ডেঙ্গুতে ২০০ ছাড়াল মৃত্যু

হেলথ ডেস্ক :

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ বছর এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১০২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত প্রতিবেদনে আজ রোববার এ তথ্য জানানো হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরও ৮৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে সারা দেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়াল ৩ হাজার ১৮৯ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে ঢাকায় ৪২৬ জন ও ঢাকার বাইরে ৪৩৩ জন। এদিকে এ পর্যন্ত চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৮ হাজার ৫২৯ জন এবং সুস্থ হয়েছে ৪৫ হাজার ১৩৮ জন।

বাফুফে ভবনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত সাফবিজয়ী মেয়েরা

স্পোর্টস ডেস্ক :

সাফ চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়ার পর থেকে বাংলাদেশের মেয়েদের এক নজর দেখতে মুখিয়ে ছিলেন উচ্ছ্বসিত দেশবাসী। আজ বুধবার দুপুরে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে জানানো হয় ফুলেল শুভেচ্ছা। স্বাগতিক নেপালকে হারিয়ে এই অঞ্চলের শ্রেষ্ঠত্বের মুকুট জিতে ফেরা মেয়েদের আনন্দকে রাঙিয়ে তুলতে ব্যবস্থা করা হয় ছাদখোলা বাসের। তাতে করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কার্যালয়ে পৌঁছেছেন সাবিনা-সানজিদারা। বিমানবন্দর থেকে বাফুফে পর্যন্ত পথে হাজার মানুষের ভালোবাসায় সিক্ত হন তাঁরা। দেখেন মানুষের উচ্ছ্বাস।

বিমানবন্দর থেকে সাবিনাদের ছাদখোলা বাস এয়ারপোর্ট, কাকলী, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিজয় সরণি ফ্লাইওভার, তেজগাঁও, মগবাজার হয়ে মৌচাক-কাকরাইল-ফকিরাপুল হয়ে মতিঝিল হয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় পৌঁছায় বাফুফে ভবনে। এরপর তাদেরকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন বাফুফে নেতৃবৃন্দ।

আজ বুধবার দুপুরে ঢাকায় পা রাখে গোলাম রব্বানী ছোটনের দল। ঢাকায় পা রাখার পর বিমানবন্দরেই ফুলেল শুভেচ্ছা পেয়েছেন তাঁরা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তারাসহ বিভিন্ন মহলের প্রতিনিধিরা সংবর্ধনা জানান মেয়েদের।

এরপর ছাদখোলা বাসে আনন্দযাত্রার আগে বিমানবন্দরে সাংবাদিকদের সামনে আসেন সাবিনা খাতুন। ট্রফি উঁচিয়ে ধরে অধিনায়ক বলেন, ‘সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এভাবে বরণ করে নেওয়ার জন্য। এই ট্রফি আমাদের দেশের জনগণের জন্য। শেষ চার বছরে আমাদের যে সাফল্য আছে, সবকিছু এর মধ্যে।’

সংবাদ সম্মেলন শেষে বেলা সাড়ে ৩টার দিকে ছাদখোলা বাসে করে বাফুফের পথে রওনা হয় দল। বিমানবন্দরের বাইরে ব্যান্ড বাজিয়ে তাদের বরণ করা হয়।

গত সোমবার সাফের ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে বাংলাদেশ নারী দল। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ফাইনালে প্রথমার্ধেই দুই গোল আদায় করে নেয় বাংলাদেশ। আর দ্বিতীয়ার্ধের শেষ দিকে পায় তৃতীয় গোল। শামসুন্নাহার জুনিয়র একটি ও কৃষ্ণা রানি সরকার দুটি করে গোল করেন।

চলতি বছরে ৩৬৪ জন শিক্ষার্থীর আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট : 

চলতি বছরের প্রথম ৮ মাসে দেশজুড়ে ৩৬৪ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তাদের মধ্যে ১৯৪ জন স্কুলগামী শিক্ষার্থী, ৭৬ জন কলেজপড়ুয়া, ৫০ জন বিশ্ববিদ্যালয়পড়ুয়া এবং ৪৪ জন মাদ্রাসা শিক্ষার্থী। প্রেমঘটিত কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি

আজ শুক্রবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে  স্বেচ্ছাসেবী সংগঠন আঁচল ফাউন্ডেশনে এসব তথ্য তুলে ধরে। সংগঠনটি তাদের দেয়া তথ্যে উল্লেখ করে, আত্মহত্যাকারী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মধ্যে পুরুষ শিক্ষার্থী ৬০ শতাংশ এবং নারী শিক্ষার্থী ৪০ শতাংশ। কলেজপড়ুয়াদের মধ্যে ৪৬ দশমিক শূন্য ৫ শতাংশ পুরুষ এবং ৫৩ দশমিক ৯৫ শতাংশ নারী শিক্ষার্থী। স্কুলগামী শিক্ষার্থীদের মধ্যে ৩২ দশমিক ৯৯ শতাংশ পুরুষ এবং ৬৭ দশমিক শূন্য ১ শতাংশ নারী শিক্ষার্থী। মাদ্রাসাপড়ুয়াদের মধ্যে ৩৯ দশমিক ২৯ শতাংশ পুরুষ এবং ৬০ দশমিক ৭১ শতাংশ নারী শিক্ষার্থী।

আত্মহত্যাকারীদের অবস্থান বিবেচনায় শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। ঢাকায় গত ৮ মাসে শতকরা ২৫ দশমিক ২৭ শতাংশ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। চট্টগ্রাম বিভাগে ১৬ দশমিক ৪৮ শতাংশ, খুলনা বিভাগে ১৪ দশমিক শূন্য ১ শতাংশ, রংপুর বিভাগে ৮ দশমিক ৭৮ শতাংশ, বরিশাল বিভাগে ৯ দশমিক ৬২ শতাংশ, ময়মনসিংহ বিভাগে ৭ দশমিক ৪২ শতাংশ, রাজশাহী বিভাগে ১৪ দশমিক শূন্য ১ শতাংশ এবং সিলেট বিভাগে ৪ শতাংশ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

আঁচল ফাউন্ডেশনের তথ্যমতে, আত্মহত্যাকারী শিক্ষার্থীদের মধ্যে ৬০ দশমিক ৭১ শতাংশ নারী শিক্ষার্থী এবং ৩৯ দশমিক ২৯ শতাংশ পুরুষ শিক্ষার্থী।

শিক্ষাস্তর বিবেচনায় দেখা গেছে প্রাইমারি থেকে মাধ্যমিকপড়ুয়া ৫৩ দশমিক ৩০ শতাংশ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। একই সময়ে ২০ দশমিক ৮৮ শতাংশ কলেজপড়ুয়া শিক্ষার্থী, ১৩ দশমিক ৭৪ শতাংশ বিশ্ববিদ্যালয়পড়ুয়া এবং ১২ দশমিক শূন্য ৯ শতাংশ মাদ্রাসার শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

চলতি বছরে প্রেমঘটিত কারণে সবচেয়ে বেশি শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। শিক্ষার্থীদের মধ্যে ২৫ দশমিক ২৭ শতাংশ প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছেন। অভিমান করে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ২৪ দশমিক ৭৩ শতাংশ শিক্ষার্থী। পরিবারের সঙ্গে চাওয়া পাওয়ার অমিল হওয়ায় ৭ দশমিক ৪২ শতাংশ এবং পারিবারিক কলহের কারণে ৬ দশমিক ৫৯ শতাংশ আত্মহত্যা করেছেন। ধর্ষণ কিংবা যৌন হয়রানির কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ৪ দশমিক ৬৭ শতাংশ শিক্ষার্থী। মানসিক সমস্যার কারণে ৬ দশমিক ৫৯ শতাংশ, পড়াশোনার চাপে শূন্য দশমিক ৮২ শতাংশ, সেশনজটের কারণে হতাশায় নিমজ্জিত হয়ে শূন্য দশমিক ৮২ শতাংশ এবং পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ১ দশমিক ৯২ শতাংশ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। চুরির মিথ্যা অপবাদে ১ দশমিক ৬৫ শতাংশ, আর্থিক সমস্যায় ১ দশমিক ৯২ শতাংশ, বিষাদগ্রস্ত হয়ে শূন্য দশমিক ৫৫ শতাংশ আত্মহত্যা করেছেন। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এবং স্বামী পছন্দ না হওয়ায় ১ দশমিক ১০ শতাংশ আত্মহত্যা করেছেন। তবে ১৫ দশমিক ৯৩ শতাংশের আত্মহত্যার কারণ জানা যায়নি।

