নিজের কথা ভেবে কখনও ক্রিকেট খেলিনি : সাকিব

স্পোর্টস ডেস্ক :
বাংলাদেশ তো বটেই, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব। সেই সাকিব বেশ কিছুদিন ছিলেন জাতীয় দলের বাইরে। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট দিয়ে ফিরছেন জাতীয় দলে।

ক্রিকেটের সবচেয়ে অভিজাত সংস্করণ ধরা হয় সাদা পোশাকের ম্যাচকে। সেই টেস্টে বাংলাদেশ এখনও অনেক পিছিয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ হেরেছে চার দিনে। করতে পারেনি ন্যূনতম লড়াই।

সিলেট টেস্ট শেষে চট্টগ্রামে ফিরেছে দল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ৩০ মার্চ থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সেই ম্যাচের দলে যুক্ত করা হয়েছে সাকিবকে। দলে আবারও সুযোগ পেয়ে সাকিব জানালেন, তিনি আনন্দিত। একই সঙ্গে জানান, ক্রিকেটটা তিনি কখনোই নিজের কথা চিন্তা করে খেলেননি।

রূপায়ণ সিটি উত্তরার সঙ্গে ঢাকায় একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) সাকিব বলেন, ‘যতদিন ক্রিকেট খেলেছি, ব্যক্তিগত লক্ষ্য বা অর্জন নিয়ে কখনও ভাবিনি। সবসময় চেষ্টা করেছি দলে কীভাবে অবদান রাখা যায়। টেস্ট দলে ফিরতে পেরে স্বাভাবিকভাবেই আমি আনন্দিত। ম্যাচ জেতার আশা তো সবসময়ই করি। শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটি জেতা উচিত।’

বরিশাল অবজারভার / হৃদয়

হেলিকপ্টারে শোরুম উদ্বোধনে গেলেন তামিম

স্পোর্টস ডেস্ক :
নানা সময়ে শোরুম উদ্বোধন করে বেশ আলোচিত-সমালোচিত হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার শোরুম উদ্বোধন করে আলোচনায় দেশসেরা ক্রিকেটার তামিম ইকবাল। হেলিকপ্টারে করে ফেনীতে একটি শোরুম উদ্বোধন করলেন এই বাঁহাতি ব্যাটার।

আজ মঙ্গলবার (২৬ মার্চ) বিকেল ৩টার দিকে ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে নামে কালো একটা হেলিকপ্টার। কিছুক্ষণ ভেতরে অপেক্ষা করে হেলিকপ্টার থেকে নামলেন তামিম ইকবাল। হেলিকপ্টার থেকে বের হতেই তাকে ঘিরে ধরে ভক্তরা। কোনোমতে ভক্তদের ভিড় সামলে শোরুমের ভেতরে যান তামিম। এসময় তামিমের সঙ্গে ছিলেন জাতীয় দলের আরেক ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

এর আগে, একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য তামিম ইকবাল ও মেহেদি হাসান মিরাজের একটি কল রেকর্ড ফাঁস হয়। যেখানে দল গোছানোসহ মুশফিকুর রহিমের সঙ্গে তামিমের দ্বন্দ্বের বিষয় উঠে আসে। তবে সেটি যে একটি বিজ্ঞাপনের অংশ ছিল সেটি লাইভে এসে পরিষ্কার করেন তামিম। কিন্তু তামিম ও মিরাজের ওই কথোপকথনের পর নানা প্রতিক্রিয়া শুরু হয় চারদিকে। বিষয়টি খুব ভালোভাবে নেননি ভক্তরা। তামিমের সেই কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সমালোচনা করেন নেটিজেনরা।

বরিশাল অবজারভার / হৃদয়

টস হেরে ব্যাটিংয়ে চেন্নাই, একাদশে মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক :
কোহলির বেঙ্গালুরুকে উড়িয়ে আইপিএলের ১৭তম আসরের দাপুটে শুরু করেছে চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে নিজেদের দ্বিতীয় ম্যাচে গতবারের ফাইনালিস্ট গুজরাট টাইটান্সকে আতিথ্য দিচ্ছে চেন্নাই। উদ্বোধনী ম্যাচে অবিশ্বাস্য পারফরম্যান্সের জেরে দ্বিতীয় ম্যাচেও মুস্তাফিজকে নিয়েই মাঠে নেমেছে ধোনিরা।

