মেসির অলিম্পিক খেলার পথে যেসব বাধা

স্পোর্টস ডেস্ক :
চলতি বছর প্যারিসে অনুষ্ঠিত হবে অলিম্পিক গেমস। আর্জেন্টিনা ফুটবল দল ইতোমধ্যে জায়গা করে নিয়েছে অলিম্পিকের মূল পর্বে। আকাশী-নীলরা অলিম্পিকে জায়গা করে নেওয়ার আগেই শোনা যাচ্ছিল, এবারের আসরে খেলবেন লিওনেল মেসি। আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের কোচ হাভিয়ের মাশ্চেরানোর ইচ্ছা এবং মেসির আগ্রহে বেশ চাউর হয়, ক্ষুদে জাদুকর খেলবেন অলিম্পিকে।

যুব দলের কোচ মাশ্চেরানো জানান, মেসি খেলতে পারেন তবে অনেক বাধা আছে। ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে এমনটিই। মাশ্চেরানোর মতে, ‘মেসিকে আমরা চাইলেও সেসময় তাকে পাওয়া নিয়ে শঙ্কা আছে আছে। তার শারীরিক অবস্থা, ক্লাবের ব্যস্ততা সব মিলিয়ে তাকে পাওয়া যায় কি না সেটিই বড় ব্যাপার। সব বাধা পার করতে পারলে তার জন্য আমাদের দরজা সবসময় খোলা।’

অলিম্পিকে মূলত দেশগুলো তাদের অনূর্ধ্ব-২৩ ফুটবল দলকে পাঠায়। নিয়ম অনুযায়ী, স্কোয়াডে ২৩ বছরের বেশি তিনজন খেলোয়াড় রাখা যায়। যে কারণে, মেসি-ডি মারিয়ার সুযোগ আছে অংশ নেওয়ার। মেসির পাশাপাশি অ্যাঞ্জেল ডি মারিয়াও জানিয়েছেন অলিম্পিক খেলার ইচ্ছা।

বিশ্বকাপজয়ী দুই তারকা প্যারিস অলিম্পিকে খেলুক, এই ইচ্ছার কথা সবার আগে প্রকাশ করেছিলেন আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের কোচ হাভিয়ের মাশ্চেরানো। যিনি দীর্ঘসময় মেসি-ডি মারিয়াদের সতীর্থ ছিলেন। খেলেছিলেন ২০০৮ বেইজিং অলিম্পিকেও।

বরিশাল অবজারভার / হৃদয়

বিপিএল ট্রফি নিয়ে বরিশালে যেতে মুখিয়ে তামিম

স্পোর্টস ডেস্ক :
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। ট্রফি জেতার পরপরই বরিশালের দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন অধিনায়ক তামিম ইকবাল। এবার তাদের আরও বড় সুখবর দিলেন দেশসেরা এই ব্যাটার।

আগের নয় আসরে ছয়বার অংশ নিয়ে তিনবার ফাইনাল খেলেছিল বরিশাল। কিন্তু দলটির ভাগ্য বদলায়নি। অবশেষে টুর্নামেন্টটির দশম আসরে তামিম ইকবালের হাত ধরে শিরোপার দেখা পায় দলটি। অথচ শুরুর ব্যর্থতায় এই দলটাকেই অনেকে কটাক্ষ করেছেন বুড়োদের দল বলে। সেই বুড়োরাই কি না শিরোপা উন্মাদনায় মাতল।

নিজেদের প্রথম শিরোপা জয়ের স্মৃতি অমলিন করতে এবং ঐতিহ্য ধরে রাখতে লঞ্চের ডেকে করে বিপিএলের ট্রফি বরিশালে নেওয়া হবে। গতকাল মঙ্গলবার (৫ মার্চ) এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেন তামিম নিজে।

ভিডিও বার্তায় তামিম বলেন, ‘আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিও করার একটিই ‍উদ্দেশ্য যারা বরিশালে থাকেন, আপনারা জানেন এবার আমরা বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছি। এটা আমাদের দায়িত্ব ট্রফি নিয়ে বরিশালে যাওয়া এবং আপনাদের সবার সাথে উদযাপন করা। আমি ও মিজান ভাই মিলে বিষয়টি নিয়ে কাজ করছি।’

তামিম আরও বলেন, ‘আপনারা জানেন সামনেই আমাদের প্রিমিয়ার লিগের খেলা, সেই বিষয়টি মাথায় রেখেই দিনক্ষণ নির্ধারণ করা হবে। এটা বলতে পারি, খুবই তাড়াতাড়ি আমরা ট্রফি নিয়ে বরিশালে আসব। আমি বরিশালে যেতে মুখিয়ে আছি, আশা করি সবার সাথে দ্রুতই দেখা হবে।’