আঁচল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি তানসেন রোজ আবেগ নিয়ন্ত্রণ করতে না পারাকে আত্মহত্যার অন্যতম বড় কারণ হিসেবে দায়ী করেছেন। তিনি বলেন, ‘আমরা দেখেছি শিক্ষার্থীরা পরিবার থেকে কোনো কিছু না পেয়ে অভিমান করেও আত্মহত্যা করেছেন। মোটরবাইক, মোবাইল চেয়ে না পাওয়ার কারণে অনেকেই আত্মহননের পথ বেছে নিয়েছেন। প্রত্যাশা পূরণ না হলে কিভাবে আবেগ নিয়ন্ত্রণ করতে হয়, সে বিষয়ে আমাদের শিক্ষার্থীদের অনেক বড় ধরনের অভাব পরিলক্ষিত হচ্ছে।’ তিনি বলেন, ‘করোনার সময়ে দীর্ঘদিন ঘরে বসে থাকার ফলে অনেকের মনস্তাত্ত্বিক পরিবর্তন এসেছে। রাগ বেড়েছে, মানসিকভাবে সহজেই ভেঙ্গে পড়ার হারও বেড়েছে, সেই সঙ্গে বেড়েছে পড়াশুনার চাপও। এছাড়াও পারিবারিক বিভিন্ন সমস্যাও বেড়েছে আগের চেয়ে। আমাদের শিক্ষার্থীরা সবকিছু একসঙ্গে সামাল দিতে পারছেনা বলেই তুলনামূলক আত্মহত্যার হার বেড়েছে। যেখানে আমরা আশা করেছিলাম করোনার পর আত্মহত্যা প্রবণতা কমে যাবে।’

আত্মহত্যা প্রতিরোধে করণীয় সম্পর্কে তিনি বলেন, ‘৩৬৪ জনের আত্মহত্যা অনেক বড় একটি সংখ্যা। তাই এটিকে সংকট হিসেবে আখ্যা দিয়ে সরকার, সমাজ, পরিবার ও ব্যক্তিসহ প্রতিটা স্টেকহোল্ডারের অংশগ্রহণ জরুরি। সবাই যার যার জায়গা থেকে সচেতন হলে এ সমস্যা সহজেই মোকাবিলা করা সম্ভব হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ‘আত্মহত্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ার পেছনে কোনো কারণগুলো আছে তা খুঁজে বের করে যথাযথ উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবী। অন্যথায় শিক্ষার্থীরা এখন যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে তাতে আত্মহত্যা না করলেও তাদের অন্যান্য মানসিক সমস্যায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। পেশাজীবীদেরও এ বিষয়টা নিয়ে আলোচনা করা উচিত এবং কী উদ্যোগ নেওয়া যায় সে বিষয়ে সমন্বিত কাজ করা প্রয়োজন। এছাড়াও সরকারি ও বেসরকারি উদ্যোগে দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করতে হবে।’

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের আত্মহত্যা প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানে মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগের প্রস্তাবসহ আঁচল ফাউন্ডেশন সাত দফা প্রস্তাবনা পেশ করে।

