পুলিশ কনস্টেবলের বিসিএস জয়

ডেস্ক রিপোর্ট:

পুলিশ কনস্টেবল পদে চাকরিতে থাকা অবস্থায় বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন হাকিম উদ্দিন নামের এক যুবক। গত বুধবার ৪০তম বিসিএসের ফল বের হয়। সেখানে তিনি পুলিশ ক্যাডারে মেধাতালিকায় ৬৭তম হন।
জানা যায়, হাকিম উদ্দিন নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের সিরাজ মিয়ার পঞ্চম সন্তান। ২০১০ সালে সায়দাবাদ উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করেন তিনি। তারপর রায়পুরা কলেজ থেকে ২০১২ সালে উচ্চমাধ্যমিক পাস করে নরসিংদী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ২০১২-১৩ সেশনে ভর্তি হন।

কিছুদিন পরই পুলিশ কনস্টেবল পদে চাকরি হয় তার। ২০১৩ সালে পুলিশে যোগদান করে প্রথম বছর গাজীপুর শিল্প পুলিশে কাজ করে বদলি হয় আসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি)। সেখানে থাকা অবস্থাতেই নরসিংদী সরকারি কলেজ থেকে ২০১৬ সালে অনার্স শেষ করেন। তারপর আর মাস্টার্স করেননি তিনি।

এরপর ২০১৮ সালে ৪০তম বিসিএস এ আবেদন করেন। প্রথমবারের মতো বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় কৃতকার্য হওয়ার পর পর্যায়ক্রমে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেন। সবশেষ চলতি বছরের ৩০ মার্চ ৪০তম বিসিএসে পুলিশ ক্যাডারের মেধাতালিকায় ৬৭তম হিসেবে জায়গা করে নেন এই যুবক।

নিজের অধ্যবসায় ও হার না মানার গল্প জানিয়ে হাকিম উদ্দিন বলেন, ‘ডিএমপিতে কাজের চাপ প্রচুর। সারাদিন কাজ করে বিশ্রামের সময় পড়াশোনা করতাম। যখন অনার্স চতুর্থ বর্ষের শেষ দিকে, তখন ভালো মানের একটা চাকরির চিন্তা শুরু হয়। ন্যূনতম দ্বিতীয় শ্রেণির হলেও একটা চাকরির চাহিদা ছিল। এই চিন্তা থেকেই কনস্টেবল পদে চাকরির পাশাপাশি পড়াশোনা করতে থাকি।’

ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পেয়েছেন উল্লেখ করে হাকিম বলেন, ‘আমার এ পরিশ্রমের পেছনে ঊর্ধ্বতন কর্মকর্তারা সাহায্য করেছেন। প্রস্তুতি ভালো না থাকায় ৪০তম-এর আগে আবেদন করিনি।

যখন মনে হয়েছে প্রতিযোগিতা করতে পারব, তখন আবেদন করি। তাই ৪০তম-তে প্রথমবারের মতো বিসিএস পরীক্ষা দিই। ফল বেরোলে দেখি পুলিশ ক্যাডারে ৬৭তম হই।’

আর কোনদিন শুনবো না, “মেহেদী ভাই, মিজান বলছি” ডাক…

সময়টা ২০১৬ সালের বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলনের কিছুদিন পর। আমার মুঠোফোনে অপরিচিত নম্বর থেকে কল এলো। পরিচয় দিল,”আমি প্রথম আলোর মিজানুর রহমান খান।” আমিতে অবাক। উনার সব লেখার পাঠক আমি। সেই কিনা আমাকে ফোন। ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের রায় কেন বাস্তবায়ন হচ্ছেনা জানতে চাইলেন। সাথে সর্বোচ্চ গোপণীয়তা বজায় রাখার প্রতিশ্রুতি দিলেন। আমি কারণসমূহ আমার মতো করে বল্লাম। সম্মেলনের পরদিন সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে ট্রাইব্যুনালের বিচারকদের নিয়ে আলাদা অধিবেশন ছিল। সেখানকার তথ্যাদি দিতে আমি অস্বীকার করি। যারা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেছিল তাদের সাথে যোগাযোগ করতে বলি। তার কয়েকদিন পর দেখি সমস্ত তথ্যাদিসহ আমার একটি রায় বাস্তবায়ন না হওয়া নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনসহ শেষ পৃষ্ঠায় লিড নিউজ। তার কয়েকদিন পর ট্রাইব্যুনালের গঠন, মামলা দায়ের, নিস্পত্তি, রায় কার্যকর না করা নিয়ে উপ সম্পাদকীয় কলাম। উদাহরণ হিসেবে আমার রাজবাড়ীর ট্রাইব্যুনালের দেড় শতাধিক রায় বাস্তবায়ন না হওয়ার বিষয়টি সামনে আনা হয়। সাত দিনের মাথায় এডিসি রেভিনিউ, তার পরের সাতদিনের মাথায় মহিলা ডিসিকে ক্লোজড করা হয়।
এভাবেই তাঁর সাথে বাড়তে থাকে সখ্যতা। রাত বিরাতে কত কথা! ঢাকায় এলে দেখা করতে বলতেন। সশরীরে দেখা হলো না। ওপারে ভাল থাকবেন। এইতো আর ক’টা দিন। দেখা হবে নিশ্চয়-ই। ততদিন আপনি জান্নাতের মেহমান হোন- মন থেকে এই কামনা।

লেখকঃ মোঃ মেহেদী হাসান তালুকদার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, নওগাঁ।

গ্রাম বাংলা থেকে হারিয়ে যাচ্ছে খেজুর গাছ ও তার রস

একসময় বরিশালের আগৈলঝাড়ায় অধিকাংশ রাস্তার পাশে, পুকুর পাড়ে ও কৃষি জমির পাশে ছিল প্রচুর পরিমাণ খেজুর গাছ। শীত মৌসুম শুরু হতেই গাছীরা ব্যাস্ত হয়ে পড়তো খেজুরের রস সংগ্রহ করার কাজে। সেই রসের চাহিদাও ছিল প্রচুর।