আজ মঙ্গলবার (২৬ মার্চ) চেন্নাইয়ের এম চিদাম্বারাম স্টেডিয়ামে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন গুজরাট অধিনায়ক শুভমান গিল।  চেন্নাইয়ের একাদশে আছেন পেসার মুস্তাফিজুর রহমান।

চেন্নাইয়ের জন্য সুখবর, গত আসরে দুর্দান্ত পারফর্ম করা মাথিশা পাথিরানা চোট কাটিয়ে দলে ফিরেছেন। পুরোপুরি ফিট থাকায় এই ম্যাচের একাদশে জায়গা পেয়েছেন তিনি। প্রথম ম্যাচে ২৯ রান চার উইকেট নিয়ে একাদশে জায়গা পোক্ত করেছেন মুস্তাফিজ। এই ম্যাচেও তার কাছ থেকেই একই প্রত্যাশা ভক্তদের।

গতবারের এই দুই ফাইনালিস্টের লড়াই দেখতে মুখিয়ে ক্রীড়াপ্রেমীরা। শুভমান গিলের দল পারবে কি ফাইনাল হারের বদলা নিতে, তা তো সময়ই বলে দেবে। পরিসংখ্যানে অবশ্য এগিয়ে গুজরাট। পাঁচবারের দেখায় তিনবারই জিতেছে গিলের দল।

বরিশাল অবজারভার / হৃদয়

ক্রিকেটের বিস্ময় সাকিবের ৩৭তম জন্মদিন আজ

স্পোর্টস ডেস্ক :
বাংলার একটা বিশাল পরিবর্তন এনেছেন সাকিব। আজ থেকে ১০ বছর আগেও পাড়ার অলিগলিতে ব্যাট-বল হাতে কেউ চাইতো শচীন টেন্ডুলকার হতে, কেউ চাইতো মুরালিধরনের মতো রাঙা চোখের শান্ত দানব হতে, কারও স্বপ্নপুরুষ ছিলেন অলরাউন্ডারদের অন্যতম আদর্শ জ্যাক ক্যালিস। এক দশক পর এখন সবার স্বপ্ন এক জায়গায় এসে মিলেছে। সবাই শুধুই সাকিব হতে চায়। ব্যাট হাতে কিংবা বল হাতে, শুধু একজনই। তার চেয়েও বড় কথা, আমরা পেয়েছি নিজেদের একজনকে। স্বপ্ন দেখতে দূর দেশে পাড়ি জমাতে হয় না। ‘মিরাকল অব মাগুরা’- খ্যাত সাকিবের সবচেয়ে বড় মিরাকল বোধহয় এটিই!

সাকিব আল হাসান। বাংলার ক্রিকেটের ব্যাড বয়। ক্রীড়াঙ্গনে ব্যাড বয়দের নিয়ে ভয় থাকে৷ সাফল্য আর পরিচিতির ভিড়ে হারিয়ে যাওয়ার শঙ্কা চেপে ধরে তাদের ঘিরে। আর সবকিছুর মতো এখানেও সাকিব ব্যতিক্রম। বাংলার ক্রিকেটের পোস্টার বয় সাকিব। অবিসংবাদিত মহারাজ। তবু মাঝেমধ্যে তাকে মনে হয় নিঃসঙ্গ গ্রহচারী।

মাগুরার সাকিব কখন যে পুরো দেশের হয়ে গেলেন, টেরই পাওয়া যায়নি। ক্রিস গেইলকে বলা হয় ইউনিভার্স বস। বিশ্ব ক্রিকেটের ফেরিওয়ালা হয়ে আনন্দ দিয়েছেন সবাইকে। সাকিব এখনও দিয়ে চলছেন বাংলার ক্রিকেটের ফেরিওয়ালা হয়ে। বিশ্ব ক্রিকেটের কোথাও যখন শোনা যায় বাংলাদেশ থেকে একজন খেলছেন, আমরা বুঝে যাই তিনি আর কেউ নন, ৭৫ নম্বর জার্সির ওই রাগী ছেলেটা।

