স্বপ্নের পদ্মা সেতুর বসল শেষ স্লাব, পূর্ণাঙ্গ রূপ পেল সড়কপথ

শেষ হলো পদ্মা সেতুর রোডওয়ে স্লাব বসানোর কাজ। এর ফলে ৬ দশমিক ১৫ কিলোমিটার সেতুতে পূর্ণাঙ্গ রূপ পেল সড়কপথ। আজ সোমবার সকালে সেতুর রোডওয়ের শেষ স্লাব বসানো হয় বলে জানিয়েছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের।

তিনি বলেন, পদ্মা সেতুর কাজ আরও একধাপ এগিয়ে গেল। এ ছাড়া পদ্মা সেতুর মাঝখান দিয়ে গ্যাসলাইন বসানোর কাজ শুরু হয়েছে। একইসঙ্গে শেষ হতে চলছে রেললাইনের কাজও। আগামী বছরের জুনের আগেই সম্পূর্ণ কাজ শেষ করা হবে। এ জন্য এ প্রকল্পে কর্মরত সবাই একযোগে দিনরাত কাজ করে চলেছেন। ইতোমধ্যে পদ্মা সেতু প্রকল্প এলাকায় এসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘোষণা দেন যে, ২০২২ সালের জুন মাসের যেকোনো দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতুর শুভ উদ্বোধন করবেন।

সে লক্ষ্যে সেতু প্রকল্পে কর্মরত দেশি-বিদেশি শ্রমিকরা কাজ করে চলছেন। এ পর্যন্ত মূল সেতুর কাজের ৯৪ দশমিক ৫০ শতাংশ শেষ হয়েছে। সেতুর মোট ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্লাবের মধ্যে সর্বশেষটি আজ সকালে বসানো সম্পন্ন হয়। এর আগে চলতি বছরের ২০ জুন শেষ হয়েছিল দ্বিতল সেতুর রেলওয়ে স্লাব বসানোর কাজ।

সেতু প্রকল্পের প্রকৌশলীরা জানিয়েছেন, চলতি বছরের জুলাই মাস পর্যন্ত সেতু প্রকল্পের সার্বিক কাজ এগিয়েছে ৮৭ দশমিক ২৫ শতাংশ। আর মূল সেতুর কাজের অগ্রগতি ৯৪ দশমিক ২৫ শতাংশ। অর্থাৎ মূল সেতুর কাজের আর বাকি মাত্র ৫ দশমিক ৭৫ শতাংশ। ২০০১ সালে মাওয়া পুরান ফেরিঘাটে মাছ বাজার সংলগ্ন এলাকায় এই সেতুর ফলক উন্মোচন করেন সেসময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সরকার বদল হলে, থেমে যায় কাজ।

আবার ২০০৯ সালে তোড়জোড় শুরু হয় কাজের। অনেক চড়াই উতরাই পার করে অবশেষে ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। এরপর একে একে ৪২টি পিলারে ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যান বসানো হয়। ২০২০ সালের ১০ ডিসেম্বর ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু পুরোপুরি দৃশ্যমান হয়েছিল। একইসঙ্গে চলতে থাকে রোডওয়ে ও রেলওয়ে স্ল্যাব বসানোসহ অন্যান্য কাজ। আজ রোডওয়ে স্লাব বসানোর কাজ শেষের মধ্য দিয়ে পূর্ণাঙ্গরূপে পদ্মা সেতু চোখের সামনে শুভ উদ্বোধনের অপেক্ষায়।

নলছিটিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

আরিফুর রহমান,নলছিটি।।
জাতীয় শোক দিবসে ঝালকাঠির নলছিটিতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকীতে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা প্রশাসন।

জাতীয় শোক দিবসে নলছিটি উপজেলা আ’লীগের আলোচনা সভা

রবিবার (১৫ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় ।এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নলছিটি পৌরসভার উদ্যোগে শ্রদ্ধা নিবেদন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)রুম্পা সিকদার, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আ. ওয়াহেদ খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর,জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আতাউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কৃষ্ণ খরাতী, মৎস্য কর্মকর্তা স্যাইয়েদা,কাউন্সিলর তাজুল ইসলাম দুলাল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
নলছিটি থানার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ

এছাড়াও নলছিটি উপজেলা আওয়ামী লীগ, নলছিটি পৌরসভা ও নলছিটি থানার উদ্যোগে জাতীয় শোক দিবসে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

উল্লেখ্য ১৯৭৫ সালের এই দিনে ঘাতকরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে।

ডিএমপির তিন থানার ওসি বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বুধবার ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

ডিএমপি হেডকোয়ার্টার্সের এক অফিস আদেশে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আবুল কালামকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কিশোর শীলকে গোয়েন্দা ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।

একই আদেশে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপপ্ত কর্মকর্তাকে কাজী সাহানের গোয়েন্দা ওয়ারী বিভাগে বদলির আদেশে স্থগিত করে পূর্বের কর্মস্থলে বহাল রাখা হয়েছে।

বরিশালে ‘কালা বাবু’র দাম ১৫ লাখ টাকা

শামীম আহমেদ ॥
বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় নিজস্ব একটি খামারে বেড়ে ওঠা ৩০মণ ওজনের ’কালা বাবু’র দাম হাঁকা হয়েছে ১৫ লাখ টাকা। ফ্রিজিয়ান প্রজাতির বিশাল আকারের গরুটিকে খামারি মালিক আদর করে নাম রেখেছেন ‘কালা বাবু’। গায়েগতরে বেশ উঁচু আর স্বাস্থ্যবান।দূর থেকে উৎসুক জনতা কৌতূহল নিয়ে তাকিয়ে আছেন। সাহস করে পাশে গিয়ে কেউ কেউ মুঠোফোনে ছবিও তুলছেন। দূর থেকে দেখতে হাতির মতো। ঈদুল আজহাকে সামনে রেখে গরুটির দাম হাঁকা হয়েছে ১৫ লাখ টাকা। বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের খামারি আমিনুল ইসলাম সিকদারের পরিচর্যায় বড় হওয়া কালা বাবুর ওজন প্রায় ৩০ মণ। কালা বাবু লম্বায় সাড়ে ৮ ফুট আর উচ্চতায় ৭ ফুট ৮ ইঞ্চি।

সাড়ে চার বছর আগে আমিনুলের মেজ ভাই সুমন সিকদারের খামারে কালো রঙের ফ্রিজিয়ান প্রজাতির গরুর বাচ্চাটির জন্ম হয়। সাড়ে ৭ মাস বয়সে ভাইয়ের কাছ থেকে গরুটি কেনেন আমিনুল। এরপর শুধু দেশীয় খাবার খাইয়ে গরুটিকে লালনপালন করেছেন আমিনুল। শান্ত প্রকৃতির ও গায়ের রং কালো হওয়ায় শখ করে গরুটির নাম রেখেছেন কালা বাবু।আমিনুলের গরুর খামারের দায়িত্বে থাকা জাহাঙ্গীর হোসেন বিডি ক্রাইমকে বলেন, ‘উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের পরামর্শ অনুযায়ী ক্ষতিকর ওষুধ ছাড়াই দেশীয় খাবার খাইয়ে ষাঁড়টিকে বড় করা হয়েছে। এখন পর্যন্ত বাজারে ওঠানোর চিন্তা নেই। ষাঁড়টি কিনতে বাড়িতেই লোকজন আসছেন। বিভিন্ন মানুষ বিভিন্ন দাম বলছেন। কিন্তু আমাদের চাহিদা ১৫ লাখ টাকা।

