এসএসসি পরীক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৬ জনের যাবজ্জীবন

রাজবাড়ীতে এসএসসি পরীক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— রাজবাড়ী শহরের ড্রাই আইস ফ্যাকটরি এলাকার মৃত ইউনুচ খাঁর ছেলে মো. সুজন (২২), একই এলাকার আক্তার ফকিরের ছেলে আল আমিন ফকির (২৪), মৃত নুর আলী ফকিরের ছেলে মোস্তফা ফকির (২৫), নাড়ু কুমার সরকারের ছেলে আকাশ সরকার (২৪), মৃত আবুল বেপারীর ছেলে বাবু বেপারী ওরফে কমান্ডার (২৮) ও বড় লক্ষীপুর এলাকার খালেক প্রামাণিকের ছেলে ফজলুর রহমান (৩২)।

 

রায় ঘোষণার সময় মামলার তিন নম্বর আসামি মোস্তফা ফকির ছাড়া বাকি আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট উমা সেন জানান, ২০১৯ সালে রাজবাড়ী সদরের জৌকুড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী হিসেবে প্রস্তুতি নিচ্ছিল ওই শিক্ষার্থী। তিন-চার মাস আগে ড্রাই আইস ফ্যাকটরি এলাকার সুজনের সঙ্গে পরিচয় হয় তার। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং মোবাইল ফোনে কথাবার্তা হয়।

পিপি জানান, একই বছরের ২৮ জানুয়ারি বিকেল ৩টার দিকে রাজবাড়ী বাজার থেকে রেল লাইন দিয়ে হেঁটে মহাদেবপুর এলাকার নিজ বাড়ি ফেরার পথে সুজনের সঙ্গে দেখা হয় তার। ওই সময় সুজন তাকে ড্রাইস ফ্যাকটরি এলাকার আমিরুল ইসলাম নামে এক ব্যক্তির পরিত্যক্ত মেসে নিয়ে যায়। সেখানে বিয়ের প্রলোভনে সুজন তাকে ধর্ষণ করেন। পরে পালাক্রমে সুজনের বন্ধুরাও ওই ছাত্রীকে ধর্ষণ করেন।

এরপর ওই ছাত্রী বাদী হয়ে সুজনকে প্রধান আসামি করে ছয় জনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করে। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ এ রায় দেন।

বীরমুক্তিযোদ্ধার নামে প্রতিষ্ঠিত বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয় রাজাকারের বাড়ির সামনে স্থানান্তর, আদালতে মামলা

গাজী মোশারফ হোসেন,  বাকেরগঞ্জ প্রতিনিধি:

 ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের রনাঙ্গনে  শহীদ বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহম্মেদ নামে বাকেরগঞ্জের কবাই ইউনিয়নের হানুয়া গ্রামে  প্রতিষ্ঠিত শহীদ বীরমুক্তিযোদ্ধা মুনসুর আহম্মেদ বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয় কমিটির রেজুলেশন জালিয়াতি করে পাশ্ববর্তী লক্ষ্মীপাশা গ্রামে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী রাজাকার আবদুল ওয়াহেদ গাজীর নাম যুক্ত করে স্হানান্তর ও  গোপন কমিটির মাধ্যমে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে শিক্ষক কর্মচারী নিয়োগের অভিযোগ উঠেছে। এ ঘটনা প্রকাশ হওয়ার পর মুক্তিযোদ্ধা ও এলাকার সাধারন মানুষ এর প্রতিবাদে ফুসে উঠেছেন। বরিশাল জেলা, বাকেরগঞ্জ উপজেলা ও কবাই ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দ ঘটনাস্হল পরিদর্শন করে প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রী, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল সহ সরকারের বিভিন্ন দপ্তরে পৃথক পৃথক অভিযোগ দাখিল করেছেন। এদিকে এর প্রতিকার চেয়ে আদালতে মামলা করেছেন শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান  ও প্রতিষ্ঠানের জমিদাতা এবং  প্রতিষ্ঠাতা সদস্য আওয়ামী লীগ নেতা আবদুস সালাম বাদল।