বরিশাল অবজারভার / হৃদয়

তাসকিনের বোলিংয়ে বাংলাদেশের দাপুটে শুরু

ডেস্ক রিপোর্ট :
আগের ম্যাচের মতো আজও প্রথম ওভারে সাফল্যের দেখা পেয়েছে বাংলাদেশ। এবার অবশ্য প্রথম ওভার মেডেন দিয়ে শুরু করেন শরিফুল ইসলাম। দ্বিতীয় ওভারেই এসে যায় উইকেট। সেটি ধরা দেয় তাসকিন আহমেদের বলে। আভিস্কা ফার্নান্দোকে নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে মাঠছাড়া করেন ডানহাতি পেসার।

দলীয় এক রানে প্রথম উইকেট হারাল শ্রীলঙ্কা। রানের খাতাও খুলতে পারেননি আভিস্কা।

সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

প্রথম ম্যাচে অল্পের জন্য পাওয়া হয়নি জয়। পাহাড়সম রান তাড়ায় বাংলাদেশ অবশ্য দিয়েছে সাহসিকতার পরিচয়। সেই আত্মবিশ্বাসকে সঙ্গে নিয়ে আজ বুধবার (৬ মার্চ) দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিং বেছে নিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ইতোমধ্যে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে আজ জয়ের বিকল্প নেই স্বাগতিকদের।

প্রথম ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। ভরসা রেখেছে সেই ১১ জনের ওপর। যাদের নিয়ে আজ লড়াইটা সিরিজ বাঁচানোর।

৭১ লাখ যুবককে প্রশিক্ষণ দিয়েছে অধিদপ্তর : ক্রীড়ামন্ত্রী

স্পোর্টস ডেস্ক :
প্রতিষ্ঠার পর থেকে প্রায় ৭১ লাখ যুবককে প্রশিক্ষণ দিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। চলতি অর্থবছরে আরও তিন লাখের বেশি যুবককে প্রশিক্ষিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান।

আজ মঙ্গলবার (৫ মার্চ) জাতীয় সংসদে প্রশ্নোত্তরে ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল কাদের আজাদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য আব্দুল কাদের আজাদের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৭০ লাখ ৮৪ হাজার যুবককে প্রশিক্ষণ দিয়েছে। অধিদপ্তরের মাধ্যমে গত অর্থবছরে বিভিন্ন ট্রেডে এক লাখ ৬১ হাজার যুবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। চলতি অর্থ বছরে তিন লাখ আট হাজার যুবককে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বরিশাল অবজারভার / হৃদয়

ফের রোনালদোর সামনে ‘মেসি মেসি’ স্লোগান

স্পোর্টস ডেস্ক :
ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে অবধারিতভাবেই জড়িয়ে আছে লিওনেল মেসির নাম। দীর্ঘ প্রায় দেড় দশক শ্রেষ্ঠত্বের লড়াই ছিল অমীমাংসিত। কাতার বিশ্বকাপ জিতে রোনালদো পেছনে ফেলেছেন মেসি। সিআরসেভেন নিজেও মেনে নিয়েছেন আর্জেন্টাইন তারকার শ্রেষ্ঠত্ব। তবু, মেসির ভূত যেন পিছু ছাড়ছে না তার!

গত সপ্তাহে সৌদি প্রো লিগে আল-নাসেরের ম্যাচ শেষে রোনালদোকে উদ্দেশ্য করে ‘মেসি মেসি’ স্লোগান তোলে প্রতিপক্ষের ভক্তরা। এক পর্যায়ে অধৈর্য হয়ে রোনালদো বাজে অঙ্গভঙ্গি প্রদর্শন করেন। ফলে, এক ম্যাচে নিষিদ্ধ হতে হয় তাকে। গুণতে হয় জরিমানা।

নিষেধাজ্ঞা শেষে পর্তুগিজ তারকা ফিরেছেন গতকাল সোমবার (৪ মার্চ)। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আল-আইনের বিপক্ষে ম্যাচটি আল-নাসের হেরেছে ১-০ গোলে। মরার ওপর খাড়ার ঘাঁ হয়ে আবারও রোনালদোকে শুনতে হয়েছে ‘মেসি মেসি’ স্লোগান।

