জিম্মি বাংলাদেশি জাহাজ নিয়ে সবশেষ যা জানা গেলো

ডেস্ক রিপোর্ট :
সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি হওয়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ’র কাছাকাছি অবস্থান নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেভাল ফোর্সের একটি যুদ্ধ জাহাজ। জিম্মি হওয়া এ জাহাজকে ঘিরে ইইউ নেভির একটি হেলিকপ্টারকেও চক্কর দিতে দেখা যায়।

বৃহস্পতিবার গভীর রাতে ‘অপারেশন আটলান্টা’ তাদের এক্স অ্যাকাউন্টে আবদুল্লাহকে নিয়ে কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ করে। ইইউ নেভাল ফোর্স সোমালিয়ান উপকূলে দস্যু বিরোধী অভিযান পরিচালনা করছে। এ অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন আটলান্টা’।

তবে আজ শুক্রবার জাহাজটির মালিকপক্ষ কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, ‘কোন ধরণের অভিযানকে আমরা সমর্থন করছি না। নাবিকদের অক্ষত অবস্থায় উদ্ধার করার আমাদের লক্ষ্য। আমরা আলাপ আলোচনার মাধ্যমে জিম্মিদশার অবসান চাই। সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। দস্যুরা আর ফোন করেনি। তবে নাবিকদের সাথে আমাদের যোগাযোগ রয়েছে।’

সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশি জাহাজটি গত তিন দিন ধরে সোমালিয়ার গোদবজিরান উপকূল থেকে মাত্র দেড় নটিক্যাল মাইল দূরে নোঙর করে আছে। ইইউ নেভাল ফোর্সকে অভিযান থেকে বিরত রাখতে জিম্মি নাবিকদের ওপর চাপ প্রয়োগ করছে দস্যুরা। ইইউ নেভাল ফোর্সের চাপে নাবিকদের এখন ২৪ ঘণ্টাই জাহাজের ব্রিজে অবস্থান করতে হচ্ছে। মাঝেমধ্যে ভিএইচএফ ব্যবহার করে নৌবাহিনীকে অনুরোধও জানাতে হচ্ছে যেন কাছে না আসে। তবে জাহাজ মালিক পক্ষ ও সরকার নাবিকদের নিরাপত্তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। আগেও নেভাল ফোর্স জিম্মি জাহাজটিকে উদ্ধারে অভিযানের কথা জানালেও তাকে সম্মতি দেয়নি সরকার ও জাহাজ মালিক।

প্রসঙ্গত, গত ১২ মার্চ মোজাম্বিকের মাপুতো থেকে কয়লা নিয়ে আবর আমিরাতের আল হামরিয়া বন্দরে যাওয়ার পথে সোমালিয়ান জলদস্যূদের কবলে পড়ে বাংলাদেশী পতাকাবাহী জাহাজ ‘এমভি আবদুল্লাহ’। জাহাজে ২৩ নাবিক রয়েছেন। যাদের সবাই বাংলাদেশি নাগরিক। জলদস্যুদের কবলে পড়া জাহাজটি চট্টগ্রাম ভিত্তিক শিল্পগোষ্ঠি কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান এসআর শিপিং কর্পোরেশনের। ২০ মার্চ দুপুরে জলদস্যুদের প্রথম ফোন পায় মালিকপক্ষ।

বরিশাল অবজারভার / হৃদয়

সোমালি উপকূলে জিম্মি জাহাজ আবদুল্লাহর কাছে ইইউ যুদ্ধজাহাজ

ডেস্ক রিপোর্ট :
২৩ জন ক্রুসহ বাংলাদেশি পতাকাবাহী মালামাল পরিবহণ জাহাজ এমভি আবদুল্লাহকে সোমালি জলদস্যুরা অপহরণ করে এ সপ্তাহে। জাহাজটিকে এখন তারা সোমালিয়ার তীরের কাছাকাছি নিয়ে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নৌনিরাপত্তা বিভাগ বুধবার (২০ মার্চ) এ তথ্য জানিয়েছে। খবর এপির।

