মক্কায় মসজিদুল হারামে লাখো মুসল্লির ঈদের নামাজ আদায়

 

আন্তর্জাতিক ডেস্ক :
সৌদি আরবের মক্কায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় ও ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

আজ শুক্রবার (২১ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিটে মক্কার পবিত্র মসজিদুল হারামে লাখো মুসল্লির অংশগ্রহণে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন শেখ সালেহ আল হুমাইদ।

ফজরের নামাজের পরপরই ঈদের জামাতে অংশ নিতে পবিত্র মসজিদুল হারামে জড়ো হন সৌদি নাগরিক, প্রবাসী বাংলাদেশিসহ ওমরাহ পালনে আসা বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা।

সব ভেদাভেদ ভুলে বিশ্বের সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হয়ে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে বিশ্বের মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মালয়েশিয়ায় ঈদ শনিবার

আন্তর্জাতিক ডেস্ক :
মালয়েশিয়ায় বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী শনিবার (২২ এপ্রিল)।

মালয়েশিয়ার ‘কিপার অব দ্য রুলারস সিল’ সৈয়দ দানিয়াল সৈয়দ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ হতে পারে শনিবার

আন্তর্জাতিক ডেস্ক :

সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১৪৪৪ হিজরিতে পবিত্র ঈদুল ফিতর আগামী শনিবার (২২ এপ্রিল) হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবুধাবি ভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র।

জ্যোতির্বিজ্ঞান সংস্থাটি বলেছে, তাদের ভবিষ্যদ্বাণী জ্যোতির্বিজ্ঞানের তথ্যের ভিত্তিতে করা হয়েছে। তবে ঈদের সঠিক তারিখটি শুধু নতুন চাঁদ দেখার ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করবে। খবর খালিজ টাইমসের।

মুসলিম সম্প্রদায় শাওয়াল মাসের নতুন চাঁদের সন্ধান করবে আগামী বৃহস্পতিবার (২০ এপ্রিল)। তবে আবুধাবির জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পর্যবেক্ষণ অনুসারে, ওইদিন সৌদি আরব ও মুসলিমবিশ্বের কোনো স্থান থেকে খালি চোখে চাঁদ দৃশ্যমান হবে না।

জ্যোতির্বিদ্যা কেন্দ্রের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘লিবিয়া থেকে শুরু করে পশ্চিম আফ্রিকার কিছু অংশ ছাড়া আরব ও মুসলিমবিশ্বের বেশিরভাগ দেশে টেলিস্কোপ দিয়ে বৃহস্পতিবার চাঁদ দেখা সম্ভব হবে না। তবে পশ্চিম আফ্রিকার কিছু অংশ থেকে চাঁদ দেখা খুবই কঠিন হবে। এর জন্য লাগবে একটি যথাযথ টেলিস্কোপ, পেশাদার পর্যবেক্ষক ও ব্যতিক্রমী আবহাওয়া। তবে এই সমস্ত কিছুর সম্মিলনের ঘটনা বিরল। তাই এমন পরিস্থিতিতে আরব বিশ্বের কোথাও টেলিস্কোপ ব্যবহার করেও অর্ধচন্দ্র দেখা যাবে বলে আশা করা যায় না।’

যেহেতু নতুন অর্ধচন্দ্র দেখে আরবি মাস গণনা শুরু করা হয়, তাই ঈদুল ফিতর এবার আগামী শনিবার (২২ এপ্রিল) ঘটবে বলে ধারণা করা হচ্ছে। তবে বৃহস্পতিবার থেকে কোথাও থেকে নতুন চাঁদ দেখতে পেলে জানানোর আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র।

যেসব দেশে জন্য শুধু খালি চোখে কিংবা টেলিস্কোপের সাহায্যে স্থানীয়ভাবে সঠিকভাবে চাঁদ দেখার প্রয়োজন হয়, তারা ৩০ দিন পূর্ণ করার জন্য রোজা রাখা চালিয়ে যাবেন বলে আশা করা হচ্ছে। তাই তাদের জন্য শনিবার ঈদুল ফিতর হবে।

যুদ্ধবিমান পাচ্ছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক :
ইউক্রেনে রুশ আগ্রাসন মোকাবিলায় পোল্যান্ডের অনুরোধে সোভিয়েত নকশায় তৈরি পাঁচটি মিগ–২৯ যুদ্ধবিমান দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে জার্মানির সরকার।

