকে শাকিবের সঙ্গে বিভিন্ন সময় যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছি। পরবর্তীতে ২০১৮ সালে তিনি আবার অস্ট্রেলিয়ায় এলে ধর্ষণের অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হন। সামাজিক চাপে এবং আরও নিগ্রহের ভয়ে নির্যাতিতা প্রকাশ্যে মুখ খুলতে রাজি না হওয়ায় শাকিব সেই যাত্রায় ছাড়া পেয়ে যান।’

এই অভিযোগ প্রসঙ্গে শাকিব খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।

‘অপারেশন অগ্নিপথ’ ছবির পরিচালনা করছিলেন আশিকুর রহমান। এতে শাকিবের নায়িকা হিসেবে যুক্ত ছিলেন সিবা আলী খান। তাদের পক্ষ থেকে অবশ্য কোনও অভিযোগের খবর প্রকাশ্যে আসেনি।

৯৫তম অস্কার পুরস্কার পেলেন যারা

বিনোদন ডেস্ক :

বিশ্ব সিনেমার সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কার। বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হয় এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৫তম আসর। মোট ২৪টি ক্যাটাগরিতে দেয়া হয়েছে এই পুরস্কার।

এবারের আসরে সাতটি পুরস্কার জিতেছে ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ চলচ্চিত্র। সেরা তথ্যচিত্র শর্ট ক্যাটাগরিতে পুরস্কার ভারতের দ্য এলিফ্যান্ট হুইসপার্স এবং সেরা মৌলিক গানের পুরস্কার জিতে নিয়েছে ভারতীয় চলচ্চিত্র আরআরআর-এর ‘নাটু নাটু’ গানটি।

এবাররে অস্কারজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা:

সেরা চলচ্চিত্র: এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স

সেরা অভিনেতা: ব্রেন্ডন ফ্রেজার (দ্য হোয়েল)

সেরা অভিনেত্রী: মিশেল ইয়েয়োহ (এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স)

সেরা পার্শ্ব অভিনেতা: কে হুই কুয়ান (এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স)

সেরা পার্শ্ব অভিনেত্রী: জেমি লি কোর্তোয়া (এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স)

সেরা পরিচালক: ড্যানিয়েল কুয়ান ও ড্যানিয়েল স্নেইনার্ট (এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স)

সেরা মৌলিক গান: নাটু নাটু, কালা ভৈরব ও রাহুল সিপলিগুঞ্জ (আরআরআর)

সেরা মৌলিক আবহ সংগীত: অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট

সেরা কস্টিউম ডিজাইন: ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার

সেরা মেকআপ ও হেয়ারস্টাইল: দ্য হোয়েল

সেরা মৌলিক চিত্রনাট্য: এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স

সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য: উইমেন টকিং

সেরা সাউন্ড: টপ গান: ম্যাভেরিক

সেরা চলচ্চিত্র সম্পাদনা: এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স

সেরা প্রোডাকশন ডিজাইন: অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট

সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: অ্যাভাটার: দ্য ওয়ে ওব ওয়াটার

সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র: অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট

সেরা অ্যানিমেটেড ফিচার: গুইলারমো ডেল টরো’স পিনোশিও: গুইলারমো ডেল টরো, মার্ক গুস্তাফসন, গ্যারি উঙ্গার ও অ্যালেক্স বাল্কলে

সেরা তথ্যচিত্র ফিচার: নাভালনি

সেরা লাইভ অ্যাকশন শর্ট: অ্যান আইরিশ গুডবাই

সেরা তথ্যচিত্র শর্ট: দ্য এলিফ্যান্ট হুইসপার্স

সেরা অ্যানিমেটেড শর্ট: দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স অ্যান্ড দ্য হর্স

না দেখানো দৃশ্য নিয়ে ওটিটিতে আসছে ‘পাঠান’

বিনোদন ডেস্ক :
ইয়াশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের  ‘পাঠান’ সিনেমা বিশ্বব্যাপী মুক্তি পায় ২৫ জানুয়ারি। ছয় সপ্তাহে পেরিয়ে এখনো প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি। এখন পর্যন্ত এই ছবির আয় ১ হাজার ৫০ কোটি রুপির আশপাশে।

সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় শাহরুখ খানের এই কামব্যাক সিনেমায় আরো অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া ও বিশেষ চরিত্রে সালমান খান।

সিনেমা হলে ‘পাঠান’-এর মুক্তি সহজ ছিল না। ‘বেশরম রং’ গানটি প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় ওঠে। কুরুচির অভিযোগের পাশাপাশির দীপিকার বিকিনির রং নিয়ে ছিল আপত্তি। অবশ্য সেন্সরবোর্ড অনেক সংলাপ বাদ দিলেও পোশাকের ওপর ছুরি-কাঁচি চালায়নি।