ফলে বিভিন্ন পিঠা, পুলি ও পায়েসসহ নানা প্রকার খাবার তৈরির জন্য খেজুরের রস ছিল অন্যতম উপাদান। এ জন্য গাছীদের চাহিদার কথা আগেই বলে রাখতে হতো। ফলে যাদের খেজুর গাছ ছিল না তারাও রস খাওয়া থেকে বঞ্চিত হতেন না। তখন শীতে আনন্দময় পরিবেশ বিরাজ করত।

বিশেষ করে এ মৌসুম এলে গাছীদের আনন্দের সীমা থাকত না। খেজুরের রস সংগ্রহের জন্য মহাব্যাস্ত হয়ে পড়তেন তারা। গ্রাম-বাংলার ঐতিহ্যের প্রতীক এ মধুবৃক্ষকে ঘিরে গ্রামীণ জনপদে থাকত উৎসবমুখর পরিবেশ।

এ সময় মেহমান আসা মানেই খেজুরের রস ও আমন ধানের পিঠা, পুলি ও পায়েশ দিয়ে আপ্যায়ন। তাছাড়া খেজুরের গুড় দিয়ে মুড়ির মোয়া, চিরার মোয়া ও মুড়ি খাওয়ার জন্য কৃষক পরিবার থেকে শুরু করে সর্বস্তরের মানুষের শীতের মৌসুম অতিপ্রিয়। কিন্তু ইটভাটা, বাণিজ্যিক চাষ, সুষ্ঠু তদারকি না করার ফলে উপজেলার ঐতিহ্যের বাহক গ্রাম থেকে খেজুরগাছ আজ বিলুপ্তি প্রায়।

বরিশাল জেলাসহ বিভিন্ন জেলা ইটভাটাগুলোর বেশির ভাগই কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো হচ্ছে। বেশিরভাগ ইটভাটাগুলোর কাঠ এ উপজেলা থেকে সরবরাহ করা হয়। কেবল তা-ই নয়, খেজুর গাছের দহন ক্ষমতা বেশি হওয়ায় এ জেলায় অধিকাংশ ইটভাটা গুলোতে খেজুর গাছ পোড়ানো হচ্ছে।

এতে করে খেজুরগাছ দিনের পর দিন কমে এক রকম বিলুপ্ত হয়ে পড়েছে। এ ব্যাপারে কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ গ্রহণ ও সচেতনার জন্য সকল মহলের সহায়তা কামনা করেছেন এলাকাবাসী।

অনলাইন গণমাধ্যমগুলোকে শিল্পে পরিণত করা উচিত

সরকারকে দেশের সকল অনলাইন গণমাধ্যমগুলোকে শিল্পে পরিণত করা উচিত। তথ্য মন্ত্রণালয় এ ধরনের উদ্যোগ নিলে সম্ভাবণাময় অনলাইন গণমাধ্যম শিল্পটি বেঁচে থাকবে, নতুবা এই শিল্পে দ্রুত পচণ ধরে নিস্তেজ হয়ে যাবে।

ইতিমধ্যে কিছু প্রিন্টিং মিডিয়া এবং টিভি চ্যানেলের কেউ কেউ এই অনলাইন মিডিয়া শিল্পকে গোদের ওপর বিষফোঁড়া হিসেবে ট্টিট করছেন। ফলে শিল্পটি বিশ্বের সাথে তাল মিলিয়ে বেশিদিন টিকে থাকতে পারবে কিনা তা সন্দিহান।

ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে অনলাইন গণমাধ্যম পরিচালনায় নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছেন। কিছু অনলাইন পত্রিকা এবং আইপি টিভি পরিচালনার জন্য নিবন্ধনেরও আওতায় এনেছেন, যা এই শিল্পের জন্য যথেষ্ট ইতিবাচক।

গত সরকার আমলে তৎকালীন শিল্পমন্ত্রী আলহাজ্জ আমির হোসেন আমু গণমাধ্যমকে শিল্প হিসেবে ঘোষণা করেছিলেন; কিন্তু আজো তা বাস্তবায়ন হয়নি।

দেশের জাতীয় দূর্যোগে ও সংকটময় মূহুর্তে সম্প্রতি বেড়ে ওঠা অনলাইন গণমাধ্যমই ছিলো একমাত্র ভরসা। যা বৈশ্বিক চলমান করোনাকালে জাতিকে তাৎক্ষনিক সকল সংবাদ পৌঁছে দিয়ে সংকট মোকাবেলায় সহযোগিতা করেছে। যদিও ওই সময়ে শতকরা ৯৫ ভাগ প্রিন্টিং পত্রিকা বন্ধ ছিলো। শিল্পটি সম্প্রসারিত এবং আইনী কাঠামো মজবুত হলে এই পেশার সাথে সংশ্লিষ্টরা বেঁচে থাকার নতুন স্বপ্ন দেখবে। তাই সরকারের উচিত দ্রুত অনলাইন গণমাধ্যমকে শিল্পে রুপান্তরিত করে স্থায়ী ও প্রাতিষ্ঠানিক রুপ দেয়ায় সহযোগিতা করা।

সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গণমাধ্যমবান্ধব ব্যক্তিত্ব। তাঁর নির্দেশনায় সুযোগ্য তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদের পরিচালনায় গণমাধ্যমে অভূতপূর্ব সফলতা অর্জণ করে চলছে। প্রিন্টিং পত্রিকার পাশাপাশি দ্রুত অনলাইন পত্রিকা এবং আইপি টিভিগুলোকে আইন-নীতিমালার আওতায় আনা সময়ের দাবি।

বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশকে এগিয়ে নিতে ইন্টারনেট, অনলাইন তথ্যপ্রযুক্তির বিকল্প নেই। তাইতো এই সেক্টরটিতে সরকার যুক্ত করেছেন একজন প্রযুক্তিবিদ। তিনি হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য পুত্র এবং তাঁর আইটি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়। মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি ও সচিব মিসেস কামরুন্নাহার তাঁদের অভিজ্ঞতার মধ্য দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

