ওয়েবসাইট/নিউজ পোর্টাল তৈরি করুন মাত্র ৫০০০ টাকায়!

বিশ্বায়নের যুগে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে অনেকেই চান তার নিজের একটি ওয়েবসাইট থাকুক। তাছাড়া একটি ওয়েবসাইট হতে পারে আপনার বাড়তি ইনকামের অন্যতম সোর্স। কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতা ও বড় বড় কোম্পানীর চড়া মূল্য আপনাকে নিরুতসাহিত করে দেয়। ফলে ব্যাক্তিগত ওয়েবসাইট আর করা হয়ে ওঠে না।
কিন্তু আমরা আপনাকে দিচ্ছি সবচেয়ে কমমূল্যে  ওয়েবসাইট/নিউজ পোর্টালের মালিক হবার সুযোগ। মাত্র ৫০০০টাকা থেকেই শুরু।
আকর্ষনীয় ডিজাইন, রেসপন্সিভ ওয়েব, সপ্তাহে সাতদিন, ২৪ঘন্টা ফোন সাপোর্ট পাবেন বিনামূল্যে।

আমাদের অফারে যা থাকছেঃ
০১. ফ্রি ডোমেইন
০২. ফ্রি লোগো
০৩. রেসপন্সিভ ওয়েব
০৪. আকর্ষনীয় ডিজাইন
০৫. ২৪/৭ ফোন সাপোর্ট
০৬. অর্ডার কনফার্ম করার পরে সর্বোচ্চ ৫ঘন্টায় ওয়েবসাইট ডেলিভারী

বিস্তারিত জানতে ও ওয়েবসাইট অর্ডার করতে এখনি যোগাযোগ করুন : ০১৭২৫৭৯২৯৭৯

অস্তিত্ব- সামিয়া আফরিন

সেদিন ভালোবাসার ক্যাম্পাস ছেড়ে চলে এসেছিলাম নিতান্ত অজপাড়া গায়ের এক সাধারণ কলেজে …স্বপ্নগুলোকে মাটি চাপা দিয়ে খুজে নিয়েছিলাম নিজের অস্তিত্বকে.! ! এইতো সে দিনের কথা , ভালোবাসার দাম চুকাতে হঠাৎ একদিন তুমি এসেছিলে আমার খোজে! কিন্তু, আমি দাম চুকাতে দেইনি.সেদিন তোমার সামনে আসিনি আমি! আড়াল থেকে তোমার চলে যাওয়া দেখেছিলাম! বুকের মধ্যে হু হু করে উঠেছিল! কিন্তু, একটিবারের জন্যেও আটকাতে পারিনি তোমায়! কি করেই বা পারবো বলো !আমি তো জানি তুমি পারবেনা! পারবেনা ভালোবাসায় সিক্ত করতে আমায় ! এ আসা যে শুধুই এক অবোলা ভালোবাসার প্রতি সমবেদনা ! তাই হেরে যাওয়া ভালোবাসা নিয়ে নতুন করে হারতে চাইনি….! সেদিন ও চেয়েছিলাম আজ ও চাই,,, ভালো থাকুক ভালোবাসা; ভালো থাকুক ভালোবাসার মানুষটা!!

লেখকঃ সামিয়া আফরিন,
শিক্ষার্থী,
সরকারি বিএম কলেজ, বরিশাল।

আমায় বোঝনি বলে…

আমায় বোঝনি বলে
আমি বড়ই নিস্তেজ –
তোমার বুকে মাথা রেখেছি বলে।
আমি বড়ই বোকা –
তোমায় বিশ্বাস করেছি বলে।

আমি বড়ই বিষন্ন-
তোমার মুখটি ছিল মলিন বলে।
বড়ই লোভী-
তোমায় খুব চেয়েছি বলে।
বড়ই মূর্খ –

তোমার ওই ছলে ভুলেছি বলে।
বড়ই অশালীন –

তোমায় প্রার্থনায় ডেকেছি বলে।
বড়ই বেহিসাবী-
তোমার হিসাবের অংক বাড়াইনি বলে।
বড়ই নির্গুণী-
তোমায় বাঁধতে পারিনি বলে।

বড়ই নিলাজ-
তোমার পথো চেয়েছি বলে।

বড়ই অপরাধী গো-
তোমায় ভালবেসেছি বলে।

 

 লেখকঃ অভিমানী ছদ্দবেশী

আবার দেখা …

আজ আমি তোমার চোখে জল দেখিনি
আমার জন্য ভালবাসা আর অনুতাপ দেখেছি।
কই এতটা ভালবাসো আগে কখনো বলোনিতো!!