এমভি আবদুল্লাহর ওপর দিয়ে দেখা যাচ্ছে ইইউ নেভাল ফোর্সের হেলিকপ্টার। ছবি : ইইউ নেভাল ফোর্সের ভেরিফায়েড ফেসবুক পেজ

গত মঙ্গলবার ব্রিটিশ সামরিক বাহিনী জানায়, সোমালিয়ার উপকূলীয় রাজধানী মোগাদিসু থেকে এক হাজার ১০০ কিলোমিটার দূরে এমভি আবদুল্লাহকে ছিনতাই করা হয়। ওই অঞ্চলে অপারেশন আটালান্টার আওতায় থাকা ইইউয়ের একটি যুদ্ধজাহাজ জিম্মি বাংলাদেশি কার্গো জাহাজটিকে নজরে রেখেছে। ইইউ ফোর্সের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এমভি আবদুল্লাহর দিকে নজর রাখছেন ইইউ নেভাল ফোর্সের সদস্যরা। ছবি : ইইউ নেভাল ফোর্সের ভেরিফায়েড ফেসবুক পেজ

বিবৃতিতে বলা হয়, জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এবং ২৩ জন ক্রুকে জিম্মি হিসেবে ব্যবহার করছে। তবে ক্রুরা নিরাপদে আছে। জাহাজটি এখন সোমালিয়ার উপকূলের দিকে যাচ্ছে।

ব্রিটিশ নৌ-নিরাপত্তা কোম্পানি আমব্রের দেওয়া তথ্য অনুযায়ী, জাহাজটি মোজাম্বিকের রাজধানী মাপুতু থেকে রওনা করে সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দরে যাবার পথে সোমালিয়ার জলসীমায় ২০ জন জলদস্যুর একটি দল জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

জাহাজটি বাংলাদেশের এসআর শিপিং লাইন্সের মালিকানাধীন, যা চট্টগ্রাম ভিত্তিক কবির স্টিল রিরোলিং মিলের একটি সহযোগী সংস্থা।

বরিশাল অবজারভার / হৃদয়

আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম

ডেস্ক রিপোর্ট :
জ্বালানি তেলের দাম কমেছে আন্তর্জাতিক বাজারে। যদিও এর আগের সেশনে দাম বেড়ে কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ হয়। সে সময় মার্কিন ফেডারেল রিজার্ভের সুদ হার নীতি ঘোষণাকে সামনে রেখে তেলের দাম বেড়ে যায়।

তবে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার স্থির রাখায় বুধবার  ব্রেন্ট ক্রুডের দাম মে মাসের জন্য ব্যারেলপ্রতি ১.৪৩ ডলার সেন্ট বা ১ দশমিক ৬৩ শতাংশ কমে ৮৫ দশমিক ৯৫ ডলারে দাঁড়িয়েছে।

তাছাড়া এপ্রিল মাসের জন্য ওয়েস্ট টেক্সাস ইন্টার মিডিয়েটের দাম ব্যারেলপ্রতি ১.৭৯ ডলার বা ২ দশমিক ১৪ শতাংশ কমে ৮১ দশমিক ৬৮ ডলারে দাঁড়িয়েছে।

বরিশাল অবজারভার / হৃদয়

নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা চলছেই

ডেস্ক রিপোর্ট :
ইসরায়েলি বাহিনী গাজা শহরে তাদের অবিরাম হামলায় একের পর এক হত্যা করছে ফিলিস্তিনিদের, সঙ্গে গুঁড়িয়ে দিচ্ছে তাদের বাড়িঘর। এরকমই এক হামলায় গতকাল মঙ্গলবার (১৯ মার্চ) মিকবিল পরিবারের বাড়িটি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। হামলায় মারা যায় পরিবারটির ১৫ জন সদস্য এবং ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন আরও কয়েকজন।