৮ মাসেই ভালোবাসার পরিসমাপ্তি

তাদের পরিচয় ফেসবুকে। এরপর জড়ান প্রেমের সম্পর্কে। এক পর্যায়ে ভালোবাসা প্রণয়ে রূপ পায় গত ১২ ডিসেম্বর। কাজী অফিসে গিয়ে দুজন গোপনে বিয়ে করেন। বিয়ের ৬ মাস পর বিষয়টি জানাজানি হয়। বলছিলাম কলেজছাত্র মামুন হোসেন (২২) ও নাটোরের খুবজীপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক খায়রুন নাহার দম্পতির কথা। বিয়ের বিষয় জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। বেশ ভালোই চলছিল তাদের সংসার। হঠাৎ সেখানে নেমে এলো অন্ধকার। আট মাস পার না হতেই ভালোবাসার পরিসমাপ্তি ঘটল। নিভে গেল শিক্ষিকার জীবন।

রোববার (১৪ আগস্ট) সকালে নাটোর শহরের বলারিপাড়া এলাকার ভাড়াবাসা থেকে শিক্ষিকা খায়রুন নাহারের মরদেহ উদ্ধার করা হয়।

খায়রুন নাহার গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় পৌর এলাকার মো.খয়ের উদ্দিনের মেয়ে এবং উপজেলার খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ৩টার দিকে মামুন প্রতিবেশীদের ডেকে বলেন, তার স্ত্রী খায়রুন নাহার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। প্রতিবেশীরা তার ঘরে গিয়ে দেখতে পান, খায়রুন নাহারের নিথর দেহ ঘরের মেঝেতে শোয়ানো রয়েছে। এতে তাদের সন্দেহ হলে মামুনকে আটকে রেখে পুলিশে খবর দেন।

নাটোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এছাড়া মামুনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ ঢাকা পোস্টকে বলেন, বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। সংশ্লিষ্ট অন্য বাহিনীর সদস্যরাও তদন্ত করবে। তদন্ত ও লাশের ময়নাতদন্ত হলে, এটা হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে। তবে হত্যা আর আত্মহত্যা যাই হোক না কেন, এমনটা ঘটল কেন তা পুলিশ খতিয়ে দেখার চেষ্টা করছে।

খোঁজ নিয়ে জানা যায়, এক বছর আগে ফেসবুকে শিক্ষিকা নাহারের সঙ্গে একই উপজেলার ধারাবারিষা ইউনিয়নের পাটপাড়া গ্রামের কলেজছাত্র মামুনের পরিচয় হয়। পরে তাদের দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে দুজন বিয়ের সিদ্ধান্ত নেন। ২০২১ সালের ১২ ডিসেম্বর কাউকে না জানিয়ে গোপনে বিয়ে করেন তারা। বিয়ের ৬ মাস পর তাদের সম্পর্ক জানাজানি হলে ছেলের পরিবার মেনে নিলেও মেয়ের পরিবার থেকে বিয়ে মেনে নেয়নি। এর আগে ওই শিক্ষিকা বিয়ে করেছিলেন রাজশাহী বাঘা উপজেলার একজনকে। পারিবারিক কলহে সেই সংসার বেশি দিন টেকেনি। প্রথম স্বামীর ঘরে এক সন্তান রয়েছে।

সে সময় খায়রুন নাহার জানিয়েছিলেন, প্রথম স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। আত্মহত্যা করারও সিদ্ধান্ত নিয়েছিলেন। ওই সময় ফেসবুকে পরিচয় হয় মামুনের সঙ্গে। মামুন আমার খারাপ সময় পাশে থেকে উৎসাহ দিয়েছে এবং নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছে। পরে দুজন বিয়ের সিদ্ধান্ত নিই।

মামুন বলেছিলেন, মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না। কে কী বলল, সেগুলো মাথায় না নিয়ে নিজেদের মতো সংসার গুছিয়ে নিয়ে জীবন শুরু করেছি। সে সময় সবার কাছে দোয়া চেয়েছিলেন মামুন।

ঈদের শুভেচ্ছা জানালেন জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য,১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপির পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঝালকাঠিবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঝালকাঠি জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ।

শনিবার (৯ জুলাই) এক শুভেচ্ছা বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঝালকাঠিবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। মহান ত্যাগের মহিমায় ভাস্মর এই দিনে আমি বিশ্ব মুসলিম উম্মাহের সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সম্বৃদ্ধি কামনা করছি।আমার নেতা আমির হোসেন আমু এমপি মহোদয়ের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা।ঈদ মোবারক।

ঝালকাঠিতে জেলা প্রশাসনের সাহিত্য সম্মেলন সম্মননা পদকপ্রাপ্ত অনেককে নিয়ে সুধিমহলে প্রশ্ন ও বির্তকিত!

ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠি জেলা প্রশাসন আয়োজিত সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মাননা প্রদান নিয়ে সুধিমহলে নানা প্রশ্ন উঠেছে। অনুষ্ঠানের অনেক বিতর্কিত ব্যক্তিরা পদকপ্রাপ্ত হয়ে সামাজিক যোগযোগ মাধ্যমে ছবিপোষ্ট করলেও সর্বস্তরের মানুষের কটুক্তি, সমালোচনা ও ক্ষোভ প্রকাশের ঘটনা ব্যাপক ভাইরাল হয়েছে। এদিকে ঝালকাঠি প্রগতিশীল মানুষ সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নামে বির্তকিত ব্যক্তিদের সম্মাননা প্রদান করায় হতবাক হয়েছে। বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাস এর জেলা আহবায়ক (সভাপতি) মনকা নেয়ামুল বাশারসহ কয়েকজনকে এ অনুষ্ঠানে সম্মাননা প্রদান করায় জেলা প্রশাসনের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
স্থানীয় সাংস্কৃতিক ও রাজনৈতকি মহলে অভিযোগ উঠেছে, জেলা প্রশাসন আয়োজিত সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মাননা প্রদানের লক্ষে করা এ অনুষ্ঠানটি নিয়ে চরম দায়িত্বহীন ও উদাসীনতার পরিচয় দেয়া হয়েছে। যেখানে ধর্ষনের ভিডিও ভাইরাল হওয়া নজরুল ইসলাম, সরকার বিরোধী পুঁথি পরিবেশনকরী মনকা নেয়ামুল বাশারসহ অনেকের পদক প্রাপ্তির ছবি ফেসবুকে পোষ্ট করলে তাতে নানারকম কটুক্তিমূলক মন্তব্য করতে দেখা দেছে।

তারা আরো অভিযোগ করেছে, স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপেক্ষা করা হলেও দীর্গ দিন জেলার বাইরে বসবাসকারী অনেকে সম্মাননা পদক প্রদান নিয়েও সচেতন মহলের অনেকে প্রশ্ন তুলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েকদিন ধরে অসংখ্য মানুষকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। এছাড়া সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য সাংস্কৃতিক মন্ত্রনালয় ৫ লাখ টাকা বরাদ্দ দিলেও অনুষ্ঠানের বাজেট ও খরচ নিয়েও অস্বচ্ছতা ও অনিয়মের গুরুত্বর অভিযোগ উঠেছে।

এ বিষয়ে আয়োজন কমিটির অন্যতম সদস্য পৌরকাউন্সলর হাবিবুর রহমান হাবিল জানান, প্রথম বারের মতো এ অনুষ্ঠান আয়োজন করার কিছু ভূল-ক্রুটি থাকতে পারে। পদকপ্রাপ্তদের নাম তালিকা বা সংখ্যা আলআমিন বাকলাই বলতে পারবে। আমি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে সহযোগীতা করেছি। তবে সম্মাননার তালিকা সতর্কতার সাথে করা উচিত ছিল।
এ বিষয় জানতে চাইলে আয়োজন কমিটির অন্যতম সদস্য আলআমিন বাকলাই বলেন, সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাস্তবায়নে অতিরিক্ত জেলা প্রশাসক সাবিক ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটকে আহবায়ক করে দুটি কমিটি করা হয়েছে। তাদের নিদের্শে আমরা সকল কার্যক্রম পরিচালনা করেছি। কতোজনকে ও কাকে সম্মাননা প্রদান করা হবে তার সংখ্যা ও নাম তালিকা কমিটির আহবায়করাই করেছে। এ বিষয়ে আমাদের সাথে কোন আলোচনা করা হয়নি। পদকপ্রাপ্ত প্রত্যেককে যাতায়াত বাবদ ৫শ টাকা ও প্রবন্ধ জমা দেয়া ১১জনকে ১হাজার টাকা সম্মানী দেয়া হয়েছে। অন্যান খরচের বিষয়ে কমিটির আহবায়কদের সাথে আলাপ করলে সঠিক তথ্য জানতে পারবেন।

