বরিশালে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাওয়ার প্রতিবাদে মহিলা দলের বিক্ষোভ

শামীম আহমেদ ॥

বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে ও সাবেক প্রধানমন্ত্রী মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল জাতীয়তাবাদী মহিলা দল বরিশাল মহানগর ও বরিশাল উত্তর জেলা মহিলা দল যৌথভাবে বিক্ষোভ সমাবেশ করেছে।

আজ সোমবার (১৪ই) মার্চ সকাল সাড়ে ১১ টায় সদররোডস্থ মহানগর ও জেলা বিএনপি দলীয় কার্যলয়ের সামনে একর্মসূচি পালন করে।

কেন্দ্রীয় মহিলাদলের নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাধারন সম্পাদিকা শামীমা আকবরের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিুরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদ, জেলা কৃষকদল আহবায়ক এইচ.এম মহসিন আলম,সাবেক বিসিসি প্যানেল মেয়র তাছলিমা কালম পলি, পাপিয়া জেসমিন,হোসনে আরা বেগম বেবি,পাপিয়া জেসমিন, বিসিসি কাউন্সিলর জাহানারা বেগম,সেলিনা বেগম,রাসিদা বেগম। বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠান সঞ্চলনা করেন মহানগর মহিলাদল নেত্রী মারিয়া মুন্নি।

বিক্ষোভ সমাবেশ শেষে মহিলা দল নেত্রীরা দলীয় কার্যলয় থেকে মিছিল বেড় করার চেষ্ঠা করলে কোতয়ালী মডেল থানার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টাউন হল গেটের সামনে আটকে দিলে পরে তারা মিছিল নিয়ে দলীয় কার্যলয়ে ফিরে যান।

এসময় মহানগর বিএনপি আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদ বিক্ষোভ সমাবেশে বলেন, আজ বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে এতই বৃদ্ধি পেয়েছে যার ফলে মহিলা রান্না ঘড় থেকে যে,যার মত করে তাদের ঘড়ে থাকা নিত্য প্রয়োজনীয় সবজি নিয়ে রাস্তায় বেড় হয়ে এসেছে।

এসময় তারা আরো বলেন, আজকের এই বিক্ষোভ আন্দোলন শুধু বিএনপির একা নয় সারা দেশব্যাপি সাধারন মানুষের আন্দোলনে রুপ নিয়েছে।

তাই আমরা অনতিবিলম্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম সাধারন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য সরকারের আহবান জানাই।

এসময় বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া মহানগর বিএনপি নেতৃবৃন্দ ও মহিলাদল নেতৃবৃন্দরা সয়াবিন তেলের খালি বোতল সহ বিভিন্ন কাচা সবজি হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

নিত্যপণ্যের মূল্য লাগামহীন ভাবে বৃদ্ধি পাওয়ায় দেশে দুর্ভিক্ষ দেখা দেবে: জি এম কাদের

ডেস্ক রিপোর্ট:

নিত্যপণ্যের মূল্য লাগামহীন ভাবে বৃদ্ধি পাওয়ায় দেশের সাধারণ মানুষ ক্রয়ক্ষমতা হারাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
এখনই বাজার নিয়ন্ত্রণ করতে না পারলে দেশে নিরব দুর্ভিক্ষ দেখা দেবে বলেও মন্তব্য করেন জি এম কাদের। মঙ্গলবার বিকেলে বিএফডিসিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের সদিচ্ছার ঘাটতি নেই শীর্ষক এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এসব কথা বলেন।

ডিবেট ফর ডেমোক্রেসি এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। এতে জি এম কাদের বলেন, টিসিবি নয় রেশনিং কার্ডে আসতে হবে। প্রয়োজনে অন্য প্রকল্প থেকে টাকা এনে সরকারকে ভুর্তকি দেয়ার আহ্বান জানান জি এম কাদের।

ওদের কেহ রনাঙ্গনের মুক্তিযুদ্ধ করে নাই – গয়েশ্বর চন্দ্র রায়

শামীম আহমেদ, ॥

কেন্দ্রীয় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও (সাবেক মন্ত্রী) বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এই নির্বাচন কমিশনার শেখ হাসিনার গর্ভজাত কমিশনার এই নির্বাচন কমিশনার দিয়ে জনগণের জন্য সুষ্ট ভোট কামনা করা যায় না।