তোমায় বলেছিলাম ছেলেপক্ষ আমায় দেখতে আসবে
আমি তোমার মুখ থেকে কিছু শোনায় জন্য ঠায় তাকিয়ে ছিলাম।
নিথর হয়ে বসেছিলে, একটি কথাও বলোনি।

ওরা আমায় দেখতে এসেছিল,
হাতে টাকা গুজে দিয়ে বলে গেছে,
ভারি মিষ্টি দেখতে, মেয়ে আমাদের পছন্দ হয়েছে।

১১তারিখ বিয়ের দিন উপস্থিত হল;
সকাল থেকে শুধু তোমার মুখটাই চোখের সামনে ভেসে উঠছিল,
তুমি বলেছিলে আমায় বউ সাজে দেখবে!
বিয়েতে তো দাওয়াত দেইনি, তবুও বিদায় ক্ষনে এসো
জলদি এসো, নয়তো বিয়ের সাজ বদলে যাবে।

সেই তো এলে তবে এত দেরি করলে কেন?
কেঁদোনা আর আবার দেখা হবে ওপারে …

কবিঃ জোবায়দা তালুকদার

মানবাধিকার শান্তি পদক-২০১৮ পাচ্ছেন বাহাউদ্দিন গোলাপ

আকিব মাহমুদঃ মানবাধিকার শান্তি পদক-২০১৮ পাচ্ছেন বাহাউদ্দিন গোলাপ। ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায় সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য সংগঠক ড.বাহাউদ্দিন গোলাপকে মানবাধিকার শান্তি পদক-২০১৮ প্রদান করা হবে।

আগামী ৭জুলাই প্রফেসর আকতার ইমাম অডিটোরিয়ামে এই সংবর্ধনরা দেয়া হবে। এতে উপস্থিত থাকবেন বিচারপতি সিকদার মকবুল হক, ভাষা সৈনিক মোঃ রেজাউল করিম, পীরজাদা শহীদুল হক হারুন(অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রনালয়। বিশেষ অতিথী সাংবাদিক ফরিদ খান, সম্পাদক, করাপশন নিউজ এজেন্সি প্রমুখ।

বরিশালের মিয়াবাড়ি জামে মসজিদ- দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন

অবজারভার ডেস্কঃ মোঘল আমলে নির্মিত ঐতিহ্যবাহী কাড়াপুর মিয়াবাড়ি জামে মসজিদ। অনন্য স্থাপত্যশৈলীর দৃষ্টিনন্দন এ মসজিদটি শুধু বরিশালের নয়, বাংলাদেশের প্রাচীন মসজিদগুলোর অন্যতম। বরিশাল সদর উপজেলার উত্তর কড়াপুর গ্রামে অবস্থিত দ্বিতল এ মসজিদটি এখনো নামাজের জন্য ব্যবহৃত হয়। এছাড়া প্রতিনিয়ত দূর-দূরান্ত থেকে প্রচুর পর্যটক আসেন বরিশালের এ ঐতিহ্য দেখতে।

১৮ শতকে নির্মিত মোঘলরীতির এ মসজিদের ঐতিহ্যের বিষয়টি বিবেচনায় রেখে সম্প্রতি প্রত্নতত্ত্ব অধিদপ্তর কড়াপুর মিয়াবাড়ি মসজিদটি সংস্কার ও রঙ করেছে। চারকোনা এই মসজিদের উপরিভাগে তিনটি ছোট আকারের গম্বুজ রয়েছে। তিনটি গম্বুজের মাঝখানের গম্বুজটি অন্য দুটি গম্বুজের চেয়ে আকারে কিছুটা বড়। মসজিদের সামনের দেয়ালে চারটি মিনার এবং পেছনের দেয়ালে চারটি মিনারসহ মোট আটটি বড় মিনার রয়েছে।

এছাড়া সামনে ও পেছনের দেয়ালের মধ্যবর্তী স্থানে আরো ১২টি ছোট মিনার রয়েছে। মসজিদের উপরিভাগ (সিলিং) ও সবগুলো মিনারে নিখুঁত ও অপূর্বসুন্দর কারুকাজ করা। এদিকে, উঁচু ভিত্তির ওপর নির্মিত মিয়াবাড়ির এ মসজিদের পূর্বদিকে রয়েছে বিশালাকারে এক দিঘী। দিঘীর পানিতে মসজিদের বিম্ব যেকোনো মানুষকে মুগ্ধ করে। বর্তমানে মসজিদটির দ্বিতীয় তলায় নামাজের ব্যবস্থা রয়েছে।