বৃহস্পতিবার জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস এক বিবৃতিতে বলেন, আমরা ফেডারেল সরকারের সবাই যৌথভাবে এই সিদ্ধান্তে পৌঁছেছি।

পোল্যান্ডের কাছে থাকা যুদ্ধবিমান তৃতীয় কোনো দেশে পাঠাতে হলে জার্মান সরকারের অনুমতি নিতে হয়।

জার্মান প্রতিরক্ষামন্ত্রী পিস্টোরিয়াস জানান, বৃহস্পতিবার পোল্যান্ডের পক্ষ অনুরোধ করা হয়। আর সেদিনই অনুমোদন এটি প্রমাণ করে যে, জার্মানির ওপর ভরসা করা যায়।

১৯৯০ সালে দুই জার্মানি এক হলে উত্তরাধিকারসূত্রে সেই সময়কার পূর্ব জার্মানির কাছ থেকে ২৪টি মিগ-২৯ যুদ্ধবিমান পায় জার্মানি।

২০০৪ সালে জার্মান সরকার ২২টি যুদ্ধবিমান প্রতিবেশী পোল্যান্ডকে দিয়ে দেয়। বাকি দু’টির একটি বিধ্বস্ত হয়, আরেকটি জাদুঘরে রেখে দেওয়া হয়।

শক্তিশালী ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

 

আন্তর্জাতিক ডেস্ক :
শক্তিশালী এক ভূমিকম্পে কেঁপে ওঠেছে ইন্দোনেশিয়া। আজ শুক্রবার (১৪ এপ্রিল) দেশটির উত্তর উপকূলীয় অঞ্চল জাভা দ্বীপে সাত মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি। খবর হিন্দুস্তান টাইমসের।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, জাভার তুবান শহর থেকে ৯৬ কিলোমিটার দূরে সাগরে স্থানীয় সময় বেলা ৩টা ২৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ৫৯৪ কিলোমিটার।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্রের বরাতে লন্ডনভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, সুরাবায়া, তুবান, ডেনপাসার এবং সেমারাংয়ে ভূমিকম্পটি তীব্রভাবে অনুভূত হয়েছে। তবে, এতে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এদিকে, ইন্দোনেশিয়ার ভূমিকম্প নিয়ে আরেক তথ্য দিয়েছে ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি)। সংস্থাটির মতে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল চয় দশমিক পাঁচ। আর গভীরতা ৫৯২ কিলোমিটার।

শুধু বাংলাদেশই নয়, গরমে পুড়ছে পশ্চিমবঙ্গও

আন্তর্জাতিক ডেস্ক :
শুধু বাংলাদেশই নয়, গরমে পুড়ছে পশ্চিমবঙ্গও। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পয়লা নববর্ষের দিন কলকাতাসহ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরে তাপপ্রবাহ বইতে পারে। এরই পাশাপাশি আগামী ১৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

বলা হয়েছে, চৈত্র মাসের শেষের ক’দিন মারাত্মক পরিস্থিতি তৈরি করেছে আবহাওয়া। রাজ্যের জেলায়-জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ১৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের পার্বত্য জেলা বাদে বাকি সব জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।

পাশাপাশি আগামী ১৪ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলার পাশাপাশি মালদহ ও দুই দিনাজপুরেও তাপপ্রবাহের পরিস্থিতি চলতে পারে।

মিয়ানমারে বিমান হামলায় নিহত ১৩৩

আন্তর্জাতিক ডেস্ক :

মিয়ানমারের মধ্যাঞ্চলের একটি গ্রামে দেশটির সামরিক জান্তার বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৩৩ জন নিহত হয়েছে। ক্ষমতাচ্যুত ছায়া জাতীয় ঐক্য সরকারের মানবাধিকারবিষয়ক মন্ত্রী অং মিও মিনকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে সিএনএন।

গত মঙ্গলবার (১১ এপ্রিল) দেশটির মধ্য সাগাইং অঞ্চলের কানবালু শহরে এ হামলার ঘটনা ঘটে। এটি দুই বছর আগে সেনা অভ্যুত্থানে জান্তা ক্ষমতা দখলের পর থেকে এ পর্যন্ত চালানো সবচেয়ে মারাত্মক হামলা হিসেবে দেখা হচ্ছে।

