বড় ভাইয়ের নির্দেশে চিকিৎসার জন্য আমেরিকা যাচ্ছি: কাদের মির্জা

নোয়াখালী: চিকিৎসার জন্য আমেরিকা যেতে কোম্পানীগঞ্জ থেকে ঢাকায় পৌঁছেছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল  কাদের মির্জা। এর আগে সকালে বাবা-মায়ের কবর জিয়ারত করে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। মঙ্গলবার (৮ জুন) দুপুর পৌনে ২টায় ঢাকার মোহাম্মদপুরের বাসায় পৌঁছান তিনি।

বিষয়টি নিশ্চিত করে মেয়র আবদুল কাদের মির্জা বলেন, আমার ভাই ওবায়দুল কাদের সাহেবের নির্দেশে আমি আমেরিকা যাচ্ছি। আগামী ১০ জুন ভোর সাড়ে ৪টায় আমার ফ্লাইট। আমার দুইটা টিউমার ধরা পড়েছে। ফলোআপ করতে আরো আগে যাওয়ার কথা ছিল। সব কিছু ঠিক থাকলে আগামী ২৩ জুন সকালে আমি ঢাকায় এসে পৌঁছাব। আমার ছেলে মির্জা মাশরুর কাদের তাশিক আমার সঙ্গে থাকবে।

আবদুল কাদের মির্জার ছেলে মির্জা মাশরুর কাদের তাশিক বলেন, আমরা বর্তমানে ঢাকায় অবস্থান করছি। বাবার আগামী ১০ জুন বৃহস্পতিবার ভোরে ফ্লাইট।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। ওই পৌরসভায় গত ডিসেম্বরে নির্বাচনের আগে বিভিন্ন ইস্যুতে কথা বলে আলোচনায় আসেন তিনি।

স্থানীয় রাজনীতির বিভিন্ন ইস্যুতে দলীয় প্রতিপক্ষের সঙ্গে তার বিরোধের ঘটনায় এক মাসে দু’টি সংঘর্ষে দু’জন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এসব ঘটনায় একাধিক মামলা হয়েছে। এমন পরিস্থিতিতে ৩১ মার্চ দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন আবদুল কাদের মির্জা। পদত্যাগের ৪৫ দিনের মাথায় ১৬ মে আবদুল কাদের মির্জা আবার দলে ফিরে আসেন।

বজ্রপাতে মৃত্যুর দায়ও হয়ত সরকারকে দেবে বিএনপি : ওবায়দুল কাদের

বিএনপি সবকিছুতে সরকারের দোষ খোঁজে মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বজ্রপাতে মৃত্যুর জন্যও হয়ত একদিন সরকারকে দায়ী করতে পারে বিএনপি।

আজ রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে করোনার সুরক্ষার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সেতুমন্ত্রী আরও বলেন, আমি মাঝে মাঝে ভাবি বজ্রপাতে মানুষের মৃত্যু হচ্ছে, তারা আবার নাকি বলে যে আওয়ামী লীগই দায়ী। কখন আবার বজ্রপাতে মৃত্যুর জন্য শেখ হাসিনার সরকারকে দায়ী করে। সেটাই আমি ভাবছি। ওবায়দুল কাদের বলেন, ঘূর্ণিঝড় আসার সময় বিএনপি বলেছিল, সরকারের জন্য ঘূর্ণিঝড় হয়েছে।বস্তিতে আগুন লেগেছে, সেটার জন্যও আওয়ামী লীগকে দায়ী করে। আমরা আগুন লাগিয়ে মানুষের দুর্ভোগের সৃষ্টি কেন করব? আগুন সন্ত্রাস তো তাদের ব্যাপার।

 

করোনাভাইরাস মহামারী সামলাতে সরকারের সমালোচনার জবাবে সেতুমন্ত্রী বলেন, করোনাভাইরাসের বিষয়ে সরকারের সচেতনা এবং সতর্কতা নিয়ে যারা প্রশ্ন করেন, তারা বিরোধিতার খাতিরেই বিরোধিতা করেন।

এ সময় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে দলের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক রোকেয়া সুলতানা, কার্যনির্বাহী সদস্য সৈয়দ আবদুল আউয়াল শামীম উপস্থিত ছিলেন।

ঐতিহাসিক ছয় দফা দিবস  ও  বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা আ’লীগের পৃথক কর্মসূচী 