তবে দ্বিতীয় তলায় উঠতে বাইরে থেকে দোতলা পর্যন্ত একটি প্রশস্ত সিঁড়ি রয়েছে। আর নিচতলায় কয়েকটি কক্ষে বর্তমানে ‍ ‍একটি মাদ্রাসার কার্যক্রম চলছে। এছাড়া সিঁড়ির নিচের ফাঁকা জায়গায় রয়েছে দুটি কবর। স্থানীয়দের সঙ্গে কথা বলে ও ইতিহাস সূত্রে জানা যায়, মিয়াবাড়ি মসজিদের প্রতিষ্ঠাতা হায়াত মাহমুদ নামে এক ব্যক্তি।

তৎকালীন ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে নির্বাসিত হন তিনি। এ সময় তার জমিদারিও কেড়ে নেওয়া হয়। দীর্ঘ ১৬ বছর পর দেশে ফিরে তিনি এলাকায় দুটি দিঘী ও দ্বিতল এই মসজিদটি নির্মাণ করেন। প্রতিদিন মসজিদটি দেখতে অনেকে আসলেও যাতায়াতে তাদের ব্যাপক ভোগান্তি পোহাতে হয়। শহরের নবগ্রাম রোড থেকে মসজিদ পর্যন্ত সড়কটির অবস্থা খুবই খারাপ।

ফলে প্রায়ই ছোটখাট দুর্ঘটনার শিকার হন পর্যটকরা। তবে এ পথে মোটরসাইকেল, অটোরিকশা বা ইঞ্জিনচালিত থ্রি-হুইলারযোগে যাতায়াত করা যায়। মিয়াবাড়ি মসজিদের মুসল্লি মো. আর্শেদ আলী সিকদার (৭০) জানান, মোঘল আমলের এ স্থাপনাটি দেখতে অনেক মানুষ আসেন। কিন্তু যোগাযোগের একমাত্র মাধ্যম সড়কটি সংস্কার না করায় যাতায়াতের অনুপোযোগী হয়ে পড়েছে এটি।

পেয়ারার সাম্রাজ্যে একদিন …

আকিব মাহমুদ, বরিশাল: ছোটবেলা থেকে ঘুরে বেড়াতে বেড়াতে ঘুরে বেড়ানোটা অন্যতম একটা সখে পরিনত হয়ে গিয়েছিল কখন সেটা টের পাইনি। বাবার চাকরি সূত্রে সিলেটে বড় হওয়া, আর মামা বাড়ি চট্টগ্রামে থাকায় বছরের বিভিন্ন সময়েই সিলেট চট্টগ্রাম ভ্রমন করতে হত। সেই ছোটবেলা থেকে দুই পাহাড়ের মাঝখান থেকে পাহাড়িকা ট্রেনের ছুটে চলা আমার উদ্দমতা, প্রাণচাঞ্চল্যের খোড়াক যোগাতে শুরু করে। এরপর থেকেই বিভিন্ন এলাকা ভ্রমন নেশায় পরিনত হতে শুরু করে।

এরপর ধীরে ধীরে বড় হবার পরে নাগরিক জীবনের কর্মব্যস্ততা, যানজট, কোলাহল থেকে ছুটি নিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস নিতেই চলে যেতাম অচেনা কোনো যায়গায়। প্রকৃতি থেকে বুকভরা নিঃশ্বাস নিতেই ছুটে চলা এদিক থেকে ওদিক। তেমনি এক অচেনা জায়গা চষে বেড়ানোর ভূত মাথায় চেপে বসে একদিন … ।

একদিন টেলিভিশনে ভাসমান পেয়ারার বাজার নিয়ে একটি প্রতিবেদন দেখে চোখ আটকে যায়। ঝালকাঠিতেই দেশের একমাত্র ভাসমান পেয়ারার বাজার! নৌকা ভরা পেয়ারা বেচা কেনা হচ্ছে। ছোট ছোট নৌকা তাও পেয়ারার ভারে প্রায় ডুবুডুবু অবস্থা। এক অপরুপ সৌন্দর্য। এমন সৌন্দর্য নিজ চোখে না দেখলে যে জীবনটাই বৃথা। যেই ভাবা সেই কাজ, সাথে সাথে ফোন করে রাজি করালাম বাংলার বাণী’র সম্পাদক ও প্রকাশক মোকলেসুর রাহমান মনি ও নির্বাহী সম্পাদক তুহীন মিত্রকে।