সাম্প্রতিক নানা কাণ্ডে সাকিব বিতর্কিত হয়েছেন৷ তা তিনি বরাবরই বিতর্কিত। সাকিব ও বিতর্ক বোধহয় একটা রেললাইনে দুটি পাত, যারা আলাদা তবু একসঙ্গে। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় নায়ক সাকিব তাই সবচেয়ে বড় ভিলেনও। তাতে অবশ্য তিনি নির্বিকার। বিতর্কের মুখেই নিজের সেরাটা বের করে আনেন তিনি। ভক্তরাও ভুলে যান সবকিছু। অনেকটা সার্ফএক্সেলের বিখ্যাত সেই সংলাপের মতো, দাগ থেকে যদি দারুণ কিছু হয়, দাগই ভালো। মানুষতো তাকেই শাসায়, অনধিকার চর্চায় আগলে রাখতে চায়, যাকে খুব বেশিই ভালোবাসে। সর্বশেষ বিশ্বকাপ বাদে সাকিব তার সমালোচনার জবাব বরবারই সবুজ ঘাসে দিয়ে এসেছেন৷ মানুষ বলেই কি না, কখনও কখনও ক্লান্ত হন!

বাংলা ব্যান্ড সংগীতের প্রয়াত কিংবদন্তি আইয়ুব বাচ্চুকে নিয়ে গান বেঁধেছিল ভাইকিংস ব্যান্ড…

‘যদি হুট করে একা হওয়া যেত আকাশের মতো

আমি চুপ করে চোখে জল নিতাম ইচ্ছে যতো!’

আকাশের দিকে তাকিয়ে সাকিবও কি মাঝে মাঝে ভাবেন একা হওয়ার কথা? হয়ত ভাবেন! অভিমান ঘিরে ধরে তখন। কিন্তু, তিনি থামেন না। প্রচণ্ড ক্ষুধা নিয়ে ফের নেমে পড়েন। সাকিব বাংলার ক্রিকেটের হৃদযন্ত্র, তা বলার অপেক্ষা রাখে না। জীবনের কারখানায় সাকিব নামক মেশিনের বয়স হয়ে গেছে কাঁটায় কাঁটায় ৩৭। অথচ এখনও তার অহম কী দুর্দান্ত।

আচ্ছা, সাকিব কে? প্রশ্নটা কেমন অদ্ভুত ঠেকছে? এবার উত্তর মেলান। হিমশিম খাবেন। সাকিবকে এক উপমায় আটকে রাখা অসম্ভব বলেই এমন প্রশ্ন! ২৪ মার্চ ১৯৮৭, মাগুরায় জন্ম নেওয়া সাকিব যেদিন পৃথিবীতে এলেন, যেদিন খন্দকার সাকিব আল হাসান ফয়সাল থেকে সাকিব আল হাসান হলেন, যেদিন আরও ছোট হয়ে সবার ময়না হলেন, সেদিন থেকেই তিনি গেয়ে চলেছেন ব্যাট আর বলের মায়াবী ঝংকার তুলে। বাইশ গজের সবুজ ক্যানভাসে আনন্দের কালিতে এঁকে দিয়েছেন এক মহারাজের ছবি, যা তিনি নিজেই! আজ সেই মহারাজের জন্মদিন, যাকে ঘিরে তৈরি হয় আনন্দ, উৎসব আর হাসিমুখ।

বরিশাল অবজারভার / হৃদয়

শ্রীলঙ্কাকে বড় লিড নিতে দিল না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :
টেস্ট ফরম্যাটকে বলা হয় ক্রিকেটের আভিজাত্যের ফরম্যাট। যেখানে ব্যাটারদের দিতে হয় ধৈর্যের পরীক্ষা। সেখানেই ব্যর্থতার পরিচয় দিলেন শান্ত-লিটনরা। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ২৮০ রান তাড়ায় নেমে ৫১.৩ ওভারে ১৮৮ রানে থামে স্বাগতিকরা। ৯২ রানের লিড নিয়ে সিলেট টেস্টে ভালো অবস্থানে সফরকারী শ্রীলঙ্কা।

আজ শনিবার (২৩ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৪৮ রানে পিছিয়ে থেকে দিনের শুরু করে বাংলাদেশ। তবে এক তাইজুল ছাড়া আর কেউ পারেননি সামর্থ্যের প্রমাণ দিতে। যার ফলে ১৮৮ রানে গুটিয়ে যায় লাল-সবুজের দল। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন বিশ্ব ফার্নান্দো।