এখানে যদি আমাকেও নির্বাচন কমিশনার বানানো হত তারপরে এই সরকার যত সময়ে ক্ষমতায় আছে ততক্ষণ দেশে সুষ্ট ভোট হবে তার কোন নিশ্চয়তা দিতে পারবে না।

ওরা কথায় কথায় মুক্তিযুদ্ধের সরকার দাবী করে ওরা আসলে সবাই প্রবাশী মুক্তিযোদ্ধা ওদের কেহ রনাঙ্গনের মুক্তি যোদ্ধা করে নাই।

তিনি আরো বলেন এই সরকারের সকল ধরনের পদক ব্যাবস্থা চালু করেছে ওদের আর একটা পদক চালু করা বাকি আছে তাহল এদেশে থেকে কে কত মূদ্রা পাচার করেছে তাদের মাঝে প্রদক প্রদান করা।

গয়েশ্বর চন্দ্র রায় আরো বলেন এই বেশ কয়েকজন দেশ দেকে ৪ কোটি ৪ লক্ষ ৪৬ হাজার কোটি টাকা আমেরিকায় পাচার করেছে। আজ যদি আমিরিকা সে টাকা বাতিল করে দেয় তাহলে কার টাকা ক্ষতি হল এদেশের মানুষের ক্ষতি হয়েছে।

এসময় আরো বলেন দেশের নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষা করার পাশাপাশি মাদক দ্রব্য,চোর-ডাকাত, সন্ত্রাস সহ অপরাধিদের গ্রেফতার করার জন্য রাখা হয়। শেখ হাসিনা সেই পুলিশ দিয়ে রাতের আধারে ভোট দেওয়ার কাজও করিয়েছে।

এদেশের জনগণ এখন নিরাপত্তার জন্য কেহ নৌকার কাছে যায় না কারন এই সরকার জনগণের ভোটে আসে নাই বলে ওদের বিরুদ্ধে কথা বলতে চায় না।

তিনি আরো বলেন এসরকারের সময়ে এখন প্রতিদিন গ্যাস,তেল সহ নিত্য প্রয়োজনীয় মূল্য বৃদ্ধি পাওয়া সহ সব জিনিষের মূল্য উধ্বগতিতে এগিয়ে চলছে শুধু নিম্ন গতিতে রয়েছে মানুষের মুল্য।

আজ মঙ্গলবার (১লা মার্চ) সকাল ১০টায় বরিশাল নগরীর প্রাণ কেন্দ্র অশ্বিনী কুমার টাউন হল চত্বরে দ্রব্য মূল্যর উধ্বগতি এবং সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে বরিশাল মহানগর বিএনপি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চলনায় বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব এবায়েদুল হক চাঁন,কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মেজবা উদ্দিন ফরহাদ, কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি এ্যাড, বিলকিশ আক্তার জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক বরিশাল বিএম কলেজ ভিপি মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল যুগ্ম সম্পাদক কৃষিবিদ কাজী মিজানুর রহমান লিটন,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদল নেতা গাজী রেজাউল ইসলাম রিয়াজ,যুবদল কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা দক্ষিনের টিম প্রধান জাকির হোসেন নান্নু,কেন্দ্রীয় যুবদল সহ-সভাপতি আব্দুল খালেক, বরিশাল মহানগর যুগ্ম আহবায়ক এ্যাড আলি হায়দার বাবুল,বরিশাল (দক্ষিণ)জেলা বিএনপি আহবায়ক এ্যাড, মজিবর রহমান নান্টু, সদস্য সচিক এ্যাড, আকতার হোসেন মেবুল,বরিশাল উত্তর জেলা বিএনপি আহবায়ক দেওয়ান মোঃ শহিদুল্লাহ, সদস্য সচিব মিজানুর রহমান মুকুল, বরিশাল মহানগর শ্রমিকদল সম্পাদক ফয়েজ আহমেদ খান,বরিশাল মহানগর স্বেচ্চা সেবক দল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, সাধারন সম্পাদক মসিউর রহমান মঞ্জু, মহানগর যুবদল ভারপ্রাপ্ত সম্পাদক এ্যাড, মাজহারুল ইসলাম জাহান,জেলা যুবদল সাধারন সম্পাদক এ্যাড,তছলিম উদ্দিন, মহানগর ছাত্রদল সভাপতি এ্যাড,রেজাউল করিম রনি।

