রাজাপুরে কালবৈশাখি ঝড়ে মাদ্রাসা বিধ্বস্তসহ গাছপালা ও শতাধিক কাচা ঘরবাড়ির ক্ষতি

ঝালকাঠি:
ঝালকাঠির রাজাপুরের দক্ষিণ আংগারিয়া দারুলহুদা দাখিল মাদ্রাসার টিন কাঠের ৬টি শ্রেনী কক্ষ কালবৈশাখি ঝড়ে ভেঙ্গে চুরে লন্ড-ভন্ড হয়ে গেছে। মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারেন্টেন্ডেন্ট মাও. আ: খালেক জানান, ১৯৭১ সালে প্রতিষ্ঠিত মাদ্রাসাটিতে সুনামের সাথে লেখাপড়ার কাজ চলে আসছে।

বর্তমানে ১৬ জন শিক্ষক ও ৩ শতাধিক শিক্ষার্থী রয়েছে। বর্তমান করোনা সমস্যার জন্য মাদ্রাসাটি বন্ধ রয়েছে। কয়েক দিন ধরেই কাল বৈশাখি ঝড়ে আঘাত হানতে থাকে এতে তীব্র ঝড়ো বাতাসে টিন কাঠ দিয়ে নির্মিত মাদ্রাসার ৬টি শ্রেনী কক্ষ ভেঙ্গেচুরে তছনছ হয়ে গেছে। বর্তমান বন্ধের মধ্যে সংস্কার করা না হলে মাদ্রাসা চালু হওয়ার পরে ওই ভাঙ্গা কক্ষে পাঠদান সম্ভব হবেনা। ৬টি কক্ষ সংস্কারে তিন লক্ষাধিক টাকার প্রয়োজন বলেন মাও. আঃ খালেক।

এছাড়াও কয়েক দিনের কাল বৈশাখি ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানের স্কুল, মাদ্রাস ও কলেজসহ শতাধিক কাচাঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। গাছপালা ও ফসলেরও ক্ষতি হয়েছে ব্যাপক। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আবুল বাশার তালূকদার বলেন, অফিস বন্ধের কারনে তিনি বাড়িতে আছেন। মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি তাহাকে অবহিত করেনি। তাকে জানানো হলে সংস্কারের জন্য যথযথো কর্তৃপক্ষের কাছে সুপারিশ করবেন।

২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে গণপরিবহন

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সাধারণ ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানোর কারণে দেশব্যাপী গণপরিবহন চলাচলের ওপর নিষেধাজ্ঞার মেয়াদও ওই সময় পর্যন্ত বাড়ানো হয়েছে।

গণপরিবহন চলাচল আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে বলে শনিবার (১১ এপ্রিল) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তবে জরুরি পরিষেবাসমূহ, খাদ্যদ্রব্য, নিত্যপ্রয়োজনীয় পণ্য, জ্বালানি, ওষুধ, ওষুধশিল্প ও চিকিৎসা সামগ্রী পরিবহন, কৃষিপণ্য, সার ও কীটনাশক, মৎস্য এবং প্রাণিসম্পদ খাতের দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য, শিশুখাদ্য, জীবনধারণের মৌলিক উপাদান উৎপাদন ও পরিবহন, গণমাধ্যম ও ত্রাণবাহী পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে আরও বলা হয়, পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার প্রথম ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে। ছুটির মধ্যে গণপরিবহন চলাচলও বন্ধ ঘোষণা করা হয়।

পরিস্থিতির উন্নতি না হওয়ায় ছুটি আরও তিন দফায় আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। একই সঙ্গে গণপরিবহন চলাচলের নিষেধাজ্ঞার মেয়াদও বাড়ল।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে জানানো হয়, করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৮ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এতে দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮২ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও তিনজন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন আরও তিনজন, ফলে মোট সুস্থ হয়েছেন ৩৬ জন।

তাবলিগ জামাতে গিয়ে করোনায় আক্রান্ত মুসুল্লী, সারাদেশে সকল কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিবেদক:
মানিকগঞ্জের সিঙ্গাইরে তাবলিগ জামাতে গিয়ে এক মুসল্লি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হওয়ার পর সংগঠনটি বাংলাদেশে তাদের দাওয়াতের সব কার্যক্রম স্থগিত করেছে।

শনিবার (৪ এপ্রিল) রাতেই তাবলিগ জামাতের আলমী শুরার সর্বসম্মত এই নির্দেশনা দেশের সব মার্কাজকে পাঠানো হয়েছে।