আজ থেকে ঈদ যাত্রার টিকেট বিক্রি শুরু

ডেস্ক রিপোর্ট:

ঈদুল আহজা উপলক্ষে ঈদযাত্রায় ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।বিআরটিসির বিভিন্ন ডিপোতে আগামী ১ জুলাই থেকে ঈদযাত্রার টিকিট পাওয়া যাবে। বৃহস্পতিবার (৩০ জুন) বিআরটিসি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানায়, ঈদ উপলক্ষে আগামী ৪ জুলাই থেকে বিশেষ সার্ভিস চলবে। ঈদের পর ১২ জুলাই পর্যন্ত সেবা চালু থাকবে। ঢাকার মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ি, গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো থেকে ঈদের আগাম টিকেট পাওয়া যাবে।

মতিঝিল বাস ডিপো থেকে খুলনা, দাউদকান্দি, দিনাজপুর, রংপুর ও নেত্রকোণা রুটের টিকেট পাওয়া যাবে।

কল্যাণপুর বাস ডিপো থেকে মিলবে রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, কুষ্টিয়া, রাজশাহী, নওগাঁ, নেত্রকোনা, রানিশংকৈল, ঠাকুরগাঁও, দিনাজপুর রুটের টকেট পাওয়া যাবে।

গাবতলী ডিপো থেকে আরিচা, রংপুর, দিনাজপুর, আরিচা ও পাটুরিয়া, যশোর রুটের টিকেট পাওয়া যাবে।

জোয়ারসাহারা বাস ডিপো থেকে পয়সারহাট, বিশ্বরোড-পাঁচদোনা, রংপুর, নওগাঁ, জয়পুরহাট, টাঙ্গাইল, ময়মনসিংহ ও বগুড়া রুটের টিকেট পাওয়া যবে।

মিরপুর বাস ডিপো থেকে বরিশাল, রংপুর, কুষ্টিয়া, বগুড়া, কুড়িগ্রাম, দিনাজপুর, ময়মনসিংহ ও নওগাঁ রুটের টিকেট পাওয়া যাবে।

মোহাম্মদপুর বাস ডিপো থেকে শরিয়তপুর ফরিদপুর, রংপুর, দিনাজপুর, বগুড়া ও নওগাঁ রুটের টিকেট পাওয়া যাবে।গাজীপুর বাস ডিপো থেকে বিশ্বরোড-পাঁচদোনা, টাঙ্গাইল, নেত্রকোনা, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও কুড়িগ্রাম রুটের টিকেট পাওয়া যাবে। যাত্রাবাড়ি বাস ডিপো থেকে ঢাকা-রংপুর, শরিয়তপুর, রুটের টিকেট পাওয়া যাবে।

নারায়ণগঞ্জ বাস ডিপো থেকে ঢাকা-গোসাইরহাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, নওগাঁ, বগুড়া, গাইবান্ধা ও পাবনা রুটের টিকেট পাওয়া যাবে। কুমিল্লা বাস ডিপো থেকে ঢাকা-রংপুর রুটের টিকেট পাওয়া যাবে। নরসিংদী বাস ডিপো থেকে নরসিংদী-মাদারিপুর, চরমুগুরিয়া, রংপুর রুটের টিকেট পাওয়া যাবে।

জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

আরিফুর রহমান, নলছিটি।।
ঝালকাঠির নলছিটিতে পবিত্র ঈদুল আজহার আগে জাল নোটের অবৈধ কারবারিদের হাত থেকে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সচেতন করতে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা করেছেন বাংলাদেশ ব্যাংক।