সিএনএনের তথ্যমতে, হামলায় অন্তত ২০ শিশু নিহত এবং ৫০ জন আহত হয়েছে বলে জানিয়েছে কিয়ুনহলা নামের একটি সংগঠনের কর্মীরা, যারা ঘটনাস্থলে ছিল।

অং মিও মিন সিএনএনকে বলেন, যদিও সেখানে পরে আর কোনো হামলা চালানো হয়নি, তবে সামরিক বিমানগুলো শহরের ওপর দিয়ে উড়তে থাকে এবং উদ্ধারকর্মী ও চিকিৎসকদের হামলা কবলিত এলাকায় পৌঁছাতে বাধা দেয়।

সাগাইং অঞ্চল দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালেয়ের কাছে অবস্থিত। সেখানে কয়েক মাস ধরে সামরিক শাসনের বিরুদ্ধে তীব্র লড়াই হয়েছে এবং প্রতিরোধ গড়ে তোলা হয়েছে।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে গত মঙ্গলবার (১১ এপ্রিল) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেন, তিনি এই মারাত্মক বিমান হামলায় আতঙ্কিত হয়েছেন, যার শিকার হয়েছে স্কুলছাত্ররাও। এ হামলায় দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে বৈশ্বিক সংস্থাটি।

সামাজিক যোগাযোগমাধ্যম শেয়ার করা ছবি ও ভিডিওতে দেখা গেছে, এক ডজনেরও বেশি পোড়া ও বিকৃত মরদেহ, বিধ্বস্ত ভবন, পোড়া মোটরসাইকেল ও বিস্তীর্ণ এলাকায় ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঘটনাস্থলে থাকা উদ্ধারকারীরা সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসকে ছবিগুলোর সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় প্রতিরোধ আন্দোলনের একটি প্রশাসনিক কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান ছিল ওই হামলার লক্ষ্যবস্তু। বিমান হামলার পর ঘটনাস্থলের ভিডিও ও ছবিতে ভবনটির শুধু পোড়া কাঠামোটি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

এর আগে প্রাথমিকভাবে মিয়ানমারের মধ্যাঞ্চলে সামরিক বাহিনীর এই বিমান হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে বলে জানিয়েছিল বার্তা সংস্থা রয়টার্স। সাগাইং অঞ্চলের বাসিন্দাদের উদ্ধৃতি দিয়ে বিবিসি বার্মিজ, রেডিও ফ্রি এশিয়া (আরএফএ) ও ইরাবতী নিউজ পোর্টাল জানিয়েছে, বিমান হামলায় বেসামরিক নাগরিকসহ ৫০ থেকে ১০০ জন নিহত হয়েছে। তবে, নিহতের বিষয়টি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। এমনকি, মিয়ানমার কর্তৃপক্ষও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

১৯৪৮ সালে স্বাধীনতা পাওয়ার পর থেকেই আঞ্চলিক নিয়ন্ত্রণের জন্য সশস্ত্র জাতিগত গোষ্ঠীগুলোর সঙ্গে লড়াই করছে মিয়ানমারের সামরিক বাহিনী। বেসামরিক নাগরিকদের ওপর নৃশংস হামলা চালানোর দীর্ঘ ইতিহাস রয়েছে তাদের।

মিয়ানমারে বিমান হামলায় নিহত ১০০

আন্তর্জাতিক ডেস্ক :
মিয়ানমারের সেন্ট্রাল সাগাইং অঞ্চলে সেনাবাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে নারী ও স্কুলছাত্রী রযেছে।

সোমবার গভীর রাতে অভিযানের বিষয়টি নিশ্চিত করে দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র জাও মিন তুন  বলেছেন, নিরাপত্তা বাহিনী পা জি গি গ্রামে কথিত সেনা শাসনের বিরোধীদের আয়োজিত একটি অনুষ্ঠানে এ হামলা চালায়।

তিনি বলেছেন, নিহতদের মধ্যে কয়েকজন ইউনিফর্ম পরিহিত অভ্যুত্থানবিরোধী যোদ্ধা ছিল। কিন্তু ‘বেসামরিক পোশাক পরা কিছু লোক থাকতে পারে’।

তিনি কিছু মানুষের মৃত্যুর জন্য অভ্যুত্থানবিরোধীদের পুঁতে রাখা মাইনকে দায়ী করেন, যে পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) নামে পরিচিত।