সমগ্র দেশে প্রায় পাঁচ হাজারের বেশি অনলাইন পত্রিকা ও আইপি টিভি কাজ করছে বলে ধারণা করা হচ্ছে। তবে এগুলোর মধ্য থেকে প্রাথমিক পর্যায়ে তিন হাজারের অধিক পত্রিকা ও আইপি টিভি নিবন্ধনের জন্য আবেদন করেছে। ইতিমধ্যে অল্পকিছু মিডিয়াকে নিবন্ধনের আওতায় এনেছে সরকার। বাকিগুলো সরকারের আইন প্রয়োগকারী সংস্থাসমুহের তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে নিবন্ধনের আওতায় আনারও প্রক্রিয়া চলমান। দায়িত্বশীল পত্রিকাগুলোকে নিবন্ধনের আওতায় এনে দেশোন্নয়নে অংশীদার করা উচিত।

অনলাইন সংবাদভিত্তিক পোর্টালগুলোকে সরকার নিবন্ধনের আওতায় আনতে ২০১৭ সালে খসড়া নীতিমালা অনুমোদন করেছেন। ইন্টারনেট ভিত্তিক সংবাদমাধ্যমে শৃঙ্খলা আনতে এ নীতিমালা সহায়তা করবে। এই নীতিমালা অনুযায়ী অনলাইন মাধ্যমকে প্রস্তাবিত সম্প্রচার কমিশনের কাছ থেকে নিবন্ধন নিতে হবে। তবে কমিশন হওয়ার আগ পর্যন্ত তথ্য মন্ত্রণালয়ের আওতায় দেখাশোনার দায়িত্বে থাকবে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মনে করে নিবন্ধনের পর সরকারি-বেসরকারী বিজ্ঞাপন বন্টনের জন্যও আলাদা একটি নীতিমালার প্রয়োজনীয়তা রয়েছে। পাশাপাশি অনলাইন সংবাদমাধ্যম ও আইপি টিভি গুলোতে সাংবাদিক নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার একটি মাপকাঠি নির্ধারণেরও গুরুত্ব রয়েছে।

লেখক: আহমেদ আবু জাফর, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম -বিএমএসএফ,কেন্দ্রিয় কমিটি

মা ইলিশ ও সম্পদ রক্ষায় নতুন দুটি প্রস্তাবনা

সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের গৃহীত মা ইলিশ রক্ষার পাশাপাশি আরো কিছু প্রস্তাবনা তুলে ধরতে চাই। ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনণ এ মৌসুমে নতুন এই প্রস্তাবণাগুলো সরকারের পক্ষ থেকে কার্যকর করা হলে মা ইলিশ ও ইলিশ সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ফলাফল আশা করা সম্ভব।

ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে ইলিশ প্রধান জোনগুলোতে ৫টি বিভাগীয় টিম গঠনের মাধ্যমে কাজ চলছে। গত ১১ অক্টোবর আওতাধীন ৩৬ টি জেলায় ৩৬ লাখ এবং ২১০ টি উপজেলায় এক কোটি ৫ লাখ টাকা বরাদ্দ পাঠিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়। মৎস সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনার ব্যয় বাবদ উপ-সচিব মো: আব্দুর রহমান চলতি অর্থবছরে (২০২০-২০২১) মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম, জাটকা নিধণ প্রতিরোধ কার্যক্রম, বেহন্দি ও অন্যান্য অবৈধ জাল অপসারনে কম্বিং অপারেশন পরিচালনা এবং জাটকা সংরক্ষণ সপ্তাহ কার্যক্রমের জন্য মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অভিযান।

এ অভিযান সফল করতে প্রস্তাবণা নিম্মরুপ:
১. জেলা এবং উপজেলা পর্যায়ে তালিকাভুক্ত জেলেদের নৌকা এবং জাল ২৪ ঘন্টার নোটিশে স্বস্ব উপজেলা মৎস্য অফিসারের নিকট জমা দিয়ে সনদ নিতে হবে।
২. সনদপ্রাপ্ত জেলেদেরকেই কেবলমাত্র অনুদান/সরকারী সুযোগ সুবিধা প্রদান করতে হবে। এর বাইরে কাউকে অনুদান বন্ধ করতে হবে।

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের পক্ষ থেকে এই দু’টি কাজ করার ফলে ইলিশ রক্ষায় সরকারের কোটি কোটি টাকা অপচয় কিংবা ব্যয় বন্ধ হবে। ইলিশ রক্ষার নামে সরকারী প্রশাসনসহ সাংবাদিকদের সময় বাঁচবে এবং নৌকা বাইচ বন্ধ হবে। এতে জেলেরা মামলা-হামলা, জেলজুলুম কিংবা জানমালের ক্ষতির কবল থেকে মুক্তি পাবেন। জেলেদের সাথে প্রশাসনের সম্পর্ক আরো গভীর হবে। ইলিশের উৎপাদন আগের সব বছরের তুলনায় বেড়ে যাবে।

প্রতিবছর সরকার এই খাত থেকে প্রচুর পরিমান রাজস্ব আয় করে থাকেন। কিন্তু বিচ্ছিন্ন ভাবে এ সকল কর্মসূচী বাস্তবায়নের ফলে অনেকাংশে তা ভেস্তে যাচ্ছে।

আমরা আশা করবো সরকারের পক্ষ থেকে শুধুমাত্র দুটি কাজ করলেই মা ইলিশ রক্ষা পাবে এবং আগের তুলনায় ইলিশ উৎপাদন নিশ্চিত বেড়ে যাবে।

ধর্ষন প্রতিরোধে শুধুমাত্র শাস্তির মাত্রা বৃদ্ধি যথেষ্ট নয়;নৈতিকতা,ধর্মীয় শিক্ষা এবং সচেতনতা বৃদ্ধি অপরিহার্য।