এসময় মঞ্চে বরিশাল উত্তর জেলা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান মিয়া, সহ জেলা মহিলাদল সভাপতি অধ্যাপিকা ফারহানা তিথি সহ মহনগর বিএনপি আহবায়ক কমিটির বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।

এর পূর্বে সকাল থেকে বরিশাল নগরীর ত্রিশটি ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপি,মহিলাদল,কৃষকদল,শ্রমিকদল,স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা টাউনহল চত্বর সমাবেশে যোগ দেয়।

করোনার টিকার বুস্টার ডোজ নিলেন খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট:
করোনার টিকার বুস্টার ডোজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। করোনার টিকার তৃতীয় ডোজ নিতে গুলশানের ভাড়া বাড়ি ফিরোজা থেকে বুধবার বিকেল সাড়ে চারটায় শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার এন্ড হাসপাতালে যান বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এ সময় অপেক্ষারত নেতাকর্মীর শ্লোগানে মুখর হয়ে ওঠে হাসপাতাল প্রাঙ্গন।

প্রথম দুই ধাপে তাকে মডার্নার টিকা দেয়া হলেও, বুস্টার ডোজ হিসেবে তাকে দেয়া হয় ফাইজারের টিকা। টিকা নেয়ার পর আবারো গুলশানের ভাড়া বাড়িতে যান বিএনপি চেয়ারপার্সন।

এসময় খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা তুলে ধরেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।

এর আগে, গত বছরের ১৮ই আগস্ট টিকার দ্বিতীয় ডোজ নেন খালেদা জিয়া। ১৯শে জুলাই নিয়েছিলেন প্রথম ডোজ। খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছিলেন গেল বছরের ১১ই এপ্রিল।

দীর্ঘদিন ধরেই শারীরিক নানা জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নিয়ে তিনি বর্তমানে গুলশানের ভাড়া বাসায় থাকছেন।

প্রধানমন্ত্রীকে কটুক্তি করে আ’লীগ থেকে বহিষ্কৃত চেয়ারম্যান

ডেস্ক রিপোর্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবমামনা করে বক্তব্য দেয়ায় সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুলকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই জানান, মাহবুবুর রহমান বাবুলকে দল থেকে সাময়িক বহিস্কার করে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীকে নিয়ে তিনি কেন এই ধরনের মন্তব্য করেছেন তা জানতে চেয়ে এবং কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না এজন্য শোকজ করা হয়েছে।

এর আগে গত শনিবার স্থানীয় পাইকপাড়া দেওয়ান বাড়ির বাৎসরিক ওয়াজ মাহ্ফিলে প্রধানমন্ত্রীকে অবমাননা করে বিতর্কিত বক্তব্য দেন বাবুল। সেখানে তিনি বলেন, বারদীতে আসতে হলে ‘প্রধানমন্ত্রীরও তার হুকুম লাগবে’। পরে তার এই বক্তব্যের ভিডিওচিত্র ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মধ্যেমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে।

চেয়ারম্যান বাবুলের এমন বক্তব্যে সোনারগাঁ উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা জানান এবং তাকে দল থেকে বহিষ্কারের দাবি ওঠে। এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে তার এই বক্তব্য কোনভাবেই মেনে নেওয়া যায় না। এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে অভিযোগ অস্বীকার করে বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুল বলেন, ‘এটি একটি ষড়যন্ত্র। আমার বক্তব্য-বিকৃত করে প্রচার করা হয়েছে।’

লাগাতার দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিচ্ছে বিএনপি নেতারা

ডেস্ক রিপোর্ট:

জনগণের মধ্যে কোন আবেদন তৈরি করতে না পেরে অথবা জনস্বার্থে কোন রাজনৈতিক কর্মসূচী গ্রহণ না করে বিএনপি নেতারা জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে লাগাতারভাবে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়ে চলছে, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার এক বিবৃতিতে নির্বাচন কমিশন ও সার্চ কমিটি নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ষড়যন্ত্র ও মিথ্যাচার ছাড়া বিএনপির কোন রাজনৈতিক ভিত্তি নেই। হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত বিএনপি তার রাজনৈতিক নীতির উত্তরাধিকার পরিত্যাগ করতে পারেনি। বরং অপরাজনীতির হাতিয়ারগুলোকে শাণিত করে বিএনপি গণতন্ত্রের বিরুদ্ধে কৌশল গ্রহণ করছে এবং জাতিকে বিভ্রান্ত করে চলছে।