অভিযোগ সুত্রে জানা যায়, বাকেরগঞ্জের কবাই ইউনিয়নের হানুয়া গ্রামের শহীদ বীরমুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ’র ছেলে আব্দুস সালাম বাদল২০১৫ইং সালে তার বাবা নামে একটি বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয় স্হাপন করেন। বুদ্ধি প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার পর পাশ্ববর্তী লক্ষ্মীপাশা গ্রামের আবদুল মােতালেব গাজীর জামাতা শেখ হুমায়ুন কবীর সমাজ কল্যাণ মন্ত্রনালয়ে করনীক পদে কর্মরত থাকায় তার সহযোগিতা চান। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক পদে তাকে রাখতে হবে এই শর্তে আবদুল মোতালেব গাজী সহযোগিতা করতে রাজি হন এবং  তার জামাতা শেখ হুমায়ুন কবিরের মাধ্যমে বিভিন্ন কাজ শুরু করেন। বিদ্যালয় স্হাপনের পর ১ জুন ২০১৭ তারিখে বাকেরগঞ্জ সাবরেজিস্টী  ৩২৯১ দলিলের মাধ্যমে ওই প্রতিষ্ঠানের নামে ২০ শতাংশ জমি দান করেন পাকা আধাপাকা নির্মাণ করে  বিদ্যালয়ের কার্যক্রম শুরু করেন । ২০১৭ সালের জুনে জাতীয় ও স্হানীয় পত্রিকায় নিয়োগ বিজ্ঞাপ্তি প্রকাশের পর বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সভাপতি হয়ে ৫ সদস্যর নিয়োগ বোর্ড গঠন করে শিক্ষক কর্মচারী নিয়োগ দেন।

আব্দুস সালাম (বাদল) জানান, সরকারি নীতিমালা-২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটি সুচার“ ভাবে পরিচালিত হয়ে আসিতেছে এবং কিছু দিন পূর্বে প্রতিষ্ঠানের রেজিষ্ট্রেশন লাভের জন্য জাতীয় গােয়েন্ধা নিরাপত্তা পরিষদের (এন,এস,আই) কর্তৃক প্রতিষ্ঠানটি তদন্ত হয়। এর কিছু দিন পরে লক্ষ্মীপাশা মােতালেব গাজীর বাড়ীর সামনে টিনের একটি ঘর তৈরি করে শহীদ মুনসুর আহম্মেদ আবদুল ওয়াহেদ গাজী বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের নামে একটি সাইনবাের্ড দেয়া হয়। সাইনবাের্ড সম্পর্কে মােতালেব গাজী ও তার জামাতা শেখ হুমায়ুন কবিরের কাছে জানতে চান বাদল। তারা জানান, এখানে একটি হাই স্কুল ¯স্হাপন করা হবে। কিন্তু  প্রতিবন্ধি স্কুল  সম্পর্কিত বিশেষ নীতিমালা-২০১৯ এর পরিপ্রেক্ষিতে বিশেষ বিদ্যালয় সমূহের পাঠদান স্বীকৃতি/এমপিও ভুক্তির আবেদন পত্রে অবৈধ ভাবে শিক্ষক ও কর্মচারিদের জিম্মী করে স্কুলের স্হান হানুয়ার পরিবর্তে লক্ষ্মীপাশায় বিদ্যালয়টি স্হানান্তর দেখানাে হয়েছে। একারণে আদালতে মামলা ও সমাজকল্যাণ মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরের অভিযোগ দেন দাতা আব্দুস সালাম বাদল ও মুক্তিযোদ্ধা সংসদ।