খবর বিজ্ঞপ্তি: ঐতিহাসিক ৭ জুন ছয় দফা দিবস  ও  পার্বত্য শান্তিচূক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহবায়ক( মাননীয় মন্ত্রী),  বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র সহধর্মিণী ও বরিশাল সিটি মেয়র, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক   সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র মা, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পৃথক কর্মসূচী গ্রহণ করেছে বরিশাল জেলা আওয়ামী লীগ।
সোমবার  (৭ জুন)  সকাল নয়টায় নগরীর মুসলিম গোরস্থানে বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম এর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন এবং ঐতিহাসিক ৭জুন ছয়দফা দিবসে সকল শহীদদের স্মরণে সকাল সোয়া নয়টায় নগরীর সোহেল চত্বরে  জেলা ও মহানগর আওয়ামী লীগ দলীয় কার্যালয় সংলগ্ন  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানানো হবে।
উক্ত অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বরিশাল  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস ।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের প্রথম মৃত্যু বার্ষিকীর অন্যান্য  কর্মসূচী জেলা ও মহানগর আওয়ামী লীগ একসাথে পালন করবে। উক্ত সকল কর্মসূচীতে জেলা আওয়ামী লীগের  নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো গেল।

এরশাদের মৃত্যুবার্ষিকীতে ভোট না করার আহ্বান জাপার

আগামী ১৪ জুলাই প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীর দিন সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণের তারিখ ঘোষণা করায় দুঃখ প্রকাশ করেছেন জাপা চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। তিনি ভোটের তারিখ পরিবর্তন করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জি এম কাদের এ আহ্বান জানান। বিবৃতিতে জাপা চেয়ারম্যান বলেন, আগামী ১৪ জুলাই দিনটি জাপা নেতাকর্মী ও পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের কোটি কোটি ভক্ত অনুরাগীদের কাছে অত্যন্ত আবেগঘন দিন। এ দিনে সারাদেশে পল্লীবন্ধুর সাফল্যময় জীবনী নিয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আবার ঘোষিত তিনটি উপ-নির্বাচনেও জাপা অংশ নেবে। তাই পল্লীবন্ধুর মৃত্যুবার্ষিকীতে উপ-নির্বাচনের ভোটগ্রহণ না করতে অনুরোধ জানান জি এম কাদের।

তিনি আরও বলেন, গেল বছর ১৪ জুলাই বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ করে কোটি কোটি এরশাদ প্রেমীর অন্তরে আঘাত করেছিল নির্বাচন কমিশন। তাই পল্লীবন্ধুর মৃত্যুবার্ষিকী ১৪ জুলাইয়ের পরিবর্তে নির্বাচন কমিশন অন্য যেকোনো দিনে ভোটগ্রহণ করতে পারে।

খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার বিকালে গণমাধ্যমকর্মীদের এই কথা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া এখনো পুরোপুরো সুস্থ নন। তবে আগের চেয়ে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুয়ায়ী উনাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এসময় তিনি দেশবাসীর কাছে বেগম জিয়ার জন্য দোয়া চান।

ওবায়দুল কাদেরের সঙ্গে দূরত্ব কেটে গেছে: কাদের মির্জা

বড় ভাই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাতের পর দূরত্ব কেটে গেছে বলে জানিয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

তিনি বলেন, নোয়াখালীর প্রশাসন একতরফা তাণ্ডব চালাচ্ছে।  আমাকে ও আমার ভাই ওবায়দুল কাদেরকে সরিয়ে এখানে একরামের রাজত্ব কায়েম করতে চায়।  ওবায়দুল কাদেরের সঙ্গে কিছু দূরত্ব ছিল তাও কেটে গেছে।
রোববার সকাল ৯টায় বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ দাবি করেন।

কাদের মির্জা বলেন, গতকাল বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডে প্রশাসনের সামনে বহিরাগত সশস্ত্র সন্ত্রাসীদের দিয়ে আমার নেতাকর্মীদের ওপর গুলিবর্ষণ করা হয়।  এতে আমার ১৫ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়।  আমার দুজন নেতাকর্মী ঢাকা মেডিকেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

তিনি বলেন, আমার ৯ তারিখ আমেরিকায় যাওয়ার কথা ছিল।  আমি মরে গেলে এ দেশে চিকিৎসা করে মরে যাব।  দরকার হলে যুক্তরাষ্ট্র যাব না।  তাও এর শেষ দেখে ছাড়ব।

