মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ২৬

ডেস্ক রিপোর্ট :
মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য তামাউলিপাসে ট্রাক্টর ট্রেলার ও একটি ভ্যানের সংঘর্ষে ২৬ জন নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার (১৪ মে) সকালে তামাউলিপাসের একটি মহাসড়কে এ ঘটনা ঘটে।

তামাউলিপাসের জননিরাপত্তা মন্ত্রণালয় জানায়, রাজ্যের রাজধানী সিউদাদ ভিক্টোরিয়ার বাইরে প্রায় আধঘণ্টার দূরত্বে গাড়ি দুটির মধ্যে সংঘর্ষে আগুন ধরে যায়।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা যখন দুর্ঘটনাস্থলে পৌঁছান, তখন তারা সেখানে ট্রেলার বহনকারী ট্রাকটি দেখতে পাননি।

তামাউলিপাস প্রসিকিউটর অফিসের একটি সূত্র জানায়, ট্রাকের চালক পালিয়ে গেছেন নাকি দুর্ঘটনায় তিনিও মারা গেছেন, সেটি তদন্তকারীরা নিশ্চিত হতে পারেননি। ভ্যানের যাত্রীদের মধ্যে শিশুও ছিল বলে সূত্রটি জানিয়েছে।

সূত্রের বরাত দিয়ে রয়টার্স আরও জানায়, ঘটনাস্থলে পাওয়া জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নিহতদের সবাই মেক্সিকোর নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

ওয়েস্টমিনস্টার চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক :
ওয়েস্টমিনস্টার অ্যাবিতে রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার ক্যান্টারবিউরির আর্চবিশপ পরিচালিত এই অনুষ্ঠানে রাজা তৃতীয় চার্লস ও রানী কনসোর্ট ক্যামিলা পার্কারকে মুকুট পরানো হয়।

এর আগে ৫ মে রাজা ও রানী কনসোর্টের অভিষেকের প্রক্কালে রাষ্ট্র ও সরকার প্রধান এবং বিদেশি প্রতিনিধিদের জন্য রাজা তৃতীয় চার্লসের দেয়া এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের ৫০ বছরের অংশীদারিত্ব উদযাপন অনুষ্ঠানে যোগদান এবং জাপানে সরকারি সফরের পর তৃতীয় ধাপে ৪  মে লন্ডনে পৌঁছেন।

সংবর্ধনার আগে প্রধানমন্ত্রী গতকাল বিকেলে কমনওয়েলথ দেশগুলোর নেতাদের দ্বিবার্ষিক সম্মেলনের যোগদানের পাশাপাশি কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকেও যোগ দেন।

লন্ডনের কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউসে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যোগ দেন।

এ সময় কমনওয়েলথ প্রধান রাজা তৃতীয় চার্লসের সঙ্গে কমনওয়েলথ সরকার প্রধানদের মতবিনিময় অনুষ্ঠিত হয়।

কমনওয়েলথ চেয়ার ইন অফিস রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামের সভাপতিত্বে কমনওয়েলথ নেতাদের একটি রুদ্ধদ্বার বৈঠক প্রধান সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কমনওয়েলথ পরিবারের একটি যৌথ ছবি তোলা হয়।

৭৪ বছরের রাজা তৃতীয় চার্লস তার মা রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ৮ সেপ্টেম্বর, ২০২২-এ গ্রেট ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ডের রাজা হন।

রাজকীয় ঐতিহ্য অনুসারে জাতীয় শোক এবং বিশাল প্রস্তুতির কয়েক মাস পরে একজন ব্রিটিশ রাজার রাজ্যাভিষেক অনুষ্ঠিত হয়।

রাজা তৃতীয় চার্লেস এই অভিষেক অনুষ্ঠানে আয়ারল্যান্ড, ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, জাপান, হাঙ্গেরি ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানগণ উপস্থিত ছিলেন।

ব্রিটেনের ৪০তম রাজা হিসেবে শপথ নিয়েছেন তৃতীয় চার্লস

আন্তর্জাতিক ডেস্ক :
ব্রিটেনের ৪০তম রাজা হিসেবে শপথ নিয়েছেন তৃতীয় চার্লস। শপথের পরে আনুষ্ঠানিকভাবে রাজাকে মুকুট পরানো হয়। সাত দশকের মধ্যে ব্রিটেনের সবচেয়ে বড় আনুষ্ঠানিকতায় আজ শনিবার (৬ মে) ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজা তৃতীয় চার্লসকে মুকুট পরানো হয়, যা রাজ পরিবারটির হাজার বছরের ঐতিহ্যকে বহন করে চলেছে।