’গরুকে তিনি নিয়মিত ছোলা, ছোলার খোসা, খেসারির ডাল, গমের ভুসি খাওয়ানো হয় বলে জানান তিনি। গরু মোটাতাজা করার জন্য কোনো ওষুধ কিংবা কোনো ক্ষতিকর খাবার খাওয়ানো হয়নি বলে তিনি দাবি করেন। তাঁর দাবি, এই গরুগুলো লালনপালন করতে অনেক খরচ হয়। তাই দামও বেশি। খামারমালিক আমিনুল বিডি ক্রাইমকে জানান, বর্তমানে করোনাভাইরাসের কারণে বাজারে না নিয়ে বাড়ি থেকেই গরুটি বিক্রির চেষ্টা করছেন। তবে যদি কেউ তার নিজস্ব খামার থেকে কিনে না নেয় তাহলে এবারের কুরবানী উপলক্ষে ঢাকার এক হাটে নেয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান খামারের মালিক। এ ছাড়া তাঁদের খামারে আরও নয়টি বড় জাতের ষাঁড় রয়েছে।

বিসিসির সাবেক কাউন্সিলরের বাবার মৃত্যুতে সিটি মেয়রের শোক প্রকাশ

বরিশাল সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র বরিশাল মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব জিয়া উদ্দিন সিকদার – এর বাবা জনাব মোমিন সিকদার আজ বিকালে নিজ বাসভবনে বাধক্যজনিত কারনে মৃত্যুবরণ করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপণ করেছেন।

বরিশালে ডায়রিয়া আক্রান্তদের চিকিৎসা সহায়তায় এগিয়ে এলো সেনাবাহিনী

বরিশালে ডায়রিয়া আক্রান্তদের চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী। এর অংশ হিসেবে বরিশাল সিভিল সার্জনের হাতে এক হাজার আইভি স্যালাইন তুলে দিয়েছেন তারা।

সোমবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় বরিশালের সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেনের হাতে স্যালাইন তুলে দেন বরিশালের শেখ হাসিনা সেনানিবাসের পক্ষে ক্যাপ্টেন মো. সৈকত। এই সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনের ৬ ব্রিগেডের ৪১ বি’র এই স্যালাইনগুলো প্রদান করেছে।
এর আগে, শেখ হাসিনা সেনা নিবাসের পক্ষ থেকে বরিশালের বাবুগঞ্জ ও মেহেন্দিগঞ্জ উপজেলায় ডায়রিয়া রোগীদের জন্য আরও ২ হাজার আইভি স্যালাইন প্রদান করে সেনাবাহিনী।

বরিশালের সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন জানান, সম্প্রতি বরিশালসহ উপকূলীয় এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়ায় আইভি স্যালাইনের সংকট সৃষ্টি হয়েছে। জনসাধারণের চিকিৎসা সহায়তার অংশ হিসেবে সেনাবাহিনীর পক্ষ থেকে এক হাজার আইভি স্যালাইন সিভিল সার্জনের হাতে তুলে দেয়া হয়েছে। এছাড়া অন্যান্য উপজেলায়ও ডায়রিয়া রোগীদের সহায়তা করে সেনাবাহিনী।

লকডাউনে কর্মহীন প্রতিটি পরিবার পাবে ৪৫০ টাকা

নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এক সপ্তাহের লকডাউন দিয়েছে সরকার। এতে করে অনেকে কর্মহীন হয়ে পড়েছেন। এই কর্মহীন মানুষদের সহায়তায় সরকার ৫৭২ কোটি ৯ লাখ ২৭ হাজার টাকা বরাদ্দ দিয়েছে।

দেশের প্রায় এক কোটি ২৪ লাখ ৪১ হাজার ৯০০টি পরিবারকে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় এই আর্থিক সহায়তা দেওয়া হবে। পরিবারপ্রতি ৪৫ টাকা কেজি দরে ১০ কেজি চালের সমমূল্য, অর্থাৎ কার্ডপ্রতি ৪৫০ টাকা হারে আর্থিক সহায়তা পাবে কর্মহীন পরিবার।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এই বরাদ্দ দিয়ে বৃহস্পতিবার (০৮ এপ্রিল) আদেশ জারি করেছে।