শত কোটি রুপি খরচ করে ‘পাঠান’-এর ওটিটি স্বত্ত্ব কিনে নিয়েছে আমাজন প্রাইম ভিডিও। সেই খরচ তুলে আনতে তারা চেষ্টা কমতি রাখছে না। স্ট্রিমিংয়ে এমন কিছু দেখা যাবে, যা প্রেক্ষাগৃহে যাওয়া দর্শকরা দেখেননি। শোনা যাচ্ছে,

এ বিষয়ে পরিচালক সিদ্ধার্থ বলেন, ‘পাঠান’ চরিত্রকে একটি সিনেমাহলের মধ্যে পাওয়া গেছে, যার নাম ‘নবরঙ্গ’। সম্পাদনার সময় সেই দৃশ্য বাদ যায়, হয়তো সেটি আবার ওটিটি সংস্করণে ফিরিয়ে আনা হবে।

১৬ দিন মুম্বাইয়ে ছিলাম হিন্দি শিখে গেছি

বিনোদন ডেস্ক :

বাংলাদেশের সিনেমা হলে হিন্দি সিনেমা মুক্তির ঘোর বিরোধিতা করছেন চিত্রনায়ক জায়েদ খান।

কারণ হিসাবে এই নায়ক এক আয়োজনে উপস্থিত সাংবাদিকদের বলেছেন, ‘গত ১৬ দিন মুম্বাই গিয়েছিলাম কাজে। সেখানে এ কদিন থেকেই হিন্দি ভাষা শিখে গেছি। আমাদের হলগুলোতে হিন্দি ছবি চললে শিশুরা হিন্দি ভাষা শিখবে। বাংলা সংস্কৃতি চর্চা ভুলতে শুরু করবে। যে ভাষার জন্য রক্ত দেওয়া হলো, যুদ্ধ করা হয় সেই ভাষা হারিয়ে যাবে। হিন্দি ছবি আনার চেয়ে আমাদের তৈরি করেন।’

শত কোটি ব্যয়ে নির্মিত হিন্দি সিনেমা বাংলাদেশে এলে এদেশের সিনেমা ধ্বংস হয়ে যাবে বলেও মনে করেন জায়েদ খান। তিনি বলেন, ‘আমাদের দেশে হল নামে যেসব গোটাউন আছে সেগুলো ঠিক করে ভালো পরিবেশ দেন, দেখবেন দর্শক বাংলা ছবি দেখতে আসবে। এক পাঠান নিয়ে লাফিয়ে লাভ নেই। সব ছবি হিট হয় না। শেহজাদা, সেলফি সবগুলো ফ্লপ গেছে।’

নয় বছর আগে  হিন্দি সিনেমা আমদানি বন্ধে জায়েদ খান কাফনের কাপড় পড়ে রাস্তায় নেমেছিলেন।

সম্প্রতি চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯টি সংগঠন দেশের সিনেমা হলে হিন্দি সিনেমা মুক্তির ব্যাপারে একমত হলেও এখনও তথ্য মন্ত্রণালয় থেকে অনুমতি মেলেনি।

রাম চরণ কী তবে হলিউডের সিনেমায়?

বিনোদন ডেস্ক :
‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ গান দিয়েই অস্কারে প্রবেশ করতে চলেছেন দক্ষিণ ভারতের অভিনেতা রাম চরণ। ইতোমধ্যেই বেস্ট অরিজিনাল সং হিসেবে গোল্ডেন গ্লোবস জিতেছে এই গানটি। পশ্চিমাদের মুখেও ঝরেছে ‘আরআরআর’ সিনেমার প্রশংসা। আর এই সিনেমাই বিশ্বে রামচরণকে বিশেষ একটা পরিচিতি এনে দিয়েছে।

এবার হলিউডে কাজ করতে চলেছেন রাম চরণ- এমন গুঞ্জনও উঠছে। আর সে বিষয়েই কথা বলেছেন এই অভিনেতা।

তিনি বলেছেন, ‘সিনেমাকে সম্মান করা হয় এবং দর্শকরা অভিনয় দেখতে ভালোবাসেন এমন যেকোনো দেশেই আমি কাজ করতে রাজি। যেখানেই সিনেমা, সেখানেই আমি। হ্যাঁ, অবশ্যই আলোচনা চলছে। কিন্তু সেই কথাবার্তা যদি পাকা হয় এবং আমি বিদেশের কোনো ছবিতে চুক্তিবদ্ধ হই, তাহলে সে খবর তো পাবেনই… আর দুয়েক মাসের মধ্যেই তা জানা যাবে।’

হলিউডের কাদের সাথে অভিনয় করতে চা সেকথাও জানিয়েছেন রামচরণ। তিনি বলেছেন, ‘শীর্ষ সারির তারকাদের মধ্যে আমি জুলিয়া রবার্টসের সঙ্গে কাজ করতে চাই। সেই ছবিতে যদি অতিথি চরিত্রেও থাকি, তবুও। কে না চায় টম ক্রুজ, ব্র্যাড পিট, জুলিয়া রবার্টসের মতো তারকাদের সঙ্গে কাজ না করতে?’