সমাবেশের আগে সহকারী পুলিশ সুপার (এএসপি) শামিম কবির, উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউল হক মীর, সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা ও থানার ওসি মীর জাহেদুল হক রনিকে প্রত্যাহারের দাবিতে কাদের মির্জার নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি বসুরহাট বাজারের বিভিন্ন এলাকা প্রাদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়।

প্রসঙ্গত ঈদের পর দিন বড় ভাই ওবায়দুল কাদেরের সঙ্গে ঢাকায় এসে দেখা করেন কাদের মির্জা।  এ সময় দুজনের মধ্যে আঞ্চলিক রাজনীতি নিয়ে কথা হয়।  এ সাক্ষাতের পর দুজনের অভিমান দূর হয় বলে কাদের মির্জা জানান।

বরিশালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

শামীম আহমেদ ॥

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তশ শাহাদৎ বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় বিএনপি আয়োজিত কর্মসূচি উপলক্ষে বরিশাল মহানগর বিএনপি,দক্ষিণ জেলা বিএনপি ও বরিশাল উত্তর জেলা বিএনপি পৃথকভাবে ভাচ্যুয়াল আলোচনা সভায় অংশ গ্রহন করে।

আজ শনিবার (২৯ মে) বিকাল চারটায় বরিশাল জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয় সহ বরিশাল উত্তর জেলা বিএনপি অস্থায়ী কার্যলয়ে বসে ভাচ্যুয়াল কর্মসূচিতে অংশ গ্রহন করে।

কেন্দ্রীয় বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ভাচ্যুয়াল প্রোগ্রাম কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় কার্যলয়ের দোতালায় এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি সভাপতি এ্যাড, মজিবর রহমান সরোয়ার, সহ-সভাপতি ফিরোজ আহমেদ,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার,যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ আকবর হোসেন, সহ-সধারন সম্পাদক আনায়ারুল হক তারিন,বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ সহ মহনগরের বিভিন্ন অঙাগ সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া দলীয় কার্যলয়ের নিছতলায় ভাচ্যুয়াল প্রোগ্রামে অংশ নেয় বরিশাল দক্ষিণ জেলা বিএনপি এসময় ভাচ্যুয়াল প্রোগ্রামে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপি সভাপতি এবায়েদুল হক চাঁন।

এখানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাধারন সম্পাদক এ্যাড, আবুল কালাম শাহিন, সহ-সভাপতি অধ্যক্ষ আঃ রসিদ খান,জেলা মহিলা দল সভাপতি অধ্যাপিকা ফারজানা তিথি, কোতয়ালী বিএনপি সভাপতি এ্যাড, এনায়েত হোসেন বাচ্চু,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সেলিম মোল্লা,জেলা কৃষকদল আহবায়ক মীর মহসিন ও আলহাজ্ব নুরুল আমিন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

অপর দিকে নগরীর কালিবাড়ি রোডস্থ বরিশাল উত্তর জেলা বিএনপির অস্থায়ী কার্যলয়ে অংশ গ্রহন করেন সাবেক সংসদ সদস্য ও উত্তর জেলা বিএনপি সভাপতি মেজবা উদ্দিন ফরহাদ,মেহেন্দিগঞ্জ পৌর বিএনপি সভাপতি জিয়া উদ্দিন সুজন, সাবেক ছাত্র নেতা সাইফুল ইসলাম সুজন সহ বিএনপি নেতৃবৃন্দ।

 

বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতিকে অব্যাহতি, কমিটি বিলুপ্ত ঘোষণা

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগে বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসীম উদ্দিনকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সাথে বরিশাল মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এই সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিটি পৌঁছানো হয় বরিশালে। তাতে স্বাক্ষর করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য।

এতে উল্লেখ রয়েছে, কেন্দ্রীয় ছাত্রলীগের জরুরী সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগে মহানগর ছাত্রলীগের সভাপতি জসীম উদ্দিনকে অব্যাহতি প্রদান করা হয়। একই সাথে বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষনার কথা উল্লেখ করা হয়েছে।