তিনি আরও বলেন, একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটি কাজ করে যাচ্ছে। সার্চ কমিটির সদস্যরা তাদের নৈতিক ও আইনগত দায়িত্ব পালনের মধ্য দিয়ে একটি স্বাধীন, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে সক্ষম হবে।

বিএনপি নেতাদের মুখে নির্বাচন ও গণতন্ত্র নিয়ে কথা জনগণের কাছে ব্যঙ্গাত্মক বলে মনে হয় মন্তব্য করে ওবায়দুল কাদের জানান, গণতন্ত্রের নিখাদ শত্রু বিএনপি যতই পোশাকি গণতন্ত্রের আবরণে ছদ্মবেশ ধারণ করে নিজেদের লুকানোর চেষ্টা করুক না কেন, জাতির কাছে তাদের স্বরুপ অনেক আগেই উন্মোচিত হয়েছে।

৪৯৮ সদস্য বি‌শিষ্ট বরিশাল মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা

মেয়াদ শেষ হওয়ার দুই বছর পর ব‌রিশাল মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ ক‌মি‌টি গঠন করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপ‌তি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ‌্যামল শুক্রবার এই কমিটির অনুমোদন দেন। ছাত্রদলের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক আ‌জিজুল হক সোহেল স্বাক্ষরিত বিজ্ঞ‌প্তিতে জানা গেছে, পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন ৪৯৮ জন।

ব‌রিশাল মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ন ক‌বির বলেন, ‘২০১৮ সালে পাঁচ সদস‌্য বি‌শিষ্ট ব‌রিশাল মহানগর ছাত্রদলের ক‌মি‌টি অনুমোদন দেন তৎকালীন কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান। দুই বছর পর ৪৯৮ সদস‌্যবি‌শিষ্ট পূর্ণাঙ্গ ক‌মি‌টির অনুমোদন দিয়েছে কেন্দ্র।’

এর আগে ২০১৮ সালে রেজাউল ক‌রিম রনিকে সভাপ‌তি ও হুমায়ন ক‌বিরকে সাধারণ সম্পাদক এবং এনামুল হাসান তস‌লিমকে সাংগঠ‌নিক সম্পাদক করে পাঁচ সদস্যের ক‌মি‌টি অনুমোদন দেয়া হয়।

সপ্তম ধাপের নির্বাচন কাল, সমস্ত প্রস্তুতি সম্পন্ন

আগামীকাল সপ্তম ও শেষ ধাপে ১৩৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে কেন্দ্রে কেন্দ্র পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম।

সারা দেশে ১৩৭টি ইউপির মধ্যে ৬টি ইউনিয়নে ইভিএমে এবং বাকিগুলোতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার ৮ ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে রবিবার সকাল থেকে ৭৮টি ভোট কেন্দ্রে নির্বাচনি সামগ্রী পাঠানো শুরু হয়েছে। ভোটের দিন সকাল ৮টার আগেই ব্যালট পেপার পৌঁছে দেয়া হবে। এর আগে, বসুরহাট সরকারি মুজিব কলেজ মাঠে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে ব্রিফিং করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল ইসলাম। এ সময় তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

পটুয়াখালীর বাউফল ও রাঙ্গাবালী উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল। দুপুর থেকেই কড়া নিরাপত্তার মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ইভিএম মেশিনসহ নির্বাচনি সরঞ্জাম।  গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়ার লক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা।

চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুপুর থেকে ভোটকেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম। ১০টি কেন্দ্রের ৫০টি বুথের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

কুমিল্লায় বুড়িচং ও দেবিদ্বার উপজেলার ২৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই নির্বাচনি সরঞ্জাম পৌঁছে যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে। প্রতিটি উপজেলা সদর থেকে জেলা প্রশাসন, নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্দ্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে ব্যালট বাক্স এবং নির্ধারিত কেন্দ্র নিরাপত্তা সদস্যদের পাঠানো হচ্ছে নির্বাচনি এলাকায়।