প্রত্যক্ষদর্শীরা স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মঙ্গলবার ভোরে সেন্ট্রাল সাগাইং অঞ্চলে একটি কমিউনিটি হলে জঙ্গিবিমানগুলো বোমা বর্ষণের মাধ্যমে এই হামলা চালায়। বোমা বর্ষণের কিছুক্ষণ পর তারা হেলিকপ্টার থেকে গুলিও চালায়। এতে ঘটনাস্থলে বেঁচে থাকা ব্যক্তিদের উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হয়।

এই অঞ্চলের সাবেক বিধায়ক উ নে জিন লাট স্থানীয় সংবাদমাধ্যম ইরাবতিকে জানিয়েছেন, শিশুসহ অনেক লোক নিহত হয়েছেন। প্রথম দিকে হতাহতের সংখ্যা ৫০ জনেরও বেশি ছিল। পরে এই সংখ্যা বাড়ে।

হামলার পরপরই ঘটনাস্থলে পৌঁছেছিলেন পা জি গি-এর বাসিন্দা কো অং। তিনি বলছিলেন, মাটিতে ছড়িয়ে থাকা মরদেহগুলো দেখে ‘আতঙ্কিত’ হয়েছিলাম। মোটরবাইকগুলো পুড়ছিল। বোমা হামলায় বাড়িটিও সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। মানুষ তাদের স্বজনদের খুঁজতে গিয়ে কাঁদছিল।

বার্তাসংস্থা এপি বলছে, দেশটির বিরোধী গোষ্ঠীর একটি স্থানীয় কার্যালয় খোলার ঘটনাস্থলে প্রায় ১৫০ জন লোক জড়ো হয়েছিলেন এবং নিহতদের মধ্যে নারী ও ২০ থেকে ৩০ জন শিশুও রয়েছে।

প্রত্যক্ষদর্শী বলেন, স্থানীয়ভাবে গঠিত সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠী এবং অন্যান্য বিরোধী সংগঠনের নেতারাও সেনাবাহিনীর এই বিমান হামলায় নিহত হয়েছেন।

সত্য হলো রাশিয়ার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক :
ইউক্রেনের ভূখণ্ডে শুধুমাত্র কিয়েভের সঙ্গে লড়ছে না রুশ বাহিনী, তারা লড়ছে ন্যাটোর বিরুদ্ধেও, এই অভিযোগ অনেক আগে থেকেই করে আসছিল মস্কো। এবার তাদের সেই অভিযোগ সত্য হলো। ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র থেকে ফাঁস হওয়া কয়েক ডজন গোপন নথির মধ্যে একটিতে মিলেছে এই তথ্য। নথি অনুযায়ী, ইউক্রেনের যুদ্ধ ক্ষেত্রে লড়ছে ন্যাটোভুক্ত পশ্চিমাদের বিশেষ বাহিনী। এর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, লাটভিয়া, ফ্রান্স ও নেদারল্যান্ডসের বিশেষ বাহিনীর সদস্য। আজ বুধবার (১২ এপ্রিল) এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে যুক্তরাজ্যসহ কয়েকটি ন্যাটোভুক্ত পশ্চিমা দেশের সামরিক বাহিনীর বিশেষ ইউনিট কার্যক্রম চালাচ্ছে। অনলাইনে ছড়িয়ে পড়া কয়েক ডজন গোপন নথির একটিতে এ তথ্য পাওয়া গেছে।

ইউক্রেনের ভূখণ্ড থেকে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো যুদ্ধ করছে বলে অভিযোগ শোনা যাচ্ছিল। ফাঁস হওয়া নথি এখন বিষয়টি নিশ্চিত করেছে।

ফাঁস হওয়া নথির কয়েকটি ‘অতি গোপনীয়’ হিসেবে চিহ্নিত করা ছিল। এতে ইউক্রেন যুদ্ধের বিস্তারিত চিত্র উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এখন খোঁজার চেষ্টা করছেন, কোন দেশ বা ব্যক্তি এই তথ্য ফাঁস করেছে।

‘২৩ মার্চ’ লেখা ফাঁস হওয়া নথির তথ্যানুযায়ী, ইউক্রেনের যুদ্ধ ক্ষেত্রে সবচেয়ে বেশি লড়ছে যুক্তরাজ্যের বিশেষ বাহিনী। দেশটির বিশেষ বাহিনীর ৫০ সদস্য ইউক্রেনে তাদের কার্যক্রম চালাচ্ছে। এ ছাড়া লাটভিয়ার ১৭, ফ্রান্সের ১৫, যুক্তরাষ্ট্রের ১৩ ও নেদারল্যান্ডসের একজন বিশেষ বাহিনীর সদস্য কাজ করছে।