শতাধিক বিশ্বনেতা ও লাখ লাখ টেলিভিশন দর্শকের সামনে অ্যানগ্লিচান চার্চের আধ্যাত্মিক নেতা ক্যান্টারবুরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি রাজা তৃতীয় চার্লসের মাথায় ৩৬০ বছরের পুরনো মুকুটি বসিয়ে দেন। রাজা তৃতীয় চার্লস পবিত্র গসপেলে হাত রেখে শপথ নেন এবং আইনের শাসন ও চার্চ অব ইংল্যান্ডের মর্যাদা সমুন্নত রাখার অঙ্গীকার করেন। এ ছাড়া একজন ‘একনিষ্ঠ প্রোটেস্ট্যান্ট’ হিসেবে দ্বিতীয় শপথও নেন নতুন রাজা।

১০৬৬ সালে নরম্যানরা ইংল্যান্ড জয় করলে ৭৪ বছর বয়সী উইলিয়াম দ্য কনকারার ইংল্যান্ডের একক রাজা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। সেই সময় থেকেই রাজপরিবারের মুকুট অভিষেক হচ্ছে। সেই ঐতিহ্য চলে আসছে আজ অবধি।

প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ওয়েস্টমিনস্টার অ্যাবেতে চলা দুই ঘণ্টার এই অভিষেক অনুষ্ঠানে রাজা চার্লসের দ্বিতীয় স্ত্রী ৭৫ বছর বয়সী ক্যামিলাকেও মুকুট পরানো হয়।

ব্রেক্সিটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়েছিল যুক্তরাজ্য। এরপর থেকেই দেশটির রাজনীতিতে সংকট চলছে। ব্রেক্সিটের সমর্থনকারীদের বিশ্বাস, রাজ পরিবার যুক্তরাজ্যকে বিশ্বমঞ্চে নতুন একটি পরিচয় দিতে সহায়তা করবে। যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, ‘রাজ্য অভিষেকের মতো এমন জমকালো অনুষ্ঠান অন্য কোনো দেশ করতে পারেনি।’

সর্বশেষ ১৯৫৩ সালে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের জন্য এমন জমকালো অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। তবে, আজকের অনুষ্ঠান সেই অভিষেকের তুলনায় অনেক ছোটখাটো।

গত সেপ্টেম্বরে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। নিয়ম অনুযায়ী প্রয়াত রানির বড় ছেলেই বসলেন রাজ সিংহাসনে। সে অনুযায়ী যুক্তরাজ্যসহ কমনওয়েলথভুক্ত দেশগুলোর রাজা হলেন তৃতীয় চার্লস। রাজা হতে রাজ্য অভিষেক অপরিহার্য না হলেও এই অনুষ্ঠান রাজাকে জনসাধারণের চোখে বৈধ হওয়ার একটি উপায় মাত্র।

এর আগে রাজ্য অভিষেকের অনুষ্ঠানে যোগ দিতে ব্যাকিংহ্যাম প্যালেস থেকে বের হন রাজা ও রানি। ওয়েস্টমিনস্টারে যেতে তাদের বাহন ছিল একটি রাজকীয় ঘোড়ার গাড়ি যেটি ব্ল্যাক ডাইমন্ড স্টেট জুবলি কোচ নামে পরিচিত। সঙ্গে ছিল ক্যারাভান ও হেলমেট পরা অশ্বারোহী।

ব্যাকিংহ্যাম প্যালেস থেকে ওয়েস্টমিনস্টর পর্যন্ত রাস্তার দুপাশে দাঁড়িয়ে ছিল লাল ইউনিফর্ম পরা  রাজকীয় সৈন্যরা। বৃষ্টি উপেক্ষা করে এই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হতে রাস্তার পাশে জমায়েত হয়েছিল ১০ হাজারের বেশি মানুষ।

জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে

আন্তর্জাতিক ডেস্ক :
জাপানের মধ্যাঞ্চলে শুক্রবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং সুনামির কোনো আশঙ্কা নেই।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) জানায়, জাপানের প্রধান দ্বীপ হোনশুর মধ্য পশ্চিম উপকূলের কাছে ইশিকাওয়া অঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি আঘাত হেনেছে।

জাপানের বার্তা সংস্থা কিয়োডো জানায়, নিগাতা প্রিফেকচারের নিকটবর্তী একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে চিন্তার তেমন কিছু নেই।

জাপানি কর্মকর্তারা বলেন, সমুদ্র থেকে ছোট ছোট ঢেউ আসতে পারে। তবে সুনামির আশঙ্কা নেই।

জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্প প্রবণ দেশগুলোর একটি। ২০১১ সালে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পের ফলে সুনামি ও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ধসের ঘটনা ঘটে।

লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাজ্য এবং অন্যান্য কমনওয়েলথ দেশগুলোর রাজা-রানি হিসেবে তৃতীয় চার্লস ও তাঁর পত্নী ক্যামিলার অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটন ডিসি থেকে লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (৪ মে) রাত ১১টা ৪৯মিনিটের দিকে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইটটি।

এর আগে লন্ডনের উদ্দেশে ওয়াশিংটন ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় রওনা হন প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্র্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে এবং প্রধানমন্ত্রীর একমাত্র বোন শেখ রেহানা প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন।

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এ সময় ব্রিটিশ সরকারের পক্ষে রাষ্ট্রদূত এলিসন ব্ল্যাকবার্ন উপস্থিত ছিলেন।

এদিকে লন্ডনে প্রধানমন্ত্রী কমনওয়েলথ নেতাদের একটি অনুষ্ঠান, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় আয়োজিত একটি অনুষ্ঠান এবং একটি নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন।

ওয়াশিংটনে প্রধানমন্ত্রী বাংলাদেশ ও বিশ্বব্যাংকের অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান এবং মার্কিন ব্যবসায়ী নেতাদের সঙ্গে গোলটেবিল বৈঠক, বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট অজয় বঙ্গ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠক এবং একটি নাগরিক সংবর্ধনাসহ কিছু পার্শ্ব ইভেন্টে যোগ দেন।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে টোকিওতে চার দিনের সরকারি সফর শেষে ২৮ এপ্রিল ওয়াশিংটন ডিসি পৌঁছেন শেখ হাসিনা।

এর আগে ২৪ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ভিভিআইপি ফ্লাইট (বিজি১৪০৩) স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

জাপানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা এবং রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয়।

জাপান সফরের সময় প্রধানমন্ত্রী কৃষি, মেট্রোরেল, শিল্প উন্নয়ন, জাহাজ রিসাইক্লিং, শুল্ক সংক্রান্ত বিষয়াদি, মেধাসম্পদ, প্রতিরক্ষা সহযোগিতা, আইসিটি ও সাইবার নিরাপত্তা সহযোগিতার বিষয়ে আটটি চুক্তি স্বাক্ষর করেন।

২৬ এপ্রিল শেখ হাসিনা জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। চুক্তি স্বাক্ষরের পর একই দিনে তিনি জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

২৭ এপ্রিল প্রধানমন্ত্রী ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য চার জাপানি নাগরিকের কাছে ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার’ হস্তান্তরের পাশাপাশি একটি বিনিয়োগ শীর্ষ সম্মেলন ও একটি কমিউনিটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

টোকিও সফরের সময় প্রধানমন্ত্রী জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশির পাশাপাশি জাইকা, জেট্রো, জেবিক, জেবিপিএফএল ও জেবিসিসিইসি নেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেন। তিনি জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবে এবং জাপানি স্থপতি তাদাও আন্দোর সঙ্গেও দেখা করেন।

আগামী ৯ মে প্রধানমন্ত্রীর লন্ডন থেকে ঢাকা ফেরার কথা রয়েছে।

মেক্সিকোতে বাস খাদে পড়ে নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক :
মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় নায়ারিত রাজ্যে পাহাড়ি সড়ক থেকে একটি যাত্রীবাহী বাস ছিটকে খাদে পড়ে গেলে অন্তত ১৮ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন। রোববার (৩০ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। খবর রয়টার্সের।

নায়ারিতের প্রসিকিউটর কার্যালয় জানায়, শনিবার রাতে বাসটি মহাসড়ক থেকে প্রায় ১৫ মিটার নিচে একটি গিরিখাতে পড়ে যায়। সড়কটি রাজ্যের রাজধানী টেপিক ও পর্যটন এলাকা পুয়ের্তো ভাল্লার্তার মধ্যে যোগাযোগ স্থাপন করেছে।

টুইটারে প্রসিকিউটর অফিসের বিবৃতিতে বলা হয়, ভুক্তভোগীদের সহায়তায় আমরা শুরু থেকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করেছি।

স্থানীয় কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় ১১ জন নারী এবং সাতজন পুরুষ নিহত হয়েছেন। অন্তত ১১ জন শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

রাশিয়ার অভ্যন্তরে একটি গ্রামে হামলা চালিয়েছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক :
রাশিয়ার অভ্যন্তরে একটি গ্রামে হামলা চালিয়েছে ইউক্রেন। এতে রুশ দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