এছাড়া কোভিড পরিস্থিতিসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারকে তাৎক্ষণিকভাবে খাদ্য সহায়তার জন্য ১২১ কোটি ৬৪ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ৬৪টি জেলার ৪ হাজার ৫৬৮টি ইউনিয়নের প্রতিটিতে ২ লাখ ৫০ হাজার টাকা হারে মোট ১১৪ কোটি ২০ লাখ টাকা মানবিক সহায়তা দেওয়া হবে।

ঢাকা দক্ষিণ ও উত্তর, গাজীপুর এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের জন্য ৭ লাখ টাকা হারে বরাদ্দ দেওয়া হয়। ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল এবং সিলেট সিটি করপোরেশনের জন্য ৫ লাখ টাকা হারে বরাদ্দ দেওয়া হয়েছে। একইসঙ্গে সারা দেশের ৩২৮টি পৌরসভার অনুকূলে মোট ৫ কোটি ৬৭ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরির প্রতিটি পৌরসভার জন্য ২ লাখ টাকা, ‘বি’ ক্যাটাগরির প্রতিটি পৌরসভার জন্য এক লাখ ৫০ হাজার টাকা এবং ‘সি’ ক্যাটাগরির প্রতিটি পৌরসভার জন্য এক লাখ টাকা হারে বরাদ্দ দেওয়া হয়।

বরিশালে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-৪

বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ ৪ জনকে আটক করা হয়েছে। গত ৩ এপ্রিল দুপুর ৩ টা থেকে অভিযান চালায় ১ ঘন্টা। এসময় ১১০ পিস ইয়াবা সহ ইয়াবা সাপ্লায়ার, ইয়াবা পাইকার ও গডফাদারকে আটক করে ।

বরিশাল মেট্টোপলিটন পুলিশের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করে। মিডিয়া সেল সূত্র জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক মোঃ আব্দুর রহমান মুকুল পিপিএম এর নেতৃত্বে এসআই সুজিত কুমার সঙ্গীয় অফিসারবৃন্দ নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

এসময় বরিশাল নগরীর ১০ নং ওয়ার্ডের বঙ্গবন্ধু উদ্যান এলাকা থেকে ৭০ পিস ইয়াবাসহ নগরীর দক্ষিণ আলেকান্দা ডেঙ্গু সরদার রোডের মৃত মোকছেদ আলীর ছেলে রিয়াদকে আটক করে।

আসামী রিয়াদের দেয়া তথ্য মতে দক্ষিণ আলেকান্দা গাজী বাড়ির সৈয়দ হারুনের ছেলে মাদক বিক্রেতা সৈয়দ তারেক (২৪) কে নগরীর ১৩ নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান রোডস্থ এলাকা থেকে ১০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে।

আসামী তারেকের দেয়া তথ্যমতে ঝালকাঠি জেলার নলছিটি থানাধীন মগড় ইউপি মাঝি বাড়ির মোজাম্মেল মাঝির ছেলে পাইকারি মাদক বিক্রেতা সোহাগ মাঝি (২৪) কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে উক্ত ইয়াবা বিক্রয়ের কথা স্বীকার করে।

ধৃত আসামীদের দেয়া তথ্যমতে, কোতোয়ালি মডেল থানাধীন বিসিসি ১৪নং ওয়ার্ডের শহীদ আব্দুর রহিম রোডস্থ মীরা বাড়ির পোল সংলগ্ন বায়তুন নুর জামে মসজিদ এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে পটুয়াখালী ইটবাড়িয়া পুকুরখানার জাকির হোসেনের ছেলে পাইকারি মাদক বিক্রেতা মোঃ জুয়েল হাওলাদার (২৪) কে ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার করলে,