শুক্রবার (২৪ জুন) সকালে সোনালী ব্যাংক লিমিটেড নলছিটি শাখায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি ছিলেন বরিশাল বাংলাদেশ ব্যাংকের অতিটিক্ত পরিচালক(ব্যাংকিং) অসিত ভূষণ শীল।

বরিশাল সোনালী ব্যাংক লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ শাহ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহম্মদ সিদ্দিকুর রহমান, পৌর মেয়র আব্দুল ওয়াহেদ কবির খান, জেলা পরিষদ সদস্য খোন্দকার মুজিবুর রহমান, বরিশাল সোনালী ব্যাংক লিমিটেড জোনাল ম্যানেজার’স অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম সরদার।আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার যুগ্ম-পরিচালক নিখিল চন্দ্র শীল। এসময় আরও বক্তব্য রাখেন নলছিটি সোনালী ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক সুব্রত মন্ডল।

ব্যাংক কর্মকর্তারা বলেন, ঈদ, পূজা সহ বড় বড় উৎসবে জাল টাকা প্রতারক চক্রদের তৎপরতা বেড়ে যায়। এ থেকে রেহায় পেতে ব্যাংক গ্রাহক ও সাধারন মানুষকে জাল নোট চেনার উপায় হিসাবে টাকার উপরে প্রধান নিরাপত্তা বৈশিষ্টগুলি তুলে ধরে তারা নানান দিক নির্দ্দেশনা প্রদান করেন ।

আহ্বায়ক জুলহাস খান সদস্য সচিব মনির বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক।।

বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ নলছিটি উপজেলা পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১৫ জুন) বিকেলে পৌরসভা মিলনায়তনে
জুলহাস খানকে আহ্বায়ক ও মনির বিশ্বাসকে সদস্য সচিব করে ১৫ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়।

এসময় নলছিটি উপজেলা শ্রমিক লীগের সভাপতি পারভেজ হোসেন হান্নানের সভাপতিত্ব জেলা শ্রমিক লীগের আহ্বায়ক মোঃ হারুনুর রশিদ,সদস্য সচিব মোঃ সুমন তালুকদার, নলছিটি উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হৃদয় হোসেন রিপন, ঝালকাঠি সড়ক পরিবহন শ্রমিক লীগের পৌর সভাপতি মোঃ ফোরকান হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

ঘোষিত কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে অধীনস্থ সকল ওর্যাডের কমিটি করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

মাছ এবং মুরগীর সমন্বিত চাষ করে স্বাবলম্বী লালমোহনের আব্দুল মালেক মাকসুদুর রহমান পারভেজ