দ্বিতীয় দিনের শুরুতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৫৩ রানের মাথায় সাজঘরের পথ ধরেন ওপেনার মাহমুদুল হাসান জয়। ৪৬ বলে ১২ রান করে ফেরেন তিনি। তার বিদায়ের পর শাহাদাত হোসেন দিপুকে নিয়ে দলকে এগিয়ে নেন তাইজুল ইসলাম। এই দুইজনের জুটিতে যোগ হয় আরও ৩০ রান।

দলীয় ৮৩ রানের মাথায় ফেরেন দিপু। কুমারার বলে সিলভার হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। আউটের আগে তার ব্যাট থেকে আসে ২৬ বলে ১৮ রান। ডানহাতি এই ব্যাটারের বিদায়ের পর লিটনকে নিয়ে দলকে এগিয়ে নেন তাইজুল। এই দুইজনের ব্যাটে ভালোই এগোচ্ছিল বাংলাদেশ। কিন্তু দলীয় ১২৪ রানের মাথায় লিটনের বিদায়ে ভাঙে প্রতিরোধ। ৪৩ বলে ২৫ রান করে ফেরেন ডানহাতি এই ব্যাটার।

এরপর দলীয় ১৪০ রানের মাথায় তাইজুলের বিদায়ে বড়সড় ধাক্কা খায় বাংলাদেশ। ৮০ বলে ৪৭ করে ফেরেন এই ব্যাটার। শেষদিকে খালেদ-শরিফুলের ব্যাটে লঙ্কানদের বড় লিড নিতে দেয়নি বাংলাদেশ। ৩৫ বলে ৪০ রানের জুটি গড়েন তারা।

বরিশাল অবজারভার / হৃদয়

মেসিকে ছাড়াই আর্জেন্টিনার দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক :
চোটের কারণে ইন্টার মায়ামির জার্সিতে নিয়মিত দেখা যাচ্ছে না আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে। ফলে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের স্কোয়াডেও তাকে রাখা হয়নি। অবশ্য নিয়মিত অধিনায়ক মেসিকে ছাড়াই এল সালভারদরকে হারিয়ে বছরের প্রথম আন্তর্জাতিক ম্যাচে জয় তুলে নিল আলবিসেলেস্তারা।

আজ শনিবার (২৩ মার্চ) ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত প্রীতি ম্যাচটি কাতার বিশ্বকাপ জয়ীদের কোপা আমেরিকার প্রস্তুতির অংশ। মেসি না থাকায় অধিনায়কের দায়িত্ব পালন করেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। যে ম্যাচে ৩-০ গোলের জয় পেয়েছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর্জেন্টিনার হয়ে গোল তিনটি করেছেন ক্রিস্টিয়ান রোমেরো, এনজো ফার্নান্দেজ এবং জিওভানি লো সেলসো।

আর্জেন্টিনার ৮০ শতাংশ বল দখলের বিপরীতে এল সালভাদরের দখলে বল ছিল মাত্র ২০ শতাংশ সময়। আর আর্জেন্টিনা যেখানে ২৪টি শট নিয়ে ১৪টি লক্ষ্যে রেখেছে, এল সালভাদর সেখানে শটই নিতে পেরেছে মাত্র ২টি। দুই দলের পরিসংখ্যানে বিশাল পার্থক্যেই মূলত ফুটে উঠছে ম্যাচের প্রকৃত চিত্র।

গোলের জন্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আর্জেন্টিনাকে। ম্যাচের ১৬ তম মিনিটেই হেড করে দলকে এগিয়ে নেন রোমেরো। এরপর ম্যাচের ২৬ ও ২৯তম মিনিটে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি সালভাদর। তবে, প্রথমার্ধের ঠিক এক মিনিট আগে আর্জেন্টিনার হয়ে ব্যবধান বাড়ান এনজো। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আলবিসেলেস্তরা।

