সাকিবকে নিয়ে সুখবর দিল রংপুর রাইডার্স

ডেস্ক রিপোর্ট :
চোখের সমস্যার কারণে চলতি বিপিএলের প্রথম ম্যাচের পর দলের বড় তারকাকে পায়নি রংপুর রাইডার্স। চিকিৎসা নিতে রংপুর তারকা উড়াল দেন সিঙ্গাপুরে।

সাকিবকে নিয়ে এবার খবর হলো, সিলেট পর্বের শুরুর ম্যাচ থেকেই রংপুরের জার্সিতে খেলবেন তিনি। দলের সঙ্গে যোগ দিতে আজ বৃহস্পতিবার সিলেটে যাবেন বিশ্বসেরা অলরাউন্ডার। এনটিভি অনলাইনকে খবরটি নিশ্চিত করেছে রংপুর রাইডার্সের মিডিয়া বিভাগ।

সিলেটে নিজেদের তৃতীয় ম্যাচে আগামীকাল শুক্রবার (২৬ জানুয়ারি) খুলনার মুখোমুখি হবে রংপুর। ম্যাচ শুরু দুপুর ২টায়। তার আগেই দলের সঙ্গে যোগ দিবেন সাকিব।

এদিকে সাকিবকে নিয়ে কিছুটা স্বস্তির খবর দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিঙ্গাপুরে ভালোভাবে চোখের চিকিৎসা করা হয়েছে সাকিবের। অস্ত্রোপচারের ভয় থাকলেও আপাতত লাগছে না সেটি।

বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী বুধবার (২৪ জানুয়ারি) বলেন, ‘সাকিবের বাম চোখের রেটিনায় সমস্যা ধরা পড়েছে। আপাতত অস্ত্রোপচার লাগছে না। তবে, এটি থেকে সেরে উঠতে তার সময় লাগবে। এখন তিনি আগের চেয়ে ভালো আছেন। চিন্তা কিছুটা কমেছে।’

চোখের রেটিনায় সমস্যা নিয়ে বিশ্বকাপেও ভুগেছেন সাকিব। এমনকি রংপুর রাইডার্সের অনুশীলনে তাকে চশমা ব্যবহার করতে দেখা গিয়েছে। প্রথম ম্যাচেও অস্বস্তিতে ছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

এর আগে চোখের সমস্যা প্রসঙ্গে সাকিব বলেছিলেন, ‘পুরো বিশ্বকাপজুড়ে আমি চোখের সমস্যায় ভুগেছি। বলতে গেলে আমি এক চোখ নিয়ে খেলেছি। ব্যাটিং করার সময় অনেক সমস্যা হতো আমার। চোখ দিয়ে পানি পড়ত।’

বরিশাল অবজারভার / হৃদয়

ভক্তদের কাছে ক্ষমা চাইলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক :
প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে চীন সফরে গিয়েছিল আল-নাসের। সেখানে আজ বুধবার (২৪ জানুয়ারি) সাংহাই সিনহুয়া ও আগামী ২৮ জানুয়ারি জেজিয়াংয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলার কথা ছিল সৌদি ক্লাবটির। এ যাত্রায় ম্যাচ দুটি খেলা হচ্ছে না আল-নাসেরের। দলের সবচেয়ে বড় তারকা অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো সম্প্রতি চোটে পড়েছেন। তবু, ক্লাবের সঙ্গে চীন সফরে যান তিনি।

রোনালদো খেলার মতো সম্পূর্ণ ফিট না থাকায় ম্যাচ দুটি আপাতত স্থগিত করেছে আল-নাসের। আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে ক্লাবটি নিশ্চিত করেছে তা। এতে চীনজুড়ে থাকা সিআরসেভেনের অনেক ভক্তরা ক্ষেপে গিয়েছেন। কেউ কেউ জানান, প্রায় ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছেন কেবল রোনালদোর খেলা দেখতে। এখন আয়োজকরা আমাদের আবেগ নিয়ে খেলছে।