অভিযোগের পরিপ্রেক্ষিতে  সমাজকল্যাণ মন্ত্রণালয় তদন্তের দায়িত্ব দেয় বরিশাল সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আল মামুন তালুকদারকে। গতকাল শনিবার (১৩ মার্চ) সরেজমিনে তদন্তে আসে জেলা সমাজসেবা অধিদপ্তরের একটি টিম। দিনব্যাপী তদন্ত শেষে উপ-পরিচালক আল মামুন তালুকদার সাংবাদিকদের জানান, একই নামে দুটি বিদ্যালয় স্হাপন করা হয়েছে ইতোমধ্যে কাগজপত্র যাচাই বাছাই করেছি। আজকে সরেজমিনেও ঘুরে দেখলাম। এখন তদন্ত প্রতিবেদন সমাজসেবা অধিদপ্তরের প্রেরণ করা হবে। এ সময় বরিশাল মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কে.এস মহিউদ্দিন মানিক বীর প্রতীক, বাকেরগঞ্জ উপজেলা সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রবুল হক হাওলাদার, কবাই ইউনিয়ন কমান্ডার তোজাম্মেল হোসেন তালুকদার, বীরমুক্তিযোদ্ধা রত্তন আলী গাজী, আলী হোসেন হাওলাদার, ইউনুস ফরাজী, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তান সহ  নানা শ্রেণী পেশার কয়েক শতাধিক লোক উপস্হি’ত ছিলেন।

বরিশাল মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার কে এস মহিউদ্দীন মানিক বীর প্রতিক বলেন একজন শহীদ বীর মুক্তিযোদ্ধার সাথে একজন স্বাধীনতা বিরোধীর নাম যুক্ত করে স্বাধীন বাংলাদেশে কোন প্রতিষ্ঠান হতে পারেনা। যেখা‌নে মহামান্য সুপ্রিমকোর্ট দেশের সকল প্রতিষ্ঠান থেকে স্বাধীনতা বিরোধীদের নাম মুছে ফেলা হয়েছে সেখানে একজন স্বাধীনতা বিরোধীর নাম যারা একজন শহীদ বীর মুক্তিযোদ্ধার নামে সাথে যুক্ত করার অপচেষ্টা চালিয়েছে তাদের প্রতিহত করা হবে। স্হানীয় মুক্তিযোদ্ধা ও প্রবীন ব্যক্তিরা জানান আবদুল ওয়াহেদ গাজী একজন তালিকাভুক্ত স্বাধীনতা বিরোধী তিনি মুক্তিযুদ্ধের সময়ে কলসকাঠী গনহত্যা ও বাকেরগঞ্জের বিভিন্ন হত্যাকান্ড ও লুটপাটের সাথে জড়িত ছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর তিন পালিয়ে ছিলেন ৭৫ বঙ্গবন্ধু স্বপরিবারে নিহত হওয়ার পর স্বাধীনতা বিরোধী শক্তি ক্ষমতায় এলে তিনি এলাকায় ফিরে আসেন।

বরিশালে জাতীয় ভোটার দিবস উদযাপন

‘বয়স যদি আঠারো হয় – ভোটার হতে দেরি নয়’ এই স্লোগানে বরিশালে আলোচনা সভার ও নতুন ভোটারদের মধ্যে স্মাট কার্ড বিতরবণের মধ্য দিয়ে জাতীয় ভোট দিবস উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (০২ মার্চ) সকাল ১০ টায় আঞ্চলিক, জেলা ও উপজেল নির্বাচন কার্যালয়ের আয়োজনে জাতীয় নির্বাচন দিবস উপলক্ষে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন বরিশালের সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নুরুল আলম।
পরে আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, বরিশাল অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. সোহেল সামাদ ও জালাল উদ্দিনসহ অন্যরা।

সভা শেষে ৬০ জন নতুন ভোটারের হাতে জাতীয় পরিচয়পত্র তুলে দেওয়া হয় এবং ৫০ জন নতুন ভোটারের নাম নিবন্ধন করা হয়েছে।