প্রথমার্ধের ধারাবাহিকতা দ্বিতীয়ার্ধেও ধরে রাখে আর্জেন্টিনা। ম্যাচের ৫২তম মিনিটে ব্যবধান ৩-০ করেন লো সেলসো। লাউতারো মার্টিনেজের দেওয়া বল থেকে প্রতিপক্ষ গোলকিপারকে পরাস্ত করে জাল কাঁপান তিনি। বাকি সময়ে আরও বেশকিছু আক্রমণ করলেও ব্যবধান বাড়াতে পারেনি আর্জেন্টিনা।

এদিকে, আর্জেন্টিনার জয়ের দিনে প্রীতি ম্যাচে হার দেখেছে স্পেন। কলম্বিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে স্পেন। দলের হয়ে একমাত্র গোলটি করেছেন ক্রিস্টাল প্যালেসের ডিফেন্ডার দানিয়েল মুনোজ। তাতে ২০১৬ সালের পর এই প্রথম প্রীতি ম্যাচে হার দেখলো ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।

বরিশাল অবজারভার / হৃদয়

আইপিএল : আলোর রোশনাই আর অর্থের ঝনঝনানি

ডেস্ক রিপোর্ট :
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের জন্মটা একটু ভিন্নভাবেই। বিতর্কিত ক্রিকেট লিগ আইসিএলকে জবাব দিতে যাদের শুরু। কে ভেবেছিল, তখন এই শুরু খুলে দেবে নতুন দুয়ার! আইপিএল হয়ে উঠবে ক্রিকেট দুনিয়ার কিংমেকার। ২০০৮ থেকে ২০২৩– বেড়েছে পরিধি, দর্শকের আবেদন, অর্থের ঝনঝনানি আর বিশ্বব্যাপী জনপ্রিয়তা। সবার ধরাছোঁয়ার বাইরে গিয়েও আইপিএল সবার আপন।

অর্থের ঝনঝনানি কেবল মাঠের ক্রিকেটে নয়, মহাযজ্ঞ চলে মাঠের বাইরেও। পাড়ার মোড়ের চা দোকান কিংবা অভিজাত ক্যাফে, দশ টাকার বাজি থেকে লাখ টাকা বেট, আইপিএল মানেই যেন অর্থ, অর্থ আর অর্থ!

মাঠের ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মারা সবাইকে পেছনে ফেলেছেন। চেন্নাই আর মুম্বাইয়ের দুই মহাতারকা আইপিএলে সবচেয়ে সফল দুই অধিনায়ক৷ হার্দিক পান্ডিয়া তাক লাগিয়েছিলেন গুজরাটের সিংহদের নিয়ে, তবে শেষবার শেষ হাসি চেন্নাইয়ের।

আবারও শুরু হচ্ছে দুই মাসের মহাযুদ্ধ। ডিএলএফ থেকে টাটা, কত চড়াই-উৎরাই গেছে, আইপিএল সদম্ভে সব পাশ কাটিয়েছে। নিত্যনতুন প্রযুক্তি, মাঠের ধুন্ধুমার ক্রিকেট, হাজার ওয়াটের আলোর রোশনাই আইপিএলকে করেছে আলাদা। তাই ভারতেই নয় কেবল, গোটা ক্রিকেট দুনিয়ার কাছে এটি এক উৎসবের নাম।

১৭তম আর বসছে আজ শুক্রবার (২২ মার্চ) থেকে। শেষ হবে আগামী ২৬ মে। ১০টি দল, একটি লক্ষ্য, কেউ কাউকে ছাড় দিতে নারাজ। চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ক্রীড়া দুনিয়ারই অন্যতম চমকপ্রদ এই আসর। চেন্নাই মুস্তাফিজুর রহমানকে স্বাগত জানিয়েছে হুইসেল ভানাক্কাম শব্দযুগলে, যার অর্থ স্বাগত!