তবে, সবকিছুর জন্য ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন রোনালদো। চীনের শেনজেন শহরে অনুশীলন শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে চীনের ভক্তদের কাছে ক্ষমা চান পর্তুগিজ সুপারস্টার। তিনি জানান, চোট আসলে কারও হাতে নেই। তা ছাড়া, ম্যাচ দুটি বাতিল নয়, স্থগিত করা হয়েছে।

আল-নাসের অধিনায়ক বলেন, ‘এটি একটি দুঃখ ভারাক্রান্ত দিন। আমার জন্য, আল-নাসেরের জন্য এবং যারা রোনালদোকে ভালোবাসে তাদের জন্য। আমি জানি খেলা দেখতে না পারাটা আপনাদের জন্য খারাপ লাগা তৈরি করছে। তবে, চোট আসলে কারও হাতে নেই। আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। চীন আমার কাছে দ্বিতীয় বাড়ির মতো। এখানে সেই ২০০৩-০৪ সাল থেকেই আসা হয়। আপনাদের এতটুকু নিশ্চিত করছি, ম্যাচ দুটি বাতিল হয়নি। আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে অবশ্যই আমরা এখানে খেলতে আসব।’

বরিশাল অবজারভার / হৃদয়

সাকিবের চোখের বর্তমান অবস্থা কী

ডেস্ক রিপোর্ট :
চোখের সমস্যায় বেশ বেগই পেতে হয়েছে সাকিব আল হাসানকে। অনেকদিন ধরেই সমস্যায় ভুগছেন সাকিব। দেশে বেশ কয়েকবার ডাক্তার দেখিয়েছেন। এর আগে ভারতেও ডাক্তারের শরণাপন্ন হয়েছিলেন। অবস্থার উন্নতি না হওয়ায় লন্ডনেও গিয়েছিলেন তিনি। সর্বশেষ গিয়েছেন সিঙ্গাপুরে।

এবার সাকিবকে নিয়ে অবশ্য লম্বা সময় পর কিছুটা স্বস্তির খবর দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিঙ্গাপুরে ভালোভাবে চোখের চিকিৎসা করা হয়েছে সাকিবের। অস্ত্রোপচারের ভয় থাকলেও আপাতত লাগছে না সেটি। দেশে ফিরে যোগ দেবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বে।

বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী আজ বুধবার (২৪ জানুয়ারি) বলেন, ‘সাকিবের বাম চোখের রেটিনায় সমস্যা ধরা পড়েছে। আপাতত অস্ত্রোপচার লাগছে না। তবে, এটি থেকে সেরে উঠতে তার সময় লাগবে। এখন তিনি আগের চেয়ে ভালো আছেন। চিন্তা কিছুটা কমেছে।’

চোখের রেটিনায় সমস্যা নিয়ে বিশ্বকাপেও ভুগেছেন সাকিব। এমনকি রংপুর রাইডার্সের অনুশীলনে তাকে চশমা ব্যবহার করতে দেখা গিয়েছে। প্রথম ম্যাচেও অস্বস্তিতে ছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

এর আগে চোখের সমস্যা প্রসঙ্গে সাকিব বলেছিলেন, ‘পুরো বিশ্বকাপজুড়ে আমি চোখের সমস্যায় ভুগেছি। বলতে গেলে আমি এক চোখ নিয়ে খেলেছি। ব্যাটিং করার সময় অনেক সমস্যা হতো আমার। চোখ দিয়ে পানি পড়ত।’

বরিশাল অবজারভার / হৃদয়

শেষ ওভারের নাটকে প্রথম জয়ের দেখা পেল কুমিল্লা

ডেস্ক রিপোর্ট : 
রুদ্ধশ্বাস শেষ ওভারে জয়ের জন্য কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রয়োজন ১৩ রান। শেষ ওভারের প্রথম বলে খুশদিল শাহ রানআউট হলে আরও জমে ওঠে ম্যাচ। তবে, ফরচুন বরিশালের পেসার খালেদ আহমেদের করা ওভারের তৃতীয় বলে ছক্কা ও চতুর্থ বলে চার মেরে ম্যাচ নিজেদের দিকে টেনে নেন কুমিল্লার ব্যাটার ম্যাথু ফোর্ড। পঞ্চম বলে এক রান নিয়ে এক বল বাকি থাকতে দলকে জয়ের বন্দরে নিয়ে যান তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে বরিশালকে চার উইকেটে হারিয়েছে কুমিল্লা।

আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬১ রান তোলে বরিশাল। জবাবে ১৯.৫ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৬২ রান করে কুমিল্লা।

চলতি আসরে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা। ১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৬ রানে দুই ওপেনার লিটন কুমার দাস ও মোহাম্মদ রিজওয়ানকে হারায় দলটি। এদিনও ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ লিটন দাস। ১৮ বলে ১৩ রানের মন্থর ইনিংস খেলে শিকার হন খালেদের। রিজওয়ান কাটাপড়েন দুনিথ ভেল্লালাগের বলে। ভেল্লালাগেকে উেইকেট বিলিয়ে দিয়ে শূন্য রানে ফেরেন তাওহিদ হৃদয়।

কুমিল্লার হাল ধরেন দলটির সাবেক অধিনায়ক ইমরুল কায়েস। টানা দ্বিতীয় ম্যাচে দলের হয়ে ফিফটি করেন তিনি। তার ৪২ বলে চারটি চার ও তিন ছক্কায় খেলা ৫২ রানের ইনিংসটি জাগিয়ে রাখে কুমিল্লার আশা। তাকে ফেরান আব্বাস আফ্রিদি। ১৩ রান করে ভেল্লালাগের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন রোস্টন চেজ।

শেষ দিকে জমে ওঠে খেলা। চার ওভারে ৪৭ রান প্রয়োজন হয় কুমিল্লার। জাকের আলির ২০ বলে অপরাজিত ২৩ ও খুশদিলের সাত বলে ১৪ রান কুমিল্লার আশার পারে হাওয়া দেয়। পোর্ডের চার বলে অপরাজিত ১৩ রান পূর্ণতা দেয় সেই হাওয়ায়। কুমিল্লা পায় জয়ের দেখা।

বরিশালের পক্ষে তিন উইকেট শিকার করেন ভেল্লালাগে। একটি করে উইকেট পান খালেদ ও আফ্রিদি।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা বরিশাল শুরুতেই হারায় মেহেদী হাসান মিরাজের উইকেট। মেকশিফট ওপেনার হিসেবে নামা মিরাজ মুখোমুখি হওয়া প্রথম বলেই ফেরেন প্যাভিলিয়নে। তানভীর ইসলামের বলে জাকের আলির তালুবন্দি হন শূন্য রানে। আরেক ওপেনার তামিম ইকবালের ব্যাট থেকে আসে ১৯ রান। তানভীরের ক্যাচ বানিয়ে তাকে ফেরান চেজ। ভালো করতে পারেননি প্রীতম কুমারও। আট রান করে চেজের বলে মোহাম্মদ ‍রিজওয়ানের ক্যাচে পরিণত হন তিনি।

৪৩ রানে তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বরিশাল। মুশফিকুর রহিম ও সৌম্য সরকার মিলে বিপদ সামাল দেন। দুজনের জুটিতে আসে ৬৬ রান। দলীয় ১০৯ রানে সৌম্যকে বোল্ড করে জুটি ভাঙেন মুস্তাফিজুর রহমান। ৩১ বলে চারটি চার ও দুটি ছয়ে ৩১ রান করেন সৌম্য।

কুমিল্লার নিয়ন্ত্রিত বোলিংয়ে এরপর দ্রুত আরও তিন উইকেট হারায় বরিশাল। এক প্রান্ত আগলে রেখে দলের রানের চাকা সচল রাখেন মুশফিক। টানা দ্বিতীয় ম্যাচে অর্ধশতক তুলে নেন তিনি। শেষ পর্যন্ত তার ইনিংসটি থামে ৪৪ বলে ৬২ রানে। ছয়টি চার ও দুটি ছয়ে সাজানো ইনিংসটি থামান মুস্তাফিজ। মিড অনে রিজওয়ানের ক্যাচে পরিণত হন মুশফিক। তবে, তার ইনিংসেই দল পায় লড়াইয়ের পুঁজি।
কুমিল্লার পক্ষে ম্যাথু ফোর্ড ও রোস্টন চেজ।