সাংবাদিক বুরহান হত্যার প্রতিবাদে বাকেরগঞ্জে প্রতিবাদ সমাবেশ ও মহাসড়ক অবরোধ

বাকেরগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট বাজারে ১৯ ফেব্রুয়ারি আওয়ামীলীগের দু গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন অনলাইন নিউজ পোর্টাল ‘বার্তা বাজার’ ও দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি বোরহান উদ্দিন মুজাক্কির। বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদ ও বিচারের দাবীতে সারাদেশে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এর অংশ হিসেবে আজ বাকেরগঞ্জ উপজেলায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি ও বাকেরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় সকল সাংবাদিকগন মহাসড়ক অবরোধ করে আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৫ টায় বাকেরগঞ্জ বাস স্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আসামিদের দ্রুত গ্রেফতার করা না হলে এই প্রতিবাদ সমাবেশ সারা দেশব্যাপী বিক্ষোভ এ পরিণত হওয়ার ঘোষণা দেন তারা। কর্মসূচিতে অংশ নেন, বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার আল আমিন মিরাজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান মোহাম্মদ সেলিম, যুগন্তর পত্রিকার বাকেরগঞ্জ প্রতিনিধি জুয়েল তালুকদার, ইত্তেফাক পত্রিকার বাকেরগঞ্জ প্রতিনিধি গোলাম মোস্তফা, বরিশাল ক্রাইম পত্রিকার প্রকাশক সম্পাদক এইচ এম শাহ আলম শাহ, আজকের সংবাদ পত্রিকার বাকেরগঞ্জ প্রতিনিধি বশির আহমেদ, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক অরুন দাস, এশিয়ান টেলিভিশনের বাকেরগঞ্জ প্রতিনিধি উত্তম কুমার, ৭১ টিভির বাকেরগঞ্জ প্রতিনিধি দিন মোহাম্মদ দিনু, এমটিভি ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন, বৈশাখী টিভির ক্যামেরাপারসন জুয়েল মৃধা, বাংলা টিভি বাকেরগঞ্জ প্রতিনিধি এস এম পলাশ, আজকের পরিবর্তন পত্রিকার বাকেরগঞ্জ প্রতিনিধি পলাশ হাওলাদার, ভোরের কুমিল্লা প্রতিনিধি জাহিদুল ইসলাম, প্রথম সকাল পত্রিকা স্টাফ রিপোর্টার জিয়াউল হক আকন, বরিশাল সমাচার পত্রিকা প্রতিনিধি মাসুদুর রহমান মোরশেদ, সময়ের দক্ষিণাঞ্চল নিউজ পোর্টালের নির্বাহী সম্পাদক জহিরুল হক আকন, বার্তা সম্পাদক খান মেহেদী, বিশ্ব মানচিত্র পত্রিকার প্রতিনিধি আসাদুজ্জামান রাকিব, আলোকিত বরিশাল প্রতিনিধি বেল্লাল হোসেন রিয়াজ, মাতৃজগৎ পত্রিকা জেলা প্রতিনিধি আমির হোসেন, সময়ের দক্ষিণাঞ্চল নিউজ পোর্টালের স্টাফ রিপোর্টার রিয়াজ হাওলাদার, স্টাফ রিপোর্টার রুবেল সিকদার প্রমুখ।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পতাকা উত্তোলন ও ভার্চুয়াল আলোচনা সভার মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ্। ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সোমবার সকাল ১১টায় ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ্ব বলেন, ‘ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই। বিশ্ববিদ্যালয় গুলোতে মানসম্মত শিক্ষার পাশাপাশি মানসম্মত গবেষণাও নিশ্চিত করতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামীর কর্ণধার। তাই তাদেরকে যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষকদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’
প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ্ আরও বলেন, ‘যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে চলতে হলে মানসম্মত শিক্ষার উপর গুরুত্বারোপ করতে হবে। ভবিষ্যতে কোথায় আমরা থাকবো সে বিষয়ে এখনই পরিকল্পনা গ্রহন করতে হবে। নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করেই আমাদের এগিয়ে যেতে হবে।’

সভায় সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন গত ১৬ ফেব্রুয়ারি গভীর রাতে ববির শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলায় আহত শিক্ষার্থীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি জানান তিনি। একই সাথে প্রতিষ্ঠা দিবসের মাহেন্দ্রক্ষনে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমের স্থিতিশীলতা বজায় রাখতে বরিশালবাসীসহ ববি পরিবারের সকলের প্রতি আহবান জানান।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মু. মুহসিন উদ্দীনের সঞ্চালনায় আলোচনা সভায় ববি শিক্ষক সমিতির সভাপতি মো. আরিফ হোসেন, সাধারন সম্পাদক ড. মো. খোরশেদ আলম, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দীন গোলাপ, গ্রেড ১১-১৬ কল্যান পরিষদের সভাপতি ফয়সাল কিবরিয়া এবং ১৭-২০ কল্যান পরিষদের সাধারন সম্পাদক শফিকুর রহমান বক্তব্য রাখেন। এছাড়া ভার্চুয়াল সভায় বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা সংযুক্ত ছিলেন।

উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, প্রক্টর, প্রভোস্ট, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ ববির বিভিন্ন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে স্থাপিত ঐতিহাসিক ৬ দফার ইতিহাস সংবলিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

উল্লেখ্য, ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।’

কালকিনি উপজেলার সতন্ত্র মেয়র প্রার্থীকে তুলে নিয়ে গেল প্রশাসন

মুমতাজুল কবীর,মাদারীপুর সংবাদদাতা:
মাদারীপুরের কালকিনি উপজেলার, নারিকেল গাছ জনপ্রিয় মার্কার প্রার্থী মসিউর রহমান সবুজ কে -দুপুরের দিকে পুলিশের গড়িতে তুলে নিয়ে যায় কালকিনি থানার আফিসার ইনর্চাজ তথ্য সূত্রে জানা যায়। প্রার্থীকে এভাবে তুলে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে কালকিনি সাধারনে মানুষ এবং তার সমর্থকরা খোবে লাঠি-ছোটা মিছল করে এবং কালকিনি থানা ঘেরাও করে। বর্তমানে উপজেলার বিভিন্ন স্থানে মারামারি হচ্ছে নৌকা প্রার্থীর সমর্থকদের সাথে নারিকেল গাছ মার্কার মসিউর রহমান সবুজের সমর্থক গোষ্ঠিদের ভিতরে। এ বিষয়ে প্রশাসনের সাথে কোন প্রকার সৎ উত্তর পাওয়া যায়নি ।

বরিশালে কিশোরীকে অপহরণের চেষ্টা, আহত ২

বরিশালের বাবুগঞ্জে রুপা(১৪) নামের এক কিশোরীকে অপহরণের চেষ্টা চালিয়েছে বখাটে সন্ত্রাসীরা।

গত বৃহস্পতিবার সকাল ১১ টায় এই অপহরণের চেষ্টা চালায়। কিশোরী রুপাকে জোরপূর্বক ভাবে তুলে নিতে চায় বখাটে সন্ত্রাসী অনিক।

কিশোরীর ডাক চিৎকার শুনে তার মা রেকছোনা ছুটি আসলে তাকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত করে। বর্তমানে তারা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

আহতরা হলো ওই থানার জাহাপুর গ্রামের বাসিন্দা ইদ্রিস বেপারির স্ত্রী ও মেয়ে। স্থানীয় ও আহত সূত্রে জানা যায়, একই এলাকার সোহেল মিয়ার বখাটে ছেলে অনিক কিশোরী রুপাকে দীর্ঘদিন যাবৎ বিরক্ত করে আসছিল।

নানা সময়ে পথে-ঘাটে রুপাকে দেখলে অনৈতিক সম্পর্ক স্থাপন করার কথা বলে। কিন্তু রুপা তাতে রাজি না হলে ঘটনার দিন পরিকল্পিতভাবে অপহরণের চেষ্টা চালায়।

কিশোরী ডাকচিৎকার শুনে মাতা রেকছোনা বেগম(৩০) ছুটি আসলে দুজনকেই দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে সোহেল মিয়া, তার বকাটে ছেলে অনিক, ভাড়াটে সন্ত্রাসী ইউনূস সহ অজ্ঞাত ৫/৭ জন সন্ত্রাসীরা তাদের উপরে হামলা চালায়।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শেবাচিমে প্রেরণ করেন। বর্তমানে তারা এ হাসপাতালে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছে তাদের শরীলে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান ওই ওয়ার্ডের কর্মরত চিকিৎসকরা।

এনিয়ে বাবুগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা গণমাধ্যমকর্মীদের আরও জানান।

পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকান্ডে ১৫টি দোকান ঘর ভস্মীভূত