বিষয়টি জানিয়েছেন চট্টগ্রামের মেখল মাদরাসার শিক্ষক ও তাবলিগের চারিয়া মার্কাজের দায়ী মাওলানা জাকারিয়া নোমান। তাবলিগ জামাতের আলমী শুরার সদস্য মাওলানা রকিবুল ইসলামের বরাতে তিনি এ তথ্য জানান।

মাওলানা জাকারিয়া নোমান বলেন, ‘দেশের এই পরিস্থিতিতে তাবলিগ জামাতের সব কাজ স্থগিত করা হয়েছে, বিশেষ করে মসজিদভিত্তিক দাওয়াতি কাজ। বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আলমী শুরার বড়দের থেকে আমাদের কাছে এ হিদায়েত (নির্দেশনা) পৌঁছানো হয়েছে। আমাদের বলা হয়েছে, বিশেষ পরিস্থিতিতে নিজেদের জজবাকে নিয়ন্ত্রণ করে দেশের বিজ্ঞ ফুকাহায়ে কেরাম যা বলেন, সেগুলো অবশ্যই অনুসরণ করতে।’

তিনি বলেন, ‘ওলামায়ে কেরাম বলেছেন, মসজিদে ফরজ নামাজ পড়ে সুন্নত বাসায় গিয়ে পড়তে। সে হিসেবে আমরা আমাদের দেশে সব রকম মসজিদওয়ার আমল বন্ধ রাখব এবং চলতি জামাতগুলোকে বাড়িতে ফিরে যেতে বলা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে যারা সময় লাগাতে চান তারা সময় লাগাবেন। কারও বিপরীত কোনো কিছুর চিন্তার করার আমাদের কোনো অবকাশ নেই।’

প্রসঙ্গত, ভারতের রাজধানী দিল্লিতে তাবলিগ জামাতের একটি সমাবেশে যোগ দেওয়া অন্তত ৩০০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়ার পর ওই ঘটনাটিকে ঘিরে সেদেশে মুসলিমবিদ্বেষ ছড়িয়ে দেয়া হয়েছে।

অন্যদিকে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে যতো মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাদের একটি বড় অংশই সেখানকার তাবলিগ জামাতের একটি ধর্মীয় জমায়েতে অংশ নিয়েছিলেন। এ অবস্থায় বাংলাদেশেও তাবলীগ জামাতের কার্যক্রম নিয়ে শঙ্কা বাড়ছিল।

ফরিদপুরের নগরকান্দা থেকে মানিকগঞ্জের সিঙ্গাইরে তাবলিগ জামাতে গিয়ে ওই ব্যক্তি করোনায় আক্রান্ত হলে রাত ১২টায়ই পৌর এলাকা লকডাউন করে স্থানীয় প্রশাসন। এরপর তাবলিগ জামাতের সর্বোচ্চ নীতি-নির্ধারণী পরিষদ তাদের কার্যক্রম স্থগিতের সিদ্ধান্তটি নিলো।