ধর্ষন,নারীর প্রতি সহিংসতা বা নিষ্ঠুর নির্যাতনের মত অপরাধ সমাজের জন্য একটি চরম ক্ষতিকর ব্যধি।এজাতীয় অপরাধ সভ্য ও সমাজবদ্ধ জীবন যাপনের জন্য হুমকি সরূপ এবং মধ্যযুগীয় বর্বতার প্রতিরূপ।মধ্যযুগে এমন বর্বরতা অহরহ থাকলে আধুনিক কল্যানমূখী রাষ্ট্র ব্যবস্থা এগুলো নিষিদ্ধ এবং এগুলো করাকে অপরাধ হিসেবে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা হয়েছে।জাতিসংঘের একাধিক কনভেনশনের মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলো নারীর প্রতি সহিংসতা,নির্যাতন,বৈষম্য ইত্যাদি বন্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহন এবং আইন করার বিষয়ে অঙ্গীকারাবদ্ধ।বিশ্বের অন্যান্য রাষ্ট্রের মত বাংলাদেশেও ধর্ষন,নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সুনিদির্ষ্ট আইন ও শাস্তির বিধান আছে।এগুলো বন্ধের জন্য প্রতিষ্ঠানিক নানামূখী কার্যক্রমও বিদ্যমান আছে।এতকিছুর পরেও ধর্ষন এবং নারীর প্রতি সহিংসতা বেড়েই চলছে যা উদ্বেগের বিষয়।অনেকই মনে করেন যে ধর্ষনের শাস্তি মৃত্যদন্ড করলেই এগুলো বন্ধ হয়ে যাবে বা এর সমাধান হয়ে যাবে।শুধু শাস্তির মাত্রা বাড়ালেই ধর্ষন বা নারীর প্রতি সহিংসতার মতো অপরাধ কমবে কি না তা নিয়ে সামাজিক গবেষনা দরকার। যেকোন ব্যক্তির বিকৃত ও নিয়ন্ত্রনহীন মানসিকতার ফলে এজাতীয় অপরাধ সংঘটিত হচ্ছে।সমাজ বা রাষ্ট্র ব্যবস্থার এটা প্রতিরোধ করতে যে সকল ব্যবস্থা নিতে হবে তা অবশ্যই ব্যক্তি পর্যায় পর্যন্ত পৌছাতে হবে এবং তার মাধ্যমে ব্যক্তির বিকৃত ও নিয়ন্ত্রনহীন মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে তাহলে এজাতীয় অপরাধের মাত্রা কমবে বা নিয়ন্ত্রন হবে।সেক্ষেত্রে শুধু শাস্তির মাত্রা বাড়িয়ে তা কী সম্ভব?যেমন দেশের যেকোন জেলায় একজন ধর্ষনকারীর শাস্তি হিসেবে ফাসি হলো তা কি অন্য জেলার বিকৃত ও নিয়ন্ত্রনহীন মানসিকতার কোন ব্যক্তির উপর প্রভাব ফেলবে বা সে এর খবর রাখবে কি না তা নিয়েই সন্দেহ আছে।তারপরেও শাস্তির মাত্রা বাড়িয়ে যাবজ্জীবনের ক্ষেত্রে ফাসি করা হলে এবং অপরাধীকে ফাসি দেয়া হলে তা সমাজে দৃষ্টান্ত স্থাপন করবে এবং অপরাধ কমানোর জন্য ভূমিকা রাখবে কিন্তু তা কি পরিমান বা মাত্রায় ধর্ষনের অপরাধ কমাবে তা নিয়ে সন্দেহ আছে কারন দেশে অন্যান্য যেসকল অপরাধের শাস্তি ফাসি সেগুলো যে হচ্ছে না বা পূরোপূরি নিয়ন্ত্রনে তা কিন্তু নয়, তারপরেও খুন সংঘটিত হচ্ছে।তাই শাস্তির মাত্রা বৃদ্ধির পাশাপাশি এজাতীয় অপরাধের মাত্রা যাতে কমে বা নিয়ন্ত্রনে আসে সে মর্মে অন্যান্য কি কি পদক্ষেপ নেয়া যায় সেবিষয়টিকেও গুরুত্বপূর্নভাবে বিবেচনা করতে হবে। সেক্ষেত্রে যেকোন ব্যক্তির বিকৃত ও নিয়ন্ত্রনহীন অপরাধমূলক মানসিকতা পরিবর্তন ঘটানোর উদ্যোগ নেয়াটা অতীব জরুরী। রাষ্ট্র ও সমাজকে এজাতীয় উদ্যোগ নিতে হবে সর্বপরি সবার জন্য।এবিষয়ে সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করতে হবে তারমধ্যে নিম্নে উল্লেখিত বিষয়গুলো বিবচনায় করা যেতে পারে-সর্বস্তরের পাঠ্যপুস্তকে মূল্যবোধ বৃদ্ধি,নৈতিকতা,সামাজিক সচেতনা বৃদ্ধি ও ধর্মীয় শিক্ষার উপর গুরুত্ব দেয়া,বিশ্ববিদ্যালয় লেভেলে সকল বিষয়ের সাথে কমন বিষয় হিসেবে এমন একটি বিষয়কে অন্তর্ভূক্ত করা,উপজেলা,ইউনিয়ন,ওয়ার্ড এমনকি পরিবার পর্যায়ে নৈতিকতা ও সচেতনতা বৃদ্ধির নানামূখী পদক্ষেপ বছরজুড়ে চালু রাখা,সামাজিক সংগঠনগুলোর উপর নিয়মকানুন আরোপ কমিয়ে তাদের এজাতীয় সামাজিক কর্মকান্ডে সরকারীভাবে উৎসাহী করা,ধর্মীয় উপসনালয় গুলোতে ধর্ষন বিরোধী ধর্নীয় বানী ও বিধি নিষেধ প্রচার করা,গনমাধ্যমগুলোতে নিয়মিত সচেতনতা বৃদ্ধির প্রোগ্রাম প্রচারসহ নানামূখী পদক্ষেপ গ্রহন করা।তাতে মানুষের মনের মধ্যে ইতিবাচক,নৈতিক ও সচেতনতা মূলক বিবেক জাগ্রত হবে যা এজাতীয় অপরাধ কমানো ও নিয়ন্ত্রনে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।সুতরাং ধর্ষনের মতো অপরাধ নিয়ন্ত্রন বা কমানোর জন্য শুধুমাত্র শাস্তির মাত্রা বৃদ্ধি করাকেই যৌক্তিক মনে করাটা ঠিক হবে না কঠোর শাস্তির পাশাপাশি ব্যক্তির বিকৃত ও নিয়ন্ত্রনহীন মানসিকতার পরিবর্তন ঘটানোর জন্য নৈতিক ও ধর্মীয় শিক্ষার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব দেয়া ও পদক্ষেপ গ্রহনকে সর্বোচ্চ গুরুত্বের সহিত বিবেচনা করতে হবে।
লেখকঃএম কাওসার হোসাইন
সুপ্রিমকোর্টের আইনজীবি,আইনগ্রন্থপ্রনেতা ও কলামিস্ট।