বাড়িটির মালিকের একজন আত্মীয় কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরাকে বলেন, ‘এটা আমার ভাইয়ের বাড়ি। দুর্ভাগ্যজনকভাবে নারী, শিশু ও প্রতিবেশীরা বাড়িটিতে আটকা পড়েছিলেন। তারা ছিলেন খুবই শান্তিপ্রিয় মানুষ…রোজা রাখার আগে সেহ্‌রী করে ঘুমাচ্ছিলেন তারা।’

এদিকে, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নেতারা ও হোয়াইট হাউসের মধ্যে সম্পাদিত একটি চুক্তির আলোকে দেশটির সামরিক বাহিনী, স্টেট ডিপার্টমেন্ট ও অন্যান্য কর্মসূচির আওতায় ২০২৫ সালের মার্চ মাস নাগাদ জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক সাহায্য সংস্থা ইউএনআরডব্লিউএকে সহায়তা প্রদান বন্ধ রাখবে বলে জানা গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক তথ্যে বলা হয়, এ বিষয়ে প্রণীত আইন জনসম্মুখে প্রকাশ করা হলেই গাজায় সাহায্য পাঠানোর বিকল্প বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাবে। যুক্তরাষ্ট্র হলো ইউএনআরডব্লিউর সবচেয়ে বড় দাতা দেশ, যা ফিলিস্তিনিদের জন্য প্রতি বছর ৩০ থেকে ৪০ কোটি ডলার প্রদান করে থাকে। যুক্তরাষ্ট্র গত জানুয়ারিতে ফিলিস্তিনি সংস্থাটিকে সাহায্য প্রদান বন্ধ করে দেয়। তাদের অভিযোগ ওই সংস্থাটির ১২ জন স্টাফ সদস্য ইসরায়েলে গত বছরের ৭ অক্টোবরের হামলায় সরাসরি অংশ নিয়েছিল।

এদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর এক ঘোষণায় জানিয়েছে, দেশটির উদ্যোগে দুই হাজার টন খাদ্য সহায়তা জর্ডান হয়ে গাজায় পাঠানো হয়েছে। তারা বলেছে, এই পরিমাণ খাদ্য সামগ্রী বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে দুই লাখ ৭৫ হাজার ফিলিস্তিনির মাঝে বিতরণ করা হবে। পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, তারা ইউনিসেফের মাধ্যমে ১৫০ টন সহায়তা পণ্যও গাজায় সরবরাহ করেছে, যার মধ্যে রয়েছে তাঁবু ও কম্বল।

অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা বিভাগের একজন কর্মকর্তা সূত্রে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্ট আগামী সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা বিভাগে একটি দ্বিপাক্ষীয় বৈঠকে অংশ নিতে যাচ্ছেন।

গাজায় ইসরায়েলের চাপিয়ে দেওয়া বর্বর যুদ্ধের কারণে ফিলিস্তিনি ভূখণ্ডের ২৩ লাখ অধিবাসী এখন অবশ্যম্ভাবী দুর্ভিক্ষের ঝুঁকির মুখে। গত ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলের অবিরাম হামলায় এ পর্যন্ত ৩১ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত এবং আহত হয়েছে আরও ৭৪ হাজারেরও বেশি মানুষ। আহতরা এখন এমন স্বাস্থ্য ব্যবস্থার স্থাপনার ওপর নির্ভরশীল, যা ইসরায়েলের হামলায় ধ্বংস হয়ে গেছে বা হামলার মুখে রয়েছে।

গাজায় দুর্ভিক্ষ আসন্ন, নজিরবিহীন সংকট : জাতিসংঘ

ডেস্ক রিপোর্ট :
গাজার অর্ধেক বাসিন্দাই ভয়াবহ ক্ষুধায় জর্জরিত। জরুরি পদক্ষেপ না নিলে মে মাস নাগাদ গাজার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষ দেখা দেবে। জাতিসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তা মূল্যায়ন বিষয়ক সংস্থা আইপিসি সোমবার (১৮ মার্চ) এ বিষয়ে হুঁশিয়ার করেছে।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) প্রধান কিন্ডি ম্যাককেইন বলেছেন, এ মুহূর্তে গাজায় লোকজন অনাহারে মারা যাচ্ছে। গাজায় ক্ষুধা ও অপুষ্টির সংকট ভয়াবহ রূপ নিয়েছে।