অস্কারের গুরুত্বও বোঝালেন রামচরণ। তিনি বলেছেন, ‘বাবা আমাকে বলেন যে আমি প্রায় দেড়শ’র উপরে ছবি করেছি এবং একবার অস্কারে ডাক পেয়েছি, তার মানে এটা একটা বিরাট অর্জন। আর এখন যেহেতু আমরা মনোনয়ন পেয়েছি, আমরা ফলাফলের অপেক্ষায় রয়েছি। এটা আমাদের জন্য অনেক বড় বিষয়।’

পুষ্প ২ : আল্লু অর্জুন নিচ্ছেন ১২৫ কোটি

বিনোদন ডেস্ক :

ব্লকবাস্টার হওয়া ‘পুষ্প : দ্য রাইজ’ সিনেমার দ্বিতীয় কিস্তিতে দর্শক পুষ্পর সঙ্গে পুলিশ অফিসার চরিত্রে অভিনয় করা মালয়ালাম অভিনেতা ফাহাদ ফাসিলের লড়াই দেখার অপেক্ষায়। দ্বিতীয় কিস্তি, অর্থাৎ ‘পুষ্প : দ্য রুল’ সিনেমার শুটও চলছে পুরোদমে।

এর মাঝে নতুন খবর এসেছে, সিনেমাটিতে বিশেষ চরিত্রে যুক্ত হয়েছেন সাই পল্লবী।

এখন খবর, শুট শেষ করার আগেই সিনেমাটির সকল ভাষার প্রেক্ষাগৃহ স্বত্ব ১০০০ কোটি রুপি দাবি করছে প্রযোজনা প্রতিষ্ঠান। আর সিনেমাটির মূল আকর্ষণ আল্লু অর্জুন এই সিনেমার জন্য পারিশ্রমিক দাবি করেছেন ১৫০ কোটি রুপি, শেষ পর্যন্ত তাঁকে রাজি করানো গেছে ১২৫ কোটি রুপিতে। হায়দ্রাবাদ ও তেলেঙ্গানা ভিত্তিক এক দৈনিকের বরাতে এমন খবর প্রকাশ করেছে নিউজ১৮।

‘পুষ্প : দ্য রুল’-এর বাজেট ৪০০ কোটি রুপি। প্রথম কিস্তির বাজেট ছিল ১৯৪ কোটি রুপি।

সুকুমার পরিচালিত ‘পুষ্প : দ্য রাইজ’ ২০২১ সালের ১৭ ডিসেম্বর তামিল, তেলেগু, মালয়ালাম, হিন্দি ও কন্নড় ভাষায় মুক্তি পায়। অন্ধ্র প্রদেশের চিত্তোর জেলার একটি প্রত্যন্ত অঞ্চলের চোরাকারবারি নিয়ে সিনেমার গল্প; যেখানে দেখানো হয় লাল চন্দন কাঠের চোরাকারবার। বক্স অফিসে ঝড় তোলে সিনেমাটি। আল্লুর বিপরীতে সাড়া জাগান রশ্মিকা মন্দানা।

আসছে সাকিব আল হাসানের বায়োপিক?

স্পোর্টস ডেস্ক :

ক্রিকেটারদের জীবনী নিয়ে সিনেমা তৈরি হচ্ছে বলিউডে। এরই মধ্যে সেই তালিকায় যোগ হয়েছে কপিল দেব, শচীন টেন্ডুলকার, এম এস ধোনির নাম। আলোচনা চলছে সৌরভ গাঙ্গুলি বায়োপিক নির্মাণ নিয়েও।

বাংলাদেশে ক্রিকেটাদের জীবনী নিয়ে এখনো নির্মাণ হয়নি কোন সিনেমা। শোনা যাচ্ছে, দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে বায়োপিক নির্মাণের প্রস্তাব দিয়েছে দেশের একটি ওটিটি প্ল্যাটফর্ম; সাকিবের ঘনিষ্ঠজনরা এই তথ্য জানিয়েছে গণমাধ্যমকে।

এনটিভি অনলাইন জেনেছে, ওটিটি প্ল্যাটফর্ম চরকি থেকে এমন প্রস্তাব পেয়েছেন সাকিব। তবে সেটি বায়োপিক নাকি ডকুমেন্টারি সেটা নিশ্চিত হওয়া যায়নি।

যদিও এই প্রসঙ্গে চরকি আনুষ্ঠানিক কোন বক্তব্য দিতে রাজি হয়নি।