গোল ডটকমের প্রতিবেদন মতে, সংযুক্ত আরব আমিরাতের দল আল-আইনের বিপক্ষে তাদের মাঠে ১-০ গোলে হারে রোনালদোর দল। ম্যাচে গোল করতে ব্যর্থ রোনালদোকে বেশ কবার হতাশ হতে দেখা গেছে। এর মধ্যে ‘মেসি মেসি’ স্লোগানে স্টেডিয়াম মুখর করেন প্রতিপক্ষ সমর্থকরা। তবে, এদিন কোনো প্রতিক্রিয়া দেখাননি আল-নাসের অধিনায়ক রোনালদো।

বরিশাল অবজারভার / হৃদয়

মায়ামিতে খেলতে মুখিয়ে নেইমার

স্পোর্টস ডেস্ক :
লিওনেল মেসি ও নেইমার একটা সময় স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় সতীর্থ ছিলেন। এরপর একই সঙ্গে ফ্রেঞ্চ ক্লাব পিএসজিতেও খেলেছেন। পরবর্তীতে দুজনের পথ দুটো ভিন্ন দিকে মোড় নেয়। নেইমার চলে যান সৌদি লিগে আর মেসি যুক্তরাষ্ট্রে। তবে সাবেক সতীর্থ মেসিকে ভুলতে পারেননি নেইমার। মেসির সঙ্গে আবার খেলার জন্য উন্মুখ হয়ে আছেন বলে জানিয়েছেন তিনি।

গতকাল সোমবার (৪ মার্চ) জনপ্রিয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন এর প্রতিবেদন অনুযায়ী, আর্জেন্টাইন সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার বলেছেন, ‘আশা করি হয়তো আবার আমরা একসঙ্গে খেলব। লিও খুবই ভালো মানুষ। ফুটবলের সবাই তাকে চেনে। মনে করি মায়ামিতে ভালো আছে। খুশি আছে। সে খুশি থাকলে আমিও খুশি।’

ব্রাজিলের কোনো ক্লাবের হয়ে খেলে অবসর নিতে চান কিনা এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে যুক্তরাষ্ট্রে খেলার আগ্রহের কথা জানান ৩২ বছর বয়সী নেইমার। এই বিষয়ে তিনি বলেন, ‘আসলে আমি ঠিক জানি না। যদিও এ বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। এটা জানি না যে আবার কখনও ব্রাজিলে খেলব কিনা। আমার মনে হয় যুক্তরাষ্ট্রে খেলতে ভালো লাগবে। অন্তত একটি মৌসুম।’

নেইমারের এমন মন্তব্যের পর ভক্তরা অনেকেই তাকে মায়ামিতে দেখতে শুরু করেছেন। আর যদি সত্যিই এমনটা হয় তবে মেসি, নেইমার ও সুয়ারেজ ত্রয়ীকে ফের একসঙ্গে মাঠ মাতাতে দেখা যাবে। বার্সেলোনায় একসঙ্গে টানা ছয় মৌসুম কাটিয়েছেন মেসি ও নেইমার। সেখানে তাদের সঙ্গে খেলেছিলেন সার্জিও বুসকেটস, জর্ডি আলবা ও লুইস সুয়ারেজ। তারা সবাই এখন মায়ামির জার্সিতে খেলছেন।

বরিশাল অবজারভার / হৃদয়

নতুন ব্যবসায় নামলেন সাকিব

স্পোর্টস ডেস্ক :
সাকিব আল হাসান! বাংলাদেশের ক্রিকেট জগতে সবচেয়ে উজ্জ্বল নাম। ক্যারিয়ারের শুরুর দিকেই ক্রিকেটারের পাশাপাশি উদ্যোক্তার পরিচয় লাগিয়েছিলেন নিজের নামের পাশে। শুরুর দিকে ব্যবসাগুলোয় ভালো করতে না পারলেও দিন দিন দক্ষ হয়ে উঠছেন সাকিব। এবার নতুন ব্যবসায় নামছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

এবার নতুন ব্যবসায় নামছে তারকা ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান। স্টেপ ফুটওয়্যারের সাথে সাকিবের যৌথ উদ্যোগে বাজারে আসছে পরিধেয় সামগ্রীর ব্র্যান্ড ‘SAH 75’। ব্র্যান্ডটির অধীনে পরিধেয় সামগ্রী উৎপাদন, বিপণন ও বাজারজাত করবে স্টেপ ফুটওয়্যার।