দ্য ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেইজ ক্লাসিফিকেশনের (আইপিসি) হিসাবে গাজার মোট জনসংখ্যার অর্ধেক ১১ লাখ লোক ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবেলা করছে।

জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের (ফাও) উপমহাপরিচালক বেথ বেচডল বলেন, মোট জনসংখ্যার ৫০ শতাংশই ভয়ঙ্কর পরিস্থিতিতে রয়েছে। তারা দুর্ভিক্ষের কাছাকাছি পর্যায়ে আছে। পরিস্থিতি সবচেয়ে ভয়ঙ্কর উত্তর গাজায়। এখানে মধ্য মার্চ থেকে মে মাসের মধ্যে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়তে পারে।

জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস অবরুদ্ধ ফিলিস্তিনি অঞ্চলে ত্রাণের অবাধ প্রবেশের সুযোগ দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সময় নষ্ট করার মতো সময় নেই।

গ্রিফিথস আরও বলেন, দুর্ভিক্ষ প্রতিরোধের ব্যর্থতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের লজ্জায় মাথা নত করা উচিত।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক বড় ধরনের হামলা চালায়। এর প্রতিশোধ হিসেবে ইসরায়েল গাজায় ভয়াবহ অভিযান শুরু করে এবং তা অব্যাহত রেখেছে। গত পাঁচ মাস ধরে চলা এ হামলায় গাজার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে। প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ করাও সম্ভব হচ্ছে না।

বরিশাল অবজারভার / হৃদয়

‘৬২ ডিগ্রি তাপমাত্রায়’ পুড়ছে ব্রাজিল!

ডেস্ক রিপোর্ট :
তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। গ্রীষ্মের শুরুতেই রেকর্ড তাপমাত্রায় নাভিশ্বাস দেশটির নাগরিকদের।

সোমবার দেশটিতে গত এক দশকের মধ্যে সর্বোচ্চ তাপপ্রবাহ ছিল বলে জানিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিওতে সোমবার সকালে ৪২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশটির আবহাওয়া দফতর বলেছে, মানুষ যে উত্তাপ অনুভব করছে তার বিচারে ফিলস লাইক টেম্পারেচার ৬২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, তীব্র গরমের কারণে রিও ডি জেনেরিওতে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, কলেজ ও বেশ কিছু অফিস। তীব্র গরম থেকে বাঁচতে শত শত মানুষ ভিড় জমিয়েছেন কোপাকাবানা ও ইপানেমা সমুদ্র সৈকতে।

আবহাওয়াবিদেরা বলছেন, শুধু আবহাওয়া অফিসের রেকর্ড করা তাপমাত্রা দিয়ে গরমের তীব্রতা বিচার করলে হবে না। এর সঙ্গে আদ্রতাসহ বেশ কিছু জিনিস বিবেচনায় নিতে হবে। সেসব জিনিস বিবেচনায় নিলে রিও ডি জেনেরিওর মানুষ এখন প্রায় সাড়ে ৬২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভব করছে।

ব্রাজিলের একদিক তীব্র তাপে পুড়ে গেলেও দেশের দক্ষিণাঞ্চল ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত। দেশটির আবহাওয়া সংস্থা মেটসুল জানিয়েছে, আগামী সপ্তাহটি দক্ষিণাঞ্চলের জন্য বেশ ঝুঁকিপূর্ণ। কারণ সপ্তাহজুড়েই তীব্র ঝড়–বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বরিশাল অবজারভার / হৃদয়