স্বাগত, আইপিএল ২৪-কে। ক্রিকেট দুনিয়ার বাকি সব আয়োজন বন্ধ করে দিতে পারে যারা, তাদের স্বাগত না বলে বলা ভালো– তোমার হলো শুরু, আমার হলো সারা। চেয়ে চেয়ে কেবল দেখার এলো পালা।

বরিশাল অবজারভার / হৃদয়

আইপিএলের পর্দা উঠছে শুক্রবার

স্পোর্টস ডেস্ক :
বিশ্বের সর্ববৃহৎ ও সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এই টুর্নামেন্ট শুরু হওয়া মানেই ক্রিকেটপ্রেমীরা একটানা দুই মাস ভরপুর বিনোদনের অপেক্ষায় থাকেন। আর আইপিএলের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও কখনও শিরোপা জিততে না পারা কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। খেলা শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

উদ্বোধনী ম্যাচ নিয়ে একটা বাড়তি আগ্রহ থাকে অনেকেরই। কারণ, ওই দিন ডাবল মজা পাওয়া যায়। প্রথমত টুর্নামেন্টের সূচনা হয়। দ্বিতীয়ত থাকে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। এ বারের আইপিএলেও থাকছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে ভারতীয় সংগীত পরিচালক, গায়ক ও সংগীত প্রযোজক এ আর রহমান মঞ্চ মাতাবেন।

এছাড়াও সুরের জাদুতে দর্শকদের মুগ্ধ করবেন সনু নিগম। দুই তারকার গানের পাশাপাশি ডান্সফ্লোর মাতাতে দেখা যাবে বলিউড সুপারস্টার অক্ষয় কুমার ও টাইগার শ্রফকে। শিগগিরই তাদের নতুন সিনেমা বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ মুক্তি পেতে চলেছে। তার জন্য খানিকটা প্রচারও সেরে নেবেন অক্ষয়-টাইগার।

আগেরবারের মতো এবারও ১০টি দল অংশ নিচ্ছে আইপিএলে। ২২ মার্চ থেকে ভারতের ঘরোয়া টুর্নামেন্টটি শুরু হলেও সূচি প্রকাশ করা হয়েছে আংশিক। মাত্র ১৫ দিনের ২১টি ম্যাচের সূচি প্রকাশ করা হয়েছে। মূলত ভারতের লোকসভা নির্বাচনের কারণেই আংশিক সূচি প্রকাশ করা হয়েছে। প্রথম ২১ ম্যাচের পর আইপিএল হতে পারে ভিন্ন দেশে।

প্রথম ম্যাচের আগে বড় চমক দিল চেন্নাই সুপার কিংস। অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন মহেন্দ্র সিং ধোনি। তার বদলে নতুন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। দলটিতে আছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচের একাদশে এই পেসারকে দেখা যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আর অন্যদিকে, নামের পাশাপাশি লোগে পরিবর্তন করেছে কোহলির বেঙ্গালুরু। ফাফ ডু প্লেসিসের মতো বড় তারকাকে নিয়েও শিরোপা খরা কাটাতে পারছে না আরসিবি। তাই এবারের আসরের প্রথম ম্যাচে জয়ে শুরু করতে মরিয়া দলটি। ঘরের মাঠে খেলা হওয়ায় ছেড়ে কথা বলবে না সিএসকে। সবমিলিয়ে কঠিন এক লড়াইয়ের অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা।

বরিশাল অবজারভার / হৃদয়

টিভিতে আজ যেসব খেলা

স্পোর্টস ডেস্ক :
দেশের ক্রিকেট ও ফুটবল, দুটোতেই আজ রয়েছে বাংলাদেশের ম্যাচ। আজ বৃহস্পতিবার (২১ মার্চ) দিনের শুরুটা হবে নারী ক্রিকেট দিয়ে। রাতে বিশ্বকাপ বাছাইয়ে মাঠে নামবে জাতীয় ফুটবল দল। এ ছাড়া, টিভিতে আরও যেসব ম্যাচ দেখবেন।