স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রোববার রাজধানীর একটি হোটেলে আমরা আনুষ্ঠানিকভাবে যৌথ উদ্যোগ এবং নতুন ব্র্যান্ডের নাম ঘোষণা করব। এতে সাকিব ও স্টেপ ফুটওয়্যারের সমান অংশীদারি থাকবে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্টেপ ফুটওয়্যার নিজেরা এই ব্র্যান্ডের অধীনে কিছু জুতা উৎপাদন করবে। বাকি পণ্য দেশ-বিদেশ থেকে সংগ্রহ করবে। পণ্যগুলো বিক্রি হবে স্টেপের শোরুম থেকে। এই ব্র্যান্ডের অধীনে জুতা, স্যান্ডেল, বুট, ব্যাট, প্যাড, ক্রীড়ার পোশাক ও পরিধেয় নানা সামগ্রী পাওয়া যাবে।

বরিশাল অবজারভার / হৃদয়

টি-২০ দিয়ে কাল শুরু বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বৈরথ

ডেস্ক রিপোর্ট :
বিপিএলের দশম আসর শেষ হয়েছে গত শুক্রবার। মাঝে দিন দুয়েকের বিরতি শেষেই ফের মাঠে নেমে পড়লেন শান্ত-মাহমুদউল্লাহরা। এবার শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের ব্যস্ততা শুরু বাংলাদেশের। আগামীকাল (সোমবার) ৪ মার্চ চায়ের দেশ সিলেটে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। খেলা শুরু সন্ধ্যা সাড়ে ছয়টায়।

ইংল্যান্ড-অস্ট্রেলিয়া কিংবা পাকিস্তান-ভারতের মতো না হলেও বর্তমান ক্রিকেটে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচও এখন দারুণ উপভোগ্য। ২০১৭ সালে নিদাহাস ট্রফি থেকেই শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের ‘দ্বৈরথ’ পায় নতুন রূপ। গত ওয়ানডে বিশ্বকাপে সাকিব-ম্যাথিউজ আউট বিতর্ক যে দ্বৈরথে বাড়তি মাত্রা যোগ করে।

আর মাত্র মাস তিনেক পরই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই আসরের প্রস্তুতি হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজকে গুরুত্ব সহকারে দেখছে বাংলাদেশ। ২০২২ সাল থেকে টি-টোয়েন্টি ফরম্যাটে কোনো সিরিজ হারেনি চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। যা বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে শান্তদের। নতুন বছরের প্রথম অ্যাসাইনমেন্টে সেই ধারাবাহিকতা ধরে মরিয়া বাংলাদেশ।

মাহমুদউল্লাহ-লিটনদের নিয়ে ভারসাম্যপূর্ণ এক দল নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। যদিও প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েও চোটের কারণে ছিটকে গেছেন অফস্পিনার আলিস আল ইসলাম। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে উইকেটরক্ষক ব্যাটার জাকির আলি অনিককে। যিনি একাদশে সুযোগ পেলে নিজেকে মেলে ধরতে চান।

বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বৈরথকে পাশে রেখে জয়ের জন্য সর্বোচ্চ প্রচেষ্টাই করতে চান অধিনায়ক শান্ত। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘আমার মনে হয় খুব ভালো একটা সিরিজ। জেতার জন্য যা যা করার দরকার অবশ্যই সেটা করা উচিত। আর শ্রীলঙ্কার সাথে বাইরের বিষয় নিয়ে চিন্তা করছি না, যেটা অতীতে হয়েছে।’

লঙ্কানদের জন্য দুঃসংবাদ, আইসিসি নিষেধাজ্ঞার কারণে প্রথম দুই ম্যাচে নিয়মিত অধিনায়ক হাসারাঙ্গাকে পাবে না শ্রীলঙ্কা। তার পরিবর্তে প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক চারিথ আসালাঙ্কা। অবশ্য ট্রফি উন্মোচনে  আসালাঙ্কা নয় ছিলেন হাসারাঙ্গাই।

বিশ্বকাপের আগে এই সিরিজকে পাখির চোখ করেছে শ্রীলঙ্কাও। জয় দিয়েই প্রস্তুতি সারতে মরিয়া দলটির প্রধান কোচ ক্রিস সিলভারউড। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার মনে হয় খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হতে যাচ্ছে। অতীতে কি হয়েছে সেটা নিয়ে ভাবতে চাই না। সামনে বিশ্বকাপ, আমরা সেটা নিয়েই বেশি মনোযোগী। সেরা স্কোয়াড বাছাই করতে এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ভালো দল, তবে আমার কাছে নিজেদেরকেই ফেবারিট মনে হয়। এটাও সত্য, জিততে হলে আমাদের সেরাটাই দিতে হবে।’