ছিনতাই করা যে জাহাজ নিয়ে তিন মাস ধরে সাগরে ঘুরে বেড়ায় জলদস্যুরা

ডেস্ক রিপোর্ট :
বিশেষ কমান্ডো অভিযান চালিয়ে সোমালি জলদস্যুদের ছিনতাই করা মাল্টার একটি মালবাহী জাহাজ জব্দ করেছে ভারতীয় নৌ বাহিনী। এ সময় ১৭ জন নাবিককে উদ্ধার করা হয়েছে।

শনিবার ভারতীয় নৌবাহিনীর একজন মুখপাত্র এসব কথা জানান। ছিনতাই করা এই জাহাজটি নিয়ে গত তিন মাস ধরে ভারত মহাসাগরে ঘুরে বেড়াতো সোমালিয়ার জলদস্যুরা।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) নিজেদের পেজে এ নিয়ে একটি পোস্ট দিয়েছে ভারতীয় নৌবাহিনী।

পোস্টে বলা হয়েছে, মাল্টার পতাকাবাহী বাল্ক কার্গো জাহাজ রুয়েন নিয়ে জাহাজে থাকা ৩৫ জলদস্যুর সবাই আত্মসমর্পণ করেছে।

ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী ধারণা করছে, রুয়েন থেকেই বাংলাদেশি মালিকানাধীন জাহাজ আব্দুল্লাহতে হামলা চালিয়েছিল জলদস্যুরা। মহাসাগরে এই জাহাজটিকে ঘাটি হিসেবে ব্যবহার করে তারা অন্যান্য জাহাজে হামলা চালাত।

ভারতের নৌবাহিনী জানিয়েছে, রুয়েন জাহাজটিতে অভিযান চালানোর সময় ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস কলকাতা লক্ষ্য করে গুলি ছোঁড়ে জলদস্যুরা। তবে অভিযান শেষে জাহাজে থাকা সব নাবিককে অক্ষত উদ্ধার করা হয়েছে।

জাহাজটিতে অবৈধ অস্ত্র, গোলাবারুদ এবং মাদক আছে কি না তাও পরীক্ষা করা হয়েছে।

রুয়েন নামের এই জাহাজটি গত বছরের ১৪ ডিসেম্বর ছিনতাই করা হয়। শুক্রবার জাহাজটিকে আটকের কথা জানায় নৌবাহিনী। এর আগে নজরদারি করার জন্য একটি হেলিকপ্টার পাঠানো হয়েছিল যুদ্ধজাহাজ থেকে। জলদস্যুরা সেটি লক্ষ্য করে গুলি করে।

ওই অভিযানের বেশি কিছু ছবি ও ভিডিও নিজেদের এক্স প্ল্যাটফর্মে প্রকাশ করেছে ভারতীয় নৌবাহিনী। এই সপ্তাহের শুরুতে সোমালিয়ার উপকূলে বাংলাদেশের পতাকাবাহী একটি কার্গো জাহাজ দখলে এই জাহাজটিরই সম্ভাব্য ব্যবহারের কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী।

এর আগে এডেন উপসাগর এবং ভারত মহাসাগরে জলদস্যুদের নিরস্ত করতে আন্তর্জাতিক নৌবাহিনীর ক্র্যাকডাউন শুরু করে। ফলে কমে যায় জাহাজ ছিনতাইয়ের ঘটনা।

২০১৭ সালের পর রুয়েনই প্রথম জাহাজ কোনো জাহাজ যেটি সোমালি জলদস্যুরা সফলভাবে ছিনতাই করতে পেরেছিল। এক দশক ধরে গুরুত্বপূর্ণ বৈশ্বিক জলপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে সোমালি জলদস্যুরা। কিন্তু গত বছরের শেষ দিক থেকে আবারও শুরু হওয়া আক্রমণের আগ পর্যন্ত তারা প্রায় নিষ্ক্রিয় ছিল।