চিকিৎসা খাতের অপরাধীদের শাস্তি দেয়ার পাশাপাশি সেবাগ্রহনে আসা ক্ষতিগ্রস্থ দের সুরক্ষা ও ক্ষতিপূরনের দায়িত্বও রাষ্ট্রের

যেকোন রাষ্ট্রের চিকিৎসাসেবা খাত একটি গুরুত্বপূর্ন খাত।কোন মানুষ অসুস্থ্য হলে ভরসা ও বিশ্বাস নিয়ে চিকিৎসা সেবা পাওয়ার জন্য চিকিৎসালয়,চিকিৎসক বা চিকিৎসা সংশ্লিষ্টদের কাছে যায়।এটি একটি সেবামূলক খাত হওয়ায় চিকিৎসা সেবা প্রদানের সাথে সংশ্লিষ্ট সবার উচিত সেবামূলক মানসিকতা নিয়ে অসুস্থ্য রোগীদের যথাযথ সেবা প্রদান করা।কারো কারো মধ্যে এমন মানসিকতা এবং দায়িত্বশীল ভূমিকা দেখা ও যায়।কিন্তু প্রায়ই দেখা যায় মানুষের অসুস্থ্যতার দুর্বলতাকে পুজি করে অধিক মূনাফা লাভের ঘৃন্য ও হীন কর্মকান্ডে জড়িয়ে পড়ে চিকিৎসা সেবা প্রদানের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা।অতিরিক্ত ফি আদায়,চিকিৎসা অবহেলায় মৃত্য ঘটানো,রোগীর স্বজনদের মারধোর,দূর্ব্যবহার,সংবাদ কর্মীদের মারধোর,লাঞ্চিত করা,লাইসেন্স ছাড়া বা নবায়ন না করে মেডিকেল চালানো,পরিবেশগত ছাড়পত্র না থাকা বা চিকিৎসার উপযুক্ত পরিবেশের অভাব,বিধি মোতাবেক বর্জ্য ব্যবস্থাপনা না থাকা,ভূয়া মেডিকেল রিপোর্ট প্রদান,কর্মস্থলে ডাক্তারদের অনুপস্থিতি,অনুমোদনহীন বা মেয়াদ উত্তীর্নওষুধ বিক্রি,ভুল চিকিৎসা করা সহ চিকিৎসাখাতের নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অসংখ্য ঘটনা গনমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যানে আমরা নিয়মিত দেখি বা জানতে পারি।এজাতীয় অন্যায় বা অনিয়মের বিষয়টি যখনই সামনে চলে আসে তখন কখনো চিকিৎসা সেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিক,কখনো চিকিৎসক,কখনো সংশ্লিষ্ট কর্মচারী বা অন্যান্যদের অন্যায়,অপরাধ,খামখেয়ালীপনা, লোভী মানসিকতা কিংবা অমানবিক কর্মকান্ড প্রকাশিত হয়।তখন সবার মাঝে উক্ত বিষয়টি নিয়ে আলোচনা,সমালোচনা বা হইচই শুরু হয়ে যায়।চিকিৎসা খাতের এজাতীয় অনিয়ম,অব্যবস্থাপনা,অপরাধ বা দুর্নীতি যাদের নিয়ন্ত্রন বা প্রতিরোধ করা দরকার তারাও তখন তৎপর হয়ে উঠে,যদিও তারা নিয়মিত চিকিৎসাখাত সংশ্লিষ্ট বিষয়াদী বিধি মোতাবেক তদারকি,নিয়ন্ত্রন ও যথাসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহন করলে এজাতীয় অনিয়ম,অব্যবস্থাপনা,দুর্নীতি বা অপরাধ ব্যাপক হবার কথা না।পাশাপশি চিকিৎসাখাতেরএজাতীয় অনিয়ম দূর্নীতি বা অপরাধ প্রকাশিত হবার পর আইনশৃঙ্খলা বাহিনী ও বিচারবিভাগের সক্রিয় ভূমিকায় এমন অনিয়ম বা অপরাধের সাথে সংশ্লিষ্ট অনেক অপরাধীর শাস্তিও হয়।কিন্তু একটি বিষয় অনেক সময়ই গুরুত্ব পায় না যে, চিকিৎসা সেবা খাতে এমন অনিয়ম,অব্যবস্থাপনা,অপরাধ বা দূ্নীর্তির জন্য সরলবিশ্বাসে চিকিৎসা সেবা নিতে আসা বহু রোগী ও তার স্বজনদের জীবন,শরীর,অর্থ কিংবা নানাবিধ বিষয় চরমভাবে ক্ষতিগ্রস্থ ও হয়রানীর শিকার হয়।তাদের মধ্যে কতিপয় ভিকটিম পরিবেশ,পরিস্থিতি ও যোগ্যতা অনুযায়ী কখনো কখনো ক্ষতিপূরন বা অন্যকোন আইনানুগ প্রতিকার পেলেও বেশীরভাগ ক্ষতিগ্রস্থ রোগী বা স্বজনরা বিভিন্ন কারনে কোন সুরক্ষা,ক্ষতিপূরন বা প্রতিকার পায় না।কিন্তু চিকিৎসা সেবা নিতে আসা কোন মানুষ যাতে ক্ষতিগ্রস্থ না হয় তার সুরক্ষা এবং কোনক্রমে ক্ষতিগ্রস্থ হলে তার ক্ষতিপূরন ও যথাযথ প্রতিকারের দায়িত্ব রাষ্ট্রের।এজন্য নানাবিধ বিষয়াদি বিশ্লেষন ও বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে চিকিৎসা সেবা খাত সংশ্লিষ্ট আইনকে যুগোপযোগীকরন ও যথাযথ প্রযোগের ব্যবস্থা গ্রহন এবং এইখাত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি করে তাদের কর্মকান্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতায় আনায়ন অতীব জরুরী।
লেখকঃ এডভোকেট মোঃকাওসার হোসাইন
সুপ্রিমকোর্টের আইনজীবি,আইনগ্রন্থপ্রনেতা ও কলামিস্ট।