ঝালকাঠিতে বন্দিদের জন্য ব্যপক প্রস্তুতি সুরক্ষার চাদরে ঘিরে দেয়া হয়েছে কারাগার

আরিফুর রহমান আরিফ ॥ ঝালকাঠি জেলা কারাগারের বন্দিদের সুরক্ষা নিশ্চিত করতে ব্যপক প্রস্তুতি নেয়া হয়েছে। করোনা ভাইরাস এর সংক্রমণ ঠেকাতে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে কারা কর্তৃপক্ষ ইতিমধ্যে যে সকল ব্যবস্থা গ্রহন করেছে তার মধ্যে বন্দিদের সাথে স্বজনদের সাক্ষাত সময় কমিয়ে আনা হয়েছে। সাক্ষাতের নিধারিত স্থানটির ১ মিটার দূরত্বে নেট লাগিয়ে দেয়া হয়েছে। কারা কর্মকর্তা ও কর্মচারীসহ বন্দিদের কারা অভ্যন্তরে প্রবেশের সময় জুতা জীবাণুমুক্ত করার জন্য মেইন গেইটে একটি বিশেষ ট্রে রাখা হয়েছে যার ভিতর পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ (লিকুইড) ঢেলে রাখা হয়েছে। তাতে জুতা ভিজিয়ে জীবানু মুক্ত করে সকলকে কারা অভ্যন্তরে প্রবেশ করানো হচ্ছে। প্রতিদিন দু’বার সকল বন্দিদের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। বন্দিদের বার বার হাত ধোয়ার জন্য একাধীক পয়েন্টে সাবান ও পানির ব্যবস্থা রাখা হয়েছে। ভিতরে ২টি কোয়ারেন্টাইন ওয়ার্ড চালু করা হয়েছে বাহির থেকে নতুন আসামী প্রবেশের সাথে সাথে তাদেরকে কোয়ারেন্টাইন ওয়ার্ডে পাঠানো হয়। সেখানে ১৪ দিন থাকার পর সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়। এই ১৪ দিনর আগে যদি যাবিন হয় তাহলে কারো সংস্পর্শে না এনে বাহিরে পাঠিয়ে দেয়া হয়। করোনা ভাইরাসটি কিভাবে ছড়ায় এবং তা প্রতিরোধের ব্যবস্থা ও করণীয় সম্পর্কিত বিশেষ নির্দেশনা সম্বলিত পোস্টার কারা অভ্যন্তরে এবং বাহিরে টাঙিয়ে দেয়া হয়েছে। টেইলারিং প্রশিক্ষন প্রাপ্ত কারা বন্দিদের দিয়ে ভালো মানের মাক্স তৈরি করে সকল বন্ধিদের মাঝে সরবরাহ করা হয়েছে। তবে বিশেষ ভাবে তৈরি করা এই মাক্স নিতে বন্দিদেরকে খরচ বাবদ ২৫ টাকা মুল্য পরিশোধ করতে হয়েছে। ঝালকাঠি জেল সুপার শফিউল আলম এ প্রতিনিধিকে জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক নির্দেশনা এবং সরকারের আদেশ মোতাবেক বন্দিদের সুরক্ষায় সর্ব রকম ব্যবস্থা ও নজরদারী আমরা করছি। কারা কর্মকর্তা আরো বলেন, দেখার ঘরে গেদারিং কমানোর লক্ষ্যে বন্দিদের সাথে স্বজনদের সাক্ষাতের সময় কমিয়ে প্রতি ১৫ দিনে ১বার করা হয়েছে।

জ্বরের চিকিৎসা না পেয়ে হাসপাতালের ফ্লোরে রোগীর মৃত্যু

জ্বরের চিকিৎসা না পেয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে হাসপাতালে এ ঘটনা ঘটে। বাবলু চৌধুরী (৪০) নামে মৃত ওই ব্যক্তির বাড়ি বাগেরহাটের মংলা উপজেলার জয়বাংলা সেতু এলাকায়।

মৃতের স্বজনদের অভিযোগ, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জ্বরে আক্রান্ত বাবলু চৌধুরীকে জরুরি বিভাগে ভর্তি করা হয়। এ সময় রোগীকে বহির্বিভাগ থেকে চিকিৎসা নিয়ে আসতে বলেন জরুরি বিভাগের চিকিৎসক। কিন্তু বহির্বিভাগ থেকে তাকে চিকিৎসা দেয়া হয়নি। চিকিৎসা না পেয়ে হাসপাতালের ফ্লোরে দীর্ঘক্ষণ পড়ে থেকে ওই ব্যক্তির মৃত্যু হয়।

বাবলু চৌধুরীর বড় বোন জাহানারা বেগম বলেন, পাঁচদিন ধরে জ্বরে ভুগছিল বাবলু। দুপুর ১টার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এ সময় ‘করোনা’ আক্রান্ত বলে তাকে বহির্বিভাগ থেকে চিকিৎসা নিয়ে আসতে বলেন জরুরি বিভাগের চিকিৎসক। বহির্বিভাগে গেলে করোনা বলে চিকিৎসা দেয়া হয়নি। পরে হাসপাতালের ফ্লোরে দীর্ঘক্ষণ পড়ে থাকে বাবলু। সেখানেই তার মৃত্যু হয়। চিকিৎসকদের অবহেলায় আমার ভাইয়ের মৃত্যু হয়েছে।

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত

আরিফুর রহমান আরিফ:: বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ঝালকাঠিতে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন উদযাপিত হয়েছে। একই সঙ্গে দিনটিকে ‘জাতীয় শিশু দিবস’ হিসেবে উদযাপন করা হয়।

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে জেলা প্রশাসন,জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের দিনব্যাপী কর্মসূচি করেন ।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, দোয়া ও মিলাদ মাহফিল, মোনাজাত, প্রার্থনা, আলোচনা সভা, শোভাযাত্রা,সাংস্কৃতিক অনুষ্ঠান , প্রামাণ্যচিত্র প্রদর্শন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ইত্যাদি।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. জোহর আলী।

এ সময়, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষে কর্মকর্তা ও কর্মচারিরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে, শহরের পৌর খেয়াঘাট এলাকায় বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভের সামনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