কেন বা ইউক্রেনের কোথায় বিশেষ বাহিনীর সদস্যরা কাজ করছেন সে বিষয়ে ফাঁস হওয়া নথিতে কোনো বিবরণ ছিল না।

বিবিসি বলছে, পশ্চিমাদের বিশেষ বাহিনীর এই সেনা সংখ্যা কম মনে হতে পারে। এমনকি সে সংখ্যা কম বেশিও হতে পারে। কিন্তু, বিশেষ বাহিনী তাদের স্বভাবগতভাবে অত্যন্ত কার্যকর। ইউক্রেনে পশ্চিমা বিশেষ বাহিনীর উপস্থিতির সুবিধা নিতে পারে রাশিয়াও। সাম্প্রতিক মাসগুলোতে মস্কো বলে আসছে, তারা কেবল ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করছে না, ন্যাটোর বিরুদ্ধেও লড়ছে।

ইউক্রেনে বিশেষ বাহিনী পাঠানোর কথা ফাঁস হওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেনি ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টে তারা বলে, ‘কথিত গোপন তথ্য ফাঁস প্রমাণ করেছে, এতে গুরুতর মাত্রায় ভুল রয়েছে। পাঠকদের ভুল তথ্য ছড়ানো ও কথিত অভিযোগগুলো গ্রহণ করার বিষয়ে সতর্ক হওয়া উচিত।’

ফাঁস হওয়া নথির কোন তথ্য নিয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় মন্তব্য করেছে সে বিষয়টি তাদের টুইট বার্তায় স্পষ্ট করেনি। তবে, পেন্টাগনের কর্মকর্তারা বলছেন, ফাঁস হওয়া নথিগুলো সত্য।

ফাঁস হওয়া নথি বাস্তব হলে পরিণতি হবে ভয়াবহ

আন্তর্জাতিক ডেস্ক :
ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের কিছু নথি অনলাইনে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে বেশ কিছু নথি ‘অতি গোপনীয়’। রয়েছে যুদ্ধক্ষেত্রের মানচিত্র, তালিকা ও ছবি। যুদ্ধে ইউক্রেনকে কীভাবে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সামরিক জোট ন্যাটো সহায়তা করতে পারে, তার বিস্তারিত কৌশলও রয়েছে এসব নথিতে।

মার্কিন হাউস গোয়েন্দা কমিটিকে দেশটির শীর্ষ একজন ডেমোক্র্যাট নেতা বলেছেন, ‘সাম্প্রতিক এই গোপনীয় নথি ফাঁসের তথ্য বাস্তব হলে ইউক্রেনীয়দের জন্য এর প্রভাব হবে ভয়াবহ।’ কংগ্রেসম্যান জিম হিমস সোমবার বলেন, রাশিয়ার জন্য পথ বিচ্ছিন্ন করা কঠিন হবে না। ফলে প্রতিদিন যে জীবন রক্ষা পেত এখন আর সেটা হবে না।

যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ফাঁসকৃত তথ্য বাস্তব।

এদিকে পেন্টাগন বলছে, তারা নথি ফাঁসের ঘটনা তদন্ত করছেন। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পেন্টাগনের মুখপাত্র ক্রিস মেগার বলেন, নথি কীভাবে অনলাইনে ছড়িয়ে পড়ল ওয়াশিংটন তা এখনও তদন্ত করছে। তিনি বলেন, সংবেদনশীল গোপন নথি শুধু আমাদের জাতীয় নিরাপত্তার জন্য নয়, মানুষকে প্রাণহানীর পথেও নিতে পারে।

সিএনএনের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ব্যাপক সংবেদনশীল গোপন নথি কীভাবে ফাঁস হলো তা তদন্ত করছে। ওই নথিতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা তাদের বন্ধু, এবং শত্রুদেশে কীভাবে গোয়েন্দা তৎপরতা চালায় সে বিষয়ে তথ্য রয়েছে।

খবর অনুসারে, তথ্য ফাঁসের পেছনে কে আছে সে সম্পর্কে খুব সামান্যই জানা গেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ বিষয়টি পর্যালোচনা করছে এবং এ ধরনের সংবেদনশীল নথির প্রবাহের নিরাপত্তা শক্ত করেছে।