আসামি সোহাগ গাজী এবং জুয়েল জানায়, মাদক মামলায় ১০ বছর সাজাপ্রাপ্ত ও ১৪ টি মাদক মামলার আসামি তথা ০৯ টি ওয়ারেন্ট ভুক্ত আসামি কোতোয়ালি মডেল থানাধীন ১৫ নং ওয়ার্ডস্থ কালু শাহ সড়ক মোল্লা বাড়ির আমির হোসেন মোল্লার ছেলে মাদক সম্রাট আওলাদ হোসেন মোল্লার নিকট থেকে এনে উক্ত মাদক বিক্রয় করতো।এঘটনায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

facebook sharing button

মওদুদ আহমদের মৃত্যুতে বরিশালে দোয়া ও কালো পতাকা উত্তোলন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে বরিশালে দোয়া-মোনাজাত ও কালো পতাকা উত্তোলন কর্মসূচি পালন করেছে বিএনপি।

আজ বৃহস্পতিকার সকাল সাড়ে ১১টায় বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে নগরীর সদররোডস্থ বিএনপি দলীয় কার্যলয়ের সামনে এ কর্মসুচির আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, প্রবীণ নেতা মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, সহ-সভাপতি আব্বাস উদ্দিন বাবলু, যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর হোসেন, সহ-সম্পাদক আনায়ারুল হক তারিন, কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-সাংগঠনিক সম্পাদক জিএম ফারুক, মহানগর শ্রমিকদলের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহিদুল ইসলাম সমির, সাংগঠনিক সম্পাদক রাসেদুজ্জামান রাসেদ প্রমুখ।

এরপূর্বে নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে শোক প্রকাশ করেন। এসময় নেতাকর্মীদের কালো ব্যাচ পরিয়ে দেন বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার। পরে তাঁর পরিচালনায় মরহুমের বিদায়ী আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

পটুয়াখালীতে ৯ মাস আটকে রেখে ২ সন্তানের জননীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ২ সন্তানের জননীকে (২৬) তুলে নিয়ে ৯ মাস আটকে রেখে ধর্ষণ করেছে নিজাম সিকদার (৩৫) নামের এক যুবক। অভিযুক্ত যুবককে গ্রেফতার পরবর্তী সোমবার মির্জাগঞ্জ থানায় একটি মামলা গ্রহণ করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তি বরগুনা জেলার সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের ঘটবাড়িয়া গ্রামের মো: হাকিম শিকদারের ছেলে।

পুলিশ জানিয়েছে, ওই যুবক গত বছরের ২৩ এপ্রিল উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের গাবুয়া এলাকা থেকে ওই গৃহবধূকে অপহরণ করে নিয়ে যান।

অভিযোগ সূত্রে জানা গেছে, ১১ বছর আগে গাবুয়া গ্রামের ইলিয়াস হাওলাদারের সাথে বিয়ে হয় ওই নারীর। তাদের ঘরে দুটি ছেলে সন্তান রয়েছে। নিজাম হাওলাদারের বাড়ির পাশেই ভুক্তভোগীর বোনের বাড়ি। সেই সুবাদে ভুক্তভোগী তার বোনের বাড়িতে বেড়াতে গেলে বিভিন্ন সময় তাকে কু-প্রস্তাব দিতো। বিয়ের পরেও তার স্বামীর বাড়িতে এসে কু-প্রস্তাব ও বিয়ের প্রলোভন দেখাতেন তিনি। প্রস্তাবে রাজি না হওয়ায় কয়েকবার অপহরণের হুমকিও দেন। ভুক্তভোগীর স্বামী ঢাকায় চাকরি করেন। ফলে পারিবারিক কাজে পাশের বেতাগী থানার কুমড়াখালী বাজারে যাওয়ার পথে গাবুয়া থেকে গত বছরের ২৩ এপ্রিল সকালে তাকে বরগুনার দিকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে বিভিন্ন জায়গায় নিয়ে ধর্ষণ করেন। শনিবার ৯ মাস পর ওই বাসা থেকে পালিয়ে আত্মী-স্বজনের কাছে চলে আসেন ভুক্তভোগী।

মামলা গ্রহণ ও অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মির্জাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম মহিববুল্লাহ বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত আছে।’