৩৩৩-তে কল করলেই পাওয়া যাবে করোনা সংক্রান্ত সেবা

নিজস্ব প্রতিবেদক:
করোনা পরিস্থিতি মোকাবিলায় নতুন করে আরও ৫ টি হটলাইন চালু করেছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর)। এই নিয়ে আইইডিসিআরে হটলাইন নম্বরের সংখ্যা দাঁড়াল ১৯ টি। এছাড়া স্বাস্থ্য বাতায়নের হেল্পলাইন নম্বর ১৬২৬৩ ফোন করেও করোনাভাইরাস সংক্রান্ত তথ্য জানতে পারবেন আগ্রহীরা।

আইইডিসিআর সূত্রে জানা যায়, তবে আইইডিসিআর’র ১৯ টি হটলাইন নম্বরে কল করার ঝামেলা এড়াতে চান তারা শুধুমাত্র তথ্য সেবার হেল্প লাইন নম্বর ৩৩৩ তে কল করলেই করোনা সংক্রান্ত সেবা পাবেন। কেননা ৩৩৩ হেল্পলাইন নম্বরে আইইডিসিআর’র ১৯ টি হটলাইন নম্বর সংযুক্ত করা হয়েছে। তাই কেউ যদি ৩৩৩ কল করেন সেই কলটি চলে যাবে আইইডিসিআর’র হটলাইন নম্বরে।

হটলাইনের নম্বর: ০১৫৫০০৬৪৯০১-৫, ০১৪০১১৮৪৫৫১, ০১৪০১১৮৪৫৫৪, ০১৪০১১৮৪৫৫৫, ০১৪০১১৮৪৫৫৬, ০১৪০১১৮৪৫৫৯, ০১৪০১১৮৪৫৬০, ০১৪০১১৮৪৫৬৩, ০১৪০১১৮৪৫৬৮, ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১, ০১৯৪৪৩৩৩২২২।

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর মহাখালীতে অবস্থিত স্বাস্থ্য ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আইইডিসিআর পরিচালক ডা. অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

ডা. অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, হটলাইনে গত ২৪ ঘণ্টায় কল এসেছে ৪ হাজার ৩২৯ টি। এর মধ্যে করোনাভাইরাস সংক্রান্ত তথ্য জানানোর জন্য কল করা হয়েছে ৪ হাজার ২১২ টি। তবে অনেকে অভিযোগ করে বলছেন তারা হটলাইনে  ঢুকতে পারছেন না। এত কল আসলে স্বাভাবিক ভাবেই লাইনগুলো ব্যস্ত থাকার কথা।

তিনি আরও জানান, তবে আমরা বিষয়টি অর্গানাইজ করার চেষ্টা করছি। আইইডিসিআরের হটলাইনে আরও নতুন পাঁচটি মোবাইল নম্বর সংযুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠানটির হটলাইনে করোনাভাইরাসের তথ্য ও সেবা পেতে এর আগে ১৩টি নম্বর এক সঙ্গে চালু করা হয়েছিল। বর্তমানে আইইডিসিআরের হটলাইনে নতুন পাঁচটি মোবাইল নম্বরসহ মোট ১৯টি মোবাইল নম্বর যুক্ত হয়েছে। আইইডিসিআর’র হটলাইন নম্বরগুলো তথ্য সেবা হেল্পলাইন নম্বর ৩৩৩-তে যোগ করা হয়েছে। এখন থেকে ৩৩৩-এ কল দিলে এসব হটলাইন নম্বরে কথা বলা যাবে।

 

 

বাউফলে ‘আন্তর্জাতিক নারী সমাবেশ’ দিবস পালিত

পটুয়াখালীর বাউফলে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী সমাবেশ দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (৫মার্চ) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও মহিলা বিষায়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ওই মঙ্গল শোভাযাত্রাটি বের করা হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা মহিলা বিষায়ক কর্মকর্তা কানিজ মার্জিয়ার সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাউফল উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমন্ডার সামসুল আলম মিয়া, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা শিল্পী রানী।

পুরুলিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

মো:রফিকুল ইসলাম,নড়াইল:
পূর্ব শত্রুতার জের ধরে নড়াইলের কালিয়া উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার পুরুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গ্রাম্য দলাদলি ও আধিপত্য বিস্তারসহ নানা বিষয় নিয়ে পুরুলিয়া গ্রামের শেখ আনিসুর রহমান ও কুবাদ হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

 