এই মুহূর্তে ইয়েমেনের ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথিদের আক্রমণের দিকে বেশি নিবিষ্ট রয়েছে পশ্চিমা শক্তি। ফলে লোহিত সাগরের পূর্বদিকে জলদস্যুদের বিরুদ্ধে জাহাজগুলোকে নিরাপত্তা দিতে অন্তত এক ডজন যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারত।

এর আগে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছিল, পয়লা ডিসেম্বর থেকে অন্তত ১৭টি ছিনতাই, ছিনতাইয়ের চেষ্টা ও সন্দেহজনক কর্মকাণ্ডের ঘটনা নথিভুক্ত করেছে ভারতীয় নৌবাহিনী।

ছিনতাই হওয়া এমভি আব্দুল্লাহর সর্বশেষ

২৩ নাবিকসহ ভারত মহাসাগরে ছিনতাইয়ের শিকার হওয়া বাংলাদেশি জাহাজটির অবস্থান বারবার বদল করছে জলদস্যুরা। গত মঙ্গলবার জলদস্যুরা জাহাজটির দখল নেয়ার পর নোঙর করার পরও অন্তত তিনবার স্থান বদলেছে এমভি আব্দুল্লাহ। জলদস্যুরা বর্তমানে জাহাজটিকে সরিয়ে সোমালিয়ার গদবজিরান উপকূলে নোঙর করেছে।

জাহাজটির মালিকপক্ষ ধারণা করছে, জলদস্যুদের যে গ্রুপটি জাহাজটি ছিনতাই করেছে তারা হয়তো ছোট একটি গ্রুপ। তারা কিছু টাকা পয়সার বিনিময়ে এটি বড় গ্রুপের কাছে হস্তান্তর করবে। সেই গ্রুপই মুক্তিপণ নিয়ে দেন দরবার করবে। হয়তো এ কারণেই জলদস্যুদের পক্ষ থেকে যোগাযোগে দেরি হচ্ছে বলে তারা ধারণা করছেন।

জাহাজটি জলদস্যুদের কবলে পড়ার পর থেকে স্যাটেলাইট ইমেজ ও প্রযুক্তি ব্যবহার করে এটির সর্বশেষ অবস্থান সম্পর্কে খোঁজ-খবর রাখছে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন (বিএমএমওএ)।

সংগঠনটির সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী শনিবার বলেন, “বৃহস্পতিবার জাহাজটি যেখানে নোঙর করা ছিল, সেখান থেকে আজ ৪৫-৫০ নটিক্যাল মাইল উত্তর দিকে সরিয়ে নেওয়া হয় শুক্রবার। বর্তমানে জাহাজটির অবস্থান সোমালিয়ার গদবজিরান শহর থেকে ৪ নটিক্যাল মাইল দূরে।”

এদিকে, ওই জাহাজটিতে থাকা সশস্ত্র জলদস্যুদের একটি ছবি প্রকাশ করেছে ভারতীয় নৌবাহিনী। ভারতীয় নৌবাহিনীর এক্স অ্যাকাউন্টে (সাবেক টুইটার) চার জলদস্যুর সশস্ত্র অবস্থানের ওই ছবি প্রকাশ করা হয়।

শুক্রবার সন্ধার পর জিম্মি নাবিকদের সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ হয়নি বলে তাদের পরিবারে সদস্যরা জানিয়েছেন।

জাহাজটিতে জিম্মি চিফ অফিসার আতিকুল্লাহ খানের ছোট ভাই মোহাম্মদ আসিফ খান শনিবার বলেন, “শুক্রবার সন্ধ্যায় জাহাজে থাকা স্যাটেলাইট ফোন দিয়ে কল করেছিল ভাইয়া। তখন দেড় মিনিটের মতো কথা হয়েছে। এরপর আর আমরা তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি।’

বরিশাল অবজারভার / হৃদয়

নোঙর অবস্থায় আছে জিম্মি বাংলাদেশি জাহাজ

ডেস্ক রিপোর্ট :
সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ এখন নোঙর করা অবস্থায় আছে বলে জানিয়েছেন নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলা‌দে‌শি না‌বিক‌দের উদ্ধা‌রে করণীয় নি‌য়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শে‌ষে এ তথ্য জানান তিনি।

মাকসুদ আলম ব‌লেন, যারা জাহাজটি হাইজ্যাক করেছে আমরা এক্সপেক্ট (আশা) করছি যে তারা কোনো না কোনো সময় আমাদের কনসার্ন যে অথরিটি অথবা জাহাজের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করবে। তারপর আমরা স্ট্র্যাটেজি সেট করব যে কীভাবে তাদের সঙ্গে নেগোসিয়েশন বা অন্যান্য কিছুতে যাব। আপাতত আমরা চিন্তা করছি জাহাজের যারা ক্রু আছে তারা যেন সেফ থাকে।

জাহাজটির অবস্থান নিয়ে মাকসুদ আলম ব‌লেন, সঠিক জায়গার নাম বলা যাবে না। এটা হচ্ছে ওদের যে সি অ্যারিয়াতে, যেটা দেখা যাচ্ছে তাদের উপকূলের ২০ মাইল দূরে। এখন জাহাজটি চলছে না, নোঙর করা অবস্থায় আছে।

না‌বিক‌দের উদ্ধা‌রে পরবর্তী পদক্ষেপ জান‌তে চাইলে মহাপ‌রিচালক জানান, পরবর্তী পদক্ষেপ কী হবে সেটি নির্ভর করে যারা হাইজ্যাক করেছে তারা কীভাবে যোগাযোগ করে এবং কী যোগাযোগ করে সেটার ওপর ভিত্তি করে।

গত মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে সোমালিয়ার জলদস্যুরা এমভি আবদুল্লাহ নামে জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। জাহাজটি মোজাম্বিক থেকে দুবাই যাচ্ছিল। জলদস্যুদের কবলে পড়া চট্টগ্রামের কবির গ্রুপের এই জাহাজটি পরিচালনা করছে গ্রুপটির সহযোগী সংস্থা এস আর শিপিং লিমিটেড। জাহাজে ২৩ বাংলাদেশি নাবিক রয়েছেন।

এমভি আবদুল্লাহ জাহাজে থাকা নাবিকদের মধ্যে চট্টগ্রামের বাসিন্দা ১১ জন। বাকিরা ফেনী, নোয়াখালী, খুলনা, ফরিদপুর, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলার বাসিন্দা।

জলদস্যুদের কবলে পড়া জাহাজ এমভি আব্দুল্লাহ এবং এতে থাকা নাবিকদের উদ্ধারে আন্তর্জাতিক তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যেই চারটি আন্তর্জাতিক সংস্থাকে বিষয়টি জানিয়ে তাদের সহায়তাও চাওয়া হয়েছে।

বরিশাল অবজারভার / হৃদয়

গাজার উত্তরাঞ্চলে পৌঁছাল সাহায্যপণ্যের বহর

ডেস্ক রিপোর্ট :

পাইলট প্রকল্পের আওতায় গতকাল মঙ্গলবার (১২ মার্চ) ছয়টি ট্রাক সাহায্যপণ্য নিয়ে ইসরায়েল থেকে সরাসরি সীমান্ত অতিক্রম করে গাজার উত্তরাঞ্চলে প্রবেশ করেছে। ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

সাহায্য সংস্থাগুলো গত কয়েক সপ্তাহ ধরে অবরুদ্ধ গাজায় দুর্ভিক্ষের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে আসছে এবং জাতিসংঘ ভূখণ্ডটির উত্তর অংশে খাদ্য ও অন্যান্য মানবিক সাহায্যপণ্য পাঠাতে বিশেষ অসুবিধার কথা উল্লেখ করেছে।

ইসরায়েলি সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুসারে, বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ছয়টি ট্রাক নিরাপত্তা বেষ্টনীর ৯৬তম গেট দিয়ে গাজার উত্তর অংশে গতকাল প্রবেশ করেছে।

হামাসের অস্ত্রধারীরা যাতে সাহায্যপণ্যের নাগাল না পেতে পারে সেজন্য পাইলট প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। চালানটি গাজায় প্রবেশের আগে কেরেম শালোম নামক স্থানে পরিক্সা-নিরীক্ষা করা হয় বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা আরও জানায়, পাইলট প্রকল্পের ফলাফল সম্পর্কে সরকারকে জানানো হবে।

হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর ইসরায়েল গাজায় সাহায্যপণ্য প্রবেশের বিষয়ে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে আসছে। দেশটি সাহায্যসামগ্রী পাঠানোর আগে সীমান্তের কেরেম শালোম ও নিটজারা এলাকায় সাহায্যপণ্য পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রেখেছে।

জাতিসংঘ এবং আরও কয়েকটি দেশ গাজার উত্তর অংশে বিমান থেকে সাহায্যপণ্য ফেলে আসছিল। তবে এভাবে ত্রাণ সামগ্রী বিতরণকালে যথাযথভাবে প্যারাসুট না খোলায় পণ্য সামগ্রীর চাপায় বেশ কয়েকজন নিহত হয়। এরপর সমুদ্র পথে সাহায্যপণ্য পৌঁছাতে কাজ শুরু করে ইউরোপীয় দেশগুলো। গাজার সবচেয়ে নিকটবর্তী ইউরোপের দেশ সাইপ্রাস থেকে নতুন তৈরি এই মানবিক নৌ-করিডরের মাধ্যমে সাহায্যপণ্য বহনকারী জাহাজটি ইতোমধ্যে যাত্রা করেছে। তবে সাহায্যকর্মীরা জানিয়েছেন, স্থলপথে সাহায্যপণ্য পাঠানো অনেক বেশি কার্যকর বলে মনে করছেন তারা।

এদিকে সুস্পষ্টভাবে কোনো স্থল রুটের কথা উল্লেখ না করে ডব্লিউএফপি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, তারা মঙ্গলবার গাজা শহরে ২৫ হাজার মানুষের জন্য জরুরি খাদ্য সাহায্য সফলভাবে সরবরাহ করতে পেরেছে। ২০ ফেব্রয়ারির পর এটাই ছিল শহরটিতে পণ্যবাহী কোনো বহরের প্রবেশের ঘটনা।

এক্স বার্তায় ডব্লিউএফপি উল্লেখ করে, ‘দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে থাকা গাজাবাসীর জন্য প্রতিদিনই পণ্য পাঠানো দরকার। আর এই কাজে গাজার ‍উত্তর অংশে সরাসরি পৌঁছানো যায়, এমন কিছু প্রবেশপথ আমাদের দরকার।’

বরিশাল অবজারভার / হৃদয়

গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ১৩ নারী-শিশু নিহত

ডেস্ক রিপোর্ট :
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নুসেইরাত শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের সবাই নারী ও শিশু। আহত হয়েছে আরও অনেকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকাজুড়ে আক্রমণ আরও জোরদার করেছে, নুসেইরাত শরণার্থী শিবিরে কমপক্ষে ১৩ জন নারী ও শিশুকে হত্যা করেছে এবং রাফাহতে একটি আবাসিক টাওয়ার ধ্বংস করেছে।

নুসেইরাত শরণার্থী শিবিরে একটি বাড়িতে হামলা চালিয়ে সেটি ধ্বংস করার ঘটনায় কমপক্ষে ১৩ ফিলিস্তিনি নিহত হয় এবং সিভিল ডিফেন্স ক্রুরা এখন ধ্বংসস্তূপের নিচে থেকে হতাহতদের উদ্ধার করতে কাজ করছে। মৃতের সংখ্যা এবং আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেইর আল-বালাহ শহরের নুসেইরাত শরণার্থী শিবিরে এর আগেও ইসরায়েল হামলা চালিয়েছিল।

বরিশাল অবজারভার / হৃদয়