দুই দেশের মধ্যকার সীমান্তের পূর্ব দিকে অবস্থিত ব্রিয়ানস্ক অঞ্চলের সুজেমকা গ্রামে এই হামলা চালায় ইউক্রেন। ব্রিয়ানস্ক অঞ্চলের মেয়র আলেক্সান্ডার বোগোমাজ রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় বোগোমাজ বলেন, ইউক্রেনীয় জাতীয়তাবাদীদের হামলার ফলে দুর্ভাগ্যবশত দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

প্রাথমিক তদন্ত অনুযায়ী, একটি আবাসিক ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং আরও দুটি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। ঘটনাস্থলে কাজ করছেন জরুরি বিভাগের কর্মীরা।

গভর্নর জানান, বড় ধরনের হামলার আগে সুজেমকাতে একটি আবাসিক ভবনে একটি কামানের আঘাত লাগে। এর ফলে আংশিক ক্ষতি হয় এবং একজন আহত হয়। পূর্ব ইউক্রেনের কর্মকর্তারাও জানিয়েছেন যে, ইউক্রেনের গোলাগুলিতে ডোনেটস্ক শহরে আট বছর বয়সী একটি মেয়ে শিশুসহ নয়জন নিহত হয়েছে।

তবে ইউক্রেন কখনোই প্রকাশ্যে রাশিয়ার অভ্যন্তরে এবং ক্রিমিয়ার মতো ইউক্রেনের রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলে হামলার দায় স্বীকার করেনি।

ভারতে কারখানায় গ্যাস লিক হয়ে ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের পাঞ্জাবের একটি কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিক করে ১১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ছয়জন পুরুষ  ও পাঁচজন নারী। এ ঘটনায় অসুস্থ হয়েছে আরও ১১ জন। তাদের সবাইকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার সকালের দিকে পাঞ্জাবের লুধিয়ানার গিয়াসপুরা এলাকার একটি কারখানায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে সেখানে পৌঁছায় জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর (এনডিআরএফ) সদস্যরা। সেই সাথে পৌঁছায় ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স। এরপর অসুস্থদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ওই এলাকা ঘনবসতিপূর্ণ হয় হওয়ায় আরও মানুষ অসুস্থ হওয়ার আশঙ্কা রয়েছে। কারখানার আশেপাশের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যাপারে প্রক্রিয়া শুরু করেছে উদ্ধারকারী দলের সদস্যরা। যদিও রিপোর্ট লেখা পর্যন্ত গ্যাসের উৎসস্থল জানা যায়নি।

লুধিয়ানার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট সাথী তিওয়ানা জানান, এটি নিশ্চিতভাবেই গ্যাস লিকের ঘটনা। অসুস্থ মানুষদের উদ্ধার করা ও স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে।”

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান এই টুইট বার্তায় এই ঘটনাকে দুঃখজনক আখ্যা দিয়ে বলেছেন, “পুলিশ, প্রশাসন এনডিআরএফ টিম ঘটনাস্থলে রয়েছে। সম্ভাব্য সবরকম সহায়তা দেওয়া হচ্ছে।”

স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ‘গয়াল মিল্ক প্লান্ট’ নামে একটি দুগ্ধজাত পণ্য উৎপাদন কারখানার কুলিং সিস্টেম থেকে এই গ্যাস ছড়িয়ে পড়ে। এর ফলে ওই কারখানার কর্মীসহ আশপাশের এলাকার মানুষ অচেতন হয়ে পড়ে।

ইউক্রেনের হামলায় ক্রাইমিয়ার তেলের ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক :
রুশ-নিয়ন্ত্রিত ক্রাইমিয়ার এক তেলের ডিপোতে ড্রোন হামলায় বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

শনিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে সেভাস্টাপোলের এই এলাকার ওপর ধোঁয়া এবং আগুনের কুণ্ডলী দেখা যাচ্ছে।

অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। এই ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন মস্কোর নিয়োগ করা আঞ্চলিক গভর্নর।

শুক্রবার রাশিয়া ইউক্রেনজুড়ে বেশ কিছু শহরে হামলা চালিয়েছিল। এতে অন্তত ২৫ জন নিহত হয়। গত কয়েক মাসের মধ্যে এটি ছিল এ ধরনের প্রথম হামলা।

রাশিয়া ২০১৪ সালে ক্রাইমিয়া দখল করার পর এটি নিজেদের সীমানাভুক্ত করেছিল। কৃষ্ণসাগরে রাশিয়ার যে নৌবহর আছে, তাদের প্রধান ঘাঁটি এই ক্রাইমিয়ায়।