এরই জের ধরে পুরুলিয়া মোড়ের দখল নিয়ে সম্প্রতি বিবাদমান দু’পক্ষের বিরোধ তুঙ্গে ওঠে। আজ (৪মার্চ) বুধবার সকালে দু’পক্ষ বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:রফিকুল ইসলাম জানান, পুরুলিয়ার সংঘর্ষে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে,এখনও পর্যন্তু মামলা হয়নি,তবে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

বরিশালে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি এলজিআরডি অফিস পিয়ন আটক

বরিশাল নগরের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার আবাসিক হোটেল সাঁততারায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ ও চাঁদাবাজির ঘটনায় একজনকে আটক করেছে থানা পুলিশ।

আটক বশির উদ্দিন হাওলাদার (৪৪) বরিশাল নগরের কাউনিয়া হাজেরা খাতুন বিদ্যলয় সংলগ্ন সড়কের ভাড়াটিয়া ও এলজিআরডি’র বরিশাল সদরের চতুর্থ শ্রেনীর কর্মচারী (এমএলএসএস) বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

থানায় দেয়া অভিযোগের বরাত দিয়ে হোটেল সাঁততারা’র মালিকের ছোটভাই সানাউল্লাহ চৌধুরী জানান, গত বৃহষ্পতিবার (২৭ ফেব্রুয়ারি) আটক বশির হাওলাদার নিজেকে ডিবি পুলিশের সদস্য হুমায়ুন কবির নামে পরিচয় দিয়ে হোটেলে প্রবেশ করে। এসময় তিনি হোটেলের বেশ কয়েকটি কক্ষ তল্লাশি করেন এবং হোটেল অনৈতিক কাজ করা হয় বলে অভিযোগ তোলেন।

এরপর হোটেলে মালিকের ছোটভাই সানাউল্লাহ চৌধুরী ও হোটেল ম্যানেজার ইউসুফকে মারধর এবং নানানভাবে ভয়ভীতি দেখিয়ে দুইদফায় বত্রিশ হাজার ৫ শত টাকা নেয়।

পরে ২০৪ নাম্বার কক্ষে থাকা বাচ্চাসহ এক নারীর সাথে অপ্রিতীকর ঘটনা ঘটানোর অভিযোগ তুলে একটি সাঁদা কাগজে মুচলেকা নেন। যেখানে আরো ১ লাখ টাকা ডিবি পুলিশের পরিচয়দানকারী ব্যক্তিকে দেয়ার কথা লেখা ছিলো।

সানাউল্লাহ চৌধুরী জানান, এসময় ওই ব্যক্তি আমাকে ৫০ হাজার ও হোটেল ম্যানেজারের কাছ থেকে তার বাবার নাম্বার নিয়ে কল দিয়ে ৫০ হাজার টাকা দেয়ার জন্য বলেন। পরবর্তীতে ওই ব্যক্তি ২০৪ নাম্বার কক্ষে থাকা বাচ্চাসহ ওই নারীকে এবং ওই নারীর স্বামী পরিচয়দানকারী মাইক্রেবাসের চালক আফসারকে নিয়ে চলে যান।

বিষয়টি হোটেল মালিক সোলায়মান চৌধুরীকে জানানো হলে তিনি বিষয়টি বরিশাল মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার(উত্তর) মোঃ খায়রুল আলম জানান, তিনি বিষয়টি জানার পরপরই হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষন করে এর সত্যতা পান।

পরবর্তীতে এয়ারপোর্ট থানাকে মামলা নিতে বলেন এবং ঘটনার তদন্তসহ জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার নির্দেশ দেই।

এরপর বিষয়টি নিয়ে এডিসি (উত্তর) মোহাম্মদ আবুল কালাম আজাদের নেতৃত্বে উত্তর জোনের আওতায় এয়ারপোর্ট ও কাউনিয়া থানা পুলিশের সদস্যরা অভিযানে নামেন।

অভিযানের আগে হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ থেকে অভিযুক্তর ছবি ও নানান মাধ্যমে তার অবস্থান সনাক্ত করে রোববার (০১ মার্চ) ভোরে কাউনিয়া এলাকা থেকে বশির উদ্দিন হাওলাদারকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বেশ কিছু তথ্য দিয়েছে এবং তার পরিচয় হিসেবে এলজিআরডি’র বরিশাল সদর অফিসে এমএলএসএস পদে কর্মরত রয়েছে বলে জানিয়েছেন।

তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত গ্রেফতারকৃতর কাছ থেকে ডিবি লেখা একটি জ্যাকেট ও হোটেল মালিকের ভাইয়ের কাছ থেকে নেয়া সাদা কাগজের মুচলেকাটি উদ্ধার করা হয়েছে।