লালমোহন (ভোলা):
মাছ এবং মুরগীর সমন্বিত চাষ করে স্বাবলম্বী দ্বীপ জেলা ভোলার লালমোহনের রমাগঞ্জ ইউনিয়নের পূর্বচরউমেদ গ্রামের আব্দুস সহিদের ছেলে হাজী আব্দুল মালেক । তার উজ্জ্বল দৃষ্টান্ত যে,তিনি নিজেই। বর্তমানে তিনি মাছ চাষের পাশা পাশি লেয়ার মুরগীর খামার করে অর্থনৈতিকভাবে অনেকটাই সফল । বর্তমানে তিনি সুনামের সহিত আলোড়ন সৃষ্টি কারী সফল ব্যবসায়ী । একই সাথে পুকুরের পানিতে সমন্বিত মাছ চাষ করছেন তিনি। সরেজমিনে তার সাথে কথা বলে জানা যায়, এক সময় তাদের পরিবারে অনেক অভাব অনটন ছিল । এরপর সেই অভাব দূর করার জন্য নিজ উদ্যোগে ১৯৯০ ইং সালে স্থানীয় পুকুর মালীকদের কাছ থেকে ৫/৭ টি পুকুর লিজ (লগ্নি) নিয়ে রেনু পোনার (মাছের বাচ্ছার) ব্যবসা শুরু করেন । অনেক চড়ই উৎরাই লাভ লোকসান পেরিয়ে তিনি নিজ উদ্যোগে ৪০ শতাংস জমিন ক্রয় করে নিজের জমিতে মাছের খামার মাচের চাষ শুরু করেন । এরপর ধীরে ধীরে তার সফলতার ছোঁয়া লাগতে শুরু করে । ২০২২ সাল পর্যন্ত তার ব্যবসায়িক টাকা দিয়ে ১৩ একর জমিতে মাছ ও মুরগীর খামার করেছেন । তিনি সমন্বিত মাছ ও লেয়ার মুরগীর চাষ করছেন । ১৩ একর জমিতে ৪টি করে বিশালাকার মাছ ও মুরগীর খামার রয়েছে । খামারে মুরগী হয়েছে প্রায় ৯/১০ হাজার। পাশাপাশি খামারগুলো মাচা দিয়ে পানির উপর হওয়ায় মুরগীর বিষ্ঠা খাদ্য হিসেবে ব্যবহার করে মাছ চাষে । এতে মাছের জন্য আলাদা খাদ্যের প্রয়োজন কম হয়। বর্তমানে তার খামারে ৯/১০ হাজার মুরগি রয়েছে । আবার পুকুরে রয়েছে অর্ধ কোটি টাকার মাছ। ইতোমধ্যে তার খামারে কর্মসংস্থান করছেন দৈনিক ২০/২৫ জন লোক । তাঁর সাফল্যে অনুপ্রানিত করেছে তার প্রতিবেশি মো . জাকির মাতাব্বর কে ও । জাকির মাতাব্বরের রয়েছে মাতাব্বর পল্ট্রী ও মৎস্য নামক খামার । তার ও রয়েছে মুরগী ও মাছের সমন্বিত চাষ । হাজী আব্দুল মালেক বলেন, মুরগী গুলোর গন্ধ কম দৈনিক ৪/৫ হাজার ডিম দিচ্ছেন । মাছ এবং মুরগী মিলিয়ে মাসে প্রায় ২ লক্ষ টাকা আয় হচ্ছে এখন তবে বর্তমানে মাছ ও মুরগীর খাদ্যের দাম বাড়ার কারনে আয় কমে গিয়েছে এখন । শ্রমিকের বেতন ও বেড়েছে। তিনি বলেন সরকারিভাবে যদি কোন সহযোগীতা পাই অথবা বিভিন্ন এনজিও থেকে স্বল্প সুদে ঋন পাই তাহলে সব কিছু পুশিয়ে আরও লাভবান হতে পারব । আব্দুল মালেক আরও বলেন মুরগীর বিষ্ঠার হালকা একটু গন্ধ নাকে আসার আগেই পরিস্কার করা হয় । তার খামার গুলোতে নানা জাতের মাছ খলবলিয়ে বেড়াচ্ছেন যা চোখে পরার মতো । বিশেষ করে মাগুর এবং তেলাপিয়া মাছের উৎপাত আনন্দ বয়ে আনে । তিনি জানান, তাঁর খামারে এখন ২০/২৫ জন স্থায়ী কর্মী দৈনিক মজুরিতে কাজ করেন । কথা হয় মুরগীর ও মাছের খামারের কর্মী মিলন , আ: সহিদ ও মনির সহ কয়েকজনের সঙ্গে। তাদের মধ্য থেকে কেউ কেউ মুরগীকে খাবার দিচ্ছেন এবং কেউ কেউ মুরগীর পরিচর্যা করছেন। তাদের মধ্যে মনির নামে একজন জানিয়েছেন যে, তিনি ৫ বছর ধরে খামারে কাজ করেন, প্রথমে তার অনেক অভাব ছিল তারপর থেকে আস্তে আস্তে তার বেতন ও বাড়তে থাকে। এখন তার পরিবার স্বচ্ছল।

লালমোহন উপজলো প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নাছির উদ্দিন মুন্সির কাছে খামার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন , এ উপজেলায় আমি নতুন জয়েন্ট হয়েছি কোন খামার সম্পর্কে আমার কাছে কোন তথ্য জানা নেই ।