বরিশাল অবজারভার / হৃদয়

বিপিএলের সর্বোচ্চ রানের মালিক মুশফিক

স্পোর্টস ডেস্ক :
একই মাঠে একদিন আগে রানের ফোয়ারা ছুটিয়েছিল ফরচুন বরিশাল। সেখানেই চব্বিশ ঘণ্টার ব্যবধানে সেই তুলনায় খুব বড় সংগ্রহ গড়তে পারেনি দলটি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) বরিশাল মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬১ রানে থামে বরিশালের ইনিংস।

টস হেরে আগে ব্যাট করতে নামা বরিশাল শুরুতেই হারায় মেহেদী হাসান মিরাজের উইকেট। মেকশিফট ওপেনার হিসেবে নামা মিরাজ মুখোমুখি হওয়া প্রথম বলেই ফেরেন প্যাভিলিয়নে। তানভীর ইসলামের বলে জাকের আলির তালুবন্দি হন শূন্য রানে। আরেক ওপেনার তামিম ইকবালের ব্যাট থেকে আসে ১৯ রান। তানভীরের ক্যাচ বানিয়ে তাকে ফেরান রোস্টন চেজ। ভালো করতে পারেননি প্রীতম কুমারও। আট রান করে চেজের বলে মোহাম্মদ ‍রিজওয়ানের ক্যাচে পরিণত হন তিনি।

৪৩ রানে তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বরিশাল। মুশফিকুর রহিম ও সৌম্য সরকার মিলে বিপদ সামাল দেন। দুজনের জুটিতে আসে ৬৬ রান। দলীয় ১০৯ রানে সৌম্যকে বোল্ড করে জুটি ভাঙেন মুস্তাফিজুর রহমান। ৩১ বলে চারটি চার ও দুটি ছয়ে ৩১ রান করেন সৌম্য।

কুমিল্লার নিয়ন্ত্রিত বোলিংয়ে এরপর দ্রুত আরও তিন উইকেট হারায় বরিশাল। এক প্রান্ত আগলে রেখে দলের রানের চাকা সচল রাখেন মুশফিক। টানা দ্বিতীয় ম্যাচে অর্ধশতক তুলে নেন তিনি। শেষ পর্যন্ত তার ইনিংসটি থামে ৪৪ বলে ৬২ রানে। ছয়টি চার ও দুটি ছয়ে সাজানো ইনিংসটি থামান মুস্তাফিজ। মিড অনে রিজওয়ানের ক্যাচে পরিণত হন মুশফিক। তবে, তার ইনিংসেই দল পায় লড়াইয়ের পুঁজি।

কুমিল্লার পক্ষে ম্যাথু ফোর্ড ও রোস্টন চেজ।

বরিশাল অবজারভার / হৃদয়

৮৪ রানে হারল জুনিয়র টাইগাররা

ডেস্ক রিপোর্ট :
যুব বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে রীতিমতো ধরাশায়ী হলো জুনিয়র টাইগাররা। ২৫২ রানের টার্গেটে খেলতে নেমে ১৬৭ রানেই গুটিয়ে গেছে মাহফুজুর রহমান রাব্বির দল।

প্রথমে ব্যাট করে টাইগারদের বিপক্ষে ২৫১ রান করে ভারত। ওপেনার আদর্শ সিং ৯৬ বলে ৭৬ রান করেন। এছাড়া বাকি দুই টপ অর্ডার ব্যাটার সুবিধা করতে পারেননি।

এরপর ভারতের যুবাদের হাল ধরেন চারে খেলতে নামা অধিনায়ক উদয় সাহারান। ৯৪ বলে ৬৪ রান করেন তিনি। টাইগারদের হয়ে মারুফ মৃধা একাই নিয়েছেন ৫ উইকেট। সবমিলিয়ে ভারতের ৭টি উইকেট ফেলতে পেরেছিল জুনিয়র টাইগাররা।

জবাবে ব্যাট করতে নেমে ধস নামে টাইগার শিবিরে। তিন শীর্ষ ব্যাটারই সুবিধা করতে পারেননি। চারে নামা আরিফুল ইসলাম হাল ধরেন। তাকে সঙ্গ দেন মোহাম্মদ শিহাব জেমস। ৭১ বলে আরিফুল করেন ৪১ রান। আর জেমস থামেন ৭৭ বলে ৫৪ রান করে।

এরপর টাইগারদের কেউই আর হাল ধরতে পারেনি। ফলে ৮৪ রানের বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।

বরিশাল অবজারভার / হৃদয়

টস জিতে মাশরাফীদের ব্যাটিংয়ে পাঠাল চট্টগ্রাম

ডেস্ক রিপোর্ট :
কুমিল্লা ভিক্টোরিয়ান্স-দুর্দান্ত ঢাকার ম্যাচ দিয়ে পর্দা উঠেছে বিপিএলের দশম আসরের। উদ্বোধনী ম্যাচেই চ্যাম্পিয়ন কুমিল্লাকে হারিয়ে দিয়েছে স্বাগতিক ঢাকা। দিনের দ্বিতীয় ম্যাচে মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট স্টাইকার্সের বিপক্ষে মাঠে নেমেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠিয়েছে চট্টগ্রাম।

আজ শুক্রবার (১৯ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রাম অধিনায়ক শুভাগত হোম। আগে ব্যাটিংয়ে নামবে গেলবারের রানার্সআপ সিলেট। যাদের সবচেয়ে বড় শক্তির জায়গা মাশরাফী বিন মোর্ত্তজা। বিপিএলের অন্যতম সফল এই অধিনায়কের হাত ধরে এগিয়ে যাওয়ার ছক কষছে দলটি। সঙ্গে আছেন নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুনরা।

অন্যদিকে, শুভাগত হোম, তানজিদ তামিম, মোহাম্মদ আল-আমিন, শাহাদাৎ হোসেন দিপুদের নিয়ে তারুণ্যনির্ভর দল গড়েছে চট্টগ্রাম। কোচের দায়িত্বে আছেন তুষার ইমরান। অন্যদের তুলনায় খুব শক্তিশালি দল না হলেও নিজেদের পিছিয়ে রাখতে নারাজ চট্টগ্রাম।

তবে, ম্যাচের ফলাফলই বলে দেবে কারা ফেভারিট! যার জন্য অপেক্ষা ম্যাচ শেষ হওয়ার। প্রথম ম্যাচে যেমন কুমিল্লাকে হারিয়ে চমকে দিয়েছে ঢাকা তেমনি দ্বিতীয় ম্যাচে সিলেটের বিপক্ষে চট্টগ্রাম কোনো চমক দেখাতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষা!

বিপিএল: উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে ঢাকা

স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর শুরু হচ্ছে আজ। মিরপুরে উদ্বোধনী ম্যাচে দুপুর আড়াইটায় দুর্দান্ত ঢাকার মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই ম্যাচে টস জিতে নবাগত দুর্দান্ত ঢাকা আগে ফিল্ডিং করবে।

নেতৃত্ব পেয়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখার প্রত্যয় লিটনের। এবার নেতৃত্বে বদল এসেছে। ইমরুলকে সরিয়ে লিটনের ওপর ভরসা রেখেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। লিগের সবচেয়ে সফল দল ওরা।

দেশি-বিদেশির সমন্বয়ে দারুণ দল। কোচ সালাহউদ্দিনের পরিকল্পনা আর মুস্তাফিজ-হৃদয়ের মতো পরীক্ষিত পারফরমারদের নিয়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন। উড়ন্ত শুরুর লক্ষ্য কুমিল্লার।

অন্যদিকে দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত বলেন, ‘আমরা আশা করি বাংলাদেশের দুই বেস্ট বোলার আমাদের টিমে আছে। তাদের ওপর আমাদের অনেক আশা। তারা সেই আশার প্রতিদান দেবে— এটিই আশা।’

বরিশাল অবজারভার / হৃদয়

বিপিএলের পর্দা উঠছে কাল

ডেস্ক রিপোর্ট :
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চারবার ঘরে তুলেছে শিরোপা। এবার বিপিএলের প্রথম দিনের প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে দুর্দান্ত ঢাকার। আর সেই লড়াইয়ের দেরি নেই খুব বেশি সময়। আগামীকাল শুক্রবার (১৯ জানুয়ারি) দুই প্রতিদ্বন্দ্বীর লড়াই দিয়ে পর্দা উঠছে এই আসরের।