পেয়ারার রাজ্যে ভ্রমন করবার তারিখ ফিক্সড হল। ভ্রমনের আগেরদিন রাতে আমার ঠিক করে ঘুমই হল না নতুন জায়গা দেখব সেই খুশিতে। ভোর সাড়ে ৪টায় ঘুম থেকে জাগলাম। ফ্রেশ হয়ে দুজনকে ফোন করলাম। সম্পাদক সাহেব বললেন রুমে চলে আয়। ওনার রুমে গিয়ে দেখি উনি তখনো ঘুমোচ্ছেন। সকাল তখন ৭টা। অনেক কষ্টক্লেশ করে তাকে ঘুম থেকে তুলে যখন রওয়ানা করলাম তখন সকাল সাড়ে ৮টা।

 

একটা মোটর বাইকে ৩জন চেপে বসলাম। তুহীন মিত্র ড্রাইভ করছেন, তার পেছনে মনি রহমান, আর তার পেছনে আমি ক্যামেরা হাতে বসে আছি। ৪০/৪৫ গতিতে মোটরবাইক ছুটে চলেছে বাইপাস সড়ক দিয়ে। মহাসড়কে না গিয়ে একটু নিরিবিলি আর যাত্রা সহজ করতেই বাইপাস দিয়ে আমরা ছুটছি পেয়ারার রাজ্যের সন্ধানে।

পথে যেতে যেতে চোখে পরল রাস্তার দুধারে থাকা আমড়া গাছ। বুঝতে পারলাম ঝালকাঠি এলাকায় প্রবেশ করেছি। সারাদেশে বরিশালের আমড়া বিখ্যাত হলেও সর্বাধিক পরিমানে আমড়া উৎপাদন হয় ঝালকাঠি জেলাতেই। কিন্তু ঝালকাঠি জেলা বরিশাল বিভাগের অন্তর্গত হওয়াতে কৃতিত্বটা বরিশালের ঘাড়েই রয়েছে।
রাস্তার পাশে টং দোকানের কাছে বাইক থামিয়ে ক্ষনিকের চা বিরতি। ফাঁকে ফাঁকে আমড়া গাছের ছবি তোলা। বিরতি শেষে আবারো ছুটে চলা পুনোরোদ্যমে।

 

 

ছোট নদীর পাশে রাস্তা দিয়ে ছুটে চলেছি আমরা। নদীতে ছোট ছোট নৌকা দেখা যাচ্ছে। কিছুদুর যেতেই চোখ পরল সারি সারি নৌকার। নদীর পারে রশি দিয়ে বেধে রাখা হয়েছে নৌকাগুলো।

দেখতে একই রকম নৌকাগুলো দেখে মনে হতে পারে একই মিস্ত্রীর গড়া এসব নৌকা। নদীর পাড়ে দাড়িয়েই বেচাকেনা হচ্ছে নৌকার।
একজন বিক্রেতার সাথে কথা বলে জানতে পারলাম নৌকাগুলোর আকার ও কাঠের ধরন অনুযায়ী দাম  ১হাজার ৫০০ থেকে ৪ হাজার ৫০০ পর্যন্ত হয়ে থাকে। বছরের জৈষ্ঠ্য থেকে কার্তিক মাস পর্যন্ত নৌকার এই হাটের বেচাকেনা চলমান থাকে। বিভিন্ন জেলা থেকে পাইকার ব্যবসায়ীরা এসে ১৫-২০টা নৌকা কিনে বড় ট্রলারে করে নিয়ে গিয়ে অন্য জেলায় বিক্রি করে থাকেন।

আটঘর এলাকায় এভাবেই সারিসারি করে নৌকা সাজিয়ে রাখা হয় বিক্রির জন্য – ছবিঃ আকিব মাহমুদ

নৌকার হাটের বিক্রেতাদের সাথে কথা বলতে বলতে টের পেলাম বেলা বাড়ছে। তাই দেরি না করে আবার ছুটে চলা শুরু করলাম পেয়ারার রাজ্যের দিকে। কিছুদুর যেতেই নদীর লাগোয়া পেয়ারার আড়ত দেখতে পেলাম। পেয়ারা বোঝাই ছোট ছোট নৌকা থেকে পেয়ারা তুলে নিয়ে যাওয়া হচ্ছে আড়তে। স্থানীয় একলোক জানাল, এই হাটটা ভীমরুলীর হাট থেকে ছোট। আপনারা দেরি না করে বোট নিয়ে ভিমরুলী বাজারে চলে যান, তাহলেই দেখতে পারবেন পেয়ারার সাম্রাজ্য।

 

                              আড়তদাররা পেয়ারা কিনছেন নৌকা থেকে- ছবিঃ আকিব মাহমুদ

বাইক রেখে এবার বেশ বড়সড় দেখে ট্রলার ভাড়া নিলাম। মানুষ মোটে ৩জন কিন্তু বেশ বড়সড় ট্রলার হওয়াতে একদম খালি খালি লাগছে। ট্রলার চলতে শুরু করলে একদম মাথায় গিয়ে বসলাম। তখন সম্পাদক সাহেব ট্রলারের হাল ধরেছেন সখের বসে। আর নির্বাহী সম্পাদক ক্যামেরা হাতে ব্যস্ত বিভিন্ন ছবি ও ভিডিওগ্রাফীর কাজে।

 

নদীর বুক চিরে আমাদের নিয়ে ছুটে চলেছে ভীমরুলী বাজার সেই পেয়ারার সাম্রাজ্যে। যেতে যেতে চোখে পরল নদীর দুপাশেই পেয়ারা বাগান। সাধারনত সমান্তরল ভূমির পেয়ারা বাগানের মত নয়। উচু ঢিবিতে লাগানো হয়েছে পেয়ারা গাছ। তার পাশেই লম্বা নালা করা রয়েছে। দুই পাশে লাগানো পেয়ার গাছ আর মাঝখানে নালা রাখা হয়েছে। কিন্তু অতবড় নালা কেন সেটা নিয়ে ভাবতে চোখে পরল পেয়ারা চাষীর পেয়ারা সংগ্রহের দৃশ্য। দুপাশ থেকে পেয়া্রা সংগ্রহ করার জন্যই এই ব্যবস্থা রাখা হয়েছে সেটা পরিষ্কার হল। চলতে চলতে নদীতেই দেখা মিলল অনেক দর্শনার্থীদের সাথে, যারা আমাদের মতই এমন নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে এসেছেন এই রাজ্যে।

                    পেয়ারা নিয়ে বাজারে যাচ্ছেন চাষীরা- ছবি : আকিব মাহমুদ

প্রায় ঘন্টা দেড়েক ট্রলার চলার পরে একটা বাজারে এসে ভিড়ল। বাজারের কাছাকাছি যেতেই টেলিভিশনের পর্দায় দেখা সেই দৃশ্যের দেখা মিলল স্বচক্ষে। আহা!! একি অপরুপ প্রকৃতি। চারিদিকে অসংখ্য ছোটবড় পেয়ারা ভর্তি নৌকার সমাহার। কাচা পেয়ারার ঘ্রান নাকে এসে লাগল। প্রান ফিরে পেল চাঞ্চল্য। দুচোখ যতদূর যায় শুধু ছোট ছোট নৌকা ভর্তি পেয়ার আসছে দেখা যাচ্ছে। বেলা তখন ১১টা। জমে উঠেছে পেয়ারার বাজার। খুচরা বিক্রির থেকে এই বাজারে পাইকারি বিক্রি হয় বেশি। বড় বড় পাইকাররা বড় বড় ট্রলার নিয়ে আসেন পেয়ারা ভর্তি করে নিয়ে যান শহরে। সেখান থেকে পাঠানো হয় দেশের রাজধানী ঢাকাসহ অন্যান্য জেলায়। এক ক্রেতার সাথে কথা বলা জানা যায় মণ প্রতি পেয়ারা বিক্রি হয় ৩০০টাকা দরে (কেজি সাড়ে সাত টাকা)। তবে পেয়ারার সরবারহ বেশি থাকলে দর নেমে আসে ৫০থেকে ১০০টাকায়।

      ভীমরুলী ভাসমান পেয়ারা বাজারে ক্রেতা বিক্রেতাদের ব্যস্ততা- ছবিঃ আকিব মাহমুদ

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভাসমান পেয়ারা বাজারের ব্যস্ততা কমে আসল। পেয়ারা বিক্রি শেষে চাষীরা ফিরে যাচ্ছিল খালি নাকি নৌকা নিয়ে। এসব দেখতে দেখতেই আবার ট্রলারে চলা শুরু করলাম। এবার উদ্যেশ্য পেয়ারার বাগানে প্রবেশ করব। একটা বাগানে প্রবেশ করার জন্য নদীতে ছোট একটা জেটিতে ট্রলার থামানো হল। ছোট নালা দিয়ে বড় ট্রলার ঢুকবে না, তাই এবার সরু নৌকা নিতে হবে বাগানে ঢুকতে চাইলে।