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মাঠ সবসময় ব্যাটিংবান্ধব। এই মাঠে সবশেষ গত বছরের জুলাইতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলেছিল বাংলাদেশ। ২০১৮-২০২৩ এই সময়ের মধ্যে এই মাঠে খেলা চার ম্যাচের মধ্যে দুটিতে জয় ও দুটিতে হেরেছে বাংলাদেশ। সর্বোচ্চ সংগ্রহ শ্রীলঙ্কার। ২০১৮ সালে বাংলাদেশের বিপক্ষে ২১০ রান করেছিল লঙ্কানরা। তবে, এই মাঠে অনুষ্ঠিত ৪৮ ম্যাচের মধ্যে ২৮টিতেই আগে ব্যাটিং করা দল জিতেছে, সেই হিসেবে টস বড় একটি ভূমিকা রাখতে পারে এই ম্যাচে।

২০ ওভারের এই ফরম্যাটে দুটি দল এখন পর্যন্ত ১৩ ম্যাচে মুখোমুখি হয়েছে, যার মধ্যে শ্রীলঙ্কা জিতেছে নয়টি, আর বাংলাদেশ চারটি। এবার কি ব্যবধান কমাতে পারবে নাজমুল হোসেন শান্তর দল, নাকি লঙ্কানরা আরেকটু এগিয়ে যাবে? তা তো সময়ই বলে দেবে।

বরিশাল অবজারভার / হৃদয়

আর্জেন্টিনার দু’টি প্রীতি ম্যাচের সূচি ঘোষণা

ডেস্ক রিপোর্ট :
আগামী মার্চ মাসে চীনে সফরে আফ্রিকান দুই দেশ নাইজেরিয়া ও এল সালভাদরের সঙ্গে দু’টি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার। তবে হংকংয়ে ইন্টার মায়ামির হয়ে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি মাঠে না নামার ঘটনায় ম্যাচ দুটি বাতিল করে এশিয়ান দেশটি। ফলে ম্যাচ দুটির ভেন্যু সরিয়ে নেওয়া হয় যুক্তরাস্ট্রে। যার সূচি ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ)।

আলবিলেস্তে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি বৃহস্পতিবার এক বিবৃতিতে আসন্ন দুই ম্যাচের সূচি জানিয়েছে। আগামী ২২ মার্চ এল সালভাদর ও ২৬ মার্চ নাইজেরিয়ার মোকাবিলা করবে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। প্রথম ম্যাচটি হবে ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিল্ড স্টেডিয়ামে এবং পরের ম্যাচের ভেন্যু লস অ্যাঞ্জলসের কলিসিও স্টেডিয়াম।

আগামী জুনে যুক্তরাষ্ট্রের মাটিতে কোপা আমেরিকার আসর বসবে। তার আগে ইউরোপীয় দুই পরাশক্তির সঙ্গে ম্যাচ খেলতে চেয়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা। তবে সামনে ইউরো চ্যাম্পিয়নশিপ থাকায় কোনো দলের ফাঁকা সূচি পাওয়া যায়নি। তাই শেষ পর্যন্ত আফ্রিকার নেশন্স কাপ খেলা অন্যতম বড় দুই দলের সঙ্গে তারা প্রীতি ম্যাচ ঠিক করে।

বরিশাল অবজারভার / হৃদয়

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও খেলবেন না সাকিব

ডেস্ক রিপোর্ট :
বিপিএলের পরপরই বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। তাদের সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সাকিব আল হাসান থাকবেন না বলে আগেই জানা গিয়েছিল। এবার টেস্ট সিরিজ থেকেও সরে দাঁড়িয়েছেন বাংলাদেশি এই অলরাউন্ডার।

আজ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে সাকিবের ছুটি নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী।

চোখের সমস্যায় শ্রীলঙ্কা সিরিজ নিয়ে আগেই নিজের অনিশ্চয়তা প্রকাশ করেন সাকিব। একই কারণে তাকে পূর্ণকালীন অধিনায়কত্ব দেওয়া থেকে সরে আসে বিসিবি। তার পরিবর্তে আগামী এক বছরের জন্য স্থায়ী অধিনায়ক করা হয় নাজমুল হোসেন শান্তকে। শ্রীলঙ্কা সিরিজ দিয়েই শেষ হলো মিনহাজুল আবেদীন নান্নু নেতৃত্বাধীন নির্বাচক কমিটির কার্যক্রম।

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি আগামী ২২ মার্চ সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মাঠে গড়ানোর কথা। এরপর দ্বিতীয় টেস্টটি আগামী ৩০ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

বরিশাল অবজারভার / হৃদয়