ইঞ্জিনিয়ার গোলাম মাওলা শান্তর ৩১ তম জন্মদিন আজ

অনলাইন এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ইঞ্জিনিয়ার গোলাম মাওলা শান্তর জন্মদিন আজ। তার দৃষ্টি অন্তর্ভেদী, সেই দেখাই তার লেখাকে দিয়েছে বাড়তি সমীহ। তার ঘনিষ্ঠ যোগাযোগের বৃত্তে সমাজের বিশিষ্টরা। কিন্তু ব্যক্তিগত সম্পর্ক তার সাংবাদিক সত্তাকে কখনো আচ্ছন্ন করে না। সদা হাস্যোজ্জ্বল হিসেবে নিজেকে সহজ করে সংবাদ সংগ্রহ ও পরিবেশন করেন গোলাম মাওলা শান্ত। ১৯৮৯ সালের ২৯ মে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বৈচন্ডী গ্রামে তার জন্ম ।

গোলাম মাওলা শান্ত জাতীয় পূর্বপশ্চিমবিডি নিউজ এর বরিশাল প্রতিনিধি,যুগের বার্তার প্রকাশক, দৈনিক দাবানল ২৪.কম এর ব্যবস্থাপনা সম্পাদক এর দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির আইটি সম্পাদক, ঝালকাঠি রিপোর্টাস ইউনিটের সাংগঠনিক সম্পাদক, নলছিটি সিটিজেন ফাউন্ডেশন এর সদস্য সচিব।

তার পরিচিতির জগৎ স্বাভাবিকভাবেই বিস্তৃত। তার ঘনিষ্ঠ যোগাযোগের বৃত্তে বিখ্যাত ব্যক্তিগণ । সেখানে দল, মত, গোষ্ঠীর কোনো নেই বাছবিচার। তবে ব্যক্তিগত সুসম্পর্ক কখনো তার সাংবাদিক সত্তাকে আচ্ছন্ন করে না। যা উচিত বলে মনে করেন পরম বন্ধুর বিরুদ্ধে হলেও সে কথা লিখতে তার দ্বিধা নেই। এই আপসহীনতাই তাকে এগিয়ে এনেছে ।

তার জন্ম দিনে শুভেচ্ছা জানিয়েছেন নলছিটি সিটিজেন ফাউন্ডেশন এর আহবায়ক সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাওসার হোসেন।

বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থা পূনর্গঠনে এখনই সুচিন্তিত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রভাবে সারা বিশ্ব আজ চরম বিপর্যয়ের সম্মুখীন। সারা বিশ্বের অর্থনীতি আজ চরম হুমকির মধ্যে পড়েছে। বাংলাদেশও আজ চরম সংকটের সম্মুখীন। মানুষের জীবনের নিরাপত্তার জন্য সরকার সকল মিল ফ্যাক্টরি ও নিত্য প্রয়োজনীয় কিছু  দোকান পাট ছাড়া সকল দোকান পাট বন্ধ ঘোষণা  করেছে।  মসজিদ মন্দির  সহ সকল উপাসনালয়ে ধর্মীয় আচার অনুষ্ঠান সীমিত করেছে। মানুষের জীবন রক্ষায় গৃহীত এসব উদ্যোগের ফলে বাংলাদেশে এখনো  মৃত্যুর হার সীমিত পর্যায়ে রয়েছে। ফলে সারা বিশ্ব  বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের প্রসংশা করছে যা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে।
সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপে মৃত্যুর হার এখন পর্যন্ত  সীমিত আকারে থাকলেও দেশের মানুষের জীবনধারণ অত্যন্ত কঠিন হয়ে দাড়িয়েছে। বিশেষ করে স্বল্প আয়ের মানুষ তথা দিনমজুর, শ্রমজীবী,ক্ষুদ্র ব্যবসায়ী,নিন্ম আয়ের খেটে খাওয়া মানুষদের জীবনধারণ এক কঠিন বাস্তবতার সম্মুখীন। মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবার ফলে দেশের অর্থনীতির চালিকাশক্তি শিল্প মালিকরাও আজ চরম সংকটের মুখোমুখি। এই মহাদুর্যোগে দেশের অর্থনীতির চাকা সচল রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এক লক্ষ কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছেন।  তবে প্রণোদনা যেন প্রকৃত ক্ষতিগ্রস্ত সব সেক্টরে বন্টন করা হয় সেদিকে গুরুত্ব দিতে হবে।
করোনার প্রভাবে অন্যন্য সেক্টরের মত  বাংলাদেশের শিক্ষা সেক্টরও চরম বিপর্যয়ের সম্মুখীন । সারা দেশের শিক্ষা  ব্যবস্থা এখন মুখথুবড়ে পড়েছে। গত প্রায় দুইমাস যাবৎ দেশের সকল স্কুল, কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয় সহ সন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে লক্ষ লক্ষ শিক্ষার্থীর পড়ালেখা চরম সংকটের মধ্যে পড়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের  ক্লাশ সিডিউল সব ওলটপালট হয়ে গেছে। সরকার টেলিভিশনের মাধ্যমে এবং  কিছু কিছু প্রতিষ্ঠান অনলাইনের মাধ্যমে  ক্লাশ নেওয়ার  মাধ্যমে শিক্ষার্থীদের ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।   ইতোমধ্যে দেশের অন্যতম বৃহৎ পাবলিক পরীক্ষা এইচএসসি ফাইনাল স্থগিত করা হয়েছে। কিন্তু কখন এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এই মুহূর্তে তা বলাও সম্ভব নয়। ফলে তাদের অপুরণীয় ক্ষতি হলো। নতুন প্রজন্মের কাছে সম্পুর্ণ অপরিচিত  দেশের বর্তমান চরম এই অস্হিতিশীল  পরিবেশের মধ্যে বাড়িতে বসে তারা যে পরীক্ষার প্রস্তুতি নিবে সেই পরিবেশও নেই। যারা দরিদ্র পরিবারের সন্তান বিশেষ করে যারা শ্রমজীবী কিংবা মধ্যবিত্ত পরিবারের তাদের  করুন অবস্থা। তাদের পরিবারে অনেকের বাড়িতে ঠিকমত চুলাই জ্বলছে না। এমতাবস্থায় তারা কিভাবে পড়াশোনায় মনোনিবেশ করবে?  কিভাবে  পরীক্ষার প্রস্তুতি নিবে?
করোনার সংকটের ফলে দেশের সরকারি,বেসরকারি সকল বিশ্ববিদ্যালয় বন্ধ এবং  সকল পরীক্ষা স্থগিতের ফলে উচ্চ শিক্ষার ক্ষেত্রেও চরম সংকট দেখা দিয়েছে। বিশেষ করে  বিভিন্ন চুড়ান্ত পরীক্ষা স্থগিতের ফলে শিক্ষার্থীরা চরম হতাশায় নিমজ্জিত হয়েছেন। এমনও শিক্ষার্থী আছে যাদের একটি বা দুইটি পরীক্ষা বাকি ছিল তারাও আটকা পড়ে গেছেন। আকস্মিক এই অনির্ধারিত বন্ধের ফলে  বিশ্ববিদ্যালয়ের সেশনজটের কবলে পড়তে যাচ্ছে।
করোনার প্রভাবে শুধু শিক্ষার্থী নয় শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানও চরম হুমকির মধ্যে পড়েছে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা যে বেতন পান তা দিয়ে হয়ত চালিয়ে নিতে পারবে।  এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা সরকারি যে বেতন পান তা দিয়ে তাদের সংসার চালানো দায়। তারা প্রতিষ্ঠান  থেকে যে বাড়ি ভাড়া ও অন্যন্য সুযোগ সুবিধা পান তা দিয়ে  কোনরকমে সামলে নেন। কিন্তু প্রতিষ্ঠান বন্ধ থাকায় তাদের জীবনধারণও কঠিন হয়ে পড়ছে। তবে বেসরকারি ননএমপিও বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠান যারা মুলধারার শিক্ষার সাথে সংশ্লিষ্ট তাদের অবস্থা অত্যন্ত করুন। এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে নামমাত্র কিছু বেতন পেয়ে থাকেন। কোথাও কোথাও তাও পান না।  বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের টিউশন ফি ও বন্ধ। এছাড়া টিউশনি করে যারা কোনরকম জীবন নির্বাহ করতেন তাদের টিউশনিও বন্ধ। এমতাবস্থায় তাঁরা চরম আর্থিক সংকটে নিপতিত হয়েছেন।
এমপিওভুক্ত বড় বড় অনেক প্রতিষ্ঠানেও বিপুল সংখ্যক ননএমপিও শিক্ষক কর্মচারী এবং  অনার্স মাস্টার্স কলেজ সমুখে বিপুল সংখ্যক ননএমপিও অনার্স মাস্টার্স শিক্ষক রয়েছেন  তাঁরাও এখন  চরম আর্থিক  সংকটের সম্মুখীন। স্বতন্ত্র এবতেদায়ি মাদরাসার কয়েক হাজার শিক্ষকের কেউ কেউ  নামমাত্র বেতন পান, আবার অনেক শিক্ষক একবারে কিছুই পান না। অথচ আলীয়া মাদরাসা শিক্ষা টিকিয়ে রাখার জন্য এসব মাদরাসার ব্যাপক ভূমিকা রয়েছে। তারাও অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। কারিগরি শিক্ষার প্রসারে বাংলাদেশে বেসরকারি উদ্যোগে ৫৫৩ টি বেসরকারি পলিটেকনিক গড়ে উঠেছে। সম্পুর্ন নিজস্ব অর্থায়নে গড়ে উঠা এসব প্রতিষ্ঠান শুধুমাত্র শিক্ষার্থীদের বেতনের উপর নির্ভরশীল। বর্তমান পরিস্থিতিতে এসব প্রতিষ্ঠান টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়েছে। পলিটেকনিক ছাড়াও কারিগরি বোর্ডের অধিনে কৃষি,মৎস্য সহ এমন আরো বেশকিছু কোর্স চালু রয়েছে যারা একই সংকটের সম্মুখীন। এ ছাড়াও সম্পুর্ন বেসরকারি উদ্যোগে বেশ কিছু স্কুল, কলেজ ও বিশ্বিবদ্যালয় গড়ে উঠেছে যারা শিক্ষার্থীদের নিকট থেকে মোটা অংকের টিউশন ফি নিয়ে থাকে। তারাও এখন সংকটে পড়েছে।
এছাড়াও বাংলাদেশে সম্পুর্ণ বেসরকারি উদ্যোগে প্রায় ৪০ হাজার কিন্ডারগার্টেন গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানে কয়েক লক্ষ শিক্ষার্থী পড়াশোনা করে। এদেশের শিক্ষা বিস্তারে এসব কিন্ডারগার্টেনও অবদান  রয়েছে। এসব কিন্ডারগার্টেনে প্রায় দুই লক্ষাধিক শিক্ষক কর্মচারী  কর্মরত আছেন। করোনার প্রভাবে  তারা সবচেয়ে বেশি  সংকটে পড়েছে। এইসব প্রতিষ্ঠান গুলি সম্পুর্ন শিক্ষার্থীদের বেতনের টাকায় পরিচালিত হয়ে থাকে।
 এখন  প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষক কর্মচারীদের বেতনও বন্ধ। এমতাবস্থায় তারা অত্যন্ত মানবিক বিপর্যয়ের মুখোমুখি।
বেসরকারি ননএমপিও শিক্ষকদের অধিকাংশেরই  এমন অবস্থা দাড়িয়েছে তাঁরা লোকলজ্জার ভয়েও কারো কাছে হাতও পাততে পারছে না অথচ অনেকের বাসায় চুলাও জ্বলছে না।  তবে আসার কথা হলো  দীর্ঘদিন পর সরকার এবার ২৭৩০ টি ( স্কুল,কলেজ,মাদরাসার ও কারিগরি) প্রতিষ্ঠান এমপিওভুক্ত করেছে। প্রতিষ্ঠান গুলি শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক যাচাই বাছাইও সম্পন্ম করা হয়েছে। দেশের এই সংকটে শিক্ষকদের সমস্যার কথা বিবেচনা করে  শিক্ষা মন্ত্রী এবং উপমন্ত্রীর হস্তক্ষেপে  এইসব প্রতিষ্ঠানগুলির এমপিওর উদ্যোগ গ্রহণ করা হয়েছে । আসন্ন ঈদের আগেই তাঁরা  এমপিওর টাকা পাবেন এতে অন্তত ৩০/৩২ হাজার শিক্ষকের সমস্যা সমাধান হবে।
যদি করোনার ভাইরাস আরো দীর্ঘায়িত হয় সেক্ষেত্রে পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করবে। এমতাবস্থায় সরকারকে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। বর্তমানে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার প্রায় ৯৭% বেসরকারি উদ্যোগে পরিচালিত হয়ে থাকে।  ফলে বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক  শিক্ষা বেসরকারি শিক্ষার উপর নির্ভরশীল। জাতীয় স্বার্থেই এই শিক্ষাকে বাঁচিয়ে রাখতে হবে। এখনই যথাযথ কার্যকর পদক্ষেপ না নিলে শিক্ষাখাতে ভয়াবহ সংকট দেখা দিতে পারে। এব্যাপারে প্রয়োজনে শিক্ষার সাথে সংশ্লিষ্ট স্কুল কলেজ মাদরাসা,কারিগরি,বিশ্ববিদ্যালয় সহ সর্বস্তরের বরেণ্য শিক্ষক প্রতিনিধি ও শিক্ষাবিদদের সমন্নয়ে একটি বিশেষঞ্জ  কমিটি গঠন করে উদ্ধুত পরিস্থিতিতে করণীয় নির্ধারণ করা যেতে পারে। এ ক্ষেত্রে সরকার ঘোষিত প্রণোদণার অংশ থেকে শিক্ষার জন্য একটি বিশেষ ফান্ড গঠন করা যেতে পারে।
করোনা ভাইরাসের এই দুর্যোগের ফলে  শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য বিকল্প চিন্তা করতে হবে। বর্তমানে টেলিভিশনে ক্লাস নেওয়ার সংখ্যা আরো বৃদ্ধি করা যেতে পারে। এ ছাড়াও তথ্য প্রযুক্তি ব্যবহার করে স্ব স্ব প্রতিষ্ঠানকে অনলাইন, ফেইসবুক,ইউটিউব,মোবাইল ম্যাসেঞ্জারের মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের পাঠদান করা যেতে পারে।  পরিস্থিতি স্বাভাবিক হবার পর নির্ধারিত ছুটি কমিয়ে ক্লাসের সংখ্যা বাড়ানো যেতে পারে।  শিক্ষকদের স্ব-উদ্যোগে অতিরিক্ত ক্লাশের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। এছাড়াও এই সময়ে স্ব স্ব শ্রেণি শিক্ষকদের মাধ্যমে মোবাইলে শিক্ষার্থীদের সাথে যোগাযোগের মাধ্যমে তাদের পড়ালেখার প্রতি উৎসাহ এবং গাইড লাইন দেওয়া যেতে পারে। ছুটি দীর্ঘায়িত হলে পাঠ্যবইয়ের গুরুত্ব অনুযায়ী সিলেবাস সংক্ষিপ্ত করা যেতে  পারে।
লেখক:
অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু
সাবেক ছাত্রনেতা,সাধারণ সম্পাদক,স্বাধীনতা শিক্ষক পরিষদ ও সচিব,
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট, শিক্ষা মন্ত্রণালয়