ঠাকুরগাঁওয়ে বড়গাঁও ও সেনুয়া ইউনিয়নে ১৮ টি ভোট কেন্দ্রের পাঠানো হয়েছে বাক্স ও ব্যালট পেপারসহ নির্বাচনি সরঞ্জাম। দুপুর থেকেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়। দুই ইউনিয়নেই ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হবে। এছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, ময়মনসিংহ, রংপুর, জয়পুরহাট, সিরাজগঞ্জ, পিরোজপুর, কিশোরগঞ্জ, ঝিনাইদহ, কুমিল্লা, নীলফামারীসহ ২০টি জেলার মোট ১৩৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সোমবার।

এর আগে, প্রথম ধাপে গত বছরের ২১শে জুন ২০৪টি ইউনিয়নে এবং ২০শে সেপ্টেম্বর ১৬০টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর গেল ১১ই নভেম্বর দ্বিতীয় ধাপে মোট ৮৩৩টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হয়। ২৮শে নভেম্বর তৃতীয় ধাপে আরও ১ হাজার ৪টি ইউপি এবং ২৬শে ডিসেম্বর চতুর্থ ধাপে ৮৩৬টি ইউপিতে ভোট হয়।

পরবর্তীতে চলতি বছরের ৫ই জানুয়ারি পঞ্চম ধাপে মোট ৭০৭টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং সবশেষ গেল ৩১শে জানুয়ারি ষষ্ঠ ধাপে ২১৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।

কে কোন রাজনৈতিক দলের তা আমরা দেখবো না: ছহুল হুসাইন

দল মতের উর্ধ্বে গিয়ে আমরা যোগ্য লোক খুঁজে বের করবো। কে কোন রাজনৈতিক দলের তা আমরা দেখবো না বলে মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনার ছহুল হুসাইন।

গুলশানের বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি।

তিনি বলেন, দলীয় সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন হবে। তত্বাবধায়ক সরকার একটি রাজনৈতিক ব্যাপার। সেটি রাজনৈতিক ভাবে হলে হবে, সেটি অন্য ব্যাপার। আমাদের অবশ্যই এমন একটি নির্বাচন কমিশন গঠন করতে হবে। দেশে বহু যোগ্য লোক আছেন। তাদের খুঁজে বের করেই একটি নির্বাচন কমিশন গঠন করতে হবে। যারা সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবেন।

তিনি আরও বলেন, আমার নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন তোলা ঠিক হবে না। আমি যখন যে কাজ করেছি, বিবেকের কাছে পরিষ্কার থেকে, নিরপেক্ষতার সঙ্গে করেছি। কখনো কোনো কিছুতে পক্ষপাতদুষ্ট ছিলাম না।

নির্বাচন কমিশন গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেছেন রাষ্ট্রপতি। এই তালিকায় রাষ্ট্রপতি মনোনীত দুইজন হলেন অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক ও সাবেক নির্বাচন কমিশনার ছহুল হুসাইন।

করোনা মুক্ত হলেন সাবেক ‍এমপি তালুকদার মো. ‍ইউনুস

করোনা ভাইরাস থেকে সুস্থতা লাভ করেছেন বরিশাল জেলা ‍আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ‍ইউনুস। তিনি পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।

তিনি সুস্থতা লাভ করায় মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া ‍আদায় করেছেন। পাশাপাশি অসুস্থ থাকাকালীন সময়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, সহকর্মী, শুভাকাঙ্খী যারা ফোন করে শারীরিক খোঁজখবর নিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ‍আশু রোগমুক্তির জন্য পরম করুনাময়ের নিকট দোয়া করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তালুকদার মো. ‍ইউনুস।

এক ফেসবুক বার্তায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আপনাদের ‍আন্তরিক ভালোবাসা ‍এবং দোয়ায় ‍এখন ‍আমি পুরোপুরি সুস্থ। ‍আমি ‍আশা প্রকাশ করছি ‍আপনারা স্বাস্থ্য বিধি মেনে চলুন ‍এবং সুস্থ থাকুন। পরম করুনাময়ের নিকট ‍আপনাদের সুস্থতা কামনা করছি।

‍উল্লেখ্য, সম্প্রতি মহামারি করোনা ভাইরাসে ‍আক্রান্ত হিসেবে শনাক্ত হন সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ‍ইউনুস। পরবর্তীতে তিনি তার নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন।