নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার অর্ধেক মানুষের তথ্য হ্যাকারদের হাতে

আন্তর্জাতিক ডেস্ক :
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মোট জনসংখ্যা তিন কোটি ১০ লাখ। এর মধ্যে প্রায় অর্ধেক জনসংখ্যার তথ্যই হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। একটি আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের তথ্য চুরির মাধ্যমে হ্যাকাররা এমনটি করেছে বলে জানা গেছে।

আজ সোমবার (২৭ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যমটি জানায়, অস্ট্রেলিয়াভিত্তিক ঋণদাতা প্রতিষ্ঠান ল্যাটিটিউড ফিনান্সিয়ালের এক কোটি ৪০ লাখ গ্রাহকের তথ্য চুরি করেছে হ্যাকাররা। আর্থিক প্রতিষ্ঠানটিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের  নাগরিকের ব্যক্তিগত তথ্য ছিল বলে জানা গেছে।

ল্যাটিটিউড ফিনান্সিয়ালের হ্যাকিংয়ের বিষয়টি সমানে আসে চলতি মাসের শুরুর দিকে। তবে, ওই সময় যতজন গ্রাহকের তথ্য চুরির কথা চাউর হয়েছিল, বর্তমান সময়ে তা অনেক বেশি। এর ফলে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রায় অর্ধেক মানুষের তথ্যই চলে গেছে হ্যাকারদের কবলে।

এক বিবৃতিতে আর্থিক প্রতিষ্ঠানটি বলে, আজকের ঘোষণাটি আমাদের গ্রাহকদের জন্য একটি দুঃখজনক ঘটনা হবে তা আমরা স্বীকার করছি। গ্রাহকদের তথ্য সঠিকভাবে সুরক্ষিত করতে না পারায় আমরা ক্ষমাপ্রার্থী।’

ল্যাটিটিউড ফিনান্সিয়ালের তথ্যানুসারে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ৭৯ লাখ নাগরিকের ড্রাইভিং লাইসেন্সের তথ্য চুরি করা হয়েছে। দুদেশের ৫৩ হাজার পাসপোর্টের তথ্য চুরি করা হয়েছে।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নাগরিকদের ব্যক্তিগত তথ্য চুরির ঘটনা নতুন নয়। ২০০৫ সালে দেশ দুটির ৬১ লাখ নাগরিকের তথ্য চুরি করে নেয় হ্যাকাররা। অস্ট্রেলিয়াভিত্তিক বহুজাতিক ঋণদাতা প্রতিষ্ঠানটির বিশ্বাস, তাদের তিন লাখ ৩০ হাজার গ্রাহকের তথ্য চুরি হয়েছে।

ল্যাটিটিউড ফিনান্সিয়ালের প্রধান নির্বাহী আহমেদ ফাওয়া বলেন, ‘গ্রাহকদের তথ্য চুরির বিষয়টি অত্যন্ত হতাশাজনক। গ্রাহকদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী।’

তথ্য চুরির ঘটনায় অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছে আর্থিক প্রতিষ্ঠানটি। একইসঙ্গে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের পাশাপাশি কোম্পানিটির কর্মীরা কাজ করছে বলে জানা গেছে।

ওমরাহ পালন নিয়ে সৌদি আরবের নতুন নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক :
করোনার পর রমজানে ওমরাহ পালন করতে মক্কা ও মদিনায় পাড়ি জমিয়েছেন বিশ্বের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলিম। ফলে পবিত্র কাবাঘর প্রাঙ্গণে তৈরি হয়েছে ওমরাহযাত্রী ও মুসল্লিদের উপচে পড়া ভিড়। তাই ওমরাহ নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। এক বিবৃতিতে পবিত্র রমজানে একবারের বেশি ওমরাহ করা যাবে না বলে জানিয়েছে দেশটির মন্ত্রণালয়।

সৌদি গেজেটের প্রতিবেদনে জানা যায়, রমজান মাসে একবারই ওমরাহ পালন করা যাবে। একবারের বেশি ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে না। সব মুসল্লি যেন সহজে ও স্বাচ্ছন্দ্যে ওমরাহ পালনের সুযোগ পান মূলত সে কারণেই এই নির্দেশনা দেওয়া হয়। ‘নুসুক’ অ্যাপের সাহায্যে ওমরাহ পালনের অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করা যাবে। নির্ধারিত তারিখে অ্যাপয়েন্টমেন্ট না পেলে অন্য তারিখে তা খুঁজতে বলা হয়।

এর আগে সর্ববৃহত্ পরিকল্পনা অনুসারে রমজানে পবিত্র দুই মসজিদে ৩০ লাখ মুসল্লির ব্যবস্থার কথা জানান পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস। তিনি জানান, রমজানে ৩০ লাখ মুসল্লির সেবা দিতে কাজ করছে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের সংশ্লিষ্ট সব বিভাগ। মুসল্লিদের সার্বিক নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করতে ১২ হাজারের বেশি লোক কাজ করছে। মসজিদুল হারামে আসা-যাওয়াকে আরো সহজ করতে বাস চলাচলের ১৭টি পথ চালু করা হয়।

মুসল্লিদের জন্য বাংলাসহ বিভিন্ন ভাষায় দেড় লাখের বেশি কোরআন অনুবাদ কপি সরবরাহ, বাংলাসহ ১০ ভাষায় জুমার খুতবার তাত্ক্ষণিক অনুবাদের ব্যবস্থা রয়েছে। উল্লেখ্য, জেনারেল প্রেসিডেন্সির তথ্যমতে, রমজানের প্রথম জুমার নামাজে অংশ নিয়েছেন ৯ লাখ ৭৬ হাজার ১৭ জন মুসল্লি। নামাজে অংশ নিতে মসজিদের ছাদসহ সুবিস্তৃত প্রাঙ্গণ ও আশপাশ ছিল মুসল্লিদের পদচারণে মুখরিত। সূত্র : হারামাইন ওয়েবসাইট।

জার্মানির হামবুর্গে ফের গোলাগুলি

আন্তর্জাতিক ডেস্ক :
জার্মানির হামবুর্গ শহরে এক বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হয়েছেন। দেশটির স্থানীয় সময় গতকাল শনিবার (২৫ মার্চ) শেষ সময়ে এ ঘটনা ঘটে। এ নিয়ে চলতি মাসের মধ্যে শহরটিতে দ্বিতীয়বারের মতো গোলাগুলির ঘটনা ঘটল।

হামবুর্গ শহরের প্রসিকিউটর কার্যালয় বলছে, নিহত দুজনের মধ্যে একজন ওই বন্দুকধারী। সে আত্মহত্যা করার আগে আরেক ব্যক্তিকে গুলি করে।

গোলাগুলির কারণ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। তারা বলছে, দুটি বহুতল ভবনের মধ্যবর্তী রাস্তায় লাশ দুটি পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, গুলিবিদ্ধ হওয়ার পর তাৎক্ষণিকভাবে তারা মারা যায়।

পুলিশ আরও বলছে, বন্দুকধারীর বয়স ৫০ ও ভুক্তভোগীর বয়স ৪২। দুজনেই পূর্ব পরিচিত ছিল।

জার্মানির স্থানীয় সংবাদপত্র বিল্ড জানায়, হামবুর্গের লাঙ্গেনহর্নতে শনিবার মধ্যরাতের দিকে গুলিবর্ষণের পর পুলিশকে ডাকা হয়। এরপর ঘটনাস্থলে দুই ডজনের বেশি জরুরি সেবার গাড়ি হাজির হয়।

টর্নেডোতে বিধ্বস্ত মিসিসিপি; নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে শক্তিশালী টর্নোডোর আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ২৫ জন মিসিসিপির ও অন্য একজন আলাবামা অঙ্গরাজ্যের। শনিবার (২৫ মার্চ) আঘাত হানা টর্নেডোতে অনেক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। তাই এখনো চলছে উদ্ধার অভিযান।

মিসিসিপি অঙ্গরাজ্যের গভর্নর টেট রিভস ক্ষয়ক্ষতির প্রতিক্রিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

তাছাড়া মিসিসিপি থেকে প্রকাশিত ছবিগুলোকে হৃদয়বিদারক বলে আখ্যায়িত করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে সব ধরনের সহায়তারও আশ্বাস দিয়েছেন তিনি।

এক বিবৃতিততে বাইডেন বলেন, যতদিন লাগে আমরা বিধ্বস্ত এলাকায় কাজ করবো। পুনরুদ্ধার প্রক্রিয়ায় সাহায্য করতে একসঙ্গে কাজ করারও ঘোষণা দিয়েছেন তিনি।

বেশ কয়েকটি গ্রামীন শহরেও ধ্বংসযজ্ঞ চালিয়েছে প্রাকৃতিক এই দুর্যোগটি। ভেঙে পড়েছে অসংখ্য গাছ ও বিদ্যুতের লাইন। বিদ্যুৎহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ।

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি, নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক :

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে ১৯ অভিবাসন প্রত্যাশী নিহত হয়েছে। নিহত সবাই সাব-সাহারান অফ্রিকার দেশগুলোর বাসিন্দা। নিহতরা নৌকা দিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যেতে চাইছিল বলে জানা গেছে। একটি মানবাধিকার গ্রুপের বরাতে আজ রোববার (২৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।

ইতালির সংবাদ সংস্থা এএনএসএ জানিয়েছে, রোববার ভোরের দিকে নৌকাডুবিতে ওসব অভিবাসন প্রত্যাশীরা মারা যায়। গত ২৪ ঘণ্টায় ইতালির ল্যামপেদুসা দ্বীপে পৌঁছেছে দুই হাজারেরও বেশি অভিবাসন প্রত্যাশী। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে একদিনে ইতালিতে পৌঁছানোয় এটি রেকর্ড বলে দাবি করছে সংবাদ সংস্থাটি।

ফোরাম ফর সোশাল অ্যান্ড ইকোনমিক রাইটসের (এফটিডিইএস) কর্মকর্তা রমাদান বিন ওমর সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, ‘স্ফ্যাক্স সমুদ্রসৈকত থেকে রওনা দিয়ে তিউনিসিয়ার মাহদিয়া উপকূলে নৌকাটি ডুবে যায়। তিউনিসিয়ার কোস্টগার্ড ডুবে যাওয়া নৌকাটির পাঁচজনকে জীবিত উদ্ধার করেছে।’ তবে, বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি তিউনিসিয়া কর্তৃপক্ষ।

আল-জাজিরা বলছে, সর্বশেষ চার দিনে শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীদের বহনকারী পাঁচটি নৌকা দক্ষিণাঞ্চলীয় শহর স্ফ্যাক্সে ডুবে গেছে। এতে ৬৭ জন নিখোঁজ ও ৯ জন মারা গেছে।

তিউনিসিয়ার কোস্টগার্ড আগে বলেছিল, গত চার দিনে ইতালির দিকে যাওয়া প্রায় ৮০টি নৌকা থামিয়ে তিন হাজারের বেশি অভিবাসন প্রত্যাশীকে আটক করেছে তারা।

দারিদ্র্য, সংঘাত থেকে পালিয়ে উন্নত জীবনের আশায় আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে ছোটা মানুষদের কাছে সাম্প্রতিক সময়ে যাত্রা শুরুর অন্যতম প্রধান কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে স্ফ্যাক্সের উপকূল। তিউনিসিয়ার কর্তৃপক্ষ এখন কাগজপত্রহীন সাব-সাহারান আফ্রিকানদের আটকে ব্যাপক অভিযান চালাচ্ছে, তার মধ্যেই এই নৌকাডুবির ঘটনাগুলো ঘটছে।

জাতিসংঘের তথ্য মতে, চলতি বছরে তিউনিসিয়া থেকে ছেড়ে আসা নৌকা করে ১২ হাজার অভিবাসন প্রত্যাশী ইতালিতে পৌঁছেছেন। ২০২২ সালের একই সময়ে এই সংখ্যা ছিল মাত্র এক হাজার ৩০০।

এর আগে, লিবিয়া ছিল অভিবাসন প্রত্যাশীদের ইউরোপের যাত্রা শুরুর অন্যতম প্রধান কেন্দ্র। এফটিডিইএসর পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসে তিউনিসিয়া উপকূল থেকে ১৪ হাজার শরণার্থী ও অভিবাসন প্রত্যাশী ইউরোপের যাত্রা শুরু করেছেন, যা আগের বছরের একই সময়ের থেকে কয়েকগুণ বেশি। ২০২২ সালের প্রথম তিন মাসে দেশটির উপকূল থেকে ইউরোপে যাওয়ার যাত্রা শুরু করেছিল মাত্র দুই হাজার ৯০০ জন।

এদিকে, গত বৃহস্পতিবার নিজেদের উপকূল থেকে ৭৫০ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধারের কথা জানিয়েছে ইতালির কোস্টগার্ড। তারা জানিয়েছিল, দুটি অভিযানের মাধ্যমে ওসব অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করা হয়।

এখনো রাশিয়াকে অস্ত্র দেয়নি চীন

আন্তর্জাতিক ডেস্ক :
ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করে আসছে চীন। এই দাবি খোদ মার্কিন প্রশাসনের নানা মহল থেকেই বিভিন্ন সময় উঠেছে।

তবে এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানালেন, এখনো চীন রাশিয়াকে কোনো ধরনের অস্ত্র সরবরাহ করেনি।

কানাডা সফরের সময় শুক্রবার বাইডেন বলেছেন, ‌‘আমি গেল তিন মাস ধরেই শুনছি চীন রাশিয়াকে গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহ করতে যাচ্ছে। তবে তারা এখনও সেটা করেনি। তবে এর মানেই এই নয় যে তারা তেমনটা করবে না। তবে এখনও করেনি।’

বাইডেন আরও বলেন, ‘আমি চীনকে হালকাভাবে নিচ্ছি না। আমি রাশিয়াকেও হালকাভাবে নেইনি।’

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনও বলেছেন, ইউক্রেন ইস্যুতে এখনও চীনকে সীমা লঙ্ঘন করতে দেখেননি।

ভারতে সেনা মহড়া থেকে ভুলে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের রাজস্থানের জয়সলমেরে পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর মহড়ায় ভুলে তিনটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর মধ্যে দু’টি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ উদ্ধার করা গেলেও তৃতীয়টির সন্ধান এখনো মেলেনি।

শুক্রবার এ ঘটনা ঘটে।  জানা গেছে, ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা ১০ থেকে ২৫ কিলোমিটারের মধ্যে। সেনা সূত্রের বরাতে বলা হয়, প্রযুক্তিগত ত্রুটির কারণে তিনটি সারফেস-টু-এয়ার মিসাইল ভুলবশত নিক্ষেপ করা হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নাচনার ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) কৈলাশ বিষ্ণোই বলেন, আজাসার গ্রামের একটি ক্ষেতে একটি ক্ষেপণাস্ত্র পাওয়া গেছে। দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি পাওয়া গেছে অন্য একটি ক্ষেতে। ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণের কারণে ক্ষেত দুটিতে বড় বড় গর্ত তৈরি হয়েছে।

সেনা সূত্রে খবরে বলা হয়, ভুলে নিক্ষেপ হওয়া দুইটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ উদ্ধার করা গেলেও তৃতীয়টির সন্ধান পাওয়া যায়নি। পুলিশ ও সেনাবাহিনী বর্তমানে তৃতীয় ক্ষেপণাস্ত্রটির খোঁজ চালাচ্ছে।

‘অবসন্ন’ রুশ সেনারা, ‘স্থিতিশীল’ অবস্থায় বাখমুত যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক :

যেশহরটি দখল করতে কয়েক মাস ধরে চেষ্টা করছে রাশিয়া, সেই বাখমুত শহরকে কেন্দ্র করে যুদ্ধ স্থিতিশীল অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান।

এ মাসের শুরুতে পশ্চিমা কর্মকর্তারা তাদের ধারণা থেকে জানিয়েছিলেন যে, গত গ্রীষ্ম থেকে এ পর্যন্ত বাখমুত যুদ্ধে ২০ থেকে ৩০ হাজার রুশ সেনা নিহত বা আহত হয়েছে। খবর বিবিসির।

এছাড়া সশস্ত্র বাহিনী প্রধান ভ্যালেরি জালুঝনি বলেন, ইউক্রেনের সেনাদের অসাধারণ প্রচেষ্টার কারণে রুশ সৈন্যরা পিছিয়ে পড়ছে।

তবে সাম্প্রতিক সময়ে বড় ধরনের কোনো সাফল্য লাভ না করলেও রুশ বাহিনী জয়ের জন্য মরিয়া হয়ে ওঠেছে।

তা সত্ত্বেও সামরিক বিশ্লেষকদের মতে বাখমুতের কৌশলগত গুরুত্ব এখন কমে গেছে আর শহরটির গুরুত্ব এখন কেবল প্রতীকী।

ফেসবুকে লে. জেনারেল জালুঝনি তার বার্তায় বলেন, ‘ইউক্রেনের যুদ্ধ ক্ষেত্রের মধ্যে বাখমুতের অবস্থাই সবচেয়ে কঠিন আর এটা সম্ভব হয়েছে প্রতিরক্ষা বাহিনীর অসাধারণ তৎপরতার কারণে, আমরা স্থিতিশীল পরিস্থিতির জন্য কাজ করে যাচ্ছি।’

ইউক্রেন পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাহিনীর প্রধান অ্যাডমিরাল স্যার টনি রাদাকিনের সঙ্গে কথা বলার পর তিনি ফেসবুকে এই মন্তব্য করলেন। তার এই মন্তব্যকে বাখমুতের দীর্ঘ যুদ্ধে ইউক্রেনের ইতিবাচক অবস্থার ইঙ্গিত দেয় বলে মনে করা হচ্ছে।

গত বৃহস্পতিবার ইউক্রেনের স্থল বাহিনীর প্রধান ওলেকসান্দ্র সিরস্কি বলেছিলেন যে বাখমুতের উপকন্ঠে রুশ বাহিনী ‘অবসন্ন’ অবস্থায় রয়েছে। সিরস্কি আরও বলেন, ‘যে কোনো উপায়ে বাখমুত দখলে এখনো আশা ছাড়েনি রাশিয়া। তবে লোকবল ও অস্ত্রশস্ত্র হারাবার কারণে তাদের শক্তি উল্লেখযোগ্যভাবে কমে গেছে।’

গতবছরের সফল পাল্টা আক্রমণের উদাহরণ টেনে সিরস্কি আরও বলেন, ‘খুব তাড়াতাড়ি আমরা এই সুযোগটি নেব যা আমরা এর আগে কিয়েভের কাছে, খারকিভ, বালাকলিয়া ও কুপিয়ানস্ক এলাকায় করেছি।’

এ সপ্তাহের শুরুতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বাখমুতের কাছে যুদ্ধক্ষেত্র পরিদর্শনে গিয়েছিলেন। এর আগে ডিসেম্বরে তিনি সেখানে যান। অফিসিয়াল ফুটেজে দেখা যায় তিনি সেখানে সৈন্যদের ‘বীর’ হিসেবে উল্লেখ করছেন ও পদক পরিয়ে দিচ্ছেন।

কলকাতায় শুরু হয়ে গেছে ঈদের কেনাকাটা

আন্তর্জাতিক ডেস্ক :
শুক্রবার থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। প্রায় এক মাস ধরে রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানরা। তারপরে আসবে পবিত্র ঈদুল ফিতর।

কিন্তু এর অনেক আগে থেকেই কলকাতায় আসতে শুরু করেছেন বাংলাদেশি পর্যটকরা। মূলত ঈদের কেনাকাটাকে সামনে রেখেই তাদের এই আগমন।

আর সেক্ষেত্রে বাংলাদেশি পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা নিউ মার্কেট। অনেকের কাছে এটি আবার ‘মিনি বাংলাদেশ’ নামেও পরিচিত।

বাংলাদেশ থেকে সড়ক, রেলপথে কিংবা আকাশপথে কলকাতায় পা রেখেই নিউ মার্কেটের হোটেলে উঠেছেন পদ্মা পাড়ের পর্যটকরা। হোটেলে একটু বিশ্রাম নিয়েই কেনাকাটা করতে বেরিয়ে পড়ছেন অনেকে। তারা বলছেন, অতিরিক্ত ভিড় এড়াতেই রমজান মাসের শুরুতে কেনাকাটা করে নিতে চান।

বৃহস্পতিবার নিউ মার্কেট ঘুরে দেখা গেছে, এমন অনেকেই আছেন যারা পরিবার নিয়ে মেডিকেল চেকআপ বা চিকিৎসা করতে এসে ফিরতি পথে কেনাকাটা করে নিয়ে যাচ্ছেন।

বাংলাদেশিদের আগমনে খুশি বিক্রেতারা। কোভিডের কারণে গত দুই বছরের বেশি সময় ব্যবসায় মন্দা ছিল, এবার তারা কিছুটা পুষিয়ে নিতে পারবেন- এমন আশা করছেন বিক্রেতারা।

নিউ মার্কেটের পোশাক বিপণনী সংস্থা ‘মিলন’ এর কর্মকর্তা রাজেশ কুমার তিওয়ারি জানান, করোনার কারণে গত দুই বছরে ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। তাদের গ্রাহকদের মধ্যে শতকরা ৮০ ভাগ বাংলাদেশি, ২০ ভাগ স্থানীয়। মাস দেড়েক আগে প্রচুর কাস্টমার ছিল। রমজান মাস শুরু হওয়ায় দুই তিন দিন একটু হালকা থাকবে, এরপর থেকে ভিড় ক্রমশই বাড়বে বলে জানান তিনি।’

পানির নিচে অস্ত্র বহনে সক্ষম ড্রোনের পরীক্ষা চালাল উ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক :

পানির নিচ দিয়ে পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম এমন ড্রোনের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। আজ শুক্রবার (২৪ মার্চ) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। একইসঙ্গে সিউল ও ওয়াশিংটনের যৌথ মহড়া বন্ধের জন্য হুমকি দিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। খবর রয়টার্সের।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, পরীক্ষার সময় ড্রোনটি সমুদ্রের ৮০ থেকে ১৫০ মিটার তলদেশ পর্যন্ত গিয়েছিল। পারমাণবিক অস্ত্র সাদৃশ্য বস্তু নিয়ে ৫৯ ঘণ্টা পানিতে চলার পর পূর্ব উপকূলীয় অঞ্চলে গিয়ে ড্রোনটি বিস্ফোরিত হয়।

বিশ্লেষকদের দাবি, নিজেদের বৈচিত্র্যময় পরমাণু অস্ত্র দিয়ে সিউল ও ওয়াশিংটনকে ভয় দেখাচ্ছে পিয়ংইয়ং। তবে, পানির তলদেশ দিয়ে উত্তর কোরিয়ার হামলার বিষয়ে সন্দেহ রয়েছে তাদের।

যুক্তরাষ্ট্রভিত্তিক কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের বিশেষজ্ঞ অঙ্কিত পান্ডা বলেন, ‘যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে যুদ্ধের সংকেত দিতে চায় উত্তর কোরিয়া। পারমাণবিক অস্ত্র দিয়ে মিত্র দেশ দুটিকে উদ্বিগ্ন করতে চাই পিয়ংইয়ং। তাদের মতে, লক্ষ্যবস্তু বিশাল হবে।’

কেসিএনএ বলছে, ‘হাইল বা সুনামি নামে পরিচিত নতুন ড্রোন সিস্টেমটি শত্রুর সমুদ্র সীমায় লুকিয়ে আক্রমণ করতে সক্ষম। পানির নিচে বিস্ফোরণের মাধ্যমে একটি বড় তেজস্ক্রিয় তরঙ্গ তৈরি করে নৌবাহিনীর স্ট্রাইক গ্রুপ এবং প্রধান অপারেশনাল বন্দরগুলোকে ধ্বংস করার উদ্দেশে এটি তৈরি করা হয়েছে।’ ড্রোনটির পরীক্ষার সময় কিম জং উন এটির তদারকি করেছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি।

এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর এক সদস্য বলেন, ‘আমার উত্তর কোরিয়ার দাবি বিশ্লেষণ করছি।’ আর নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের এক সামরিক কর্মকর্তা বলেন, ‘পারমাণবিক পরীক্ষার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।’

এর আগে গত বুধবার একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল উত্তর কোরিয়া। আর চলতি মাসের ১২ তারিখে সাবমেরিন থেকে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল তারা। গত সপ্তাহে একটি আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালিয়েছিল পিয়ংইয়ং।