বিএম কলেজ ক্যাম্পাসের প্রিয় মুখ রাকিব আর নেই

আকিব মাহমুদ:
সরকারি ব্রজমোহন কলেজের প্রায় সকল শিক্ষার্থীদের কাছেই চিরচেনা পরিচিত মুখ রাকিব আর নেই। ভোলায় ট্রলার ডুবিতে জীবনের সব লীলা সাঙ্গ করে পাড়ি জমিয়েছে না ফেরার দেশে। সদা হাস্যোজ্বল এই পথ শিশু রাকিবের মৃত্যুতে শিক্ষার্থীদের মধ্যে বইছে শোকের ছায়া। কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে রাকিবকে নিয়ে লেখালিখিতে ফুটে উঠেছে সেই চিত্র।

ক্যাম্পাসের কারো সাথে রাকিবের রক্তের সম্পর্ক না থাকলেও তার হাসিমাখা মুখ আর দুরন্তপনার ছোটাছুটিতে প্রিয়পাত্র হয়ে যেত সবার কাছেই। রক্ত কিংবা আত্মীয়তার কোনো বাঁধন না থাকলেও বিএম কলেজের সকল শিক্ষার্থীরাই পথশিশু রাকিবের মামা, আর রাকিব যেন তাদের একমাত্র ভাগ্নে। এইটুকুনি বয়সে রাকিবের এভাবে চলে যাওয়াটা মেনে নিতে পারছে না কেউই।

রাকিবের সাথে আমার প্রথম দেখা বিএম কলেজ ক্যাম্পাসে। তখন ওর বয়স বড়জোড় সাড়ে তিন হবে। আইসিসি ক্রিকেট চলাকালীন সময়ে বরিশালের একটা ফ্ল্যাশমবে অংশ নিয়ে আলোচনায় আসে রাকিব। এরপর গোটাদিন ধরে চষে বেড়াত বিএম কলেজের কলা ভবন থেকে শুরু করে বিজ্ঞান ভবন। বাংলা, হিন্দি গান বেশ ভাল আয়ত্বে ছিল তার। গান শুনিয়ে আর নেচে টাকা তুলত রাকিব।

গত ৫ বছর ধরে বিএম কলেজে অধ্যয়নকালীন সময়ে নিয়মিত দেখা হয়েছে রাকিবের সাথে। একটা সখ্যতাও গড়ে উঠেছিল শক্তপোক্ত। গত কয়েকমাস ধরে ঢাকায় থাকার কারনে ক্যাম্পাসে যাওয়া হয়নি। গতমাসে যখন ক্যাম্পাসে রাকিবের সাথে দেখা হলে বলল, মামা কই থাকো তুমি, তোমারে তো আজকাল আর দেখি না। আর আজ জীবনের নির্মমতায় আমাদের ছেড়ে চলে গেল রাকিব। ভাগ্নে রাকিব।

ভালো থাকিস পরপারে, তোর জন্য শুভ কামনা, ভালোবাসা অবিরাম।