টেলিগ্রামে এক বার্তায় গভর্নর মিখাইল রাজভোঝায়েভ জানান, কাযাচিয়া বে এলাকায় একটি তেলের গুদামে আগুন ধরে গেছে। প্রাথমিক যে তথ্য আমরা পেয়েছি, তাতে মনে হচ্ছে ড্রোন হামলার কারণেই আগুন ধরেছে।”

পাঁচদিন আগে রাশিয়া জানিয়েছিল, তারা এই এলাকায় ইউক্রেনের সামরিক বাহিনীর একটি ড্রোন হামলা ঠেকিয়ে দিয়েছে। তারপর এই হামলার ঘটনা ঘটলো। ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ক্রাইমিয়া ক্রমাগত হামলার শিকার হয়েছে।

শুক্রবার রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যে অনেকগুলো হামলা চালিয়েছিল, তার একটি গিয়ে আঘাত করেছিল মধ্যাঞ্চলীয় শহর উমানের একটি বহুতল আবাসিক ভবনে। সেখানে যে ২৩ জন নিহত হয়, তার মধ্যে চারটি শিশু ছিল।

অন্যদিকে নিপ্রো শহরে আরেক হামলায় এক নারী এবং তার তিন বছর বয়সী কন্যা মারা যায়।

গত ৫১ দিনের মধ্যে কিয়েভেও এই প্রথম হামলা চালানো হয়। তবে রাজধানীতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ওষুধের ২০ শতাংশ দাম বাড়াল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক :
অর্থনৈতিক টালমাটালে থাকা পাকিস্তানে সব ওষুধের দাম বাড়ানো হয়েছে। নিত্যপ্রয়োজনীয় ওষুধের দাম ২০ শতাংশ ও জরুরি প্রয়োজনীয় ওষুধের দাম ১৪ শতাংশ বাড়ানো হয়েছে। আজ শুক্রবার (২৮ এপ্রিল) ওষুধের দাম বাড়ানোর অনুমোদন দিয়েছে পাকিস্তান সরকার। তবে, ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো বলছে, দাম বাড়ানো খুব কম হয়েছে। খবর রয়টার্সের।

সর্বশেষ কয়েক মাস ধরেই পাকিস্তানে ওষুধ সংকট দেখা যাচ্ছে। বৈদেশিক মুদ্রার সংকটে ওষুধ আমদানি করতে পারছিল না তারা। একইসঙ্গে ওষুধ শিল্পের জন্য কাঁচামাল আমদানিতেও হিমশিম খেতে হচ্ছিল। ওষুধের দাম বাড়ানো নিয়ে সর্বশেষ এক মাস ধরে প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর অ্যাসোসিয়েশন ও সরকারের মধ্যে আলোচনা চলছিল। অ্যাসোসিয়েশন দাম ৩৯ শতাংশ বৃদ্ধির জন্য বলছিল। তাদের দাবি, দাম ঠিক মতো না বাড়ালে এই শিল্প ধ্বংস হয়ে যাবে।

রয়টার্স বলছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পেতে আমদানিকৃত পণ্যে ভর্তুকি বন্ধ করে দিয়েছে পাকিস্তান সরকার। এর জেরে পণ্যের দাম আগের থেকেও বাড়ছে। গত মার্চে পাকিস্তানের বার্ষিক মূল্যস্ফীতি ছিল ৩৫ শতাংশ। নিত্য প্রয়োজনীয় খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৪৭ শতাংশে পৌঁছেছে।

কয়েক মাস পরেই পাকিস্তানের জাতীয় নির্বাচন। এই নির্বাচনের আগে ওষুধের দাম অত্যধিক বাড়ানোর বিপক্ষে ছিল দেশটির ক্ষমতাসীন সরকার। তাদের ভয় ছিল, ওষুধের দাম বাড়ানো হলে জনসমর্থন হারিয়ে যেতে পারে।

ওষুধের দাম বাড়ানো নিয়ে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় বলছে, পাকিস্তানি রুপির মূল্য বাড়লে তিন মাস পরে আবার ওষুধের দাম পর্যালোচনা করা যেতে পারে। আর আগামী অর্থবছরে একই বিভাগের অধীনে কোনো বৃদ্ধি হবে না।

পাকিস্তানের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর অ্যাসোসিয়েশন পিপিএমএ ওষুধের দাম বাড়ানো নিয়ে সমালোচনা করছে। তারা বলছে, আমাদের আশা অনুযায়ী দাম বাড়ানো হয়নি। এটি আমাদের প্রত্যাশার অনেক নিচে রয়েছে।