রাজধানীর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এদিন দুপুর ২টায় শুরু হবে বিপিএলের দশম আসরের প্রথম ম্যাচ। এই ম্যাচেও ধারেভারে এগিয়ে আছে কুমিল্লা। এবার অধিনায়কের দায়িত্বেও বদল এনেছে দলটি। ইমরুল কায়েসকে সরিয়ে অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে।

দেশ-বিদেশের নামি তারকাদের দলে ভিড়িয়েছে কুমিল্লা। লিটন-কায়েসের পাশাপাশি তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমানের মতো তারকা খেলোয়াড়রা আছেন এই দলে। বিদেশিদের মধ্যে আন্দ্রে রাসেল, সুনিল নারিন, জনসন চার্লসদের নিয়ে পাওয়ারপ্যাক ক্যারিবিয়ানরা তৈরি প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে। কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কৌশল আর মাঠে ক্রিকেটারদের ছন্দ কুমিল্লার বড় শক্তি।

এদিকে তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলামরাও পরীক্ষিত। তাদের নিয়েই দুর্দান্ত ঢাকা ছক কষছে দুর্দান্ত কিছু করার। বিদেশিদের মধ্যে লাহিরু সামারাকুন, সাদিরা সামারাবিক্রমা হতে পারেন এক্স ফ্যাক্টর। কোচ হিসেবে অভিজ্ঞ খালেদ মাহমুদ সুজন তো আছেনই ঢাকার ছায়া হয়ে।

বিপিএল নিয়ে আজ বৃহস্পতিবার ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন বলেন, ‘দল নিয়ে আমরা আশাবাদী। মাঠে সেরাটা দেওয়ার জন্য আমরা প্রস্তুত। কাল যদি বৃষ্টি না হয়, তাহলে আমরা আশা করছি ভালো কিছু করতে পারব। বাকিটা মাঠেই দেখা যাবে।’

কুমিল্লার অধিনায়ক লিটন বলেন, ‘আমার ওপর অধিনায়কত্বের বড় দায়িত্ব। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএল। আর কুমিল্লা সেখানে সবচেয়ে সফল দল। আমাদের দলটা অনেক ভারসাম্যপূর্ণ। আশা করি, মাঠে ছেলেরা সেরাটা দেবে।’

বরিশাল অবজারভার / হৃদয়

বিপিএলে উদ্বোধনী অনুষ্ঠান না হওয়ার কারণ জানাল আয়োজকরা

ডেস্ক রিপোর্ট :
দেশের ক্রিকেটে টি-টোয়েন্টির একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল। এ টুর্নামেন্টকে ঘিরে আলোচনা-সমালোচনার কমতি নেই। গত কয়েক আসরের ন্যায় এবার কোনো উদ্বোধনী অনুষ্ঠান থাকছে না বিপিএলে। তবে, ম্যাচের আগে স্বল্প পরিসরে ছোট অনুষ্ঠান আয়োজনের কথা জানান বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে উদ্বোধনী অনুষ্ঠান প্রসঙ্গে ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘এই বছর আমাদের বড় পরিসরে করার ইচ্ছে ছিল, তবে সময় স্বল্পতার কারণে আমরা তা করতে পারিনি। আর নির্বাচনের ঠিক পরে এখানে উদ্বোধনী অনুষ্ঠান করাটাও কঠিন। কারণ নিরাপত্তার পাশাপাশি অনুমতির ব্যাপার ছিল। তাই এবার আমরা ছোট পরিসরে যা যা করা সম্ভব, তার সবই করছি।’

গত বছরও বিপিএলে ছিল না ডিআরএস। তবে এবারের আসরের শুরু থেকেই ক্রিকেটের এই আধুনিক প্রযুক্তিটি পাওয়া যাবে। আগামীকাল শুক্রবার (১৯ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী দিনে দুটি ম্যাচ। দুপুর আড়াইটায় প্রথম ম্যাচে দুর্দান্ত ঢাকা মোকাবিলা করবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স।

বরিশাল অবজারভার / হৃদয়