বাংলাদেশ–অস্ট্রেলিয়া সিরিজ

১ম নারী ওয়ানডে

সকাল ৯–৩০ মিনিট, টি স্পোর্টস ও বিসিবি ইউটিউব চ্যানেল

ফিফা বিশ্বকাপ বাছাই

বাংলাদেশ–ফিলিস্তিন

রাত ১২–৩০ মিনিট, টি স্পোর্টস

ডিপিএল

রূপগঞ্জ–গাজী গ্রুপ

সকাল ৯টা, বিসিবি ইউটিউব চ্যানেল

মোহামেডান–পারটেক্স

সকাল ৯টা, বিসিবি ইউটিউব চ্যানেল

শাইনপুকুর–গাজী টায়ার্স

সকাল ৯টা, বিসিবি ইউটিউব চ্যানেল

ইউরো বাছাই 

জর্জিয়া–লুক্সেমবার্গ

রাত ১১টা, সনি স্পোর্টস টেন ২

ইসরায়েল–আইসল্যান্ড

রাত ১–৪৫ মিনিট, সনি স্পোর্টস টেন ৫

পোল্যান্ড–এস্তোনিয়া

রাত ১–৪৫ মিনিট, সনি স্পোর্টস টেন ১

ওয়েলস–ফিনল্যান্ড

রাত ১–৪৫ মিনিট, সনি স্পোর্টস টেন ২

বরিশাল অবজারভার / হৃদয়

রিশাদ তাণ্ডবে সিরিজ জিতল টাইগাররা

স্পোর্টস ডেস্ক :
ঘরের মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে সফরকারী শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ। লঙ্কানদের হারানোর দিনে দলের চাপের মুখে ঝড়ো ব্যাটিং করেন রিশাদ হোসেন। ১৮ বলে ৪৮ রান করে দলকে সিরিজ জিতিয়ে মাঠ ছাড়েন রিশাদ।

সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নির্ধারণি ম্যাচে শ্রীলঙ্কার ২৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ উইকেট ও ৫৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। এতে তিন ম্যাচের সিরিজ ১-২ ব্যবধানে জিতে নিল স্বাগতিকরা।

২৩৬ রান তাড়ায় আহত সৌম্য সরকারের বদলি কনকাশন সাব হিসেবে ব্যাটিং করতে নামেন তানজিদ হাসান তামিম। এনামুল হক বিজয়ের সঙ্গে ৫০ বলে ৫০ রানের জুটি ছিল তার। ২২ বলে ১২ রান করে ড্রাইভ করতে গিয়ে এক্সট্রা কাভারে আভিশকা ফার্নান্দোর হাতে ক্যাচ দেন বিজয়। লাহিরু কুমারার বলে আউট হয়ে যান তিনি।

পরের ওভারে এসে নাজমুল হোসেন শান্তকে ফেরান কুমারা। তার বলে উইকেটে পেছনে ক্যাচ দেন ৫ বলে ১ রান করা এই ব্যাটার। পরে কুমারাই নেন তাওহীদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদের উইকেট। ২৫ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি ছোঁয়া তানজিদ খেলেন ৮১ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৮৪ রানের ইনিংস।

সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন মেহেদী হাসান মিরাজ ও মুশফিকুর রহিম। কিন্তু মিরাজকে ফিরিয়ে হাসারাঙ্গা চাপ বাড়ান বাংলাদেশের ওপর। ৬২ বলে ৪৮ রানের জুটি ছিল তাদের। মিরাজ ফেরার পর উইকেটে আসেন রিশাদ।

উইকেটে এসে প্রথম বলেই হাসারাঙ্গাকে ছক্কা হাঁকান রিশাদ। ওই ওভারের বাকি চার বলে আরও একটি চার ও ছক্কা। হাসারাঙ্গা আবার ৪০তম ওভার করতে আসেন। ওই ওভারে ২৪ রান নেন রিশাদ। এতে দলের জয়ও তখন অনেকটাই নিশ্চিত হয়ে যায়। পরের ওভারের দ্বিতীয় বলে থিকসানাকে চার মেরে দলের জয় নিশ্চিত করেন মুশফিক।

২৫ বলে তার সঙ্গে রিশাদের জুটি ছিল ৫৯ রানের। ১৮ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৪৮ রান করেন রিশাদ। ৩৬ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন মুশফিক।

এ জয়ে সিরিজটিও নিজেদের করে নিল বাংলাদেশ। প্রথম ওয়ানডে বাংলাদেশ জেতার পর দ্বিতীয়টিতে জিতেছিল সফরকারীরা।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ২৩৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। জেনিথ লিয়ানাগে একাই খেলেন। দুর্দান্ত সেঞ্চুরি করে অপরাজিত থাকেন এই মিডল অর্ডার। ১০১ রান করেন তিনি। এছাড়া ৩৭ রান করেন চারিথ আশালঙ্কা ও ২৯ রান করেন কুশল মেন্ডিস।

বরিশাল অবজারভার / হৃদয়