সরু একটা নৌকাতে উঠে বসলাম ৩জন। মাঝিসহ চারজন হবার ফলে একটু এদিক সেদিক হলেই নৌকায় পানি উঠছিল। মাঝি নির্দেশনা দিলেন চুপ করে বসে থাকার জন্য। বাধ্য হয়ে চুপচাপ বসে রইলাম। নৌকাটি আমাদের নিয়ে বাগানে প্রবেশ করছে, দুপাশে পেয়ারা গাছ, মাঝখান দিয়ে আমরা চলছি। কখনোবার পেয়ারা ডাল, পেয়ারা পাতা, কাচা পাকা পেয়ারাও আমাদের শরীর ছুয়ে দিচ্ছে। নৌকোতে বসেই আমরা সরাসরি গাছ থেকে পেয়ারা পেরে খেতে শুরু করে দিলাম। বাগানে প্রবেশের সময় টিকেট কেটে ঢুকেছিলাম, তাই পেয়ারা খাওয়া আমাদের জন্য আপাতত বিনামূল্যে। তবে সঙ্গে নিয়ে যেতে চাইলে পেয়ারার দাম পরিশোধ করতে হবে।

                                               সরু নৌকাতে ভয়ে ভয়ে পেয়ারা বাগানে প্রবেশ

 

প্রায় ৪৫ মিনিট পেয়ারার বাগানে নৌকায় চরে ঘুরে বেড়ানো শেষে আবারো ফিরে এলাম সেই জেটিতে। উঠে পরলাম ট্রলারে।  ফিরতে ফিরতে আমাদের মত অনেক পর্যটককে চোখে পরল যারা কেউবা আমাদের মত ফিরছেন কেউবা আবার সবেমাত্র যাচ্ছেন।

                       ভীমরুলী বাজার পরিদর্শন করতে যাচ্ছেন পর্যটকরা- ছবিঃ আকিব মাহমুদ

নদীর দুপাশের দৃশ্য দেখতে দেখতে চলে এলাম আটঘর স্কুলের সামনে। ট্রলারের ভাড়া পরিশোধ করে আবারো মোটর বাইকে উঠে বসলাম। ঘন্টাখানেক বাদে দুপুর ২টায় পৌছলাম বরিশালে।

                  পেয়ারার রাজ্য জয় করে ফিরছি আমরা ৩জন। মুখে বিজয়ের হাসি …

মাত্র কয়েকঘন্টার রোমাঞ্চকর ভ্রমনে পরিতৃপ্ত হল হৃদয়।তাইতো রুপসী বাংলার কবি জীবনানন্দ দাসের  সুরে সুর মিলিয়ে বলতে ইচ্ছে করে বাংলার মুখ দেখিয়াছি আমি,তাই আমি পৃথিবীর রুপ খুঁজিতে যাই না আর।

 

 

 

তবুও ফিরে এসো …

আরো একটা বছর পার হল, আবার শরৎ এসেছে
শুভ্র কাশফুলগুলি যেন কিছু বলতে চায়
এলোমেলো ভাবনাগুলি আমাকে পাগল করে দেয়।
ভাবছি তোমার চলে যাওয়ার দিনটা;
ভাবছি কিছু পাওয়া আর কিছু হারানোর বিস্তৃত দুঃস্বপ্নের কথা
শুভ্রতার সাথে না পাওয়ার একটা মিল খুঁজে পাই
এত শব্দের মাঝেও যেন শূন্যতার ডাক শুনতে পাই।
প্রিয় কাউকে দূরে সরানোর কতইনা আয়োজন
হঠাত চমকে উঠি;
ভাবি তোমার হাত ধরে বনরুপার পথে হেটে চলা
আর বিকেলে বালুর মাঠে কাটানো দিনগুলি।
প্রতিনিয়ত চলতে থাকে লুকোচুরি
আর স্বপ্ন ভাঙ্গা-গড়ার খেলা
খেলতে খেলতে তুমি সত্যিই লুকিয়ে গেলে
অজানা অন্ধকারের মাঝেও আমি তোমাকেই খুঁজি
সত্যি বলছি আর লুকোচুরি করব না কখনো …
তবুও ফিরে এসো …

 

 

 

কবিঃ নাম প্রকাশে অনিচ্ছুক