পটুয়াখালীর সদর উপজেলার হেতালিয়া বাঁধঘাটের উত্তর পার্শ্বে সেতারা ক্লিনিক রোডের সেমলী বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে ১৫টি দোকান ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে।

৫ জানুয়ারী মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুই ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনেন। ভুক্তভোগীদের দাবি পাচঁ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

যেসব দোকান ঘর ভস্মীভূত হয় তা হলো মেসার্স রিফাত পল্টিসেবা প্রোপাইটার মোঃ আব্দুর রাজ্জাক মৃধা, বিসমিল্লাহ বস্ত্রালয় কাপড়ের দোকান, জুয়েলারি দোকান, সাইফুল ব্রাদার্স স্টোর, এনাম মেডিকেল হল ,আপন সেলুন, রাজ লক্ষী জুয়েলার্স, মৃধা স্টোর, শিবু স্বর্ণকার ,জুয়েল ইলেকট্রনিক্স, সুমন ষ্টোর ,মাটির হাড়ি পাতিল এর দোকান, রিয়াজ পল্টি ফিট, সাইফুল কসমেটিক ,লেপ-তোষকের দোকান ও মুদি মনোহারী দোকান।

ব্যাবসায়ী রাজলক্ষ্মী গোল্ড হাউজের মালিক দেবাশীষ কর্মকার জানান, আলতাফের লেপ তোশকের দোকানে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয় এবং পরে তা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পরে।

বুধবার (০৬ জানুয়ারী) সকালে পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ লতিফা জান্নাতি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদেরকে সরকারি ভাবে সহায়তার আশ্বাস দেন।

রাষ্ট্রপতির ভাষণে গুরুত্ব পাচ্ছে ১০টি বিষয়

নতুন বছরের শুরুতেই বসছে একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন। সংবিধানের অনুচ্ছেদ ৭৩ (২) অনুযায়ী এবারও বছরের শুরুর অধিবেশনের ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো, আবদুল হামিদ। সংবিধান অনুযায়ী সংসদের প্রথম অধিবেশন ও বছরের প্রথম অধিবেশনে ভাষণ দিয়ে থাকেন রাষ্ট্রপতি। জানুয়ারি মাসের শেষ দিকে বসতে পারে একাদশ অধিবেশন। রেওয়াজ অনুযায়ী অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি দিক নির্দেশনামূলক ভাষণ দেবেন।

কার্যপ্রণালী বিধি অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণ মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দিতে হয়। সেই অনুযায়ী সোমবার (২১ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে রাষ্ট্রপতির ২০২১ সালের ভাষণ অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আজকের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণ অনুমোদন দেওয়া হয়েছে। এবার রাষ্ট্রপতির ভাষণে ১০টি বিষয় গুরুত্ব পাচ্ছে বলেও জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, রাষ্ট্রপতির ভাষণ সাধারণত দুই ধাপে হয়ে থাকে। একটি কপি হচ্ছে বিস্তারিত অর্থাৎ সরকারের আর্থিক বছরের বিবরণ আর একটি যেটি রাষ্ট্রপতি দিয়ে থাকেন।

রাষ্ট্রপতির ভাষণে গুরুত্ব পাচ্ছে যে ১০টি বিষয়। মন্ত্রিপরিষদ সচিবের বক্তব্যে অনুযায়ী গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে- দেশের সার্বিক পরিস্থিতি এবং সামষ্টিক অর্থনীতির চিত্র, দেশের আর্থসামাজিক উন্নয়নে গৃহীত পদক্ষেপ ও সাফল্য, রূপকল্প ২০২১ বাস্তবায়নে গৃহীত কর্মসূচি এবং রূপকল্প ২০৪১ প্রণয়ন, দেশে-বিদেশে কর্মসংস্থান, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নকল্পে বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির বেষ্টনি প্রসার, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার অগ্রগতি, বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে অর্জিত সাফল্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন এবং এর জন্য গৃহীত কর্মসূচি ও প্রশাসনিক নীতি-কৌশল উন্নয়ন দর্শন এবং অগ্রযাত্রার দিক নির্দেশনা।