গত ২১এপ্রিল বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসীম উদ্দিনের বিরুদ্ধে এক তরুনী ধর্ষণের অভিযোগ তুলে বরিশাল এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন। এই মামলা দায়েরের পরপরই জসীম পলাতক রয়েছেন। এর আগে ২০১৭ সালের ১৮ সেপ্টেম্বর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসিম দেওয়ান এর বিরুদ্ধে নারায়নগঞ্জের রুপগঞ্জ থানায় এক তরুনীকে অপহরণ ও অস্ত্র মামলা দায়ের হয়, সেই মামলায় গ্রেপ্তার হয়েছিলো এবং পরে জামিনে মুক্ত হয় তিনি। এই ঘটনার পর থেকেই বরিশাল ছাড়া হন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিন সদস্য বিশিষ্ট এই কমিটির অপরজন সাংগঠনিক সম্পাদক তৌছিক আহম্মেদ রাহাত বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্টোর অফিসার পদে চাকুরীর সুবাদে রাজনীতি থেকে বিদায় নেন। ২০১১ সালে মহানগর ছাত্রলীগের কমিটি গঠন করা হয়।

২৪ দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন রওশন এরশাদ

ঢাকা: জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ চিকিৎসা শেষে ২৪ দিনপর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে সুস্থ হয়ে গুলশানের বাসায় ফিরেছেন।

রোববার (২৩ মে) রওশন এরশাদের এপিএস মামুন হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ সুস্থ হয়ে বিকেল সাড়ে ৫টায় সিএমএইচ থেকে বাসায় ফিরেছেন। তিনি এখন পুরোপুরি সুস্থ আছেন। এর আগে গত ২৯ এপ্রিল (বৃহস্পতিবার) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমএইচ-এ ভর্তি করা হয়।

জানা যায়, রোজা রাখায় প্রচণ্ড গরমে শরীরে পানি শূন্যতা দেখা দেওয়ায় ও পেটে গ্যাসের সমস্যা হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

এখন তারা গণমাধ্যমের মুখোশ পরা বন্ধু সেজেছে: কাদের

গণমাধ্যম ও মুক্ত সাংবাদিকতার বিরুদ্ধে যারা দানবীয় আচরণ করেছিল তারাই এখন গণমাধ্যমের মুখোশ পরা বন্ধু সেজে সরকারবিরোধী উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (২২ মে) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আয়োজিত আলোচনা সভায় সরকারি বাসভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ২০০১ সালে ক্ষমতায় এসে বিএনপি যে দানবীয় অত্যাচার চালিয়েছিল তা মানুষ ভুলে যায়নি। জনগণ বিএনপি নামক বর্ণচোরা দলটিকে ভালো করে চেনে। তাদের কোনো অপকর্ম সফল হবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ দেশে হত্যা, সন্ত্রাস ও ষড়যন্ত্রের রাজনীতির ধারক ও বাহক বিএনপি। তারা এখনো সেই ধারাবাহিকতা বজায় রেখেছে।

আন্দোলনের সক্ষমতা হারানো বিএনপি নামক একটি দল এখন উস্কানিদাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এর আগে তারা শিক্ষার্থীদের সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, ভাস্কর্যবিরোধী আন্দোলনে প্রত্যক্ষ-পরোক্ষ মদদ দিয়েছিল। রাজপথে একটি মিছিল করার সামর্থ্য হারানো দলটি অন্ধকার গলিপথ আর ষড়যন্ত্রের নীলনকশা বাস্তবায়নই এখন কুটকৌশল হিসেবে নিয়েছে।

অন্যের আন্দোলনে ভর করে বিএনপি এগিয়ে যাওয়ার ব্যর্থ চেষ্টা করছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, মিথ্যাচার আর পরাশ্রয়ী রাজনীতি বিএনপির মেরুদণ্ডহীনতারই প্রমাণ।

মৎস্যজীবী লীগের নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দল করলে দলের শৃঙ্খলা মেনে চলতে হবে।

সংগঠনের নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে ওবায়দুল কাদের বলেন, সবাইকে ঐকবদ্ধ হয়ে কাজ করতে হবে। মৎস্যজীবী লীগে মৎস্যজীবীদের প্রধান্য দিতে হবে, যাদের মৎস্য খাতের সঙ্গে কোনো সম্পর্ক নেই তাদের নেতৃত্বে আনা যাবে না।

মৎস্যজীবী লীগের সভাপতি সায়ীদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যকরী সদস্য শাহাবুদ্দীন ফরাজী, এ বি এম রিয়াজুল কবির কাওছার এবং মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক শেখ আজগর নস্কর।

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে। সব ক্ষেত্রে  বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করতে চাই এবং জাতির পিতার আদর্শ নিয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। যুবসমাজকে চাকরির পিছনে না ছুটে মৎস্য উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।